View Full Version : ফরেক্স এ কি পরিমান লিভারেজ নিব ?
fxtdr
2015-02-20, 09:39 PM
ফরেক্স ব্যাবসা করার জন্য কি পরিমান লিভারেজ নেয়া উচিৎ । আপনারা আপনাদের মতামত জানালে খুশি হব । আমার লিভেরেজ ১ঃ ৫০ কারন আমার টা ইসলামিক একাউন্ট। আপনাদের লিভারেজ কত ?
FHGCXB
2015-02-27, 09:48 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ১ঃ৫০ লিভারেজ নেওয়া আমার মনে হয় সবদিক দিয়ে ভাল। আমার একাউন্তে লিভারেজ ১ঃ৫০। আপনি কত লিভারেজ নিয়ে ট্রেড করেন।
Eraulhaque
2015-03-13, 05:18 PM
আমরা যারা স্বল্প পুজি নিয়ে ফরেক্স করি তাদের জন্য লিভারেজ সুবিধা খুব প্রয়োজন।এজন্য আমরা যারা স্বল্প পুজি নিয়ে ট্রেড করি তাদের জন্য সর্বোচ্চ লিভারেজ নেওয়াই ভালো।কিন্তু যারা অনেক পুজি নিয়ে ট্রেডিং করতে আসেন তাদের জন্য লিভারেজ বেশি না নেওয়াই ভালো।
Sacrifice
2015-03-13, 08:36 PM
ফরেক্স ট্রেডারদের জন্য লিভারেজ একটি বিশেষ সুবিধা। তবে তা যেনতেন ভাবে ব্যবহার করলে ক্ষতিকর হয়ে দাড়ায়। মনে রাখবেন, উচ্চমাত্রার লিভারেজ নিয়ে কিন্তু স্বল্প অর্থাৎ নিয়ন্ত্রিত মাত্রার ট্রেড করাই উত্তম। কারণ এতে ইকুইটি বেশি থাকে। আমার দৃষ্টিতে 1:1000 লিভারেজ নিয়ে ট্রেড করা ভালো তবে অবশ্যই নিয়ন্ত্রিত ট্রেড করতে হবে।
amitbd
2015-03-13, 09:35 PM
আমি আমার একাউন্টে সব থেকে বেশি পরিমানের যে লিবারেজ আছে সেটি ব্যবহার করি , এতে করে যেমন সুবিধা আছে তেমনি আবার অসুবিধাও আছে এজন্য নিজের ইচ্ছা মত লিভারেজ ব্যবহার করা অনেক ভাল যেটি আপনার সুবিধা হয় ।
nazmul_a
2015-03-14, 01:41 AM
আমি আসলে ফরেক্স মার্কেটে আসার আগে ১:৫০ লিভারেজ নিতাম। তবে বর্তমানে আমার মনে হয় লিভারেজ ১:২০০ নিয়ে ফরেক্স অ্যাকাউন্ট খোলা নতুনদের জন্য ভালো। তবে কারো জদি কোন নির্দিষ্ট স্ট্রাটেজি খাকে, তবে সে তার অনুপাতে লিভারেজ নিতে পারে। এতে কোন সমস্যা নাই।
fxtdr
2015-03-14, 04:24 PM
বিভিন্ন ব্রোকার আমাদের লিভারেজ দিয়ে থাকে । লিভারেজ হচ্ছে আমাদের ব্যালেন্স এর উপর আমদের একটা লোন প্রদান করা । লিভারেজ আমাদের জন্য খুব সুবিধার একটি ব্যাপার । লিভারেজ দিয়ে আমরা আমাদের প্রকৃত ব্যালেন্স এর চেয়ে বেশি টাকার ট্রেড ওপেন করতে পারি ।একেক ব্রোকার একেক অনুপাতে লিভারেজ দেয় । এটা আমরাই ঠিক করে দিতে পারি যে আমরা কি পরিমান লিভারেজ নিব । আমরা যত বেশি লিভারেজ নিব তত বেশি বড় ট্রেড ওপেন করতে পারব এবং লাভবান হতে পারব ।
fxtdr
2015-03-14, 04:35 PM
লিভারেজ হচ্ছে লোন যেটা ব্রোকার আমদেরকে একটা ট্রেড ওপেন করার সময় দিয়ে থাকে । ইন্সটা ফরেক্স ব্রোকার আমাদেরকে সর্বোচ্চ ১০০০ গুন পর্যন্ত লিভারেজ দেয় । আর এটা নির্ভর করে আমাদের ডিপোজিট এর উপর । এর মানে আপনি যদি ১০০০ গুন লিভারেজ নেন এবং আপনার ব্যালেন্স যদি ১০০ হয়ে থাকে তাহলে আপনার লিভারেজ হবে ১০০০০০। তার মানে আপনি এত ব্যালেন্স এর সমান ট্রেড ওপেন করতে পারবেন আপনার ব্রোকার আপনাকে তা করতে দিবে যা আপনার জন্য সুবিধাজনক ।
monorom
2015-03-14, 04:36 PM
আপনি যদি ফরেক্স এ নতুন হন তাহলে আপনার লিভারেজ কম দিয়েই শুরু করা ভালো । আমি যখন ফরেক্স শুরু করি তখন ১ঃ১০০ দিয়ে শুরু করেছিলাম । আর ফরেক্স এ যদি আপনি ভালো দক্ষ হয়ে ওঠেন তাহলে আপনি
১ঃ৫০০ লিভারেজ দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন । বেশি লিভারেজ বিভিন্ন সময় অনেক বড় ক্ষতির কারন হয়ে দারাই ।
shimulmoni
2015-04-27, 09:59 PM
প্রিয় বন্ধু লিভারেজ এর আসল উদ্দেশ্য হল ব্রোকার কতৃক প্রাপ্ত এই লোন সুবিধা ব্যবহার করে আপনি যাতে আপনার বিনিয়োগ কৃত মুলধনের অনুপাতের তুলনায় বড় ট্রেড ওপেন করতে পারন আর আপনার লিভারেজ সুবিধা ১:৫০ হল ইনস্টা ফরেক্সের ফিক্সট লিভারেজ সিস্টেম আর এই সিস্টেম চালুর আগে এই ব্রোকার হতে সর্বোচ্ছ ১:৫০০ লিভারেজ সুবিধা পাওয়া যেত। ধন্যবাদ।
banglarkal
2015-04-27, 11:44 PM
আপনি অবশ্যই আপনার বালাঞ্চে এর উপর হিশাব কষে তারপর লিভারেজ নিবেন । তবে আমার মতে ১ঃ২০০ লিভারেজ তা অনেক ভাল ১০০৳ বালাঞ্চে এর জনা । এর লিভাবারেজ ছাড়া অ্যাকাউন্ট ও আপনি ছিলা খুলতে পারেন ।
pallabbd
2015-05-04, 11:28 PM
ফরেক্স ট্রেডিং করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই লিভারেজ ব্যবহার করতে হবে। এতে করে আপনি একটি স্ট্যান্ডার্ড লিভারেজ ব্যবহার করতে পারেন এবং সেটি হচ্ছে ১ঃ১০০। আপনি আপনার লিভারেজ যত বাড়াবেন আপনি তত বেশি পরিমাণে ট্রেড খুলতে পারবেন। ধন্যবাদ
abdullahsajib
2015-05-04, 11:44 PM
আগে আমাদের জানতে হবে লিভারেজ কি ? লিভারেজ হলো কম্পানি কতৃক ঋন তো এটা আমি মনে করি যে আপনার একাউন্ট এর উপর নির্ভর করবে যে আপনি কত পরিমান লিভারেজ নিতে চান আমি মনে করি যে যদি আপনার একাউন্ট ১০০৳ এর হয় তো আপনার লিভারেজ নেওয়া উচিৎ ১: ৫০ কিন্তু সবচাইতে ভাল লিভরেজ হলো ১:২০০
moinuddib
2015-05-05, 03:46 PM
যারা অল্প পুজি নিয়ে ফরেক্স করেন তাদের জন্ন লিভারেজ গুরুত্ত পুরন। লিভারেজ হল ব্রকার যে লোণ দেয়। তাই অল্প পুজি যাদের তারা এই লিভারেজ নিয়ে বেশি তেরেদ করতে পারেন তবে এতে সুবিধা থাক্লেও অসুবিধা ও আছে। কারন ভাল অভিগতা না নিয়ে লিভারেজ নিয়ে তেরেদ করলে অনেক সময় লস ও হতে পারে। তাই লিভারেজ নিলেও সাবধানে তেরেদ করতে হবে। বর্তমানে বা শুরুতে ১ঃ১০০ লিভারেজ নিয়ে তেরেদ করা ভাল।
fxmaster
2015-05-05, 04:00 PM
আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ১:১০০ লিভারেজ
নেওয়া আমার মনে হয় সবদিক দিয়ে ভাল।
abdullahsajib
2015-05-07, 11:35 AM
ফরেক্স একাউন্ট ওপেন করার সময় আমরা একটি অপশন দেখি যে লিভারেজ এই লিভারেজ হলো যখন আপনি একটি ট্রেড ওপেন করবেন তখন কোম্পানি আপনাকে তাদের পক্ষ থেকে যে লোন দিয়ে থাকে তাই হেলো লিভারেজ তো আমার মতে নতুন দের জন্য ভাল লিভারেজ হলো ১:৫০ আর যার মোটামুটি পুরোনো তাদের জন্য ভাল হলো ১:২০০ ।
আমার মতে লিভারেজটা নেয়া উচিত আমার মার্জিন লেভেল কত সেটা ঠিক রাখার জন্য। এখানে ইসলামিক অ্যাকাউন্ট এর জন্য সোয়াপফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারি। কিন্তু রিয়্যাল ট্রেডের জন্য আমার বিশ্বাস ১:২০০ সবথেকে ভালো। এতে করে আপনি ভলিউমটাও ভালো দিতে পারবেন এবং সাথে সাথে অ্যাকাউন্টাও বেশিক্ষন টিকিয়ে রাখতে পারবেন।
Zakariea
2015-05-07, 01:32 PM
লিভারেজ যেমন উপকার করে তেমনি অপকার ও করে। কম লিভারেজ নিলে যেমন ভালো আয় করা যায় না ঠিক তমনি বেশী লিভারেজ নিলে একাউন্ট জিরো হওয়ার সম্ভবনা বেশী থাকে। তাই নতুন দের বলবো লিভারেজ নতুন অবস্থায় কম নেন।
mojib670
2015-05-07, 08:29 PM
আমি মনে করি লিভারেজ সব সময় সবোর্চ্চটাই নেওয়া উচিৎ কারণ কখনো কখনো ১০০% প্রফিটের সম্ভাবনায় ট্রেড করা যায়। তখন যদি লিভারেজ সর্বোচ্চটা থাকে তাহলে বড় বড় ট্রেড ওপেন করে খুব ভাল প্রফিট অর্জন করা যায়।
Shimanto754
2015-05-09, 08:50 PM
লিভারেজ ফরেক্সের জন্য খুবই ভালো একটা সুবিধা।ছোট পুজির ট্রেডারদের জন্য এটা খুবই প্রয়োজনীয়।এজন্য লিভারেজ নিতে হয়।আর আমার মনে হয় লিভারেজ যেহেতু নিবো সেহেতু সবচেয়ে যত বেশি নেওয়া যাবে তত নেওয়াই ভালো।আমিও আমার ইন্সটাফরেক্স ট্রেডিং অ্যাকাউন্টে ১:৫০অনুপাতে লিভারেজ নিয়েছি।এটা বেশ ভালো লিভারেজ অনুপাত।
TselimRezaa
2015-05-22, 11:50 AM
ফরেক্সের বেশ কিছু গুরুত্বপূর্ন ফ্যাক্টরের মাঝে লিভারেজ হলো অন্যতম গুরুত্বপূর্ন ফ্যাক্টর। আমরা অনেকেই এই সম্পর্কে জানিনা। লিভারেজ হল ব্রোকার দ্বারা প্রদেয় ঋণ বা লোণ যা হিসাব হবে ব্রোকার আপনার মূলধনের উপর কত গুন লোণ আপনাকে দিবে । আপনার মূলধন যদি ৩০ ডলার হয় আর যদি লিভারেজ যদি ১;২০০ হয় তবে আপনি ব্রোকার থেকে লোণ নেয়া যাবে ৩০x২০০ = ৬০০০ ডলার ।
আমার মতে ১ঃ২০০ লিভারেজ নেওয়াটাই বেটার হবে।
rakib22
2015-05-22, 03:49 PM
ফরেক্স ট্রেডাদের জন্য লিভারেজ একটি ভাল সুভিদা।কারন লিভারেজ না থাকলে বড় ভলিওম দিয়া ট্রেড করা জেত না তাই ভলিওম জার জা ইচ্ছা মত নিয়া জায় তাই সুভিদা মত ভলিওম নিয়া ত্রাদে করা ভাল।আমার দিরিস্তিতে ১ঃ৫০০ লিভারেজ নিয়া উচিত।
Dipok121
2015-05-22, 04:06 PM
ফরেক্স একটি ইন্টারন্যাশনাল মার্কেট পেলেস যেখালে বৈদেশীক মুদ্র ক্রয়-বিক্রয় করা হয়। আমি মনে করি ফরেক্স ট্রেডাদের জন্য লিভারেজ প্রয়োজন কারন যারা কাজ করে তাদের জন্য সুবিধা জনক । এক্ষেতে আপনি যত স্ট্যান্ডাড *লিভারেজ ব্যবহার করতে পারবেন । তাছাড়া যত বেশী করে লিভারেজ খুলবেন ততো বেশী ট্রেড *খুলতে পারবেন। তাই অবশেষে বলবো যা কিছু করি চিন্তা করে করতে হবে । তাহলে আমরা সাফল্য হতে পারবো।
roni11
2015-08-10, 05:24 PM
ফরেক্স লেভারেজ আজকাল অনেক ব্রোকার আছে জারা অনেক বড় বড় লেভারেজ দিছে তাই লেভারেজ আবার অনেক বেশি নেয়া যেমন ভাল না তাহলে অনেক বড় ভলিওম দেয়া যায় তার ফলে একাউন্ট খুভ তাড়া তাড়ি জিরো হয়ে যায় তাই লেভারেজ ১।৫০০ নেয়া ভাল।
MotinFX
2015-08-10, 08:27 PM
আমি মনে করি প্রথম অবস্থায় কম লিবারেজ নেওয়ায় ভালো । আমার লিভারেজ ১:৫০ । কম লিভারেজ নিয়ে ট্রেড করা ভালো । আর যদি আপনি দক্ষ হয়ে উঠেন বেশি লিভারেজ নিয়ে ট্রেড করতে পারেন । *লিভারেজ বেশি নেওয়ার পর ছোট ছোট ট্রেড দেওয়া ভাল ।
Vimri
2015-08-10, 11:49 PM
এটা ফরেক্স ট্রেডার এর জন্য একটা ভালো সুবিধা ,তবে প্রথম অবস্থায় কম লিভারেজ নেওয়া ভালো এতে লসের ঝুকি কম থাকে আমি ১ঃ৫০ লিভারেজ নেই ।আবার ফরেক্স মার্কেটে দক্ষ হলে বেশি লিভারেজ নিয়ে ট্রেড করা ভালো
লেভারেজ ছাড়া এই মার্কেট থেকে ডেপুজিট করা সম্ভব না। আমরা যদি ঠিক মত লেভারেজ না নেই আমরা টেরেড করতে পারব না। আমাদের অবসসই ভাল লেভারেজ নিতে হবে। আমাদের ভলউমে অ লেভারেজ এর উপর নিরভর করে।
sunil
2015-08-11, 10:56 AM
জায়।ফরেক্স মার্কেট করার জন্য অনেক ব্রোকার আজ ভের হয়েছে তবে সব ব্রোকার এক রকম লেভারেগ দেয় না কারন ভিন্ন দিয়ে থাকে তাই আমি মনে করি লেভারেগ ১।২০০ নেয়া ভাল কারন একাউন্ট অনেক সেভ থাকে।
md mehedi hasan
2015-08-11, 11:43 AM
আপনি যে ব্রোকারের অধীনে থেকে একাউন্ট খুলবেন উক্ত ব্রোকার আপনাকে যে সুবিধা দিবে তাই হচ্ছে লিভারেজ।আপনার একাউন্টে য পরিমান ডলার আছে তারা আপনাকে তারচাইতে কয়েক ণ্ডণ ট্রেড করার সুযোগ দিবে।অর্থাৎ আপনার ব্যালেন্সের চাইতে বেশি ইনভেষ্ট করার সুযোগ কে বলা হয় লিভারেজ।আমার মতে ট্রেড করার জন্য ১ঃ১০০০ লিভারেজ নেওয়াই সবচাইতে ভাল।তবে লিভারেজ বেশি নিলে প্রতিটি ট্রেড সাবধনতার সাথে করা উচিত এবং লিভারেজ ব্যবহারে সবসময় সর্তকতা অবল্বমন করতে হবে।
mirza
2015-08-11, 02:43 PM
ফরেক্স মার্কেটে লিভারেজ একটা বিশেষ সুবিধা ।ডিপোজিট আনুসারে লিভারেজ নেয়া জাবে।তবে নতুন গ্রাহকদের জন্য ১ঃ২০০ দিয়া করা ভাল ।তাহলে ঝুকি কম থাকে।লিভারেজ ব্রকার এর উপর নির্ভর করে। এক এক ব্রকার এক এক ভাবে ডিপোজিট দেয় ।
oviice
2015-08-11, 02:51 PM
লিভারেজ কতটুকু নিবেন , এটা আপনার উপর নির্ভর করে । আপনি যত বেশি লিভারেজ নিবেন , তত বেশি লাভ করতে পারবেন । আর লাভের পরিমানও যেহেতু বাড়ছে সুতরাং লস টাও বেশি হবে , এটা মাথায় রাখতে হবে । আর এটা আবার নির্ভর করে ব্রোকারদের উপর । কিছু কিছু ব্রোকার ১ঃ৫০০ পর্যন্ত সর্বোচ্চ দেয় , আবার অনেকে ১ঃ২০০০ পর্যন্তও দিয়ে থাকে ।
sagor
2015-08-15, 11:08 PM
ফরেক্স একাউন্টে লেভারেজ বেশি নিলে অনেক বেশি লট দিয়ে ট্রেড করা জায় তাই বেশি লট দিয়ে ট্রেড করলে আবার অনেক সমস্যা হবে তাই আমার মনে হয় কম লেভারেজ দিয়ে ট্রেড করলে ভাল ১।২০০ নিয়ে ট্রেড করলে ভাল হবে।
maziz6989
2015-08-16, 01:04 AM
লিভারেজ ম্যক্সিমাম নেওয়াটাই ভাল কেননা এতে করে অল্প ডলাবে বড় লট ওপেন করা যায়। তবে আর একটা দোষ আছে। তা হল আপনার একাউন্ট হারানো ভয় বেশি থাকে যদি আপনি বেশি লিভারেজ ব্যবহার করেন। যাই হোক আগে জেনে বুজে তার পরে যে কোন ফিচার ব্যবহার করবেন। কেননা টাকা আপনার তাই লাভ লস্ও আপনার।
