PDA

View Full Version : ইন্ডিকেটরের ধরনঃ



fh.ratul
2015-02-20, 04:25 AM
ইন্ডিকেটর আমাদের যেই তথ্যগুলো প্রদান করে, সেগুলো ব্যবহার করেও কিন্তু চমৎকারভাবে ট্রেড করা সম্ভব। আগে দেখে নেই ইন্ডিকেটর কয় ধরনের হয়ে থাকেঃ
• ট্রেন্ড ইন্ডিকেটর
• ভোলাটিলিটি ইন্ডিকেটর
• মোমেনটাম ইন্ডিকেটর
• ভলিউম ইন্ডিকেটর
• সাইকেল ইন্ডিকেটর
• বিল উইলিয়ামস ইন্ডিকেটর

mybff
2015-02-24, 10:12 AM
ইন্ডিকেটর গুলা কি কাজ করে । কন ইন্ডিকেটর আমাকে কোন কাজে সাহাজ্য করবে । কিভাবে ব্যবহার করব , এগুলার বিস্তারিত জানান ।।

ahsan
2015-04-07, 12:12 PM
প্রধানত ইন্ডিকেটর কে দুটি প্রধানভাগে ভাগ করা যেতে পারে.
১/ লিডিং ইন্ডিকেটর (যেমন-ক্যান্ডেলস্টিক)
২/ ল্যাগিং ইন্ডিকেটর।(যেমন-মুভিং এভারেজ)
ল্যাগিং ইন্ডিকেটর থেকে লিডিং ইন্ডিকেটর ব্যবহার অধিক যুক্তিসংগত্।

Zakariea
2015-07-09, 12:16 PM
ইন্ডিকেটর সম্পর্কে নতুন ধারনা পেলাম। সাপোর্ট এবং রেজিটেন্স ও ইন্ডিকেটর এর মাধ্যমে নির্নয় করা যায়।যেমন Bollinger Band ইন্ডিকেটর।এটির মাধ্যমে খুব সহজেই সাপোর্ট রেজিটেন্স নিনয় করা যায়।মুভিংএভারেজ দিয়েও এই কাজ টি করা যায়। ইন্ডিকেটর পূর্বের প্রাইস এর ধারনা নিয়ে বর্তমান মারকেটের উপর সিগনাল দেয়।

Aunik
2015-09-01, 08:05 AM
ইন্ডিকেটর আমাদের যেই তথ্যগুলো প্রদান করে, সেগুলো ব্যবহার করেও কিন্তু চমৎকারভাবে ট্রেড করা সম্ভব। আগে দেখে নেই ইন্ডিকেটর কয় ধরনের হয়ে থাকেঃ
• ট্রেন্ড ইন্ডিকেটর
• ভোলাটিলিটি ইন্ডিকেটর
• মোমেনটাম ইন্ডিকেটর
• ভলিউম ইন্ডিকেটর
• সাইকেল ইন্ডিকেটর
• বিল উইলিয়ামস ইন্ডিকেটর

হ্যাঁ বিভিন্ন ইন্ডিকেটর রয়েছে এখন এর মধ্য থেকে যে যেমন ধরনের ট্রেড করতে চায় সে তেমন ইন্ডিকেটর বেছে নিয়ে ট্রেড করতে পারে । কেউ যদি স্ক্যাল্পিং করতে চায় তাহলে তার জন্য এক ধরনের ইন্ডিকেটর অনুসরন করা উচিত আর কেউ যদি লং টাইম ফ্রেমে ট্রেড করতে চায় তাহলে সে অন্য এক ধরনের ইন্ডিকেটর বেছে নিতে পারে ট্রেড করার জন্য।

FxAhsan
2015-09-20, 02:57 PM
এখানে বিভিন্ন ধরনের ইনডিকেটর থাকলেও সবার যেকোন একটির বিষয়ে পারদর্শী হতে হয়,কারন সব বিষয়ে নজর দিলে আপনি কখনো পারফেক্ট স্ট্রেটিজি বানাতে পারবেন না।আর এত ইনডিকেটরের মধ্যে আমার মনে কার্যকরী ইনডিকেটর হচ্ছে মুভিং এভারেজ।প্রায় সব ট্রেডারই এই ইনডিকেটর কখনো না কখনো ব্যবহার করেছে।

mlbasumata
2015-10-23, 05:22 PM
ট্রেড অপেন করার জন্য:
১। মুভিং এভারেজ,
২। বলিঙ্গার বেন্ড ও
৩। জিগজাগ
ট্রেড ক্লোজ করার জন্য:
১। আর.এস.আই. ও
২। এ.ডি.এক্স।

HasanXM
2015-11-02, 04:27 PM
হ্যাঁ আমি আপনাদের সাথে একমত যে বিভিন্ন ইনডিকেটর আছে যেমন,
Bollinger Bands
Parabolic Sar
Stochastic
RSI
ADX
আপনার পছন্দ মত যেকোন টি ব্যবহার করতে পারেন.

