PDA

View Full Version : আপনি কেন ফোরাম এ যোগ দিলেন ?



fxtdr
2015-02-19, 10:13 PM
এই ফোরাম এ অনেক অভিজ্ঞ ব্যাক্তি আছেন যারা নতুন দের কে নানা ভাবে সাহায্য করে যাচ্ছেন । কিন্তু আপনার ফোরাম এ যোগদান করার উদ্দেশ্য কি? আজ আমারা আমাদের সবার উদ্দেশ্য গুলো জানব ও জানাবো ।

rahman56
2015-02-20, 01:35 AM
আমি এই ফরামে যোগ দিয়েছি যাতে করে আমি ট্রেড করার কৌশল শিখত পারি ।অভিজ্ঞদের কাছ থেকে আমি সাহায্য নিয়ে ট্রেড করতে চাই। ট্রেড কিভাবে করলে ভাল হবে আর কিভাবে করলে আমি ঝুকির মুখে পরতে পারি। তাদের সাহায্যে আমি ধীরে ধীরে এগিয়ে জেতে চাই।

emonrahman112
2015-02-20, 02:04 AM
আমি মনে করি ফরেক্স শিখতে ফোরামের গুরত্ব অনেক বেশী।ফরেক্স হল এমন এক প্রতিষ্ঠান যা থেকে আমরা কিছু শিখতে পারি। আমরা ফরেক্স ট্রেডিং করি এই মার্কেট থেকে টাকা বের করার জন্য ।আপনি অনলাইনের বিভিন্ন সাইট পড়ে জ্ঞান অর্জন করতে পারবেন কিন্তু এরপরও কিছু বিষয়বস্তু নিয়ে আপনার মনে প্রশ্ন থেকে যাবে। এইসব প্রশ্নের উত্তর খুজে পাবেন ফোরামে।ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।

FHGCXB
2015-02-20, 04:19 AM
ফোরামে অনেক দক্ষ ট্রেডাররা তাদের মন্তব্য পোস্ট করে থাকে। তাদের সাথে ফরেক্স সম্পর্কে অনেক অজানা তথ্য জানা যায়, শেয়ার করা যায়। এর ফলে ট্রেডিঙে দক্ষতা বৃদ্ধি পায়। সর্বোপরি পোস্টিং বোনাস দিয়ে রিয়েল ট্রেড শুরু করা যায়।

nizam
2015-03-09, 10:54 AM
ফরেক্স বিজনেস শিখার জন্য কিবা ফরেক্স ভালো ভাবে জানার জন্য ফোরাম যে ভুমিকা পালন করছে তা অতুলনীয়। ফোরামে মুলত আমি আমার সমস্যা তুলে ধরতে পারি এবং ফোরামের অন্যান্য মহৎ বন্দুগন, ভাইয়েরা, যারা পারেন তারা কেও না কেও তা সমাধান করে দেন। যদি ফরেক্স ফোরাম না থাকত তবে তা সম্ভব হত না। এখানে আমরা ফরেক্স সম্পর্কে যাবতীয় সব কিছু জানতে পারি এবং সবচেয়ে বড় বিষয় যে এখান থেকে আমরা যে বোনাস পাই তা রিয়েল ট্রেড এ ব্যাবহার করতে পারছি । আরও নান বিধ কারন আছে যা আমাকে এই ফোরামের প্রতি আকৃষ্ট করেছে।

nazmul_a
2015-03-09, 02:43 PM
আসলে ফোরাম সাইডটি হলো একটি কমিউনিটি যেখানে যেকোন একটি প্লাটফরমের বা একই গোত্রের লোকে দের পাোয়া যায়। আমি যেহেতু ফোরেক্সে এর সাথে বগুদিন জড়িত তাই আমি দেখলাম যে এখানে ফোরেক্স রিলেটেড অনেক লোক অনেক কথা বলছে তাদের মনের ভাব প্রকাশ করছে। তাদের সাথে আমিও আমার সমস্যা/এক্সপেরিয়েন্স সেয়ার করতে পেরে বেশ ভালোই লাগছে। এজন্যই এখানে যোগ দেয়া। আর সব কথায়ে মাতৃভাষায় বলতে পারাটা আসলেই অন্য রকম।

shimulmoni
2015-03-09, 04:45 PM
আসলে ফরেক্স ফোরাম হল এমন একটা জাইগা যেখানে আপনি আপনার না বিষয় গুলো বা অল্প জানা বিষয়গুলো সকলের সাথে শেয়ার করে না জানা বিষয় বা সমস্যা গুলো জানতে পারেন আর কম জানা বিষয় গুলো আরো ভালকরে জানার পাশা পাশি ফোরাম বোনাস আয়করে তা দিয়েট্রেড করে মুনাফা কামাতে পারেন আর আমি মুলত এই উদ্দেশে ফোরামে যোগ দিয়েছি। ধন্যবাদ।

amitbd
2015-03-09, 05:12 PM
আসলে আমি ফরেক্স বিষয় ভাল করে শেখার জন্য আমি এই ফোরামে যোগ দিই , এখান থেকে আমি অনেক কিছু জানতে এবং শিখতে পারব বলে । আমি প্রায় অনেক দিন ধরে এই সাইডে আমি একান থেকে আমি অনেক কিছু শিখতে পারছি ।এবং আমি যে টুকু জানি এবং শিখতে পারছি তা নতুনদের জন্য বিলিয়ে দিয়েছি এতে করে আমার জ্ঞান আগের থেকে আর বেড়ে গেছে ।

abdullahsakib
2015-03-09, 10:02 PM
আমি একজন নতুন ট্রেডার এবং আমি এখান থেকে কিছু শিখতে এবং কিছু আায় করতে চাই এটা সত্ত্য যে আমি রিয়েল টাকা এখানে ইন্ভেস্ট করার মত সামর্থ রাখি না তো এই ফোরামে যোগ দিয়ে কিছু ভার্সুয়াল মানি আর্ন করতে চাই এবং তা দিয়ে আমি রিয়েল ফরেক্স করতে চাই ও এই ফোরাম থেকে আমি অনেক কিছু শিখতে পারছি। যার মাধ্যমে আমার অনেক জ্ঞান অর্জন হয়েছে ফরেক্ষ মার্কেট সর্ম্পকে।

Sacrifice
2015-03-27, 11:10 AM
আমি বাংলাদেশ ফরেক্স ফোরামে যোগ দেওয়ার মূল কারণ হল আমি এখনো শিক্ষানবীশ। তাই আমার যাবতীয় ফরেক্স কৌতুহল সম্পর্কে জানার জন্য ফোরামে যোগ দিয়েছি। এখানে ফরেক্স সম্পর্কে অনেক বিষয়ে আলোচনা করা আছে যা থেকে আমি শিখতে পারি। এছাড়াও এখানে প্রতিদিন কিছু কিছু নতুন সদস্য যোগদান করছি, আমি এতদিন যা শিখেছি তা দিয়ে সম্ভব হলে ওদের জিজ্ঞাসা মেঠানোর চেষ্টা করি। এখানে যোগদানের আরেকটি সুবিধা হল, মাস শেষে প্রাপ্ত বোনাস দিয়ে আমি রিয়েল ট্রেডের অভিজ্ঞতা অর্জন করতে পারবো।

Harun1650
2015-03-27, 01:55 PM
আমি ফোরাম এ যোগ দিয়েছি কারন আমি এখনো ভাল ভাবে ট্রেড করতে পারি না এখানে আমার অনেক মিস্টেক হয় যার কারনে আমি সাহস পাচ্ছি না মানি ডিপোজিট করে ট্রেড করব আর তাই আমি ফোরাম পোস্টিং করে যা পাব তা দিয়ে ট্রেড করার চিন্তা ভাবনা আছে।আরেক্টা ব্যাপার হচ্ছে আমি ফোরাম এর মাধ্যমে অনেক কিছু জেনে সেটা নিজে এপ্লাই করতে পারছি,আর এই কারনে ফোরাম আমার মত নতুনদের জন্য একটি কার্যকরি ভুমিকা পালন করছে।

Ali77
2015-03-27, 05:19 PM
আমি মনে করি ফরেক্স শিখতে ফোরামের গুরত্ব অনেক বেশী ফরেক্স হল এমন একটা বেবসা যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এইসব প্রশ্নের উত্তর খুজে পাবো ফোরামে ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে । এখান থেকে আমি অনেক কিছু জানতে এবং শিখতে পারি ফরেক্স ফোরাম যদি না থাকত তাহলে তা শেখা সম্ভব হত না। এখানে আমরা ফরেক্স সম্পর্কে যাবতীয় সব কিছু জানতে পারি এবং সবচেয়ে বড় বিষয় যে এখান থেকে আমরা যে বোনাস পাই তা রিয়েল ট্রেড এ ব্যাবহার করে উন্নতি করতে সক্ষম হচ্ছি।

abdurrahim
2015-03-27, 07:25 PM
ফোরামে অনেক অভিজ্ঞ ট্রেডার থাকে তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যাবো, এর পাশা পাশি আমার ফোরাম সর্ম্পকে অনেক আগ্রহ যার কিছুটা হলে ও আমি এখান থেকে পূরণ করতে পারব।

mun195
2015-03-29, 12:03 AM
ফরেক্স ফোরাম হচ্ছে ফরেক্স ট্রেডারদের একটি গুরুত্বপুণ্য জায়গা এখান থেকে নতুন ট্রেডাররা অনেক কিছু শিখতে পারে আমি একজন ফরেক্সের ছাত্র তাই ফরেক্স বাংলা ফোরাম আমার জন্য খুবই গুরুত্বপুণ্য ফোরাম থেকে আমি অনেক কিছু শিখছি এখানে দক্ষ ট্রেডাররা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন তা থেকে আমরা অনেক কিছু জানতে পারি। তাছাড়া ফরেক্স বাংলা ফোরাম আপনার সময়ের মূল্য হিসেবে কিছুটা বোনাস ও দিয়ে থাকেন আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য যেটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন।

Hera1234
2015-03-29, 11:59 AM
ফোরামে যোগ দেওয়ার দু ধরনের কারন থাকতে পারে তার মধ্যে একট পুরাতন ও এই ফরেক্স বিষয়ে অভিজ্ঞ ব্যক্ত্যিদের কাছ থেকে তথ্য নেওয়া । অভিজ্ঞ ব্যক্তিরা আমরা যারা নতুন তাদের জন্য বিভিন্ন ভাবে সহয়তার হাত বাড়িয়ে রেখেছেন আমরা আমাদের সমস্যা গুলো এখান থেকে দুর করতে পারি। আর একটি কারন হল ফোরামে কাজ করার মাধ্যমে আমরা যে বোনাস পেয়ে থাকি তা আমরা ব্যবাযে ইনভ্যষ্ট করতে পারি লাভের আশায়। ধন্যবাদ।

shezankhan
2015-03-30, 09:37 PM
আমার ফোরামে যোগদেওয়ার কারন হচ্চে আমার ইনভেষ্ট করার মত ব্যালেস্ন নাই এবং আমি এখন পর্যন্ত সাফল্য ট্রেডার হতে পারিনি তাই আমি এইখানে থেকে অনেক কিছু শিখতে পারি কেননা এই খানে অনেক সাফল্য ট্রেডার তাদের ব্যাক্তিগত অভিজ্ঞাতা শেয়ার করে এবং আমি তা আমার ডোমো একাউন্টে কাজে লাগাই এবং আমি এটিতে অনেক উপকার পেয়েছি ডেমো ট্রেডিং এ। আর এই জণ্য আমার ফোরম এ যোগ দিই।

jjamin84
2015-05-01, 05:23 PM
ফোরাম-এ যোগ দেওয়ার প্রধান কারন, ফোরাম-এ কাজ করে টাকা উপার্জন করে ফরেক্স করবো । ফোরাম থেকে দক্ষ ট্রেডারদের মতামত দেখে অনেক কৌশল জানা যাবে এবং নিজে একজন দক্ষ ট্রেডার হতে পরবো ।

forexac05@gmail.com
2015-05-01, 06:39 PM
ফরেক্স এই ফোরাম থেকে আমারা অনেক কিছু শিখতে পারি । ফরেক্স এই ফরেম থেকে আমরা কি ভাবে ফরেক্স এ ট্রেড করত হয় তা জানতে পারি। ফরেক্স এ অনেক বড় বড় লোক আসে এবং এসে তার তাদের কথা বলে পরে আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি।

forexac05@gmail.com
2015-05-01, 06:45 PM
ফরেক্স এর ফোরাম এ যোগ দিয়ে অনেক কিছু শিখা যায়। আমি এই ফোরামে যোগ দিয়েছি যাতে আমি ফরেক্স এ ট্রেড করার কাজ শিখতে পারি । আমি ফরেক্স এর এক্সপার্ট ভাইদের কাছ থেকে হেপ্ল নিয়ে ট্রেড করতে চাই।। ট্রেড কি ভাবে করলে আমি ফরেক্স এ লস খবনা কখন ট্রেড করার সময় কখন ট্রেড করলে আমি ফরেক্স এ লস তা আমি ফরেক্স থেকে ভাল টিপস পেতে পারি।

forexac05@gmail.com
2015-05-01, 06:50 PM
আমি মনে করি ফরেক্স ভাল করে শিখতে ফরেক্স এ এক্সপার্ট হতে হলে ফোরাম এর গুরুত্ব অনে বেশি। ফরেক্স হল একটি ইন্টারন্যাশনাল বিজনেস । ফরেক্স হল এমন একটি প্রতিস্তান যা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন ,আর ফরেক্স বিজনেস আপনি এক বার শিখতে পারলে আপনি ফরেক্স থেকে অনেক টাকা ইনকাম করত পারবেন।

forexac05@gmail.com
2015-05-01, 06:53 PM
ফরেক্স মার্কেটে এক্সপার্ট হতে হলে বা ফরেক্স শিখতে হলে ফরেক্স এর ফোরাম এর গুরুত্ব অনেক বেশি। আমরা ফরেক্স ট্রেডিং করি ফরেক্স থেকে টাকা ইনকাম করার জন্য । আপনি ফরেক্স এর ফোরাম থেকে ফরেক্স এ কি ভাবে ট্রেড করতে হয় তা জানতে পারবেন কি ভাবে ফরেক্স এ এনালাইসিস করতে হয় তা জানতে পারবেন । ফরেক্স এর ফোরাম এর সাথে থাকলে আপনি ফরেক্স সম্পরকে সব কিছু শিখতে পারবেন।

forexac05@gmail.com
2015-05-01, 06:57 PM
ফরেক্স এর ফোরাম এ ফরেক্স এর অনেক বড় বড় এক্সপার্ট রা আসে এবং তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করে । আমরা তাদের ওই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারি। তাদের সাথে ফরেক্স সম্পর্কে অনেক অজানা তথ্য জানা যায় শেয়ার করা হয়। ফরেক্স এর ফোরাম এ অনেক টিপস থাকে যা আমদের অনেক কাজে লাগে।

forexac05@gmail.com
2015-05-01, 07:00 PM
ফরেক্স বিজনেস শিখার জন্য বা ফরেক্স এ ভালো কিছু করার জন্য ফরেক্স এর ফোরাম এর সাথে থাকতে হবে আমাদেরকে । ফরেক্স এর ফোরাম গিয়ে আমি আমার অনেক প্রবলেম বললে তারা আমাকে আমার প্রবলেম সল্ব করে দেয় এতে করে কি হয় জানেন আমি নিজেও ওই কাজ টা ভাল করে শিখতে পারি বা যারা যারা এই প্রবলেম নিয়ে তেন্সানে আছে তারা ও সল্ব পায়।