mamun93
2015-08-16, 06:10 AM
লিভারেজ আপনি যত বেশি পাবেন আপনি তত বেশি ট্রেড ধরতে পারবেন। সেই জন্য আমি মনে করি এ ব্যাপারে আপনি যখন ফরেক্স ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করবেন বা খুলবেন সেই সময় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কত লিভারেজ নিতে চান আমি মনে করি সেক্ষেত্রে ১:১০০০ লিভারেজ নেওয়াটাই ভাল আমি মূলত ১:১০০০ লিভারেজ নিয়ে ফরেক্সে ট্রেড করি।
Nishat Tasnim
2015-08-17, 01:19 PM
ফরেক্সে কি পরিমান লিভারেজ নিবেন সেটা আপনার ব্যাক্তিগত বিষয়. আপনি কি পরিমাণ ডিপোজিট করবেন তার উপর নির্ভর করে লিভারেজ নিবেন . তবে আমার মতে লিভারেজ ১.২০০ নেয়ায় ভাল
kabita
2015-08-18, 10:45 PM
আসলে এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আপ্নিও কত লিভারেজ নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করবেন তবে আমার মতে ১:১০০০ লিভারেজ নেওয়াটাই ভাল এতে ফরেক্স মার্কেটে লস জাওয়ার তেমন কোন সম্ভাবনা থাকে না আর আপনি যদি ফরেক্সয মার্কেটে খুব বেশি ভালো হন তাহলে বেশি লিভাএরজ নিয়ে ট্রেড করতে পারেন
ফরেক্স মার্কেটে লেভারেজ বেশি নিলে ট্রেড করার সময় বড় ভলিওম দিয়ে ট্রেড ওপেন করা যাবে আর কম লেভারেজ নিলে কম ভলিওম দিয়ে ট্রেড ওপেন করা যাবে তবে লেভারেজ ১।৫০০ লেভারেজ নিলে ভাল হয়।
ফরেক্স এ লেভেরেজ ছাড়া আমরা ট্রেড করতে পারবো না কিন্তু আমাদের উচিত সব সময় কম লেভেরেজ নিএ ট্রেড করা তা না হলে আমাদের লসের পরিমান বেড়ে যাবে। আমার মনে হয় সব থেকে ১;২০০ লেভেরেজ অনে কভাল একটি লেভেরেজ। লিভারেজ যত বেসি হবে তত বেসি ভলিউম দেয়া যাবে ট্রেড করার সময়।
ফরেক্স মার্কেটে লেভারেজ অনেক প্রকারের নেয়া যায় তাই যেকোনো পরিমানের লেভারেজ নেয়া জেতে পারে বেশি নেয়া যায় আবার কম নেয়া যায় তাই লেভারেজ নেয়ার জন্য ভাল হয় আমার মনে হয় ১।৫০০ লেভারেজ নিলে ভাল হয়।
Reaz Uddin
2015-08-28, 08:51 AM
লিভারেজ খুন ই গুরুত্ত পূর্ণ একটি বিষয় এবং আমি মনে করি যে বেসির ভাগ নতুন ট্রেডার ই বেসি লিভারেজ এর জন্য লস করে তাই লিভারেজ জত টা পারা জায় কম নিতে হবে জাতে ঝুকি কম হয় এবং লস অ কোম হয় এবং মনে রাখতে হবে যে স্টপ লস ছাড়া ট্রেড করা যাবে না।
ফরেক্স মার্কেটে লিভারেজ একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আপনি কত টা লিভারেজ নিবেন তবে আমার মতে লিভারেজ ১.২০০ নেয়ায় ভাল কারণ তাহলে মার্কেটে এনালাইসিস করতে খুব ভালো হয় এবং এতে লসের তেমন কোন সম্ভাবনা থাকে না
maziz6989
2015-08-28, 09:17 AM
আমি সাজেস্ট করি সর্বোচ্চ লিভারেজ কারণ এটা আপনাকে অল্প ডলারে অনেক ট্রেড করার সুযোগ করে দেয়। আমাদের অনেকের ব্যলান্স একশত ডলারের কাছাকাছি বা কম হয় সেজন্য আমরা যদি বেশি লিভারেজ ব্যবহার করি তবে তাতে আমাদের মার্জিন কম ব্যবহার হয়। এটা সম্পুর্ণ আমার নিজের অভিমত। কেউ আরো ভাল জানলে শেয়ার করতে পারেন। সবাই উপকৃত হবে।
আসলে লিভারেজ মার্কেটে টিকে থাকতে আপনাকে সাহাজ্য করবে। এবং এর জন্যই লিভারেজ নিতে হয়। ভলিউম বড় না হলে এটি নেয়া লাগেনা। যেগেতু আমরা গরিবদেশের গরিব মানুষ তা এটা আমাদের জন্য বেশ দরকার। আমার লিবারেজ১:১০০।
Defender
2015-08-29, 04:45 PM
এটা আপনার উপর নির্ভর করে তবে এটা অাপনাকে মার্কটে টিকিয়ে রাখার জন্য কাজ করে তাই এটা আপনার উপর নির্ভর করে তবে বেশির ভাগ ভাই দের দেখেছি ১:১০০ এবং ১:২০০ রিভারেজ এ কাজ করে
Imran2
2015-09-30, 08:37 AM
আমার মতে ১ঃ৫০০ লিভারেজ নিয়া উচিত । ফরেক্স ট্রেডাদের জন্য লিভারেজ একটি ভাল সুভিদা ।কারন লিভারেজ না থাকলে বড় ভলিওম দিয়া ট্রেড করা যেত না । তাই ভলিওম যার যার ইচ্ছা মত নেয়া যায় । তাই সুবিধা মত ভলিওম নিয়ে ট্রেড করা ভাল ।
sumonyahoo24
2015-09-30, 12:07 PM
আপনার ব্যালেন্সের চাইতে বেশি ইনভেষ্ট করার সুযোগ কে বলা হয় লিভারেজ।আমার মতে ট্রেড করার জন্য ১ঃ১০০০ লিভারেজ নেওয়াই সবচাইতে ভাল।তবে লিভারেজ বেশি নিলে প্রতিটি ট্রেড সাবধনতার সাথে করা উচিত এবং লিভারেজ ব্যবহারে সবসময় সর্তকতা অবল্বমন করতে হবে।এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আপ্নিও কত লিভারেজ নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করবেন তবে আমার মতে ১:১০০০ লিভারেজ নেওয়াটাই ভাল এতে ফরেক্স মার্কেটে লস জাওয়ার তেমন কোন সম্ভাবনা থাকে না আর আপনি যদি ফরেক্সয মার্কেটে খুব বেশি ভালো হন তাহলে বেশি লিভাএরজ নিয়ে ট্রেড করতে পারেন।
lotifahelen
2015-09-30, 01:07 PM
ফরেক্স সব সময় অল্প পুজি নিয়েই করাটা ভাল। আমার মনে হয় সর্বনিন্ম ১:৫০ লিভারেজ নিয়ে ফরেক্সে ট্রেড করা ভাল এতে লস কম হবে । ব্যবসাও ভাল ভাবে চলতে থাকবে।আর বেশি লিভারেজ বিভিন্ন সময় অনেক বড় ক্ষতির কারন হয়ে দারাই তা্ই আমার মতে কম লিভারেজ নিয়ে ট্রেড করা ভাল।
sabbir32
2015-09-30, 07:10 PM
কি বলেন ভাই ফরেক্সে ১ঃ৫০০ আর ১ঃ১০০০ লিভারেজ নিয়ে ট্রেড করতে গেলে একাউন্ট শূন্য হতে বেশী সময় লাগবে না । কারন এই লিভারেজে অল্প ভুলেই অনেক বড় ক্ষতি হতে পারে এইভাবে এখানে টিকে থাকার সম্ভাবনে প্রায় 5%, আমার মতে ১ঃ৫০ বা ১ঃ১০০ নিয়ে ট্রেড করাই ভালো ।
badsha
2015-09-30, 08:37 PM
আপনি যদি নতুন অবস্থায় ফরেক্স এ একাউন্ট করে থাকেন তাহরে আপনি ১:৫০ লেভারেজ নিন এটি সবচায়তে ভালো কারুন আপনি প্রথম অবস্থায় লোভ করতে পারেন আর এই জন্য আপনি যদি লেভারেজ কম নেন তাহলে আপনি লোভ করলেও আপনাকে ব্রকার ওপেন করতে দিবে না। তা্ই আপনি কম লেভারেজ দিয়ে শুরু করুন তাহলে আপনি লাভ করতে পারবেন বেশি এবং লস করলেও সল্প পরিমান লস করবেন।
Momen
2015-09-30, 09:54 PM
এক এক ব্রোকার এক এক ধরনের লিভারেজ দিয়ে থাকে। তবে আপনি যদি ইনস্টা ফরেক্স এ থাকেন তাহলে ১ঃ৫০ নিতে হবে আপনাকে।
mpapayar
2015-10-06, 10:46 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ১ঃ৫০ লিভারেজ নেওয়া আমার মনে হয় সবদিক দিয়ে ভাল। আর ফরেক্স এ যদি আপনি ভালো দক্ষ হয়ে ওঠেন তাহলে আপনি ১ঃ৫০০ লিভারেজ দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন ।ইনস্টা ফরেক্সের ফিক্সট লিভারেজ সিস্টেম আর এই সিস্টেম চালুর আগে এই ব্রোকার হতে সর্বোচ্ছ ১:৫০০ লিভারেজ সুবিধা পাওয়া যেত। তবে আমরা যত বেশি লিভারেজ নিব তত বেশি বড় ট্রেড ওপেন করতে পারব ।
muhim123
2015-10-06, 10:54 PM
আমার মতে আমরা যারা স্বল্প পুজি নিয়ে ফরেক্স করি তাদের জন্য লিভারেজ সুবিধা খুব প্রয়োজন।এজন্য আমরা যারা স্বল্প পুজি নিয়ে ট্রেড করি তাদের জন্য সর্বোচ্চ লিভারেজ নেওয়াই ভালো।তবে আমি যখন ফরেক্স শুরু করি তখন ১ঃ১০০ দিয়ে শুরু করেছিলাম । আর ফরেক্স এ যদি আপনি ভালো দক্ষ হয়ে ওঠেন তাহলে আপনি
১ঃ৫০০ লিভারেজ দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন ।
BD ONLINE
2015-10-07, 12:52 AM
একেক ব্রোকার তার গ্রাহকে একেক পরিমানের লিভারেজ দিয়ে থাকে। অনেকের মধ্যেই লিভারেজ বেশি নেয়ার প্রবানতা দেখা যায়। তবে আমার মতে লিভারেজ যত কম নেয়া হয় ততই ভাল। বিশেষ করে যারা নতুন তাদের সব সময়ই উচিত কম লিভারেজ ব্যবহার করা উচিত। আমার মতে ১:৫০ থেকে ১:২০০ লিভারেজ ব্যবহার করা সবচেয়ে ভাল। কম লিভারেজ আপনার এ্যাকাউন্টকে অনেক বেশি ঝুকি মুক্ত রাখে।
FxAhsan
2015-10-11, 04:52 PM
আপনার ব্যালান্স যদি বেশি হয়ে থাকে তাহলে ১০০ লিভারেজ নিতে পারেন আর যদি ব্যালান্স কম হয়ে থাকে তাহলে ৫০ লিভারেজ নিতে পারেন।তবে নতুনদের জন্য ৫০ লেভারেজ ঠিক আছে।
SyedImrul8008
2015-10-11, 04:59 PM
আপনি যদি ফোরামের ডলার দিয়ে ফরেক্স ট্রেডিং করেন তা হলে আপনি আপনার ইচ্ছা মত লিভারেজ নিতে পারবেন না ব্রোকার আপনাকে ১:৫০ লিভারেজ ফিক্সড করে দিবে যা দিয়েই আপনাকে ফরেক্সে ট্রেড করতে হবে।তবে হ্যা আপনি যদি আপনার নিজের গাটি থেকে ডলার ডিপোজিট করে তার পর ফরেক্সে ট্রেড করেন তা হলে সেক্ষেত্রে আপনি আপনারে ইচ্ছা মত সবোচ্চ ১:১০০ প্রর্যন্ত লিভারেজ বেছে নিতে পারবেন।
raihanuddin
2015-10-11, 08:56 PM
আসলে লিভারেজ হল আপনি যখন ট্রেড করবেন ব্রোকার তখন আপনাকে কিছু লোন দিয়ে থাকে।তবে এক এক ব্রোকার এক এক ধরনের লিভারেজ দিয়ে থাকে।তবে আমার মতে নতুন অবস্হায় লিভারেজ কম নেওয়াই উত্তম।আমি প্রথমে ট্রেড করার সময় ১:১০০ লিভারেজ নিয়েছিলাম।বেশী লিভারেজ মাঝে মাঝে বড় ধরনের ক্ষতি কারন হয়।ধন্যবাদ
M M RABIUL ISLAM
2015-10-15, 06:41 PM
আমার মতে লিভারেজ এর আসল উদ্দেশ্য হল ব্রোকার কতৃক প্রাপ্ত এই লোন সুবিধা ব্যবহার করে আপনি যাতে আপনার বিনিয়োগ কৃত মুলধনের অনুপাতের তুলনায় বড় ট্রেড ওপেন করতে পাড়েণ।ফরেক্স ট্রেডারদের জন্য লিভারেজ একটি বিশেষ সুবিধা। তবে তা যেনতেন ভাবে ব্যবহার করলে ক্ষতিকর হয়ে দাড়ায়। মনে রাখবেন, উচ্চমাত্রার লিভারেজ নিয়ে কিন্তু স্বল্প অর্থাৎ নিয়ন্ত্রিত মাত্রার ট্রেড করাই উত্তম। কারণ এতে ইকুইটি বেশি থাকে। আমার দৃষ্টিতে 1:1000 লিভারেজ নিয়ে ট্রেড করা ভালো তবে অবশ্যই নিয়ন্ত্রিত ট্রেড করতে হবে।
Audhidul
2015-10-15, 09:27 PM
ফরেক্স এ ট্রেড করার জন্য ১ঃ১০০ লিভারেজ নেওয়া মনে হয় ভাল। আমি একাউন্তে লিভারেজ ১ঃ১০০ নিয়ে ট্রেড করি।
skemon5747
2015-10-16, 04:23 AM
ভাই আপনি যদি ফোরামের ডলার দিয়ে ফরেক্সে ট্রেড করতে চান তা হলে আপনি চাইলেও আপনার নিজের ইচ্ছা খুশি মত লিভারেজ বেছে নিতে পারবেন না ব্রোকার আপনাকে ১:৫০ লিভারেজ নির্ধারন করে দিবে আর এটি দিয়েই আপনাকে ট্রেড করতে হবে।তবে হ্যা আপনি যদি আপনার পকেটের টাকা দিয়ে ফরেক্সে ট্রেড করতে চান তা হলে সেক্ষেত্রে আপনি আপনার নিজের ইচ্ছামত লিভারেজ পছন্দ করে নিতে পারবেন আর সেক্ষত্রে আমি মনে করি ১:১০০০ লিভারেজ নেওয়াই উত্তম।
basaki
2016-01-01, 02:11 PM
ফরেক্স মার্কেটে লিভারেজ অনেক নেয়া যায়। আপনার একাউন্ট ওপেন করার সয়য় লিভারেজ অপশনটি দেখাবে। আপনার ইচ্ছে মত আপনি আপনার ব্যলেন্স লিভারেজ নিতে পারেন। তবে আমার জানা মতে লিভারেজ যত কম নেওয়া যায় ততই আপনার একাউন্টের জন্য ভাল হবে।
MotinFX
2016-01-01, 10:01 PM
আমার একাউন্টে লিভারেজ ১:৫০ আমার একাউন্ট ইসলামিক। আমাদের কে লিভারেজ নেওয়ার ক্ষেত্রে ভেবে চিন্তা করে নিতে হবে। আমাদের কেপিটাল কম বড় ট্রেড একাউন্ট জিরো হওয়ার সম্বভ না বেশি।
Marufa
2016-01-01, 10:08 PM
ফরেক্স ট্রেডিং এ আপনি যত বেশি পারেন লেভারেজ নিতে পারেন । তবে মনে রাখতে হবে লেভারেজ ব্যবহার করতে হবে খুব ভেবে চিন্তে। যখন একাউন্ট জিরো হবার পর্যায়ে চলে আসবে তখন লেভারেজ ব্যবহার করতে পারেন ।
HKProduction
2016-01-04, 07:13 PM
আমরা জানি ঋণ ভিক্ষার চেয়ে কোন অংশে কম নয়। তাই যত কম লিভারেজে ট্রেড করা যায় ততই আমাদের জন্য ভাল। বেশি লিভারেজ নিলে অনেক বড় লটে ট্রেড করা যায়। এতে অনেক সময় ট্রেড আমাদের বিপরীতে গেলে ট্রেড থেকে ড্রপ আউট হওয়ার সম্ভাবনা খুব বেশি।
ShariyarSojib
2016-01-04, 10:53 PM
লিভারেজ এর সুবিধা টা কেমন.?লিভারেজ মানে কি ধরতে দেয়ার সুযোগ.? মানে আমার ব্যালেন্স অনুযায়ি কত ভলিউম বা লটে ট্রেড করতে পারব তাই কি.?অভিজ্ঞ ট্রেডারদের মতামত জানতে চাই
Audhidul
2016-01-05, 02:13 AM
ফরেক্স ট্রেডারদের জন্য লিভারেজ একটি বিশেষ সুবিধা।এতে করে যেমন সুবিধা আছে তেমনি আবার অসুবিধাও আছে এজন্য নিজের ইচ্ছা মত লিভারেজ ব্যবহার করা অনেক ভাল । আমরা যত বেশি লিভারেজ নিব তত বেশি বড় ট্রেড ওপেন করতে পারব এবং লাভবান হতে পারব ।
Hamza
2016-01-05, 04:31 PM
ফরেক্স মার্কেটে লিভারেজ বলতে বুঝায় :আপনি যে বোকারের প্লাটফ্রমে ট্রেড করবেন সেই বোকার আপনাকে কিছু পরিমান লোন প্রদান করে থাকে তাকে লিভারেজ বলা হয়।যাতে করে আপনি আপনার বিনোয়োগ কৃত মুলধনের তুলনায় বড় ট্রেড অপেন করতে পারেন।তবে আমার মতে নতুন অবস্হায় লিভারেজ ১:১ কম নেওয়াই ভাল।আমি বর্তমানে ১:৫ লিভারেজ নিয়ে থাকি।ধন্যবাদ
