Log in

View Full Version : বাইনারি অপশন



fxtdr
2015-02-21, 01:22 PM
আজ আমি আপনাদের কাছে বাইনারি অপশন ট্রেডিং এর বিভিন্ন দিক তুলে ধরতে যাচ্ছি । বর্তমান ফিন্যান্সিয়াল মার্কেটে বাইনারি অপশন পদ্ধতির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। একটা বাইনারি অপশন প্লাটফর্ম আপনাকে দিচ্ছে নানা ধরনের ফিন্যান্সিয়াল এসেট থেকে ট্রেড করার জন্য পছন্দের উপাদানটি খুঁজে নেওয়ার সুযোগ। আপনি যদি সহজ উপায়ে স্বল্প সময়ের মধ্যে ঝুঁকি নিয়ন্ত্রনে রেখে প্রচুর মুনাফা অর্জন করতে চান তাহলে আপনার জন্য বাইনারি অপশন ট্রেডিং এর কোন বিকল্প নেই। আপনারা এই সম্পর্কে আপনাদের জ্ঞান শেয়ার করবেন আর আমার ভুল হলে ক্ষমা করবেন ।

fxtdr
2015-02-21, 01:27 PM
বাইনারি অপশন নিয়ে আমাদের ভুল ধারনা
আমাদের দেশের ট্রেডারদের মধ্যে বাইনারি অপশন নিয়ে কিছু ভুল ধারনা আছে যা তাদেরকে বাইনারি অপশন পদ্ধতিতে ট্রেড করে মুনাফা অর্জনের সুবর্ণ সুযোগ থেকে দূরে রেখেছে। কিছু প্রচলিত ভুল ধারনা হলঃ

১। বাইনারি অপশন থেকে খুব বেশি মুনাফা হয়না।
২। বাইনারি অপশনে অনেক ঝুঁকি থাকে
৩।বাইনারি অপশনে ট্রেড করার প্রক্রিয়া খুব জটিল

fxtdr
2015-02-21, 01:29 PM
বাইনারি অপশন নিয়ে আমাদের আরোও কিছু ভুল ধারনা

১। বাইনারি অপশনে ট্রেড করার জন্য অনেক সময় লেগে যায়
২। শুধুমাত্র কারেন্সি পেয়ারে বাইনারি অপশন ট্রেড করা যায়
৩। বাইনারি অপশন ট্রেড করতে বিশাল পুজি লাগে
৪। বাইনারি অপশন ট্রেড করতে গেলে টেকনিক্যাল এনালাইসিসে এক্সপার্ট হতে হয়
৫। বাইনারি অপশন পদ্ধতি ফরেক্সে নতুনদের জন্য নয়
৬। মার্কেট কন্ডিশন ভাল না হলে ট্রেড করা যায় না

fxtdr
2015-02-21, 01:33 PM
বাইনারি অপশনের সুবিধা গুলো একের পর এক আপনাদের কাছে উপস্থাপন করা হল। জানতে সব গুলো পোস্ট পরুন।

১. বাইনারি অপশনে আছে বিনিয়োগ থেকে সর্বোচ্চ মুনাফা অর্জনের সুযোগঃ

ট্রাডিশনাল ফরেক্স ট্রেডিং এর তুলনায় বাইনারি অপশন সিস্টেমে আপনার বিনিয়োগ থেকে মুনাফা অর্জনের সুযোগ অনেক বেশি। এখানে মাত্র ৬০ সেকেন্ডের মধ্যে আপনার বিনিয়োগের ৯০% পর্যন্ত রিটার্ন পাওয়া সম্ভব।

fxtdr
2015-02-21, 01:34 PM
বাইনারি অপশনের সুবিধা গুলো একের পর এক আপনাদের কাছে উপস্থাপন করা হল। জানতে সব গুলো পোস্ট পরুন।
২। বাইনারি অপশনে ঝুঁকির পরিমান সবসময় আপনার নিয়ন্ত্রনে থাকেঃ

বাইনারি অপশন ট্রেডিং এ ফরেক্স মার্কেট এর মত আপনার ঝুঁকি অনিশ্চিত নয়। এখানে আপনি সারাক্ষন দেখতে পাচ্ছেন ঠিক কতটুকু ঝুঁকি আপনি নিচ্ছেন এবং কতটুকু মুনাফা অর্জন করতে পারবেন। অর্থাৎ ট্রেডে হেরে গেলে কত টাকা লস খাবেন বা ট্রেডে জিতে গেলে কত টাকা প্রফিট হবে তা আপনার অজানা নয়।

fxtdr
2015-02-21, 01:38 PM
বাইনারি অপশনের সুবিধা গুলো একের পর এক আপনাদের কাছে উপস্থাপন করা হল। জানতে সব গুলো পোস্ট পরুন।

৩। বাইনারি অপশন ট্রেড একদম সোজা
ট্রেডিশনাল ফরেক্সের তুলনায় এখানে ট্রেড করাটা আপনার জন্য একদম সোজা। এখানে এমনকি আপনাকে সরাসরি বাই বা সেল করতেও হচ্ছে না। স্টপ লস, টেক প্রফিট সেট করার কোন ঝামেলা থাকছে না। সোজা কথা- ফরেক্স সম্পর্কে একেবারে অজ্ঞ ব্যক্তিরাও এই পদ্ধতিতে ট্রেড করতে পারবেন।

fxtdr
2015-02-21, 01:43 PM
বাইনারি অপশনের সুবিধা গুলো একের পর এক আপনাদের কাছে উপস্থাপন করা হল। জানতে সব গুলো পোস্ট পরুন।

৪। এখানে আছে অল্প সময়ের মধ্যে অধিক মুনাফা অর্জনের সুযোগঃ

ফরেক্স মার্কেট থেকে যেখানে মুনাফা করতে ঘণ্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, সেখানে বাইনারি অপশন সিস্টেমে ট্রেডিং করতে কোন ঝামেলাই হয় না। মাত্র ৬০ সেকেন্ডের মধ্যে বিনিয়োগ প্রায় দ্বিগুণ হয়ে যাবে।

fxtdr
2015-02-21, 01:45 PM
বাইনারি অপশনের সুবিধা গুলো একের পর এক আপনাদের কাছে উপস্থাপন করা হল। জানতে সব গুলো পোস্ট পরুন।

