PDA

View Full Version : ট্রেন্ড ইন্ডিকেটরঃ



fh.ratul
2015-02-20, 04:26 AM
ট্রেন্ড ইন্ডিকেটরগুলো মার্কেটে বিভিন্ন ট্রেন্ডের উপস্থিতি নির্দেশ করে। মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে - আপট্রেন্ড, ডাউনট্রেন্ড না সাইডওয়ে ট্রেন্ডে সে সম্পর্কে আপনি ধারনা পাবেন ট্রেন্ড ইন্ডিকেটরগুলোর মাধ্যমে। এছাড়াও ট্রেন্ডটি কতটুকু শক্তিশালী বা দুর্বল অথবা ট্রেন্ডটি শেষের দিকে কিনা তা জানতে পারবেন এসব ইন্ডিকেটর থেকে। কিছু জনপ্রিয় ট্রেন্ড ইন্ডিকেটর হলঃ
• মুভিং এভারেজ
• MACD
• হেইকেন আশি
• প্যারাবোলিক সার
• ADL (Advance Decline Line)
• ADX (Average Directional Index) ইত্যাদি

kamrulhasanjames
2015-03-19, 08:56 PM
আমার কাছে macd টা ভালো লাগে

ahsan
2015-04-07, 11:52 AM
বেশি পরিমানে ইন্ডিকেটর ব্যবহার একজন ট্রেডার কে কনফিউজ করে ফেলে। এতে করে সে সঠিকভাবে মার্কটের মুভমেন্ট সম্পর্কে ধারনা লাভ করতে পারে না। তাই ইন্ডিকেটর ব্যবহার করে একজন ট্রেডার যদি প্রাইস একশন ফলো করে তাহলে খুব সহজেই মার্কেটের মুভমেন্ট সম্পর্কে একটি পরিষ্কার ধারনা পেতে পারে।

Md. Ridoy parvej
2015-07-05, 10:57 AM
বেশি পরিমানে ইন্ডিকেটর ব্যবহার একজন ট্রেডার কে কনফিউজ করে ফেলে। এতে করে সে সঠিকভাবে মার্কটের মুভমেন্ট সম্পর্কে ধারনা লাভ করতে পারে না। তাই ইন্ডিকেটর ব্যবহার করে একজন ট্রেডার যদি প্রাইস একশন ফলো করে তাহলে খুব সহজেই মার্কেটের মুভমেন্ট সম্পর্কে একটি পরিষ্কার ধারনা পেতে পারে।

maziz6989
2015-07-05, 08:03 PM
আমি আসলে বেশ কিছু কাস্টমাইজড ইন্ডিকেটর ব্যবহার করি তবে আমার কাছে বেশ লাগে কয়েকটি ডিফল্ট ইনডিকেটর নিয়ে একটা ইনিডিকেটর বানালে। কেননা বারে বারে একেকটা ইনডিকেটর দেখতে গেলে চার্টের আর কিছূই দেখা যায় না। তাই আমি কাস্টমাইজড ইনডিকেটর ব্যবহার করি।

Zakariea
2015-07-07, 09:51 PM
উপরের সব গুলো ইন্ডিকেটর খব ভালো মানের ইন্ডিকেটর।প্রায় সবধরনের ট্রেডারাই এই সব ইন্ডিকেটর ব্যাবহার করে থাকে। তবে এর ভিতর সবচেয়ে জন প্রিয় হলো মুভিংএভারেজ। মুভিংএভারেজ নিয়ে শত শত স্ট্রাটিজি রয়েছে।যা আপনি ইউটিউব এ পাবেন। আসলে একেক ইন্ডিকোটার একেক রকমের কাজ করে। যেমন একটি ট্রেডে এন্ট্রি নিতে, আরেকটি ট্রেড থেকে বের হতে। তবে অন্ধ এর মত ইন্ডিকেটর ফলো করা উচিত নয়। এতে বড় ধরনের লসে পেতে পারেন।

Aunik
2015-09-01, 08:19 AM
ট্রেন্ড ইন্ডিকেটর কেমন কাজ করে তা আমার জানা নাই তবে আমরা যদি ট্রেন্ড এর সাথে ট্রেড করতে পারি তাহলে তা আমদের জন্য ভালো ফল দিতে পারে । আচ্ছা আপনারাই বলুন আমরা যদি বুঝতে পারি যে এখন মার্কেট কোন দিকে মুভ করবে তাহলে কি আর কিছু লাগে । আর এজন্যই তো ট্রেন্ড তকে ফ্রেন্ড বলা হয় ।

