PDA

View Full Version : ভোলাটিলিটি ইন্ডিকেটরঃ



fh.ratul
2015-02-20, 04:27 AM
ভোলাটিলিটি ইন্ডিকেটরগুলো মার্কেটে প্রাইসের উঠা-নামার পরিমান নির্দেশ করে। মার্কেটে কি পরিমান ট্রেড হচ্ছে এবং ভোলাটিলিটি কম না বেশি সে সম্পর্কে ধারনা পাওয়া যায় এই সকল ইন্ডিকেটর থেকে। কিছু জনপ্রিয় ভোলাটিলিটি ইন্ডিকেটর হলঃ
• বলিঙ্গার ব্যান্ডস (Bollinger Bands)
• ATR (Average True Range) ইত্যাদি

maziz6989
2015-06-21, 08:55 AM
ধন্যবাদ কিন্তু আমি মূলত বোলিঙ্গার বেন্ড ব্যবহার করি মার্কেট এর ভোলাটিলিটি বের করার জন্য এবং একই সাথে আমি স্টকেসটিক ইনডিকেটরও ব্যবহার করি মার্কেট ওভার ব্রট অথবা ওভার সোল্ড কিনা তা নির্নয় করার জন্য। অনেকে বলেন , ইনডিকেটর গুলো পুরাই বোগাস। এগুলো তৈরীই করা হয়েছে নতুন ট্রেডারদের সেন্টিমেন্ট নিয়ে খেলার জন্য। এই বিষয়টি সম্পর্কে কারো জানা থাকলে জানাবেন।

Aunik
2015-09-01, 08:57 AM
ধন্যবাদ কিন্তু আমি মূলত বোলিঙ্গার বেন্ড ব্যবহার করি মার্কেট এর ভোলাটিলিটি বের করার জন্য এবং একই সাথে আমি স্টকেসটিক ইনডিকেটরও ব্যবহার করি মার্কেট ওভার ব্রট অথবা ওভার সোল্ড কিনা তা নির্নয় করার জন্য। অনেকে বলেন , ইনডিকেটর গুলো পুরাই বোগাস। এগুলো তৈরীই করা হয়েছে নতুন ট্রেডারদের সেন্টিমেন্ট নিয়ে খেলার জন্য। এই বিষয়টি সম্পর্কে কারো জানা থাকলে জানাবেন।

ইন্ডিকেটর গুলো পুরোই ভোগাস কিনা আমার জানা নাই তবে পুরোপুরি ইন্ডিকেটর এর উপর নির্ভর করে যে ট্রেড করা উচিত নয় এটুক বলতে পারি । পুরো ভোগাস কিনা জানি না তবে ১০০% কাজ করে না এটুক কিন্তু সত্য । তাই ইন্ডিকেটর দেখে ট্রেড করলে তার আগে ভালোম্ভাবে এনালাইসিস করে ট্রেড করতে হবে । কারন ইন্ডিকেটর অনেক সময় ভুল নির্দেশনা দিয়ে থাকে।

mlbasumata
2015-10-23, 11:40 PM
আমি একটু দূর্বল প্রকৃতির ট্রেডার, মার্কেট এনালাইজে এখনও একটু অসুবিধা হয় এবং এনালাইজ করলেও নিজের উপর এত ভরসা পাই না। তাই আমি বরাবর ইন্ডিকেটরের উপর নির্ভরশীল। আর ইন্ডিকেটরের সাহায্যেই এখনও পর্যন্ত ভাল ফল পেয়ে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ।

HasanXM
2015-11-02, 04:37 PM
আমি মনে করি যে, মার্কেট ভোলাটিলিটি অনুধাবন করার জন্য Bollinger Bands ইন্ডিকেটরটি ব্যবহার করা যেতে পারে। কেননা এই ছোট টুলসটি আমাদের বলে দিবে যে মার্কেট কি এখন শান্ত না অশান্ত। যখন মার্কেট শান্ত থাকে তখন ব্যান্ড ২টি সংকুচিত হয়ে যায়, আর যখন মার্কেট অশান্ত থাকে তখন ব্যান্ড ২টি প্রশস্ত হয়ে যায়।

MotinFX
2015-12-19, 06:45 PM
হ্যা ভাই আপনি ঠিক বলেছেন ইনডিকেটর গুলো ১০০% কাজ করেনা ঠিক। কিন্তু মার্কেটের গতি সম্পর্কে আমরা জানতে পারি এই সকল ইনডিকেটরের মাধ্যমে। তবে আমি মনে ফান্ডামেন্টাল এনালাইসিস এর বেশি যোগদিতে হবে।

HKProduction
2015-12-28, 05:17 PM
বোলিঙ্গার ব্যান্ড আমার ব্যবহার করা তিনটি ইন্ডিকেটরের মধ্যে একটি। আমি এই ইন্ডিকেটরটিকে খুবই গুরুত্ব দিয়ে থাকি। কেননা এটি আমাকে বেশ আনন্দ দেয়। এর মাধ্যমে আমি মার্কেট মোভমেন্ট ধরতে পারি। টেকনিক্যাল এনালাইসিস সত্যিই অনেক হেল্পফুল। আমাদের ভালভাবে এসব রপ্ত করা দরকার।

Marufa
2015-12-28, 05:46 PM
মার্কেট ভোলাটিলিটি পরিমাপ করার জন্য যেসব ইন্ডিকেটর রয়েছে আমি মনে করি তার মধ্যে সবচেয়ে কার্যকরী হচ্ছে বলিঙ্গার বেন্ড ইন্ডিকেটরটি । তবে এই ইন্ডিকেটরটিও মাঝে মাঝে ভুল সিগন্যাল দেয় । আসলে পুরোপুরি ইন্ডিকেটর এর উপর নির্ভর করা ঠিক নয় ।

yasir arafat
2016-04-05, 01:46 PM
আমি এম এ সিডি এবং মোবিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার করি।এছাড়া মার্কেট ভোলালিটি বুঝার জন্য বোলিংঙ্গার বেন্ড ব্যবহার করি।এটির মাধ্যমে মার্কেট ভালভাবে বুঝা যায়। সুতরাং এই সব ডিফল্ট ইন্ডিকেটরের মাধ্যমে আমরা সহজেই মার্কেট এনালাইসিস করতে পারি এবং মোটামুটি ভাল ধারনা পাওয়া যায়।

fatema begum
2016-08-01, 12:55 AM
মার্কেটের ডাইরেকশন বুঝার জন্য ভোলালিটি ইন্ডিকেটর খুব জরুরী।তা না হলে আমরা ভুল ট্রেড ওপেন করার সম্বাবনায় ভুগি।ফরেক্স মার্কেটে ভুল ট্রেড থেকে বাঁচার জন্য আপনি এসব ইন্ডিকেটর অ্যনালাইসিসের কাজে ব্যবহার করতে পারেন।ফরেক্স মার্কেটে ব্রেক আউটটা বোলিংঙ্গার দিয়ে ধরতে পারেন।সুতরাং এগুলো অ্যনালাইসিসে ব্যবহূত আমাদের জন্য ভাল কতগুলো ইন্ডিকেটর।