৫। কারেন্সি পেয়ার ছাড়াও বিভিন্ন ধরনের সম্পদ নিয়ে ট্রেড করার সুযোগ

এখানে যে আপনি শুধু বৈদেশিক মুদ্রা নিয়ে ট্রেড করবেন তা নয় বৈদেশিক মুদ্রার লেনদেনের পাশাপাশি আপনি বড় বড় কোম্পানির স্টল, ইন্ডিকলস এসব জিনিসিরে ট্রেড করতে পারবেন।

fxtdr
2015-02-21, 01:51 PM
বাইনারি অপশনের সুবিধা গুলো একের পর এক আপনাদের কাছে উপস্থাপন করা হল। জানতে সব গুলো পোস্ট পরুন।

৬. অল্প পুজি নিয়ে ট্রেডিং করার শুরু করার সুযোগঃ

বাইনারি অপশন ট্রেডিং শুরু করতে পারে এক্কেবারে কম পুজি নিয়ে । ট্রেডিশনাল ফরেক্স ট্রেডিং এর তুলনায় এই হার একেবারেই কম।

fxtdr
2015-02-21, 01:59 PM
বাইনারি অপশনের সুবিধা গুলো একের পর এক আপনাদের কাছে উপস্থাপন করা হল। জানতে সব গুলো পোস্ট পরুন।

৭। এই পদ্ধতিতে ট্রেড করার জন্য আপনাকে এক্সপার্ট হতেই হবে- এমন কোন কথা নেই।

আপনি টুকটাক টেকনিকাল এনালাইসিস জানলে আর নিয়মিত বিশ্ব অর্থনীতির খবর রাখলে খুব সহজেই বাইনারি অপশন ট্রেডিং এ অংশ নিতে পারবেন। তাছাড়া ভাল ব্রোকার হাউজের আছে অনেক টেকনিক্যাল এক্সপার্ট যারা আপনাকে এই বিষয়ে সাহায্য করবে। নানা রকম টুলস এর সাহায্য নিতে পারবেন এখান থেকে । তাছাড়া সারাক্ষন আপনারা লাইভ দেখতে পাবেন অধিকাংশ ব্রোকাররা এই মুহূর্তে কি ভাবছেন।

fxtdr
2015-02-21, 02:04 PM
বাইনারি অপশনের সুবিধা গুলো একের পর এক আপনাদের কাছে উপস্থাপন করা হল। জানতে সব গুলো পোস্ট পরুন।

৮। বাইনারি অপশন নতুন ট্রেডারদের জন্য অধিক উপযোগীঃ

আপনি যদি ফরেক্স দুনিয়ায় নতুন হন বা এই জগতে প্রবেশ করতে ইচ্ছুক হন, তাহলে বাইনারি অপশন সিস্টেম হচ্ছে সবচেয়ে উপযোগী উপায়।

fxtdr
2015-02-21, 02:08 PM
বাইনারি অপশনের সুবিধা গুলো একের পর এক আপনাদের কাছে উপস্থাপন করা হল। জানতে সব গুলো পোস্ট পরুন।

৯। মার্কেট কন্ডিশন যেমন থাকুক, ট্রেড করতে কোন বাঁধা নাই!

ফরেক্স মার্কেট এ কন্ডিশন একটু অনিশ্চিত হয়ে পড়লেই আপনি ট্রেড করতে ভয় পান। কিন্তু বাইনারি অপশনে আপনার সেই ভয় নেই! এখানে আপনি স্বল্প সময়ের জন্য নিজের চিন্তা ভাবনা থেকে একটু বুদ্ধি খাঁটিয়ে সিদ্ধান্ত নিলে একদম বাজে মার্কেট কন্ডিশনেও মুনাফা তুলে নিতে পারবেন। এমনকি মার্কেট বন্ধ থাকলেও আপনি ট্রেড করতে পারছেন। MFX option এর ওয়ানটাচ সিস্টেম আপনাকে করে দিচ্ছে সেই সুযোগ ।

fxtdr
2015-02-21, 02:15 PM
বাইনারি অপশনের কিছু টেকনিক্যাল টার্ম

১। এন্ট্রি টাইমঃ

যে মুহূর্তে আপনি কোন কারেন্সি, স্টক, ইন্ডিকলস বা অন্য কোন ফিন্যান্সিয়াল এসেট এর ট্রেডে অংশ নেবেন, সেই মুহূর্তে ঐ সম্পদের যে মার্কেট প্রাইস আছে, তাকেই বলা হচ্ছে এন্ট্রি টাইম।

fxtdr
2015-02-21, 02:21 PM
বাইনারি অপশনের কিছু টেকনিক্যাল টার্ম

এক্সপায়ারি টাইমঃ

আপনার নেয়া নির্দিষ্ট ট্রেডের মেয়াদ শেষ হওয়ার সময়টুকুকে বলা হচ্ছে এক্সপায়ারি টাইম।

কলঃ

এর মানে হচ্ছে প্রাইস বাড়বে। আপনি যদি মনে করেন নির্দিষ্ট সময়ের পর বর্তমান প্রাইস থেকে প্রাইস আরও বাড়বে তাহলে কল এ ক্লিক করবেন।

fxtdr
2015-02-21, 02:33 PM
বাইনারি অপশনের কিছু টেকনিক্যাল টার্ম

পুটঃ

এর মানে আপনি ভাবছেন প্রাইস কমবে। আপনি যদি মনে করেন নির্দিষ্ট সময় পর বর্তমান প্রাইস থেকে প্রাইস কমে যাবে যাবে তাহলে পুট এ ক্লিক করবেন।

rahman56
2015-02-21, 02:34 PM
আমি বাইনারি অপশন এর ব্যপারে জানি না ।এতে ট্রেড করা কতখানি ঝুঁকিমুক্ত তাও জানি না।কিভাবে বাইনারি অপসনের মাধ্যমে বেশি বেশি আয় করা যায় তা আমাকে বিস্তারিত জানালে আমিও বাইনারিতে ট্রেড করতাম।আশা করি জানাবেন।

