PDA

View Full Version : স্প্রেড কি ?



fxtdr
2015-02-23, 10:51 AM
বিড এবং আস্ক এর পার্থক্যই স্প্রেড (spread) নামে পরিচিত।

ধরুন EUR/USD -র বিড প্রাইস হল 1.3456 এবং আস্ক প্রাইস হল 1.3458.

অর্থাৎ, এখানে স্প্রেড 2 পিপস।

আপনি যদি সেল ক্লিক করেন তবে আপনি 1.3456 -এ সেল করবেন। আর যদি বাই ক্লিক করেন, তবে আপনি 1.3458 -এ বাই করবেন।

shimulmoni
2015-02-23, 12:43 PM
আসলে স্পেড হল ফরেক্স মর্কেটে একটা ট্রেড ওপেন করার জন্য ব্রোকার আপনার নিকট হতে যে পরিমান চার্জ কেটে নেন তাকে বলে যেমন আপনি যদি ইনস্টা ফরেক্স ব্রোকারে ১ ডলার লটে একটা ট্রেড নেন আপনার ট্রেডটি ৩ ডলার লসে ছালু হবে আর এটাই হল স্পেড। ধন্যবাদ।

mybff
2015-02-24, 12:30 AM
স্পেড আমার কাছে একদম পরিস্কার , তবে যখন আমি একটা ভাল কারেন্সি তে ট্রেড করি আমার যে লস টা যাই তাতেই আমার অনেক লসে পরতে হয় ।। এবং এগুলা অভারকাম করে প্রফিট করতে অনেক কস্ট হয় ।। তাই এখন আমি স্প্রেড দেখে ট্রেড করি যেন আমাকে বড় অঙ্কের লস দিয়ে শুরু করতে হওঁই না।।

tradeking
2015-02-24, 03:11 AM
স্প্রেড সমন্ধে জানাটা খুবই জরুরী করণ স্প্রেড হল বিড প্রাইস এবং আস্ক প্রাইস এর পার্থ্যক্য। এক কথায় স্প্রেড হল ট্রেড ওপেন এর জন্য ব্রোকার কর্তৃক চার্জকৃত অর্থের পরিমাণ। আপনার স্প্রেড সমন্ধে জানা গুরুত্বপূর্ণ একারনে যে আপনি প্রতিটা ট্রেডে যেন বিশাল পরিমাণ অর্থ না হারান

FHGCXB
2015-03-03, 12:47 PM
আমরা কোন কারেন্সিতে ট্রেড ওপেন করি তাহলে আমরা যদি বাই ট্রেড ওপেন করি তবে ট্রেড ২ বা ৩ পিপস উপরে ওপেন হবে, অনুরুপভাবে সেল ট্রেড ওপেন করিতো ২ বা ৩ পিপস নিচে ট্রেড ওপেন হয়। এই ২ বা ৩ পিপস হচ্ছে স্পেড।

Harun1650
2015-03-04, 12:32 AM
স্প্রেড বলতে আমি যেটা বুঝি ধরুন আপনি ইন্সটা এর একটা ট্রেড ওপেন করছেন ০.০১ লট এ ট্রেড ওপেন করছেন যেখানে বিড রেট ১২০৫.৫৯ এবং আস্ক রেট ১২০৬.১৯ হয় তাহলে আপনি যদি বাই করেন তাহলে আস্ক রেট দেখে ট্রেড ওপেন করার সাথে সাথে এটা বিড রেট এ ট্রেড টা ওপেন হবে। আর এই যে পার্থক্য তৈরি হল সেটা এক এক ব্রুকার রা তাদের স্প্রেড টা কেটে নেন। অর্থাৎ আপনি যদি এখান থেকে ১ ডলার আয় করেন তাহলে ৬০ সেন আপনার থেকে কেটে নেওয়ার পর আপনি ডলার ১ ইঙ্কাম করেছেন মানে আপনি টোটাল ১.৬০ সেন আর্ন করেছেন।

TselimRezaa
2015-07-03, 02:42 PM
আমরা কোনো ট্রেড ওপেন করলে তা কিছুটা লসে ওপেন হয়। কয়েক পিপস কেটে রাখে ব্রোকার। এটা ব্রোকারের লাভ। ব্রোকারের এই লাভকেই স্প্রেড বলে। বিড প্রাইস এবং আস্কিং প্রাইসের পার্থক্যই হলো স্প্রেড। ব্রোকার ভেদে স্প্রেডের পরিমানে পার্থক্য হয়। ব্রোকারের মুনাফাটাই স্প্রেড হিসেবে পরিচিত। স্প্রেড দেখে ট্রেড করা উচিত।

