PDA

View Full Version : ইন্ডিকেটর কি?



fh.ratul
2015-02-20, 04:24 AM
ইন্ডিকেটর অর্থ হল সোজা বাংলায় নির্দেশক। ফরেক্সের ভাষায় যা মার্কেটের অবস্থা নির্দেশ করে। এটা আপনাকে নির্দেশ করে মার্কেটের বর্তমান অবস্থা।
• মার্কেটের বর্তমান ট্রেন্ড
• ট্রেন্ডটি কতটুকু শক্তিশালী বা দুর্বল
• ট্রেন্ডটি শেষের দিকে কিনা
• মার্কেটের ভোলাটিলিটি
• মার্কেটের ট্রেডের ভলিউম (কেমন ট্রেডার মার্কেটে অংশগ্রহণ করছে)
• মার্কেটে বিভিন্ন ট্রেন্ড প্যাটার্নের পুনরাবৃত্তি

mybff
2015-02-24, 10:10 AM
আপনি ভাল ট্রেডার আপনি ভাল প্রফিট করেন এতে সমস্যা নাই ।। আমি ভাল ট্রেড করতে পারিনা , ভাল ট্রেড বুঝিনা , ভাল প্রফিট পাই না , এই ক্ষেত্রে ইন্ডিকেটর আমাকে কত টুকু সাহায্য করবে ।। যদি বুঝাই বলেন আমার জন্য ভাল হয় ।। আমি আগে ইন্ডিকেটর ব্যবহার করিনাই ।।

ahsan
2015-04-07, 12:16 PM
একজন ট্রেডার যদি মার্কেটের এ বেসিক মুভমেন্ট না জেনে শুধু ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করে তাহলে তা কথনই ট্রেডিং এর জন্য ভাল হবে না। তাই একজন ট্রেডারকে মার্কেটের বেসিক সম্পর্কে খুব ভাল জ্ঞান থাকতে হবে।

RichMahfuz
2015-06-05, 12:45 AM
ইনডিকেটর বলতে আসলে কোনটাকে বলে? যেমন ক্যান্ডেল,বার চাট এগুলো!!!

Zakariea
2015-07-08, 05:29 PM
ইন্ডিকেটর ফরেক্স মারকেটের অতিতের প্রাইস এর উপর নির্রভর করে বর্তমান প্রাইস এর উপর সিগনাল প্রদান করে। একেক ইন্ডিকেটর একেক ধরনের কাজ করে। ট্রেডারা তাদের স্ট্রাটিজি অনুযায়ী তাদের ইন্ডিকেটর সেটিং করে থাকে। আবার কোনো কোনো ট্রেডার তো ইন্ডিকেটর তৈরি করে নেয়। সবসময় ইন্ডিকেটর ভালো ফলাফল করতে পারে না।

Aunik
2015-09-01, 08:11 AM
ইনডিকেটর বলতে আসলে কোনটাকে বলে? যেমন ক্যান্ডেল,বার চাট এগুলো!!!

না ভাই ইন্ডিকেটর বলতে এগুলো কে বোঝান হয় না । ইন্ডিকেটর হচ্ছে এক ধরনের নির্দেশক যা আমাদের দিক নির্দেশনা দিয়ে থাকে যে মার্কেট কোন দিকে যাবে । এগুলো হচ্ছে এনালাইসিস এর ফল যা একই সাথে বাধা থাকে কোন একটি এনালাইসিস এর উপর । আপনি যদি ইন্ডিকেটর সম্পর্কে ভালোভাবে এবং বিস্তারিত জানতে চান তাহলে আপনি গুগল সার্চ করতে পারেন , আশা করি আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ।

FxAhsan
2015-09-20, 03:05 PM
ইনডিকেটর হচ্ছে এক ধরনের সফটওয়্যার, যার দ্বারা আপনি বুঝতে পারবেন কারেন্সির মুভমেন্ট এখন কোনদিকে যেতে পারে,আপনার এন্ট্রি কোথায় হবে তা আপনি বুঝতে পারবেন,মার্কেট ওভারবোট নাকি ওভারসোল্ড তা আপনি বুঝতে পারবেন।

mlbasumata
2015-10-23, 05:08 PM
ইন্ডিকেটর হল প্রোগ্রামিং কোডের সমন্বয়ে কিছু লজিক নিয়ে গঠিত একটি প্রোগ্রাম যা প্রাইস অ্যাকশনের একটি চিত্রভিত্তিক নির্দেশনা দেয়, অর্থাৎ বর্তমান প্রাইসের তুলনায় পরবর্তী প্রাইস আপ হবে না ডাউন হবে তার নির্দেশ দেয়। আমরা এই নির্দেশনা অনুসরণ করে ট্রেড অপেন করি।

HasanXM
2015-11-02, 12:12 PM
আমি মনে করি যে ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে। যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে। এটা বিভিন্ন সিগন্যাল দেখায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে প্রাইস বাড়বে না কমবে এবং সে অনুসারে ট্রেড করতে পারেন। এছাড়া অনেক ইন্ডিকেটর মার্কেট ট্রেন্ড বুঝতেও আপনাকে সাহায্য করবে। ধন্যবাদ

samrat
2015-12-01, 06:53 PM
ইন্ডিকেটর কি? আমি জানি না। কেউ জানলে জানান। আমিতো নতুন এই জন্যে । আপনারা জানলে কেউ জানান। তবে
মনে হয় ইন্ডিকেটর মানে হিন্নিত করা ।

ShariyarSojib
2015-12-05, 11:55 PM
সবচেয়ে ভালো ফলের জন্য কোন ইন্ডিকেটর গুরুত্যপুর্ন ? বিগেনার লেভেলে কোনটার বেপারে প্রথম জানা উচিত ?