Imran1995
2015-09-07, 02:33 AM
বাইনারি অপশন নিয়ে আমাদের আরোও কিছু ভুল ধারনা

১। বাইনারি অপশনে ট্রেড করার জন্য অনেক সময় লেগে যায়
২। শুধুমাত্র কারেন্সি পেয়ারে বাইনারি অপশন ট্রেড করা যায়
৩। বাইনারি অপশন ট্রেড করতে বিশাল পুজি লাগে
৪। বাইনারি অপশন ট্রেড করতে গেলে টেকনিক্যাল এনালাইসিসে এক্সপার্ট হতে হয়
৫। বাইনারি অপশন পদ্ধতি ফরেক্সে নতুনদের জন্য নয়

onlyfx
2015-10-14, 12:09 PM
বাইনারি ট্রেড করার জন্য একেক ব্রোকার আআমদের একেক রকম কমিশন দেয় । কোন ব্রোকার ৬০, কোণ ব্রোকার ৭০% আবার কোন ব্রোকার ৮০% পর্যন্ত কমিশন দিয়ে থাকে । তবে ইন্সটাফরেক্স ব্রোকার আমাদের ৮০% কমিশন দেয় । বাইনারী বা অপশন ট্রেডিং এর নিয়ন হচ্ছে আপনি যদি ১০ ডলার দিয়ে একটি বাইনারী ট্রেড করেন তাহলে আপনি যদি সফল হন তাহলে ব্রোকার আপনাকে ১৮ ডলার ব্যাক দিবে বা আপনি যদি লস করেন তাহলে আপনার ১০ডলার লস হবে ।

shakawath
2015-10-17, 12:40 PM
ভাই, একটা পোস্টে সবগুলো লেখা দিলে ভাল করতেন। যাই হোক, আমি কিছুদিন বাইনারি ট্রেডিং করেছি (ডেমো).। লাভ লস খুব দ্রুত হয় বলে ভাল লেগেছে। তবে অই প্লাটফর্ম গুলোতে এনালাইসিস এর তেমন কোন সুবিধা পেলাম না। আর এত শর্ট টাইমের জন্য এনালাইসিস করাটাও কঠিন বলে মনে হয়েছে। তাই আর এগুইনি। যদি বাইনারি ট্রেডিং এর ভাল কোন টিউটোরিয়াল থাকে তবে জানাবেন। আসলে এই সম্বন্ধে আমি অনেক কিছুই জানিনা।

M M RABIUL ISLAM
2015-11-16, 10:01 PM
আমি আপনার সাতে এক্মত।আসলে বাইনারি অপশন ট্রেডিং এ আপনি সারাক্ষন দেখতে পাচ্ছেন ঠিক কতটুকু ঝুঁকি আপনি নিচ্ছেন এবং কতটুকু মুনাফা অর্জন করতে পারবেন। অর্থাৎ ট্রেডে হেরে গেলে কত টাকা লস খাবেন বা ট্রেডে জিতে গেলে কত টাকা প্রফিট হবে তা আপনার অজানা নয়। তাছাড়া ভাল ব্রোকার হাউজের আছে অনেক টেকনিক্যাল এক্সপার্ট যারা আপনাকে এই বিষয়ে সাহায্য করবে। নানা রকম টুলস এর সাহায্য নিতে পারবেন এখান থেকে । তাছাড়া সারাক্ষন আপনারা লাইভ দেখতে পাবেন অধিকাংশ ব্রোকাররা এই মুহূর্তে কি ভাবছেন।

Md Mamun Khan
2015-11-17, 09:58 AM
বাইনারি অপশনে ট্রেড করা একে বারে সোজা কারন এখানে কোন পুজির দরকার হয় না। আবার এখানে টাকা ইনভেস্টে লসের কোন ভয় থাকে না। কারন এখানে মার্কেট ওঠা নামা করে খুব কম তাই একবার বাড়তে থাকলে আর কমার ভয় থাকে না

dinner
2015-11-17, 06:45 PM
বাইনারি ট্রেডে পুজি কম লাগে । আপনি সাধারণ কিছু জানলেই প্রতিদিনের বিশ্ব অর্থনীতির খবর রাখলে খুব সহজেই বাইনারি অপশন ট্রেডিং এ অংশ নিতে পারবেন।সবচেয়ে ফিন্যান্সিয়াল মার্কেটে বাইনারি অপশন পদ্ধতির জনপ্রিয়তা বেশী । বাইনারিতে ট্রেডে করিলে কিছু সময়ের মধ্যে পুজি দ্বীগুণ হয়ে যায় ।

argha
2015-11-17, 06:54 PM
বাইনারি অপশনের সুবিধা গুলো একের
পর এক আপনাদের কাছে উপস্থাপন করা
হল। জানতে সব গুলো পোস্ট পরুন।
৬. অল্প পুজি নিয়ে ট্রেডিং করার শুরু
করার সুযোগঃ
বাইনারি অপশন ট্রেডিং শুরু করতে
পারে এক্কেবারে কম পুজি নিয়ে ।
ট্রেডিশনাল ফরেক্স ট্রেডিং এর
তুলনায় এই হার একেবারেই কম।

maziz6989
2015-11-21, 10:50 PM
কোন একটা ব্রোকারে বোনাস পাইছিলাম ১০ ডলার তা দিয়া কয়েকদিন বাইনারি ট্রেড করেছি। খুবই রিক্সি একটা জিনিস। পাইলে পাইলেন নাইলে শুন্য। অনেকটা বাজির মত। কিন্তু ছোট টাইমের যেমন ৩ মিনিটের খুব বেশি মানসিক চাপ তৈরী করে। তাই আমি বাদ দিছি। শখ নাই বাইনারি করার। এমনিতেই ভাল আছি।