forexac05@gmail.com
2015-05-01, 07:05 PM
ফরেক্স এর ফোরাম এ আমি আমার সমস্যা তুলে ধরতে পারি এবং ফোরাম এর অনেক বড় ভাই আছে যারা আমদের অনেক হেল্প করে থাকে। যদি ফরেক্স এর ফোরাম না থাকত তবে এটা সম্বব হতনা। ফরেক্স এর ফোরাম আমরা ফরেক্স সম্পর্কে সব কিছু জানতে পারি। সব চেয়ে বড় কথা হল যে আমরা যে বেনাস পাই টা দিয়ে রিয়েল ট্রেড এ ব্যাবহার করতে পারি।

forexac05@gmail.com
2015-05-01, 07:10 PM
ফরেক্স ভাল করে শিখতে হলে আমাদেরকে ফরেক্স এর ফোরাম এ যোগ দিতে হবে। ফরেক্স এর ফোরাম সাইট টা হল একটি কমিউনিটি যে খানে যে কোন লোক এসে সে তার মনের কথা বলতে পারবে বা শেয়ার করতে পারবে। আমি অনেক দিন ধরে ফরেক্স এর সাথে ইনবল্ব আছি তাই আমি জানি যে ফরেক্স রিলেটেড অনেক কথা বলছে তাদের মনের
ভাব প্রকাশ করছে।

forexac05@gmail.com
2015-05-01, 07:15 PM
ফরেক্স এর ফোরাম ফরেক্স শিখার অন্য অনেক ভাল একটা পথ। ফরেক্স ভাল করে শিখতে হলে ফরেক্স এর ফোরাম এ যোগ দিতে হবে। ফরেক্স ফোরাম হল এমন একটা জায়গা যেখানে আপনি আপনার না বিষয় গুলে বা অল্প জানা বিষয় গুলো সকলের সাথে শেয়ার করে না জানা বিষয় বা সমস্যা গুলো জানতে পারেন, ফরেক্স এর ফোরাম থেকে অঙ্কে কিছু শেখা যায় যা ফরেক্স এ এক্সপার্ট হতে অনেক হেল্প করে।

pallabbd
2015-05-02, 04:55 AM
আমি ফরেক্স ফোরামে পোস্ট করি। কারণ, আমি ফরেক্স সম্পর্কে লেখা লেখি করতে পছন্দ করি এবং আমি একজন ছাত্র তাই আমার কাছে টাকা নেই ফরেক্সে ইনভেস্ট করার মত। তাই আমি ফোরাম থেকে প্রতিমাসে বোনাস নিয়ে ট্রেড করি এবং ওটা দিয়ে প্রফিট করার চেষ্টা করি। ধন্যবাদ

moinuddib
2015-05-02, 12:30 PM
ফরেক্স সম্পরকে জানার জন্ন মুলত এই ফোরাম এ যোগ দেওয়া । ফোরাম হোল এমন জায়গা যেখানে একটা বিষয় এর উপর বিভিন্ন জনের মতামত পাওয়া যায়। আমি ফরেক্স নিয়ে কাজ শুরু করেছি, ফরেক্স এর উপর পড়াশুনা ও করছি কিন্তু অনেক কিছু তেমন বুঝতে পারি না। এ ফোরাম এ অনেক অভিজ্ঞ জন আছেন যারা ফরেক্স এ তেরেদ করে ভাল করছেন। তাদের সাথে আমার সমস্যা গুলো নিয়ে আলাপ ক্রতে, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ায় জন্ন আমি এ ফোরাম এ যোগ দিয়েছি।

sadik
2015-05-02, 12:45 PM
আমি ফরেক্স ফোরামে যোগ দিয়েছি একটি মাত্র কারণে এবং সেটি হল আমি ফরেক্স সম্পরকে জানতে এসেছি এই ফোরাম এ। ফোরাম এ অনেক অভিজ্ঞ ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট সম্পর্কে অনেকে ধারনা দিয়া থাকেন, যা আমাকে অনেক সাহায্য করে ফরেক্স এ ভালো করতে । আমি মনে করি কেউ যদি ফরেক্স সম্পর্কে ভালো করে জানতে চায় তাহলে তাকে ফরেক্স ফোরাম এ যোগ দিতে হবে।

ashan
2015-05-02, 02:42 PM
আমি ফোরামে যোগ দিয়েছি কারন ফোরামে অনেক দক্ষ ট্রেডাররা দক্ষতা শেয়ার করে যা অনেক উপকারি।দক্ষ ট্রেডারদের সঙ্গে দক্ষতা অর্জনের জন্যই আমি ফোরামে যোগ দিয়েছি। তাছাড়াও ফোরামে দক্ষতা অর্জনের পাশাপাশি কিছু বোনাসও যায় যা দিয়ে ট্রেড করা যাই।মোট কথা ফোরাম থেকে এক সঙ্গে দক্ষতা ও বোনাস পাওয়া যায় বলে আমার ফোরামে যোগ দেওয়া।

Foyazur
2015-05-02, 03:46 PM
আমি ফোরামে যোগদী ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখার জন্য এবং ভাল অবিজ্ঞতা লাভ করার জন্য কারন ফরেক্স মার্কেট সম্পূর্ণ ভাবে নতুন ফরেক্স ফোরামে অনেক অবিজ্ঞ ট্রেডার আছে যাদ্বারা আমি ফরেক্স বিষয়ে অনেক কিছু শিখতে পারব আর ফরেক্স ফোরামে এসে আমি অনেক কিছু শিখেছি যা সম্পর্কে আমি কিছু জানতাম না।তাই ফরেক্স ফোরাম এসে আমি অনেক আনন্দিত।

NaimurRahman
2015-05-02, 05:14 PM
আমি আগে mt5.com এ পোষ্ট করতাম। ফরেক্স জীবন শুরুর দিকে। এই ফোরাম তো কয়েকদিন হল এসেছে। যখন দেখলাম বাংলায় ফোরাম হয়েছে, তখন এখানে অবসর সময় কাটানোর জন্য এখানে পোষ্ট করি। আর নতুনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে, তাদের সমস্যার সমাধান দেয়ার চেষ্টা করি।

জাহাঙ্গীর
2015-05-02, 11:29 PM
আমি একজন নতুন ট্রেডার। ফরেক্স ট্রেডিং শিখছি। তাই ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে নিয়েই আমি ফোরামে যোগ দিয়েছে। ফোরামে লিখা মন্তব্য গুলো পড়ে এবং তার উত্তর দিতে গিয়ে প্রতিদিনই এখান থেকে কিছু জ্ঞান লাভ করছি। এছাড়াও উত্তর দেওয়ার কারণে আমি যা পাচ্ছি তা দিয়ে রিয়েল একাউন্টে ট্রেড করার সুযোগ পাবো।

banna
2015-05-03, 02:06 AM
আমার মনে হয় ফরেক্স সম্পর্কে জানার কোন শেষ নেই। আমি যখন ফরেক্স মার্কেটে প্রথম জয়েন করি, তখন আমি ফরেক্স সম্পর্কে কিছুই জানতাম না। যার কারনে আমি অনেক লস করেছি। তবে আমি এখন ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানি। যার কারনে আমি এখন ফরেক্স থেকে লাভ করতে পারি। আমি মনে করি ফরেক্স সম্পর্কে আরো ভালভাবে জানতে পারলে আমি ফরেক্স থেকে অনেক লাভ করতে পারবো। তাই আমি এই ফোরামে জয়েন করেছি কিছু শেখার জন্য।

abdullahsajib
2015-05-07, 04:19 PM
অনেকে আছে যারা ফরেক্স বিষয়ে ভাল জানেন তো তাদের ইন্ভস্ট করার মত তেমন কোন অর্থ নেই যার দরুন তাদের অন্য কোন পথ খুজে নিতে হযে থাকে তাই বাংলা ফোরেক্স ফোরাম তাদের সেই সুযোগটাই দিয়ে থাখে ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেড করার আর তা ছাড়া আমরা এই ফরাম থেকে ফরেক্স এর অনেক খুটি নাটি বিষয় সম্পর্কে অতি সহযে জানতে এবং শিখতে পারি।

Muslima Begom
2015-05-07, 06:21 PM
ফরেক্স বিষয়ে অনেক অজানা কিছু থাকে যেটা আমি জানি না। কিন্তু এখানে সে বিষয়ে প্রশ্ন করে সে বিষয়ে বিস্তারিত জানা যায়। এবং অনেকের করা বিভিন্ন পোস্ট থেকে ফরেক্স বিষয়ে অনেক কিছু জানা যায়। তাই আমি এখানে যোগ দিয়েছে

mojib670
2015-05-07, 07:10 PM
ফরেক্স মার্কেট সম্পর্কে জানার অনেক কিছু আছে। যা আমরা সবাই সবটা জানি না কিন্তু ফরেক্স ফোরাম এর মাধ্যমে সেই অজানা বিষয়গুলো খুব সহজে জানতে পারি। তাই আমি ফরেক্স ফোরামে যোগদান করেছি।

forexac07
2015-05-07, 07:25 PM
ফরেক্স থেকে টাকা ইনকাম করতে হব্লে ফরেক্স এ সম্পরে সব কিছু জানতে হবে ফরেক্স ভাল করে শিখতে হবে আর ফরেক্স ভাল করে শিখতে হলে ফরেক্স আর ফোরাম ছাড়া কোন পথ নেই ফরেক্স এ ভাল করতে হলে ফরেক্স ভাল করে শিখতে হবে। ফরেক্স এ র ফোরাম এ ফরেক্স এর অনেক বড় বড় এক্সপার্ট রা আসে এবং তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করে থাকে ফরেক্স আর ফোরাম এ । আমরা তাদের এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারি যা কিনা আমদের অনেক কাজে আসবে।

banglarkal
2015-05-07, 10:47 PM
বাংলা ভাষায় বিভিন্ন ফরেক্স এর কথা জানতে পারব এবং নিজে ফরেক্স সম্পরকে অনেক কিছু শিক্তে পারব বলে আমি এই ফোরাম এ জগ দিয়াছি । আমার মতে এই দরনের সুজগ আসে বলেই বাংলা ফোরাম জনপ্রিয় হয়া উথছে । আশলা জানার জনা ও নিজের ভুল কে শুদ্রান র জনা ফোরাম এ বিভিন্ন পোস্ট এ কমেন্তস করা এবং না জানা অনেক কিছু শিক্তে পারা আমার মুল উদেসস ।

Zakariea
2015-05-07, 11:35 PM
আমি কম বেশী সব ফোরামে অংশগ্রহন করি। এই ফোরাম টি বেশ ভালো। এই ফোরাম থেকে আমি অনেক কিছু শিখে ছি এবং এই ফোরাম থেকে প্রাপ্ত বোনাস দিয়ে আমার মুলধনের পরিমান বৃদ্ধি করেছি।

mithun
2015-05-08, 12:20 AM
ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জানতে বা শিখতে হলে ফোরামের বিকল্প হয় না। এখানে সবাই সবার অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পায়। ফলে আমরা খুব সহজেই কি করণীয় কি করণীয় নয় তা বুঝতে পারি। ফোরামে অনেক সিনিয়র মেম্বারা আছেন যারা অনেক কিছু জানেন, তাদের সাথে আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পাই।

mithun
2015-05-08, 02:15 AM
অনেকর কাছ থেকে শুনে ছিলাম এই ফোরামটি অনেক ভালো। তাই এই ফোরামে যোগ দিয়েছিলাম। এখন তা প্রমাণও পাচ্ছি। এখানে যে সকল পোস্ট দেয়া হয় তা সকলের জন্য উপকারি, সবাই এর থেকে কিছু না কিছু শিখতে পারে। এখানের সকল মেম্বাররা বেশ আন্তরিক।

naz
2015-05-08, 02:42 AM
ফোরামে যোগ দেবার মূল কারন হল ফোরেক্স নিয়ে যেখানেই কোন কথা বার্তা দেখি সেখানে আমি একটু নজর দেই দেখতে দেখতে আমি এটা পেয়ে গেলাম। আর সাথে সাথে জয়েন হলাম। আর এখানে প্রতিদিনই দেখি নতুন নতুন মানুষের দেয়া তথ্য আলো চনা ইত্যাদি। এ সব দেখে নিজের অভিজ্ঞতা সেয়ার করতে ভালোই লাগে তাই যোগ দেয়া।

Shimanto754
2015-05-08, 10:06 AM
আমি একজন নতুন ফরেক্স ট্রেডার। অনেকদিন ধরেই স্বপ্ন দেখতাম ফরেক্স করবো।এজন্য আমিতো স্টুডেন্ট হওয়ায় ডিপোজিট করে ফরেক্স করার সামর্থ্য নেই।আর তাছাড়া ফরেক্সে নতুন হওয়ায় ফরেক্স বিষয়ে আমি পরিপুর্ন নয়।এজন্য চেষ্টা করছি ফোরামের মাধ্যমে ফরেক্স ভালোভাবে শিখতে, জানতে এবং ফোরামের ব্যালেন্স দিয়ে ট্রেড করে দুর্দশার লাঘব করতে।

Bappy01
2015-05-14, 10:54 AM
আমি ফোরাম এ যোগদান করেছে কারন ফোরাম থেকে আমি অনেক কিছু শিখতে পারি অনেক কিছু যানতে পারি। আর ফোরামে যোগ দেয়ার পর আমি ট্রেড করার জন্য নতুন নতুন কৌশল শিখতে পেরেছি এবং ফোরাম থেকে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। নতুন দের জন্য ফোরাম অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস নতুন দের উচিত ফরেক্স এ ট্রেড করার আগে ফোরামে যোগদান করার আর ফোরামকে ঠিক ভাবে ব্যাবহার করা।

hasanat
2015-05-15, 05:57 PM
ফরেক্স কাজ সিখতে হলে ফোরাম এর বিকল্প নেই । আপনি জত বেশি ফোরাম পস্টিং করবেন তত বেশি ফরেক্স মার্কেট সম্পরকে জানতে পারবেন । ফরেক্স ফোরাম পস্টিং করলে আপনি ফরেক্স থেকে পস্টিং এর জন্য বোনাস পাবেন ।
ফরেক্স পস্টিং এর বোনাস সরাসরি তুলা জাই না কিন্তু বোনাস দিয়ে ট্রাড করে প্রফিট পেতে পারেন । ফরেক্স পস্টিং আপনি আপনার বিজনেস এর কাপিটাল হিসেবেইউজ করতে পারবেন ।

