Log in

View Full Version : করোনায় রমরমা ব্যবসা করছে চীন।



Rajib_Biswas
2020-04-07, 03:09 AM
প্রাণঘাতী করোনায় ভেঙেপড়া অর্থনীতিকে সচলে করতে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে চীন। করোনার কালো অধ্যায়ের পাশ কাটিয়ে বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি বাড়াচ্ছে দেশটি। মার্চের ১ তারিখ থেকে শনিবার (৪ এপ্রিল পর্যন্ত) স্বাস্থ্য সামগ্রী রপ্তানি করে চীন আয় করেছে ১০.২ বিলিয়ন ইয়ান বা ১.৪ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ১১ হাজার ৮৯১ কোটি ৯১ লাখ। চীনের সংবাদমাধ্যম সিনহুয়ানেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে চীনের রপ্তানির এই চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে শুল্ক বিভাগের জেনারেল অ্যাড মিনিস্ট্রেশনের একজন কর্মকর্তা জিন হাই জানান, রপ্তানি হওয়া এই চিকিৎসা সামগ্রীগুলোর মধ্যে ৩,৮৬৮৬ বিলিয়ন ফেস মাস্ক, ৩৭,৫২ মিলিয়ন প্রতিরক্ষা স্যুট, ২,৪৪ মিলিয়ন ইনফ্রারেড থার্মোমিটার, পাশাপাশি ভেন্টিলেটর, পরীক্ষার কিট এবং গোগলস রয়েছে।