mukter
2015-11-22, 03:10 PM
বাইনারি ট্রেডে পুজি কম লাগে । আপনি সাধারণ কিছু জানলেই প্রতিদিনের বিশ্ব অর্থনীতির খবর রাখলে খুব সহজেই বাইনারি অপশন ট্রেডিং এ অংশ নিতে পারবেন।সবচেয়ে ফিন্যান্সিয়াল মার্কেটে বাইনারি অপশন পদ্ধতির জনপ্রিয়তা বেশী । বাইনারিতে ট্রেডে করিলে কিছু সময়ের মধ্যে পুজি দ্বীগুণ হয়ে যায় ।

maziz6989
2016-01-13, 09:20 PM
আসলে যত যাই বলুন না কেন , আমি বাইনারি অপশনের পক্ষপাতি না কেননা তা বেশ মানসিক চাপ তৈরী করে। আমি দু একদিন বাইনারি অপশন ট্রেড করেছিলাম। তার পরে যে পরিমাণ মাথা ব্যাথা ভোগ করেছি তার থেকে মনে হয় ট্রেড না্ করাই ভাল ছিল। এটা এক প্রকারের বাজি বা জুয়ার মত। কেননা এখানে আপনি একটা পজিশন ধরলেন যদি আপনার পক্ষে যায় তবে আপনি গেইনার আর বিপরীতে গেলে লুজার।

Marufa
2016-02-03, 10:15 PM
ট্রেডিং করার অনেক রকম পদ্ধতি রয়েছে । অপশন ট্রেডিং , বাইনারি ট্রেডিং ইত্যাদি পদ্ধতি জনপ্রিয় । প্রতিটি ট্রেডিং পদ্ধতিরই আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে । যেসব বৈশিষ্ট্যের জন্য অনেকের কাছে অনেক রকম পদ্ধতি ভাল বলে মনে হয় । তবে আপনি যে পদ্ধতি ব্যবহার করেন না কেন । আপনাকে অবশ্যই সেসব পদ্ধতি সম্পর্কে অবশ্যই ভালভাবে জানতে হবে বলে আমি মনে করি ।

md mehedi hasan
2016-08-12, 06:17 PM
আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে সঠিকভাবে মানিম্যানেজমেন্ট ও এনালাইসিস করা শিখতে হবে।তাহলেই আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন।তবে আনি বাইনারি অপশন কি এবং এটি কি ভাবে ফরেক্স মার্কেটে ব্যবহার করে ট্রেড করতে হয় তা সঠিকভাবে জানিনা।তবে যেকোন টুলস বা পদ্ধতি দ্বারা ট্রেড করতে হলে সে বিষয় সম্পর্কে সঠিক ভাবে জানতে হবে।তবেই আপনি সফল হবেন।

SAHADAT
2016-08-12, 08:50 PM
আসলে বাইনারি অপশন ট্রেডিং এ আপনি সারাক্ষন দেখতে পাচ্ছেন ঠিক কতটুকু ঝুঁকি আপনি নিচ্ছেন এবং কতটুকু মুনাফা অর্জন করতে পারবেন। অর্থাৎ ট্রেডে হেরে গেলে কত টাকা লস খাবেন বা ট্রেডে জিতে গেলে কত টাকা প্রফিট হবে তা আপনার অজানা নয়। তাছাড়া ভাল ব্রোকার হাউজের আছে অনেক টেকনিক্যাল এক্সপার্ট যারা আপনাকে এই বিষয়ে সাহায্য করবে। নানা রকম টুলস এর সাহায্য নিতে পারবেন এখান থেকে । তাছাড়া সারাক্ষন আপনারা লাইভ দেখতে পাবেন অধিকাংশ ব্রোকাররা এই মুহূর্তে কি ভাবছেন।

Realifat
2016-08-19, 09:20 AM
সত্যি কথা বলতে কি বাইনারি অপশন ট্রেডিং সম্পর্কে আমি ভালোভাবে কিছুই জানিনা।তবে আজকে ফোরামের বাইনারি অপশন ট্রেডিং সম্পর্কে এই আলোচনা থেকে বাইনারি অপশন ট্রেডিং সম্পর্কে বেশ ভালোভাবে অনেককিছুই জানতে পারলাম।আশা করি বাইনারি অপশন ট্রেডিংয়ে যা শিখলাম তা ভবিষ্যত কাজে লাগাতে পারবো।

sujon30
2016-08-19, 11:11 AM
বাংলাদেশের ফরেক্স ট্রেডাররা বাইনারি অপশন ট্রেডিং এর সাথে খুব বেশি পরিচিত নন। বাইনারি অপশন ট্রেডিং করতেও ফরেক্স এর মত এনালাইসিস করতে হয়। এনালাইসিস মিলে গেলে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমান প্রফিট করা যায়। বাইনারি অপশন ট্রেডিং এর নিয়ম, স্টাট্রেজি, সতর্কতা, মানি ম্যানেজমেন্ট মেনে চললে প্রফিট করা সম্ভব। আর বাইনারি অপশন থেকে ট্টেড করলে খুব কম টাকা দিয়ে ট্টেড করা উচিত।

SHOYEB
2016-08-19, 03:03 PM
বাইনারি অপশনটা পুরোপুরি বুঝতে পারলাম না এখানে অনেকেই অনেক কিছুই বলে গেল । বাইনারি অপশনটা কি ফরেক্স ফোরাম থেকে পরিস্কারভাবে বুঝতে চাই ।

monirapk
2016-08-19, 03:32 PM
ফালতু কাজ হল বাইনারি অপশনে ট্রেড করা । আমি বাইনারি অপশন ট্রেডিং খুব হেড করি । আমি কখনোই বাইনারি অপশনে ট্রেড করি না । কারন বাইনারি অপশন ট্রেড করলে খুব লস হয় । আর কিছু ট্রেডার প্রফিট করে বাইনারি অপশন থেকে কিন্তু তারা খুব কম সংখ্যক লোক । তাই আমি বলবো যে বন্ধুরা তোমরা বাইনারি অপশন ট্রেডিং ছেড়ে সাধারন ভাবে ট্রেড করো ও অনেক টাকা আয় কর ফরেক্স থেকে ।