TselimRezaa
2015-05-21, 12:25 PM
ফরেক্স কে একটি বিশাল সমুদ্রের সাথে তুলনা করা যায়। এখানে শেখার শেষ নেই। বাংলাদেশ ফরেক্স ফোরামে যোগ দেওয়ার মূল কারণ হল আমি এখনো শিক্ষানবীশ। তাই আমার যাবতীয় ফরেক্স কৌতুহল সম্পর্কে জানার জন্য ফোরামে যোগ দিয়েছি। এখানে ফরেক্স সম্পর্কে অনেক বিষয়ে আলোচনা করা আছে যা থেকে আমি শিখতে পারি। এছাড়াও এখানে প্রতিদিন কিছু কিছু নতুন সদস্য যোগদান করছি, আমি এতদিন যা শিখেছি তা দিয়ে সম্ভব হলে ওদের জিজ্ঞাসা মেঠানোর চেষ্টা করি। এখানে যোগদানের আরেকটি সুবিধা হল, মাস শেষে প্রাপ্ত বোনাস দিয়ে আমি রিয়েল ট্রেডের অভিজ্ঞতা অর্জন করতে পারবো।

md.tariqul
2015-05-21, 02:35 PM
ফরেক্স বর্তমানে খুবি জনপ্রিয় একটা ট্রেড বাবশা আর আই খানে যুগ দেয়ার কারন হল আমি ট্রেড সম্পর্কে তেমন কিছু জানি নাহ আর এই না জানা কথা গুলো জানার জন্য এবং ঘোড়া বসা জাতে করা টাকা উপার্জন করতা পারি এবং সময় টাকে কাজে লাগিএ জীবনে কিছু করতে পারি।

mpapayar
2015-05-21, 03:23 PM
আমি এই ফরামে যোগ দিয়েছি যাতে করে আমি ট্রেড করার কৌশল শিখত পারি এবং ভাল ট্রেড করতে পারি । আর ফরম করলে নগত ডলার ইনভেস্ত করতে হয় না । এখানে ফরেক্স সম্পর্কে অনেক বিষয়ে আলোচনা করা আছে যা থেকে আমি শিখতে পারি।

mithun
2015-05-21, 11:56 PM
এই ফোরামে যোগ দেয়ার অন্যতম কারণ ছিল ফরেক্স সম্পর্কে জানা পাশাপাশি যারা নতুন তাদেরকে বিভিন্ন প্রকার তথ্য দিয়ে সহায়তা করা। উভয় ক্ষেত্রেই সফল হয়েছি বলা চলে। এখানে যেহেতু বাংলায় লেখা হয় তাই তা সহজেই সবার বোধগম্য হয়। তাছাড়া সিনিয়র মেম্বার যারা আছেন তারা অনেক সহায়াতা প্রবণ। যেকোনো সমস্যার ক্ষেত্রে আপনি তাদের সহায়তা পেতে পারেন। এখানে যেসব পোষ্ট দেয়া হয় তা কম বেশি সবারই কাজে আসে।

rakib22
2015-05-22, 05:41 PM
আমি ফোরামে যোগ দিলাম ফোরাম পোস্টিং ট্রেড করতে পারছি কোন পুজি ছাড়া ট্রেড করা করে ইঙ্কাম করতে পারছি ।আমি আজ ফোরাম পস্টিং থাকার জন্য ফরেক্স সিখটে পারছি কারন প্রথম সেখার সময় অনেক লস হতে পারে তকন ফোরাম পোস্টিং করে ট্রেড কলে এই লসের সমুখিন হতে হয়না।তাই আমি ফোরামে যোগ দিছি।

mdrokon1990
2015-05-22, 09:28 PM
আমি এই ফোরামে যোগদান করার একটাই কারণ যাতে করে আমি এখান থেকে ফরেক্স এর বিষয়ে ভালভাবে জানতে আর বুঝতে পারি।আমি ফরেক্স এ একবারেই নতুন তাই কোন বিষয় কি ভাবে করতে হবে কখন করতে হবে এই গুলো জানার জন্য আমার এই ফোরামে যোগদান করা।

musa
2015-05-23, 01:55 AM
আমি আমার ফ্রী টাইমে ফরেক্স বাংলা ফোরামে পোস্ট করে থাকি। কারণ, আমি দীর্ঘ ৭ মাসের উপরে হয়ে গেছে ফরেক্সে ট্রেডিং করি। এতে করে আমার ফরেক্স সম্পর্কে জ্ঞানকে এবং আমার অভিজ্ঞতাকে সকলের মাঝে তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ

roni11
2015-06-06, 09:02 PM
আমি ফরামে যোগ দিলাম কারন ফরাম পোস্ট করে ফরেক্স ট্রেড করার জন্য ফরাম পোস্ট করে যে এমাউন্ট হয় সেই আমাউন্ট দিয়ে ট্রেড করে ইঙ্কাম করার জন্য ।আর সব চেয়ে বড় কারন হল ফরেক্স মারকেট সম্পর্কে অনেক কিছু জানা জায় এখানে অনেক ভাল ভাল ট্রেডার এখানে পোস্ট করে অনেক ভাল ট্রেড করার পরামর্শ পাওয়া জায় ।

sumonyahoo24
2015-06-06, 10:43 PM
অভিজ্ঞদের কাছ থেকে আমি সাহায্য নিয়ে ট্রেড করতে চাই। আমরা ট্রেডিং করি টাকা আয় করার জন্য ।আপনি অনলাইনের বিভিন্ন সাইট পড়ে জ্ঞান অর্জন করতে পারবেন কিন্তু এরপরও কিছু বিষয়বস্তু নিয়ে আপনার মনে প্রশ্ন থেকে যাবে। ফোরাম হল এমন একটা জাইগা যেখানে আপনি আপনার না বিষয় গুলো বা অল্প জানা বিষয়গুলো সকলের সাথে শেয়ার করে অনেক কিছু জানা যাই।

Talha
2015-06-06, 10:51 PM
ফরেক্স শিখতে
ফোরামের গুরত্ব অনেক বেশী।ফরেক্স
হল এমন একটা মার্কেট প্লেস যা থেকে আমরা
ট্রেড করতে পারি। আমরা ফরেক্স
ট্রেডিং করি এই মার্কেট থেকে
টাকা বের করার জন্য ।আপনি
অনলাইনের বিভিন্ন সাইট পড়ে জ্ঞান
অর্জন করতে পারবেন কিন্তু এরপরও কিছু
বিষয়বস্তু নিয়ে আপনার মনে প্রশ্ন
থেকে যাবে। এইসব প্রশ্নের উত্তর খুজে
পাবেন ফোরামে।ফরেক্স মার্কেট ট্রেড করব আমার ফোরামের সাথে যদি কানেকশন না থাকে তাহলে ব্যপারটা কিরকম অদ্ভুত।

Nishat Tasnim
2015-06-07, 01:55 PM
ফরেক্স সম্পর্কে আমার অনেক কিছু অজানা আছে। আমি এখান থেকে সে গুলো সম্পর্কে জানতে পারি.এবং এখানে আমি বিভিন্ন পোস্টের উত্তর দিয়ে বোনাস হিসাবে ডলার পাই। যা দিয়ে আমি লাইভ ফরেক্সে ট্রেড করতে পারি।

shohag101
2015-06-07, 03:15 PM
আমি ফোরাম এ যোগ দিয়েছি কিছু জানার জন্য। কিন্তু এখানে যদি কোন কিছু জানতে চাই তাহলে তেমন ভাল কোন উত্তর পাই নাহ।
কারন সবাই মনগড়া খতা বলে। কেউই একটু গুরত্ত দিয়া প্রশ্নর উত্তর দেয় নাহ। এক লাইন হলেই ত্ব আমার ২০ সেন্ট তাই সবাই ১ লাইন পুরন করতে চায়।

kamrul10
2015-06-07, 03:17 PM
ফোরাম লিখে বোনাস পাওয়া যায়সে জন্যআমি ফোরামে যোগ দিলাম।ফরেক্স ট্রেড করতে অনেক পুজির দরকার হয় তাই পুজি সব সময় সংগ্রহ করা সম্ভব। বিধায় আমি ফোরাম লিখতে শুরু করলাম।আর ওই পুজির দিয়া ফরেক্স ট্রেড শুরু করলাম।

habib
2015-06-07, 08:23 PM
আমি এই ফরামে যোগ দিয়েছি যাতে করে অভিজ্ঞদের কাছ থেকে আমি ট্রেড করার কৌশল শিখতে পারি ।

abdurrahim
2015-06-07, 08:49 PM
ফরেক্স ফোরাম হল ফরেক্স শেখার একটি সঠিক মাধ্যম। আমি যেহেতু নুতন সদস্য সেহেতু আমি ফরেক্স ফোরামে বেশি সময় দিয়ে থাকি। এখান থেকে অভিঙ্গ ব্যাক্তিদের ফোরাম পড়ে যেমন ঙ্গান অর্জন করা যায় তেমনটি ট্রেড করার জন্য কিছু মূলধন আয় করা যায়। তাই ফরেক্স ফোরামের বিকল্প কিছু নাই।

shuvo01
2015-06-07, 09:17 PM
আমি ফোরম এ যোগ দেওয়ার অনেক গুলো কার নের মধ্যে অন্য তম কারন হল ফরোম মানুষ এর অনেক কিছু শিখতে সাহায্য করে মেধা বিকাশে সাহায্য করে এথেকে আমরা অনেক কিছু শিখতে পারি বিশ্বে অজনা অনেক কিছু সহজেই জানতে সক্ষম হয় পৃথিবীর এমন অনেক আজনা এমন কত জিনিশ আছে যা আমরা ফরোম এর মাধ্যমে জানতে পারি।

roni11
2015-06-19, 09:39 AM
আমি ফরামে যোগ দিলাম ফোরাম পোস্ট যে বনুস পাব সেই বনুস দিয়ে ফরেক্স ট্রেড করব আমি অনেক দিন থেকে ফরেক্স পেরাচটিস করে আসছি কিন্তু ডলার ইনভেস্ট না করতে পেরে আমি ট্রেড করতে পারি না তাই ফোরাম পস্ট করে যে বনুস পাব তা দিয়ে ফরেক্স ট্রেড করব এই জন্য আমার ফরামে জ দেয়া।

bonushunter
2015-06-19, 11:57 AM
ফোরামে যোগ দেওয়ার প্রধান কারন বাংলাতে ফরেক্স শিখার জন্য। এই ফোরামে অনেক ভালো অভিজ্ঞ ফরেক্স ট্রেডার আছে তারা বাংলাতে অনেক ভালো ভালো পোস্ট এর মাধ্যমে ফরেক্স নিয়ে আলোচনা করে। আর সেসব আমি শিখতে পারি এবং আমার ফরেক্স এর আমার সমস্যা সমাধান করতে পারি।

Talha
2015-06-19, 05:27 PM
আমি এজন্যই ফোরামে যোগ দিলাম যে আমি একজন ফরেক্স ট্রেডার হতে চাই আমার অনেক কিছু জানার প্রোয়জন আছে তাই আমি নিজে নিজে তো শিখা একটু কষ্ট সাধ্য তার জন্য ফোরামে যোগ দেওয়া।

mithun
2015-06-20, 02:25 AM
এই ফোরামে যোগ দেয়ার অন্যতম একটি কারন হচ্ছে বাংলা ভাষা। বাংলাতে লিখালিখি করে যে শান্তি পাই তা অন্য ভাষায় লিখালিখি করে তা পাই না। আমার মত অনেকেই আছে যারা এই ফোরামে যোগ দিয়েছেন মুলত বাংলার কারনে। তাছাড়া এখানে যোগ দেয়ার পর যেসব মেম্বারদের পেয়েছি তারা অনেক সহয়াতাপ্রবল। তারা যেকোনো সমস্যার সমধান দেন। পাশাপাশি আমিও অন্যদের ইচ্ছা মত সহায়তা দিতে পারছি।

maziz6989
2015-06-21, 08:49 AM
আসলে ফরেক্স হল একটা বিশাল সমুদ্র যার খুব সামন্যই আমরা জানি। এই ফোরামে যোগ দেওয়ার উদ্দেশ্য হল নতুন কোন কিছু জানা। কারণ আমি যা জানি না তা অন্যদের কাছ থেকে নিজের মাতৃভাষায় জানার জন্য এই ফোরামে যোগদান। আর বোনাসের একটা বিষয়ও আছে এখানে। কারণ এই বোনাস দিয়ে ইন্সটা ফরেক্স এ ট্রেড করে ব্রোকার সম্পর্কে একটা ধারনা করা যাবে।

salim16
2015-06-21, 09:47 AM
অমি মনে করি য়ে ফরেক্স র্মাকেট বুজতে হলে ফোরামে *অাসতেই হব। কারন ফরেক্স এর ছোট ছোট বিষয় গুলো ফোরামে আলচনা করা হয় । এবং আমরা অনেক কিছু জানতে পারি

Kazi Rabbi Hassan
2015-07-11, 12:57 PM
এই ফোরামে যোগ দেওয়ার উদ্দেশ্য হল নতুন কোন কিছু জানা। কারণ আমি যা জানি না তা অন্যদের কাছ থেকে নিজের মাতৃভাষায় জানার জন্য এই ফোরামে যোগদান। আর বোনাসের একটা বিষয়ও আছে এখানে। আর অভিজ্ঞতা শেয়ার করার মধ্যে দিয়ে ভাল ট্রেড শিখব।

Fxaziz
2015-07-26, 07:26 PM
আমরা অনেক কারনে ফোরাম এ যোগ দি। যেমন- আমরা ফোরাম এ পোস্ট করি আয় করার জন্য যা দিয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে পারি। ফোরাম এ পোস্ট করে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে পারি। ফোরাম এ পোস্ট করে আমরা ফরেক্স মার্কেট এ যাবতীয় ভুল গুলো ধরে নিতে পারি। যা দিয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে প্রপিট কোরতে পারি। তাই আমরা ফোরাম এ যোগ দি। এবং আয় কোরতে পারি।

arpon2015
2015-07-28, 02:50 AM
আমার ফরেক্স ফোরামে যোগ দেওয়ার মূল কারন হলো আমি ফরেক্স সম্পর্কে জানতে চাই ও আমার ফরেক্স সম্পর্কিত নানা রকোমের সমস্যা ফরেক্স ফোরামের মাধ্যমে সল্ভ করতে চাই। আমি ফরেক্স ফোরামের মাধ্যমে নিজে সাহায্য নিতে চাই ও অন্যদেরকে সাহায্য করতে চাই তাই ফরেক্স ফোরামে যোগ দিয়েছে।

mamun93
2015-07-28, 06:39 AM
আসলে ফোরামে অংশগ্রহন যে কেবল মাত্র ফোরামের বোনাসের জন্য করেছি তা কিন্তু না আমি আমার ফরেক্স সম্পর্কিত জ্ঞানের পরিধীকে আরও অনেক বেশি সমৃদ্ধশালি করতে চেয়েছিলাম আর সে কারনেই প্রধানত আমার ফরেক্সের এই বাংলা ফোরামে নিয়মিত কাজ করা।

AbuRaihan
2015-07-29, 12:33 AM
ফরেক্স আমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা ব্যবসা ৤ আর এই ব্যবসা করতে হয় অন্য সব ব্যবসা থেকে আলাদাভাবে করতে হয় ৤ আর এই ব্যবসা যারা করে সবাই একটি প্লাটফরমে এসে আমরা সবাই মিলিত হই ৤ আর এখানে সবাই এই ব্যবসা নিয়ে আলোচনা করি আমাদের মাতৃভাষায় ৤ সবদিক থেকে বিবেচনা করে বলা যায় যে ফোরাম হল আমাদের জন্য একটা আশির্বাদমূলক কমিউনিটি ৤ তাই ফোরমের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ ৤ এছাড়া ফোরামের সব সদস্যকে অনেক ধন্যবাদ মুক্ত আলোচনায় অংশ নেয়ার জন্য ৤

