View Full Version : আপনি কোন ইন্ডিকেটর অনুসরন করছেন?
fxtdr
2015-02-21, 12:23 PM
আমি ফরেক্স এ নিজে নিজে এনালাইসিস করে ট্রেড করি তেমন কোন ইন্ডিকেটর অনুসরন করি না । আমার কি কোন ইন্ডিকেটর অনুসরন করে ট্রেড করা উচিৎ । আপনারা কে কোন ইন্ডিকেটর অনুসরন করেন এবং কেন করেন ।
TselimRezaa
2015-07-06, 02:33 PM
ইন্ডিকেটর অর্থ হলো নির্দেশক। ফরেক্সে অনেক রকমের ইন্ডিকেটর রয়েছে। এগুলোর একেকটার একেক ধরনের কাছ। কোনো কোনো ইন্ডিকেটর মার্কেটের প্রাইস ভ্যালু নির্দেশ করে আবার কোনোটা ট্রেন্ড নির্দেশ করে। আমি সাধারনত মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার ক্রি। খুব বেশি ইন্ডিকেটর ব্যবহার করিনা। মাঝে মাঝে আর এস আই ব্যবহার করি।
hmnayem
2015-07-06, 05:20 PM
কিছু ইন্ডিকেটর খুবই কাজে দেয় । অবশ্য কোন ইন্ডিকেটর আপনার ভাল কাজ করবে সেটা নির্ভর করে আপনার ট্রেডিং স্টাইল এর ওপর । আমি একজন স্ক্যাল্পার । আমি ব্যবহার করি মোভিং এভারেজ , স্টোক, প্যারাবোলিক এস আর, এমএওসিডি, এবং জিগজাগ ।
mamun93
2015-07-07, 04:36 AM
ইন্ডিকেটর হল এমন কিছু সিম্বল বা প্রতীকের সমষ্টি যা মার্কেটের চলমান গতি প্রকৃতি নির্দেশ করে আমাদের দিক নির্দেশনা প্রদানে সহায়তা করে থাকে। ফরেক্সে ইন্ডিকেটরের ব্যবহার আমাদের ট্রেডিং কাজকে আরও সহজ করার জন্য ব্যবহৃত হয়। আমি ক্যান্ডেল স্টিক, জিগজ্যাগের মত ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। ক্যান্ডেল স্টীক ব্যবহার করি কারন এতে করে আমি খুব সহজে টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য ডেটা ক্যান্ডেল দেখে নিতে পারি।
Fxaziz
2015-07-09, 01:28 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে গেলে আমরা মার্কেট কে ভিবিন্ন ভাবে এনালাইসিস করি। আর এনালাইসিস তিন প্রকার। তিপ্রকার এনালাইসিস এর সমন্বয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করী। তবে আমি শুধু এম এফ লাইন এবং আর এস আই এর সমন্বয়ে ফরেক্স মার্কেট ট্রেড করি। আর এস আই যদি ইঙ্ক্রেসিং নির্দেশ করে তাহলে প্রাইস দিক্রেসিং আর যদি ডীক্রেসিং নির্দেশ করে তাহলে প্রাইস ইঙ্ক্রেসিং। এ ছাড়া আমি আরও ইনডিকেটর ব্যাবহার করি।
sumonyahoo24
2015-07-09, 01:47 AM
ফরেক্সে অনেক রকমের ইন্ডিকেটর রয়েছে। এগুলোর একেকটার একেক ধরনের কাছ। কোনো কোনো ইন্ডিকেটর মার্কেটের প্রাইস ভ্যালু নির্দেশ করে আবার কোনোটা ট্রেন্ড নির্দেশ করে। ফরেক্সে ইন্ডিকেটরের ব্যবহার আমাদের ট্রেডিং কাজকে আরও সহজ করার জন্য ব্যবহৃত হয়। আমি ক্যান্ডেল স্টিক, জিগজ্যাগের মত ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। আমি সাধারনত মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার ক্রি। খুব বেশি ইন্ডিকেটর ব্যবহার করিনা।
shakawath
2015-10-22, 10:22 AM
আমি ট্রেন্ড নির্ধারন এর জন্য ম্যাকডি ইউস করি। মার্কেটের বাই সেল প্রেশার বোঝার জন্য আর এস আই ইন্ডিকেটর এর তুলনা হয় না। আর মাঝেমাঝে অসাম অসিলেটর ইউস করি এটাও ট্রেন্ড নির্ধারন করার জন্য ব্যবহার করি। এ বাদে অন্য কোন ইন্ডিকেটর তেমন কোন ভাল ফলাফল দেয় না বলেই আমি দেখেছি। এর সাথে সাপোর্ট রেসিসটেন্স খোজার জন্য ফিবোনাচ্চি রিট্রেচমেন্ট এর সহযোগিতা নিই।
BD ONLINE
2015-10-22, 10:36 AM
আমি সেভাবে কোন ইন্ডিকেটার ব্যবহার করি না। তবে দুটি ইন্ডিকেটর ফলো করি। যেমন: আর এস এই এবং মভিং এ্যাবারেজ। আমার কাছে এই দুটো অনেক বেশি কার্যকরী মনে হয়। এদুটোর সাহায্যে আপনি মার্কেটের পজিশন নির্নয় করতে পারেন। তবে এদুটোকে আপনার মত করে সেটিং করে নিতে হবে।
AbuRaihan
2015-12-16, 12:52 AM
আমি ফরেক্স মার্কেটে যখন প্রথম প্রথম ট্রেড করি তখন ঈন্ডিকেটর এর কথা শুনে খুব খুশি হই এই ভেবে যে ঈন্ডিকেটর দিয়ে হয়তবা নিশ্চিত লাভ করা যায় !! কিন্ত পরবর্তীতে ঈন্ডিকেটর এর তিক্ত স্বাদে আমি আর সামনে এগিয়ে যেতে সাহসবোধ করিনি ফরেক্স মার্কেটে সবসময় নিজেকে ট্রেডিং স্কিল এর চেয়ে কোন ধরনের ঈন্ডিকেটর কিংবা রোবটকে বড় করে দেখবেন না কারণ ঈন্ডিকেটর হল শুধুমাত্র একটা নির্দেশক যা মার্কেটের মুভমেন্ট সম্পর্কে নির্দেশ দিতে পারে কিন্ত নিশ্চিত কোন প্রফিট দিতে পারে না
HKProduction
2015-12-16, 06:40 PM
আমি কাস্টম ইন্ডিকেটর ব্যবহার করি। এরা খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিকেটর দ্বারা আমরা মার্কেটের ভবিষ্যৎ মুভমেন্ট সম্পর্কে ধারনা পেতে পারি। আমি ডেমোতে ইন্ডিকেটর ব্যবহার করে ভাল ফল পেয়েছি তাই এর প্রয়োজনীয়তা অনুভব করছি। আমাদের এর ব্যবহার ভালভাবে শিখা উচিত।
Realifat
2015-12-17, 01:47 PM
ইন্ডিকেটর অধিকাংশ সময় প্রাইসের ভ্যালু সম্পর্কে ধারনা প্রদান করে। আবার কোনো কোনো ইন্ডিকেটর মার্কেটের ট্রেন্ড কোনোদিকে তা নির্দেশও করে থাকে। এজন্য অনেকেই ইন্ডিকেটর ব্যবহারে আগ্রহী। আমি নিজে নিয়মিত মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার করি। তবে মাঝে মাঝে বোলিংজার ব্যান্ডও ব্যবহার কররি।
Selim BU
2015-12-17, 05:01 PM
মুভিং এভারেজ, ফিবনাক্কি ইত্যাদি ধরনের ইন্ডিকেটর ফরেক্সে আছে। আমি নরমালি মুভিং এভারেজ ইন্ডিকেটর টাই ব্যবহার করি। ইন্ডিকেটর হল নির্দেশক। ইন্ডিকেটরের সাহায্যে মার্কেটের গতিবিধি সম্পর্কে ধারনা পাওয়া যায়। ইন্ডিকেটরের সাহায্যে প্রাইস ভ্যালু সম্পর্কেও ধারনা পাওয়া যায়। ইন্ডিকেটর ব্যবহার করে মার্কেট এনালাইসিস করে ট্রেড নিলে সুফল পাওয়া যায় অনেকাংশে।
lima1
2015-12-18, 02:30 PM
ফরেক্স মারকেটে অনেক ইন্ডিকেটর ব্যবহার করে দেখেছি এবং অনেক ইন্ডিকেটর আছে অনেক ধরনের ইন্ডিকেটর দেখা জায় তবে এর মধে আমি মুভিং এভারেজ ব্যবহার করে থাকি এবং মুভিং এভারেজ আমার খুভ ভাল লাগে তাই আমি মুভিং এভারেজ ব্যবহার করে থাকি এবং মুভিং এভারেজ দিয়ে আমি ভাল প্রফিট করতে পারি তাই আমি মুভিং এভারেজ ব্যবহার কর থাকি ।
basaki
2015-12-18, 03:24 PM
ফরেক্স মার্কেটে অনেক ইন্ডকেটরের মধ্য আমার সব চাইতে ভাল লাগে মুভিং এবারেজ। কারন ফরেক্স ট্রেড করতে গিয়ে অনেক ইন্ডিকেটর ব্যবহার করে এটাকে ভেছে নিয়েচি।এবং মুবিং এভারেজ ব্যবহার করে আমি অনেক মজা পেয়েছি।
sharifulbaf
2016-01-12, 01:22 AM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করে ভাল প্রফিট করার জন্য একেক ফরেক্স ট্রেডার একেক ইন্ডিকেট্র ব্যাবহার করে ফরেক্স ট্রেডিং করে থাকে তাই আমি ফরেক্স মার্কেট এ আর এর আই ইন্ডিকেটর ব্যাবহার করে ট্রেডিং করি তার পাশে ফরেক্স মার্কেট এনালাইসিস করি নিউজ দেখে ট্রেডিং করি
Marufa
2016-02-14, 10:58 AM
আমি আপাতত মুভিং এভারেজ ছাড়া কোন ইন্ডিকেটরই ব্যবহার করছি না । আমার কাছে মুভিং এভারেজই বেস্ট ইন্ডিকেটর মনে হয় । তবে মুভিং এভারেজের বিভিন্ন রকম প্রকারভেদ রয়েছে । তাই মুভিং এভারেজ ব্যবহার করলে ভালভাবে বুঝে ব্যবহার করতে হবে । আর ইন্ডিকেটর দিয়ে ট্রেড করার উপর আমি বিশ্বাসী না ।
MoinFX
2016-02-14, 11:05 AM
ফরেক্স মার্কেটে আমি নতুন এখনো রিয়াল ট্রেড করিনাই ডেমো প্রেকটিস করতেছি । আমার ইনডিকেটর সম্পর্কে কোন ধারনা নেই তাই আপনাদের কাছে জানতে চাই ইনডিকেটর ব্যাবহার করলে কি ভাল প্রপিট করা যায় । কোন ইনডিকেটর ব্যাবহার করলে ভাল হবে।
Sakar Sorkar
2016-03-11, 10:24 AM