Realifat
2016-04-29, 09:27 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ব্রোকার প্রদত্ত লিভারেজ নিতে হয়।আমি ইন্সটাফরেক্সে ১:৫০ অনুপাতের লিভারেজ ব্যবহার করি।আমি মনে করি বেশি লিভারেজ না নিয়ে কম লিভারেজ নেওয়ায় ভালো।কেননা বেশি লিভারেজ নিলে বেশি বেশি ট্রেড ওপেন করা সম্ভব হয় বলে অভারট্রেডিংয়ের সম্ভবনা থাকে।তাই কম লিভারেজ নিয়ে কম ট্রেডে বেশি প্রফিটের চেষ্টা করতে হবে।
RUBEL MIAH
2016-04-29, 03:13 PM
ফরেক্সে লিভারেজ নির্ভর করে এ্যাকাউন্ট ডলারের উপর । যার যত বেশী ডলার আছে সে তত বেশী লিভারেজ নিয়ে তারপর ট্রেড করতে পারবে । সুতরাং আমরা সব সময় এ্যাকাউন্টে ডলার বেশী রাখার চেষ্ট করব ।
basaki
2016-07-10, 06:57 PM
ফরেক্স মার্কেটে আপনি কি পরিমান লিভারেজ নিবেন তা একান্তই আপনি আপনার উপর নির্বর করবে আপনি যদি বেশি ডিপোজিট করেন তবে আমি মনে করি আপনি কম লিভারেজ নিলেই অনেক ভাল হবে তবে আপনি যদি বেশি নিতে চান তবে আপনি বেশি নিতে পারেন বলে মনে করি।
fxinfo
2016-07-10, 09:26 PM
অনেকেই মনে করে লিভারেজ কম নেয়া ভাল আবার অনেকেই মনে করি লিভারেজ বেশি নেয়া ভাল । আমার মতে আপনার ব্যালেন্স অনুসারে ২০০-৩০০ লিভারেজ নেয়াটাই ভাল । তবে সব সময় লিভারেজ ব্যবহার করে ট্রেড ওপেন না করা্টাই ভাল । যখন একাউন্ট যায় যায় অবস্থা তখন লিভারেজ ব্যবহার করতে পারেন ।
S M Murshedul Akhter
2016-07-10, 10:23 PM
আমি ১:৫০ লিভারেজ এ একাউন্ট চালাই। লিভারেজ বেশি নেওয়া ভালো। এতে ব্যবসার সুবিধে। তবে লস হলে একাউন্ট ক্লোজ অনেক তাড়াতাড়ি হয়। কত লিভারেজ নিয়ে একাউন্ট খুলবেন তা আপনি নিজেই ঠিক করে নিন।
abdulguffer
2016-07-10, 10:45 PM
লিভারেজ একদিকে যেমন বন্ধু অর্থাৎ বড় লট এ ট্রেড করে বেশি প্রফিট করতে সাহায্য করে , তেমনি এটি ফরেক্স এ সবচেয়ে বড় শত্রু অর্থাৎ বেশি বড় লট এ ট্রেড এন্ট্রি নিলে মার্জিন অনেক কমে যায় ,ফলে মার্কেট সামান্য বিপরীতে গেলেই একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যায়। তাই সর্বোচ্চ 1:20 লিভারেজ ব্যবহার করা ভালো ।
mim191
2016-07-11, 12:36 AM
আমার মনে হয় আমরা যারা স্বল্প পুজি নিয়ে ফরেক্স করি তাদের জন্য লিভারেজ সুবিধা খুব প্রয়োজন।এজন্য আমরা যারা স্বল্প পুজি নিয়ে ট্রেড করি তাদের জন্য সর্বোচ্চ লিভারেজ নেওয়াই ভালো।কিন্তু যারা অনেক পুজি নিয়ে ট্রেডিং করতে আসেন তাদের জন্য লিভারেজ বেশি না নেওয়াই ভালো।
motiar
2016-07-11, 08:20 AM
প্রথম দিকে লিভারেজ না নেয়াই ভাল কারন প্রথম দিকে লসের সম্ভাবনা থাকে বেশি । যখন লাভের পরিমান বেশি হবে লস কম হবে আপনি মারকেট এনালাইসেস বুঝে জাবেনে ভালোভাব তখন আপনি নিজেই বুঝবেন কত লিভারেজ নিতে হবে ।
nestbdit
2016-07-11, 12:56 PM
ইসলামিক একাউন্টের জন্য আপনার লিভারেজ ১:৫০ না। পোষ্টের ডলার দিয়ে ট্রেড করার জন্য আপনার লিভারেজ ১:৫০। আর লিভারেজ যত বেশি নেবেন ততই বড় লটের ট্রেড করতে পারবেন। লিভারেজ বেশি হলে বড় লট বা বেশি ট্রেড একসাথে খোলা যায়। এতে যেমন বেশি লাভ হওয়ার সম্ভনা আছে তেমন দ্রুত একাউন্ট ব্যালেন্স শুন্য হয়ে যেতে পারে। তবে ফরেক্সে টিকে থাকার জন্য কম লিভারেজ নেওয়ায় ভালো। কারন মার্কেট মেকার ব্রকাররা বেশি লিভারেজ দিয়ে থাকে। আর ইসিএন ব্রকার গুলো সব সময় লিভারেজ কম দিয়ে থাকে। তাই লিভারেজ ১:৫০ বা ১:১০০ হওয়ায় যথেষ্ট।
rafiqulfx1
2016-07-21, 01:53 AM
আমার মনে হয় আমরা যারা স্বল্প পুজি নিয়ে ফরেক্স করি তাদের জন্য লিভারেজ সুবিধা খুব প্রয়োজন।এজন্য আমরা যারা স্বল্প পুজি নিয়ে ট্রেড করি তাদের জন্য সর্বোচ্চ লিভারেজ নেওয়াই ভালো।কিন্তু যারা অনেক পুজি নিয়ে ট্রেডিং করতে আসেন তাদের জন্য লিভারেজ বেশি না নেওয়াই ভালো।
Nazmul1994
2016-08-30, 02:20 AM
লিবারেজ সম্পর্কে আমার ও তেমন কোনো সুনির্দিষ্ট ধারণা নেই , আমিও এই পোস্ট এর মাধ্যমে ধারণা নিতে চাই। আসা করি এক্সপার্ট রা আওয়াজ দিবেন , অগ্রিম ধন্যবাদ
Achraf
2016-08-31, 04:16 AM
আপনি যদি ফরেক্স এ নতুন হন তাহলে আপনার লিভারেজ কম দিয়েই শুরু করা ভালো । আমি যখন ফরেক্স শুরু করি তখন ১ঃ১০০ দিয়ে শুরু করেছিলাম । আর ফরেক্স এ যদি আপনি ভালো দক্ষ হয়ে ওঠেন তাহলে আপনি
১ঃ৫০০ লিভারেজ দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন । বেশি লিভারেজ বিভিন্ন সময় অনেক বড় ক্ষতির কারন হয়ে দারাই ।
vodrolok
2016-09-04, 09:47 PM
যদি ফরেক্সে আপনি কিছুটা অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে মনে হয় লিভারেজ নিয়ে আপনার তেমন কোনো মাথা ব্যাথা নাই। মানি ম্যানেজমেন্ট দিয়েই আপনি ট্রেড নয়ন্ত্রন করেন। আর যদি নতুন হন তাহলে আমি বলবো সিকিউরিটির জন্য আপনি লিভারেজ কমিয়ে নিন। এটাই সবচেয়ে নিরাপদ।
Challange
2016-09-04, 10:25 PM
লিভারেজ একটা গুরুত্বপূর্ণ বিষয় । লিভারেজ এর মূল উদ্দেশ্য হল ব্রোকার কর্তৃক প্রাপ্ত লোন সুবিধা ব্যাবাহার করে যাতে ট্রেডাররা নিজের বিনিয়োগকৃত মূলধনের তুলনায় বড় ট্রেড ওপেন করতে পপারেন আর আমাদের লিভারেজ সুবিধা হল ১:৫০ ,যা ইন্সটা ব্রোকার কর্তৃক ফিক্সট লিভারেজ সিস্টেম । তবে এটার কতটা সঠিক ব্যবহার হবে তা নির্ভর করবে আমাদের উপর ।
MD ALAMIN ARIF
2016-09-04, 10:29 PM
যারা ফরেক্স এ কাজ করেন তাদের জন্য লিভারেজ সুবিধা খুব প্রয়োজন।এজন্য আমরা যারা স্বল্প পুজি নিয়ে ট্রেড করি তাদের জন্য সর্বোচ্চ লিভারেজ নেওয়াই ভালো।কিন্তু যারা অনেক পুজি নিয়ে ট্রেডিং করতে আসেন তাদের জন্য লিভারেজ বেশি না নেওয়াই ভালো। লিভারেজ আমাদের জন্য খুব সুবিধার একটি ব্যাপার । লিভারেজ দিয়ে আমরা আমাদের প্রকৃত ব্যালেন্স এর চেয়ে বেশি টাকার ট্রেড ওপেন করতে পারি ।একেক ব্রোকার একেক অনুপাতে লিভারেজ দেয় ।
Shuvo Ghosh
2016-09-04, 10:36 PM
আমরা সকলেই জানি যে লিভারেজ যত বেশি নেয়া হয় ব্রকার আমাদেরকে ট্রেডং এর সময় তত বেশি ট্রেডিং লোন দেয়। কিন্তু এখানে একটা সমস্যা আছে আপনি নিজেই বিবেচনা করে দেখুন, ধরুন আপনার অ্যাকাউন্টে আছে ১০০ ডরার আর আপনার লিভারেজ ১ঃ৫০০ এখন যদি মার্কেট আপনার বিপরিতে যায় তাহলে লস তো লাভেরি সমান যাবে তাইনা? অতএব লিভারেজ কম রাখাই ভাল।
vodrolok
2016-09-06, 01:32 AM
ফরেক্সে অভিজ্ঞ না হলে যত কম লিভারেজ নেয়া যায় ততো ভালো। তবে অভিজ্ঞ হলে ভিন্ন কথা। কারণ লিভারেজ বেশি থাকলে রিস্ক নেয়া যায় বেশি। আর রিস্ক বেশি নিতে মানি ম্যানেজমেন্ট হওয়া চাই অনেক স্ট্রং। যা অভিজ্ঞতা না থাকলে সম্ভব না।
vodrolok
2016-09-10, 11:57 AM
ফরেক্সে লিভারেজ নেয়ার বিষয়ে নীতি হলো অভিজ্ঞ হলে এবং রিস্ক বিষয়ে জ্ঞান থাকলে যত বেশি লিভারেজ নেয়া হোক সমস্যা নেই। কিন্তু প্রায় আনলিমিটেড সুযোগ কখনো ভুল করতে উৎসাহিত করতে পারে। তাই যে পরিমান আসলে প্রয়োজন নেই তা না নেয়াই উত্তম। আর নতুনদের জন্য কম নেয়াই ভালো। কারণ এতে করে ঝুঁকি নিতে চাইলেও নেয়া যাবে না। এবং বাজে ট্রেড থেকে দূরে থাকতে সাহায্য করবে।
Forex Boy
2016-09-10, 01:02 PM
আপনি কি পরিমান লিবারেজ নিবেন তা আপনার বিষয়। তবে এটা মন রাকবেন আপনি লোভে পরে লিভারেজ যত বেশি নিবেন আপনি নিজেই তত আপনার বিপদ ডেকে আনবেন। এটা টিক যে লিভারেজ বেশি তাকরে লাভ বেশি হয় তবে ভুলে যাবেন না যে লস হয় তার তিন ডবল তাই ভেবে চিন্তে ডিসিসন নিন। আমার মত অনুসারে লিভারেজ নেয়া উচিৎ ১ঃ২০০।
SHOYEB
2016-09-10, 05:45 PM
বোনাস একাউন্টে তো আপনি ৫০ এর বেশি বোনাস নিতে পারছেন না তবে ইনস্টা ফরেক্সে অন্য কোন একাউন্ট থাকলে লিভারেজ সর্বোচ্চ ১০০০ নিতে পারেন । লিভারেজ নিয়ে এটার ব্যবহারটা ভালভাবে করতে হবে না হলে একাউন্ট ক্লোজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে । আমাদের মনে রাখতে হবে লিভারেজ বেশি নিলে ও আমরা ওভারট্রেড করব না ।
jamal191khan
2016-09-17, 07:43 PM
ফরেক্স মার্কেটে আমরা যারা স্বল্প পুজি নিয়ে ফরেক্স করি তাদের জন্য লিভারেজ সুবিধা খুব প্রয়োজন।এজন্য আমরা যারা স্বল্প পুজি নিয়ে ট্রেড করি তাদের জন্য সর্বোচ্চ লিভারেজ নেওয়াই ভালো।কিন্তু যারা অনেক পুজি নিয়ে ট্রেডিং করতে আসেন তাদের জন্য লিভারেজ বেশি না নেওয়াই ভালো।
currency
2016-09-18, 11:59 AM
আসলে লিভারেজ হচ্ছে আমাদের ব্যালেন্স এর উপর আমদের একটা লোন প্রদান করা । লিভারেজ আমাদের জন্য খুব সুবিধার একটি ব্যাপার । লিভারেজ দিয়ে আমরা আমাদের প্রকৃত ব্যালেন্স এর চেয়ে বেশি টাকার ট্রেড ওপেন করতে পারি ।একেক ব্রোকার একেক অনুপাতে লিভারেজ দেয় । তবে আমি বেশি লিভারেজ নেই না সধারনভাবে ১:৫০ অনুপাতে লিভারেজ নিয়ে থাকি।
riponinsta
2017-02-07, 07:16 PM
ফরেক্স মার্কেট এর সিখার সময় অনেক গুরুত্ব বেশি তাই আপনি যদি বেশি লিভারেজ নেন তা হলে আপনি আপনার অ্যাকাউন্ট খুব সহজ এ ০ করে ফেলতে পারেন তাই আমি মনে করি যারা ফরেক্স মার্কেট এ নতুন ট্রেডার তারা ১ঃ৫০ লিভারেজ নিলে ভাল হবে আপনি নতুন অবস্থাই যত কম লিভারেজ নিবেন আপনার অ্যাকাউন্ট তত বেশি দিন টিকে থাকবে আর ফরেক্স মার্কেট এ লাভ করতে হলে টিকে থাকতে হবে
edottc
2017-02-07, 07:31 PM
ভাই ফরেক্স মার্কেটে আমি নতুন লিভারেস ীলব ্িবক আমি বুঝি নাই ধয়া করে আমাকে বুঝিয়ে বলবেন তা হৈলে আমার উপকার হত ।
Mamun13
2017-02-07, 10:55 PM
আসলে লিভারেজ যত কম নিবেন আপনার জন্য ততই ভালো হবে৷লিভারেজ বেশি নিলে আপনি লোভে পড়ে না বুঝে অহেতুক ওভার ট্রেড বা বেশি বেশি ট্রেড করার সুযোগ পাবেন৷ফলে লসের বিশাল ঝুকিঁর মধ্যে থাকবেন৷এক সময় হয়তো ব্যালেন্সই জিরো হয়ে যাবে৷তখনই পরিষ্কার বুঝতে পারবেন বেশি লিভারেজ মানেই হলো নতুন ট্রেডারদের জন্য মস্তবড় কাল্ শাপ্৷
লিভারেজ নিয়ে ট্রেড করলে ব্রোকারেজ হাউজের লাভ বেশি হয়। বড় বড় লটে ট্রেড ওপেন হয় তারা ট্যাক্স বেশি পায়। আর মার্কেট প্রাইস আপনার পক্ষে গেলে আপনি পাবেন বেশি মুনাফা আর বিপক্ষে গেলে একাউন্ট হবে জিরো। আমার মতে লিভারেজ আপনার মূলধকে ঝুকির মধ্যে ফেলে দেয় । এরকম নিরাপত্তাহিনতার মধ্যে মূলধন রেখে ব্যবসা করা কি ঠিক? যত কম লিভারেজ নিয়ে ব্যবসা করা যায়।
Md Masud
2017-05-26, 09:15 AM
আমরা যারা স্বল্প পুজি নিয়ে ট্রেড করি তাদের জন্য সর্বোচ্চ লিভারেজ নেওয়াই ভালো।কিন্তু যারা অনেক পুজি নিয়ে ট্রেডিং করতে আসেন তাদের জন্য লিভারেজ বেশি না নেওয়াই ভালো । আপনার লিভারেজ সুবিধা ১:৫০ হল ইনস্টা ফরেক্সের ফিক্সট লিভারেজ সিস্টেম আর এই সিস্টেম চালুর আগে এই ব্রোকার হতে সর্বোচ্ছ ১:৫০০ লিভারেজ সুবিধা পাওয়া যেত ।
uzzal05
2017-06-16, 09:09 PM
আমি ও আমার একাউন্ট এ লিভারেজ কম রেখেছি। কারন আমি চাই না মার্কেট থেকে দ্রুত ঝরে পরতে। সেজন্য কম লিভারেজ নিয়ে ট্রেড করছি। ফরেক্স এ লিভারেজ যত কম নিবেন তত ভালো। আমি আমার একাউন্ট ১ঃ৫০ লিভারেজ নিয়ে ট্রেড করে যাচ্ছি।
Md_MhorroM
2018-11-27, 06:07 PM
আমার মতে ফরেক্সের বেশ কিছু গুরুত্বপূর্ন ফ্যাক্টরের মাঝে লিভারেজ হলো অন্যতম গুরুত্বপূর্ন ফ্যাক্টর। আমরা অনেকেই এই সম্পর্কে জানিনা। লিভারেজ হল ব্রোকার দ্বারা প্রদেয় ঋণ বা লোণ যা হিসাব হবে ব্রোকার আপনার মূলধনের উপর কত গুন লোণ আপনাকে দিবে । আপনার মূলধন যদি ৩০ ডলার হয় আর যদি লিভারেজ যদি ১;২০০ হয় তবে আপনি ব্রোকার থেকে লোণ নেয়া যাবে ৩০x২০০ = ৬০০০ ডলার ।
sr ritu
2018-11-28, 12:12 PM
আমার মতে লিভারেজটা নেয়া উচিত আমার মার্জিন লেভেল কত সেটা ঠিক রাখার জন্য। এখানে ইসলামিক অ্যাকাউন্ট এর জন্য সোয়াপফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারি। কিন্তু রিয়্যাল ট্রেডের জন্য আমার বিশ্বাস ১:২০০ সবথেকে ভালো। এতে করে আপনি ভলিউমটাও ভালো দিতে পারবেন এবং সাথে সাথে অ্যাকাউন্টাও বেশিক্ষন টিকিয়ে রাখতে পারবেন।
Mdsofizuddin
2018-11-28, 12:24 PM