IBRAHIM
2015-07-03, 10:40 PM
আপনি যখন ট্রেড ওপেন করেন তা কিছুটা লসে ওপেন হয়।এটাই হল স্প্রেড ।আর এই স্প্রেড টি আমদের কাছ থেকে ব্রোকার নীয়ে নেয়।

hmnayem
2015-07-04, 02:52 AM
ফরেক্স এ আমরা দুইটা কারেন্সি এর অনুপাত এ দুইটা সংখ্যা পায় । এর একতা হল বিড এবং আর একটা হল আস্ক । বিড এবং আস্ক এর মাঝে সাধারণত তিন চার পিপ্স এর ব্যবধান থাকে । এটাকেই মুলত স্প্রেড বলে । এই স্প্রেড টা মুলত ফরেক্স ব্রোকার সাইট গুলো তাদের চার্জ হিসেবে কেটে রাখে । মানে আপনি যদি একটি ট্রেড ওপেন করেন ১.১১১১ তে সেল , তাহলে আপনার সেল হবে ১.১১১৪ এ । মাঝখানে .০০০৩ পিপ্স এটা ব্রোকার সাইটের । আর এটাই হল স্প্রেড ।
ধন্যবাদ

sumonyahoo24
2015-07-04, 05:06 PM
আমি একটা ভাল কারেন্সি তে ট্রেড করি আমার যে লস টা যাই তাতেই আমার অনেক লসে পরতে হয় ।। এবং এগুলা অভারকাম করে প্রফিট করতে অনেক কস্ট হয় । স্প্রেড বলতে আমি যেটা বুঝি ধরুন আপনি ইন্সটা এর একটা ট্রেড ওপেন করছেন ০.০১ লট এ ট্রেড ওপেন করছেন যেখানে বিড রেট ১২০৫.৫৯ এবং আস্ক রেট ১২০৬.১৯ হয় তাহলে আপনি যদি বাই করেন তাহলে আস্ক রেট দেখে ট্রেড ওপেন করার সাথে সাথে এটা বিড রেট এ ট্রেড টা ওপেন হবে।

mamun93
2015-08-31, 04:53 AM
আমরা সবাই নিশ্চই কারেন্সির আস্ক প্রাইজ এবং এবং বিড প্রাইজ চিনি এই বিড প্রাইজ এবং আস্ক প্রাইজের মধ্যকার পাথ্যক্য বা ব্যবধানকেই মূলত স্প্রেড বলা হয় ফরেক্সের ভাষায়।

Remon808
2015-08-31, 09:28 AM
বিট প্রাইজ বা দর এবং আস্ক প্রাইজ বা দরের মধ্রে যে পার্থক্য বিদ্যমান থাকে তাকে ফরেক্সের ভাষায় স্প্রেড বলা হয়।

pips
2015-09-06, 02:56 PM
স্প্রেড হচ্ছে আমাদের উপর থেকে ব্রোকারা তাদের নিদিষ্ট যে পরিমান মুনাফা কেটে নেয়। আমরা যখন প্রথমে ফরেক্স এ আসি তখন আমরা প্রথমে কোন না কোন ব্রোকারের আয়তায় কাজ করি। ব্রোকারেরা আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। তাই আমাদের উপর থেকে ব্রোকাররা কিছু অংশ কেটে নেয়। তাছাড়া আমরা যখন কোন একাউন্ট অপেন করি তখন কিছু লসে একাউন্ট অপেন হয়।

santo
2015-09-11, 11:26 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে একটি ভ্যাট দেয়া লাগে মানে যে ব্রকারে কাজ করবো সেই ব্রকারের ভ্যাট দিতে হবে ফরেক্স ব্রকারের এই ভ্যাট হোল স্প্রেড আর এই স্প্রেড সব ব্রকারে আছে তবে কম বেশি আছে সব ব্রকারে সমান স্প্রেড কাটে না ।

