PDA

View Full Version : আবারও নেটেলারের ফি পরিবর্তন ।



IFXmehedi
2020-04-11, 01:22 PM
বিগত কয়েক বছর ধরে নেটেলার তার ফি ব্যাপক পরিবর্তন করে ফেলেছে । তবে আমার কাছে ১.৪৫% ফি স্বাভাবিক মনে হয়েছে । কিন্তু তারপরে তাঁরা প্রথম মানি ট্রান্সফারে ৩০ ডলার এবং পরবর্তী ট্রান্সফারে ১.৪৫% হারে করে দিল । কিছুদিন আগে আবার দেখি তাঁরা প্রথম ট্রান্সফারে ১০০ ডলার এবং পরবর্তী ট্রান্সফারে ২.৯৯% হারে ফি এর শর্ত আরোপ করল । এখন আবার নতুন যারা অ্যাকাউন্ট করবেন তাদের জন্য সব সময় ৪.৪৯% :1f614: হারে মানি ট্রান্সফার ফি দিতে হবে । আসলে আমার কাছে মনে হয় তাদের এত সিধান্তের পরিবর্তন এর কারণ হল বর্তমানে তেমন ভালো কোন পেমেন্ট প্রসেসর নেই ফরেক্স ট্রেডিং এর জন্য । আর এজন্যই তাঁরা সুযোগটা নিচ্ছে । আমি মনে করি নেটেলার তাদের ফি ১.৫% সবার জন্যই করতে পারত , এর বেশি ফি করা আমার কাছে ভালো মনে হয় নি ।

FREEDOM
2020-04-16, 02:30 PM
আমি যখন প্রথমদিকে ফরেক্স ট্রেডিং শুরু করি তখন লেনদেন করার জন্য শুধু স্ক্রিল, নেটেলারই ছিলো সুবিধাজনক। কারন সেসময় স্ক্রিল, নেটেলার ফাস্ট ট্রানজেকশন ছিলো ফ্রি এবং পরবর্তী চার্জও ছিলো ১.৪৫%। তবে এখন স্ক্রিল, নেটেলার নিয়মিত আপডেট করছে এবং তাদের কন্ডিশন অনেক হার্ড করছে। কিছুদিন আগেও যখন আপডেট করে তখন ফাস্ট ট্রানজেকশন ১১ ডলার তারপর আবার আপডেট করে ফাস্ট ট্রানজেকশন ৩০ ডলার, এখন আবার এপ্রিল মাসে আপডেট করলো ১০০ ডলার ফাস্ট ট্রানজেকশন। এতে করে পুরনো ইউজাররা অসুবিধায় না পড়লেও নতুন ইউজারদের জন্য খুবই পেইনফুল হয়ে যাচ্ছে। এমতাবস্হায় সহজ কোনো পেমেন্ট মেথড কারো জানা আছে কিনা থাকলে জানাতে পারেন।