PDA

View Full Version : ফরেক্স মার্কেটে করোনা ভাইরাসের প্রভাব !



Hasinapx
2020-04-08, 11:13 AM
একদিকে করোনা ভাইরাস অপর পক্ষে সমগ্র বিশ্ব-জীবন মৃত্যুর মুখোমুখি দাড়িয়ে মানবতা। তাহলে এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধ ? যেখানে বড় বড় দেশগুলোও আজ হিমসিম খাচ্ছে-স্যালেন্ডার করছে মহান আল্লাহর কাছে। মহামারীর কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক অবস্থা ভয়ংকর রুপ নিয়েছে। দুভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। ফরেক্স মার্কেটেও কিছু কিছু কারেন্সি বেশ ধসের মুখোমখি ।এমতাবস্থায় যদিও মানুষ বর্তমান জীবন যুদ্ধে ব্যস্ত তারপরেও ফরেক্স মার্টেকে বিশাল একটা সময় ব্যয় হয়ত করছে পারছে কারণ সবাই এখন ঘরমুখো। করোনা ভাইরাস বনাম ফরেক্স মার্কেট ভবিষ্যতে কোনদিকে যেতে পারে ?

Mahmud1984fx
2020-04-08, 11:50 AM
আমার তো মনে হয় করোনা ভাইরাস ব্যাপকভাবে ফরেক্স মার্কেটের উপর প্রভাব ফেলেছে। এজন্য মার্কেট কোনদিকে কোনসময় মোড় নেয় তা মনে হয় করোনা ভাইরাস প্রভাবিত করতে পারে কেননা দেশের অর্থনৈতিক অবস্থা লেনদেনের উপর অনেকাংশে নির্ভর করে তা এখন প্রায় বন্ধ,ব্যবসা-বানিজ্য -কলকারখানা প্রায় বন্ধ বললেই চলে।

FREEDOM
2020-04-08, 11:55 AM
হ্যা করোনার প্রকোপ এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে ধসে পড়েছে বিশ্ব অর্থনীতি। বিশ্বের পরাশক্তি দেশগুলোও আজ অর্থনৈতিকভাবে ভংগুর হওয়ার পথে এগোচ্ছে। বলা হচ্ছে এই মহামরী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে ভয়ংকর অবস্হার পরিনতি এতে করে পৃথিবী কয়েক বছর পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সবার একটাই চাওয়া এই অবস্হা থেকে পরিত্রান। ফরেক্স মার্কেটও আমরা দেখেছি করোনার প্রভাবে মার্কেটে কিভাবে দরপতন হয়েছে।

XXXTentacion
2020-04-08, 12:18 PM
হ্যাঁ, মুকুট মহামারীটি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলি অর্থনৈতিকভাবে অস্থির হয়ে উঠার পথে। বলা হয়েছিল যে দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে এই প্লেগটি সবচেয়ে খারাপ অবস্থা এবং কয়েক বছরের মধ্যেই বিশ্ব আবার নেমে আসবে এবং প্রত্যেকেই এই একটি অনুরোধ থেকে সুরক্ষিত ছিল। ফরেক্স মার্কেট আমরা বাজার মন্দার উপর ফরেনসিক চিকিৎসকদের প্রভাবও দেখেছি you আপনার কী কাজ করা উচিত তার

K.K.BABY
2020-04-08, 01:18 PM
বর্তমানে পৃথিবীর অবস্থা করোনাভাইরাসের জন্য খুবই ভয়াবহ এবং বিশ্বের অর্থনীতির অবস্থা ও খুব খারাপ।অধিকাংশ দেশ এখন জীবন মৃত্যুর মাঝখানে বসবাস করতেছে যার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে।আর তার প্রভাব ও পড়েছে ফরেক্স মার্কেটে।তাই এই সময়টা নতুন ট্রেডারদের জন্য খুব খারাপ সময় তাই না বুঝে অযথা ট্রেড এন্ট্রি নেওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে তবে যদি ১০০% সিয়র হতে পারেন তখন ট্রেড এন্ট্রি নেওয়া ভাল হবে।এই সময় অনেক বড় বড় ট্রেডারদের ব্যালেন্স জিরো হয়ে গেছে।তাই আমাদেরকে সাবধানে ট্রেড এন্ট্রি নিতে হবে।