কিছু কিছু ইন্ডিকেটর আছে যে গুলো আপনার ট্রেডিং এর ক্ষত্রে অনেকটা সহায়ক হয়। ইন্ডিকেটর এর মাধ্যমে আমরা মার্কেট এর পৃর্ববর্তী দিকনির্দেশনা পেয়ে থাকি এই রকম ফরেক্স মার্কেটে অনেক ইন্ডিকেটর আছে
আপনি প্রথমে ডেমো একাউন্টে এইসব ইন্ডিকেটর গুলো ব্যবহার করে দেখতে পারেন যদি ভাল ফলাফল পান তবে রিয়েল ট্রেডে ব্যবহার করতে পারেন
Md Akter Hossain
2016-03-11, 02:54 PM
অামি যখন ফরেক্স মার্কেটে প্রখম ট্রেড করা শুরু করি তখন আমার একমাত্র ভরসার নাম ছিল ইন্ডিকেটর । মেটা টেডারে ইন্ডিকেটর দিয়ে ভরে রাখতাম । দিন যত যেতে লাগল আমার ইন্ডিকেটর এর প্রতি বিশ্বাস তত বেশি হারাতে লাগলাম । এখন আমি ইন্ডিকেটর ব্যবহার করিনা ।
fatemaakhter
2016-03-11, 07:12 PM
আমার জানা মতে ফিবোনস্যি এনালাইসিস টা খুব ভালো । তবে আমি এই এনালাইসিস খুব ভালো বুঝতে পারিনা । আমি এই এনালাইসিসটি শেখার অবস্থাই আছি । তবে আমি এখন ক্যান্ডেলসটীক এনালাইসিস করে ট্রেড করি এবং সাথে সাপোর্ট এবং রেসিসট্যান্স ইন্ডিকেটর ব্যাবহার করি । এতে আমি ফরেক্স মার্কেট এর সাময়িক গতিবিধি অনুমান করতে পারি । আমার কাছে টেকনিক্যাল অ্যানালাইসিস মেথড গুলো ভালো লাগে ।এছাড়া আমি প্যারাবলিক সার ব্যবহার করি ।
yasir arafat
2016-04-07, 08:02 PM
আমি ডেইলি পিভট পয়েন্টের উপর ট্রেড করি।তাই আমার কোন সিগনাল ইন্ডিকেটরের প্রয়োজন পড়ে না।শুধু প্রতিদিনের পিভট পয়েন্ট দেখার জন্য পিভট পয়েন্ট ইন্ডিকেটর ব্যবহার করি।তাছাড়া অন্যান্য ইন্ডিকেটর আর ব্যবহার করি না।
Tazul Islam
2016-04-07, 11:19 PM
আমি মাকের্ট এনালাইসিস এর জন্য bollinger bands and moving averange and RSI ইন্ডিকেটর ব্যবহার করি। আমি এর বেশি ইন্ডিকেটর এর ব্যবহার জানিনা। তবে জানার চেষ্টা করছি । আরো ভাল ইন্ডিকেটর আছে বেশি ইন্ডিকেটর এর ব্যবহার জানা থাকলে অনেক সুবিধা হয় ।
khanam.rabeya272
2016-04-13, 07:36 PM
না আমি কোনো ইনডিকেটর বেবহার করিনা.বরং আপনার মতই মার্কেট এনালাইসিস করে ট্রেড করার চেষ্টা করি.আহামরি যে লাভ হয় টানা তবে উপ্পার্জন টা নিজের চেষ্টায় করছি.আর ইনডিকেটর যে আপনাকে শতভাগ লাভ আনে দিবে তাও না.অতয়েব এর চেয়ে ভালো নিজেই পরিস্স্রম করে নিজের ভাগ্য পরিবর্তন করি.এবং ইনডিকেটর এর উপর নির্ভর করলে কখনই নিজে ট্রেডিং শিখতে পারবনা.
জ্যাক কয়েন
2016-04-17, 10:00 AM
ফরেক্স এ ইন্ডিকেটর কে অনুসরণ করে ট্রেড করা ভাল না। এরপরও মাঝে মাঝে ট্রেড করতে হলে ইন্ডিকেটর এর সাহায্য নিতে হয়। আমি মভিং এভারেজ ,প্যারাবোলিক এস আর মত ইন্ডিকেটর ব্যবহার করি। ফরেক্স এ ইন্ডিকেটর অনুসরণ করে ট্রেড করার সময় মনে রাখতে সব সময় ইন্ডিকেটর এর সিগনাল কাজে লাগে না।
অামি এখনো ট্রেড করিনি রিয়েল ট্রেড । যার কারণে আমি মনে করি যে ডেমোতে আমি যদিও কয়েকটা ঈন্ডিকেটর ব্যবহার ইতিমধ্য করেছি । তবে বর্তমানে অনেক বেশি ভুয়া ঈন্ডিকেটর এর প্রচলন ঘটেছে অনলাইনে । আর অনলাইনে সুলভ হওয়ার কারণেই অনেকে প্রতিনিয়ত ঈন্ডিকেটর নিয়ে দ্বীধা দ্বন্ধে পড়েছে । আর আমি মনে করি যে ঈন্ডিকেটর এর চেয়ে মেনুয়াল ট্রেডিং এর দিকে বেশি নজর দেওয়া উচিত । আর যথেষ্ট দক্ষতা অর্জন করতে হলে অবশ্যেই লেগে থাকতে হবে ।
Biplob72
2016-04-17, 10:45 PM
ইন্ডিকেটর হল এমন কিছু সিম্বল বা প্রতীকের সমষ্টি যা মার্কেটের চলমান গতি প্রকৃতি নির্দেশ করে আমাদের দিক নির্দেশনা প্রদানে সহায়তা করে থাকে। ফরেক্সে ইন্ডিকেটরের ব্যবহার আমাদের ট্রেডিং কাজকে আরও সহজ করার জন্য ব্যবহৃত হয়। আমি ক্যান্ডেল স্টিক, জিগজ্যাগের মত ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। ক্যান্ডেল স্টীক ব্যবহার করি কারন এতে করে আমি খুব সহজে টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য ডেটা ক্যান্ডেল দেখে নিতে পারি।
Tazul Islam
2016-04-18, 05:32 AM
হ্যা আমি Bollinger Bands, Parabolic SAR and RSI ইন্ডিকেটর ব্যবহার করি। আরো অনেক ইন্ডিকেটর আছে, যেগুলোর ব্যবহার জানা দরকার। তরে আপরি যে ইন্ডিকর এর আপনার অনুমান ম্যাচ করে আপনি সেই ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন।
jessoreit
2016-04-21, 07:41 PM
আমার মতে যারা ফরেক্স ব্যবসা করে তার সবাই ট্রেড করার আগে মার্কেট নিউজ এবং কিছু সংকেত ব্যবহার করে থাকে, তবে কে কোন ধরনের সংকেত ব্যবহার করবে এটা নির্ভর করে তার মনের উপর, তাই আমি আমার পসন্দ মত কিছু সংকেত ব্যবহার করি, আমার মনে হয় সংকেত গুলো আমার ভালো উপকারে আসে।
Sakar Sorkar
2016-04-23, 07:25 PM
ফরেক্স মার্কেটে হাজারো রকমের ইন্ডিকেটর রয়েছ। ারর মাধ্যমে আপনি কি না মার্কেট অন্যালাসিস করার জন্য অনেক উপকারে আসবে। তবে আপনি কোন ইন্ডিকেটর ব্যবহার করবেন তা আপনি প্রথমে ডেমো ট্রেডে ব্যবহার করে এর কার্যকারীতা সম্পর্কে জেনে নিতে পারেন এবং তার পর রিয়েল ট্রেডে ব্যবহার করতে পারেন।।।।।।
abdulguffer
2016-04-23, 08:06 PM
ফরেক্স এ টেকনিক্যাল এনালাইসিস করার জন্য বিভিন্ন ইন্ডিকেটর ব্যবহার করা হয় । মেটা ট্রেডার 4 এ ডিফল্ট ভাবে কিছু ইনডিকেটর দেওয়া আছে। তার মধ্যে মুভিং এভারেজ ইন্ডিকেটর , আর এস আই , স্টকাস্টিক ও পেরাবোলিক সার ইন্ডিকেটর গুলো ব্যবহার করে এনালাইসিস করলে ভালো ফল পাওয়া যায়।
Tazul Islam
2016-04-23, 08:09 PM
আমি Bollinger Bands and parabolic and RSI ইন্ডিকেটর ব্যবহার করি । Bollinger Bands ইনিডকেটর বেশ ভাল লেগেছে। এখন আমি ফবোনাচ্চি ইন্ডিকেটর এর ব্্যবহার শিখছি। ফবোনাচ্চি ইন্ডিকেটর টা খুব কাজে দিবে মনে হচ্ছে।
Tazul Islam
2016-04-23, 08:21 PM
আমি Bollinger Bands and parabolic and RSI ইন্ডিকেটর ব্যবহার করি । Bollinger Bands ইনিডকেটর বেশ ভাল লেগেছে। এখন আমি ফবোনাচ্চি ইন্ডিকেটর এর ব্্যবহার শিখছি। ফবোনাচ্চি ইন্ডিকেটর টা খুব কাজে দিবে মনে হচ্ছে।
kholil
2016-09-22, 11:50 PM
ইন্ডিকেটর হলো এক ধরনের নির্দেশক । ফরেক্স ব্যবসা করতে হলে ফরেক্স ট্রেডিং দক্ষতা থাকতে হয় । ফরেক্সে ট্রেডিং এর মাধ্যমে টাকা আয় করতে হয় । ফরেক্সে ট্রেড করা আরোও সহজ করে দেওয়ার জন্য ফরেক্সের ইন্ডিকেটর ব্যবহার করা হয় । ইন্ডিকেটরের সাহায্যে ট্রেড করতে সুবিধা হয় । ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর থাকে । যার যেই ইন্ডিকেটর ভাল লাগে সে সেই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করে থাকে । আমি মুভিং এভারেজ ব্যবহার করি ।
lotaus
2016-09-23, 12:03 AM
ফরেক্স ব্যাবসায় মার্কেট ভালোকরে বুঝার জন্য অনেক ধরনের ইন্ডিকেটর ব্যাবহার করা যায়।যার দ্বারা আপনি বুঝতে পারবেন মার্কেট আপট্রেন্ডে যাবে নাকি ডাউনট্রেন্ডে যাবে।ইন্ডিকেটরের মধ্যে যেগুলো বেশি প্রচলিত সেগুলো হলো মুভিং এভারেজ,আরএসআই,বলিন্জার ইত্যাদি।এছাড়াও অনেকেই ইন্ডিকেটর বিক্রয় করে থাকে যেখান থেকে আপনি ক্রয় করতে পারেন।তবে আমি সাধারনত মুভিং এভারেজটা ফলো করে থাকি।
আমি বলবো ইন্ডিকেটর হল এমন কিছু সিম্বল বা প্রতীকের সমষ্টি যা মার্কেটের চলমান গতি প্রকৃতি নির্দেশ করে আমাদের দিক নির্দেশনা প্রদানে সহায়তা করে থাকে। ফরেক্সে ইন্ডিকেটরের ব্যবহার আমাদের ট্রেডিং কাজকে আরও সহজ করার জন্য ব্যবহৃত হয়। আমি ক্যান্ডেল স্টিক, জিগজ্যাগের মত ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। ক্যান্ডেল স্টীক ব্যবহার করি কারন এতে করে আমি খুব সহজে টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য ডেটা ক্যান্ডেল দেখে নিতে পারি।