ফরেক্স মার্কেটে লিভারেজ একটা বিশেষ সুবিধা ।ডিপোজিট আনুসারে লিভারেজ নেয়া জাবে।তবে নতুন গ্রাহকদের জন্য ১ঃ২০০ দিয়া করা ভাল ।তাহলে ঝুকি কম থাকে।লিভারেজ ব্রকার এর উপর নির্ভর করে। এক এক ব্রকার এক এক ভাবে ডিপোজিট দেয় ।
fxjaman
2018-11-28, 12:41 PM
ভাই আমার মতে আপনার ১ঃ৫০ রাখা দরকার, এটাই উত্তম। তবে আর যাই বলেন এই ব্যবসাতে এটা অন্যতম একটা সুযোগ বা সেবা যা আপনি অন্য কোন ব্যবসাতে পাবেন না। কাজেই আপনার উচিত হবে দক্ষতার সাথে ট্রেডিং এর মাধ্যমে লিভারেজের মর্যাদাকে অক্ষুন্ন রাখা একমাত্র তাহলেই আপনি এর স্বাধ গ্রহণ করে আনন্দ পাবেন।
Mamun13
2018-11-28, 06:54 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনি আপনার অ্যাকাউন্টের লিভারেজ কত নিবেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার দক্ষতা ও অভিজ্ঞতার উপর৷আপনি যদি ফরেক্স মার্কেটে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লিভারেজ যত কম নিয়ে ট্রেড করবেন ততই আপনি নিরাপদ থাকবেন,আপনার একাউন্টে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে৷আর যদি আপনি এই মার্কেটে বেশ ভালো অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে অবশ্যই লিভারেজ বেশি নিয়ে ট্রেড করতে পারবেন৷তাতে আপনার কোনো প্রকার সমস্যা হওয়ার কথা নয়৷লিভারেজ বেশি নেওয়ার অর্থ হচ্ছে বেশি রিস্ক নিয়ে ট্রেড করা আর লিভারেজ কম নেয়ার অর্থ হচ্ছে রিস্ক কম নিয়ে ট্রেড করা৷সুতরাং লিভারেজ নেওয়া নির্ভর করবে আপনার দক্ষতা ও অভিজ্ঞতার ওপর৷
marjahan
2018-12-13, 01:41 PM
ফরেক্স একটি ইন্টারন্যাশনাল মার্কেট পেলেস যেখালে বৈদেশীক মুদ্র ক্রয়-বিক্রয় করা হয়। আমি মনে করি ফরেক্স ট্রেডাদের জন্য লিভারেজ প্রয়োজন কারন যারা কাজ করে তাদের জন্য সুবিধা জনক । এক্ষেতে আপনি যত স্ট্যান্ডাড *লিভারেজ ব্যবহার করতে পারবেন । তাছাড়া যত বেশী করে লিভারেজ খুলবেন ততো বেশী ট্রেড *খুলতে পারবেন। তাই অবশেষে বলবো যা কিছু করি চিন্তা করে করতে হবে । তাহলে আমরা সাফল্য হতে পারবো।
jasminbd
2018-12-13, 05:13 PM
ফরেক্স ট্রেডিং এর জন্য লিভারেজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। লিভারেজ এর মানে হল ব্রোকারের কাজ থেকে লোণ নেওয়া। তাই লোণ জিনিসটি দুই মুখী তলোয়ারের এর মত আপনি যদি ঠিকভাবে কাজে লাগেতে পারেন তাহলে এটি আপনাকে ভাল ফলাফল দিবে আর যদি ভালভাবে ব্যবহার করতে না পারেন তাহলে নিঃস্ব হয়তে যাওয়া লাগে। তাই আপনার ডিপোজিটের উপর নির্ভর করে আপনাকে লিভারেজ নিতে হবে। যদি কমপুঁজি নিয়ে ফরেক্স ট্রেডিং করেন তাহলে সেই ক্ষেত্রে লিভারেজ একটু বাড়িয়ে নিতে পারেন। আর যদি আপনি বেশি পুঁজি নিয়ে ট্রেড করেন তাহলে সেক্ষেত্রে যতকম লিভারেজ নিতে পারেন তত ভাল। তবে আমি আপনাদের পরামর্শ দিব যে লিভারেজ ১:১০০ থেকে ১:৫০০ এর মধ্যে রাখতে। এছাড়াও আপনি আপনার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী লিভারেজ সেট করতে পারেন।
Mahidul84
2018-12-13, 05:25 PM
আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে লিভারেজ সম্পর্কে আপনার জানা উচিত। কারণ লিভারেজ এর উপর আপনার ট্রেডিং সিস্টেম অনেকাংশ নির্ভরশীল। আর এই লিভারেজটা নেওয়া হয় যখন আপনি এই মার্কেটে এ্যাকাউন্ট খোলতে যাবেন তখন। আর লিভারেজ ফরেক্স মার্কেটে ট্রেডিং জন্য ১.৫০ নেওয়াটাই সবচেয়ে উত্তম কেননা অল্প লিভারেজে আপনি সহজেই ব্যালেন্স শূন্য হবেন না। এজন্য আমি মনে করি লিভারেজের গুরুত্বটা সবচেয়ে বেশি।
Panna1989
2018-12-13, 05:34 PM
ফরেক্স ট্রেডারদের জন্য লিভারেজ একটি বিশেষ সুবিধা। তবে তা যেনতেন ভাবে ব্যবহার করলে ক্ষতিকর হয়ে দাড়ায়। মনে রাখবেন, উচ্চমাত্রার লিভারেজ নিয়ে কিন্তু স্বল্প অর্থাৎ নিয়ন্ত্রিত মাত্রার ট্রেড করাই উত্তম। কারণ এতে ইকুইটি বেশি থাকে। আমার দৃষ্টিতে 1:1000 লিভারেজ নিয়ে ট্রেড করা ভালো তবে অবশ্যই নিয়ন্ত্রিত ট্রেড করতে হবে।
reser
2019-09-26, 10:01 PM
ফরেক্সে লিভারেজ খুবই ভালো একটা সুবিধা।ছোট পুজির ট্রেডারদের জন্য এটা খুবই প্রয়োজনীয়।এজন্ লিভারেজ নিতে হয়।আর আমার মনে হয় লিভারেজ যেহেতু নিবো সেহেতু অল্প নেওয়া ভাল ।আমি আমার ইন্সটাফরেক্স ট্রেডিং অ্যাকাউন্টে ১:৫০অনুপাতে লিভারেজ নিয়েছি এটা বেশ ভালো লিভারেজ অনুপাত।
sofiz
2019-09-26, 10:13 PM
ফরেক্সে আপনি চাইলে যেকোন পরিমান লিভারেজ নিতে পারেন তবে এটা আপনাকে ভেবেচিন্তে নিতে হবে কারন লিভারেজ ট্রেডিংয়ের জন্য খুবই গুরুত্বপুর্ন। কারন লিভারেজ যদি বেশি নেনে আর একাউন্ট ক্যাপিটাল যদি ছোট হয় তবে সমস্যা হতে পারে। আমার কাছে লিভারেজ ১ঃ১০০ নেওয়াই ভালো।
nurulazim
2019-09-26, 10:33 PM
যারা স্বল্প পুজি নিয়ে ফরেক্স করেন তাদের জন্য লিভারেজ সুবিধা খুব প্রয়োজন।এজন্য আমরা যারা স্বল্প পুজি নিয়ে ট্রেড করি তাদের জন্য সর্বোচ্চ লিভারেজ নেওয়াই ভালো।কিন্তু যারা অনেক পুজি নিয়ে ট্রেডিং করতে আসেন তাদের জন্য লিভারেজ বেশি না নেওয়াই ভালো।
badboy
2019-09-27, 01:23 AM
ফরেক্সে নতুন অবস্থায় আপনি ১:৫০ লেভারেজ নিন এটি সবচাইতে ভালো কারন আপনি প্রথম অবস্থায় লোভ করতে পারেন আর এই জন্য আপনি যদি লেভারেজ কম নেন তাহলে আপনি লোভ করলেও আপনি বেশি ট্রেড ওপেন করতে পারবেন না। তা্ই আপনি কম লেভারেজ দিয়ে শুরু করুন তাহলে আপনি লাভ করতে পারবেন এবং লস করলেও সল্প পরিমান লস করবেন।
IFXmehedi
2019-09-27, 05:53 PM
ভাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ লেভারেজ এর গুরুত্ব অনেক । আমার মতে আপনি যত কম লেভারেজ নিবেন ততই আপনার ট্রেডিং অ্যাকাউন্ট এর জন্য ভাল । কারণ অনেক সময় আমাদের ট্রেড লসে গেলে ওই ট্রেডের উপর আমরা ওভার ট্রেডিং শুরু করে দেই , তারমানে ওই লস পোষানোর জন্য আরও ট্রেড দিতে থাকি । কিন্তু যদি অ্যাকাউন্ট এর লেভারেজ কম হয় তাহলে আমরা আর বেশি ট্রেড দিতে পারব না । একটা নির্দিষ্ট বালান্সে গেলে আমাদের আর নতুন ট্রেড দিতে দিবে না । আমার মনে হয় এটাই ভাল , হয়ত মার্কেট ঘুরে আবার আস্তেও পারে ।
ফরেক্সে যত কম লেভারেজ নেয়া যায় আমার কাছে ততই ভাল কারণ এই লেভারেজ সিস্টেম আমাদের অজান্তেই আমাদের ট্রেড করার জন্য লট সাইজ সরবচ্চ কত হবে সেই লিমিত নির্ধারণ করে দেয় । ফলে আমরা লোভের বসে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে বেশী লটের ট্রেড ওপেন করতে চাইলেও পারবনা । এই ব্যবস্থা যাদের লোভ বেশী তাদের জন্য অনেক কার্যকরী । তাই ১ঃ৫০ উপরে লেভারেজ নেয়া উচিত নয় বলে আমি মনে করি ।
লিভারেজ কতটুকু নিবেন , এটা আপনার উপর নির্ভর করে । আপনি যত বেশি লিভারেজ নিবেন , তত বেশি লাভ করতে পারবেন । আর লাভের পরিমানও যেহেতু বাড়ছে সুতরাং লস টাও বেশি হবে , এটা মাথায় রাখতে হবে । আর এটা আবার নির্ভর করে ব্রোকারদের উপর । কিছু কিছু ব্রোকার ১ঃ৫০০ পর্যন্ত সর্বোচ্চ দেয় , আবার অনেকে ১ঃ২০০০ পর্যন্তও দিয়ে থাকে ।
expkhaled
2019-09-27, 06:44 PM
লিভারেজ সাধারনত লাগে না যদি না কোন বড় ট্রেড নিতে হয় বা অল্প এমাউন্ট দিয়ে বেশী নিতে হলে। তবে যদি আপনি লিভারেজ সাধারন মাপে যদি চান ১:৫০ বা ১:১০০ নিয়ে রাখতে পারেন। তবে মানিম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে না হলে আপনার একাউন্টের ক্ষতি হতে পারে। আর ট্রেড করার সময় স্টপলস-টেকপ্রফিট দিয়ে ট্রেড করতে হবে। নবাগতরা এসএল-টিপি ব্যবহার করতে চান না তাই বার বার একাউন্ট জিরো হয়। তাই সঠিক ধারনা না নিয়ে ফরেক্স ট্রেড করবেন না।
Fxhuman
2019-09-29, 11:52 PM
মূলত লিভারেজ বলতে আমাদের ব্যালেন্স এর উপর আমদের একটা লোন প্রদান করাকে বুঝায় । লিভারেজ আমাদের জন্য খুব সুবিধার একটি ব্যাপার । লিভারেজ দিয়ে আমরা আমাদের প্রকৃত ব্যালেন্স এর চেয়ে বেশি টাকার ট্রেড ওপেন করতে পারি ।একেক ব্রোকার একেক অনুপাতে লিভারেজ দেয় । এটা আমরাই ঠিক করে দিতে পারি যে আমরা কি পরিমান লিভারেজ নিব । আমরা যত বেশি লিভারেজ নিব তত বেশি বড় ট্রেড ওপেন করতে পারব এবং লাভবান হতে পারব ।
souravkumarhazra6763
2019-10-01, 08:10 PM
ফরেক্স মার্কেট এ লিভারেজ একটি গুরুত্বপূর্ণ জিনিস,কারণ এটির উপর লাভ লস নির্ভর করে থাকে,তাই আপনার ব্যালেন্স অনুযায়ী লিভারেজ ব্যবহার করা উচিত,আমি ফোরাম বোনাস দিয়ে ট্রেড করে থাকি,তাই আমার সর্বোচ্চ লিভারেজ এই বিজিনেস এ ১.৫০,বিভিন্ন একাউন্ট এর জন্য বিভিন্ন লিভারেজ থাকে।
Rajib_Biswas
2019-10-01, 09:12 PM
ফরেক্সে কি পরিমান লিভারেজ নিবেন সেটা নির্ভর করবে ফরেক্স মার্কেটে আপনার ট্রেডিং দক্ষতা এবং আপনার মূলধনের উপর। আপনি ফরেক্স মার্কেটে একজন দক্ষ ট্রেডার হলে এবং আপনার মূলধন বেশি হলে আপনি লিভারেজ বেশি নিতে পারেন। কিন্তু আপনি যদি ফরেক্স মার্কেটে একজন নতুন ট্রেডার এবং আপনার মূলধন কম হয় তাহলে কম পরিমান লিভারেজ নেওয়াই ভালো। সে ক্ষেত্রে স্টান্ডার্ড লিভারেজ হলো 1:50। ফরেক্স মার্কেটে কোন কোন ব্রোকার সর্বোচ্চ এক ডলারের বিপরীতে এক হাজার ডলার পর্যন্ত লিভারেজ নেওয়ার সুবিধা প্রদান করে থাকে। তবে ইনস্টা ফরেক্স ব্রোকার এর ফ্রি পোস্টিং বোনাস গ্রহণ করতে হলে আপনার ট্রেডিং অ্যাকাউন্টের লিভারেজ অবশ্যই 1:50 হতে হবে। অন্যথায় আপনি পোস্টিং বোনাস থেকে বঞ্চিত হবেন।
লিভারেজ সব সময় সবোর্চ্চটাই নেওয়া উচিৎ কারণ কখনো কখনো ১০০% প্রফিটের সম্ভাবনায় ট্রেড করা যায়। তখন যদি লিভারেজ সর্বোচ্চটা থাকে তাহলে বড় বড় ট্রেড ওপেন করে খুব ভাল প্রফিট অর্জন করা যায়।
Hredy
2019-10-12, 12:58 PM
কি পরিমান লিভারেজ নিবেন এটা নির্ভর করে ডিপোজিটের পরিমান এবং ব্রোকারের ওপর। বিভিন্ন ব্রোকার আমাদের বিভিন্ন অনুপাতে লিভারেজ দিয়ে থাকে । ইন্সটাফরেক্স ব্রোকার ডিপোজিটের ওপর আমাদেরকে সর্বোচ্চ ১ঃ১০০০ গুন পর্যন্ত লিভারেজ দিয়ে থাকে। লিভারেজ হচ্ছে আমাদের ব্যালেন্স ডিপোজিটের উপর আমদের একটা লোন প্রদান করা যাতে আমরা ট্রেডে এন্ট্রি নিতে পারি। কারণ ফরেক্স মার্কেটে আমাদের মত ছোট ইনভেস্টরদের ছোট ইনভেস্ট দ্বারা ট্রেড করা যায় না যেকারণে লিভারেজ আমাদের জন্য খুবই অপরিহার্য একটি বিষয়। লিভারেজ দিয়ে আমরা আমাদের প্রকৃত ব্যালেন্স এর চেয়ে বেশি টাকার ট্রেড ওপেন করতে পারি । এটা আমরাই ঠিক করে নিতে পারি যে আমরা কি পরিমান লিভারেজ নিব । আমরা যত বেশি লিভারেজ নিব তত বেশি বড় ট্রেড ওপেন করতে পারব। আপনি যদি ১ঃ৫০ গুন লিভারেজ নেন এবং আপনার ডিপোজিট যদি ১০০ ডলার হয়ে থাকে তাহলে লিভারেজের ফলে আপনার ডিপোজিট হবে ৫০০০ ডলার। কিন্তু শর্ত অনুযায়ী আপনি ব্রোকারের লিভারেজ লস করতে পারবেন না। শুধুমাত্র লিভারেজটাকে কাজে লাগিয়ে প্রফিট করতে পারবেন।
sofiz
2019-10-12, 01:26 PM
ফরেক্স মার্কেটে লিভারেজ গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক ব্রোকারই বেশি লিভারেজ দেবার লোভ দেয় যা আসলে মোটেই ভালো নয়। কারন আপনার যদি লিভারেজ বেশি থাকে তখন আপনাকে বেশি বেশি ট্রেড নিতে মনে চাইবে এবং অতিরিক্ত লোভের আশায় যখন বেশি ট্রেড নিবেন তখন লসে পড়ে যেতে হবে। তাই লিভারেজ যত কম নেয়া যাবে ততই ভালো ১ঃ১০০ বা ১ঃ২০০ নিতে পারেন ।
KaziBayzid162
2019-10-12, 03:11 PM
লিভারেজ নেওয়ার অর্থ হল লোন নেয়া, অর্থাৎ বিভিন্ন ব্রোকার আমাদেরকে বিভিন্ন ধরনের লোন প্রদান করে থাকে, যাতে করে আমরা স্বল্প ব্যালেন্স ডিপোজিট করেও অনেক বড় লটে ট্রেড ওপেন করতে পারি,তারমানে লিভারেজ এর সুবিধা নিয়ে আমরা 100 ডলার ডিপোজিট করে ও 1000-10000 ডলার ব্যালেন্সের সমপরিমাণ ট্রেড ওপেন করতে পারি, এবং আমরা যারা স্বল্প পরিমাণ ডিপোজিট করে ট্রেডিং শুরু করতে চাই এটা তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ, কিন্তু আমার মতে লেভারেজ এর পরিমাণ 1:50 এর থেকে বেশি নেওয়া উচিত নয়,কেননা আমার যখনই অনেক বেশি লেভারেজ নিয়ে বড় লটে ট্রেড ওপেন করব তখন যদি মার্কেট আমাদের বিপরীত দিকে যেতে থাকে তাহলে যেকোনো সময় আমাদের ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে,তবে কেউ যদি খুব ভালোভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং করতে পারে তাহলে সে এর থেকে বেশি লিভারেজ নিউ একাউন্ট ওপেন করতে পারে, কিন্তু আমার কাছে 1; 50 লেভারেজ নেওয়াই সবথেকে উত্তম বলে মনে হয়, কারণ এতে আমার ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার ঝুঁকি কম থাকবে।