Breakout
2015-09-11, 12:09 PM
স্পেড আমার কাছে একদম পরিস্কার, আসলে স্পে ডহল ফরেক্স মর্কেটে একটা ট্রেড ওপেন করার জন্য ব্রোকার আপনার নিকটহতে যে পরিমান চার্জ কেটে নেন তাকে বলেযেমন আপনি যদি ইনস্টা ফরেক্স ব্রোকারে ১ ডলারল টে একটা ট্রেড নেন আপনার ট্রেডটি ৩ ডলার লসে ছালু হবে র এটাই হল স্পেড। তাই স্প্রেড দেখে ট্রেড করা উচিত।

laboni
2015-09-12, 01:21 PM
ফরেক্স মার্কেটে ট্রেদ করেতে গেলে একটি স্প্রেড কাটে এই স্প্রেড হোল ফরেক্স ব্রকারদের জন্য একটি কমিশন আর এই কমিশন হোল ফরেক্স ব্রকারদের এই কমশঙ্কে ফরেক্স মার্কেটের স্প্রেড বলে ফরেক্স ব্রকারদের সব ফরেক্স ব্রকারদের আছে এবং সবাই কম বেশি কাটে ।

Marufa
2015-09-12, 03:33 PM
স্প্রেড হচ্ছে বিড প্রাইস এবং আস্ক প্রাইসের মধ্যে পাথর্ক্য । আপনি কোন ট্রেড ওপেন করলে দেখবে ব্রোকার কিছু বেশি বা কম পিপ এ ট্রেড ওপেন করবে । এই পিপের পার্থক্য হল স্প্রেড । অনেক ব্রোকার অনেক বেশি স্প্রেড নেয় ।তাই ব্রোকার সিলেক্ট করার আগে এ বিষয়ে খোজ নিতে হবে ।

raihanuddin
2015-09-17, 12:31 AM
ফরেক্স মাকেটে কিছু ব্রোকার আছে যারা আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে।তেমনি করে অামরা যখন ট্রেড অপেন করি ব্রোকারেরা আমাদের কাছ থেকে ৩ পিপস কেটে নিয়ে যায়।এটাকেই স্পেড বলা হয়।অথাৎ আমরা যখন ট্রেড অপেন করি তখন ৩ পিপস মাইনাসে ট্রেডটি অপেন হবে।

Nishat Tasnim
2015-09-17, 09:15 AM
স্প্রেড হলো আপনি যে ব্রোকার থেকে থেকে ট্রেড করছেন. তার ফলে তারা আপনার কাছ থেকে যে কমিশন টা নিচ্ছে সেটাই . ধরুন আপনি ১.১২৪৭০ টে একটি ট্রেড শুরু করলেন এখন আপনার ট্রেড শুরু হলো ১.১২৫০০ থেকে ওই যে ৩০ পিপস পরে ট্রেড অন হলো .ওই ৩০ পিপস হলো ব্রোকারের কমিশন বা স্প্রেড

Kalekha
2015-09-17, 11:57 AM
স্প্রেড হচ্ছে আমাদের উপর থেকে ব্রোকারা তাদের নিদিষ্ট যে পরিমান মুনাফা কেটে নেয়। আমরা যখন ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করি তখন ব্রোকার রা আমদের থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমদের একাউন্ত থেকে কেটে নেই আর এজন্য এমারা আর এটাই হল স্প্রেড

BD ONLINE
2015-09-17, 06:23 PM
কোন ট্রেড ওপেন করার জন্য ফরেক্স ব্রোকার নির্দিষ্ট একটি কমিশন বা চার্জ নেয়। এই চার্জ বা কমিশন কেই স্পেড বলে। আমরা যখন কোন ট্রেড ওপেন করি তখন ঐ ট্রিডটি কিছু লসে ওপেন হয়। এই লস কৃত পিপ গুলোই হল স্পেড। আপনার সেই ট্রেডে লাভ হোক কিংবা লস হোন ব্রোকার তার নির্দিস্ট কমিশন বা চার্জ নিয়ে নিবেই। এটা হল ব্রোকারের লাভ।

sopon
2015-09-21, 03:29 PM
ফরেক্স মার্কেটে একটি ট্রেড ওপেন করার সময় ফরেক্স কম্পানি আমাদের কাছ থেকে কিছু নিরদিস্ট পরিমানের একটি কমিশন কেটে নেয় এই কমিসঙ্কে বলা হয় স্প্রেড এই স্প্রেড হল ফরেক্স মার্কেটে আমি যে পরিমানের ডলার দিয়ে ট্রেড ওপেন করব ঠিক সেই পরিমানের কমিশন কাটে ।

