PDA

View Full Version : বিল ইউলিয়ামস ইন্ডিকেটরঃ



fh.ratul
2015-02-20, 04:30 AM
বিল ইউলিয়ামস নামের ১ ব্যক্তি বিশ্বাস করতেন যে বিভিন্ন ধরনের অ্যানালাইসিসের (টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল) ওপর দৃঢ় বিশ্বাসের কারনেই ট্রেডাররা লস করে। তাই তিনি মার্কেটের গঠনের ওপর ভিত্তি করে কিছু ইন্ডিকেটর প্রকাশ করেনঃ
• Fractal (space)
• The driving force (power)
• Acceleration / deceleration (power)
• Zones (strength and power)
• Balance Line (balance)

yasir arafat
2016-04-02, 05:39 PM
বিল ইউলিয়ামস নামের ১ ব্যক্তি বিশ্বাস করতেন যে বিভিন্ন ধরনের অ্যানালাইসিসের (টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল) ওপর দৃঢ় বিশ্বাসের কারনেই ট্রেডাররা লস করে। তাই তিনি মার্কেটের গঠনের ওপর ভিত্তি করে কিছু ইন্ডিকেটর প্রকাশ করেনঃ
• Fractal (space)
• The driving force (power)
• Acceleration / deceleration (power)
• Zones (strength and power)
• Balance Line (balance)


এটা মেটাট্রেডারের ডিফল্ট একটা ইন্ডিকেটর ।আসলে আমাদের মেটাট্রেডার ইন্ডিকেটরগুলোর অনেকগুলো কাহিনী রয়েছে।এগুলো শুনতে অনেক ভাল লাগে।আর মার্কেটে দেখা যায় যে এগুলো খুব ভাল কাজ করে।অন্যদিকে কাষ্টম ইন্ডিকেটরগুলো এগুলোকে কেন্দ্র করে বানানো।

fatema begum
2016-08-01, 01:34 AM
ইন্ডিকেটরটির নাম করণ করা হয়েছে বিল উইলিয়ামের নামে।আমরা যদি বিল উইলিয়ামের নাম শুনে থাকি তাহলে এটাই হচ্ছে তার ইন্ডিকেটর।যা বহুল প্রচলিত ইন্ডিকেটরের মধ্যে একটি ।আমি অবশ্য ইন্ডিকেটরটি ব্যবহার করি নি।কারণ আমার কাছে যেগুলো আছে সেগুলো অনেক বেশি।তাই আর ইন্ডিকেটর চায় না।

hipo777
2016-08-18, 05:07 PM
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে আপনি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন। ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন। তাই বলে ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না। সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস। জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি

hipo777
2016-08-18, 05:09 PM
তারা র্মাকেট সম্পর্কে এনালাইসিস করে বে নিউজ কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। পাওা যাবে বিস্তারিত বল্বেন?, আর ফরেক্স ফেক্ট্রির চেয়ে ভাল কনু সাইট আসে কি ? বুঝে ট্রেড করে। তারা কখনো র্ধয হারা হয়ে ট্রেড করেনা। তারা সব সময় র্মাকেট সম্পর্কে রিচার্জ করে মুভমেন্ট জানার

hipo777
2016-08-18, 05:11 PM
এনালাইসিস গুলো জানার পর আপনি সে গুলো কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।

HasanXM
2016-08-25, 10:58 AM
ইন্ডিকেটর কখনও আপনাকে সরাসরি বাই-সেল এর নির্দেশ দিবে না। আপনি ইন্ডিকেটর দিয়ে মার্কেটের বিভিন্ন অবস্থা জানতে পারবেন। আর তার ভিত্তিতেই আপনার ট্রেডিংকে আরও উন্নত করতে পারবেন।
মার্কেটের গঠনের ওপর ভিত্তি করে কিছু বিল ইউলিয়ামস ইন্ডিকেটর ইন্ডিকেটর প্রকাশ করেন,

Fractal (space)
The driving force (power)
Acceleration / deceleration (power)
Zones (strength and power)
Balance Line (balance)

vodrolok
2016-09-06, 03:53 PM
বিলউইলিয়ামস ইন্ডিকেটর হচ্ছে প্রসিদ্ধ ৬ টি যেগুলো যেগুলো ফ্রি হিসেবে mt৪ এর সাথে ডিফল্ট এটাচ করা থাকে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ফ্রাক্টাল ইন্ডিকেটর। এটি রিপেইন্ট করে তাই এটি কিভাবে কাজ করে ইটা না জেনে ট্রেড করা অনেক ঝুঁকিপূর্ণ। তবে অনেক অভিজ্ঞ ট্রেডের কেই দেখা যাই যে এই ইন্ডিকেটর ব্যবহার করছে।