riadfx
2019-10-13, 06:57 PM
লিভারেজ কম নেওয়াটাই সবচেয়ে বেশি ভালো হতে পারে কারন বেশি লিভারেজ নিলে দেখা যায় অল্প এমাউন্ট নিয়েও অধিক টৃরেড করা হয়ে যাচ্ছে কারন লিভারেজ যেহেতু বেশি তাই ট্রেড অনেক বেশিই নিতে পারবেন এতে করে অতিরিক্ত লাভ বা অতিরিক্ত লস হবার সম্ভাবনা থাকে। তবে লস হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তাই লিভারেজটা কম নেওয়াই ভালো হবে ১ঃ৫০,১ঃ১০০ লিভারেজ নিতে পারেন আপনি।
TanjirKhandokar1994
2019-10-13, 07:56 PM
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে নিভারেজ আমার মনে হয় ১ঃ৫০ নেয়াই যুক্তিযুক্ত। কেননা এই পরিমাণ লিভারেজ নিয়েই অনেক ট্রেডারই ট্রেড করে থাকেন। এবং যেহেতু আমাদের বিনিয়োগ কম আর তাই আমি মনে করি আমাদের এই পরিমাণ লিভারেজ নিয়েই কাজ করা উচিত। তবে যাদের মূলধন বেশি তারা চাইলে কম লিভারেজ নিয়েই কাজ করতে পারেন। এতে কোন সমস্যা নেই। ধন্যবাদ
1998am
2019-10-13, 10:25 PM
এখানে লিভারেজ কতটুকু নিবেন , এটা আপনার উপর নির্ভর করে । আপনি যত বেশি লিভারেজ নিবেন , তত বেশি লাভ করতে পারবেন । আর লাভের পরিমানও যেহেতু বাড়ছে সুতরাং লস টাও বেশি হবে , এটা মাথায় রাখতে হবে । আর এটা আবার নির্ভর করে ব্রোকারদের উপর । কিছু কিছু ব্রোকার ১ঃ৫০০ পর্যন্ত সর্বোচ্চ দেয় , আবার অনেকে ১ঃ২০০০ পর্যন্তও দিয়ে থাকে ।
reser
2019-10-26, 01:35 AM
ফরেক্স ট্রেডিং করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই লিভারেজ ব্যবহার করতে হবে। এতে করে আপনি একটি স্ট্যান্ডার্ড লিভারেজ ব্যবহার করতে পারেন এবং সেটি হচ্ছে ১ঃ১০০। আপনি আপনার লিভারেজ যত বাড়াবেন আপনি তত বেশি পরিমাণে ট্রেড খুলতে পারবেন।
abilkis7
2019-10-26, 10:25 AM
আসলে ফরেক্স এ লিভারেজ সম্পূর্ণ আপনার জানার উপর নির্ভর করবে। আপনি যদি নতুন ট্রেডার হন তাহলে অবশ্যই লিভারেজ সর্বোচ্চ ১:১০০ এর বেশি নেওয়াটা ঠিক হবে না। আর যদি আপনি একজন ভাল ট্রেডার হন তাহলে অবশ্যই আপনি ১:১০০০ নিলেও কোন সমস্যা নাই। আর ফোরামের ট্রেডিং একাউন্টের ক্ষেত্রে আপনাকে লিভারেজ নিতে হবে ১:৫০।
KAZIMAJHARULISLAM
2019-10-26, 11:59 AM
বিশেষ করে যে সকল ট্রেডারদের ব্যালেন্সের পরিমাণ খুবই সামান্য তাদের জন্য লিভারেজ নেওয়া খুবই উপকারী, কারণ লেভারেজ নেওয়ার মাধ্যমে সামান্য ব্যালান্স দিয়েও বড় লটে ট্রেড ওপেন করা সম্ভব, তবে লিভারেজ নিতে হলে খুব সতর্ক থেকে লিভারেজ নির্ধারণ করা উচিত, কেননা অনেক বেশি লিভারেজ নির্ধারণ করে ট্রেডিং করলে যেকোনো সময় অ্যাকাউন্ট ব্যালান্স শূন্য হয়ে যেতে পারে। তাই ফরেক্স মার্কেটে টিকে থেকে সফলতার সাথে ব্যবসা করার জন্য ১:৫০ লেভারেজ নেওয়াই আমার কাছে উত্তম বলে মনে হয়। এবং আমি নিজেও ১:৫০ লেভারেজ নির্ধারণ করে অ্যাকাউন্ট ওপেন করেছি ।
samirarman
2019-10-30, 10:15 PM
সাধারন্ত আমার মতে, ফরেক্স একটি ইন্টারন্যাশনাল মার্কেট পেলেস যেখালে বৈদেশীক মুদ্র ক্রয়-বিক্রয় করা হয়। আমি মনে করি ফরেক্স ট্রেডাদের জন্য লিভারেজ প্রয়োজন কারন যারা কাজ করে তাদের জন্য সুবিধা জনক । এক্ষেতে আপনি যত স্ট্যান্ডাড *লিভারেজ ব্যবহার করতে পারবেন । তাছাড়া যত বেশী করে লিভারেজ খুলবেন ততো বেশী ট্রেড *খুলতে পারবেন। তাই অবশেষে বলবো যা কিছু করি চিন্তা করে করতে হবে । তাহলে আমরা সাফল্য হতে পারবো।
SHARIFfx
2019-10-30, 10:24 PM
আমার মতে কম লেভারেজ দিয়ে ট্রেড ওপেন করা উত্তম। আপনি যদি কম লেভারেজ দিয়ে ট্রেড করেন তা হলে আপনার ফ্রি মারজিন অনেক কমে যাবে আর এতে করে আপনি মার্কেটে ঝুকিপূর্ণ অবস্থা পরবেন না। আমাদের উচিত ১ঃ১০০ বা ১ঃ৫০০ এর বেশি লেভারেজ সেট করা উভিত নয়। কারন অনেক সময় সেন্টিমেন্ট হয়ে অনেক বেশি ভলিউম ট্রেড ট্রেডার ওপেন করে পেলে আর বেলেন্স তাড়াতাড়ি খালি করে পেলে তাই সেই হিসাব অনুযায়ী আমাদের কে কম লেভারেজ দিয়ে ট্রেড নেওয়া উত্তম।
Grimm
2019-10-30, 10:49 PM
আমার মতে আপনি যত কম লিভারেজ নিবেন তত কম লট ব্যবহার করতে পারবেন আর যত কম লট ব্যবহার করতে পারবেন ততই এই মার্কেটে ঝুকিমুক্ত থাকতে পারবেন। তবে সে সময় আপনি বেশি করে উপার্জন করতে পারবেন না। তারপরও আমি বলবো সেটা অনেক ভাল। কারণ বেশি মুনাফার আশায় যদি বেশি লট নিয়ে ট্রেড করেন তাহলে আপনি এক সময় আপনার সমস্ত মুলধন লস করে দিতে পারেন। এর থেকে ভাল যত কম লট নিয়ে ট্রেড করা যায়। তাই লিভারেজ কম নেওয়াটাই ভাল।
বৈদেশিক মুদ্রার মধ্যে লিভারেজ ব্যবসায়ীদের তহবিলের ব্রোকারের theণের আকারের অনুপাত হয় অন্য কথায় সম্ভাব্য আয় বাড়ানোর জন্য verageণ নেওয়া মূলধন তাই ফরেক্স লিভারেজ কোনও ব্যবসায়ীর পক্ষে কেবল তার ব্যবহারের চেয়ে অনেক বেশি পরিমাণে বাণিজ্য করার উপায় ব্যবসায়ের মূলধনের সীমিত পরিমাণের নিজস্ব।
ফরেক্স বিজনেসের জন্য লিভারেজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কত লিভারেজ নিয়ে ট্রেডিং করবেন তা নির্ভর করে ব্রোকার আপনাকে কি পরিমাণ লিভারেজ দিতে ইচ্ছুক এবং আপনি কতটা পরিমাণ লিভারেজ হ্যান্ডেল করতে পারবেন। কারণ লিভারেজের পরিমাণ যত বেশি হবে আপনি তত বড় বড় লট সাইজ ইউজ করতে পারবেন। ফলে একদিকে যেমন আপনার বেশি লাভ হবে তেমনি লস ও হবে। বিভিন্ন ব্রোকার বিভিন্ন ধরনের লিভারেজ দিয়ে থাকে কেউ ১:৫০০ আবার কেউ ১:২০০০ পর্যন্ত সর্বোচ্চ লিভারেজ দিয়ে থাকে। আমার কাছে স্ট্যান্ডার্ড লিভারেজ হচ্ছে ১:১০০ ।
martin
2019-11-24, 04:51 PM
লিভারেজ কতটুকু নিবেন , এটা আপনার উপর নির্ভর করে । আপনি যত বেশি লিভারেজ নিবেন , তত বেশি লাভ করতে পারবেন । আর লাভের পরিমানও যেহেতু বাড়ছে সুতরাং লস টাও বেশি হবে , এটা মাথায় রাখতে হবে । আর এটা আবার নির্ভর করে ব্রোকারদের উপর । কিছু কিছু ব্রোকার ১ঃ৫০০ পর্যন্ত সর্বোচ্চ দেয় , আবার অনেকে ১ঃ২০০০ পর্যন্তও দিয়ে থাকে ।
হ্যালো বন্ধুরা আমার তথ্যানুসারে লিভারেজ হ'ল সম্পদ কেনার ক্ষেত্রে নতুন নতুন ইক্যুইটির পরিবর্তে ডিপার্টমেন্টের ব্যবহার সম্পর্কিত কোনও কৌশল, প্রত্যাশা নিয়ে যে লেনদেন থেকে ইক্যুইটিধারীদের জন্য ট্যাক্স লাভের পরে কোনও সংস্থার capitalণের মূলধন ডেবিটের অনুপাত পুরোপুরি বন্ধ হয়ে যায় Exp গিয়ারিং এর সাধারণ শেয়ারের মান। লিভারেজ একটি ব্যবসায়িক শব্দ যা বোঝায় যে কোনও ব্যবসা কীভাবে সূচনা বা প্রসারণের জন্য নতুন সম্পদ অর্জন করে। যখন কোনও ব্যবসায় লিভারেজ করা হয় এর অর্থ হ'ল ব্যবসায় সম্পদ ক্রয় হারাতে সন্ধানের জন্য অর্থ ধার করেছে। ব্যবসায়ীরা বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ জোগাড় করে ইক্যুইটির মাধ্যমেও লিভারেজ ব্যবহার করতে পারে। বৈদেশিক মুদ্রার বাজারে লিভারেজের সমস্ত কিছু যা আপনি খুব সামান্য বিনিয়োগ ব্যবহার করে খুব বেশি লাভ করতে সক্ষম হবেন না এই লিভারেজ ব্যবহার না করে এটি আপনাকে এমন ধরণের গাছগুলি খুলতে সহায়তা করে যার সাথে খুব সহজেই আপনি খুব অল্প বিনিয়োগের মাধ্যমে আরও বেশি লাভ অর্জন করতে পারেন আপনার ব্যবসায়িক ব্যবসায়ের জন্য লোভী হয়ে উঠবেন না এবং সর্বদা যুক্তিযুক্ত উত্সাহটি বুঝতে এবং ব্যবহার করার জন্য কী কী উত্সাহ লাভ এবং লিভারেজ কী তা ভাল তা বোঝার একটি কারণ is
uzzal05
2019-12-31, 07:19 AM
লিভারেজ যেমন সুবিধা আছে। তেমনি অসুবিধাও আছে। আসলে লিভারেজ বেশি থাকলে আমরা বড় লট সাইজ ওপেন করে ট্রেড করতে পারি। কিন্তু একাউন্ট এ লিভারেজ যত কম ব্যবহার করা যায় ততই একাউ্ন্ট এর জন্য ভালো। আর ফরেক্স এ আমি সাধারনত ১ঃ২০০ এর বেশি লিভারেজ পছন্দ করি না।
আমার মতে ট্রেড করার জন্য ১ঃ১০০০ লিভারেজ নেওয়াই সবচাইতে ভাল।তবে লিভারেজ বেশি নিলে প্রতিটি ট্রেড সাবধনতার সাথে করা উচিত এবং লিভারেজ ব্যবহারে সবসময় সর্তকতা অবল্বমন করতে হবে।এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আপ্নিও কত লিভারেজ নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করবেন তবে আমার মতে ১:১০০০ লিভারেজ নেওয়াটাই ভাল এতে ফরেক্স মার্কেটে লস জাওয়ার তেমন কোন সম্ভাবনা থাকে না আর আপনি যদি ফরেক্সয মার্কেটে খুব বেশি ভালো হন তাহলে বেশি লিভাএরজ নিয়ে ট্রেড করতে পারেন।
saraa
2020-02-23, 04:42 PM
এটি ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করার একটি দুর্দান্ত উপায়। আমি নিশ্চিত যে প্রোগ্রামটি বর্ণিত হওয়ার চেয়ে আরও বেশি শিক্ষামূলক হবে। আরও সফল পেশাদার ব্যবসায়ী গড়ে তোলার লক্ষ্যে উত্সাহমূলক ইভেন্টগুলি নিয়ে সর্বদা আসার জন্য আমাকে অবশ্যই ইন্সটাফরেক্সকে কুদো দিতে হবে। আমি অপেক্ষা করছি কখন এই জাতীয় ইভেন্টটি আমার নিজের মতো করে বিশ্বজুড়ে সংগঠিত হবে।মূল সমাধানটি স্বকে অস্বীকার করা। এটার মানে কি? স্ব অর্থ হ'ল অভ্যন্তরীণ আকাঙ্ক্ষা কিছু করার বা অনায়াসে কিছু করার জন্য বিশেষত যখন এই জিনিসগুলির বর্তমানে প্রয়োজন হয় না। এর অর্থ কিছুটা পাওয়ার বা উপভোগ করার জন্য মুরব্বী আকাঙ্ক্ষা। এই ধারণাটি অস্বীকার করা যখন এটি একের মধ্যে ছড়িয়ে পড়ে বিষয়টি মীমাংসা করে।
TANJIRZOOM2020
2020-02-23, 05:04 PM
ফরেক্সে নতুন অবস্থায় লিভারেজ কম নেওয়া ভাল।কারণ লিভারেজ বেশী নিলাম কিন্তু মার্কেটে টিকে থাকতে পারলাম না। তাহলে তো লস এর আশঙ্কা থাকল।তাই লিভারেজ কম নিলে লস ও কম হবে। মার্কেটে ও বেশী দিন ট্রেড করা যাবে।আমি ১:৫০ লিভারেজ নিয়ে কাজ করি।আপনারা চাইলে ১:১০০,১:৫০০,১:১০০০ নিতে পারবেন। তবে মনে রাখতে হবে লিভারেজ ইচ্ছামত নিলাম কিন্তু ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারলাম না।পরে গিয়ে বলাম ফরেক্স ভাল না। এটা আগে ভাল ভাবে বুঝতে হবে।
Sapna1212
2020-02-25, 07:57 AM
কাটাচামচ কোন বিবৃতি নেই, এতে কাজ করা ফ্রি, আমাদের অ্যাকাউন্ট তৈরি করে তাতে কাজ করতে হবে এবং আমরা কোনো বিবৃতি গ্রহণ করি না এবং আমার কাজ করার সময় আমি যে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কাজ করি তার উপর ফোকাস করা উচিত । মনোযোগ দিলে আমাদের আরও বেশি করে কাজ হবে এবং আমরা খুব ভালো বোনাস পাব ।
fxhazera
2020-02-25, 08:27 AM
ফরেক্স আপনি আপনার ১ ডলারে বিপরীতে ৫০০০ ডলার ও লিভারেজ নিতে পারেন।কিন্তু লিভারেজ কম নেওয়াই ভালো।এর ফলে আপনি ছোট ছোট ট্রেড করবেন অনেক পিপস হাতে নিয়ে।আমার ইনেস্টাফরেক্সর একাউন্ট ১ঃঃ৫০ লিভারেজে আর সুদমুক্ত ইসলামিক একাউন্ট।
Grimm
2020-02-25, 08:41 AM
আমার মতে আপনি যত কম লিভারেজ নিয়ে ট্রেড করবেন তত এই মার্কেটে সিকিউর থাকবেন। কারণ কম লিভারেজে আপনি বেশি ঝুকি নিয়ে ট্রেড করতে পারবেন না। আর বেশি ঝুকি হতে নিজেকে রক্ষা করতে পারলে আপনি খুব সহজেই এই মার্কেটে দীর্ঘ সময় টিকে থেকে ট্রেড করতে পারবেন যা আপনাকে সফল হতে সাহায্য করে থাকবে। তাই আমার মতে সবাইকে কম লিভারেজ নিয়ে এই মার্কেটে ট্রেড করা উচিত। আর আমি বর্তমানে সেটাই করতাছি। কারণ আমি এর আগে বেশি লিভারেজ নিয়ে ট্রেড করে দেখেছি যেখানে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতাম না যার ফলে আমার সব চলে গিয়েছিল।
Hridoy6763
2020-02-25, 09:18 AM
ফরেক্স মার্কেট ট্রেড করার জন্য আপনার লিভারেজ কত হবে তা নির্ভর করে থাকে আপনার ব্যালেন্স এর উপ্র,আমি সাধারণত ফোরাম বোনাস দিয়ে ট্রেড করে থাকি আমার লিভারেজ হাইয়েস্ট হয়ছে ১ঃ৫০,আর আমি মনে করি এই লিভারেজ খুব ভালো ফরেক্স মার্কেট ট্রেড করার জন্য,কম লিভারেজ এ রিস্ক ফ্রী তে ট্রেড করা যাই।
amreta
2020-02-25, 10:40 AM
ফরেক্স ব্যাবসা করার জন্য কি পরিমান লিভারেজ নেয়া উচিৎ । আপনারা আপনাদের মতামত জানালে খুশি হব । আমার লিভেরেজ ১ঃ ৫০ কারন আমার টা ইসলামিক একাউন্ট। আপনাদের লিভারেজ কত ?