ONLINE IT
2016-10-22, 05:07 PM
আমার মতে ইন্ডিকেটর তেমন ভাল কোন ফল দেয় না। তাই ইন্ডিকেটর ব্যবহার করি না বললেই চলে। প্রতিটি ইন্ডিকেটরই মার্কেট মুভমেন্ট এর উপর ভিত্তি করে কাজ করে। তাই ইন্ডিকেটরের উপর কোন ভরসা পাই না। তবে মুভিং এ্যাবরোজ ইন্ডিকেটরটি আমি ফলো করে থাকি। তাও লং ট্রেডে। নিজের মত করে সেটিং করে নিয়েছি।
Tazul Islam
2016-10-22, 06:21 PM
ফরেক্সে অনেক রকমের ইন্ডিকেটর রয়েছে। এগুলোর একেকটার একেক ধরনের কাজ। কোনো কোনো ইন্ডিকেটর মার্কেটের প্রাইস ভ্যালু নির্দেশ করে আবার কোনোটা ট্রেন্ড নির্দেশ করে। আমি সাধারনত বলিন্জার ব্যান্ড মুভিং এভারেজ h1 , এবঙ আর এস আই ব্যবহার করি। এর সাথে পেয়ারের সাপোর্ট এবঙ রেজিস্ট্যান্স মিলিয়ে ট্রেড করি। খুব বেশি ইন্ডিকেটর ব্যবহার করিনা।
sheam
2016-10-22, 08:21 PM
ইন্ডিকেটর অধিকাংশ সময় প্রাইসের ভ্যালু সম্পর্কে ধারনা প্রদান করে। আবার কোনো কোনো ইন্ডিকেটর মার্কেটের ট্রেন্ড কোনোদিকে তা নির্দেশও করে থাকে। এজন্য অনেকেই ইন্ডিকেটর ব্যবহারে আগ্রহী। আমি নিজে নিয়মিত মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার করি। তবে মাঝে মাঝে বোলিংজার ব্যান্ডও ব্যবহার করি ।
sujon30
2016-10-22, 09:06 PM
ফরেক্স এ আমি যখন করি তখন আমি ২টি পদ্ধতিতে খেয়াল করে ফরেক্স করে থাকি। প্রথমত আমি মুভিং এভারেজ ফলো করি এবং দ্বিতীয়ত আর এস আই এটাও দেখে আমি ফরেক্স করে থাকি। এটাতে আমি অনেকটা ভাল বুঝি এবং কিছুটা হলেও আয় করে থাকি।
Competitor
2016-11-08, 10:56 PM
আমি ব্যাক্তিগতভাবে ঈন্ডিকেটর অণুসরন করি না । কেননা আমি ঈন্ডিকেটর সম্পর্কে অনেকবেশি পরিমাণে নেতিবাচক কথা শুনেছি এবং ঈন্ডিকেটর এর কারণে আমি ভুক্তভোগি হযেছি । ফরেক্সে মার্কেটে ট্রেডিং করে লাভবান হতে চাইলে আমরা অনেক বেশি পরিমাণে লাভবান হতে পারব । তবে সেটা যদি হয় ম্যানুয়াল পদ্ধতিতে তবে সেটা আমাদের জন্য দীর্ঘমেয়াদি ভাল ফলাফল প্রদান করবে ।
uzzal05
2017-06-14, 05:56 AM
ফরেক্স মার্কেট এ একেকজন একেকভাবে এনালাইসিস করে থাকে। কেউ ইন্ডকেটর দিয়ে এনলাইসিস করে। আবার কেউ ইন্ডিকেটর ছাড়া এনালাইসিস করে ট্রেড করে। তবে যে যেভাবে বুঝে ট্রেড করতে পারে। এখানে প্রফিট করাটাই মূল বিষয়। আপনার ইচ্ছা হলে ইন্ডকেটর ব্যবহার না ও করতে পারেন।
Mamun13
2018-01-24, 07:27 PM
আমি ফরেক্স এ নিজে নিজে এনালাইসিস করে ট্রেড করি তেমন কোন ইন্ডিকেটর অনুসরন করি না । আমার কি কোন ইন্ডিকেটর অনুসরন করে ট্রেড করা উচিৎ । আপনারা কে কোন ইন্ডিকেটর অনুসরন করেন এবং কেন করেন ।
অবশ্যই আমরা সবাই জানি যে-সবার মেধা,ধৈর্য্য,ব্রেইন,কার্যক্ষমতা,সাইকোলোজীক্যা ল পাওয়ার,সহনশীলতা,স্মরণশক্তি...ইত্যাদি একই রকম নয়৷বরং প্রত্যেক মানুষেরই সেগুলো ভিন্ন ভিন্ন প্রকৃতির৷তাই ভিন্ন ভিন্ন মানুষ তাদের সুবিধামতো এক বা একাধিক ইনডিকেটর ব্যাবহার করে এনালাইসিস করে থাকেন এবং ট্রেড করেন৷আবার অনেকেই কোনোও ইনডিকেটর ব্যাবহার না করেই প্রফিটেবল ট্রেড করছেন৷
expkhaled
2018-01-24, 08:36 PM
আসলে শুধু মাত্র ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা ঠিক নয়। আপনার যদি নিজস্ব এনালাইসিস করার মত সিস্টেম থাকে তাহলে সেটা করতে পারেন তবে ইন্ডিকেটর সহকারী হিসাবে রাখতে পারেন। আমি ব্যবহার করি প্রাইজ একশন স্ট্রেটেজি সাথে মাঝে মাঝে আর.এস.আই এবং স্টোকেষ্টীক দেখি আর মুভিং এভারেজ সব সময় লাগানো থাকে। যাই হোক যদি নিজস্ব কোন সিস্টেম দার করাতে পারেন তাহলে সবচেয়ে ভাল হয় আর সেটা বার বার প্র্যাকটিস করতে হবে ডেমো ট্রেডিং এ।
maziz6989
2018-01-24, 09:04 PM
ইন্ডিকেটর নির্ভর ট্রেডিং সিস্টেম আসলে লং রানে ভাল রেজাল্ট দেয় বলে আমার জানা নেই। এই মার্কেট এ যে কয় বছর আছি একটা জিনিস দেখেছি যে এই মার্কেট এ ইন্ডিকেটর ভাল রেজাল্ট দেয় না। আজ অথবা কাল তা আপনাকে জিরো করেই ছাড়বে।
Grimm
2018-01-24, 09:40 PM
আমি সাধারণত কোন ইন্ডিকেটর অনুসরণ করি না। কারণ ইন্ডিকেটর দিয়ে আমি ট্রেড করে তৃপ্তি পাই না, তাছাড়া চার্টে বেশি ইন্ডিকেটর থাকলে দেখতে ভাল লাগে। আমি সবসময় ক্যান্ডেলস্টিক দিয়ে বিশ্লেষণ করে ট্রেড করতে পছন্দ করি, কারণ এর মাধ্যমে আমি খুব সহজেই বাজার বিশ্লেষণ করতে পারি যা আমাকে মুনাফা করতে সাহায্য করে, তবে আপনি যদি ইন্ডিকেটর ব্যবহার করেন তাহলে মুভিং এভারেজটা ব্যবহার করতে পারেন, কারণ মুভিং এভারেজ দিয়ে আপনি খুব সহজেই বাজার ট্রেন্ড ধরতে পারবেন।
yasir
2018-08-23, 03:14 PM
ফরেক্স এ ইন্ডিকেটর কে অনুসরণ করে ট্রেড করা ভাল না। এরপরও মাঝে মাঝে ট্রেড করতে হলে ইন্ডিকেটর এর সাহায্য নিতে হয়। আমি মভিং এভারেজ ,প্যারাবোলিক এস আর মত ইন্ডিকেটর ব্যবহার করি। ফরেক্স এ ইন্ডিকেটর অনুসরণ করে ট্রেড করার সময় মনে রাখতে সব সময় ইন্ডিকেটর এর সিগনাল কাজে লাগে না।
iloveyou
2018-08-23, 09:50 PM
ভাই আমি এই ফরেক্স মার্কেটে দু-ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করে থাকি এবং সাথে সংযুক্ত করেছি একটা মুভিং এভারেজ। তো এখানে আপনি এক ধরনের ইন্ডিকেটর পাবেন যেটা হলো লিডিং ইন্ডিকেটর এবং অপরটির নাম হলো লেগিং ইন্ডিকেটর। এখন এর মধ্য থেকেই আপনাকে আপনার সুবিধা অনুযায়ী সবকিছু সাজিয়ে-গুছিয়ে নিতে হবে যেটা আপনার সিস্টেমের সাথে ম্যাচ করে।
lanzuu
2018-08-24, 05:17 PM
শুরু থেকে আমি মুভিং এভারেজ ব্যবহার করি। ট্রেন্ড বুঝার জন্য ভালো সহায়তা পাই এই ইন্ডিকেটর দিয়ে। মাঝে মাঝে হাইকেন এশিও ব্যবহার করি ফিল্টার এর জন্য। rsi ও আমার পছন্দের ইন্ডিকেটর।
Md_MhorroM
2018-09-10, 07:53 PM
ব্যক্তিগতভাবে আমার মতে ফরেক্স এ ইন্ডিকেটর কে অনুসরণ করে ট্রেড করা ভাল না। এরপরও মাঝে মাঝে ট্রেড করতে হলে ইন্ডিকেটর এর সাহায্য নিতে হয়। আমি মভিং এভারেজ ,প্যারাবোলিক এস আর মত ইন্ডিকেটর ব্যবহার করি। ফরেক্স এ ইন্ডিকেটর অনুসরণ করে ট্রেড করার সময় মনে রাখতে সব সময় ইন্ডিকেটর এর সিগনাল কাজে লাগে না।
sr ritu
2018-09-29, 02:53 AM
ফরেক্স মারকেটে অনেক ইন্ডিকেটর ব্যবহার করে দেখেছি এবং অনেক ইন্ডিকেটর আছে অনেক ধরনের ইন্ডিকেটর দেখা জায় তবে এর মধে আমি মুভিং এভারেজ ব্যবহার করে থাকি এবং মুভিং এভারেজ আমার খুভ ভাল লাগে তাই আমি মুভিং এভারেজ ব্যবহার করে থাকি এবং মুভিং এভারেজ দিয়ে আমি ভাল প্রফিট করতে পারি তাই আমি মুভিং এভারেজ ব্যবহার কর থাকি ।
al amin
2018-09-29, 11:18 PM
দুটি ইন্ডিকেটর ফলো করি। যেমন: আর এস এই এবং মভিং এ্যাবারেজ। আমার কাছে এই দুটো অনেক বেশি কার্যকরী মনে হয়। এদুটোর সাহায্যে আপনি মার্কেটের পজিশন নির্নয় করতে পারেন। তবে এদুটোকে আপনার মত করে সেটিং করে নিতে হবে।
marjahan
2018-12-14, 09:00 PM
না আমি কোনো ইনডিকেটর বেবহার করিনা.বরং আপনার মতই মার্কেট এনালাইসিস করে ট্রেড করার চেষ্টা করি.আহামরি যে লাভ হয় টানা তবে উপ্পার্জন টা নিজের চেষ্টায় করছি.আর ইনডিকেটর যে আপনাকে শতভাগ লাভ আনে দিবে তাও না.অতয়েব এর চেয়ে ভালো নিজেই পরিস্স্রম করে নিজের ভাগ্য পরিবর্তন করি.এবং ইনডিকেটর এর উপর নির্ভর করলে কখনই নিজে ট্রেডিং শিখতে পারবনা.
