PDA

View Full Version : 💲 ফরেক্স মার্কেটে এনালাইসিস এর কাজ কি এবং এর উপকারিতা কি ❓❓



Suriya Sultana Hira
2020-04-05, 02:08 PM
আমি এই ফরেক্স মার্কেটে একজন নতুন সদস্য । তাই আমি সিনিয়র বড়ো ভাইদের পরামর্শ আশা করছি । ফরেক্স মার্কেটে এনালাইসিস কয় প্রকার ও কি কি এবং এই এনালাইসিস এর দ্বারা আমরা কি কি সুবিধা পেতে পারি । যদি এই বিষয়টা একটু পরিষ্কার করে তুলে ধরতেন তাহলে আমরা খুবই উপকৃত হতাম । ধন্যবাদ । 🔷🔷🔷

FREEDOM
2020-04-05, 02:20 PM
ফরেক্স মার্কেটে এনালাইসিস তিন প্রকার যেমন টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনালাইসিস। তবে টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এ দুটোই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ট্রেডারই টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করে এর মধ্যে কমনগুলো যেমন প্রাইস একসন দেখে ট্রেড করা, সাপোর্ট রেজিস্টান্স দেখে ট্রেড করা, সঠিকভাবে ট্রেন্ড লাইন নির্ধারন করে ট্রেড করা। আর ফান্ডামেন্টাল মুলত নিউজ এনালাইসিস যা বিভিন্ন দেশের অর্থনৈতিক, রাজনৈতিক অবস্হার উপর ডিপেন্ড করে করা হয়।

K.K.BABY
2020-04-05, 02:42 PM
ফরেক্স মার্কেটে তিন ধরনের এনালাইসিস করতে হয়।
১। টেকনিক্যাল এনালাইসিস।
২। ফান্ডামেন্টাল এনালাইসিস।
৩। সেন্টিমেন্টাল এনালাইসিস।
এই তিন ধরনের এনালাইসিস যদি আপনি ভাল ভাবে করতে পারেন তাহলে আপনি ট্রেড এন্ট্রি নেওয়া আগে ১০০% সিয়র হয়ে ট্রেড এন্ট্রি নিতে পারবেন।
টেকনিক্যাল এনালাইসিসঃ টেকনিক্যাল এনালাইসিস যদি করেন তাহলে আপনি প্রতিটি ক্যান্ডেল স্টিক প্রতিটি টেকনিক্যাল টুলস সম্পর্কে আপনি বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী মার্কেট কোন দিকে মুভ করবে সেই বিষয়টি বুঝতে পারবেন।
ফান্ডামেন্টাল এনালাইসিসঃফান্ডা েন্টাল এনালাইসিস করে আপনি বুঝতে পারবেন কোন দেশের অর্থনৈতিক,সামাজিক এবং রাজনৈতিক অবস্থা কেমন এবং সেই অনুযায়ী তাদের কারেন্সি গুলো কেমন হতে পারে তার একটি ধারণা পাবেন।
সেন্টিমেন্টাল এনালাইসিসঃঃসেন্ট মেন্টাল এনালাইসিস করে আপনি বুঝতে পারবেন কোন দেশের বর্তমান কারেন্সি কি রূপ পরিবর্তন হচ্ছে অথবা হয়েছে।
তাই এনালাইসিস ছাড়া ট্রেড এন্ট্রি কল্পনায় করা যায় না।

ABDUSSALAM2020
2020-04-05, 06:42 PM
আমরা যখন কোন কারেন্সিতে চ্যাট করি তখন সেই কারেন্সির যাবতীয় বিষয়গুলো ভালোভাবে বিশ্লেষণ করাই হলো এনালাইসিস অর্থাৎ সেটা উপরে উঠবে অথবা নিচে নামবে বিগত দিনে কেমন ছিল সামনে কেমন হতে পারে মানি ম্যানেজমেন্ট সবকিছু নিয়েই এনালাইসিস বলা হয়।এনালাইসিস করে পরিকল্পনা অনুযায়ী ট্রেড করতে পারলে তবে মুনাফা অর্জন করা অনেক সহজ হয়ে দাঁড়ায় সে ক্ষেত্রে রিক্স কম থাকে।