Shohedulla2
2020-04-08, 09:21 PM
আসলে করোনা আজ আমাদের পুরো পৃথিবীর উপর প্রভাব ফেলেছে। যার জন্য আমাদের এই ফরেক্স মার্কেটের উপর প্রভাব পড়েছে। মার্কেট যার ফলে অতিরিক্ত ওঠা নামা করছে। যখন ব্যাপারটা পুরো পৃথিবীর হয় তখন অবশ্যই আমাদের মার্কেটের উপরও এর প্রভাব পড়বে। আশাকরি এটা খুব বেশি দিন যাবে না খুব দ্রুতই এর সমাধান হয়ে যাবে।

Mas26
2020-04-08, 09:54 PM
আমার তো মনে হয় করোনা ভাইরাস ব্যাপকভাবে ফরেক্স মার্কেটের উপর প্রভাব ফেলেছে। এজন্য মার্কেট কোনদিকে কোনসময় মোড় নেয় তা মনে হয় করোনা ভাইরাস প্রভাবিত করতে পারে কেননা দেশের অর্থনৈতিক অবস্থা লেনদেনের উপর অনেকাংশে নির্ভর করে তা এখন প্রায় বন্ধ,ব্যবসা-বানিজ্য -কলকারখানা প্রায় বন্ধ বললেই চলে।

HASIBURRAHMAN
2020-04-10, 08:32 PM
একদিকে করোনা ভাইরাস অপর পক্ষে সমগ্র বিশ্ব-জীবন মৃত্যুর মুখোমুখি দাড়িয়ে মানবতা। তাহলে এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধ ? যেখানে বড় বড় দেশগুলোও আজ হিমসিম খাচ্ছে-স্যালেন্ডার করছে মহান আল্লাহর কাছে। মহামারীর কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক অবস্থা ভয়ংকর রুপ নিয়েছে। দুভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। ফরেক্স মার্কেটেও কিছু কিছু কারেন্সি বেশ ধসের মুখোমখি ।এমতাবস্থায় যদিও মানুষ বর্তমান জীবন যুদ্ধে ব্যস্ত তারপরেও ফরেক্স মার্টেকে বিশাল একটা সময় ব্যয় হয়ত করছে পারছে কারণ সবাই এখন ঘরমুখো। করোনা ভাইরাস বনাম ফরেক্স মার্কেট ভবিষ্যতে কোনদিকে যেতে পারে ?

করোনাভাইরাস চারিদিকে রাস্তাঘাট ফাঁকা। বাইরে বেরোনো নিষেধ। লকডাউন বাড়িতে থাকুন'। সময়টা অপব্যবহার করবেন না। ফরেক্স এ সময় দিন। ফরেক্স সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করুন। বেশি বেশি অধ্যায়ন করুন। ফরেক্স নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করুন। আশা করি করোনাভাইরাস ফরেক্স এর উপরে আপনার জন্য কোন বাধা হবে না ইনশাল্লাহ।

mamunjd97
2020-06-26, 10:02 PM
ফরেক্স মার্কেটে করোনা ভাইরাসের বেশ প্রভাব পড়ে্ছে। একদিকে মহামারীর কারণে সমগ্র বিশ্বে অর্থনৈতিক মন্দাভাব বিরাজ করছে। যার কারণে সকল ব্যবসা বানিজ্যের অবস্থা খারাপ। এই মহামারীর কারণে অনেকে হয়ত ট্রেড করার সুযোগ পাচ্ছেনা। পজেটিব ধরলে মহামারীর কারনে লকডাউন হওয়ার কারণে মানুষ যেহেতু বাসায় বেশীর ভাগ সময় অবস্থান করছে সেই সুযোগে ফরেক্সে অনেক মানুষ যেমন নতুন করে জড়িয়ে পড়ছে তেমনি পুরাতন ট্রেডাররা সময় বেশী দিতে পারছে।

Starship
2020-06-26, 10:15 PM
করোনা ভাইরাসের প্রভাব শুধু ফরেক্স মার্কেটেই প্রভাব পরেনি এটা বিশ্বের সকল বিষয়ের উপর প্রভাব ফেলছে। দেশের প্রায় লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়ছে। যা দেশের অর্থনীতিতে বিপুল পরিমাণেে প্রভাব পড়ছে। এর ফলে কোন ব্যাংক বা অন্যান্য প্রতিস্ঠান স্বাভাবিক ভাবে কার্যক্রম হচ্ছে না। বিভিন্ন দেশের কারেন্সি মান উঠানামা করছে। তাই বলা যায় এটি বিশাল ভাবে প্রভাব ফেলছে ফরেক্স মার্কেটে।