PDA

View Full Version : রিস্ক মেনেজমান্ট করে ট্রেড??



SHARIFfx
2020-04-10, 08:22 AM
আমাদের উচিত রিস্ক মেনেজমান্ট করে ট্রেড নেওয়া। কারন ফরেক্স পরিবর্তন শীল। এটি যে কোন সময়ে মেজর পরিবর্তনে আসতে পারে। তাই মারকেটের অবস্থান যেমনি হোক না কেনো আমাদের প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ব্যাবহার করতে হবে। তাছাড়া ট্রেড রক্ষায় ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করতে হবে।

FREEDOM
2020-06-25, 04:36 PM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট মেনে চলতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট সঠিক ভাবে করতে না পারলে একাউন্ট টিকিয়ে রাখা সম্ভব হবে না। রিস্ক ম্যানেজমেন্ট বলতে আপনার একাউন্ট এর ২% থেকে ৩% এর বেশি রিস্ক নেওয়া তাছারা প্রায় প্রতিটি ট্রেডই নির্দিষ্ট লটে ট্রেড করতে হবে, এছারা সবসময় ট্রেডে স্টপলস টেকপ্রফিট সেট করেই ট্রেড করতে হবে।

IFXmehedi
2020-06-25, 05:09 PM
আমাদের উচিত রিস্ক মেনেজমান্ট করে ট্রেড নেওয়া। কারন ফরেক্স পরিবর্তন শীল। এটি যে কোন সময়ে মেজর পরিবর্তনে আসতে পারে। তাই মারকেটের অবস্থান যেমনি হোক না কেনো আমাদের প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ব্যাবহার করতে হবে। তাছাড়া ট্রেড রক্ষায় ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করতে হবে।

ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ । কারণ আপনি যদি আপনার ট্রেডিং এর রিস্ক মিনিমাইজ না করতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেটে নিরাপদে ট্রেডিং করতে পারবেন না । আসলে যে কোন ব্যবসা থেকে রিক্স থাকবেই । কিন্তু আমাদের উচিত কিভাবে সে রিস্ক টাকে কমিয়ে একটু বেশি লাভ করা যায় সেটার দিকে নজর দেয়া আর এটাই ফরেক্স মার্কেটের রিস্ক ম্যানেজমেন্ট নামে পরিচিত । আমাদের সকলের উচিত আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট এর পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মেনে চলা ।

Sakib42
2020-06-26, 11:54 PM
ফরেক্স ট্রেডিংয়ে রিস্ক ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যথাযথ ঝুঁকি ব্যবস্থাপনার নীতিমালা অনুসরণ না করে এই আর্থিক বাজার থেকে নিয়মিত লাভ করা সত্যিই কঠিন, এই কারণেই কোনও গ্যারান্টি নেই তাই উচ্চ ঝুঁকির পুরষ্কারের অনুপাত ব্যবহার করা খুব ঝুঁকিপূর্ণ এবং যদি আমরা কার্যকরভাবে আমাদের ঝুঁকি পরিচালনা করতে পারে এবং আমরা ভাল লাভ করতে পারার আরও বেশি সম্ভাবনা দেখায়,

Md.shohag
2020-06-27, 12:32 AM
রিস্ক মেনেজমান্ট করে ট্রেড??
আমাদের উচিত রিস্ক মেনেজমান্ট করে ট্রেড নেওয়া। কারন ফরেক্স পরিবর্তন শীল। এটি যে কোন সময়ে মেজর পরিবর্তনে আসতে পারে। তাই মারকেটের অবস্থান যেমনি হোক না কেনো আমাদের প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ব্যাবহার করতে হবে। তাছাড়া ট্রেড রক্ষায় ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করতে হবে।

abdulguffer
2020-06-27, 01:02 AM
হ্যাঁ, ফরেক্স এ সফলতার মূল চাবিকাঠি হল রিস্ক ম্যানেজ ম্যান্ট করে ট্রেড করা। প্রথমত প্রতিটি ট্রেড এ লট সাইজ একই রকম হবে, মুলধনের সর্বোচ্চ 3% রিস্ক নিতে হবে , একই সময়ে একাধিক ট্রেড করা যাবে না , প্রতিটি ট্রেডে 1:3 অনুপাতে স্টপ লস ও টেক প্রফিট সেট করতে হবে , তবেই ফরেক্স এ সফলতার মুখ দেখা যাবে।