Md.Nasim Uddin
2020-04-05, 09:53 PM
মার্কেট এনালাইসিস হলো ওই মার্কেটের সকল বিষয়ে জানাশোনা। ফরেক্স মার্কেট থেকে লাভবান হতে হলে অবশ্যই ট্রেড করার আগে ফরেক্স মার্কেট এনালাইসিস করে মার্কেটের অবস্থান সম্পর্কে অবহিত হতে হয়। মার্কেট সম্পর্কে সঠিকভাবে এনালাইসিস করে ট্রেডে অংশগ্রহণ করলে অবশ্যই ঔ ট্রেড থেকে সফলতা অর্জন করা সম্ভব। একজন ট্রেডার ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে এনালাইসিস করলে বাজারের ঊর্ধ্বগতি ও নিম্নগতির সবকিছু সম্পর্কে সে জানতে পারে। এর ফলে যে পেয়ারে ট্রেড করলে লাভ হবে সেটা সে বুঝতে পারে। তাই একজন ট্রেডার কে ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করার জন্য এনালাইসিস উপকারী জিনিস হিসাবে কাজ করে।,,,,,ধন্যবাদ।

Mas26
2020-04-05, 10:21 PM
ফরেক্স মার্কেটে তিন ধরনের এনালাইসিস করতে হয়।
১। টেকনিক্যাল এনালাইসিস।
২। ফান্ডামেন্টাল এনালাইসিস।
৩। সেন্টিমেন্টাল এনালাইসিস।
এই তিন ধরনের এনালাইসিস যদি আপনি ভাল ভাবে করতে পারেন তাহলে আপনি ট্রেড এন্ট্রি নেওয়া আগে ১০০% সিয়র হয়ে ট্রেড এন্ট্রি নিতে পারবেন।
টেকনিক্যাল এনালাইসিসঃ টেকনিক্যাল এনালাইসিস যদি করেন তাহলে আপনি প্রতিটি ক্যান্ডেল স্টিক প্রতিটি টেকনিক্যাল টুলস সম্পর্কে আপনি বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী মার্কেট কোন দিকে মুভ করবে সেই বিষয়টি বুঝতে পারবেন।
ফান্ডামেন্টাল এনালাইসিসঃফান্ডা েন্টাল এনালাইসিস করে আপনি বুঝতে পারবেন কোন দেশের অর্থনৈতিক,সামাজিক এবং রাজনৈতিক অবস্থা কেমন এবং সেই অনুযায়ী তাদের কারেন্সি গুলো কেমন হতে পারে তার একটি ধারণা পাবেন।
সেন্টিমেন্টাল এনালাইসিসঃঃসেন্ট মেন্টাল এনালাইসিস করে আপনি বুঝতে পারবেন কোন দেশের বর্তমান কারেন্সি কি রূপ পরিবর্তন হচ্ছে অথবা হয়েছে।
তাই এনালাইসিস ছাড়া ট্রেড এন্ট্রি কল্পনায় করা যায় না।

XXXTentacion
2020-04-06, 02:10 PM
সেল ফোন শক্তি বিনিয়োগ করে তবে তাদের একটি সংক্ষিপ্ত সময়সীমার মধ্যে একটি মার্জিত ফরেক্স ডিলারে পরিণত হওয়ার বিকল্প থাকবে এবং তারা যতটা প্রয়োজন ততটুকু জিততে পারে। কী কারণে তারা বলবে যে তারা এখন ফরেক্স শোকেসে নেই? তারা জানে এখনও বিশ্বাস করে না Fore ফরেক্স সম্পর্কে তাদের কোনও ধারণা নেই। বৈদেশিক মুদ্রার উপর আস্থা রাখে না এমন ব্যক্তিদের ইভেন্টটি খুব আগ্রহী হবে যে তারা খুব প্রস্তুত prepared যে ব্যক্তিরা ফরেক্স