SaifulRahman
2019-03-13, 03:37 PM
আমি Currency Heatwave নামে একটি ইন্ডিকেটর ব্যবহার করছি, যদিও এটা ১০ ডলার দিয়ে কিনছি কিন্তু এটা খুবই প্রফিটেবল একটি টুলস্। অবশ্য অনেক ফ্রি টুল পাওয়া যায় যেগুলো নির্দিষ্ট একটি টাইমফ্রেমের অবস্থা নির্দেশ করে, কিন্তু এই টুলস্ টি দিয়ে আপনি ১৫ মিনিট থেকে মান্থলি চার্টের ষ্ট্রেনথ বুঝতে পারেবেন আর মার্কেটে সব সময় দেখতে হয় বড় টাইমফ্রেমে কোন কারেন্সী স্ট্রং আর কোন কারেন্সী দূর্বল।
এখন এই ইন্ডিকেটরটির দাম ২০ ডলার। টুলস্ টি দুটি উপায়ে ফ্রি চালানো যায়। কিভাবে? প্রথমত এর ডেভেলপারদের ওয়েবসাইট থেকে বিনামূল্যে দেখে নিতে পারবেন কোন কারেন্সী স্ট্রং আর কোনটা দূর্বল। ওয়েবসাইট লিংক: fxlabsplus.com
আর ২য় পদদ্বতির জন্য এটি ডাউনলোড করুন: https://play.google.com/store/apps/details…
এটি ফ্রিতে ব্যবহার করার জন্য একটি ট্রিকস ব্যবহার করা লাগবে। সেটি হলো একটি জিমেইল একাউন্ট দিয়ে ৭দিন করে ট্রায়াল চালাতে পারবেন। পিসিতে KO Player সেটআপ দিবেন তারপর সেটি পিসিতে সেটআপ দিবেন। এভাবে প্রতি ৭দিন পরপর একটি করে নতুন জিমেইল একাউন্ট ব্যবহার করবেন।
নিচের চিত্রটি লক্ষ্য করুন: আজকে পাউন্ড ইয়েনের থেকে অনেক বেশি ষ্ট্রং ছিল সকাল থেকে। তাই আজকে GBPJPY পেয়ারে শুধু বাই এন্ট্রি খুজে নিলে ভালো প্রফিটে থাকা যেত।
7328
H4 এবং D1 থেকে কারেন্সী ষ্ট্রেনথ টা ধরবেন তারপর H30 এ H1 এন্ট্রি নিবেন। ধরা যাক হায়ার টাইমফ্রেমে পাউন্ড স্ট্রং আর ইয়েন উইক তাহলে সেদিন সারাদিন লোয়ার টাইমফ্রেম থেকে শুধু বাই এন্ট্রি খুজবেন। আর যদি আপনারা চান তাহলে এই গ্রুপেই প্রতিদিন একটা পোস্ট করে সেটার কমেন্টে ৪ ঘন্টা পরপর আমি এটার আপডেট স্ক্রীনশট দিতে পারব। যেভাবে ভালো হয় জানাবেন সবাই। আমি এভাবে বেশ ভালো প্রফিট করছি। দেখুন কিছুদিন কেমন লাগে।
NasirMollah739
2019-03-13, 03:59 PM
ইন্ডিকেটর হল এমন কিছু সিম্বল বা প্রতীকের সমষ্টি যা মার্কেটের চলমান গতি প্রকৃতি নির্দেশ করে আমাদের দিক নির্দেশনা প্রদানে সহায়তা করে থাকে। ফরেক্সে ইন্ডিকেটরের ব্যবহার আমাদের ট্রেডিং কাজকে আরও সহজ করার জন্য ব্যবহৃত হয়। আমি ক্যান্ডেল স্টিক, জিগজ্যাগের মত ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। ক্যান্ডেল স্টীক ব্যবহার করি কারন এতে করে আমি খুব সহজে টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য ডেটা ক্যান্ডেল দেখে নিতে পারি।
bdunity
2019-03-13, 04:45 PM
আমি কোনি ইন্ডিকেটর অনুসরন করি না কারন এটা ব্যবহার করে ট্রেড করলে লাভ খুব কম হয় আর নিজে মার্কেট এনালাইস করে ট্রেড করলে লাভ বেশি হয়। তাই আমি কোন ইন্ডিকেটর ব্যাবহার করি না।
fxjaman
2019-03-13, 07:45 PM
ভাই আমি সাধারণত সিম্পিল একটা মুভিং এভারেজ ব্যবহার করে ট্রেড করি। তবে এর সাথে আরও যেটা ব্যবহার করে কাজ করি সেটা হলো একটা হচ্ছে লেগিং ইন্ডিকেটর আর অন্যটা হলো লিডিং ইন্ডিকেটর। এখন যার যেটা সুবিধা মনে হবে সে সেটা দিয়েই ট্রেড করবেন।
TanjirKhandokar1994
2019-03-13, 10:18 PM
ফরেক্স ট্রেডিং এ অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে। এগুলো মুলত আমাদের এনালাইসিস এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর এই ইন্ডিকেটর গুলো একেকটার একেক ধরনের কাজ করে থাকে। এর মধ্যে কোনো কোনো ইন্ডিকেটর মার্কেটের প্রাইস ভ্যালু নির্দেশ করে আবার কোনোটা ট্রেন্ড নির্দেশ করে।তবে ইন্ডিকেটর যাই করুক না কেন এটা কিন্তু আপনাকে প্রফিট করিয়ে দেবে না। প্রফিট আপনাকেই করতে হবে আপনার কৌশল অবলম্বন করে। এটা শুধু মাত্র নির্দেশনা দেয় আর কিছুই না।তবে ফরেক্সে ইন্ডিকেটরের ব্যবহার আমাদের ট্রেডিং কাজকে কিছুটা হলেও সহজ করে দেয়। আমি ক্যান্ডেল স্টিক, জিগজ্যাগের মত ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। আমি সাধারনত মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার করি।এছাড়া খুব বেশি ইন্ডিকেটর ব্যবহার করিনা।ধন্যবাদ
ফরেক্স এ ইন্ডিকেটর কে অনুসরণ করে ট্রেড করা ভাল না। এরপরও মাঝে মাঝে ট্রেড করতে হলে ইন্ডিকেটর এর সাহায্য নিতে হয়। আমি মভিং এভারেজ ,প্যারাবোলিক এস আর মত ইন্ডিকেটর ব্যবহার করি। ফরেক্স এ ইন্ডিকেটর অনুসরণ করে ট্রেড করার সময় মনে রাখতে সব সময় ইন্ডিকেটর এর সিগনাল কাজে লাগে না।
KAZIMAJHARULISLAM
2019-11-10, 03:48 PM
না, আমি কোন ইন্ডিকেটর অনুসরণ করি না। কারণ ইন্ডিকেটর অনুসরণ করে ট্রেডিং করা আমার কাছে লাভজনক বলে মনে হয় না। বরং আমাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয়। তাছাড়া ফরেক্সে যেহেতু স্বাধীন ব্যবসা তাই আমি নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাধীনভাবে মার্কেট এনালাইসিস করে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেডিং করারটাই যুক্তিসম্মত লাভজনক বলে মনে করি।
KaziBayzid162
2019-11-10, 04:42 PM
আমি ফরেক্স মার্কেটে এক বছর যাবত ট্রেডিং করে আসছি।কিন্তু এই সময়ের ভিতর কখনোই ইনডিকেটরের উপর নির্ভর করে বা ইন্ডিকেটর ফলো করে ট্রেডিং করিনি।কেননা ইন্ডিকেটর ফলো করে ট্রেডিং করাটা পার্সোনালি আমার ভালো লাগেনা কেমন যেন অন্যের উপরে নির্ভর করে ব্যবসা করছে বলে মনে হয়। তাছাড়া আমার জানা বেশ কয়েকজন ট্রেডার আছে যারা ইন্ডিকেটর ফলো করতে গিয়ে বেশ কয়েকবার বড় ধরনের লসের সম্মুখীন হয়েছে এমনকি কেউ কেউ তাদের ব্যালেন্স জিরো করে ফেলেছে। তাই আমি কখনোই ইন্ডিকেটর ফলো করে ট্রেডিং করিনি বরং নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ট্রেডিং করে থাকি।
sufianhoshen
2019-11-10, 06:25 PM
ফরেক্সে কেনা বেচা সহজ নয়।তবুও অবিচ্ছিন্নভাবে আয় করতে পারে এমন অবস্থানে রয়েছে। এর একটি অংশ হ'ল তারা দক্ষতার সাথে বিদেশী মুদ্রা বাণিজ্য সূচক ব্যবহার করে।এলোমেলো পদচারণা নয়। মানুষের মানসিকতার ব্যর্থতা বোঝায় যে, বাজারগুলি সর্বদা যুক্তিযুক্ত আচরণ করে না।
আমি প্রায় 300 ডলার অ্যাকাউন্ট হারিয়েছি এবং ট্রেডিং অ্যাকাউন্টটি ধুয়ে শেষ করব। তবে এই ক্ষতিটি আমাকে এমন একটি পাঠ দেয় যা আমাকে পেশাদার ব্যবসায়ী হতে পরিচালিত করে। লোকসান হ'ল ব্যবসায়ের অংশ তবে ফরেক্স খুব ঝুঁকিপূর্ণ ব্যবসায়। এজন্য শিখতে শুরু করুন এবং ডেমো অ্যাকাউন্ট থেকে অভিজ্ঞতা পান।
ফরেক্স মারকেটে অনেক ইন্ডিকেটর ব্যবহার করে দেখেছি এবং অনেক ইন্ডিকেটর আছে অনেক ধরনের ইন্ডিকেটর দেখা জায় তবে এর মধে আমি মুভিং এভারেজ ব্যবহার করে থাকি এবং মুভিং এভারেজ আমার খুভ ভাল লাগে তাই আমি মুভিং এভারেজ ব্যবহার করে থাকি এবং মুভিং এভারেজ দিয়ে আমি ভাল প্রফিট করতে পারি তাই আমি মুভিং এভারেজ ব্যবহার কর থাকি ।
Fxhuman
2020-03-26, 05:24 PM
ফরেক্স এ ইন্ডিকেটর কে অনুসরণ করে ট্রেড করা ভাল না। এরপরও মাঝে মাঝে ট্রেড করতে হলে ইন্ডিকেটর এর সাহায্য নিতে হয়। আমি মভিং এভারেজ ,প্যারাবোলিক এস আর মত ইন্ডিকেটর ব্যবহার করি। ফরেক্স এ ইন্ডিকেটর অনুসরণ করে ট্রেড করার সময় মনে রাখতে সব সময় ইন্ডিকেটর এর সিগনাল কাজে লাগে না।
martin
2020-03-26, 05:26 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করে ভাল প্রফিট করার জন্য একেক ফরেক্স ট্রেডার একেক ইন্ডিকেট্র ব্যাবহার করে ফরেক্স ট্রেডিং করে থাকে তাই আমি ফরেক্স মার্কেট এ আর এর আই ইন্ডিকেটর ব্যাবহার করে ট্রেডিং করি তার পাশে ফরেক্স মার্কেট এনালাইসিস করি নিউজ দেখে ট্রেডিং করি