fardin222333
2016-08-19, 03:43 PM
বাইনারি অপশন নিয়ে আমাদের অনেকের কিছু ভুল ধারনা আছে। অনেকে মনে করে বাইনারি অপশনে ট্রেড করলে সময় বেশি লাগে। পুজি বেশি দরকার, ইত্যাদি। আসলে আমি বলবো এটা ভুল ধারনা এখানে কম সময় বেশি মুনাফা আয় করা যায়। কম পুজি দিয়ে ট্রেড করার *সুযোগ আছে। এখানে খুব বেশি দক্ষ না হলেও কাজ করা যায়।

vodrolok
2016-09-06, 04:22 PM
বাইনারি অপশন বর্তমানে খুবই জনপ্রিয়তা লাভ করছে। এটা একটা গ্যাম্বল। এখানে কোনো ট্রেড নাই। এর সবচেয়ে বড় দুর্বল দিক হলো লেভার রেশিও লস থেকে কম। অর্থাৎ কোনো ট্রেডেই লাভের সম্ভাবনা লসের সম্ভাবনার চেয়ে বেশি না। বরং লসের সর্বোচ্চ ৯৫% লাভ করার সুযোগ থাকে। সে হিসাবে এটা জুয়ার চেয়েও কম লাভজনক।

rafizul
2016-09-06, 07:59 PM
বাইনারি অপশন এর মাধ্যমে আপনি রাতারাতি অনেক বড় লোক হয়ে যেতে পারেন । কিন্তু তার জন্য রিক্ম নিয়ে আপনাকে কাজ করতে হবে । রিক্স ছাড়া আপনি বাইনারি অপশন ব্যবহার করতে পারবেন । আপনি যদি মনে করে থাকেন যে খুব দ্রৃত রিক্স নিয়ে বড় লোক হতে চান , তাহলে আপনার জন্য রয়েছে বাইনারি অপশন ।

vodrolok
2016-09-07, 02:12 PM
বাইনারি অপশনে ট্রেড করা এখনো ফরেক্সের মতো জনপ্রিয় হয় নাই। তবে এর সবচেয়ে বাজে দিক হলো এটা বেটিংয়ের একটা প্রকার। উদাহরণ স্বরূপ ক্রিকেট ম্যাচের সময় কেউ ১০০ টাকা দিয়ে বাজি ধরলো যে ব্যাটিংয়ে নামা দলের রান দুই ঘন্টা পরে ২০০ ক্রস করবে। যদি সে জিতে তাহলে লাভ হবে ৯০ টাকা আর হারলে লস হবে ১০০ টাকা। বাইনারিও এমনই। তাই আমার পছন্দ না।

udaydebnath
2016-10-18, 06:18 PM
বাইনারি অপশন আমার কাছে কেন জানি জুয়া খেলার মত মনে হয়। বাইনারি অপশনে একটা নিদ্দিষ্ট সময়ের পর প্রাইস নিদ্দিষ্ট স্থানের উপরে বা নীচে থাকলে লাভ বা লোকসান হয়। যেমন, ধরি, কোন পেয়ারের প্রাইস এখন 1.2233 এ আছে। আমি এখন কল(বাই) বা পুট(সেল) দিলাম। 5 মিনিট পর প্রাইস 1.2220 তে অবস্থান করল। আমি যদি কল দিতাম, আমি লস করতাম। আর যদি পুট দিতাম তাহলে লাভ করতাম।

sheam
2016-10-22, 12:28 AM
বাইনারি ট্রেডে পুজি কম লাগে । আপনি সাধারণ কিছু জানলেই প্রতিদিনের বিশ্ব অর্থনীতির খবর রাখলে খুব সহজেই বাইনারি অপশন ট্রেডিং এ অংশ নিতে পারবেন।সবচেয়ে ফিন্যান্সিয়াল মার্কেটে বাইনারি অপশন পদ্ধতির জনপ্রিয়তা বেশী । বাইনারিতে ট্রেডে করিলে কিছু সময়ের মধ্যে পুজি দ্বীগুণ হয়ে যায় ।

soniaakter
2016-10-22, 05:47 AM
ফরেক্স মার্কেটে আমরা যে বাইনারি অপশন ট্রেডিং করে থাকি তা হল আমাদের আগেই বলতে হবে যে কিছু খন পরে মার্কেটের মুভমেন্ট কি হবে,যদি ভাল হয় তাহলে প্রফিট আর সঠিক না হলে অনেক লস হয়ে যাবে ফরেক্স মার্কেটে আমাদের বাইনারি ট্রেডিং কে জুয়া খেলার সাথে তুলনা করতে পারি।।

sujon30
2016-10-22, 08:53 AM
ফরেক্স এর বাইনারি অপশন ট্রেডিং করতেও ফরেক্স এর মত এনালাইসিস করতে হয়। এনালাইসিস মিলে গেলে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমান প্রফিট করা যায়। বাইনারি অপশন ট্রেডিং এর নিয়ম, স্টাট্রেজি, সতর্কতা, মানি ম্যানেজমেন্ট মেনে চললে প্রফিট করা সম্ভব।

janasa
2016-10-22, 10:34 AM
হাঁ আমি আপনার সাথে একমত। বর্তমানে ফিনান্সিয়াল মার্কেটে বাইনারি অপশন পধতির জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলছে। আপনি যদি সহজ উপায়ে স্বল্প সময়ে যুকি নিয়ন্ত্রন করে প্রচুর মুনাফা করতে চান। তাহলে আপনাকে বাইনারি অপশন বেছে নিতে হবে। আমি বাইনারি অপশন দিয়ে ট্রেড করি এবং ভালই প্রফিত পাচ্ছি।

motiar
2016-10-22, 11:37 AM
বাইনারি অপশনের সুবিধা গুলি আলোচনা করেছেন কিন্তু কিভাবে বাইনারি পদ্দতিতে ট্রেড করতে হবে বা এর এনালাইসেস কি হবে তা কিন্ত বলেন নাই । দয়া করে যদি বলেন তবে উপকার হবে ।