HKProduction
2015-12-07, 05:19 PM
আপনার দেয়া তথ্য অতীব গুরুত্বপূর্ণ। আমরা ইন্ডিকেটর ছাড়া ট্রেড করতে হলে সীমাহীন কষ্টে পড়ে যাব। তাই এই ইন্ডিকেটরগুলোর প্রকার ও ব্যবহার বিধি সম্পর্কে বিস্তারিত জানা একান্ত প্রয়োজন। আশা করি আপনি আগামিতে এর ভাল দিক গুলো আমাদের জন্য সুন্দরভাবে উপস্থাপন করবেন।

yasir arafat
2016-04-05, 01:38 PM
আসলে ফরেক্স মার্কেট এনালাইসিসের জন্য এসব গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখে।কারন একটি মার্কেটের বিভিন্ন রকম ডাইরেকশন থাকে ।তার মধ্যে এসব ডাইরেকশনগুলো ধরতে হলে অবশ্যই আমাদের ইন্ডিকেটরের সাহায্য নিতে হয়।আর এটা অবশ্য যারা পারে তাদের জন্য নয়।

fatema begum
2016-08-01, 01:21 AM
ট্রেডারদের ট্রেডিংয়ের সুবিধার উপর নির্ভর করে ইন্ডিকেটর সমূহকে এই সবভাগে ভাগ করা হয়েছে।যাতে আমরা এগুলো সঠিক ব্যবহার করতে পারি।আর আলাদা করা হয়েছে কারণ যাতে বুঝতে সুবিধা হয়।বুঝার সুবিধার জন্য এগুলো আমরা আমাদের যে যার মত ট্রেড করতে পারি।যা ফরেক্স মার্কেটে খুব জরুরী.

vodrolok
2016-09-13, 02:13 PM
ইন্ডিকেটর মৌলিক ভাবে দুই প্রকার। সুইং আর ট্রেন্ড। অর্থাৎ কিছু ইন্ডিকেটর নির্দেশ করবে যে প্রাইস অনেক বেশি বেড়ে গেছে বা কমে গেছে এখন প্রাইস বিপরীত দিকে কমবে বা বাড়বে। আরেক প্রকার হলো ট্রেন্ড ইন্ডিকেটর। এর কাজ হলো মার্কেট কোন দিকে যাচ্ছে তা নির্দেশ করা।

MoinFX
2016-10-05, 07:05 PM
আমার কাছে সাপোর্ট রেজিস্টেন্স ধারার জন্য জিগজাগ ইনডিকেটর এবং আর এস আই ইনকেটর ভাল লাগে আর অন্য সব ইনডিকেটর ভুল সিগনাল দেয়।তাই আমাদের কে ট্রেড দেওয়ার আগে এই সকল ইনডিকেটর ছাড়া আর যেগুলো আছে না বুঝে ব্যাবহার না করাই ভাল হবে।

tarekbsl101
2016-10-06, 11:10 PM
ইন্ডিকেট্র দেখে ট্রেড ওপেন করলে আপনি বাই আথবা সেল দিলে বিশাল লসে পরতে পারেন ।তাই ইন্ডিকেটর দিয়ে কখনো বাই ও সেল দিতে যওয়া টা বোকামি

riponinsta
2016-12-29, 04:01 PM
আমি ফরেক্স মার্কেট এ এতো ইনডিকেটর ব্যবহার করি না কারন এতো ইনডিকেটর ববহার করলে চাট এ জামেলা হইয়ে যাই তাই আমি একটি ইনডিকেটর ব্যবহার করি সেতা হল মুভিং এভারেজ এই ইনডিকেটর আমি ২ বছর ধরে ব্যবহার করি আমি মুভিং এভারেজ ব্যবহার করে ফরেক্স মার্কেট এ ভাল লাভ করছি তাই আমি অন্য ইনডিকেটর এর দিকে তাকাইনি তাই আমার কাছে মুভিং এভারেজ ভাল লাগে ।