না আমি কখনো কোনো ইনডিকেটর এখনো ব্যাবহার করিনি। আসলে আমার কাছে ইন্ডিকেটর তেমন একটা ভালোই লাগে না। সবসময় দেখি ইন্ডিকেটরগুলো মার্কেট অনেক বেশি মুভ করার পরে দিক নির্দেশনা দিচ্ছে তাই আপাদত ইন্ডিকেটর বাদ।
souravkumarhazra6763
2020-03-26, 06:45 PM
ফরেক্স এর ট্রেডিং প্ল্যাটফর্ম এ আপনি অনেক ইন্ডিকেটর পাবেন,কিন্তু সব ব্যবহার এর উপযোগী না,আমি সাধারণত মুভিং এভারেজ ইন্ডিকেটর টা ব্যবহার করি,মুভিং এভারেজ ইন্ডিকেটর টা আমাকে মার্কেট ট্রেন্ড নির্নয় করতে সাহায্য করে থাকে,এই ইন্ডিকেটর টি ব্যবহার করে আমি অনেক লাভবান হয়েছি,আপনি ও এটি ব্যবহার করতে পারেন।
আসলে শুধু মাত্র ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা ঠিক নয়। আপনার যদি নিজস্ব এনালাইসিস করার মত সিস্টেম থাকে তাহলে সেটা করতে পারেন তবে ইন্ডিকেটর সহকারী হিসাবে রাখতে পারেন। আমি ব্যবহার করি প্রাইজ একশন স্ট্রেটেজি সাথে মাঝে মাঝে আর.এস.আই এবং স্টোকেষ্টীক দেখি আর মুভিং এভারেজ সব সময় লাগানো থাকে। যাই হোক যদি নিজস্ব কোন সিস্টেম দার করাতে পারেন তাহলে সবচেয়ে ভাল হয় আর সেটা বার বার প্র্যাকটিস করতে হবে ডেমো ট্রেডিং এ।
Rion83
2020-03-26, 06:47 PM
ফরেক্স মার্কেট এ একেকজন একেকভাবে এনালাইসিস করে থাকে। কেউ ইন্ডকেটর দিয়ে এনলাইসিস করে। আবার কেউ ইন্ডিকেটর ছাড়া এনালাইসিস করে ট্রেড করে। তবে যে যেভাবে বুঝে ট্রেড করতে পারে। এখানে প্রফিট করাটাই মূল বিষয়। আপনার ইচ্ছা হলে ইন্ডকেটর ব্যবহার না ও করতে পারেন।
ইন্ডিকেটর অর্থ হলো নির্দেশক। ফরেক্সে অনেক রকমের ইন্ডিকেটর রয়েছে। এগুলোর একেকটার একেক ধরনের কাছ। কোনো কোনো ইন্ডিকেটর মার্কেটের প্রাইস ভ্যালু নির্দেশ করে আবার কোনোটা ট্রেন্ড নির্দেশ করে। আমি সাধারনত মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার ক্রি। খুব বেশি ইন্ডিকেটর ব্যবহার করিনা। মাঝে মাঝে আর এস আই ব্যবহার করি।
Hredy
2020-03-26, 06:57 PM
কিছু ইন্ডিকেটর খুবই কাজে দেয় । অবশ্য কোন ইন্ডিকেটর আপনার ভাল কাজ করবে সেটা নির্ভর করে আপনার ট্রেডিং স্টাইল এর ওপর । আমি একজন স্ক্যাল্পার । আমি ব্যবহার করি মোভিং এভারেজ , স্টোক, প্যারাবোলিক এস আর, এমএওসিডি, এবং জিগজাগ ।
KGF3010
2020-03-26, 07:31 PM
আমার মতে যারা ফরেক্স ব্যবসা করে তার সবাই ট্রেড করার আগে মার্কেট নিউজ এবং কিছু সংকেত ব্যবহার করে থাকে, তবে কে কোন ধরনের সংকেত ব্যবহার করবে এটা নির্ভর করে তার মনের উপর, তাই আমি আমার পসন্দ মত কিছু সংকেত ব্যবহার করি, আমার মনে হয় সংকেত গুলো আমার ভালো উপকারে আসে।
Fardin02
2020-03-26, 07:33 PM
ইন্ডিকেটর হলো এক ধরনের নির্দেশক । ফরেক্স ব্যবসা করতে হলে ফরেক্স ট্রেডিং দক্ষতা থাকতে হয় । ফরেক্সে ট্রেডিং এর মাধ্যমে টাকা আয় করতে হয় । ফরেক্সে ট্রেড করা আরোও সহজ করে দেওয়ার জন্য ফরেক্সের ইন্ডিকেটর ব্যবহার করা হয় । ইন্ডিকেটরের সাহায্যে ট্রেড করতে সুবিধা হয় । ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর থাকে । যার যেই ইন্ডিকেটর ভাল লাগে সে সেই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করে থাকে । আমি মুভিং এভারেজ ব্যবহার করি ।
Rajib_Biswas
2020-03-26, 07:42 PM
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে আমি রিলেটিভ স্ট্রেঙ্থ ইন্ডেক্স বা সংক্ষেপে আর এস আই (rsi) এবং মুভিং এভারেজ ক্রসওভার ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। রিলেটিভ স্ট্রেঙ্থ ইন্ডেক্স ইন্ডিকেটরের সাহায্যে মার্কেট ওভারবট নাকি ওভার সোল্ড কন্ডিশনে আছে তা বুঝতে পারি। অর্থাৎ মার্কেটে যখন সেলার দের থেকে বায়ার দের সংখ্যা বেশি থাকে তখন মার্কেট ওভারবট এবং মার্কেটে যখন বায়ার দের থেকে সেলার দের সংখ্যা বেশি থাকে তখন ওভার সোল্ড কন্ডিশনে থাকে। আর মুভিং এভারেজ ক্রসওভার ইন্ডিকেটর এর মাধ্যমে পুল ব্যাক হয়েছে কিনা বুঝতে পারি। তবে আমি সরাসরি ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করি না। নিজের এনালাইসিস এর সাথে ইন্ডিকেটরের মানগুলো যাচাই-বাছাই করে তারপর ট্রেডিং করে থাকি।
sofiz
2020-03-26, 10:16 PM
ইন্ডিকেটর অধিকাংশ সময় প্রাইসের ভ্যালু সম্পর্কে ধারনা প্রদান করে। আবার কোনো কোনো ইন্ডিকেটর মার্কেটের ট্রেন্ড কোনোদিকে তা নির্দেশও করে থাকে। এজন্য অনেকেই ইন্ডিকেটর ব্যবহারে আগ্রহী। আমি নিজে নিয়মিত মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার করি। তবে মাঝে মাঝে বোলিংজার ব্যান্ডও ব্যবহার কররি।
Mas26
2020-03-26, 10:21 PM
ইন্ডিকেটর হল এমন কিছু সিম্বল বা প্রতীকের সমষ্টি যা মার্কেটের চলমান গতি প্রকৃতি নির্দেশ করে আমাদের দিক নির্দেশনা প্রদানে সহায়তা করে থাকে। ফরেক্সে ইন্ডিকেটরের ব্যবহার আমাদের ট্রেডিং কাজকে আরও সহজ করার জন্য ব্যবহৃত হয়। আমি ক্যান্ডেল স্টিক, জিগজ্যাগের মত ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। ক্যান্ডেল স্টীক ব্যবহার করি কারন এতে করে আমি খুব সহজে টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য ডেটা ক্যান্ডেল দেখে নিতে পারি।
Runil
2020-03-26, 11:35 PM
না আমি কোনো ইনডিকেটর বেবহার করিনা.বরং আপনার মতই মার্কেট এনালাইসিস করে ট্রেড করার চেষ্টা করি.আহামরি যে লাভ হয় টানা তবে উপ্পার্জন টা নিজের চেষ্টায় করছি.আর ইনডিকেটর যে আপনাকে শতভাগ লাভ আনে দিবে তাও না.অতয়েব এর চেয়ে ভালো নিজেই পরিস্স্রম করে নিজের ভাগ্য পরিবর্তন করি.এবং ইনডিকেটর এর উপর নির্ভর করলে কখনই নিজে ট্রেডিং শিখতে পারবনা.
IFXmehedi
2020-03-27, 12:14 AM
আমি সাধারনত ইনডিকেটর তেমন একটা ব্যাবহার করি না , তবে মাঝে মাঝে RSI ইনডিকেটরটা একটু দেখি । আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি ইনডিকেটরের উপর নির্ভর করে ফরেক্স মার্কেটে ট্রেড করে খুব বেশি সফলতা অর্জন করা যায় না । তবে নতুন অবস্থায় মার্কেট সম্পর্কে প্রাথমিক একটু ধারনার জন্য আমরা ইনডিকেটর ব্যাবহার করি । তবে Moving Average ইনডিকেটরটা ব্যাবহার করে ট্রেড করলে আপনি অনেক বেশি উপকৃত হবে বলে আমি আশা করি ।
Hridoy6763
2020-03-27, 09:59 AM
আমি সাধারণত খালি চার্ট এ ট্রেড করে থাকি,আমি তেমন কোন ইন্ডিকেটর কে অনুসরন করিনা,কিন্তু আমি শুধুমাত্র আমার ট্রেড এ ফিবোনাচ্চি ইন্ডিকেটর টা ব্যবহার করে থাকি,আমি এই বিজিনেস এ শুধু এই ইন্ডিকেটর টাকেই বেশি বিশ্বাস করে থাকি,আপনি এর সঠিক ব্যবহার জানলে আমার মতো একই কথা বলবেন।
amreta
2020-03-27, 02:37 PM
আমি ফরেক্স এ নিজে নিজে এনালাইসিস করে ট্রেড করি তেমন কোন ইন্ডিকেটর অনুসরন করি না । আমার কি কোন ইন্ডিকেটর অনুসরন করে ট্রেড করা উচিৎ । আপনারা কে কোন ইন্ডিকেটর অনুসরন করেন এবং কেন করেন ।
প্রিয় সদস্য মুখ্য সির্ফ নিউজ কো দেখকার বাজার বিশ্লেষক কর্তা এবং এটি আছা তারার বাজারের সাথে বাণিজ্য করার জন্য একটি দুর্দান্ত চুক্তি, লেটা হুন এবং আছা মুনাফি ভী কাটা এতা হুন আগর সংবাদ সংবাদ বিশ্লেষক কর ট্রেড কারোগে আপনাকে একক কাম্যব বিশ্বাসঘাতক সাকতে হো
forex_fighter
2020-03-27, 10:34 PM