blue
2016-10-22, 01:35 PM
আমরা জানি বাইনারি ট্রেড করার জন্য একেক ব্রোকার আমাদের একেক রকম কমিশন দেয় । কোন ব্রোকার ৬০, কোণ ব্রোকার ৭০% আবার কোন ব্রোকার ৮০% পর্যন্ত কমিশন দিয়ে থাকে । তবে ইন্সটাফরেক্স ব্রোকার আমাদের ৮০% কমিশন দেয় । বাইনারী বা অপশন ট্রেডিং এর নিয়ন হচ্ছে আপনি যদি ১০ ডলার দিয়ে একটি বাইনারী ট্রেড করেন তাহলে আপনি যদি সফল হন তাহলে ব্রোকার আপনাকে ১৮ ডলার ব্যাক দিবে বা আপনি যদি লস করেন তাহলে আপনার ১০ডলার লস হবে ।

aida
2016-11-07, 01:32 AM
কোন একটা ব্রোকারে বোনাস পাইছিলাম ১০ ডলার তা দিয়া কয়েকদিন বাইনারি ট্রেড করেছি। খুবই রিক্সি একটা জিনিস। পাইলে পাইলেন নাইলে শুন্য। অনেকটা বাজির মত। কিন্তু ছোট টাইমের যেমন ৩ মিনিটের খুব বেশি মানসিক চাপ তৈরী করে। তাই আমি বাদ দিছি। শখ নাই বাইনারি করার। এমনিতেই ভাল আছি।

MoinFX
2016-11-07, 06:46 AM
ফরেক্স মার্কেটে আপনাকে সফলতা খুজার জন্য অনেক কিছু জানতে হবে তাহলে সফলতা পাবেন কারন ফরেক্স মার্কেটে অনেক রকমের ট্রেডিং পদ্দতি রয়েছে যে গুলোতে ট্রেড করে আপনি অনেক লাহবান হতে পারেন।

RUBEL MIAH
2017-04-27, 03:31 PM
বাইনারি অপশন ট্রেডিং এর কোন বিকল্প নেই। আপনারা এই সম্পর্কে আপনাদের জ্ঞান শেয়ার করবেন আর আমার ভুল হলে ক্ষমা করবেন । সারাক্ষন আপনারা লাইভ দেখতে পাবেন অধিকাংশ ব্রোকাররা এই মুহূর্তে কি ভাবছেন । বাইনারি অপশন ট্রেডিং শুরু করতে পারে এক্কেবারে কম পুজি নিয়ে । ট্রেডিশনাল ফরেক্স ট্রেডিং এর তুলনায় এই হার একেবারেই কম ।

uzzal05
2017-05-26, 01:32 PM
আমি বাইনারী অপশন এর কথা শুনেছি এবং দেখেছি বিভিন্ন সাইট এ এড দেয়। এটা অনেকটা ফরেক্স এর মত। তবে যাই বলি ফরেক্স এর মত অন্য কোন ব্যবসা নেই যেখানে সব ধরনের সুব্দিহা নেই। অন্যান্য মারকেট নানা ধরনের সমস্যা রয়েছে।

Mamun13
2017-11-29, 06:36 PM
আমি আমার নিজের বাস্তব ট্রেডিং অভিজ্ঞতায় দেখেছি ফরেক্স মার্কেটে -'সহজে ,স্বল্প সময়ে,ঝুঁকি নিয়ন্ত্রন করে প্রচুর প্রফিট করা কখোনোই সম্ভব হয় না'৷বাইনারি অপশন সাংঘাতিক রিস্কি এবং খুব দ্রূত আপনার একাউন্ট শুন্য হয়ে যেতে পারে৷ কারন আপনি যখনই লস করবেন ঠিক তখনই তার দ্বিগুণ প্রফিট করতে চেষ্টা করতে থাকবেন৷তাই বাইনারি অপশন খুবই রিস্কি৷

KF84
2020-06-24, 05:55 PM
প্রতিটি ট্রেডিং পদ্ধতিরই আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে । যেসব বৈশিষ্ট্যের জন্য অনেকের কাছে অনেক রকম পদ্ধতি ভাল বলে মনে হয় । তবে আপনি যে পদ্ধতি ব্যবহার করেন না কেন । আপনাকে অবশ্যই সেসব পদ্ধতি সম্পর্কে অবশ্যই ভালভাবে জানতে হবে বলে আমি মনে করি । আমি বাইনারি অপশনের পক্ষপাতি না কেননা তা বেশ মানসিক চাপ তৈরী করে । আমি দু একদিন বাইনারি অপশন ট্রেড করেছিলাম ।এটা এক প্রকারের বাজি বা জুয়ার মত । কেননা এখানে আপনি একটা পজিশন ধরলেন যদি আপনার পক্ষে যায় তবে আপনি গেইনার আর বিপরীতে গেলে আপনি লুজার ।

Starship
2020-06-24, 09:57 PM
প্রকৃত পক্ষে বাইনারি অপশন সম্পর্কে আমাদের যথাযথ জ্ঞান না থাকার জন্য বাইনারি অপশনকে আমরা কিছু ভুল ধারনা পোষন করি। কোন বিষয়ে জানার জন্য তার সঠিক তথ্য সম্পর্কে জানা উচিত। আপনি যদি সহজ উপায়ে কম সময়ে মধ্যে রিস্ক নিয়ন্ত্রনে রেখে প্রচুর মুনাফা অর্জন করতে চান বা লাভবান হতে চান তাহলে আপনার জন্য বাইনারি অপশন ট্রেডিং এর কোন বিকল্প নেই।

