Log in

View Full Version : সেন্টিমেন্টাল এনালাইসিস কি????



SHARIFfx
2020-04-11, 12:07 PM
আসলে আমাদের কে ফরেক্স মারকেটে টিকে থাকতে হলে সেন্টিমেন্টাল ঠিক রাখতে হবে। কারন আমারা লসে পড়ে গেলে মাথা ঠিক রাখতে পারি না। রিস্ক রিকভারি করার আশায় ভলিউম বাড়িয়ে ট্রেড নিয়ে এক সময়ে বেলেন্স খালি করে ফেলি। তাই মানিমেনেজমান্ট করে ট্রেড নিতে হবে। ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করতে হবে। ডেইলি ১ টি বা ২ টি ট্রেড নেওয়া উত্তম।

XXXTentacion
2020-04-11, 04:38 PM
বিদেশী ব্যবসা হ'ল এবং আমি এটিকে বিবেচনা করি সুবিধা। অবশ্যই ফরেক্স ট্রেডিং আমার মনে খুব ভয়ঙ্কর। এই ব্যবসায়ের সমস্ত লোককে সর্বোপরি শেখার জন্য অনেক কিছু দরকার। তবে সমস্ত ব্যবসায়ী এখান থেকে সাফল্য অর্জন করতে সক্ষম হবে না। এখানকার দুর্দান্ততাটি আপনি কতটা উপার্জন করতে পারবেন এবং আরও বেশি অর্থোপার্জন করতে পারবেন।

K.K.BABY
2020-04-12, 08:43 AM
ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে হলে অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা রেখে ব্যাবসা করতে হবে।কারন এই ব্যাবসায় মাথা গরম করলে আপনি কখন সফল ট্রেডার হতে পারবেন না এবং মার্কেটে টিকে থাকতে পারবেন না।তাই যখন কোন এন্ট্রি আপনার বিপরীতে যাবে অর্থাৎ আপনার কোন ট্রেড লস হয়েছে তখন আপনি মাথা ঠান্ডা রেখে কেনো লস হয়েছে?আপনার এনালাইসিস এর কোথায় ভুল ছিলো এই গুলো খুজে বের করুন তার পর নোট বুকে লিপিবদ্ধ করুন এবং পরে এই একই ভুল বার বার না হয় তার জন্য নতুন করে পরিকল্পনা করুন তাহলে সফল হতে পারবেন।কিন্তু যদি মাথা গরম করেন তাহলে এই মার্কেটে টিকে থাকতে পারবেন না।

FREEDOM
2020-04-12, 12:20 PM
আমরা বেশির ভাগ সময়ই ট্রেড করার সময় সেন্টমেন্ট হয় যাই ঠিকমত মার্কেট এনালাইসিস করতে পারলেও অনেক সময় দেখা যায় ট্রেড করার সময় ঘাবড়ে গিয়ে ট্রেড করে থাকি এতে করে লসে পড়লে আরো বেশি সেন্টিমেন্ট হয়ে যাই। আবার এটা হওয়াটা স্বাভাবিক বলেই আমি মনে করি এবং তা ধীরে ধীরে কন্ট্রোল হয়ে যদি মার্কেটে টিকে থাকা যায়। তাই নিজের কনফিডেন্স বারাতে হবে, বেশি করে মার্কেট এনালাইসিস করতে হবে, নিজের সেন্টিমেন্ট সবসময় কন্ট্রোল এ রাখতে হবে।

jasminbd
2020-04-12, 03:11 PM
টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল আনাল্যসিস উভয় ব্যবহার করে করে আনাল্যসিস করাকে সেন্টিমেন্টাল আনাল্যসিস বলে। সেন্টিমেন্টাল আনাল্যসিস হল ফরেক্স মার্কেটে ট্রেডারদের অবস্থান চিহ্নিত করার করা, চূড়ান্তভাবে তারা কীভাবে চিন্তা করছে তা বোঝার এবং কীভাবে এর সুবিধা নেবে সে সম্পর্কে বিশ্লেষণ করা। মুলত সেন্টিমেন্টাল আনাল্যসিস হল ফান্ডামেন্টাল আনাল্যসিস এবং টেকনিক্যাল আনাল্যসিস এর সমন্বয়ে বর্তমান ট্রেডারদের অবস্থান বিবেচনা করে নিজের অনুভূতি ব্যবহার করে মার্কেটে ট্রেড করা।
আর আপনি ফরেক্স মার্কেট থেকে যদি স্থায়ীভাবে লাভ করতে চান তাহলে আপনাকে টেকনিক্যাল আন্যালসিস এবং ফান্ডামেন্টাল আন্যালসিস করা ভাল করে জানতে হবে।