HKProduction
2015-12-07, 02:43 PM
ফরেক্স মার্কেটের সেল বাই নির্দেশনার জন্য তৈরি কিছু সফটওয়্যার আমরা ব্যবহার করে থাকি। এগুলো ইন্ডিকেটর নামে পরিচিত। বিশেষ করে আমরা যে কাস্টম ইন্ডিকেটর ব্যবহার করি তা আমাদের জন্য খুবই সাহায্যজনক। এর ফলে আমাদের মার্কেট বুঝতে খুবই সুবিধা হয়।

AbuRaihan
2015-12-16, 10:52 AM
ঈন্ডিকেটর হল এক প্রকারের নির্দেশক আর ফরেক্স ট্রেডিং করার সময়ও আমরা নান ধরনের বাহারি রং বেরং এর ঈন্ডিকেটর ব্যবহার করে থাকি ৤ ফরেক্স মার্কেটে এই ধরনের ঈন্ডিকেটর ব্যবহার সবার জন্য কিন্ত সমানভাবে লাভ বয়ে আনে না ৤ বেশিরভাগ ঈন্ডিকেটর তেমন বেশি সুবিধা ট্রেডারদেরকে দিতে পারে না ৤ তবে অভিজ্ঞ এবং হাইলি প্রফেশনাল ট্রেডার যারা ঈন্ডিকেটর তৈরী করে তাদেরগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কার্যকর হয়ে থাকে ৤ তবে আমি ঈন্ডিকেটর ব্যবহার করি না ৤ কারণ নিজের স্ট্রাটেজির সবকিছুর উরর্ধে্ব৤

HKProduction
2015-12-17, 12:22 PM
আমরা যদি ডেমো ট্রেডে ইন্ডিকেটরের ব্যবহার নিয়ে অনুশীলন করি তাহলে মার্কেটের ভবিষ্যৎ গতিবিধির উপর তার চলার পথকে অনুসরণ করতে পারব। আর এতেই আমাদের ব্যবসা শিখার সার্থকতা। ইন্ডিকেটর ছাড়া আমার পক্ষে ব্যবসা প্রায় সম্পূর্ণ অসম্ভব।

MotinFX
2015-12-20, 09:09 AM
ইনডিকেটর আমাদের ট্রেড করার জন্য নির্দেশ করে। ইনডিকেটর দিয়ে মার্কেটের ট্রেন্ড নির্দেশ করে এবং ভোলাটিলিটি নির্দেশ করে। মার্কেটের সাপ্লাই এবং ডিমান বুঝা যায়।

HKProduction
2015-12-28, 04:04 PM
ইন্ডিকেটর হচ্ছে কিছু ট্রেডিং টুলস যাদের মাধ্যমে আমরা মার্কেটের গতির নির্দেশনা সম্পর্কে ভবিষ্যৎ সম্ভাব্য দিক অনুমান করতে পারি এবং যার ফল লাভজনক হয়। টেকনিক্যাল এনালাইসিস করতে হলে এসব ইন্ডিকেটর নিয়ে ডেমোতে আমাদের বেশ প্রাকটিস করে অভিজ্ঞতা অর্জন করতে হয়।

Marufa
2015-12-28, 06:14 PM
ইন্ডিকেটর একধরনের টুলস্ যার মাধম্যে আপনার ট্রেডিং স্ট্রাটিজিকে আরও বেশি কার্যকরী করে তুলতে পারেন । ই্ন্ডিকেটর মূলত মার্কেট মুভমেন্টের বিভিন্ন গানিতিক চিত্র প্রকাশ করে যার মাধম্যে ভবিষৎ মার্কেট মুভমেন্ট সম্পর্কে একটি ধারনা পাওয়া যায় ।

HKProduction
2016-01-01, 09:02 PM
ইন্ডিকেটর হচ্ছে একটি ট্রেডিং টুলস। যার মাধ্যমে আমরা মার্কেটের ভবিষ্যৎ মোভমেন্ট সম্পর্কে সম্ভাব্য একটি নির্দেশনা পেয়ে থাকি। যারা ইন্ডিকেটর নিয়ে এনালাইসিস করে ট্রেড করেন তারা টেকনিক্যাল ট্রেডার। আমি তাদের ট্রেড করার ধরনকে বেশ পছন্দ করি।

yasir arafat
2016-04-05, 01:48 PM
ইন্ডিকেটর সেকশনে কিছু ইন্ডিকেটর আপলোড করা থাকলে ভাল হত।আমি এ নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব।আর ইন্ডিকেটর হচ্ছে নির্দেশক।যা আপনাকে কিছু ধারণা নিতে সাহায্য করে। বর্তমান ট্রেন্ড,ভোলাটিলিটি এবং প্যাটার্ন বুঝার জন্য ব্যবহার হয়।:dance:

askam
2016-04-16, 10:22 AM
ইনডিকেটর হচ্ছে নির্দেশক ,যা ফরেক্স এর জন্য কার্যকর । ইনডিকেটর সম্পর্কে আমার ও অনেক বেশি ধারনা নেই । আমি ফরেক্স এ নতুন , আমিও শিখছি । ফোরাম অনেক বড় একটি শেখার জায়গা । আমি ইনডিকেটর সম্পর্কে আজকে যে ধারনা পেলাম তা আমার জন্য অনেক উপকারি । আশা করি আরও ভালো ভাবে শিখে এর ব্যবহার বুঝতে পারব ।

dwipFX
2016-05-11, 01:19 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে বিভিন্ন ইনডিকেটর ব্যাবহার করতে হবে কারন ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় আপনাকে বিভিন্ন ইনডিকেটর কি বলে সেটা এনালাইসিস করতে হয়। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় ট্রেন্ড ধরে তাহলে ইনডিকেটর না দেখলে সমস্যা হয়না।