প্রিয় সদস্য, আমরা যদি ফরেক্সে বোনাসের শেয়ার বাণিজ্য করি তবে আমরা খুব কম লিভারেজ পাই। আমরা যদি আমাদের বিনিয়োগ করে বাণিজ্য করি তবে আপনি নিজের পছন্দমতো লাভ পেতে পারেন এবং এতে ট্রেড করে আপনি খুব ভাল লাভ অর্জন করতে পারেন। তবে এটি সম্পর্কে আপনার সম্পর্কে খুব ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা থাকা উচিত কারণ কেবল আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা আপনাকে একটি ভাল ব্যবসায়ী করতে পারে না আপনার লিভারেজকে
KGF3010
2020-02-25, 11:43 AM
ফোরামের ডলার দিয়ে ফরেক্স ট্রেডিং করেন তা হলে আপনি আপনার ইচ্ছা মত লিভারেজ নিতে পারবেন না ব্রোকার আপনাকে ১:৫০ লিভারেজ ফিক্সড করে দিবে যা দিয়েই আপনাকে ফরেক্সে ট্রেড করতে হবে।তবে হ্যা আপনি যদি আপনার নিজের গাটি থেকে ডলার ডিপোজিট করে তার পর ফরেক্সে ট্রেড করেন তা হলে সেক্ষেত্রে আপনি আপনারে ইচ্ছা মত সবোচ্চ ১:১০০ প্রর্যন্ত লিভারেজ বেছে নিতে পারবেন।
FREEDOM
2020-04-09, 08:25 PM
ফরেক্স ব্যাবসা করার জন্য কি পরিমান লিভারেজ নেয়া উচিৎ । আপনারা আপনাদের মতামত জানালে খুশি হব । আমার লিভেরেজ ১ঃ ৫০ কারন আমার টা ইসলামিক একাউন্ট। আপনাদের লিভারেজ কত ?
ফরেক্স আপনি আপনার চাহিদামতো লিভারেজ নিতে পারেন। চমি যখন রিয়েল একাউন্ট রেজিষ্ট্রেশন করি তখন ১ঃ১০০০ লিভারেজ ব্যাবহার করেছিলাম এতে করে বেশি লটে ট্রেড নেওয়া হতো। আর বেশি লটে ট্রেড নিতে গিয়ে অনেকবারই বড় এমাউন্ট লস করেছি। তারপর থেকে ছোট লটে ট্রেড করা শুরু করি। আসলে আমার কাছে মনে হয় লিভারেজ কোন ম্যাটার না কারন ট্রেড তো আপনি করবেন সেখানে রিস্ক বেশি নিবেন নাকি কম নিবেন সেটা আপনি ঠিক করবেন। তবে স্বাভাবিকভাবে লিভারেজ ১ঃ২০০ নেওয়া ভালো হয় বলে আমার ধারনা।
smbiplob
2020-04-10, 12:41 AM
আমার মতে ফরেক্স ট্রেডিং এ কম লেভারেজ নেয়াই উত্তম এবং ফরেক্স ট্রেডিং এর জন্য লিভারেজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং লেভেরেজ এর মানে হল ব্রোকারের কাজ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ লোন নেওয়া। আর লোন জিনিসটি দুই মুখী তলোয়ারের এর মত আপনি যদি ঠিকভাবে কাজে লাগেতে পারেন তাহলে এটি আপনাকে ভাল ফলাফল দিবে আর যদি ভালভাবে ব্যবহার করতে না পারেন তাহলে এর ফলে আপনি অনেক ক্ষতির সম্মুখীন হবেন । আপনাকে আপনার ডিপোজিটের উপর নির্ভর করে আপনাকে অ্যাকাউন্ট এ লিভারেজ নিতে হবে এবং আপনি যদি কমপুঁজি নিয়ে ফরেক্স ট্রেডিং করেন তাহলে সেই ক্ষেত্রে লেভারেজও কম নিবেন ।
uzzal05
2020-04-10, 01:09 AM
ফরেক্স এ বেশি লিভারেজ নিলে যে বেশি লাভ করা যায় তা কিন্তু ঠিক নয়। আসলে যত বেশি লিভারেজ নিবেন তত বেশি লট সাইজ ব্যবহার করতে মন চাইবে। তাই কম লিভারেজ থাকলে আপনি চাইলেই বড় লট ব্যবহার করে ট্রেড করতে পারবেন না।
XXXTentacion
2020-04-10, 04:07 PM
গণনার প্রয়োজন তবে ফরেক্স আর কোনও গণিতবিদ চান না এটি হ'ল নগণ্য গণনার জন্য বিট গণিতের সহজ গণিতের সামান্যতম প্রয়োজন কয়েকটি কীভাবে এখন পর্যাপ্ত পরিমাণে গণিত ধরবেন না তারা কীভাবে নতুন এক্সট্রা ডিলার ক্রয় ও বিক্রয় বিনিময় হতে পারে যদি আপনি ইন্টারচেঞ্জের ক্ষেত্রের ভিতরে সঠিক তহবিল বিকাশে আমেরিকা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রে রাজ্যগুলিকে সুবিধার্থ করতে চান তবে অবশ্যই এটি অবশ্যই একটি গ্রুপের প্রযুক্তি হতে হবে। এটি এ
Pavel66
2020-06-25, 12:31 PM
ফরেক্স ট্রেডিং এর জন্য লিভারেজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। লিভারেজ এর মানে হল ব্রোকারের কাজ থেকে লোণ নেওয়া। তাই লোণ জিনিসটি দুই মুখী তলোয়ারের এর মত আপনি যদি ঠিকভাবে কাজে লাগেতে পারেন তাহলে এটি আপনাকে ভাল ফলাফল দিবে আর যদি ভালভাবে ব্যবহার করতে না পারেন তাহলে নিঃস্ব হয়তে যাওয়া লাগে। এই ব্যবস্থা যাদের লোভ বেশী তাদের জন্য অনেক কার্যকরী । তাই ১ঃ৫০ উপরে লেভারেজ নেয়া উচিত নয় বলে আমি মনে করি ।
konok
2020-06-25, 12:48 PM
বিভিন্ন ব্রোকার আমাদের লিভারেজ দিয়ে থাকে । লিভারেজ হচ্ছে আমাদের ব্যালেন্স এর উপর আমদের একটা লোন প্রদান করা । লিভারেজ আমাদের জন্য খুব সুবিধার একটি ব্যাপার । লিভারেজ দিয়ে আমরা আমাদের প্রকৃত ব্যালেন্স এর চেয়ে বেশি টাকার ট্রেড ওপেন করতে পারি ।একেক ব্রোকার একেক অনুপাতে লিভারেজ দেয় । এটা আমরাই ঠিক করে দিতে পারি যে আমরা কি পরিমান লিভারেজ নিব । আমরা যত বেশি লিভারেজ নিব তত বেশি বড় ট্রেড ওপেন করতে পারব এবং লাভবান হতে পারব । ফরেক্স অ্যাকাউন্ট খোলা নতুনদের জন্য ভালো। তবে কারো জদি কোন নির্দিষ্ট স্ট্রাটেজি খাকে, তবে সে তার অনুপাতে লিভারেজ নিতে পারে। এতে কোন সমস্যা নাই।
Starship
2020-06-25, 01:21 PM
ফরেক্স এ কি পরিমান লিভারেজ নেওয়া উচিত
আমাদের প্রথমে জানতে হবে লিভারেজ কি? এর সুবিধা অসুবিধা কি? লিভারেজ মূলত হচ্ছে ব্রোকারের কাছে থেকে ঋন নেওয়াকে বুঝায়। এর সুবিধা হলো যদি আপনি এই লিভারেজকে সঠিক ভাবে কাজে লাগান তাহলে লাভবান হবেন। এর অসুবিধা হলো যথাযথ ট্রেড না করতে পারলে ঋনগ্রস্থ হবেন না নিঃস্ব হয়ে যাবেন। তাই যত কম পারা যায় লিভারেজ কম নেওয়াই ভালো। এখানে ১ঃ১০০ বা ১ঃ৫০০ পর্যন্ত লিভারেজ নেওয়া যায়।
zakia
2020-07-04, 09:24 AM
মূলত লিভারেজ বলতে আমাদের ব্যালেন্স এর উপর আমদের একটা লোন প্রদান করাকে বুঝায় । লিভারেজ আমাদের জন্য খুব সুবিধার একটি ব্যাপার । লিভারেজ দিয়ে আমরা আমাদের প্রকৃত ব্যালেন্স এর চেয়ে বেশি টাকার ট্রেড ওপেন করতে পারি ।একেক ব্রোকার একেক অনুপাতে লিভারেজ দেয় । ফরেক্সে আপনি চাইলে যেকোন পরিমান লিভারেজ নিতে পারেন তবে এটা আপনাকে ভেবেচিন্তে নিতে হবে কারন লিভারেজ ট্রেডিংয়ের জন্য খুবই গুরুত্বপুর্ন। কারন লিভারেজ যদি বেশি নেনে আর একাউন্ট ক্যাপিটাল যদি ছোট হয় তবে সমস্যা হতে পারে। আমার কাছে লিভারেজ ১ঃ১০০ নেওয়াই ভালো।
ফরেক্স একটি ইন্টারন্যাশনাল মার্কেট পেলেস যেখালে বৈদেশীক মুদ্র ক্রয়-বিক্রয় করা হয়। আমি মনে করি ফরেক্স ট্রেডাদের জন্য লিভারেজ প্রয়োজন কারন যারা কাজ করে তাদের জন্য সুবিধা জনক । এক্ষেতে আপনি যত স্ট্যান্ডাড *লিভারেজ ব্যবহার করতে পারবেন।আসলে এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আপ্নিও কত লিভারেজ নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করবেন তবে আমার মতে ১:১০০০ লিভারেজ নেওয়াটাই ভাল এতে ফরেক্স মার্কেটে লস জাওয়ার তেমন কোন সম্ভাবনা থাকে না।
FATEMARUMA
2020-07-04, 03:23 PM
ফরেক্সে যে কেউ যেকোনো লিভারেজ নিয়ে কাজ করার সুযোগ পেতে পারেন। তবে লিভারেজ নেওয়ার জন্য অবশ্যই আপনার একাউন্ট ব্যালেন্স এর দিকে লক্ষ্য রাখা জরুরী।
HASIBURRAHMAN
2020-07-04, 03:28 PM
আপনি কত ডলারের অ্যাকাউন্ট পরিচালনা করতে চান তার উপরে নির্ভর করেই আপনার লিভারেজ নেওয়া উচিত। তবে আমরা সাধারণত ১.৫০ লিভারেজ নিয়ে থাকি।
FATEMAKHATUN
2020-07-04, 03:48 PM
ফরেক্স ট্রেডিং আমরা সাধারণত 1.50 লিভারেজ নিয়ে থাকি। যেহেতু আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স কম থাকে তাই আমাদের লিভারেজ ও কম নেয়া উচিত। তবে যদি কারো ব্যালেন্স বেশি থাকে লিভারেজ অবশ্যই বেশি নেওয়াতে কোন সমস্যা নেই।
Suriya Sultana Hira
2020-07-04, 04:15 PM
ফরেক্স মার্কেটে একাউন্ট ওপেন করতে হলে আমাদের সবারই লেভারেজ নির্বাচন করে নিতে হয় । আর এই লেভারেজ নির্বাচন করার সময় আমরা অনেক বড়ো বড়ো লেভারেজ দেখে থাকি,,, কিন্তু আমাদের সকলের উচিত সেই লেভারেজগুলির মধ্যে থেকে সঠিক লেভারেজটি নির্বাচন করা । আর আমার মতে নতুন ট্রেডারদের জন্য সবথেকে ভালো লেভারেজ হলো ১ঃ৫০ লেভারেজ । এক্ষেত্রে আমি বাকি ট্রেডারদের মতামত আশা করছি,,,,, ধন্যবাদ ।
Devdas
2020-07-04, 04:37 PM
আমার মতে ফরেক্স এ আপনি যত কম লিভারেজ ব্যবহার করবেন ততই আপনি আপনার মুলধন কে সুরক্ষিত রাখতে পারবেন। এছাড়া আপনি অনেক লটেও ইচ্ছে মত ট্রেড করতে পারবেন। আমার মতে আপনি ১:৫ এর উপরে লিভারেজ ব্যবহার করবেন না। এর চেয়ে বেশী লিভারেজ নিলে আপনি আপনার ব্যালেন্স অনুপাতে বেশী ট্রেড করতে পারবেন না। তাই আমার মতে আপনি যত কম লটে ট্রেড করতে পারেন।
Emarif
2020-07-04, 06:22 PM
ফরেক্স এ কি পরিমাণ লিভারেজ নিব, সেটা নির্ভর করে মুলত ঔ একাউন্টের ট্রেডারের উপর কেননা এক এক জন ট্রেডাররের মেন্টালিটি এক এক রকমের হয়ে থাকে। কোন ট্রেডার মনে করে কম ব্যালেন্স দ্বারা বেশি লিভারেজ নিয়ে বড় লটে ট্রেড এন্ট্রি দিবো আর কম সময়ে বেশি আর্নিং করবো আবার কোন কোন ট্রেডার মনে করে কম লিভারেজ নিবো কারণ আমার নিজের লোভের কারণে যদি বেশি বড় লটে ট্রেড এন্ট্রি দিতে যায়, তবে কম লিভারেজ সেট করা থাকলে সেটা আর নিতে পারবো না। অটোমেটিক বাধা আসবে
Hredy
2020-07-04, 07:01 PM
আমি আমার একাউন্টে সব থেকে বেশি পরিমানের যে লিবারেজ আছে সেটি ব্যবহার করি , এতে করে যেমন সুবিধা আছে তেমনি আবার অসুবিধাও আছে এজন্য নিজের ইচ্ছা মত লিভারেজ ব্যবহার করা অনেক ভাল যেটি আপনার সুবিধা হয় ।
muslima
2020-07-07, 01:10 AM
ফরেক্স এ যদি আপনি ভালো দক্ষ হয়ে ওঠেন তাহলে আপনি ১:৫০০ লিভারেজ দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন ।ইনস্টা ফরেক্সের ফিক্সট লিভারেজ সিস্টেম আর এই সিস্টেম চালুর আগে এই ব্রোকার হতে সর্বোচ্ছ ১:৫০০ লিভারেজ সুবিধা পাওয়া যেত। ফরেক্সে টিকে থাকার জন্য কম লিভারেজ নেওয়ায় ভালো। কারন মার্কেট মেকার ব্রকাররা বেশি লিভারেজ দিয়ে থাকে। আর ইসিএন ব্রকার গুলো সব সময় লিভারেজ কম দিয়ে থাকে। তাই লিভারেজ ১:৫০ বা ১:১০০ হওয়ায় যথেষ্ট।
uzzal05
2020-07-07, 04:41 AM
আমার দৃষ্টিকোন থেকেও ফরেক্স মার্কেট এ ১:৫০ লিভারেজ নিয়ে ট্রেড করা ভালো। বেশি লিভারেজ নিলে আমরা বেশি ট্রেড করতে পারি। কিন্তু যত বেশি ট্রেড করব এতে আমাদের লসের পরিমান তত বেশি হবে। ট্রেড করার সাথে সাথে একাউন্ট লস এর পরিমান বেড়ে যাবে। অনেক সময় দেখা যায় ট্রেড করতে করতে মার্জিন করল খেয়ে আমাদের সকল ট্রেড ক্লোজ হয়ে যায়।
zakia
2020-07-09, 11:25 PM
সাধারন্ত আমার মতে, ফরেক্স একটি ইন্টারন্যাশনাল মার্কেট পেলেস যেখালে বৈদেশীক মুদ্র ক্রয়-বিক্রয় করা হয়। আমি মনে করি ফরেক্স ট্রেডাদের জন্য লিভারেজ প্রয়োজন কারন যারা কাজ করে তাদের জন্য সুবিধা জনক । তাই ফরেক্সে কি পরিমান লিভারেজ নিবেন সেটা নির্ভর করবে ফরেক্স মার্কেটে আপনার ট্রেডিং দক্ষতা এবং আপনার মূলধনের উপর। আপনি ফরেক্স মার্কেটে একজন দক্ষ ট্রেডার হলে এবং আপনার মূলধন বেশি হলে আপনি লিভারেজ বেশি নিতে পারেন। কিন্তু আপনি যদি ফরেক্স মার্কেটে একজন নতুন ট্রেডার এবং আপনার মূলধন কম হয় তাহলে কম পরিমান লিভারেজ নেওয়াই ভালো।
