View Full Version : বর্তমান পরিস্থিতিতে (করোনা ভাইরাস) কোন এনালাইসিস এর উপর গুরুত্ব দেওয়া উচিত?
K.K.BABY
2020-04-07, 08:21 AM
আমরা সকলেই জানি বর্তমান পরিস্থিতিতে অর্থাৎ করোনা ভাইরাসের সময়ে মার্কেট খুব বেশি মুভমেন্ট করতেছে।কখনো একাধারে অনেক ডাউন হচ্ছে আবার কখনো একাধারে অনেক আপ হচ্ছে।তাই অনেক ভাল ভাল ট্রেডারদের অবস্থা এখন খুব খারাপ এবং তাদের বক্তব্য অনুযায়ী মার্কেট এখন ট্রেড এন্ট্রি না নেওয়ায় ভালো।কিন্তু আমরা সকলেই এখনো পর্যন্ত ট্রেড করে যাচ্ছি।আমরা অনেকেই টেকনিক্যাল এনালাইসিস এর উপর গুরুত্ব দিয়ে থাকি আবার অনেকেই ফান্ডামেন্টাল এনালাইসিস এর উপর গুরুত্ব দিয়ে থাকি।কিন্তু আমি মনে করি বর্তমান সময়ে ট্রেড এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই সেই দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন কেমন হচ্ছে এবং হতে পারে অর্থাৎ ফান্ডামেন্টাল এনালাইসিস করে সিয়র হয়ে তার পর ট্রেড এন্ট্রি নেওয়া উচিত। তা নাহলে আমাদের বড় ধরনের লসের সম্মুখীন হতে হবে।
XXXTentacion
2020-04-07, 10:31 AM
তবে সেরা ব্যবসায়ীদের পক্ষেও ভুল হয় এবং আপনি প্রক্রিয়াটিতে একটি ভাগ্য হারাতে পারেন এবং যদি আপনি আপনার সমস্ত অর্থ বিনিয়োগ করে থাকেন তবে এটির সম্ভাবনা হ'ল আপনি সেই খারাপ বাণিজ্যে অনেকটাই হারাতে পারেন যা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ট্রেডিং ভাল, তবে আপনি যা করেন এবং কী করেন না সে সম্পর্কে আপনাকে সর্বদা সতর্ক থাকতে হবে ex সহী না হৈং কিউঙ্কি আগর হমেয়ে ক্ষতি হো জাটা হৈ তো দোবার সে বিনিয়োগ করনে কে লিয়ে পুঁজি কর্ন বাহুত মুশকিল হো শাকতা হ্যায়।
alamsat
2020-04-07, 10:49 AM
আমি ও কিছু ট্রেড করে অনেক লস করেছি এর মধ্যে অন্যতম ছিল গোল্ড ট্রেড গোল্ড গত কয়েকদিনে অনেক বেশি উপরে উঠে গিয়েছে কেন হঠাৎ এমনটি হল বুঝতে পারলাম না। তাই কোন এ্যানালিসিস এখন ভাল কাজ করছে না। টেকনিক্যাল এ্যানালিসিস করেও কোন ফায়দা পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ফান্ডামেন্টাল এ্যানালিসিস করেও তেমন কোন ফল পাচ্ছি না। তাই আমার মনে হয় এখন ট্রেড করা থেকে বিরত থাকাই ভাল তবুও আমাদের ট্রেড না করে থাকাও যাই না। তাই আমার অনুরোধ ট্রেড করলেও কম লট এর ট্রেড করুন যেন লস হলেও কম হয়।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.