Reaz Uddin
2015-07-29, 12:56 AM
আমি এই ফোরাম এ যোগ দিয়াছি কারন আমি নতুন কিছু ট্রেডার দের সাহায্য করতে চাই এবং তার শাথে কিছু বনাস অ পেতে চাই জাতে আমি ট্রেড করতে পারি।
এই ফোরাম তি নতুন ট্রেডারদের জন্য অনেক গুরুত্তপুরন্ন।

sheikhbd05
2015-07-29, 10:19 AM
ফরেক্স ফোরাম হলো এমন একটা বিষয় যেখানে আপনি আপনার না বিষয় গুলো বা অল্প জানা বিষয়গুলো সকলের সাথে শেয়ার করে না জানা বিষয় বা সমস্যা গুলো জানতে পারেন আর কম জানা বিষয় গুলো আরো ভালকরে জানার পাশা পাশি ফোরাম বোনাস আয়করে তা দিয়েট্রেড করে মুনাফা আয় করতে পারেন। আমরা মাকটি সম্পকে জ্ঞেন লাভ করতে পারি।

md mehedi hasan
2015-07-29, 11:15 AM
যেহেতু আমি ফরেক্সে নতুন তাই আমার ফরেক্স বিষয়ে অনেক কিছু শেখার আছে আর তা ফরেক্স বাংলা ফোরাম হতে শিখতে পারছি এবং একই সাথে কছু টাকা রিয়েল ট্রেড করার জন্য পাচ্ছি।ফলে আস্তে আস্তে ভুল ত্রুটি সংশোধনের মাধ্যমে আমার ট্রেডিং প্ল্যান ট্রেডিং দক্ষতা বৃদ্ধি পাচ্ছে।এছাড়াও ফরেক্স বিষয় কোন কিছু অজানা থাকলে তা জানার জন্য ফোরামে পোস্ট করলে ফরেক্স বিষয়ে দক্ষ অনেক ছিনয়র ভাইদের কাছ সে সব প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যায তা আবার নিজের মাতৃ ভাষায়।যা আমি অন্য কোথাও থেকে শিখতে পার বো না।একারনে আমি ফরেক্স বাংল ফোরামে যোগ দিয়েছি।

sumonyahoo24
2015-07-29, 02:51 PM
ফরেক্স শিখতে ফোরামের গুরত্ব অনেক বেশী ফরেক্স হল এমন একটা বেবসা যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এইসব প্রশ্নের উত্তর খুজে পাবো ফোরামে ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে । আমি এইখানে থেকে অনেক কিছু শিখতে পারি কেননা এই খানে অনেক সাফল্য ট্রেডার তাদের ব্যাক্তিগত অভিজ্ঞাতা শেয়ার করে। অভিজ্ঞ ব্যক্তিরা আমরা যারা নতুন তাদের জন্য বিভিন্ন ভাবে সহয়তার হাত বাড়িয়ে রেখেছেন আমরা আমাদের সমস্যা গুলো এখান থেকে দুর করতে পারি।

millon
2015-07-29, 03:47 PM
আমি ফরেক্স শিখেছি নতুন তাই এই মুহুরতে ফরেক্স মার্কেটে ডিপোজিট করা সম্ভব না কারন প্রথম অবস্থায় ফরেক্স সম্পরকে ভাল না জেনে আমি ফরেক্স মার্কেটে ডিপোজিট করতে চাই না তাই ফোরাম পোস্ট করে বোনাস পেয়ে ফরেক্স ট্রেড করতে চাই এই জন্য আমি আমি ফোরাম পস্টে যোগ দিলাম।

monorom
2015-07-29, 05:42 PM
আমি ফোরাম এ যোগ দিয়েছি কারন এখান থেকে ফরেক্স সম্পর্কে অনেক ভালো জ্ঞান অর্জন করা যাই । এবং আমার কোন প্রশ্ন থাকলে আমি এই ফোরাম এ করতে পারি এবং তার সমাধান পেতে পারি । তাছাড়া আমরা এই ফোরাম পোস্ট করে ডলার পেতে পারি এবং এই ডলার দিয়ে ট্রেড করে লাভ করে তা তুলতে পারি তাই আমি ফোরাম এ যোগ দিয়েছি । আমি ফোরাম থেকে অনেক সুবিধা পাই ।

hmnayem
2015-07-29, 09:32 PM
আমার ফোরামে যোগ দেওয়ার উদ্দেশ্য হল আমার জ্ঞান গুলো মানুষের মাঝে বিন্যস্ত করা । যাতে তারা উপকৃত হয় । তাছাড়া এখানে একটা বোনাসের ব্যাপারও আছে । সব মিলিয়েয় ফরেক্স ফোরামে যোগ দেওয়া ।

Reja101
2015-07-29, 10:33 PM
ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক কিচগু শিখা যায় ফোরাম থেকে । আসলে আমি একজন নতুন ট্রেডার । ফরেক্স মার্কেটে আমার শিখার রয়েছে । এইসব শিখতে হলে ফোরামের অনেক অবধান রয়েছে । আমরা ফরেক্স মার্কেটের বিভিন্ন কিছু শিখতে ফরেক্সের অনেক সাইডে পরে থাকি । ঠিক তেমনি ফোরাম থেকে অনেক কিছু শিখতে পারি ফরেক্স মার্কেট সম্পর্কে । এছাড়া ফোরামে বিভিন্ন প্রশ্নের উত্তর নিজের মতো করে লিখে ফরেক্স মার্কেটের ট্রেড করার জন্য ডলার ইনকাম করা যায় ।

muhim123
2015-07-29, 11:36 PM
ফরেক্স বিজনেস শিখার জন্য কিবা ফরেক্স ভালো ভাবে জানার জন্য ফোরাম যে ভুমিকা পালন করছে তা অতুলনীয়। এছাড়াও এখানে প্রতিদিন কিছু কিছু নতুন সদস্য যোগদান করছি, আমি এতদিন যা শিখেছি তা দিয়ে সম্ভব হলে ওদের জিজ্ঞাসা মেঠানোর চেষ্টা করি। এখানে যোগদানের আরেকটি সুবিধা হল, মাস শেষে প্রাপ্ত বোনাস দিয়ে আমি রিয়েল ট্রেডের অভিজ্ঞতা অর্জন করতে পারবো।

AbuRaihan
2015-07-30, 06:50 PM
এই ফোরামে আসার অন্যতম কারণ হল ফোরাম এর মাধ্যমে আমি অনেক ধরনের সহযোগিতা পেয়ে থাকি ৤ আসলে আমাদের ফরেক্স করার জন্য ফোরাম নানাভাবে আমাদেরকে সাহায্য করছে ৤ প্রথমত ফোরাম এর মাধ্যমে আমরা আমাদের ডিপোজিট জোগাড় করতে পারি ৤ তাছাড়া ফোরামের মাধ্যমে অনেক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারি ৤ এছাড়াও এখানে আছে অনেক অভিজ্ঞ ট্রেডার ৤

Imran1995
2015-07-30, 10:43 PM
ফোরামে মুলত আমি আমার সমস্যা তুলে ধরতে পারি এবং ফোরামের অন্যান্য মহৎ বন্দুগন, ভাইয়েরা, যারা পারেন তারা কেও না কেও তা সমাধান করে দেন।ফোরামে অনেক দক্ষ ট্রেডাররা তাদের মন্তব্য পোস্ট করে থাকে।

AbuRaihan
2015-07-30, 11:21 PM
আসলেই আমাদের সবার ফোরামে যোগ দেয়ার মূল উদ্দেশ্য হল এক ও অভিন্ন ৤ আর তা হল আমরা সবাই চাই এখান থেকে একটা ফান্ড যোগাড় করতে ৤ তাছাড়া ফোরাম আমাদের অনেকভাবে সাহায্য করে থাকে ৤ তার মধ্য সবচেয়ে বড় হল , আমরা ফোরামের মাধ্যমে প্রতিনিয়ত অনেক অনেক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারছি ৤ এছাড়া ফোরামে রয়েছে অনেক অভিজ্ঞ ট্রেডার যাদের মাধ্যমে আমরা অনেক নতুন কৌশল শিখতে পারছি ৤ তাই আমরা ফোরামের প্রতি কৃতজ্ঞ ৤

raju0000
2015-07-30, 11:47 PM
ইনস্টা ফরেক্স ৩/৪ তা ফোরাম সাইট কে সাপোর্ট করে থাকে আমার জানা মতে, হয়তবা তার বেশি ও হতে পারে. সবগুলো ফোরাম ই একরকম, আসলে এক এক দেশের অথবা ভিন্ন ভিন্ন ভাষার জন্য ভিন্ন ভিন্ন ফোরাম বেবহার করা হয়, আপনি যদি পাকিস্তানি ভাষা বেবহার করতে পারেন, তাহলে আপনি ওই ফোরাম এও যোগ দিতে পারবেন, কিন্তু আপনি একসাথে দুই ফোরাম এ যোগ দিতে পারবেন না.

AbuRaihan
2015-07-31, 12:33 AM
আমি এই ফরামে যোগ দিয়েছি যাতে করে আমি ট্রেড করার কৌশল শিখত পারি ।অভিজ্ঞদের কাছ থেকে আমি সাহায্য নিয়ে ট্রেড করতে চাই। ট্রেড কিভাবে করলে ভাল হবে আর কিভাবে করলে আমি ঝুকির মুখে পরতে পারি। তাদের সাহায্যে আমি ধীরে ধীরে এগিয়ে জেতে চাই।

আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্য ৤ অপনার এই ফোরামে যোগ দেয়ার উদ্দেশ্যর সাথে আমার উদ্দেশ্য হুবহু মিল রয়েছে ৤প্রকৃতপক্ষে ফোরামের অভিজ্ঞ ভাইদের কারণেই আমরা প্রতিনিয়ত প্রচুর জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারি এবং তার পাশাপাশি অনেক ট্রেড কেীশল শিখতে পারি ৤ এছাড়াও ফোরামে নানা-জনের নানান মতামত থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি ৤ তাই ফোরামের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতেই হবে ৤

Komla
2015-08-01, 02:31 AM
ফরেক্স সম্পর্কে ভাল করে জানার একমাত্র উপায় হল ফোরাম আমি ফরামে যোগ দেওয়ার কারণ হল এ থেকে যে বোনাস পাওয়া যায় তা দিয়ে আমি ফরেক্স এ ট্রেড করতে পারব

sunil
2015-08-14, 09:16 PM
আমি ফরামে যোগ দিলাম কারন আমি ফরেক্স মার্কেটে নতুন আমার ভাল কোন ধারনা নাই যে আমি একটি রিয়াল একাউন্ট করে টাকা দুকায়ে ফরেক্স ট্রেড সুরু করব তাই আমি ফরামে যোগ দিয়ে ফোরামের বোনাস দিয়ে ট্রেড করার জন্য ফরামে যোগ দিছি।

oviice
2015-08-14, 09:21 PM
ফোরাম থেকে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক কিছু জানা যায় । ফরেক্স মার্কেট সপর্কে অনেক জ্ঞান আহরন করা সম্ভব হয়। আবার অনেক ফরেক্স ফোরাম আছে যেখানে পোষ্ট দিয়ে ফরেক্স করার জন্য ডলারও আয় করা যায় যা দিয়ে আপনি ফরেক্স ট্রেডিং করতে পারবেন ।

sagor
2015-08-15, 12:02 PM
আমি ফরামে যোগ দিছি যে ফোরাম করে যে বোনাস পাব তা দিয়ে ইন্সটা ফরেক্স এ একাউন্ট করে ইন্সটা ফরেক্স এ ট্রেড করবো আর ট্রেড করে জা লাভ করবো তা উত্তলন করবো সেই টাকা দিয়ে পরবরতিতে আমি রিয়াল একাউন্টে ধুকাব তারপর ভাল ভাবে ট্রেড করবো।

sheikhbd05
2015-08-29, 09:17 PM
আসেলে আমি ফরেক্স সম্পর্কে ভালো করে জানতাম না। কিন্তু এখন আমি মুটামুটি ভালই জানি........আমি প্রায় অনেক দিন ধরে এই সাইডে আমি একান থেকে আমি অনেক কিছু শিখতে পারছি ।এবং আমি যে টুকু জানি এবং শিখতে পারছি তা নতুনদের জন্য বিলিয়ে দিয়েছি এতে করে আমার জ্ঞান আগের থেকে আর বেড়ে গেছে ।

pips
2015-09-05, 11:48 PM
আসলে আমি ফোরামে যোগ দিয়েছি কারন আমি ফরেক্স সম্পকে আরো জানতে চাই । আর ফোরাম হচ্ছে এমন একটা জিনিস যেখানে একই গোত্রের লোক থাকে । কোন সমস্যা হলে ফোরাম থেকে তার স্মাধান নেওয়া যায়। ফোরাম থেকে অনেক কিছু জানা যায় আবার ফোরাম থেকে অনেকের অনেক অভিজ্ঞতা সম্পকে ও জানা যায়। বোঝা যায় কে কত কষ্ট করে তার জীবনের মোড়টাকে ঘুরিয়েছে।

Imran2
2015-09-05, 11:53 PM
আমি এই ফরামে যোগ দিয়েছি যাতে করে আমি ট্রেড করার কৌশল ভালভাবে শিখতে পারি এবং অভিজ্ঞদের কাছ থেকে আমি সাহায্য নিয়ে ট্রেড করতে চাই। ট্রেড কিভাবে করলে ভাল হবে আর কিভাবে করলে আমি ঝুকির মুখে পরতে না পারি। তাদের সাহায্যে আমি ধীরে ধীরে এগিয়ে যেতে চাই।

amdad123
2015-09-06, 12:51 AM
দোলনা থেকে কবর পর্যন্ত শিখার কোন শেষ নেই, তেমনি ফরেক্সে আমরা যে যতই অভিজ্ঞ হইনা কেন আমদেরও অজানা অনেক কিছু থেকে যায়। আর ফোরাম করে সেই অজানাগুলোর অনেক কিছু আমরা জানতে পারি। তাই আমি এই ফোরামে যোগদান করে অনেক ফরেক্সের অনেক বিষয়ে ভালো শিখতে পেরেছি।

Imran1995
2015-09-06, 01:06 AM
আমি এই ফরামে যোগ দিয়েছি যাতে করে আমি ট্রেড করার কৌশল শিখত পারি ।অভিজ্ঞদের কাছ থেকে আমি সাহায্য নিয়ে ট্রেড করতে চাই। ট্রেড কিভাবে করলে ভাল হবে আর কিভাবে করলে আমি ঝুকির মুখে পরতে পারি। তাদের সাহায্যে আমি ধীরে ধীরে এগিয়ে জেতে চাই।

onlyfx
2015-10-10, 11:22 AM
ফরেক্স অনেক সম্ভাবনাময় একটি ব্যাবসা আর এজন্যই আমি মুলত ফরেক্স এ যোগ দিয়েছি । আমি জানি ফরেক্স থেকে অনেক ভালো কিছু করা সম্ভব । কিছু ফরেক্স এর জন্য আমাদের দেশে অনবেক বাধা রয়েছে আর সবচেয়ে বড় বাধা হচ্ছে যে আমরা ফরেক্সে ইনভেস্ট করতে পারি না । কিন্তু ইন্সটাফরেক্স আআমদের এই সমস্যা ডুর করে দিয়েছে এই ফোরাম এর মাধ্যমে । আমরা এই ফোরাম এর বোনাস আআমদের রিয়াল একাউন্টে নিতে পারি আর তা দিয়ে ট্রেড করতে পারি । আর এজন্যই আমার এই ফোরামে আসা ।

mhorrom777
2015-10-10, 11:57 AM
ফরেক্সে অভিজ্ঞ হতে হলে ফোরাম একটা গুরুত্বপূর্ন মাধ্যম । ফোরামের সংযুক্ত থাকলে ফরেক্স সম্মন্ধে অনেক গুরুত্বপূর্ন তথ্য জানা যায় এবং জানানো যায় । তাই আমি ফোরামে যোগ দিয়েছি । এছারা আমি ফোরাম বোনাসের মাধ্যমে মাস শেষে কিছু ডলার পাচ্ছি যা দিয়ে আমরা ট্রেড করতে পারব । আমার মনে হয় যারা ফরেক্সে একেবারে নতুন তারা ফোরামের সাথে সংযুক্ত থাকলে অনেক না জানা বিষয় জানতে পারবে যা তাদের অভিজ্ঞ হওয়ার জন্য উপযুক্ত ।