ফরেক্সে অনেক রকমের ইন্ডিকেটর রয়েছে। এগুলোর একেকটার একেক ধরনের কাজ। কোনো কোনো ইন্ডিকেটর মার্কেটের প্রাইস ভ্যালু নির্দেশ করে আবার কোনোটা ট্রেন্ড নির্দেশ করে। ফরেক্সে ইন্ডিকেটরের ব্যবহার আমাদের ট্রেডিং কাজকে আরও সহজ করার জন্য ব্যবহৃত হয়। আমি ক্যান্ডেল স্টিক, জিগজ্যাগের মত ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। আমি সাধারনত মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার ক্রি। খুব বেশি ইন্ডিকেটর ব্যবহার করিনা।
Mdsofizuddin
2020-03-28, 08:56 PM
আমি Bollinger Bands and parabolic and RSI ইন্ডিকেটর ব্যবহার করি । Bollinger Bands ইনিডকেটর বেশ ভাল লেগেছে। এখন আমি ফবোনাচ্চি ইন্ডিকেটর এর ব্্যবহার শিখছি। ফবোনাচ্চি ইন্ডিকেটর টা খুব কাজে দিবে মনে হচ্ছে।
Lubna1212
2020-03-29, 09:38 AM
একটি চিহ্নিতকারী হ'ল প্রচুর চিত্র বা চিত্র যা আমাদের বাজারের চলমান ধারণার দিকে পরিচালিত করতে সহায়তা করে। ফরেক্সে ব্যবহৃত মার্কার্সগুলি আমাদের এক্সচেঞ্জিংয়ের কাজগুলি পুনরায় সাজানোর জন্য ব্যবহার করা হয়। আমি মোমবাতি, ক্রিসক্রসের মতো মার্কার ব্যবহার করি। আমি একটি মোমবাতি ব্যবহার করি যেহেতু আমি বেশিরভাগ অংশ ছাড়াই বিশেষ পরীক্ষার জন্য তথ্য মোমবাতি দেখতে পারি।
Jid13
2020-03-29, 01:46 PM
আমি ডেইলি পিভট পয়েন্টের উপর ট্রেড করি।তাই আমার কোন সিগনাল ইন্ডিকেটরের প্রয়োজন পড়ে না।শুধু প্রতিদিনের পিভট পয়েন্ট দেখার জন্য পিভট পয়েন্ট ইন্ডিকেটর ব্যবহার করি।তাছাড়া অন্যান্য ইন্ডিকেটর আর ব্যবহার করি না।
smbiplob
2020-04-27, 03:18 AM
অনেক ধরনের ইন্ডিকেটর ব্যাবহার করা যায় যার দ্বারা আপনি বুঝতে পারবেন মার্কেট আপট্রেন্ডে যাবে নাকি ডাউনট্রেন্ডে যাবে ইন্ডিকেটরের মধ্যে যেগুলো বেশি প্রচলিত সেগুলো হলো মুভিং এভারেজ আরএসআই বলিন্জার ব্যান্ড ইত্যাদি আপনার যদি নিজস্ব এনালাইসিস করার মত সিস্টেম থাকে তাহলে সেটা করতে পারেন তবে ইন্ডিকেটর সহকারী হিসাবে রাখতে পারেন আমি ব্যবহার করি প্রাইজ একশন স্ট্রেটেজি সাথে মাঝে মাঝে আরএসআই এবং স্টোকেষ্টীক দেখি আর মুভিং এভারেজ সব সময় লাগানো থাকে ।
Soh1952
2020-05-31, 11:07 AM
ইন্ডিকেটর হলো এক ধরনের নির্দেশক । ফরেক্স ব্যবসা করতে হলে ফরেক্স ট্রেডিং দক্ষতা থাকতে হয় । ফরেক্সে ট্রেডিং এর মাধ্যমে টাকা আয় করতে হয় । ফরেক্সে ট্রেড করা আরোও সহজ করে দেওয়ার জন্য ফরেক্সের ইন্ডিকেটর ব্যবহার করা হয় । ইন্ডিকেটরের সাহায্যে ট্রেড করতে সুবিধা হয় ।নেতিবাচক কথা শুনেছি এবং ঈন্ডিকেটর এর কারণে আমি ভুক্তভোগি হযেছি । ফরেক্সে মার্কেটে ট্রেডিং করে লাভবান হতে চাইলে আমরা অনেক বেশি পরিমাণে লাভবান হতে পারব । তবে সেটা যদি হয় ম্যানুয়াল পদ্ধতিতে তবে সেটা আমাদের জন্য দীর্ঘমেয়াদি ভাল ফলাফল প্রদান করবে ।
ফরেক্সে ইন্ডিকেটরের ব্যবহার আমাদের ট্রেডিং কাজকে আরও সহজ করার জন্য ব্যবহৃত হয় । আমি আর এস আই, জিগজ্যাগের মত ইন্ডিকেটর ব্যবহার করে থাকি । ক্যান্ডেল স্টীক প্যাটার্ন ব্যবহার করি কারন এতে করে আমি খুব সহজে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারি যা আমার কাছে বোধগম্য মনে হয় । তবে ইন্ডিকেটর যাই করুক না কেন এটা কিন্তু আপনাকে প্রফিট করিয়ে দেবে না । প্রফিট আপনাকেই করতে হবে আপনার কৌশল অবলম্বন করে । এটা শুধু মাত্র নির্দেশনা বা প্রেডিকশন দেয় আর কিছুই না । তবে ইনডিকেটর এর উপর শুধুমাত্র নির্ভরশীল হয়ে ট্রেড করা উচিত নয় ।
Shohedulla2
2020-06-03, 12:13 PM
আমার জানা মতে প্রায় সকল ইন্ডিকেটর ব্যবহার করে। এবং এন্টিকাটার অনেক পরিমাণ সঠিক হয়ে থাকে ধারণা দিতে। আমি ফোন থেকে ব্যবহার কর যার জন্য ফোনের ভিতরে সবথেকে ভালো ইন্টিগ্রেটর হিসেবে আমার পাবলিক স্যার এন্টিকাটার টা পছন্দ।
FREEDOM
2020-06-28, 02:36 AM
আমি ফরেক্স এ নিজে নিজে এনালাইসিস করে ট্রেড করি তেমন কোন ইন্ডিকেটর অনুসরন করি না । আমার কি কোন ইন্ডিকেটর অনুসরন করে ট্রেড করা উচিৎ । আপনারা কে কোন ইন্ডিকেটর অনুসরন করেন এবং কেন করেন ।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে খুব বেশি ইন্ডিকেটর এর প্রয়োজন নেই। দু তিনটি ইন্ডিকেটর ব্যাবহার করা যেতে পারে ট্রেডিং এর সহায়ক হিসেবে। আমি কয়েকটি ইনডিকেটর সম্পর্কে জানি যেগুলো অনেকেই ব্যাবহার করে এবং যথেষ্ট কার্যকরও বটে যেমন পিভট পয়েন্ট, আরএসআই, ফিবোনাকি লেভেল, মুভিং এভারেজ, বোলিনজার ব্যান্ড। তবে এর মধ্যে মুভিং এভারেজ ও আরএসআই এই ইন্ডিকেটর দুটি সবসময় আমার এমটিফোর এ সেটআপ দেওয়া থাকে।
muslima
2020-06-29, 03:08 AM
ফরেক্সে ট্রেডিং এর মাধ্যমে টাকা আয় করতে হয় । ফরেক্সে ট্রেড করা আরোও সহজ করে দেওয়ার জন্য ফরেক্সের ইন্ডিকেটর ব্যবহার করা হয় । ইন্ডিকেটরের সাহায্যে ট্রেড করতে সুবিধা হয় । ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর থাকে । ফরেক্সে ইন্ডিকেটরের ব্যবহার আমাদের ট্রেডিং কাজকে কিছুটা হলেও সহজ করে দেয়। আমি ক্যান্ডেল স্টিক, জিগজ্যাগের মত ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। আমি সাধারনত মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার করি।এছাড়া খুব বেশি ইন্ডিকেটর ব্যবহার করিনা।
konok
2020-06-30, 01:13 PM
ইন্ডিকেটর অর্থ হলো নির্দেশক। ফরেক্সে অনেক রকমের ইন্ডিকেটর রয়েছে। এগুলোর একেকটার একেক ধরনের কাছ। কোনো কোনো ইন্ডিকেটর মার্কেটের প্রাইস ভ্যালু নির্দেশ করে আবার কোনোটা ট্রেন্ড নির্দেশ করে। আমি সাধারনত মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার ক্রি। খুব বেশি ইন্ডিকেটর ব্যবহার করিনা। আমি ডেমোতে ইন্ডিকেটর ব্যবহার করে ভাল ফল পেয়েছি তাই এর প্রয়োজনীয়তা অনুভব করছি। আমাদের এর ব্যবহার ভালভাবে শিখা উচিত।
ফরেক্স এ ইন্ডিকেটর কে অনুসরণ করে ট্রেড করা ভাল না। এরপরও মাঝে মাঝে ট্রেড করতে হলে ইন্ডিকেটর এর সাহায্য নিতে হয়। আমি মভিং এভারেজ ,প্যারাবোলিক এস আর মত ইন্ডিকেটর ব্যবহার করি। এটা নির্ভর করে তার মনের উপর, তাই আমি আমার পসন্দ মত কিছু সংকেত ব্যবহার করি, আমার মনে হয় সংকেত গুলো আমার ভালো উপকারে আসে।
Devdas
2020-07-01, 09:33 PM
ফরেক্স মার্কেট এ অনেক ধরনের ইন্ডিকেটর আছে। ইন্ডিকেটরের মাধ্যেমে অনেকটা বুঝা যায় যে মার্কেট কোন দিকে অবস্থান করতে পারবে। আমি তেমন বেশী ইন্ডিকেটর ব্যবহার করি না। আমি সবচেয়ে যে ইন্ডিকেটর গুলো ব্যবহার করে থাকি তা হল মুভিং এভারেজ, আর এই আই, জিজজ্যাগ, ইএমডি এই ইন্ডিকেটর গুলো আমি বেশী ফলো করে কাজ করি ফরেক্স এ।
HASIBURRAHMAN
2020-07-01, 10:08 PM
আসলে নির্দিষ্ট করে কোন একটি ইন্ডিকেটর অনুসরণ করে সঠিক ফলাফল আশা করা কঠিন। আমার মতে একাধিক ইন্ডিকেটর ফলো করে নিজস্ব এনালাইসিস এর মাধ্যমে ট্রেডিং করা উচিত।
FATEMAKHATUN
2020-07-01, 10:11 PM
আমার মতে যে কোন ইন্ডিকেটর অনুসরণ করেই ট্রেডিং করা যায়। মেধা যোগ্যতা এবং প্র্যাকটিস এর সাথে সাথে সফলতার জন্য ভাগ্যের গুরুত্বও কোন অংশে কম নয়।
FATEMARUMA
2020-07-01, 10:22 PM
আপনি যেকোন ইনডিকেটর অনুসরণ করতে পারেন। তবে অবশ্যই আপনাকে ফরেক্স সম্পর্কে জেনে বুঝে ট্রেডিং শিখে এরপর ট্রেডিং শুরু করা উচিত।
jimislam
2020-08-13, 06:50 PM
ফরেক্স ট্রেডিং এ অনেক ধরনের ইন্ডিকেটর রয়েছে। এগুলো মুলত আমাদের এনালাইসিস এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর এই ইন্ডিকেটর গুলো একেকটার একেক ধরনের কাজ করে থাকে। তবে নতুন অবস্থায় মার্কেট সম্পর্কে প্রাথমিক একটু ধারনার জন্য আমরা ইনডিকেটর ব্যাবহার করি । তবে Moving Average ইনডিকেটরটা ব্যাবহার করে ট্রেড করলে আপনি অনেক বেশি উপকৃত হবে বলে আমি আশা করি ।