Soh1952
2020-07-11, 05:41 PM
লিভারেজ যত কম নিবেন আপনার জন্য ততই ভালো হবে৷লিভারেজ বেশি নিলে আপনি লোভে পড়ে না বুঝে অহেতুক ওভার ট্রেড বা বেশি বেশি ট্রেড করার সুযোগ পাবেন৷ফলে লসের বিশাল ঝুকিঁর মধ্যে থাকবেন৷এক সময় হয়তো ব্যালেন্সই জিরো হয়ে যাবে৷এক্ষেতে আপনি যত স্ট্যান্ডাড *লিভারেজ ব্যবহার করতে পারবেন । তাছাড়া যত বেশী করে লিভারেজ খুলবেন ততো বেশী ট্রেড *খুলতে পারবেন। তাই অবশেষে বলবো যা কিছু করি চিন্তা করে করতে হবে । তাহলে আমরা সাফল্য হতে পারবো।
jimislam
2020-08-09, 01:26 PM
আমি সাজেস্ট করি সর্বোচ্চ লিভারেজ কারণ এটা আপনাকে অল্প ডলারে অনেক ট্রেড করার সুযোগ করে দেয়। আমাদের অনেকের ব্যলান্স একশত ডলারের কাছাকাছি বা কম হয় সেজন্য আমরা যদি বেশি লিভারেজ ব্যবহার করি। আমরা যত বেশি লিভারেজ নিব তত বেশি বড় ট্রেড ওপেন করতে পারব এবং লাভবান হতে পারব । ফরেক্স অ্যাকাউন্ট খোলা নতুনদের জন্য ভালো। তবে কারো জদি কোন নির্দিষ্ট স্ট্রাটেজি খাকে, তবে সে তার অনুপাতে লিভারেজ নিতে পারে। এতে কোন সমস্যা নাই।
আমরা যারা স্বল্প পুজি নিয়ে ফরেক্স করি তাদের জন্য লিভারেজ সুবিধা খুব প্রয়োজন।এজন্য আমরা যারা স্বল্প পুজি নিয়ে ট্রেড করি তাদের জন্য সর্বোচ্চ লিভারেজ নেওয়াই ভালো।কিন্তু যারা অনেক পুজি নিয়ে ট্রেডিং করতে আসেন তাদের জন্য লিভারেজ বেশি না নেওয়াই ভালো।
samun
2020-08-27, 12:14 PM
ফরেক্সে যত কম লেভারেজ নেয়া যায় আমার কাছে ততই ভাল কারণ এই লেভারেজ সিস্টেম আমাদের অজান্তেই আমাদের ট্রেড করার জন্য লট সাইজ সরবচ্চ কত হবে সেই লিমিত নির্ধারণ করে দেয় । ফলে আমরা লোভের বসে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে বেশী লটের ট্রেড ওপেন করতে চাইলেও পারবনা । এই ব্যবস্থা যাদের লোভ বেশী তাদের জন্য অনেক কার্যকরী । তাই ১ঃ৫০ উপরে লেভারেজ নেয়া উচিত নয় বলে আমি মনে করি ।
বিভিন্ন ব্রোকার আমাদের লিভারেজ দিয়ে থাকে । লিভারেজ হচ্ছে আমাদের ব্যালেন্স এর উপর আমদের একটা লোন প্রদান করা । লিভারেজ আমাদের জন্য খুব সুবিধার একটি ব্যাপার । লিভারেজ দিয়ে আমরা আমাদের প্রকৃত ব্যালেন্স এর চেয়ে বেশি টাকার ট্রেড ওপেন করতে পারি ।একেক ব্রোকার একেক অনুপাতে লিভারেজ দেয় । এটা আমরাই ঠিক করে দিতে পারি যে আমরা কি পরিমান লিভারেজ নিব । আমরা যত বেশি লিভারেজ নিব তত বেশি বড় ট্রেড ওপেন করতে পারব এবং লাভবান হতে পারব ।
আমরা যারা স্বল্প পুজি নিয়ে ফরেক্স করি তাদের জন্য লিভারেজ সুবিধা খুব প্রয়োজন।এজন্য আমরা যারা স্বল্প পুজি নিয়ে ট্রেড করি তাদের জন্য সর্বোচ্চ লিভারেজ নেওয়াই ভালো।কিন্তু যারা অনেক পুজি নিয়ে ট্রেডিং করতে আসেন তাদের জন্য লিভারেজ বেশি না নেওয়াই ভালো।
IslamMdMerajul
2020-08-27, 10:21 PM
লিভারেজ কয়েকটি প্রকারের আছে তার ভিতর ১:৫০ নেওয়াটাই ভালো। কারণ লিভারেজ যত কম নেওয়া হয় ততো ভাল হয়। অবশ্যই লাভের পরিমাণ টা কম হলেও ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা কম থাকে।
sss21
2020-10-31, 06:14 PM
আপনি যে ব্রোকারের অধীনে থেকে একাউন্ট খুলবেন উক্ত ব্রোকার আপনাকে যে সুবিধা দিবে তাই হচ্ছে লিভারেজ।আপনার একাউন্টে য পরিমান ডলার আছে তারা আপনাকে তারচাইতে কয়েক ণ্ডণ ট্রেড করার সুযোগ দিবে।অর্থাৎ আপনার ব্যালেন্সের চাইতে বেশি ইনভেষ্ট করার সুযোগ কে বলা হয় লিভারেজ।আমার মতে ট্রেড করার জন্য ১ঃ১০০০ লিভারেজ নেওয়াই সবচাইতে ভাল।তবে লিভারেজ বেশি নিলে প্রতিটি ট্রেড সাবধনতার সাথে করা উচিত এবং লিভারেজ ব্যবহারে সবসময় সর্তকতা অবল্বমন করতে হবে।
Fahim420
2020-10-31, 09:25 PM
আমার লিভারেজ ১ঃ৫০ কারণ আমারটা ইসলামিক একাউন্ট। একাউন্টে বিভিন্ন প্রকারের লিভারেজ আছে তবে নতুনদের ক্ষেত্রে কম লিভারেজ নিয়ে ট্রেড করাই উওম। বেশি লিভারেজ অনেক সময় ক্ষতির সম্মুখীন হয়ে দাড়ায়। তাই লিভারেজ কম নিয়ে ট্রেড করাই উওম।
ABDUSSALAM2020
2020-10-31, 09:51 PM
ফরেক্স এ কি পরিমান লিভারেজ নিব ?
ফরেক্স ব্যাবসা করার জন্য কি পরিমান লিভারেজ নেয়া উচিৎ । আপনারা আপনাদের মতামত জানালে খুশি হব । আমার লিভেরেজ ১ঃ ৫০ কারন আমার টা ইসলামিক একাউন্ট। আপনাদের লিভারেজ কত ?সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
আমরা যারা স্বল্প পুজি নিয়ে ট্রেড করি তাদের জন্য সর্বোচ্চ লিভারেজ নেওয়াই ভালো।কিন্তু যারা অনেক পুজি নিয়ে ট্রেডিং করতে আসেন। আর এটা নির্ভর করে আমাদের ডিপোজিট এর উপর । এর মানে আপনি যদি ১০০০ গুন লিভারেজ নেন এবং আপনার ব্যালেন্স যদি ১০০ হয়ে থাকে তাহলে আপনার লিভারেজ হবে ১০০০। তার মানে আপনি এত ব্যালেন্স এর সমান ট্রেড ওপেন করতে পারবেন।
EmonFX
2020-11-02, 04:33 PM
ফরেক্সে লিভারেজ নির্ধারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করার সময়ে লিভারেজ নির্ধারণ করে নিতে হয়। লিভারেজ বা মার্জিন হলো লোন যা আপনার ক্যাপিটাল এর উপকার ব্রোকার কতগুন সুবিধা দিয়ে থাকে। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে লিভারেজ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি আপনার ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করার সময় নির্ধারণ করে নিতে হয়। যে যার সুবিধামতো লিভারেজ নির্ধারণ করতে পারে। কেউ 1: 200 অথবা তারও বেশি লিভারেজ নিতে পারেন। তবে বোনাস একাউন্ট ট্রেডিং এর ক্ষেত্রে লিভারেজ 1: 50 এর বেশি নেয়া উচিত নয়। এর বেশি নিলে পরবর্তীতে কোন সমস্যায় পড়তে হতে পারে। তাছাড়া ইন্সটাফরেক্স বোনাস একাউন্ট ট্রেডিং এর ক্ষেত্রে লিভারেজ 1: 50 নির্ধারণ করে দিয়েছে। এর বেশী আপনি চাইলেও নিতে পারবেন না। বোনাস একাউন্টে প্রফিট করার পর বিশেষ করে 100 ডলারের বেশি উইথড্র দিলে একাউন্ট ব্লক করে দিতে পারে। তাই অ্যাকাউন্ট ওপেন করার সময় লিভারেজ নির্ধারণকে খুবই গুরুত্বের সাথে দেখতে হবে এবং ভেবেচিন্তে লিভারেজ নির্ধারণ করতে হবে। ধন্যবাদ।
jimislam
2020-11-02, 08:40 PM
ফরেক্স একটি ইন্টারন্যাশনাল মার্কেট পেলেস যেখালে বৈদেশীক মুদ্র ক্রয়-বিক্রয় করা হয়। আমি মনে করি ফরেক্স ট্রেডাদের জন্য লিভারেজ প্রয়োজন কারন যারা কাজ করে তাদের জন্য সুবিধা জনক । আপনি আপনার বিনোয়োগ কৃত মুলধনের তুলনায় বড় ট্রেড অপেন করতে পারেন।তবে আমার মতে নতুন অবস্হায় লিভারেজ ১:১ কম নেওয়াই ভাল।আমি বর্তমানে ১:৫ লিভারেজ নিয়ে থাকি।ধন্যবাদ
jimislam
2020-11-02, 09:01 PM
ফরেক্স ট্রেডিং এর জন্য লিভারেজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। লিভারেজ এর মানে হল ব্রোকারের কাজ থেকে লোণ নেওয়া। তাই লোণ জিনিসটি দুই মুখী তলোয়ারের এর মত আপনি যদি ঠিকভাবে কাজে লাগেতে পারেন, বেশি মুনাফার আশায় যদি বেশি লট নিয়ে ট্রেড করেন তাহলে আপনি এক সময় আপনার সমস্ত মুলধন লস করে দিতে পারেন। এর থেকে ভাল যত কম লট নিয়ে ট্রেড করা যায়। তাই লিভারেজ কম নেওয়াটাই ভাল।
Fahmida1
2020-11-02, 09:12 PM
ফরেক্স মার্কেটে লিভারেজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার একাউন্টে কত লিভারেজ নিবেন সেটি অ্যাকাউন্ট ওপেন করার সময় তা নির্ধারণ করতে হয়। প্রথমে আপনাকে ভাবতে হবে আপনার একাউন্টটা কি ধরনের অ্যাকাউন্ট আপনি যদি স্ট্যান্ডার মানের একাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে ১ঃ৫০ অনুপাতে লিভারেজ নিতে হবে এবং একজন মুসলমান হিসেবে অবশ্যই সোয়াপ ফ্রি একাউন্ট হিসেবে ক্রিয়েট করা উচিত। এছাড়াও ১ঃ২০০, ১ঃ১, ১ঃ১০০০ পর্যন্ত লিভারেজ নেওয়া যায়।
jimislam
2020-11-02, 09:57 PM
ফরেক্স একটি ইন্টারন্যাশনাল মার্কেট পেলেস যেখালে বৈদেশীক মুদ্র ক্রয়-বিক্রয় করা হয়। আমি মনে করি ফরেক্স ট্রেডাদের জন্য লিভারেজ প্রয়োজন কারন যারা কাজ করে তাদের জন্য সুবিধা জনক । লাভের পরিমানও যেহেতু বাড়ছে সুতরাং লস টাও বেশি হবে , এটা মাথায় রাখতে হবে । আর এটা আবার নির্ভর করে ব্রোকারদের উপর । কিছু কিছু ব্রোকার ১ঃ৫০০ পর্যন্ত সর্বোচ্চ দেয় , আবার অনেকে ১ঃ২০০০ পর্যন্তও দিয়ে থাকে ।
MISNIVA777
2020-11-03, 12:46 AM
আমি আসলে ফরেক্স মার্কেটে আসার আগে ১:৫০ লিভারেজ ১:২০০ নিয়ে অ্যাকাউন্ট খোলা নতুনদের জন্য ভালো।তবে কারো যদি কোন নির্দিষ্ট স্ট্রাটেজি থাকে, তবে সে তার অনুপাতে লিভারেজ নিতে পারে। এতে কোন সমস্যা নাই।
FiruFx
2020-11-03, 05:24 PM
ফরেক্স এ ট্রেড করতে কি পরিমাণ লিভারেজ নিতে হয় এর জন্য কি নির্দিষ্ট কোন পরিমাণ রয়েছে । কি পরিমাণ লিভারেজ নিয়ে ট্রেড করলে সফল ট্রেডার হতে পারব । কখনো ক্ষতি হবে না । ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে পারব । টিকে থাকতে পারব । এই বিষয়ে অভিজ্ঞ ট্রেডার ভাই ও বোনেরা আপনাদের মূল্যবান অভিজ্ঞতা গুলো শেয়ার করবেন ।
zakia
2020-11-05, 11:30 AM
ফরেক্স ট্রেডাদের জন্য লিভারেজ একটি ভাল সুভিদা।কারন লিভারেজ না থাকলে বড় ভলিওম দিয়া ট্রেড করা জেত না তাই ভলিওম জার জা ইচ্ছা মত নিয়া জায় তাই সুভিদা মত ভলিওম নিয়া ত্রাদে করা ভাল।আমার দিরিস্তিতে ১ঃ৫০০ লিভারেজ নিয়া উচিত। আমি সাজেস্ট করি সর্বোচ্চ লিভারেজ কারণ এটা আপনাকে অল্প ডলারে অনেক ট্রেড করার সুযোগ করে দেয়। আমাদের অনেকের ব্যলান্স একশত ডলারের কাছাকাছি বা কম হয় সেজন্য আমরা যদি বেশি লিভারেজ ব্যবহার করি তবে তাতে আমাদের মার্জিন কম ব্যবহার হয়। এটা সম্পুর্ণ আমার নিজের অভিমত। কেউ আরো ভাল জানলে শেয়ার করতে পারেন।
samun
2020-11-30, 06:44 PM
আমার মতে ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে লিভারেজ সম্পর্কে আপনার জানা উচিত। কারণ লিভারেজ এর উপর আপনার ট্রেডিং সিস্টেম অনেকাংশ নির্ভরশীল। আর এই লিভারেজটা নেওয়া হয় যখন আপনি এই মার্কেটে এ্যাকাউন্ট খোলতে যাবেন তখন। আর লিভারেজ ফরেক্স মার্কেটে ট্রেডিং জন্য ১.৫০ নেওয়াটাই সবচেয়ে উত্তম কেননা অল্প লিভারেজে আপনি সহজেই ব্যালেন্স শূন্য হবেন না। এজন্য আমি মনে করি লিভারেজের গুরুত্বটা সবচেয়ে বেশি।
Md.shohag
2020-11-30, 07:06 PM