Noman_ahsan
2015-10-10, 03:19 PM
আমি মনে করি ফরেক্স এর ক্ষেত্রে ফোরাম এর গুরুত অনেক বেশি। কারণ ফরেক্স এ যারা নতুন তারা ফরেক্স ফোরাম থেকে অনেক অনেক ভালো কিছু শিখতে পারে। ফোরাম এ এমন কিছু আলোচনা হয়ে থাকে যা অনেক গুরত বহন করে থাকে।

মো: রিরিফাত
2015-10-10, 03:33 PM
আমি একজন নতুন ফরেক্স ট্রেডার। প্রচুর আগ্রহ এবং আশা নিয়ে ফরেক্স মার্কেটে প্রবেশ করেছি। সিনিয়র ট্রেডারদের কাছে জানতে পারলাম ফরেক্স সম্পর্কে প্রচুর অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন ছাড়া ফরেক্স মার্কেটে আশা পূর্ন হয় না। এজন্য প্রচুর ফরেক্স বিষয়ক জ্ঞানার্জনের জন্য ফরেক্স ফোরাম সাইটগুলো খুবই কার্যকরি। এসব কারনে আমি ফোরামে যোগ দিয়েছি

SyedImrul8008
2015-10-10, 04:49 PM
আমি দীর্ঘদিন ধরে ফরেক্সে ট্রেড করচি আর এই সময়ে আমি ফরেক্সের উপর যথেষ্ট দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছি সেই কারনে আমি মনে করি আমার সেই দক্ষতা এবং অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করা উচিত আর সেই কারনেই মূলত ফরেক্সের এই ফোরামে কাজ করা এবং এগিয়ে চলা।

smartroni1996
2015-10-10, 04:49 PM
এখানে আমরা ফরেক্স সম্পর্কে যাবতীয় সব কিছু জানতে পারি এবং সবচেয়ে বড় বিষয় যে এখান থেকে আমরা যে বোনাস পাই তা রিয়েল ট্রেড এ ব্যাবহার করতে পারছি ।
এখানে ফরেক্স সম্পর্কে অনেক বিষয়ে আলোচনা করা আছে যা থেকে আমি শিখতে পারি

jkdatta
2015-10-10, 04:54 PM
আমার প্রধান লক্ষ্য হচ্ছে ভালভাবে ফরেক্স শেখা।
এখানে আমি ফরেক্স সম্পর্কে যাবতীয় সব কিছু জানতে পারি এবং সবচেয়ে বড় বিষয় যে এখান থেকে আমি যে বোনাস পাই তা রিয়েল ট্রেড এ ব্যাবহার করতে পারছি ।
এখানে ফরেক্স সম্পর্কে অনেক যে আলোচনা করা আছে যা থেকে আমি শিখতে পারি।

FxAhsan
2015-10-11, 01:46 AM
আপনি যদি নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসাবে গড়ে তুলতে চান তাহলে ফোরাম ঘাটাঘাটি করা ছাড়া আর কোন উপায় নেই,এখানে অনেক অভিজ্ঞ ট্রেডার রয়েছেন যাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।

FxAhsan
2015-10-11, 02:09 AM
এছাড়া ফোরাম আমাদেরকে বিভিন্ন ভালো ব্রোকারদের সাথেও পরিচয় করিয়ে দেয় যা আমরা আগে থেকে জানতে পারি না,তাদের মধ্যে কেউ যদি স্ক্যাম করে থাকে সেটাও আমাদেরকে জানিয়ে সতর্ক করে দেয়।

skemon5747
2015-10-11, 04:35 AM
আমি মনে করি ফোরাম থেকে অনেক কিছু শেখার এবং অনেক কিছু শেয়ার করার মত রয়েছে ফরেক্সের এই ফোরামে ফরেক্সের অনেক অজানা বিষয় অতি সহজে জানা যায় সাথে সাথে ফোরামে প্রতি মূহত্বেই নানা ধরনের অভিজ্ঞ ট্রেডারদের আনাগোনা লক্ষ করা যায় তাদের থেকে ফরেক্স সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান এখান থেকে খুব ভাল ভাবে পাওয়া যায় আর এই সব কারনেই আমি ফোরামে নিয়মিত লেখালেখি করি।

shakawath
2015-10-28, 09:19 AM
এই ফোরামে জয়েন করার পেছনে তিনটা কারন রয়েছে। এক.. ট্রেডিং এর জন্য ব্যালেন্স নাই। বোনাসের টাকা দিয়ে ট্রেড করতে হবে। দুই... আমার কিছু এক্সপেরিয়েন্স আছে যা অন্যের সাথে শেয়ার করলে তারা উপকৃত হবে। আমিও অনেক কিছু জানতে পারব। তিন.... বাংলায় ফরেক্স কমিউনিটি গড়ে তুলতে সাহায্য করা। যাতে ভবিষ্যতে বাংলা ভাষাভাষির ট্রেডারেরা এই ফোরাম থেকে নিজের প্রয়োজন অনুযায়ী সুবিধা নিতে পারে।

Rina akter
2015-10-29, 10:52 AM
আমি এই ফরামে যোগ দিয়েছি যাতে করে আমি ট্রেড করার কৌশল শিখত পারি।এখানে ফরেক্সসম্বর্কেঅনেক বিষয়ে আলোচনা করার আছে যা থেকে আমিও শিখেতে পারি। এছাড়া এখানে প্রতিদিন কিছু কিছু নতুন সদ্যস যোগদান করছে। আমি যা শিখছি তা দিয়ে সম্ভব হলে ওদের জিজ্ঞাসা মিটাতে চেস্টা করি।ফরেক্স ফোরামে এ যোগ দিয়ে অনেক জ্ঞান অর্জন করতে পেরেছি।ধন্যবাদ

Fxaziz
2015-10-29, 07:15 PM
আমি ফোরাম এ যোগ দিয়েছি ফরেক্স মার্কেট সম্পর্কে জানার জন্য।ফোরাম এর মাধ্যমে আমি অনেক উপকৃত হয়েছি।এর মাধ্যমে আমি অনেক অজানা বিষয় জানতে পেরেছি।ফরেক্স মার্কেট এ আমি অনেক কিছুই জানিনা যা আমি ফোরাম এর মাধ্যমে জানতে পেরেছি।আমি ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক কিছুই ফোরাম এর মাধ্যমে জানতে পেরেছি।আসল কথা হচ্ছে আমি ফোরাম এর মাধ্যমে বোনাস পাই যা দিয়ে আমি ফরেক্স মার্কেট এর রিয়েল একাউন্ট এ ট্রেড করি।

Md Mirazul
2015-11-06, 11:44 PM
আমি ফরেক্স এর ফোরাম পোষ্টে যোগ দিয়েছি কারণ আমি ফরেক্স থেকে প্রতিমাসে কিছু টাকা আয় করতে চায় , যার মাধ্যমে আমি আমার পরিবারের কিছুটা হলেও সাহাজ্য করতে পারব । ফরেক্স সম্পর্কে আমি অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর ফরেক্স এ এসেছি । আমার কোন টাকা নেই যে আমি তাদিয়ে ট্রেড করবো । এজন্যও আমি ফোরামে যোগ দিয়েছি , ফোরাম পোষ্ট থেকে আমি মাসে যে টাকা পাবো তাই দিয়েই ট্রেড করার চেষ্টা করবো । এসমস্ত কাজের জন্যই আমি ফোরামে যোগ দিয়েছি ।

nitta
2015-11-07, 07:02 PM
আমি ফোরাম এ জয়েন দিয়েছি অনেক কিছু শিখার জন্য জানার জন্য ফরেক্স ভাল করে শিখার একমাত্র পথ হল ফরেক্স এর ফোরাম এ জয়েন করা এই খানে ফরেক্স এ ভাল এক্সপার্ট বড় বড় ভাই ই রা তারা তাদের কথা সেয়ার করতে থাকে জাতে নতুন যারা আছে তারা কিছু শিখতে পারবে জানতে পারবে ফরেক্স সম্পর্কে তাই এই জন্য আমি ফরেক্স এর ফোরাম এ আসছি।

selena
2015-11-07, 10:32 PM
ফোরামে অনেক দক্ষ ট্রেডাররা তাদের মন্তব্য পোস্ট করে থাকে তাদের কাছ থাকে ফরেক্স সম্পর্কে অনেক অজানা তথ্য জানা যায়। তাছাড়া এখানে আমরা ফরেক্স সম্পর্কে যাবতীয় সব কিছু জানতে পারি এবং সবচেয়ে বড় কথা এই যে এখান থেকে আমরা যে বোনাস পাই তা রিয়েল ট্রেড এ ব্যাবহার করতে পারছি ।

nitta
2015-11-08, 06:53 PM
আমি ফরেক্স এর ফোরাম এ জয়েন দিয়েছি অনেক কিছু জানার জন্য শিখার জন্য ফরেক্স বিজনেস ভাল করে শিখার একমাত্র পথ হল ফরেক্স এর ফোরাম ভাল করে বিজনেস শিখার এই তাই পথ । ফরেক্স এর ফোরাম এ অনেক ভাল ভাল এক্সপার্ট ভাই এরা পোস্ট করে থাকে তাদের ওই পোস্ট থেকে ও অনেক কিছু শিক্ষা যায় ।

Alif777
2015-11-08, 08:51 PM
আমি ফোরামে যোগ দিয়েছি কারন আমি ফরেক্সে নতুন আর তাই ফরেক্স সম্মন্ধে ভাল বুঝিনা তাই ফোরামের সাথে থাকলে আমি ফরেক্সে অভিগ্গ হতে পারবো। ফরেক্সের বিভিন্ন বিষয়গুলো আমি ফোরামের মাধ্যমে জানতে পারবো যার মাধ্যমে আমি ফরেক্স শিখতে পারবো।

bonushunter
2015-11-08, 10:44 PM
আমি এই ফোরামে দুইটা কারনে যোগদান করেছি। প্রথমত ফরেক্স এর ঘুটিনাটি জানার ও শিখার জন্য এই ফোরামে যোগদান করেছি, দিতীয়ত আমি বোনাস ডলার সংগ্রহ করার জন্য আমি এই ফোরামে যোগদান করেছি। আর একটি কারন আছে সেটা হলো এটা বাংলা ভাষার এক মাত্র ফোরাম এতে খুব সহজেই বাংলা দিতে ফরেক্স এর সবকিছু বুঝানো আছে। তাই আমার মতে আপনারা যারা এই ফোরামে এখনো যোগ দান করেননি তারা তারা তারি যোগদান করেন।

raju0000
2015-11-09, 12:08 AM
আসলে আমি যখন নতুন ত্রিয়াদার ছিলাম, তখন আমি ইনভেস্ট করার জন্য ভয় পেতাম, আমার কাছে মনে হত আমি ট্রেডিং এ আসল টাকা দেপসিত করলেই আমি মনে হয় টাকা হারিয়ে ফেলবো, অতপর এক বন্ধু থেকে উপদেশ পেয়ে ফোরাম অ যোগ দিলাম, এবং বুঝলাম যে ফোরাম থেকে আমরা শিক্ষার পাশাপাশি বোনাস ও পাছি যা বেবহার করে আমরা ট্রেডিং এ ভালো লাভবান ও হতে পারি.

Md Mamun Khan
2015-11-09, 04:41 PM
আমি একজন ছাত্র। আমার কোনো কোনো সময় পরার চাপ থাকে আবা কখনও থাকে না। আমার অবসর সময় কাটানোর জন্য আমি ফরেক্স এ যোগ দিয়েছি। তাছারা কিছু অরথ আয় এর জন্যও। বিসেষকরে আমার অবসর সময় কাটানোর জন্যই আমি ফরেক্স এ যোগ দিয়েছি।

Md Opu
2015-11-09, 05:06 PM
আমার ফরেক্স শিখতে গেলে ফোরামের গুরুত্ব অপরীশিম । আমার ফরেক্সে ট্রেড করার জন্য অর্থ নায় তাই আমি ফোরামের মাধ্যমে ডলার বানিয়ে ট্রেড করতে চাই । যার জন্য আমার মূলত ফোরামে আশা ।

nitta
2015-11-10, 12:34 AM
ফরেক্স ফোরাম করছে যাতে যারা একবারে নতুন তারা ফরেক্স এর ফোরাম থেকে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে ফরেক্স কি জিনিষ কি ভাবে ফরেক্স মার্কেটে আসা লাগে ফরেক্স মার্কেটে কি ভাবে ট্রেড করা লাগে তাই আমি ফোরাম আসছি ভাল করে ফরেক্স বিজনেস শিখার জন্য ও ভাল করে ফরেক্স বিজনেস করার জন্য ।

Rina akter
2015-11-10, 10:15 AM
আমি বাংলা ফরেক্স ফোরামে যোগ দেয়ার মূল কারন হলো আমি ফরেক্সএ ট্রেড করা শিখবো তাই ফরেক্স ফোরামে যোগ দেয়া।তাই ফরেক্স ফোরামে সকল করা কৌেশল জানবো শিখবো এবং ফরেক্স এ ট্রেড করে নিজের পায়ে দারাবো তাই ফরেক্স ফোরামে আশা।ফরেক্স ফোরামে ফরেক্স সর্ম্পকে অনেক বিষয় আলোচোনা করা আছে যা থেকে অনেক বিষয় শিখার আছে।এবং আমি যেটুক জানি ও শিখতে পেরেছি তা অন্যদের কে জানাতে পেরেছি।আর এতে করে আমার জ্ঞান আগে চেয়ে আরো বেড়েছে। তাই আমি বলবো ফরেক্স ফোরামে যোগ দিতে পেরে আমি অনেক ভাগ্যবান। ধন্যবাদ

Mintuhossen93
2015-11-10, 11:55 AM
ফরেক্সের এই বাংলা ফোরামে যোগদানের পিছনে অবশ্যই বোনাস প্রাপ্তির বিষয়টা রয়েছে তবে তার পাশাপাশি আমি মনে করি দীর্ঘদিন ফরেক্সে কাজ করার সুবাদে আমার ফরেক্স সম্পর্কে যথেষ্ট ভাল দক্ষতা এবং অভিজ্ঞতা তৈরি হয়েছে আর আমি চাই আমার সেই অভিজ্ঞতা সকলের সাথে শিয়ার করতে আর সেই কারনেই আমি সব সময় ফোরামে শিক্ষানীয় বিষয়ে আলোকপাত করতে চাই।অঅমার কাছে মনে হয় আমাদের ফোরামে সেই সকল বিষয়ে আলোচনা করা উচিত যা থেকে অন্যরা কিছু না কিছু ধারনা লাভ করতে পারে যা তাদের ট্রেডিংয়ে সহায়ক ভূমিকা পালন করতে পারবে।