samun
2020-08-27, 01:24 PM
ব্যক্তিগতভাবে আমার মতে ফরেক্স এ ইন্ডিকেটর কে অনুসরণ করে ট্রেড করা ভাল না। এরপরও মাঝে মাঝে ট্রেড করতে হলে ইন্ডিকেটর এর সাহায্য নিতে হয়। আমি মভিং এভারেজ, প্যারাবোলিক এস আর মত ইন্ডিকেটর ব্যবহার করি। ফরেক্স এ ইন্ডিকেটর অনুসরণ করে ট্রেড করার সময় মনে রাখতে সব সময় ইন্ডিকেটর এর সিগনাল কাজে লাগে না।
Rokibul7
2020-08-27, 01:35 PM
কিছু ইন্ডিকেটর খুবই কাজে দেয় । অবশ্য কোন ইন্ডিকেটর আপনার ভাল কাজ করবে সেটা নির্ভর করে আপনার ট্রেডিং স্টাইল এর ওপর ।দুটি ইন্ডিকেটর ফলো করি। আমার কাছে এই দুটো অনেক বেশি কার্যকরী মনে হয়।
কিছু ইন্ডিকেটর খুবই কাজে দেয় । অবশ্য কোন ইন্ডিকেটর আপনার ভাল কাজ করবে সেটা নির্ভর করে আপনার ট্রেডিং স্টাইল এর ওপর । আমি একজন স্ক্যাল্পার । আমি ব্যবহার করি মোভিং এভারেজ , স্টোক, প্যারাবোলিক এস আর, এমএওসিডি, এবং জিগজাগ ।
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করে ভাল প্রফিট করার জন্য একেক ফরেক্স ট্রেডার একেক ইন্ডিকেট্র ব্যাবহার করে ফরেক্স ট্রেডিং করে থাকে তাই আমি ফরেক্স মার্কেট এ আর এর আই ইন্ডিকেটর ব্যাবহার করে ট্রেডিং করি তার পাশে ফরেক্স মার্কেট এনালাইসিস করি নিউজ দেখে ট্রেডিং করি।
কিছু ইন্ডিকেটর খুবই কাজে দেয় । অবশ্য কোন ইন্ডিকেটর আপনার ভাল কাজ করবে সেটা নির্ভর করে আপনার ট্রেডিং স্টাইল এর ওপর । আমি একজন স্ক্যাল্পার । আমি ব্যবহার করি মোভিং এভারেজ , স্টোক, প্যারাবোলিক এস আর, এমএওসিডি, এবং জিগজাগ ।
IFXmehedi
2020-08-29, 10:05 PM
ইন্ডিকেটর অর্থ হলো নির্দেশক। ফরেক্সে অনেক রকমের ইন্ডিকেটর রয়েছে। এগুলোর একেকটার একেক ধরনের কাছ। কোনো কোনো ইন্ডিকেটর মার্কেটের প্রাইস ভ্যালু নির্দেশ করে আবার কোনোটা ট্রেন্ড নির্দেশ করে। আমি সাধারনত মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার ক্রি। খুব বেশি ইন্ডিকেটর ব্যবহার করিনা। মাঝে মাঝে আর এস আই ব্যবহার করি।
ভাই সত্যিকার অর্থে আমি কোন ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেডিং করি না কারণ আমি মনে করি কোন ইন্ডিকেটর সঠিক সিগনাল দেয় না সব সময় । তবে প্রথম যখন ট্রেডিং শুরু করে তখন আর এস আই ব্যবহার করতাম । আর এস আই মোটামুটি ভালো একটা ইন্ডিকেটর । তাই প্রাথমিক অবস্থায় আপনি চাইলে আপনিও আর এস আই ব্যবহার করে ট্রেডিং করতে পারেন । ফরেক্স মার্কেটে ভালোভাবে ট্রেডিং করতে চাইলে মার্কেট বোঝা এবং এনালাইসিস এর কোন বিকল্প নেই ।
muslima
2020-08-30, 02:04 AM
এই ইন্ডিকেটর গুলো একেকটার একেক ধরনের কাজ করে থাকে। এর মধ্যে কোনো কোনো ইন্ডিকেটর মার্কেটের প্রাইস ভ্যালু নির্দেশ করে আবার কোনোটা ট্রেন্ড নির্দেশ করে।তবে ইন্ডিকেটর যাই করুক না কেন এটা কিন্তু আপনাকে প্রফিট করিয়ে দেবে না। কেউ ইন্ডকেটর দিয়ে এনলাইসিস করে। আবার কেউ ইন্ডিকেটর ছাড়া এনালাইসিস করে ট্রেড করে। তবে যে যেভাবে বুঝে ট্রেড করতে পারে। এখানে প্রফিট করাটাই মূল বিষয়। আপনার ইচ্ছা হলে ইন্ডকেটর ব্যবহার না ও করতে পারেন।
sss21
2020-10-08, 12:25 PM
ফরেক্স এ ইন্ডিকেটর কে অনুসরণ করে ট্রেড করা ভাল না। এরপরও মাঝে মাঝে ট্রেড করতে হলে ইন্ডিকেটর এর সাহায্য নিতে হয়। আমি মভিং এভারেজ ,প্যারাবোলিক এস আর মত ইন্ডিকেটর ব্যবহার করি। ফরেক্স এ ইন্ডিকেটর অনুসরণ করে ট্রেড করার সময় মনে রাখতে সব সময় ইন্ডিকেটর এর সিগনাল কাজে লাগে না।
EmonFX
2020-10-08, 03:47 PM
আমি ফরেক্স এ নিজে নিজে এনালাইসিস করে ট্রেড করি তেমন কোন ইন্ডিকেটর অনুসরন করি না । আমার কি কোন ইন্ডিকেটর অনুসরন করে ট্রেড করা উচিৎ । আপনারা কে কোন ইন্ডিকেটর অনুসরন করেন এবং কেন করেন ।
ফরেক্স এ ট্রেড করতে কোন ধরনের ইন্ডিকেটর ব্যবহার না করাই ভালো। মার্কেট এনালাইসিস করে নিজের সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ট্রেড করাই ভালো। ফান্ডামেন্টাল এনালাইসিস ও টেকনিক্যাল এনালাইসিস করে নিজের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এবং ফাদার অফ ফরেক্স খ্যাত মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করলে কোন ধরনের ইনডিকেটরের সহায়তা না নিলেও চলে। সব সময় ইন্ডিকেটর সঠিক দিক নির্দেশনা দেয় না। অনেক সময় ভুল নির্দেশনা দিয়ে থাকে। অনেকে মুভি অ্যাভারেজ এবং ফিবোনাচ্চি টুলস ব্যবহার করে থাকেন। হয়তো কেউ কেউ ইন্ডিকেটর ব্যবহার করে সফল হচ্ছেন। এক্ষেত্রে বেশিরভাগই ব্যর্থ হচ্ছেন। আমি বলবো ইন্ডিকেটর বাই বা সেল যেটাই নির্দেশ করুক না কেন আপনার এনালাইসিস যেটা করতে বলবে সেটাই করা উচিত।
Starship
2020-10-09, 11:53 PM
ফরেক্স মার্কেটে কমবেশি সকলেই ইন্ডিকেটর ব্যবহার করে থাকে। মূলত ইন্ডিকেটর ব্যবহার করার মূল কারণ হল মার্কেট সম্পর্কে পূর্ব থেকে অবগত বা ধারণা পাওয়া। এজন্যই সকলে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে তার মধ্যে আমি সবচেয়ে ভালো যে ইন্ডিকেটর মনে করি তা হল জিগজাগ। তুলনামূলক ইন্ডিকেটর অনেকেই ব্যবহার করে থাকেন। এছাড়াও অনেক কারণে ইন্ডিকেটর এগুলোর মধ্যে রয়েছে Fibonacci Retracement, MACD, The bolling Brand ইত্যাদি।
Suriya Sultana Hira
2020-10-10, 12:08 AM
আমি ফরেক্স এ নিজে নিজে এনালাইসিস করে ট্রেড করি তেমন কোন ইন্ডিকেটর অনুসরন করি না । আমার কি কোন ইন্ডিকেটর অনুসরন করে ট্রেড করা উচিৎ । আপনারা কে কোন ইন্ডিকেটর অনুসরন করেন এবং কেন করেন ।
আমি ফরেক্স মার্কেটে rsi ইন্ডিকেটর কে ফলো করে ট্রেড করে থাকি । তবে ইন্ডিকেটর ফলো না করে ও ট্রেড করা যায় । যদি কোনো ট্রেডারের ইন্ডিকেটরের উপর বিশ্বাস না থাকে এবং ইন্ডিকেটর ছাড়াই যদি সে ট্রেড করে লাভবান হতে পারে তাহলে কেনো শুধু শুধু ইন্ডিকেটর এর সাহায্য নিতে যাবে । তাই ফরেক্স ট্রেডিং মার্কেটে যার যেমন ভাবে দক্ষতা অর্জন করা রয়েছে সে তেমন ভাবে কৌশল অবলম্বন করে ট্রেড করতে পারবেন,,,,,, ধন্যবাদ ।
Mas26
2020-10-10, 12:10 AM
আমি ফরেক্স এ নিজে নিজে এনালাইসিস করে ট্রেড করি তেমন কোন ইন্ডিকেটর অনুসরন করি না । আমার কি কোন ইন্ডিকেটর অনুসরন করে ট্রেড করা উচিৎ । আপনারা কে কোন ইন্ডিকেটর অনুসরন করেন এবং কেন করেন ।
Fahmida1
2020-10-10, 11:45 AM
ইন্ডিকেটর হচ্ছে এক ধরনের নির্দেশক। প্রাইস বাড়বে না কমবে তার নির্দেশ করে। বিভিন্ন সিগনাল দেখাই যার মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারি। অনেক ইন্ডিকেটর মার্কেট ট্রেন্ড বুঝতেও সাহায্য করে। অনেক ইন্ডিকেটর রয়েছে। তবে খুব বেশি ইন্ডিকেটর ব্যবহার না করাই ভালো। বিভিন্ন ইন্ডিকেটর হয়তো আরো দ্বিধাগ্রস্ত করে। তবে শুধুমাত্র একটি ইন্ডিকেটর কখনো অন্ধভাবে অনুসরণ করা যাবে না।
FRK75
2020-12-15, 10:04 PM
না, আমি কোন ইন্ডিকেটর অনুসরণ করি না। কারণ ইন্ডিকেটর অনুসরণ করে ট্রেডিং করা আমার কাছে লাভজনক বলে মনে হয় না। বরং আমাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয়। তাছাড়া ফরেক্সে যেহেতু স্বাধীন ব্যবসা তাই আমি নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাধীনভাবে মার্কেট এনালাইসিস করে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেডিং করারটাই যুক্তিসম্মত লাভজনক বলে মনে করি।
ABDUSSALAM2020
2020-12-15, 11:32 PM
আপনি কোন ইন্ডিকেটর অনুসরন করছেন?