ফরেক্স ট্রেডারদের জন্য লিভারেজ একটি বিশেষ সুবিধা। তবে তা যেনতেন ভাবে ব্যবহার করলে ক্ষতিকর হয়ে দাড়ায়। মনে রাখবেন, উচ্চমাত্রার লিভারেজ নিয়ে কিন্তু স্বল্প অর্থাৎ নিয়ন্ত্রিত মাত্রার ট্রেড করাই উত্তম। কারণ এতে ইকুইটি বেশি থাকে। আমার দৃষ্টিতে 1:1000 লিভারেজ নিয়ে ট্রেড করা ভালো তবে অবশ্যই নিয়ন্ত্রিত ট্রেড করতে হবে।
FRK75
2020-12-06, 10:37 PM
ব্রোকার তার গ্রাহকে একেক পরিমানের লিভারেজ দিয়ে থাকে। অনেকের মধ্যেই লিভারেজ বেশি নেয়ার প্রবানতা দেখা যায়। তবে আমার মতে লিভারেজ যত কম নেয়া হয় ততই ভাল। বিশেষ করে যারা নতুন তাদের সব সময়ই উচিত কম লিভারেজ ব্যবহার করা উচিত। আমার মতে ১:৫০ থেকে ১:২০০ লিভারেজ ব্যবহার করা সবচেয়ে ভাল। কম লিভারেজ আপনার এ্যাকাউন্টকে অনেক বেশি ঝুকি মুক্ত রাখে।
ashik94
2021-02-12, 05:50 PM
ট্রেড করতে হলে আপনি আপনার অ্যাকাউন্টের লিভারেজ কত নিবেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার দক্ষতা ও অভিজ্ঞতার উপর ৷ আপনি যদি ফরেক্স মার্কেটে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লিভারেজ যত কম নিয়ে ট্রেড করবেন ততই আপনি নিরাপদ থাকবেন আপনার একাউন্টে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে৷আর যদি আপনি এই মার্কেটে বেশ ভালো অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে অবশ্যই লিভারেজ বেশি নিয়ে ট্রেড করতে পারবেন ৷ তাতে আপনার কোনো প্রকার সমস্যা হওয়ার কথা নয় ৷ লিভারেজ বেশি নেওয়ার অর্থ হচ্ছে বেশি রিস্ক নিয়ে ট্রেড করা আর লিভারেজ কম নেয়ার অর্থ হচ্ছে রিস্ক কম নিয়ে ট্রেড করা ৷ সুতরাং লিভারেজ নেওয়া নির্ভর করবে আপনার দক্ষতা ও অভিজ্ঞতার ওপর ৷
ফরেক্স করি তাদের জন্য লিভারেজ সুবিধা খুব প্রয়োজন।এজন্য আমরা যারা স্বল্প পুজি নিয়ে ট্রেড করি তাদের জন্য সর্বোচ্চ লিভারেজ নেওয়াই ভালো।কিন্তু যারা অনেক পুজি নিয়ে ট্রেডিং করতে আসেন। লিভারেজ আমাদের জন্য খুব সুবিধার একটি ব্যাপার । লিভারেজ দিয়ে আমরা আমাদের প্রকৃত ব্যালেন্স এর চেয়ে বেশি টাকার ট্রেড ওপেন করতে পারি ।একেক ব্রোকার একেক অনুপাতে লিভারেজ দেয় । এটা আমরাই ঠিক করে দিতে পারি যে আমরা কি পরিমান লিভারেজ নিব ।
Mas26
2021-04-29, 10:53 PM
আমরা যারা ফরেক্স মার্কেটে পোস্টিং বোনাস এর মাধ্যমে কাজ করি তাদের একটি নির্দিষ্ট পরিমাণ লিভারেজ নিয়ে কাজ করতে হয় তারা চাইলে এর চাইতে বেশী নিয়ে কাজ করতে পারবে না।ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ১ঃ৫০ লিভারেজ নেওয়া আমার মনে হয় সবদিক দিয়ে ভাল। আমার একাউন্তে লিভারেজ ১ঃ৫০। আপনি কত লিভারেজ নিয়ে ট্রেড করেন।
অল্প ডলাবে বড় লট ওপেন করা যায়। তবে আর একটা দোষ আছে। তা হল আপনার একাউন্ট হারানো ভয় বেশি থাকে যদি আপনি বেশি লিভারেজ ব্যবহার করেন। যাই হোক আগে জেনে বুজে তার পরে যে কোন ফিচার ব্যবহার করবেন। কিন্তু আমাদের উচিত সব সময় কম লেভেরেজ নিএ ট্রেড করা তা না হলে আমাদের লসের পরিমান বেড়ে যাবে। আমার মনে হয় সব থেকে ১;২০০ লেভেরেজ অনে কভাল একটি লেভেরেজ।
samun
2021-10-07, 11:11 AM
ফরেক্সের বেশ কিছু গুরুত্বপূর্ন ফ্যাক্টরের মাঝে লিভারেজ হলো অন্যতম গুরুত্বপূর্ন ফ্যাক্টর। আমরা অনেকেই এই সম্পর্কে জানিনা। লিভারেজ হল ব্রোকার দ্বারা প্রদেয় ঋণ বা লোণ যা হিসাব হবে ব্রোকার আপনার মূলধনের উপর কত গুন লোণ আপনাকে দিবে । আপনার মূলধন যদি ৩০ ডলার হয় আর যদি লিভারেজ যদি ১;২০০ হয় তবে আপনি ব্রোকার থেকে লোণ নেয়া যাবে ৩০x২০০ = ৬০০০ ডলার ।লিভারেজ বেশি নেওয়ার অর্থ হচ্ছে বেশি রিস্ক নিয়ে ট্রেড করা আর লিভারেজ কম নেয়ার অর্থ হচ্ছে রিস্ক কম নিয়ে ট্রেড করা৷সুতরাং লিভারেজ নেওয়া নির্ভর করবে আপনার দক্ষতা ও অভিজ্ঞতার ওপর৷
Mas26
2021-10-07, 12:01 PM
ফরেক্স মার্কেটে আসার আগে ১:৫০ লিভারেজ নিতাম। তবে বর্তমানে আমার মনে হয় লিভারেজ নিয়ে ফরেক্স অ্যাকাউন্ট খোলা নতুনদের জন্য ভালো।তবে কারো জদি কোন নির্দিষ্ট স্ট্রাটেজি খাকে, তবে সে তার অনুপাতে লিভারেজ নিতে পারে এতে কোন সমস্যা নাই।লিভারেজ দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন বেশি লিভারেজ বিভিন্ন সময় অনেক বড় ক্ষতির কারন হয়ে
FRK75
2021-12-03, 02:33 PM
ফরেক্স ট্রেডিং করেন তা হলে আপনি আপনার ইচ্ছা মত লিভারেজ নিতে পারবেন না ব্রোকার আপনাকে ১:৫০ লিভারেজ ফিক্সড করে দিবে যা দিয়েই আপনাকে ফরেক্সে ট্রেড করতে হবে।তবে হ্যা আপনি যদি আপনার নিজের গাটি থেকে ডলার ডিপোজিট করে তার পর ফরেক্সে ট্রেড করেন তা হলে সেক্ষেত্রে আপনি আপনারে ইচ্ছা মত সবোচ্চ ১:১০০ প্রর্যন্ত লিভারেজ বেছে নিতে পারবেন।
samun
2022-01-17, 04:20 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে লিভারেজ সম্পর্কে আপনার জানা উচিত। কারণ লিভারেজ এর উপর আপনার ট্রেডিং সিস্টেম অনেকাংশ নির্ভরশীল। আর এই লিভারেজটা নেওয়া হয় যখন আপনি এই মার্কেটে এ্যাকাউন্ট খোলতে যাবেন তখন। আর লিভারেজ ফরেক্স মার্কেটে ট্রেডিং জন্য ১.৫০ নেওয়াটাই সবচেয়ে উত্তম কেননা অল্প লিভারেজে আপনি সহজেই ব্যালেন্স শূন্য হবেন না। ফলে আমরা লোভের বসে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে বেশী লটের ট্রেড ওপেন করতে চাইলেও পারবনা । এই ব্যবস্থা যাদের লোভ বেশী তাদের জন্য অনেক কার্যকরী । তাই ১ঃ৫০ উপরে লেভারেজ নেয়া উচিত নয়
reazur
2022-01-17, 04:26 PM
Lite finance দিচ্ছে আকর্ষণীয় উপহার নতুন বছর উপলক্ষে iPhone 13 Pro Max। এই নতুন বছরকে সামনে রেখে আপনার আপনজনকে উপহার দিন নতুন কিছু যা আপনার সাদ্ধের ভেতর এ আছে। বিস্তারিত LiteFinance এ।
FRK75
2022-04-30, 11:44 AM
আমরা যারা স্বল্প পুজি নিয়ে ফরেক্স করি তাদের জন্য লিভারেজ সুবিধা খুব প্রয়োজন।এজন্য আমরা যারা স্বল্প পুজি নিয়ে ট্রেড করি তাদের জন্য সর্বোচ্চ লিভারেজ নেওয়াই ভালো।কিন্তু যারা অনেক পুজি নিয়ে ট্রেডিং করতে আসেন তাদের জন্য লিভারেজ বেশি না নেওয়াই ভালো।লিভারেজ একটা গুরুত্বপূর্ণ বিষয় । লিভারেজ এর মূল উদ্দেশ্য হল ব্রোকার কর্তৃক প্রাপ্ত লোন সুবিধা ব্যাবাহার করে যাতে ট্রেডাররা নিজের বিনিয়োগকৃত মূলধনের তুলনায় বড় ট্রেড ওপেন করতে পপারেন আর আমাদের লিভারেজ সুবিধা হল ১:৫০ ,যা ইন্সটা ব্রোকার কর্তৃক ফিক্সট লিভারেজ সিস্টেম । তবে এটার কতটা সঠিক ব্যবহার হবে তা নির্ভর করবে আমাদের উপর ।
Mas26
2022-04-30, 12:14 PM
আমরা যারা স্বল্প পুজি নিয়ে ফরেক্স করি তাদের জন্য লিভারেজ সুবিধা খুব প্রয়োজন।এজন্য আমরা যারা স্বল্প পুজি নিয়ে ট্রেড করি তাদের জন্য সর্বোচ্চ লিভারেজ নেওয়াই ভালো।কিন্তু যারা অনেক পুজি নিয়ে ট্রেডিং করতে আসেন তাদের জন্য লিভারেজ বেশি না নেওয়াই ভালো।আপনি যদি ফরেক্স এ নতুন হন তাহলে আপনার লিভারেজ কম দিয়েই শুরু করা ভালো। আমি যখন ফরেক্স শুরু করি তখন ১ঃ১০০ দিয়ে শুরু করেছিলাম আর ফরেক্স এ যদি আপনি ভালো দক্ষ হয়ে ওঠেন তাহলে আপনি ১ঃ৫০লিভারেজ দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন। বেশি লিভারেজ বিভিন্ন সময় অনেক বড় ক্ষতির কারন হয়ে দারাই।
FRK75
2023-01-02, 02:56 PM
ইসলামিক একাউন্টের জন্য আপনার লিভারেজ ১:৫০ না। পোষ্টের ডলার দিয়ে ট্রেড করার জন্য আপনার লিভারেজ ১:৫০। আর লিভারেজ যত বেশি নেবেন ততই বড় লটের ট্রেড করতে পারবেন। লিভারেজ বেশি হলে বড় লট বা বেশি ট্রেড একসাথে খোলা যায়। এতে যেমন বেশি লাভ হওয়ার সম্ভনা আছে তেমন দ্রুত একাউন্ট ব্যালেন্স শুন্য হয়ে যেতে পারে। তবে ফরেক্সে টিকে থাকার জন্য কম লিভারেজ নেওয়ায় ভালো। কারন মার্কেট মেকার ব্রকাররা বেশি লিভারেজ দিয়ে থাকে। আর ইসিএন ব্রকার গুলো সব সময় লিভারেজ কম দিয়ে থাকে। তাই লিভারেজ ১:৫০ বা ১:১০০ হওয়ায় যথেষ্ট।ফরেক্সে আপনি কিছুটা অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে মনে হয় লিভারেজ নিয়ে আপনার তেমন কোনো মাথা ব্যাথা নাই। মানি ম্যানেজমেন্ট দিয়েই আপনি ট্রেড নয়ন্ত্রন করেন। আর যদি নতুন হন তাহলে আমি বলবো সিকিউরিটির জন্য আপনি লিভারেজ কমিয়ে নিন। এটাই সবচেয়ে নিরাপদ।
FRK75
2023-07-14, 09:51 AM
ফরেক্সের বেশ কিছু গুরুত্বপূর্ন ফ্যাক্টরের মাঝে লিভারেজ হলো অন্যতম গুরুত্বপূর্ন ফ্যাক্টর। আমরা অনেকেই এই সম্পর্কে জানিনা। লিভারেজ হল ব্রোকার দ্বারা প্রদেয় ঋণ বা লোণ যা হিসাব হবে ব্রোকার আপনার মূলধনের উপর কত গুন লোণ আপনাকে দিবে । আপনার মূলধন যদি ৩০ ডলার হয় আর যদি লিভারেজ যদি ১;২০০ হয় তবে আপনি ব্রোকার থেকে লোণ নেয়া যাবে ৩০x২০০ = ৬০০০ ডলার ।ফরেক্স একটি ইন্টারন্যাশনাল মার্কেট পেলেস যেখালে বৈদেশীক মুদ্র ক্রয়-বিক্রয় করা হয়। আমি মনে করি ফরেক্স ট্রেডাদের জন্য লিভারেজ প্রয়োজন কারন যারা কাজ করে তাদের জন্য সুবিধা জনক । এক্ষেতে আপনি যত স্ট্যান্ডাড *লিভারেজ ব্যবহার করতে পারবেন । তাছাড়া যত বেশী করে লিভারেজ খুলবেন ততো বেশী ট্রেড *খুলতে পারবেন। তাই অবশেষে বলবো যা কিছু করি চিন্তা করে করতে হবে । তাহলে আমরা সাফল্য হতে পারবো।
Mas26
2023-07-14, 11:59 AM
ফরেক্স ট্রেডারদের জন্য লিভারেজ একটি বিশেষ সুবিধা। তবে তা যেনতেন ভাবে ব্যবহার করলে ক্ষতিকর হয়ে দাড়ায়। মনে রাখবেন, উচ্চমাত্রার লিভারেজ নিয়ে কিন্তু স্বল্প অর্থাৎ নিয়ন্ত্রিত মাত্রার ট্রেড করাই উত্তম। কারণ এতে ইকুইটি বেশি থাকে। আমার দৃষ্টিতে 1:50 লিভারেজ নিয়ে ট্রেড করা ভালো তবে অবশ্যই নিয়ন্ত্রিত ট্রেড করতে হবে।
FRK75
2024-02-07, 12:07 AM
আসলে লিভারেজ মার্কেটে টিকে থাকতে আপনাকে সাহাজ্য করবে। এবং এর জন্যই লিভারেজ নিতে হয়। ভলিউম বড় না হলে এটি নেয়া লাগেনা। যেগেতু আমরা গরিবদেশের গরিব মানুষ তা এটা আমাদের জন্য বেশ দরকার। আমার লিবারেজ১:১০০। নতুন অবস্থায় ফরেক্স এ একাউন্ট করে থাকেন তাহরে আপনি ১:৫০ লেভারেজ নিন এটি সবচায়তে ভালো কারুন আপনি প্রথম অবস্থায় লোভ করতে পারেন আর এই জন্য আপনি যদি লেভারেজ কম নেন তাহলে আপনি লোভ করলেও আপনাকে ব্রকার ওপেন করতে দিবে না। তা্ই আপনি কম লেভারেজ দিয়ে শুরু করুন তাহলে আপনি লাভ করতে পারবেন বেশি এবং লস করলেও সল্প পরিমান লস করবেন।
Mas26
2024-02-07, 10:51 AM
ফরেক্স ট্রেডারদের জন্য লিভারেজ একটি বিশেষ সুবিধা। তবে তা যেনতেন ভাবে ব্যবহার করলে ক্ষতিকর হয়ে দাড়ায়। মনে রাখবেন, উচ্চমাত্রার লিভারেজ নিয়ে কিন্তু স্বল্প অর্থাৎ নিয়ন্ত্রিত মাত্রার ট্রেড করাই উত্তম। কারণ এতে ইকুইটি বেশি থাকে। আমার দৃষ্টিতে 1:1000 লিভারেজ নিয়ে ট্রেড করা ভালো তবে অবশ্যই নিয়ন্ত্রিত ট্রেড করতে হবে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.