Rina akter
2015-11-11, 07:33 PM
ফরেক্স ফোরামে আমার যোগদেয়ার কারন হলাে আমি ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে চাই এবং আমি যা জানি তা অন্যকে জানাতে চাই।তাই আমার যাবতীয় ফরেক্স এর কৌতুহল সম্পর্কে জানার জন্য ফোরামে যোগদিয়েছি।এখানে ফরেক্স সম্পর্কে অনেক বিষয় আলোচনা করা আছে যা থেকে আমি শিখতে পারি। এছাড়া এখানে প্রতিদিন কিছু কিছু নতুন সদ্রস যোগদান করে তারা নানান মত প্রকাশ করেন।আর এখানে যোগদানরে আর একট বিষেশ কারন হলাে ফরম পোস্টএর বোনাস দিয়ে রিয়েল ট্রেড করতে পারছি।ধন্যবাদ

Realifat
2015-12-22, 08:33 AM
ফরেক্স মার্কেটে বর্তমানে আমি একজন শিক্ষানবিশ। কারন আমি চাই ভালোভাবে ফরেক্স শিখতে। এজন্য ফরেক্স শিখার আশায় বিভিন্ন ওয়েবসাইট, ব্লোগ এবং ফরেক্স ফোরামে জয়েন করেছি।এই ফোরামে জয়েন করে বর্তমানে অনেক সুবিধা পাচ্ছি বলে ফোরামে জয়েন করা ভালো হয়েছে বলে মনে করছি। সর্বোপরি মূল উদ্দেশ্য ফরেক্স শিখবো এজন্য ফোরামে যোগ দিয়েছি।

uzzalbd
2015-12-22, 08:45 AM
ফোরাম পোস্টিং থেকে অনেকের সাথে আলোচনা করে অনেক কিছু যায়। আর তাছারা অনেকের ফরেক্স এ ইনভেস্ট করার মতো টাকা থাকে না। আমি মনে করি তারা এখানে ফোরাম পোস্টিং করে ভালো আয় করটে পাড়ে।

kawsar302
2015-12-22, 03:30 PM
আমার ফোরামে আসার কারন হল আমি যাতে ভবিষ্যতে ফরেক্স নিয়ে কাজ করে কিছু একটা করতে পারি। ফোরামে আসার কারনে আমি অনেক কিছু শিখতে পারছি ফরেক্স ট্রেড করে আমি অনেক কিছু শিখতে চাই তাছাড়াও ফরেক্সে ট্রেড করার কৌশল সম্পর্কে ভালকরে জানতে পারার জন্যই আমি ফরেক্স ফোরামে কাজ করা চেষ্টা করছি। তাছাড়াও ফোরামে পোষ্ট করার মাধ্যমে আপনি বোনাস। পাবেন।

owalith
2015-12-22, 03:44 PM
ফরেক্সের এই ফোরামে ট্রেডারা দুটি কারনে আস্তে পারে। এক হচ্ছে অবিজ্ঞতা ও জ্ঞেন সবার মাঝে ছড়িয়ে দিতে এবং দুই বনাস পাওয়ার জন্য যেটা দিয়ে রিয়েল ট্রেড করা যায়। আবার অনেকেই এই দুইটা করে থাকে। এছারাও ফরাম নতুনদের অনেক অনুপেরনা দিয়ে থাকে।

Talha
2015-12-22, 06:17 PM
ফোরামে যোগ দেওয়ার উদ্দেশ্য হল ফোরামের মাধ্যমে ফরেক্স ট্রেডিং সম্বন্ধে ভিবিন্ন জিনিস শিখা কারন ট্রেডিং সম্পর্কিত জানার অনেক বিষয় আছে এবং শিখার মাধ্যমে ফরেক্স এ কিভাবে ক্যারিয়ার গড়তে পাড়ি সে ব্যাপারে বুদ্ধি পরামর্শ করা সকলে সাথে শেয়ার করা একজন আরেক জনের কাছ থেকে ট্রেডিং সংক্রান্ত হেল্প নেওয়া

sharifulbaf
2015-12-22, 06:26 PM
আমি বাংলাদেশ ফরেক্স ফোরামে যোগ দিয়েছি করন হল এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা করা যায়,এবং এখানে প্রতি পোস্টের জন্য ২০ সেন্ট করে দেওয়া হয়,এই বোনাস মাস শেষে ইনিস্ট্রার লাইভ একাউন্ট এ যোগ হয়,তা দিয়ে ট্রেড করে যা লাভ হয় তা উঠানো যায়।

Marufa
2015-12-22, 06:42 PM
আমি ফোরামে যোগ দিয়েছে মূলত আলোচনার মাধম্যে বিভিন্ন বিষয় শেখার জন্য । প্রতিটি বিষয় নিয়ে সবার মতামত জেনে আরও ভাল ভাবে শেখা যায় । এছাড়াত ফোরাম পোষ্টিং বোনাস রয়েছে । ফোরাম পোষ্টিং এর মাধম্যে বোনাস পাওয়া যাাবে ।

basaki
2015-12-22, 07:23 PM
ফরেক্স। ফোরাম ফরেক্স মার্কেট করার জন্য উপকারি একটি আলোচনা করার জায়গা। এমনকি ফরেক্স ফোরাম করলে এখান থেকে ফোরাম পস্টিং বোনাস পাওয়া জায় যা দিয়ে একজন ফরেক্স ট্রেডার অনায়াসে ফরেক্স ট্রেড করতে পারে।

rafiqfx619
2015-12-22, 09:04 PM
আমি ফোরামে যোগ দিয়েছি এখান থেকে নতুন কিছু শেখার আশায়। আমি যা জানি তা সবার সাথে শেয়ার করার জন্য। এছাড়া পোস্টিং বোনাসতো আছেই। সব মিলিয়ে সবার সাথে মতামত শেয়ার করাই আমার ফোরামে আসার উদ্দেশ্য।

lima1
2015-12-29, 06:52 PM
আমি ফরামে জগ দিলাম শুধুমাত্র ফোরাম পস্ট করে বনাস আয় করে সেই বনাস দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আমি ফরামে জগ দিলাম সুধু মাত্র তাই না ফরামে জগ দিলাম ফরেক্স সম্পরকে অভিজ্ঞতা অর্জন করার জন্য ফরেক্স মার্কেট সম্পরকে জানা জায় ফরামে জগ দিলে ফরামে ফরেক্স সম্পরকে অনেক অভিজ্ঞতা সম্পন্ন অনেক কিছু লেখা লেখি করা হয় সেই থেকে জানা জায় ফরেক্স সম্পরকে এই জন্য আমি ফরামে জগ দিলাম।

tanzilfx
2015-12-29, 07:08 PM
আমি মনে করি ফরেক্স শিখতে ফোরামের গুরত্ব অনেক বেশী।ফরেক্স হল এমন এক প্রতিষ্ঠান যা থেকে আমরা কিছু শিখতে পারি। আমরা ফরেক্স ট্রেডিং করি এই মার্কেট থেকে টাকা বের করার জন্য ।আপনি অনলাইনের বিভিন্ন সাইট পড়ে জ্ঞান অর্জন করতে পারবেন কিন্তু এরপরও কিছু বিষয়বস্তু নিয়ে আপনার মনে প্রশ্ন থেকে যাবে।

Mdalam
2015-12-30, 12:39 PM
আমি ফোরামে যোগ দিয়েছি। আমি চাই ফোরাম থেকে অনেক কিছু জানতে এবং ফরেক্স সম্পর্কে ভালো অবিজ্ঞতা অর্জন করতে। ফরেক্স ফোরাম পোস্ট করলে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানা যাই এবং বোনাস পাওয়া যাই। আমার আর্থিক অবস্তা তেমন ভালো না তাই ফরেক্স ফোরাম পোস্ট করে বোনাস দিয়ে ট্রেড করতে চাই।

anita
2015-12-30, 01:50 PM
আমি ফরামে জগ দিলাম ফরামে পস্ট করে ফরামের বনাস দিয়ে ফরেক্স মার্কেটে সেই বনাস দিয়ে ট্রেড করার জন্য এবং সেই বনাস দিয়ে ট্রেড করে আয় করার উদ্দেশ্য নিয়ে আমি ফরামে জগ দিলা জাতে করে আমি ইনভেস্ট না করে আমি ফরেক্স মার্কেটে থেকে আয় করতে পারি সেই জন্য আমি ফরামে জগ দিলাম ।

khanam.rabeya272
2016-04-14, 05:41 PM
আমি ফোরাম অ যোগ দিয়েছি ফরেক্স সম্পর্কে জানার জন্য এবং ফরেক্স সম্পর্কে আমার মধ্যে যা জ্ঞান আছে তা বিকশিত করার জন্য.এবং এর পাশাপাশি ফোরাম বোনাস এর জন্য.এই ফোরাম একজন ত্রাদের এর জন্য অনেক সহায়ক.আইটি ত্রাদের দের ফরেক্স সম্পর্কে জানা অজানা অনেক তথ্য জানতে পারে.এবং কোনো প্রবলেম হলে মেম্বারদের থেকে সহায়তা পেতে পারে.

Moon
2016-04-17, 09:55 PM
ফোরাম সবসময় সকল ট্রেডার এর জন্য অত্যন্ত জনপ্রিয় একটা স্থান । অনেক কারণেই আমাদের মত ট্রেডারদের কাছে ফোরামের গুরুত্ব অনেক বেশি । তার মধ্য অন্যতম হল ফোরাম হতে আমরা প্রচুর পরিমাণে ফরেক্স সংক্রান্ত তথ্য জানতে পারি এবং তা কাজে লাগিয়ে অনেক কৈশল প্রয়োগ করে ফরেক্স মার্কেটে সফল হতে পারি । আর সফলতা নির্ভর করবে আমাদের শিক্ষার উপর । এছাড়াও ফোরাম হতে পোস্টিং বোনাস নেওয়ার মাধ্যমে আমরা ট্রেড করে তা হতে লাভবান হতে পারি ।

dwipFX
2016-04-18, 12:31 PM
ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক দিন যাবত শিখতেছি কিন্তু এটার সঠিক জ্ঞান না থাকার কারনে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারিনা।। এক বড় ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম ফরেক্স মার্কেটে ফোরামে কাজ করে রিয়াল মার্কেটে ট্রেড করা যায় এবং ফোরাম থেকে অনেক কিছু জানা যা।

razu4th
2016-04-18, 05:26 PM
বিশেষ করে আমি এই ফরামে যোগ দিয়েছি যাতে করে আমি ট্রেড করার কৌশল শিখত পারি ।অভিজ্ঞদের কাছ থেকে আমি সাহায্য নিয়ে ট্রেড করতে চাই। ট্রেড কিভাবে করলে ভাল হবে আর কিভাবে করলে আমি ঝুকির মুখে পরতে পারি। তাদের সাহায্যে আমি ধীরে ধীরে এগিয়ে জেতে চাই।

jessoreit
2016-04-21, 07:01 PM
ভাই আমার সরাসরি কথা আমি ফরেক্স ট্রেড করে টাকা আয় করবো কিন্তু আমার কাছে ডিপোজিট করার মত টাকা নাই, তাই আমি ফরেক্স বাংলা ফরম এ পোস্ট করছি বুনাস ডলার পাব এবং সেই ডলারে ট্রেড করে প্রতি মাসে কিছু টাকা আয় করবো, তাই আমি ফরম এ পোস্ট করছি, তবে ফরম পোস্ট করে ফরেক্স এর অনেক কিছু শিখেছি।

fardin222333
2016-04-21, 08:02 PM
ফোরেক্স এ আসার কারন হল কিছু সেখার জন্য। ফরেক্স সম্পরকে অনেক আলোচনা করা হয়েছে এখানে। এখানে যোগদানের আরেকটি সুবিধা হল, মাস শেষে প্রাপ্ত বোনাস দিয়ে আমি রিয়েল ট্রেডের অভিজ্ঞতা অর্জন করতে পারি। :rules:

S M Murshedul Akhter
2016-04-21, 10:06 PM
ফরেক্স ফোরামে যোগদানের মুল উদ্দেশ্য হল ব্যবসা শেখা। ফরেক্স হল ট্রেডিং এর বিশ্ববিদ্যালয়। এখানে অনেক কিছু শেখার আছে। ফরেক্স এ শিক্ষা লাভ করার পর একজন ট্রেডার সত্যিকার ট্রেডারে পরিনত হয়।

Fxaziz
2016-04-22, 08:32 AM
ফরেক্স ফোরামে যোগ দেওয়ার পেছনে আমার অনেক বড় মহৎ উদ্দেশ্য রয়েছে । প্রথমে যখন আমি ফরেক্সে প্রবেশ করলাম তখন আমি ফরেক্সের পেইজে অনেক ধরনের লেখা দেখতে পেলাম তখন আমার কৌতহল জাগল এ বিষয়ে জানার জন্য তার পর আমি ফরেক্স ট্রেডারদের সাথে আলোচনা করে ফরেক্সে যোগ দিলাম ।

Tazul Islam
2016-04-22, 09:41 AM
ফোরামে যোগ দেয়ার প্রধান কারন বোনাস নেয়া।দ্বিতীয় কারন - ফোরামে অনেক সিনিয়র সদস্য আছেন যারা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন । ফোরামে সকলের মতামত পাওয়া যায়। এখানে অনেক কিছু জানা যায। তাই আমি নিয়মিত ফোরামে আসি এবং লেখালেখি করি।

Fxaziz
2016-04-22, 10:28 AM
আমি যখন ফরেক্সের নাম প্রথম শুনলাম তখন আমি একটু অভাক হলাম তার পর আমি কিছু অর্থ লাভের আসায় আমি প্রবেশ করলাম । অত্যন্ত দুঃখ জনক বিষয় হল আমি এখনও কোন টাকা আয় করতে পারলাম না । আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন নিজের খরচ নিজে বহন করতে পারি এবং আমার পরিবারকেও দেখতে পারি ।

Badiul
2016-04-22, 03:56 PM
আমি ফরেক্স বাংলা ফোরামে যোগদি ফরেক্স সম্পর্কে অনেক কিছু শিখার জন্য এবং আমি অনেক কিছু শিখেছি ফরেক্স ফোরামে অনেক অবিজ্ঞ ট্রেডার আছে যারা তাদের অবিজ্ঞতা শেয়ার করে থাকে এবং তাদের কাছে আমরা শিখতে পারি।তাই আমার মতে ফরেক্স ফোরাম আমাদের নতুন ট্রেডারের জন্য আশির্বাদ শরুপ।

fardin222333
2016-04-23, 09:53 AM
আমি মনে করি এই ফোরাম সাইড থেকে অনেক কিছি সেখার আছে। কারন এখানে ফরেক্স এ কাজ করার মত অনেক ভাল ভাল ট্রেডআর আসে। তাই এখান থেকে অনেক কিছু সেখার আছে। যেকোনো সমস্যা তুলে ধরতে পারি। ফরেক্স সম্পর্কে যাবতীয় সব কিছু জানতে পারি এবং সবচেয়ে বড় বিষয় যে এখান থেকে আমরা যে বোনাস পাই তা রিয়েল ট্রেড এ ব্যবহার করে ভাল একটা ট্রেড করতে পারি।

basaki
2016-04-23, 02:42 PM
ফোরামে যোগ দেবার কারন হচ্ছে আমি সরাসরি ডলার ইনভেস্ট না করেই আমি ফরেক্স মার্কেটে এই ফোরামের টাকা দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পেরেছি তাই। কারন আমি যদি সরা সরি টাকা ইনভেস্ট করি তবে আমাকে ডলার ইনকাম করে তবেই আমাকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে।

