PDA

View Full Version : আমাদের বাংলাদেশে ফরেক্স মার্কেটের অবস্থান ?



Suriya Sultana Hira
2020-04-06, 01:52 PM
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,, তাই এই ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক কিছু শেখার বাকি আছে । আমাদের বাংলাদেশে এই ফরেক্স মার্কেটের অবস্থান কেমন এবং আগামীতে এই ফরেক্স মার্কেট আমাদের বাংলাদেশে কতোটা স্থান গ্রহণ করতে পারবে । আমরা কি
বাংলাদেশ সরকারের কাছ থেকে এই ফরেক্স মার্কেটের বিষয়ে কোনো প্রকার সুবিধা পেতে পারি । এই বিষয়ে আপনাদের সকলের মতামত আশা করছি,,,,, ধন্যবাদ ।

FREEDOM
2020-04-06, 02:24 PM
আগের তুলনায় বাংলাদেশেে ফরেক্স মার্কেটের অবস্হান যতেষ্ট ভালো বলেই আমি মনে করি৷ কারন আরো ৫/১০ বছর আগে ফরেক্স সম্পর্কে আামাদের দেশে অনেকেই জানতো না তবে এখন অনেক বেশি মানুষ ফরেক্সের প্রতি আকৃষ্ট হচ্ছে। আমরা যদি শুধু এই ফোরামের দিকেই নজর দেই তাহলে দেখতে পারি এখানে এখন পর্যন্ত ৫০০০০ এরও বেশি সদস্য সংখ্যা কাজ করেছে যা হয়তো ২/৪ বছর আগেও অনেক কম ছিলো। তবে সরকারি ভাবে যেহেতু এখনো ফরেক্স বৈধতা পাইনি আবার অবৈধও বলা হয়নি কিন্তু। তবে আমাদের দেশে এমনিতেই ফরেক্সের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধিি পেয়েই চলেছে এর অন্যতম একটি কারন শিক্ষিত বেকারদের আগ্রহ তৈরি হচ্ছে যা দেশের জন্য উপকারী বলেই আমি মনে করি।

XXXTentacion
2020-04-06, 02:52 PM
ট্রেডিং ভাল হবে। আমি এখনও ফরেক্সকে পেশা হিসাবে নিতে পারি নি। এখনও বিষয়টি শিখছি। যদি কখনও আমার মনে হয় যে ফরেক্স আমার নখদর্পণে আসে তবে আমি ফরেক্সকে পেশাদার হিসাবে নিতে পারি। আমার কাছে এখনও ফরেক্স পেশাদার হওয়ার মর্যাদা নেই। তবে আমি মনে করি ফরেক্সকে পেশা হিসাবে গ্রহণ করা কেবল একটি জিনিস just এবং সেই দিন খুব বেশি দূরে নয় যখন ফরেক্স আপনার এবং আপনার পেশাগুলি হবে। না। আমি ফরেক্স জব ছাড়াও

K.K.BABY
2020-04-07, 08:50 AM
পূর্বের তুলনায় বর্তমানে বাংলাদেশ ফরেক্স এর অবস্থান অনেক ভাল তার কারন আগেই ফরেক্স সম্পর্কে অধিকাংশ মানুষ অজ্ঞ ছিলো কিন্তু সময়ের বিবর্তনে আস্তে আস্তে মানুষের কাছে ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে পারতেছে এবং ফরেক্স মার্কেটে ব্যাবসা করার জন্য আগ্রহী হচ্ছে।আসলে আগ্রহী হওয়ার সব থেকে বড় কারন হলো কোন ইনভেস্ট ছাড়ায় ফরেক্স মার্কেটে ব্যাবসা করার সুবিধা।যদি এই সুবিধা না থাকতো তাহলে খুব দ্রুত মানুষের কাছে ফরেক্স সম্পর্কে কোন তথ্য যেতোনা।তাই আমরা সকলেই কৃতজ্ঞ ফোরামের প্রতি।তাদের কল্যাণে আজ আমরা আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করার স্বপ্ন দেখতেছি।আশা করি আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো ইনশাআল্লাহ।

Emarif1992
2020-04-07, 09:44 AM
বাংলাদেশে ফরেক্স মার্কেটের অবস্থান যদিও একটু উপরে, তবে এর প্রধান কারণ হচ্ছে বাংলাদেশে বেকারত্বের হার তুলনামুলকভাবে অনেক বেশি। কিন্তু বাংলাদের ৯৫% ফরেক্স ট্রেডারই ব্যর্থ আর এর প্রধান কারণ হচ্ছে তারা না বুঝেই নিজেকে অনেক বেশি জান্তা মনে করে আর অবশেষে নিজের ব্যলেন্সটাই জিরো করে নিজের অবশান ঘটায়।

alamsat
2020-04-07, 10:58 AM
বাংলাদেশে ফরেক্স এর কোন সহযোগীতা সরকার থেকে পাব কিনা এ বিষয় কোন চিন্তা ভাবনা করা ঠিক নয় কারন এটা আকাশ কুসুম কল্পনা তবে বাংলাদেশের অনেক বেকার যুবকগন তাদের হাত খরচের টাকা যোগান দিতে খুব বেশি ফরেক্স ট্রেড করা শুরু করেছে যদি ভাল সহযোগীতা পাওয়া যাই বা কোন কোর্স সুবিধা পাওয়া যাই তাহলে অনেকে ফরেক্স ট্রেড করে তাদের বেকার জীবন ঘোচাতে পারে তাই যদি বিভিন্ন প্রতিষ্ঠান ফরেক্স এর উপরে বিভিন্ন কোর্স করতে শুরু করে তাহলে এটা আমাদের জন্য আর্শিবাদ হবে বলে আমি মনে করি।

Hridoy6763
2020-04-07, 12:25 PM
আমাদের বাংলাদেশ এ ফরেক্স এর অবস্থান খুবই খারাপ নেই বলেই চলে,কারন আমাদের বাংলাদেশ এ এখনো পর্যন্ত এই বিজিনেস কে অনুমোদিত দেই নি সরকার,কিন্তু সামনে কি হবে যানিনা,কিন্তু এই বিজিনেস কে অনুমোদিত করে দেশের আর্থিক অবস্থা উন্নয়নে ভূমিকা রাখতে পারে সরকার,কারন বাংলাদেশ এ অনেক ভালো ফরেক্স ট্রেডার আছে।