FxAhsan
2015-09-09, 06:12 PM
ট্রেন্ড ইন্ডিকেটর হিসাবে সবচেয়ে ভাল হল জিগজ্যাগ,এটা দিয়ে আপনি ট্রেন্ড খুব ভাল ভাবে বুঝতে পারবেন আর মুভিং এভারেজ দিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স নির্ণয় করা যায়।

Marufa
2015-09-14, 11:25 AM
আপনি যে কয়টি ইন্ডিকেটর এর লিস্ট দিয়েছেন প্রতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরি ইন্ডিকেটর । এসব ইন্ডিকেটর ব্যবহার নিত্য দিনের ব্যাপার । তবে মূলত আমি দুটি ইন্ডিকটর ব্যবহার করি । একটি হচ্ছে আর এস আই । আর একটি হচ্ছে বুলিঙ্গার বেন্ড ।

FxAhsan
2015-09-20, 03:22 PM
ট্রেন্ড ইন্ডিকেটরগুলো মার্কেটে বিভিন্ন ট্রেন্ডের উপস্থিতি নির্দেশ করে। মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে - আপট্রেন্ড, ডাউনট্রেন্ড না সাইডওয়ে ট্রেন্ডে সে সম্পর্কে আপনি ধারনা পাবেন ট্রেন্ড ইন্ডিকেটরগুলোর মাধ্যমে। এছাড়াও ট্রেন্ডটি কতটুকু শক্তিশালী বা দুর্বল অথবা ট্রেন্ডটি শেষের দিকে কিনা তা জানতে পারবেন এসব ইন্ডিকেটর থেকে। কিছু জনপ্রিয় ট্রেন্ড ইন্ডিকেটর হলঃ
• মুভিং এভারেজ
• MACD
• হেইকেন আশি
• প্যারাবোলিক সার
• ADL (Advance Decline Line)
• ADX (Average Directional Index) ইত্যাদি

এই ইনডিকেটর গুলার মধ্যে সবচেয়ে ভাল ইনডিকেটর হল মুভিং এভারেজ,বড় বড় টাইমফ্রেমে এটা খুব ভাল কাজে দেয়।আপনি যদি মুভিং এভারেজে দক্ষ হন তাহলে এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন মুভমেন্ট আর কতটুকু হতে পারে, এর জন্য আপনার টেক প্রফিট স্টপ লস কোথায় সেট করতে তা আপনি বুঝতে পারবেন।

mlbasumata
2015-10-23, 05:02 PM
এত ইন্ডিকেটর ব্যবহার করে চার্ট হিজিবিজি করে লাভ নেই। মনের মত একটা ইন্ডিকেটর পেলেই যথেষ্ট। আমি তো চাই এমন একটি ইন্ডিকেটর যা টিপি ও এসএলসহ ট্রেড এন্ট্রির ম্যাসেজ দিবে। আছে নাকি কারও কাছে? যদি থাকে শেয়ার করলে খুব ভাল হয়।

HasanXM
2015-11-02, 12:23 PM
এটা হলো যে টেকনিক্যাল অ্যানালাইসিসের সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় একটি টুলস হল ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন সহজেই বোঝা যায়। ট্রেন্ড লাইন যদি সঠিকভাবে আকা যায় তবে তা অন্য যেকোনো মেথড থেকে ভাল ফলাফল দেয়। কিন্তু অধিকাংশ ট্রেডার সঠিকভাবে ট্রেন্ড লাইন আঁকতে পারে না এবং জোর করে ট্রেন্ড লাইন আকে জার ফলে তা কার্যকর হয় না।

ট্রেন্ড লাইন আঁকার জন্য মেটা ট্রেডার এর টুলস থেকে ট্রেন্ড লাইন টুল দিয়ে লাইন টানতে হয়।

লো পয়েন্টগুলো একটি ট্রেন্ড লাইনের মাধ্যমে কানেক্ট করতে হয় এবং হাই পয়েন্টগুলো একটি ট্রেন্ড লাইনের মাধ্যমে কানেক্ট করতে হয়.

