PDA

View Full Version : ট্রেড এন্ট্রি নেওয়ার আগে একটি আদর্শ ট্রেডিং কৌশল তৈরী করুন।



K.K.BABY
2020-04-06, 03:00 PM
আমরা সব সময় ট্রেড করার আগে কিছু না ভেবে ট্রেড করে থাকি আর তার ফলস্বরূপ আমাদের লস।তাই আমি মনে করি ট্রেড এন্ট্রি নেওয়ার আগে একটি আদর্শ ট্রেডিং কৌশল তৈরী করে তার পর ট্রেড এন্ট্রি নেওয়া উচিত।
আদর্শ ট্রেডিং কৌশলঃ প্রথমে যে কোন একটি কারেন্সি সিলেক্ট করা।তার পর সেই কারেন্সির উপর টেকনিক্যাল এনালাইসিস করে তার পর ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে যদি ২টাই মিলে যায় তাহলে আপনি ১০০% সিয়র হয়ে ট্রেড করলেন কিন্তু যদি একটার সাথে আর একটা না মিলে যায় তার মানে আপনি ৭৫% সিয়র হয়ে ট্রেড করতেছেন।তার পর সেন্টিমেন্টাল এনালাইসিস করে বের করতে হবে আসলেই ওই দেশের অর্থনৈতিক অবস্থা সত্যি খারাপ না ভালো।তার পর মানিম্যানেজমেন্ট দেখতে হবে আপনি কতোতে মানিম্যানেজমেন্ট করলে আপনার একাউন্টটি সুরক্ষিত থাকবে।তার পর লট ধরে আপনাকে সেট করতে হবে।এবং সর্বশেষ আপনাকে স্টপ লস এবং টেক প্রফিট সেট করে ফাইনালি ট্রেড এন্ট্রি নিতে হবে।

XXXTentacion
2020-04-06, 03:49 PM
হ্যাঁ যে কোনও বিপণন প্রবণতা অনুসরণ করার জন্য আমাদের সত্যই একটি ভাল কৌশল প্রয়োজন এবং এটি আমাদের ট্রেডিংয়ে আপনাকে সহায়তা করবে। আমরা এখানে এসে দেখছি অনেক ব্যবসায়ী বলছেন যে আমরা যদি কোনও বিপণনের প্রবণতা অনুসরণ করার কৌশল তৈরি করি তবে এটি ভাল ধারণা হবে। এবং আপনিও জানেন যে প্রবণতাটি বন্ধু। সুতরাং এটি রাখা।

FREEDOM
2020-04-06, 03:51 PM
প্রত্যেক ট্রেডারেরই উচিত একটি আদর্শ ট্রেডিং কৌশল তৈরি করা যাতে করে প্রতিটি ট্রেড পারফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য প্রত্যকের ট্রেডিং কৌশল হিসেবে কিছু কমন জিনিস থাকতে হবে যেমন ট্রেড করার পুর্বে ঐ পেয়ারটির কারেন্সী দুটি সম্পর্কে এনালাইসিস করা। মার্কেটের প্রাইস একসন সম্পর্কে সঠিক ধারনা নেওয়া, সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করা যাতে করে সবসময় একটি নির্দিষ্ট লটে ট্রেড করা যায়। আর অবশ্যই স্টপলস ও টেক প্রফিট সেট করে প্রতিটা ট্রেডে এন্ট্রি নিতে হবে।