FREEDOM
2020-06-24, 10:06 PM
আমি কখনো বাইনারি অপশনে ট্রেড করিনি। সত্যি বলতে আমার কাছে বাইনারি অপশন খুব কঠিন বলেই মনে হয়। বাইনারিতে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রফিট করতে হয় যা বেশিরভাগ সময়েই লস হবে বলে মনে করি। আর ফরেক্সে কোন নির্দিষ্ট সময় নয় আপনি যখন খুশি ট্রেড করতে পারবেন এবং যতখন খুশি ট্রেড ধরে রাখতে পারেন। তাই বাইনারি অপশনের প্রতি না ঝুকে ফরেক্স করাই ভালো অপশন হিসেবে আমি মনে করি।

milu
2020-06-24, 10:33 PM
বাইনারি ট্রেডে পুজি কম লাগে । আপনি সাধারণ কিছু জানলেই প্রতিদিনের বিশ্ব অর্থনীতির খবর রাখলে খুব সহজেই বাইনারি অপশন ট্রেডিং এ অংশ নিতে পারবেন।আপনি যদি সহজ উপায়ে স্বল্প সময়ে যুকি নিয়ন্ত্রন করে প্রচুর মুনাফা করতে চান। তাহলে আপনাকে বাইনারি অপশন বেছে নিতে হবে। আমি বাইনারি অপশন দিয়ে ট্রেড করি এবং ভালই প্রফিত পাচ্ছি।

konok
2020-06-25, 04:58 PM
বাইনারি অপশন নিয়ে আমাদের আরোও কিছু ভুল ধারনা

১। বাইনারি অপশনে ট্রেড করার জন্য অনেক সময় লেগে যায়
২। শুধুমাত্র কারেন্সি পেয়ারে বাইনারি অপশন ট্রেড করা যায়
৩। বাইনারি অপশন ট্রেড করতে বিশাল পুজি লাগে
৪। বাইনারি অপশন ট্রেড করতে গেলে টেকনিক্যাল এনালাইসিসে এক্সপার্ট হতে হয়
৫। বাইনারি অপশন পদ্ধতি ফরেক্সে নতুনদের জন্য নয়
৬। মার্কেট কন্ডিশন ভাল না হলে ট্রেড করা যায় না

Hredy
2020-06-25, 05:02 PM
আপনি টুকটাক টেকনিকাল এনালাইসিস জানলে আর নিয়মিত বিশ্ব অর্থনীতির খবর রাখলে খুব সহজেই বাইনারি অপশন ট্রেডিং এ অংশ নিতে পারবেন। তাছাড়া ভাল ব্রোকার হাউজের আছে অনেক টেকনিক্যাল এক্সপার্ট যারা আপনাকে এই বিষয়ে সাহায্য করবে। নানা রকম টুলস এর সাহায্য নিতে পারবেন এখান থেকে । তাছাড়া সারাক্ষন আপনারা লাইভ দেখতে পাবেন অধিকাংশ ব্রোকাররা এই মুহূর্তে কি ভাবছেন।

muslima
2020-07-08, 02:27 AM
বাইনারি অপশন ট্রেডিং করতেও ফরেক্স এর মত এনালাইসিস করতে হয়। এনালাইসিস মিলে গেলে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমান প্রফিট করা যায়। বাইনারি অপশন ট্রেডিং এর নিয়ম, স্টাট্রেজি, সতর্কতা, মানি ম্যানেজমেন্ট মেনে চললে প্রফিট করা সম্ভব। ফিনান্সিয়াল মার্কেটে বাইনারি অপশন পধতির জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলছে। আপনি যদি সহজ উপায়ে স্বল্প সময়ে যুকি নিয়ন্ত্রন করে প্রচুর মুনাফা করতে চান। তাহলে আপনাকে বাইনারি অপশন বেছে নিতে হবে।

uzzal05
2020-07-08, 05:47 PM
বাইনারী অপশন এর ব্যাপারে আমার তেমন কোন জ্ঞান নেই। তবে যতটুকু জানি এই বাইনারী অপশন এর কাজ করতে যেয়েও আপনার প্রচুর অর্থ বিনিয়োগ করতে হবে। আমার দৃষ্টিকোন থেকে ফরেক্স এর চেয়ে বাইনারী অপশনে ফরেক্স এর চেয়ে ঝামেলা বেশি। সে কারনে আমি ফরেক্স ই পছন্দ করি।

Hredy
2020-07-08, 07:56 PM
আপনি টুকটাক টেকনিকাল এনালাইসিস জানলে আর নিয়মিত বিশ্ব অর্থনীতির খবর রাখলে খুব সহজেই বাইনারি অপশন ট্রেডিং এ অংশ নিতে পারবেন। তাছাড়া ভাল ব্রোকার হাউজের আছে অনেক টেকনিক্যাল এক্সপার্ট যারা আপনাকে এই বিষয়ে সাহায্য করবে। নানা রকম টুলস এর সাহায্য নিতে পারবেন এখান থেকে । তাছাড়া সারাক্ষন আপনারা লাইভ দেখতে পাবেন অধিকাংশ ব্রোকাররা এই মুহূর্তে কি ভাবছেন।

jimislam
2020-09-29, 08:31 AM
বাইনারি ট্রেডে পুজি কম লাগে । আপনি সাধারণ কিছু জানলেই প্রতিদিনের বিশ্ব অর্থনীতির খবর রাখলে খুব সহজেই বাইনারি অপশন ট্রেডিং এ অংশ নিতে পারবেন।সবচেয়ে ফিন্যান্সিয়াল মার্কেটে বাইনারি , আমি দু একদিন বাইনারি অপশন ট্রেড করেছিলাম ।এটা এক প্রকারের বাজি বা জুয়ার মত । কেননা এখানে আপনি একটা পজিশন ধরলেন যদি আপনার পক্ষে যায় তবে আপনি গেইনার আর বিপরীতে গেলে আপনি লুজার ।

jimislam
2020-09-29, 09:07 AM
বাংলাদেশের ফরেক্স ট্রেডাররা বাইনারি অপশন ট্রেডিং এর সাথে খুব বেশি পরিচিত নন। বাইনারি অপশন ট্রেডিং করতেও ফরেক্স এর মত এনালাইসিস করতে হয়। এনালাইসিস মিলে গেলে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমান প্রফিট করা যায়। এটা এক প্রকারের বাজি বা জুয়ার মত । কেননা এখানে আপনি একটা পজিশন ধরলেন যদি আপনার পক্ষে যায় তবে আপনি গেইনার আর বিপরীতে গেলে আপনি লুজার ।