MotinFX
2015-12-16, 02:18 PM
ফরেক্স মার্কেটে একেক জন ভিবিন্ন ট্রেড করে থাকে। আমার কাছে সবচেয়ে যে ইনডিকেটর টি কাজ করে তাহল ট্রেন্ড। আমি এখনো নতুন তাই ট্রেন্ড বুঝতে সমস্যা হয়। আমি ডেইলি মার্কেটের ট্রেন্ড হিসাবে কাজ করব না সাপ্তাহিক টাকে ব্যবহার করব।

HKProduction
2015-12-17, 12:02 PM
Sar আমার প্রিয় ইন্ডিকেটরগুলির মধ্যে একটি। আমার মনে হয় এই ইন্ডিকেটরটি যদি না থাকত তাহলে আমার ট্রেড করাই বন্ধ হয়ে যেত। এটি আমাদের টার্মিনালের একটি ডিফল্ট ও কাস্টম ইন্ডিকেটর। এর দ্বারা খুব সহজেই আমরা মার্কেটের ভবিষ্যৎ মোভমেন্ট অনুমান করতে পারি।

yasir arafat
2016-04-05, 01:39 PM
সকলের উচিত তার নিজের স্ট্রাটেজির মধ্যে একটি ট্রেন্ড ইন্ডিকেটর রাখা।আর এখানে আমরা macd,atr,bband প্রভূতি রাখতে পারি।কারন অনেক সময় বড় মোবমেন্টের কারনে আমরা অমাদের বড় লস করি।এই সব ইন্ডিকেটরের সাহাযে মোটামুটি হলেও মার্কেট বুঝা যায়।আর মার্কেটের অবস্থা নির্দেশের জন্য ইন্ডিকেটর ব্যবহার করা উচিত।

dwipFX
2016-05-15, 12:56 PM
আমার কাছে ট্রেন্ড ধরে ট্রেড করতে ভাল লাগে কারন ফরেক্স মার্কেটে ট্রেন্ড ধরে ট্রেড করতে পারলে ট্রেড সফল হওয়া সম্ব। আমার সবচেয়ে বড় সমস্যা হল মার্কেটে সামান্য লাভ দেখলে ট্রেড ক্লোজ করে দিতে ইচ্ছা করে তাই আমি আবেগ থেকে মুটেই দুরে থাকতে পারছিনা।

maziz6989
2016-07-18, 08:02 AM
ট্রেন্ড ইন্ডিকেটরগুলো মার্কেটে বিভিন্ন ট্রেন্ডের উপস্থিতি নির্দেশ করে। মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে - আপট্রেন্ড, ডাউনট্রেন্ড না সাইডওয়ে ট্রেন্ডে সে সম্পর্কে আপনি ধারনা পাবেন ট্রেন্ড ইন্ডিকেটরগুলোর মাধ্যমে। এছাড়াও ট্রেন্ডটি কতটুকু শক্তিশালী বা দুর্বল অথবা ট্রেন্ডটি শেষের দিকে কিনা তা জানতে পারবেন এসব ইন্ডিকেটর থেকে। কিছু জনপ্রিয় ট্রেন্ড ইন্ডিকেটর হলঃ
• মুভিং এভারেজ
• MACD
• হেইকেন আশি
• প্যারাবোলিক সার
• ADL (Advance Decline Line)
• ADX (Average Directional Index) ইত্যাদি

আমি সচরাচর কাউকে ব্যক্তিগত ভাবে কোন কিছুু নিয়ে আক্রমন করি না, কিন্তু এখানে করতে বাধ্য হলাম।
ভাই একটু পরিস্কার করে বলবেন কি মুভিং এভারেজ দিয়ে কিভাবে ট্রেন্ড সম্পর্কে ধারণা পাওয়া যায়, চার্ট সহ দিলে খুবই উপকৃত হতাম।

fatema begum
2016-08-01, 12:30 AM
এতকিছু আমি আগে জানতাম না ।এখন জেনে বুঝলাম মেটাট্রেডারের অনেককিছু আমাদের কাছে অজানা বটে।আমরা অনেকে ইন্ডিকেটরের মিনিংটা জানি।আপনারা এই তথ্যগুলো দিয়ে উপকার করলেন।ব্যবহার করে দেখা যাক ফলাফল কেমন দেয়।

vodrolok
2016-09-13, 02:25 PM
ট্রেন্ড আপনার বন্ধু। যে ট্রেন্ড অনুযায়ী ট্রেড দিতে পারে তার স্ট্রাটেজি যেমনি হোক সে প্রফিট করবে। তাই ট্রেড নির্ণয় মহা গুরুত্বপূর্ণ। ট্রেন্ডের জন্য সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মুভিং এভারেজ ইন্ডিকেটর। ২০০ এসএমএ যখন ৫০ এসএমএ অতিক্রম করবে তখন তা সাধারণত শক্তিশালী ট্রেন্ড নির্দেশ করবে।