আমি ফরেক্স এ নিজে নিজে এনালাইসিস করে ট্রেড করি তেমন কোন ইন্ডিকেটর অনুসরন করি না । আমার কি কোন ইন্ডিকেটর অনুসরন করে ট্রেড করা উচিৎ । আপনারা কে কোন ইন্ডিকেটর অনুসরন করেন এবং কেন করেন ।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
Md.shohag
2020-12-25, 09:02 AM
ইন্ডিকেটর অর্থ হলো নির্দেশক। ফরেক্সে অনেক রকমের ইন্ডিকেটর রয়েছে। এগুলোর একেকটার একেক ধরনের কাছ। কোনো কোনো ইন্ডিকেটর মার্কেটের প্রাইস ভ্যালু নির্দেশ করে আবার কোনোটা ট্রেন্ড নির্দেশ করে। আমি সাধারনত মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার ক্রি। খুব বেশি ইন্ডিকেটর ব্যবহার করিনা। মাঝে মাঝে আর এস আই ব্যবহার করি।
Tapujyoti
2020-12-25, 09:11 AM
আপনারা সবাই অভিজ্ঞ ফরেক্সার। অনেকেই হয়তো ইন্ডিকেটর ব্যবহার করেন। আবার অনেকে নিজেই নিজের ইন্ডিকেটর। আবার অনেকে একাধিক ইন্ডিকেটর দেখে একটা ট্রেন্ড খুঁজে নেন। তবে ফরেক্সে দীর্ঘস্থায়ী হতে হলে নিজে ফান্ডামেন্টাল আর টেকনিকাল এনালাইসিস করে ট্রেড করা উচিত বলে আমি মনে করি।
micky1212
2020-12-25, 10:09 AM
একটি পয়েন্টার হ'ল একগুচ্ছ চিত্র যা বাজারের ধারণাটি প্রদর্শন করতে আমাদের সহায়তা করে। বৈদেশিক মুদ্রার মধ্যে পয়েন্টার ব্যবহার আমাদের এক্সচেঞ্জিং কাজ সহজ করতে ব্যবহৃত হয়। আমি মোমবাতি, ক্রিসক্রস এর মতো চিহ্নিতকারী ব্যবহার করি। আমি একটি মোমবাতি ব্যবহার করি কারণ এটি আমাকে বিশেষ পরীক্ষার জন্য অনায়াসে তথ্য শিখাটি দেখার অনুমতি দেয়।
Suruj
2020-12-25, 03:38 PM
ফরেক্স এ মার্কেট মুভমেন্ট বুঝার জন্য অনেক ইন্ডিকেটর আছে । আপনি এই সব ইন্ডিকেটর ব্যবহার করে মার্কেট বুঝতে পারেন । আমি সাধারনত আরএসআই ইন্ডিকেটর ব্যবহার করে থাকি ।সব সময় এই ইন্ডিকেটরগুলো যে সঠিক দিক নির্দেশনা দেবে এটা ভাবা আবার ভুল ।
ইন্ডিকেটর অর্থ হলো নির্দেশক। ফরেক্সে অনেক রকমের ইন্ডিকেটর রয়েছে। এগুলোর একেকটার একেক ধরনের কাছ। কোনো কোনো ইন্ডিকেটর মার্কেটের প্রাইস ভ্যালু নির্দেশ করে আবার কোনোটা ট্রেন্ড নির্দেশ করে। আমি সাধারনত মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার ক্রি। খুব বেশি ইন্ডিকেটর ব্যবহার করিনা। মাঝে মাঝে আর এস আই ব্যবহার করি।
FRK75
2021-06-03, 08:12 PM
ফরেক্স মার্কেট এ একেকজন একেকভাবে এনালাইসিস করে থাকে। কেউ ইন্ডকেটর দিয়ে এনলাইসিস করে। আবার কেউ ইন্ডিকেটর ছাড়া এনালাইসিস করে ট্রেড করে। তবে যে যেভাবে বুঝে ট্রেড করতে পারে। এখানে প্রফিট করাটাই মূল বিষয়।অনেক ধরনের ইন্ডিকেটর দেখা জায় তবে এর মধে আমি মুভিং এভারেজ ব্যবহার করে থাকি এবং মুভিং এভারেজ আমার খুভ ভাল লাগে তাই আমি মুভিং এভারেজ ব্যবহার করে থাকি এবং মুভিং এভারেজ দিয়ে আমি ভাল প্রফিট করতে পারি তাই আমি মুভিং এভারেজ ব্যবহার কর থাকি ।
FRK75
2021-08-07, 05:55 PM
শুধু মাত্র ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা ঠিক নয়। আপনার যদি নিজস্ব এনালাইসিস করার মত সিস্টেম থাকে তাহলে সেটা করতে পারেন তবে ইন্ডিকেটর সহকারী হিসাবে রাখতে পারেন। আমি ব্যবহার করি প্রাইজ একশন স্ট্রেটেজি সাথে মাঝে মাঝে আর.এস.আই এবং স্টোকেষ্টীক দেখি আর মুভিং এভারেজ সব সময় লাগানো থাকে। যাই হোক যদি নিজস্ব কোন সিস্টেম দার করাতে পারেন তাহলে সবচেয়ে ভাল হয় আর সেটা বার বার প্র্যাকটিস করতে হবে ডেমো ট্রেডিং এ।
Sakib42
2021-08-07, 09:08 PM
ফরেক্স মার্কেটে অনেক ব্যবসায়ী আছেন যারা ইন্দিকেটর মানে নির্দেশক কে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে চলেছে। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় এইসব ইন্ডিকেটর আসলে তেমন কোন কাজে না আসেনা। যার কারনে আমিও কোন প্রকার ইন্ডিকেটর ব্যবহার করিনা ফরেক্স করার ক্ষেত্রে। আমার কাছে মনে হয় একজন ট্রেডার যদি সঠিকভাবে মার্কেট এনালাইসিস করতে পারে তাহলে তার কোনো রকম ইন্ডিকেটরের প্রয়োজন হয় না সে এমনি এমনি মার্কেট থেকে সকল প্রকার তত্ত্ব কে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারে। তাই এনালাইসিস এর উপর গুরুত্ব দেওয়া সবচেয়ে বেশি দরকার ইন্ডিকেটর ব্যবহার করলেই প্রফিট হবে এমন কোন কথা নেই।
FREEDOM
2021-08-24, 03:17 PM
আমি ফরেক্স এ নিজে নিজে এনালাইসিস করে ট্রেড করি তেমন কোন ইন্ডিকেটর অনুসরন করি না । আমার কি কোন ইন্ডিকেটর অনুসরন করে ট্রেড করা উচিৎ । আপনারা কে কোন ইন্ডিকেটর অনুসরন করেন এবং কেন করেন ।
এর মধ্যে কোনো কোনো ইন্ডিকেটর মার্কেটের প্রাইস ভ্যালু নির্দেশ করে আবার কোনোটা ট্রেন্ড নির্দেশ করে।তবে ইন্ডিকেটর যাই করুক না কেন এটা কিন্তু আপনাকে প্রফিট করিয়ে দেবে না। কেউ ইন্ডকেটর দিয়ে এনলাইসিস করে। আবার কেউ ইন্ডিকেটর ছাড়া এনালাইসিস করে ট্রেড করে। ফরেক্স মার্কেটে দু-ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করে থাকি এবং সাথে সংযুক্ত করেছি একটা মুভিং এভারেজ। তো এখানে আপনি এক ধরনের ইন্ডিকেটর পাবেন যেটা হলো লিডিং ইন্ডিকেটর এবং অপরটির নাম হলো লেগিং ইন্ডিকেটর। এখন এর মধ্য থেকেই আপনাকে আপনার সুবিধা অনুযায়ী সবকিছু সাজিয়ে-গুছিয়ে নিতে হবে।
FRK75
2022-06-28, 10:33 AM
শুধু মাত্র ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা ঠিক নয়। আপনার যদি নিজস্ব এনালাইসিস করার মত সিস্টেম থাকে তাহলে সেটা করতে পারেন তবে ইন্ডিকেটর সহকারী হিসাবে রাখতে পারেন। আমি ব্যবহার করি প্রাইজ একশন স্ট্রেটেজি সাথে মাঝে মাঝে আর.এস.আই এবং স্টোকেষ্টীক দেখি আর মুভিং এভারেজ সব সময় লাগানো থাকে। যাই হোক যদি নিজস্ব কোন সিস্টেম দার করাতে পারেন তাহলে সবচেয়ে ভাল হয় আর সেটা বার বার প্র্যাকটিস করতে হবে ডেমো ট্রেডিং এ।ফরেক্স মারকেটে অনেক ইন্ডিকেটর ব্যবহার করে দেখেছি এবং অনেক ইন্ডিকেটর আছে অনেক ধরনের ইন্ডিকেটর দেখা জায় তবে এর মধে আমি মুভিং এভারেজ ব্যবহার করে থাকি এবং মুভিং এভারেজ আমার খুভ ভাল লাগে তাই আমি মুভিং এভারেজ ব্যবহার করে থাকি এবং মুভিং এভারেজ দিয়ে আমি ভাল প্রফিট করতে পারি তাই আমি মুভিং এভারেজ ব্যবহার কর থাকি ।ফরেক্স এ ইন্ডিকেটর কে অনুসরণ করে ট্রেড করা ভাল না। এরপরও মাঝে মাঝে ট্রেড করতে হলে ইন্ডিকেটর এর সাহায্য নিতে হয়। আমি মভিং এভারেজ ,প্যারাবোলিক এস আর মত ইন্ডিকেটর ব্যবহার করি। ফরেক্স এ ইন্ডিকেটর অনুসরণ করে ট্রেড করার সময় মনে রাখতে সব সময় ইন্ডিকেটর এর সিগনাল কাজে লাগে না।
FRK75
2023-05-18, 02:45 PM
ফরেক্স মারকেটে অনেক ইন্ডিকেটর ব্যবহার করে দেখেছি এবং অনেক ইন্ডিকেটর আছে অনেক ধরনের ইন্ডিকেটর দেখা জায় তবে এর মধে আমি মুভিং এভারেজ ব্যবহার করে থাকি এবং মুভিং এভারেজ আমার খুভ ভাল লাগে তাই আমি মুভিং এভারেজ ব্যবহার করে থাকি এবং মুভিং এভারেজ দিয়ে আমি ভাল প্রফিট করতে পারি তাই আমি মুভিং এভারেজ ব্যবহার কর থাকি ।ইন্ডিকেটর অর্থ হলো নির্দেশক। ফরেক্সে অনেক রকমের ইন্ডিকেটর রয়েছে। এগুলোর একেকটার একেক ধরনের কাছ। কোনো কোনো ইন্ডিকেটর মার্কেটের প্রাইস ভ্যালু নির্দেশ করে আবার কোনোটা ট্রেন্ড নির্দেশ করে। আমি সাধারনত মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার ক্রি। খুব বেশি ইন্ডিকেটর ব্যবহার করিনা। মাঝে মাঝে আর এস আই ব্যবহার করি।শুধু মাত্র ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা ঠিক নয়। আপনার যদি নিজস্ব এনালাইসিস করার মত সিস্টেম থাকে তাহলে সেটা করতে পারেন তবে ইন্ডিকেটর সহকারী হিসাবে রাখতে পারেন। আমি ব্যবহার করি প্রাইজ একশন স্ট্রেটেজি সাথে মাঝে মাঝে আর.এস.আই এবং স্টোকেষ্টীক দেখি আর মুভিং এভারেজ সব সময় লাগানো থাকে। যাই হোক যদি নিজস্ব কোন সিস্টেম দার করাতে পারেন তাহলে সবচেয়ে ভাল হয় আর সেটা বার বার প্র্যাকটিস করতে হবে ডেমো ট্রেডিং এ।
kazitanzib
2023-05-18, 04:31 PM
আমার প্রতিক্রিয়া 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে। আমি অর্থ ও অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত সূচকগুলি সম্পর্কে সাধারণ জ্ঞান এবং ব্যাখ্যা প্রদান করতে পারি। যাইহোক, আপ-টু-ডেট এবং নির্দিষ্ট সূচকগুলির জন্য, নির্ভরযোগ্য আর্থিক সংবাদ উত্সগুলি উল্লেখ করার বা সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ পেশাদার বিশ্লেষকদের সাথে পরামর্শ করার পরামর্শ দেওয়া হয়।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.