jimislam
2020-09-29, 09:46 AM
বাইনারি ট্রেড করার জন্য একেক ব্রোকার আআমদের একেক রকম কমিশন দেয় । কোন ব্রোকার ৬০, কোণ ব্রোকার ৭০% আবার কোন ব্রোকার ৮০% পর্যন্ত কমিশন দিয়ে থাকে । তবে ইন্সটাফরেক্স ব্রোকার আমাদের ৮০% কমিশন দেয় । রিক্স ছাড়া আপনি বাইনারি অপশন ব্যবহার করতে পারবেন । আপনি যদি মনে করে থাকেন যে খুব দ্রৃত রিক্স নিয়ে বড় লোক হতে চান , তাহলে আপনার জন্য রয়েছে বাইনারি অপশন ।

sss21
2020-10-15, 09:39 PM
বাইনারি অপশন নিয়ে আমাদের আরোও কিছু ভুল ধারনা

১। বাইনারি অপশনে ট্রেড করার জন্য অনেক সময় লেগে যায়
২। শুধুমাত্র কারেন্সি পেয়ারে বাইনারি অপশন ট্রেড করা যায়
৩। বাইনারি অপশন ট্রেড করতে বিশাল পুজি লাগে
৪। বাইনারি অপশন ট্রেড করতে গেলে টেকনিক্যাল এনালাইসিসে এক্সপার্ট হতে হয়
৫। বাইনারি অপশন পদ্ধতি ফরেক্সে নতুনদের জন্য নয়

ABDUSSALAM2020
2020-10-15, 11:49 PM
বাইনারি অপশন
আজ আমি আপনাদের কাছে বাইনারি অপশন ট্রেডিং এর বিভিন্ন দিক তুলে ধরতে যাচ্ছি । বর্তমান ফিন্যান্সিয়াল মার্কেটে বাইনারি অপশন পদ্ধতির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। একটা বাইনারি অপশন প্লাটফর্ম আপনাকে দিচ্ছে নানা ধরনের ফিন্যান্সিয়াল এসেট থেকে ট্রেড করার জন্য পছন্দের উপাদানটি খুঁজে নেওয়ার সুযোগ। আপনি যদি সহজ উপায়ে স্বল্প সময়ের মধ্যে ঝুঁকি নিয়ন্ত্রনে রেখে প্রচুর মুনাফা অর্জন করতে চান তাহলে আপনার জন্য বাইনারি অপশন ট্রেডিং এর কোন বিকল্প নেই। আপনারা এই সম্পর্কে আপনাদের জ্ঞান শেয়ার করবেন আর আমার ভুল হলে ক্ষমা করবেন ।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

Suriya Sultana Hira
2020-10-16, 02:06 AM
আমার এই বাইনারি অপশন সম্পর্কে কোনো প্রকার ধারণা নাই বলে আমি এই বাইনারি অপশন সম্পর্কে কোনো প্রকার আলোচনা করতে পারছি না । তবে উপরিউক্ত আলোচনার মাধ্যমে বাইনারি অপশন সম্পর্কে একটু একটু ধারণা অর্জন করতে পেরেছি । তবে বিষয়টা যদি খোলাসা করে আলোচনা করা হতো তাহলে হয়তো আমার মতো অনেক নতুন ট্রেডাররা এই বাইনারি অপশন সম্পর্কে জানতে পারতো,,,,, ধন্যবাদ ।

Fahim420
2020-10-16, 09:10 PM
বাইনারি অপশন ট্রেডিং জগতে অনেক ঝুকিপূর্ণ প্লাটফর্ম। বাইনারিতে ফুল এক্সপার্ট না হয়ে ট্রেডিং করলে অনেক ক্ষতিগ্রস্থ হতে হয়। বাইনারিতে ক্যান্ডেলস্টিক ব্যাখ্যা পুরো না জেনে ট্রেড করলে সফলতা পাওয়া যায় না। বাইনারিতে ট্রেড করতে গেলে অনেক পুজি লাগে এবং মার্কেট কন্ডিশন খারাপ থাকলে ট্রেড করা যায় না।

Sid
2020-10-17, 10:32 AM
বাইনারি অপশন ট্রেড একদম সোজা
ট্রেডিশনাল ফরেক্সের তুলনায় এখানে ট্রেড করাটা আপনার জন্য একদম সোজা। এখানে এমনকি আপনাকে সরাসরি বাই বা সেল করতেও হচ্ছে না। স্টপ লস, টেক প্রফিট সেট করার কোন ঝামেলা থাকছে না। সোজা কথা- ফরেক্স সম্পর্কে একেবারে অজ্ঞ ব্যক্তিরাও এই পদ্ধতিতে ট্রেড করতে পারবেন।

samun
2020-10-31, 11:21 PM
আমি মনে করি, নিজের বাস্তব ট্রেডিং অভিজ্ঞতার ভিত্তিতে ফরেক্স মার্কেটে সহজে ,স্বল্প সময়ে, ঝুঁকি নিয়ন্ত্রন করে প্রচুর প্রফিট করা কখোনোই সম্ভব হয় না৷ বাইনারি অপশন সাংঘাতিক রিস্কি এবং খুব দ্রূত আপনার একাউন্ট শুন্য হয়ে যেতে পারে৷ কারন আপনি যখনই লস করবেন ঠিক তখনই তার দ্বিগুণ প্রফিট করতে চেষ্টা করতে থাকবেন৷তাই বাইনারি অপশন খুবই রিস্কি৷

FRK75
2021-01-13, 10:02 PM
বাংলাদেশের ফরেক্স ট্রেডাররা বাইনারি অপশন ট্রেডিং এর সাথে খুব বেশি পরিচিত নন। বাইনারি অপশন ট্রেডিং করতেও ফরেক্স এর মত এনালাইসিস করতে হয়। এনালাইসিস মিলে গেলে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমান প্রফিট করা যায়। বাইনারি অপশন ট্রেডিং এর নিয়ম, স্টাট্রেজি, সতর্কতা, মানি ম্যানেজমেন্ট মেনে চললে প্রফিট করা সম্ভব।