RUBEL MIAH
2016-05-01, 10:45 PM
আমি ফোরামে যোগ দিলাম কারণ ফোরাম থেকে আমি ফরেক্স ব্যবসা ভালোভাবে বুঝতে পারি । যত পোষ্ট লেখি ততই আমার অভিজ্ঞতা বৃদ্ধি পায় । সুতরাং আমি পোষ্ট দিতেছি অাপনারাও পোষ্ট দিতে থাকেন আশাকরি সুফল পাবেন ।

Audhidul
2016-05-01, 11:12 PM
বিশেষ করে নতুনরা ফোরাম পোষ্টিং করে জ্ঞান অর্জন করতে পারে । এখানে নতুন পুরাতন সব শ্রেনীর ট্রেডারের সমাবেশ । যার ফলে ফরেক্র বিষয়ে দক্ষতা অর্জনের পাশাপাশি বোনাস এর সম্মানী ও অর্জিত হয় । এই অর্জিত সম্মানী দিয়ে রিয়েলে ট্রেড করতে পারি ।

Royal
2016-05-04, 10:42 AM
ফরেক্স ফোরামে যোগদানের প্রধান কারন হলো এক্সপাটদের ফলো করার জন্য যারা নিয়মিত ফরেক্স ট্রেডিং করে কি ভাবে করে। কখন করে, কত সময় করে ইত্যাদি জানার জন্য এই ফোরামে অংশগ্রহণ করা । ডেমো একাউন্ট কি ভাবে করলে মেইন একাউন্ট এ ভালো কাজ করা যাবে এ গুলো শেখার জন্যই মুলত এই ফোরামে অংশগ্রহন করা।

fxinfo
2016-05-05, 09:32 AM
আমার ফোরামে যোগ দান করার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে আলাপ আলোচনার মাধম্যে বিভিন্ন বিষয়ে শেখা । আমি এখান থেকে বিভিন্ন বিষয়ের উপর শেখার চেষ্টা করি । আসলে শেখার কোন শেষ নেই । এর সাথে সাথে ফোরামের বোনাস ত রয়েছেই । ফোরামের বোনাস এর মাধম্যে আমরা অনেক বেশি লাভবান হতে পারি ।

HKProduction
2016-05-08, 12:24 PM
আমি এই ফোরামে এসে ফরেক্স বিজনেসের সাথে পরিচিত হতে পেরেছি। এখান থেকে বোনাস পেয়ে ট্রেড শিখতে পারছি। আমি যে বোনাস মানি লস করেছি তা যদি রিগেইন করতে পারি তাহলে নিজস্ব ফান্ড দিয়ে ট্রেড করব। এখানেই আমি আমার নিজের পরীক্ষা নিচ্ছি।

জ্যাক কয়েন
2016-05-11, 11:00 AM
আমি ফরেক্স এ প্রথমে ১০০ ডলার ইনভেস্ত করে ট্রেড করতে থাকি কিন্তু প্রফিত টা ধরে রাখতে পারিনি। এরপরে আবার ৫০ ডলার ইনভেস্ত করি তার পরও আমি ট্রেড করে লস করে ফেলেছি। এরপর একদিন জানতে পারলাম ফরেক্স বাংলা এই সাইট থেকে ফোরাম পোস্ট করে ডলার দিয়ে ইন্সতাফরেক্স এ ট্রেড করা যায় টাই আমি ফোরাম এ যোগ দিয়েছি ।

Emon Khan
2016-05-12, 01:24 PM
আমি ফরেক্স করি। ফরেক্স সম্পর্কে আমার অনেক কিছু অজানা ছিল . আমি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে ফরেক্স ফোরাম সম্পর্ক এ জানতে পারি। এবং তার কাছ থেকে শুনেছিলাম এখানে নাকি ফরেক্স রিলেটেড অনেক পোস্ট আছে . যা পড়ে আমি ফরেক্স সম্পর্কে আমার অজনা সব প্রশ্নের উত্তর পাবো। তখনই আমি ফরেক্স ফোরাম এ যোগদান করি। এবং এখান থেকে আমি ফরেক্স সম্পর্কে অনেক অজানা বিষয় জানতে পারি

Sahed
2016-07-18, 09:25 PM
ফোরামে আমরা যারা আছি তারা সবাই ফোরামে পোস্ট করে থাকি কোন না কোন উদ্দেশ্য নিয়ে । কেউ হয়তো বোনাসের আশায় পোস্ট করে আবার কেউবা তাদের অভিজ্ঞতা শেয়ার করে নতুন ট্রেডারদের সাহায্য করে । ফোরামে আসার আমার উদ্দেশ্যে হচ্ছে ফোরাম থেকে বোনাস নেওয়া এবং মার্কেটে আমি যে সকল সমস্যায় পড়ি তার সমাধান আলোচনার মাধ্যমে সকলের কাছ থেকে জেনে নেওয়া ।

alamin6969
2016-07-26, 08:01 PM
ব্যক্তিগতভাবে আমি বলবো আমি বাংলাদেশ ফরেক্স ফোরামে যোগ দিয়েছি যাতে করে আমি ট্রেড করার কৌশল শিখত পারি ।অভিজ্ঞদের কাছ থেকে আমি সাহায্য নিয়ে ট্রেড করতে চাই। ট্রেড কিভাবে করলে ভাল হবে আর কিভাবে করলে আমি ঝুকির মুখে পরতে পারি। তাদের সাহায্যে আমি ধীরে ধীরে এগিয়ে জেতে চাই।

motiar
2016-07-26, 08:44 PM
আমি একজন নতুন ট্রেডার । অল্প কিছু দিন হলো সুরু করেছি আমি সেশন বিষয়ে জানতেন চাই কোন সেশন কখন সুরু হয় । এই সময় গুলি কেউ জানালে আমি উপকার পাবো তাই একটু জানাবেন ।

MdImranHossain917
2016-07-26, 10:38 PM
ফোরামে যোগ দেওয়ার মূল কারন হল ফরেক্স ট্রেডিংয়ের সাথে আমরা যারা অনেক দিন যাবত রয়েছি তাদের ফরেক্স ট্রেডিংয়ের কিছু না কিছু দক্ষতা এবং অভিজ্ঞতা অবশ্যই রয়েছে আর এগুলো অন্য ট্রেডারদের সাথে শেয়ার করলে এতে অনেকেরই সুবিধা হবে বিশেষ করে যারা একেবারে ট্রেডিংয়ে নতুন তাদের জন্য খুবই সুবিধার হবে পাশাপাশি এখান থেকে বোনাসও লাভ করা যাচ্ছে।

ARPONSARKAR1992
2016-07-27, 06:24 AM
আমার ফরেক্স ফোরামে যোগ দেওয়ার কারন হলো আমি ফরেক্স ফোরাম থেকে আমার অনেক নাজানা প্রশ্নের উত্তর পাই সিনিয়রদের কাছথেকে যা ফোরামে যোগ নাদিলে কঠিন হয়ে যেতো । তাছাড়া আমি আমার মতামত প্রকাাস করতে পারি ফোরামের মাধ্যমে। মোট কথা ফোরামে যোগদেওয়ার আমার প্রধান উদ্দেশ্য হলো ফরেক্স শেখা।

macrun13
2016-07-27, 08:40 AM
ফোরামে আমার যোগ দেওয়ার প্রথম কারন হচ্ছে ফরেক্স সম্পর্কে অন্যান্য ট্রেডারদের মতামত কিি এবং আলোপনার মাধ্যমে আমরা ্অনেক কিছু জানতে ও শিখতে পারি। এছাড়াও এখানে অনেক অভিজ্ঞ ব্যাক্তি আছেন যারা নতুন দের কে নানা ভাবে সাহায্য করে যাচ্ছেন ,তায় আমি এর প্রতি আগ্রহী।

fardin222333
2016-07-27, 11:35 AM
আমার এই ফোরামে যোগ দেয়ার কারন হল আমি যাতে ট্রেড করার কৌশল ভাল করে শিখতে পারি। এখানে অনেক অভিজ্ঞ ট্রেডার আছে যাদের কাছ থেকে আমরা অনেক কিছু *শিখতে পারি। যাতে আমরা তাদের সাহায্য নিয়ে ভাল কিছু করতে পারি।:rules:

wassa
2016-07-28, 10:14 PM
ফরেক্স এর ফোরাম এ ফরেক্স এর অনেক বড় বড় এক্সপার্ট রা আসে এবং তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করে । আমরা তাদের ওই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারি। তাদের সাথে ফরেক্স সম্পর্কে অনেক অজানা তথ্য জানা যায় শেয়ার করা হয়। ফরেক্স এর ফোরাম এ অনেক টিপস থাকে যা আমদের অনেক কাজে লাগে।

fardin222333
2016-07-29, 12:47 PM
আমি দুটি কারনে ফোরামে যোগ দিয়েছি। এক হল এখানে অনেক দক্ষ ট্রের্ডাস তাদের মন্তব্য পোষ্ট করে, তা থেকে আমি অনেক কিছু শিখতে পারি। আর একটি হল পোষ্টিং বোনাস দিয়ে রিয়েল ট্রেড শুরু করা যায়।

MoniraMam818
2016-07-30, 01:06 AM
ফোরামে আমার যোগদানের প্রধান উদ্দ্যেশ হল আমি মনে করি ফরেক্স ট্রেডিংযের এখনও এমন অনেক বিষয় রয়েছে যা আমি জানি না কিন্তু ফোরামে এমন অনেক অভিজ্ঞ ট্রেডাররা কাজ করে থাকেন যাদের থেকে হয়তো সেই বিষয়গুলো বেশ ভাল ভাবে জানা যাবে পাশাপাশি এখান থেকে নিয়মিত পোস্ট করে বোনাসও অর্জন করার সুযোগ পাচ্ছি আমি।

Rana mollah
2016-08-20, 10:47 PM
আমি ফোরামে যোগ দিলাম কারন আমি ফরেক্স মার্কেটে কাজ করতে চায় । ফরেক্স মার্কেটে কাজ করার আগে ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান দ্গারনা থাকা দরকার । আমি ফোরামে কাজ করে ফরেক্সের অনেক খুটিনাটি প্রশ্ন জানার চেষ্টা করছি এবং এর পাশাপাশি ডেমো প্রাকটিস করছি যাতে ফরেক্স মার্কেটে ট্রেড করতে আমার সুবিধা হয় । ফোরামে কাজ করে আমি কিছু বোনাস পোষ্টিং ও পাচ্ছি যা দিয়ে আমি ট্রেড করে কিছু টাকা আয় করতে পারবো এই সব ভেবে আমি ফোরামে যোগ দিয়েছি । আশা করি এর থেকে আমি কিছু আয় করতে পারব ।

md arif khan
2016-08-20, 11:02 PM
আসলে ফরেক্স ফোরামে অনেক অভিজ্ঞ ট্রেডার রয়েছে।ফরেক্স এ নিয়মিত কাজ করতে হলে অনেক অভিজ্ঞতা দরকার।আর আমি মনে করি ফোরামে অভিজ্ঞ ট্রেডারদের কথোপকথনের মাধ্যমে এই অভিজ্ঞতা অর্জন করা সমভব।তাছাড়া আপনি ফোরাম থেকে কিছু বোনাস ডলার আয় করতে পারবেন যা দিয়ে আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন।

MD ALAMIN ARIF
2016-08-20, 11:05 PM
ফরেক্স হল এমন এক প্রতিষ্ঠান যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমরা ফরেক্স ট্রেডিং করি এই মার্কেট থেকে টাকা আয় করতে পারি ।আপনি ও অনলাইনের বিভিন্ন সাইট পড়ে জ্ঞান অর্জন করতে পারবেন ফরেক্স সম্পর্কে। আমি এই ফোরামে যোগ দিয়ে কিছু ভার্সুয়াল মানি আর্ন করতে চাই এবং তা দিয়ে আমি রিয়েল ফরেক্স করতে চাই ও এই ফোরাম থেকে আমি অনেক কিছু শিখতে পারছি।

Challange
2016-09-06, 08:35 PM
একজন নুতন ট্রেডার হিসেবে আমি ফোরামে যোগ দেওয়ার পেছনে বেশ কিছু উদ্দেশ্য রয়েছে । আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে । কিন্ত দুঃখের বিষয় হল যে অামরা সেই দক্ষতা ও অভিজ্ঞতা সৃষ্টি বা তৈরী করতে ব্যার্থ হচ্ছি কারন আমরা সঠিক গাইডলাইন পাচ্ছি না বলেই । তাই ফোরামে আসার মাধ্যমে এখানে প্রচুর তথ্য পেয়ে সঠিক পথে এগুতে পারছি ।

sheam
2016-10-26, 09:55 PM
ফরেক্স এর ফোরাম এ ফরেক্স এর অনেক বড় বড় এক্সপার্ট রা আসে এবং তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করে । আমরা তাদের ওই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারি। তাদের সাথে ফরেক্স সম্পর্কে অনেক অজানা তথ্য জানা যায় শেয়ার করা হয়। ফরেক্স এর ফোরাম এ অনেক টিপস থাকে যা আমদের অনেক কাজে লাগে।

Competitor
2016-10-26, 10:29 PM
আমি এই ফোরামে যোগ দেওয়ার পূর্বে ফোরাম সম্পর্কে খুব বেশি জানতাম না । অনেক সাদামাটাই এখানে আমার প্রবেশ । আর আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে নিজেদেরকে তৈরী করা শিখতে হবে । আর যত বেশি নিজেকে তৈরী করা যাবে তত বেশি পরিমাণে নিজেকে সেরাদের সেরার কাতারে নিয়ে যাওয়া যাবে ।

aida
2016-11-11, 04:51 AM
আমার প্রধান লক্ষ্য হচ্ছে ভালভাবে ফরেক্স শেখা।
এখানে আমি ফরেক্স সম্পর্কে যাবতীয় সব কিছু জানতে পারি এবং সবচেয়ে বড় বিষয় যে এখান থেকে আমি যে বোনাস পাই তা রিয়েল ট্রেড এ ব্যাবহার করতে পারছি ।
এখানে ফরেক্স সম্পর্কে অনেক যে আলোচনা করা আছে যা থেকে আমি শিখতে পারি।

sujon30
2016-11-11, 08:31 AM
ফরেক্স ফোরাম যোগ দেয়ার কারন হল আমার আমি এই ফরেক্স ফোরাম থেকে অনেক কিছু জানতে পারছে এবং জ্ঞান অর্জন করতেছি। এছাড়া ফরেক্স ফোরাম পোস্টিং করে ফরেক্স এর করার জন্য ডলার আয় করতেছি।

sohrab
2016-11-11, 08:59 AM
ফরেক্স ফোরাম যোগদেয়ার অনেক কারন আছে । সব চেয়ে গুরুত্ব পূর্ন বিষয় হল ফরেক্স ফোরামে একদিকে েঅনেক কিছু শেখা যায় যা আমার দক্ষতা বাড়িয়েছে অন্যদিকে পোষ্টিং করার কারনে বোনাস হিসেবে যে ডলার পেয়েছি তা দিয়ে কোন পুজি ছাড়াও ট্রেড করে আয় করতে পারছি ।

