PDA

View Full Version : মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায়??



Rajib_Biswas
2020-04-05, 10:42 PM
সাধারণত মুদ্রাস্ফীতি বলতে এমন একটি অবস্থা বোঝায় যখন দ্রব্যমূল্য অস্বাভাবিক রূপে বেড়ে যায় এবং অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পেতে থাকে। মূলত অর্থের পরিমাণ বৃদ্ধি হল মুদ্রাস্ফীতি অর্থাৎ কোন দেশে মোট অর্থের যোগান তার চাহিদার তুলনায় বেশি হলে মুদ্রাস্ফীতি দেখা দেয়।
যখন দেশে দ্রব্যসামগ্রীর যোগানে তুলনায় চাহিদা বেড়ে যায় এবং জনগণ বেশি টাকা দিয়ে কম পরিমাণ দ্রব্য সামগ্রী কিনতে বাধ্য হয় তখন সেই অবস্থাকে বলে মুদ্রাস্ফীতি। তবে মুদ্রাস্ফীতি কোনো এক বা দুটি পণ্যের মূল্য বৃদ্ধি কে বোঝায় না বরং সামগ্রিক অর্থনীতির সকল পণ্যের মূল্য বৃদ্ধি কে বোঝায়। মুদ্রাস্ফীতি একটি ভারসাম্যহীন অবস্থা। এটি অর্থনীতির একটি সামগ্রিক কাঠামো।এ পরিস্থিতিতে অর্থনীতির মোট চাহিদা তার উৎপাদিত দ্রব্য ও সেবার যোগান থেকে বেশি হওয়ার কারণে দামের পরিমাণ ক্রমেই বাড়তে থাকে।

মুদ্রাস্ফীতির সাধারন কারনগুলো হলো:
১/ মুদ্রাস্ফীতির অন্যতম প্রধান কারণ হলো অর্থের যোগান বৃদ্ধি।
২/ সরকারের আয়ের চেয়ে ব্যয় বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি ঘটে।
৩/ বাণিজ্যিক ব্যাংক কর্তৃক সহজ শর্তে অধিক ঋন দান।
৪/ উৎপাদন হ্রাস আর একটি উল্লেখযোগ্য কারণ।
৫/ অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি।
৬/ বেতন কাঠামো পরিবর্তন ও মুদ্রাস্ফীতি ঘটায়।
৭/ এছাড়াও সরকারের ঘাটতি ব্যয় নির্বাহ, মজুরি বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, কর হ্রাস এগুলোও মুদ্রাস্ফীতির অন্যতম কিছু কারণ।

FX7
2020-04-07, 12:52 PM
দেশে করোনা ভাইরাসের কারনে মুদ্রাস্ফীতি শুরু হয়ে গেছে। ভোক্তা বেশি টাকা দিয়ে কম দ্রব্য পাচ্ছে।গত এক সপ্তাহে করোনার জন্য বাজারের সকল দ্রব্যমূল্য আপট্রেন্ড এ টান নিয়েছে।তাছারা পন্য ঘাটতি দেখা দিচ্ছে।আগের মতন সব পাওয়া যাচ্ছে না,এই মুদ্রাস্ফীতির কারনে দেশের অথনৈতিক দিকে টাকার মান শুধু কমতেই তালে আছে।এভাবে চলতে থাকলে আমাদৈর মত জনসাধারনের দিন দিন শুধু অভাব বাশা বাধবে

Rajib_Biswas
2020-04-07, 11:15 PM
দেশে করোনা ভাইরাসের কারনে মুদ্রাস্ফীতি শুরু হয়ে গেছে। ভোক্তা বেশি টাকা দিয়ে কম দ্রব্য পাচ্ছে।গত এক সপ্তাহে করোনার জন্য বাজারের সকল দ্রব্যমূল্য আপট্রেন্ড এ টান নিয়েছে।তাছারা পন্য ঘাটতি দেখা দিচ্ছে।আগের মতন সব পাওয়া যাচ্ছে না,এই মুদ্রাস্ফীতির কারনে দেশের অথনৈতিক দিকে টাকার মান শুধু কমতেই তালে আছে।এভাবে চলতে থাকলে আমাদৈর মত জনসাধারনের দিন দিন শুধু অভাব বাশা বাধবে

করোনা ভাইরাসের মত মহামারীর কারণে দেশের বিভিন্ন স্থান অবরোধ বা লক ডাউন করা হয়েছে। যানবাহন চলাচলও বন্ধ করা হয়েছে। সীমিত সংখ্যক পণ্যবাহী যানবাহন চলাচল করছে। দৈনিক যে পরিমাণ সরবরাহ দরকার তার থেকে কম সরবরাহ হওয়ায় দেশে পণ্যের বাজার মূল্য অল্প সময়ের মধ্যেই বেড়ে গিয়েছে। যাকে এক কথায় মুদ্রাস্ফীতি বলা চলে। তবে এই অবস্থা সীমিত সময়ের জন্য। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যাব। করোনা পরিস্থিতি মোকাবেলায় আমরা হোম কোয়ারান্টাইন মেনে চলবো এবং সর্বদা আল্লাহকে স্মরণ করব।

FX7
2020-04-07, 11:58 PM
হুম তা তো বটেই,আল্লা আমাদের সবাইকে হেফাজত করুক।তবে বাজারে পন্যের যে দাম তাতে প্রতিটা পন্য২/৫টাকা বেশি দিয়ে ক্রয় করা লাগছে।১০০টাকার মাল কিনতে হচ্চে ১২০টাকা দিয়ে।

Rokibul7
2020-05-05, 12:46 AM
করোনার ফলে বাজারের পন্যের যে দাম বৃদ্ধি হয়েছে তাকে মুদ্রাস্ফীতি বলে । অর্থাত আগে যে পন্যা ১০০ টাকা দিয়ে কিনতাম সেটা এখন বাজারের যোগানের কারনে বেড়ে দিয়ে ১০৫ টাকা হয়েছে।তাই ১০০টাকার পন্য ১০৫ টাকা দিয়ে কেনাকে মুদ্রাস্ফীতি বলে।