PDA

View Full Version : বোনাসের সঠিক ও উপযুক্ত ব্যাবহার করুন



SR12
2020-03-31, 11:17 PM
আমরা যারা ফোরামে পোস্ট করি তারা সবাই চাই এখানে ফরেক্স শিখতে এবং কিছু বোনাস দিয়ে ট্রেডিং করতে। আজকের এই মাসের শেষ দিন অর্থ্যাত আগামী ১০ থেকে ১২ দিন পরে আমরা সকলেই পোস্টং বোনাস পাবো আশা করি। আর এই ১০ দিন সকলেরই বিশেষ করে নতুনদের উচিত হবে ডেমো প্রাকটিস করা যাতে করে আমরা ট্রেডিং শিখে আমাদের বোনাসের উপযুক্ত ব্যাবহার করতে পরি। এই কয়টা দিন যদি আমরা বিভিন্ন মাধ্যম থেকে আরো একটু ভালে ফরেক্স শিখতে পারি সেদিকে নজর দিতে হবে। আর যখন বোনাস পাবো তখন যেন তারাহুরা করে সব নষ্ট না করে ফেলি বোনাসের যেন সঠিক ব্যাবহার করতে পারি সকলেই। ধন্যবাদ

Suriya Sultana Hira
2020-03-31, 11:34 PM
হ্যাঁ,,, আপনার কথার সাথে আমি একতম আছি । আমরা যারা এই ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার,,, তারা সবাই খুবই আশাবাদী যে,,,, আমরা আমাদের সারা মাসের কষ্টের মেহনত মানে পোস্টিং বোনাস পেয়ে গেলে সেই বোনাস অর্থ রিয়েল ট্রেডিং মার্কেটে ডিপোজিট করে ট্রেড ওপেন করবো । কিন্তু তকর জন্য আমাদের ট্রেড করার জন্য যথেষ্ট পরিমাণে ভালো দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করতে হবে । ভালো দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন না করতে পারলে আমরা আমাদের সেই পোস্টিং বোনাসের যথাযথ ব্যবহার করতে পারবো না,,, মানে একটু সামান্য ভুলের কারনে অনেক বড়ো আকারের লচের সম্মুখীন হতে পারি । তাই আমাদের উচিত আগামী মাসে পোস্টিং বোনাস পাওয়ার আগ মুহুর্ত পর্যন্ত ডেমো ট্রেডিং বেশি বেশি করে প্রাকটিস করা এবং বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ফরেক্স মার্কেটের ভিডিও দেখে আরো ভালো করে অভিজ্ঞতা অর্জন করা,,,,, ধন্যবাদ ।

alamsat
2020-04-01, 12:30 PM
যখন ফোরাম থেকে বোনাস পাওয়া যাই তখন আমরা চেষ্টা করি সেটাকে কাজে লাগিয়ে প্রফিট করতে পারি কিন্তু ফোরামে যারা ট্রেড করে থাকে তাদের মধ্যে বেশিরভাগ ট্রেডার ই নতুন তাই ফোরামের ডলার দিয়ে ট্রেড করতে গিয়ে লস করে ফেলে কিন্তু এটা ইচ্ছে করে কেউ করে না। হয়ে যাই। তাই চেষ্টা করতে হবে প্রফিট করার জন্য আর এর জন্য ট্রেডিং শিখতে হবে। আর যদি ইচ্ছে করে লস করেন তাহলে সেই লস রিকোভারি করেই যে প্রফিট করতে পারবেন সেটা তুলতে পারবেন। তাই লস করলেও সেটা আপনাকে পুনরায় তুলতে হবে তাই কোন মতে ইচ্ছে করে লস করা যাবে না।

SHARIFfx
2020-04-01, 12:39 PM
ঠিক বলেছেন। আসলে বোনাস কে নিজের টাকা মনে করুন। আর লোভ কে বাদ দিয়ে মানিমেনেজমান্ট করে ট্রেড নিন। কারন আপনি যদি মানিমেনেজমান্ট করে ট্রেড নেন তা হলে অন্তত বোনাস খালি হবে না আর রিকভারি তো হবেই কারন প্রতি মাসে কম বেশ বোনাস পাচ্ছেন যেটা আপনার বেলেন্স কে শক্তিশালী করে তুলবে। তাই ১ টি পেয়ারে ট্রেড করুন আর ৪-৫ হাজার পিপ্স হাতে রাখুন।

K.K.BABY
2020-04-02, 12:11 PM
আমরা প্রতিদিন ফোরামে পোষ্ট করি শুধুমাত্র নিজে কিছু জ্ঞাব অর্জন করার জন্য আর ফোরাম থেকে প্রদত্ত বোনাস পেয়ে সেই বোনাস দিয়ে ট্রেড করার জন্য।তবে এই বোনাস অনেকের কাছে গুপ্তধনের মতো আবার কেউ এইটা মনে করে আমি আমার নিজের টাকা খরচ করছিনা যে এই টাকার উপর খুব মায়া থাকবে।আমি মনে করি এই প্রদত্ত বোনাস আমার কাছে আশীর্বাদ স্বরূপ কারন আমি এই বোনাসের মাধ্যমে আমার ফিউচার কে দেখতে পাই। আমি মনে করি এই বোনাসের মাধ্যমে আমি আমার অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারবো।সেই জন্য আমি এই ডলার দিয়ে ট্রেড করে আমি ভাল আর্ন করতে পারবো।তাই আমি ট্রেড করার আগে ভাল ভাবে এনালাইসিস করে তার পর ট্রেড করবো।আর আমি জানি ফরেক্স মার্কেট একটি রিস্ক মার্কেট তাই এই খানে সফল হতে হলে অনেক কষ্ট করতে হবে।তাই আমাদের সকলের উচিত ফোরাম থেকে প্রদত্ত বোনাসের অযথা উল্টো পাল্টা ট্রেড এন্ট্রি নিয়ে নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতির পথে বাধা সৃষ্টি না করি।

XXXTentacion
2020-04-03, 11:49 AM
ধ্রুবক উপার্জন করতে দেখি। আমি মনে করি আপনার সমীকরণটি যথাযথ জীবনের জন্য সত্যই কার্যকরভাবে ঠিক কার্যকরভাবে পড়ে গিয়েছিলাম যে বিপুল লোভের নেতৃত্ব আপনাকে অবশ্যই বিপুল পরিমাণে ঝুঁকি এবং বড় ঝুঁকিও সঞ্চারিত করে যা আপনি অবশ্যই ক্ষতি এবং এমনকি বড় লাভ যদিও ইভেন্টে ব্যবসায়ী জেতা একবারে এবং চেষ্টা করার জন্য এটি বেশ কয়েকবার প্রয়োগ করতে চাইলে সে হারাতে চলেছে .. আমি মনে করি লোভটি খুব খারাপ ফরেক্স.