Puja Roy
2016-11-11, 08:59 AM
আমি এই ফরামে যোগ দিয়েছি কারন ফরেক্স এ কাজ করার খুভ আশা ছিল। অভিজ্ঞদের কাছ থেকে আমি সাহায্য নিয়ে ট্রেড করতে চাই। ট্রেড কিভাবে করলে ভাল হবে আর কিভাবে করলে আমি ঝুকির মুখে পরতে পারি। তাদের সাহায্যে আমি ধীরে ধীরে এগিয়ে জেতে চাই। সব টেকনিক গুলা ভাল করে শিকতে চাই।

md sahid howladar99
2016-11-11, 09:14 AM
ফরেক্স ফোরাম আমাদেরকে অনেকভাবে সাহায্য করে আসছে।আমরা যারা ফরেক্স ব্যাবসায় নতুন তাদের জন্য ফরেক্স ভালভাবে শিখার জন্য ফোরাম খুবই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।তাছাড়া ডিপোজিট করার সামর্থ্য না থাকার কারনেই আমি ফোরামে যোগ দিয়েছি যাতে করে এখান থেকে কিছু আয় করে আমি ফরেক্স ব্যাবসায় এবং নিজের জন্য কাজে লাগাতে পারি।আশা আছে একজন সফল ট্রেডার হবার।

shimul77ss
2016-11-11, 09:56 AM
আমি ফরেক্স মার্কেট এ একদমই নতুন তাই ফরেক্স মার্কেট সম্পর্কে আমার তেমন একটা বেশী ধারনা নেই।এইজন্য বাংলা ফরাম সাইট এ আসার কারন হল আমি এখান থেকে ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে চাই।তাছাড়া আমি এই সাইট এ না বিষয় গুলি পোস্ট করে শিখতে পারি আবার বোনাস নিয়ে রিয়েল একাউন্ট এ ট্রেড ওপেন করতে পারি।

sss426
2016-11-12, 03:10 PM
হে ভাই এই ফোরাম এ অনেক অভিজ্ঞ ব্যাক্তি আছেন যারা নতুন দের কে অনেক হেল্প করে থাকে কিন্তু আমি অভিজ্ঞ না তাই আমার আসল কারন হলো ফরেক্স মার্কেট সম্পরকে হাতে কলমে শেখা এবং বারতি বনুস অর্জন করা

nisho5533
2016-11-12, 03:52 PM
আমি ফরেক্স ফোরাম করি বড় ভাঈডেড় অভিজ্ঞদের কাছ থেকে আমি সাহায্য নিয়ে ট্রেড করতে পারি | আমি মনে করি ফরেক্স করতে হলে অনেক গেনের প্রযোজন তাই আমি আমার সমস্যা সমাধানের পথ খুজার জন্য আমি এখানে আশি | আমি ফোড়াম থেকে অনেক উপকার পেয়েছি |

shimul77ss
2016-11-12, 03:58 PM
আমি ফরেক্স মার্কেতে নতুন ।তাই ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক জ্ঞান লাভ করতে হবে যাতে দক্ষ ট্রেডার হওয়া যাই।দক্ষ ট্রেডার হতে গেলে মার্কেট সম্পর্কে অনেক লেখাপড়া করতে হবে।বাংলা ফোরামের আমি সব পোস্ট পড়ার চেষ্টা করি যাতে মার্কেটের সব বিষয় জানতে পারি।

Biplob72
2016-11-13, 03:27 PM
আমি মনে করি ফোরাম থেকে অনেক কিছু শেখার এবং অনেক কিছু শেয়ার করার মত রয়েছে ফরেক্সের এই ফোরামে ফরেক্সের অনেক অজানা বিষয় অতি সহজে জানা যায় সাথে সাথে ফোরামে প্রতি মূহত্বেই নানা ধরনের অভিজ্ঞ ট্রেডারদের আনাগোনা লক্ষ করা যায় তাদের থেকে ফরেক্স সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান এখান থেকে খুব ভাল ভাবে পাওয়া যায় আর এই সব কারনেই আমি ফোরামে নিয়মিত লেখালেখি করি।

kazirasel
2016-11-13, 05:49 PM
আমি এই ফোরামে যোগ দিয়েছি ফরেক্স সম্পর্কে ভালভাবে জানার জন্য শিখার জন্য । আমি ফরেক্স এর এই ফোরামে পোষ্ট করি আমার সমস্য গুলো সমাধানের জন্য । এই ফোরামে অনেক দক্ষ ট্রেডার ভাইয়েরা আছেন যাদের থেকে ফরেক্স সম্পকে ভাল ধারনা পাওয়া যায় ।

RUBEL MIAH
2016-11-13, 06:53 PM
আমি ফোরামে যোগ দিব কারণ ডলাল আয় এবং ফরেক্স ভালোভাবে শেখার জন্য । আমরা বেশী বেশী করে ফোরামে পোষ্ট দেওয়ার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা ধৈর্য্যের সহিত করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব আমরা ফোরামের সাথে অধিক সময়ে থাকার চেষ্টা করব ।

nisho5533
2016-11-13, 08:34 PM
nizam ভাই আপনার কথা আমার মনের কথা তাই আর বেশি কিছু লিখতে পারলাম না ফরেক্স বিজনেস শিখার জন্য কিবা ফরেক্স ভালো ভাবে জানার জন্য ফোরাম যে ভুমিকা পালন করছে তা অতুলনীয়। ফোরামে মুলত আমি আমার সমস্যা তুলে ধরতে পারি এবং ফোরামের অন্যান্য মহৎ বন্দুগন, ভাইয়েরা, যারা পারেন তারা কেও না কেও তা সমাধান করে দেন। যদি ফরেক্স ফোরাম না থাকত তবে তা সম্ভব হত না। এখানে আমরা ফরেক্স সম্পর্কে যাবতীয় সব কিছু জানতে পারি এবং সবচেয়ে বড় বিষয় যে এখান থেকে আমরা যে বোনাস পাই তা রিয়েল ট্রেড এ ব্যাবহার করতে পারছি । আরও নান বিধ কারন আছে যা আমাকে এই ফোরামের প্রতি আকৃষ্ট করেছে।

FOREX.NB
2016-11-14, 02:12 PM
ফোরামে অনেক দক্ষ ট্রেডাররা তাদের মন্তব্য পোস্ট করে থাকে তাদের কাছ থাকে ফরেক্স সম্পর্কে অনেক অজানা তথ্য জানা যায়। তাছাড়া এখানে আমরা ফরেক্স সম্পর্কে যাবতীয় সব কিছু জানতে পারি এবং সবচেয়ে বড় কথা এই যে এখান থেকে আমরা যে বোনাস পাই তা রিয়েল ট্রেড এ ব্যবহার করতে পারছি ।:dance:

FOREX.NB
2016-11-14, 06:01 PM
ফরেক্স বিজনেস শিখার জন্য এবং ফরেক্স ভালো ভাবে জানার জন্য ফোরাম যে ভুমিকা পালন করছে তা অতুলনীয়। ফোরামে সমস্যা তুলে ধরতে পারি এবং ফোরামের অন্যান্য ভাইয়েরা বিভিন্ন রকম আলচনা করে থাকেন সেগুল থেকে অজানা বিষয় জানতে পারি।তাচাড়া অনেক সমস্যা সমাধান পেয়ে থাকি যদি ফরেক্স ফোরাম না থাকলে্তাল সম্ভব হত না। এখানে আমরা ফরেক্স সম্পর্কে যাবতীয় সব কিছু জানতে পারি ।

ONLINE IT
2016-11-14, 06:49 PM
মিথ্যে বলব না যে আমি ফরেক্স শিখতে এসেছি। আসলে ফোরামে আসার মুল উদ্দেশ্য হল বোনাস দিয়ে ট্রেড করা। এর পাশা পাশি অন্যের অভিজ্ঞতা হতে নিজেকে অভিজ্ঞ করে গড়ে তোলা। আর নিজের অভিজ্ঞতা শেয়ার করা। যাতে আমার ভুল ত্রুটিগুলো আমি নিজে খুজে বের করতে পারি। এবং সে মতে ট্রেড করতে পারি।

shimul77ss
2016-12-07, 01:31 AM
বাংলা ফোরামে আমি থেকে ফরেক্স মার্কেট এর জ্ঞান নিই।এখানে আমি পোস্ট করে বোনাস নিয়ে ট্রেড ওপেন করতে পারি।আমি আশাবাদি যে একদিন ফরেক্স মার্কেট থেকে দক্ষ ট্রেডার হতে পারি।আমি ফরেক্স মার্কেটে অনেক পড়াশুনা করি যাতে মার্কেট সম্পর্কে ভাল বুঝতে পারি।

nazib72
2016-12-07, 01:52 AM
ফরেক্স ফোরামে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়ে থাকে এবং প্রশ্নের মাধ্যমে সমস্যার সমাধান পাওয়া যায় সবথেকে বড় কথা এখানে পস্ট করলে বোনাস পাওয়া যায় ,যেহেতু আমি ফরেক্স এ নতুন তাই জানার জন্য এবং বোনাস অর্জন করে রিয়েল ট্রেড করার লক্ষে আমি ফরামে যোগ দিয়েছি।

vampire
2016-12-07, 04:26 AM
আমি বাংলা ফোরামে যোগ দিলাম এই কারনে যে আমি ফরেক্সে নতুন তাই আমি ফরেক্স মার্কেত থেকে জ্ঞান অর্জন করতে পারি।আমি বাংলা ফোরামে সবার গুরুত্ব পুর্ন পোস্ট পড়তে থাকি যাতে আমি দক্ষ ট্রেদার হতে পারি।আনি ডেমো একাউন্টে প্রাক্টিস করি ট্রেডিং দক্ষতা বাড়ানোর জন্য।

Skfarid
2016-12-07, 03:57 PM
বাংলাদেশ ফরেক্স ফোরাম আমাদের নতুনদের জন্য দুই টি সুজগ রয়েছে তা হল শিক্ষ গ্রহন ও বোনাস সুবিধা ।ফরেক্স সংক্রন্ত যে কোন প্রশ্ন উত্তর এখানে পাবেন, আর এখানে প্রত্যেক পোস্ট এবং রিপ্লা্ই এর জন্য .20 ইউ এস ডলার বোনাস প্রদান করে থাকে , নির্দিষ্ট নিয়ম মেনে । যাহা এক মাসের বোনাস অন্য মাসের শুরেতে আপনার একাউন্টে পাঠিয়ে দেয় । আপনিও বাংলাদেশ ফরেক্স ফোরামের নির্দিষ্ট নিয়ম মেনে পোস্ট এবং রিপ্লা্ই করতে থাকুন আপনি সময় মত বোনাস পাবেন , ধ্যনবাদ- বাংলাদেশ ফরেক্স ফোরাম ।

Mamun13
2016-12-07, 04:11 PM
আমি কোনো অভিজ্ঞ ফরেক্স বন্দ্বু আমার আশেপাশে এখোনোও কাউকে পাইনি যিনি এক লাইন নতুন কিছু শিখাবে৷
তবে আমাদের এই ফোরামে অনেক অনেক ভালো মানের লেখক লক্ষ্য করলাম৷তাদের লেখা থেকে যথেষ্ঠ শেখার সুযোগ রয়েছে৷এখানে আমিও শিখছি ও আশা করছি নিয়মিত আমিও লিখবো যা অতীতে শিখেছি৷বোনাস ডলার দিয়েও ট্রেড করতে পারছি৷আবার আমাদের সারাদেশের সর্ববৃহৎ ফরেক্স ট্রেডার্স সোসাইটির সাথে সংযুক্ত আছি৷এ এক বিশাল পাওয়া৷আমার লেখা ও অভিজ্ঞতা সকলের মাঝে প্রকাশ করতে পারছি৷নতুনরা উপকৃত হচ্ছে৷ফোরাম নিয়ে গর্ববোধ করি৷

shimul77ss
2016-12-07, 04:42 PM
আমি ফরেক্স মার্কেটে যোগ দিলামেই জন্য যে আমি ফরেক্স মার্কেটে একদম নতুন ট্রেডার তাই আমি মার্কেট সম্পর্কে ভাল বুঝি না তাই আমি বাংলা ফোরামের মাধ্যমে আমি ফরেক্স বিইষয়ে জ্ঞান অর্জন করতে পারি এবং মাসে যেন ভাল আয় করতে পারি।

NILSKY
2016-12-07, 06:05 PM
আমি নতুন তাই ফোরামে পড়ি আর লেখি। নতুনদের জন্য ফোরাম খুব ভাল একটি স্থান সেখানে খুব সহজে সবার কাছ থেকে ভাল ভাবে অনেক কিছু জানা যায় শেখা যায়। কি করলে ভাল হবে, কি করলে মন্দ হবে সব কিছু ফোরাম থেকে খুব ভাল ভাবে জানা যায়, বুঝা যায়। তাই ফোরাম নতুনদের জন্য খুব ভাল।

ucall
2017-02-03, 07:54 PM
আমি বলবো ফরেক্স শিখতে ফোরামের গুরত্ব অনেক বেশী।ফরেক্স হল এমন এক প্রতিষ্ঠান যা থেকে আমরা কিছু শিখতে পারি। আমরা ফরেক্স ট্রেডিং করি এই মার্কেট থেকে টাকা বের করার জন্য ।আপনি অনলাইনের বিভিন্ন সাইট পড়ে জ্ঞান অর্জন করতে পারবেন কিন্তু এরপরও কিছু বিষয়বস্তু নিয়ে আপনার মনে প্রশ্ন থেকে যাবে। এইসব প্রশ্নের উত্তর খুজে পাবেন ফোরামে।ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।

shohanjacksion
2017-02-04, 02:47 PM
প্রকৃতপক্ষে আমি ফোরামে যোগদান করেছিলাম যে, ফোরাম পোস্টিং এ নাকি এই ফোরাম বোনাস ক্রেডিট রিয়েল এ টান্সফার দেয়। অনেকেরই মন্তব্য ছিল যে টাকা দেয়না। কিন্তু আমি পেয়েছি। আমি এই ফোরামে দেখলাম যে, বেশিরভাগ বাঙ্গালী ফরেক্স সম্পর্কে যে ধরনের মন্তব্য করে যাচ্ছেন তা ট্রেডার হিসাবে যথাযত নয়। আর তাই আমার এই ফোরাম ভাল লেগে গেল। আমি চাই এই বাংলা ফোরাম কে আরও সুন্দর ভাবে গড়ে তুলি।এখন আমি পোষ্টিং বোনাস এর জন্য নয়, ফোরামে লেখালেখি আমার ভাল লেগে গেছে।

sujon30
2017-02-04, 03:31 PM
ফরেক্স এ আমার যোগ দেওয়ার কারন হল, আমি এই ফরেক্স মার্কেট থেকে ভাল একজন ফরেক্স এর ট্টেডার হব। আমি ফরেক্স এর ট্টেডার হয়ে আমি ফরেক্স এ যারা নতুন জয়েন করবে তাদেরকে ফরেক্স সম্পর্কে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা দান করব যাতে নতুনরা ফরেক্স থেকে টাকা আয় করতে পারে।