Defender
2015-09-21, 04:16 PM
১। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস (Fundamental Analysis)
২। টেকনিক্যাল অ্যানালাইসিস (Technical Analysis)
৩। সেন্টিমেন্টাল অ্যানালাইসিস (Sentimental Analysis)
এটা তিন টা মাধ্যমে কাজ করা যায় আর স্পেড হল রোকারের আয় ।

Imran1995
2015-09-21, 08:54 PM
বিড এবং আস্ক এর মাঝে সাধারণত তিন চার পিপ্স এর ব্যবধান থাকে । এটাকেই মুলত স্প্রেড বলে । জেমন আপনি যদি একটি ট্রেড ওপেন করেন ১.১১০০ তে সেল , তাহলে আপনার সেল হবে ১.১১০৩ এ । মাঝখানে .০০০৩ পিপ্স এটা ব্রোকার সাইটের । আর এটাই হল স্প্রেড ।

shakawath
2015-09-21, 10:47 PM
স্প্রেড হল আস্ক প্রাইস ও বিড প্রাইসের তফাৎ। মূলত এটি ব্রোকারের কমিশন যা প্রতি ট্রেড এ ট্রেডার এর কাছ থেকে ধার্য করা হয়। আস্ক প্রাইস ১.০০১ এবং বিড প্রাইস ১.০০৪ হলে এখানে ৩ পিপের ব্যবধান থাকে। আর এই ৩ পিপই হল ব্রোকারের কমিশন। এটি ব্রোকারের আয় এবং একজন ট্রেডারের জন্য ব্রোকারকে প্রদেয় ট্রেড এর খরচ। খেয়াল করলে দেখা যাবে যে প্রতিটি ট্রেড অপেন করার পর পরই প্রায় তিন পিপ লস দেখায়। আপনি ট্রেড অপেন করার সময়ই ব্রোকার তা চার্জ করে বলে এমন্টা হয়। আপনি লাভ না লস যাই করুন না কেন আপনাকে এই খরচ ব্রোকার কে দিতে হবে।

M M RABIUL ISLAM
2015-10-28, 11:08 PM
আমরা যখন প্রথমে ফরেক্স এ আসি তখন আমরা প্রথমে কোন না কোন ব্রোকারের আয়তায় কাজ করি। ব্রোকারেরা আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। তাই আমাদের উপর থেকে ব্রোকাররা কিছু অংশ কেটে নেয়। তাছাড়া আমরা যখন কোন একাউন্ট অপেন করি তখন কিছু লসে একাউন্ট অপেন হয়।

SyedImrul8008
2015-11-01, 03:11 AM
ফরেক্স মার্কেটে আপনারা বিভিন্ন ধরনের কারেন্সি পেয়ার নিশ্চই দেখেছেন আর এই কারেন্সি মূলত জোড় আকারে থাকে অর্থাত একটি কারেন্সি অপর আর একটি কারেন্সির সাথে সংযুক্ত থাকে যার ফলে একে কারেন্সি পেয়ার বলা হয়ে থাকে আর এই কারেন্সি পেয়ারের প্রাইজের মাঝে যে পার্থক্য থাকে তাকেই ফরেক্সের ভাষায় স্প্রেড বলা হয়ে থাকে।

Realifat
2015-12-19, 08:55 AM
আমরা আমাদের ফরেক্স ট্রেডিংয়ে যাবতীয় লেনদেন করি ব্রোকারের মাধ্যমে। তো ব্রোকার আমাদের এতো লেনদেন করে দেবে আর কিছু নেবে না তা কি হয়? ব্রোকার তাই প্রতিটি ট্রেডেই আমাদের নিকট থেকে স্প্রেডের মাধ্যমে কমিশন আদায় করে নেয়। বিড প্রাইস এবং আস্ক প্রাইসের পার্থক্যকেই স্প্রেড বলা হয়।

Selim BU
2015-12-20, 05:12 PM
আমরা ফরেক্সে কোনো না কোনো ব্রোকারের অধীনে ট্রেড করি। আমরা ব্রোকার গুলো বেছে নেই তাদের প্রদত্ত সুবিধার উপর ভিত্তি করে। ফরেক্সে রয়েছে অসংখ্য ব্রোকার। তারা আমাদের ট্রেডিং এর জন্য অনেক সুবিধা দিয়ে থাকে। কিন্তু তারা যেহেতু ব্রোকার তাদের নিশ্চয়ই লাভ থাকতে হবে। স্প্রেড হলো তাদের লাভ। প্রতিটা ট্রেড ওপেনের সময় একটি নির্দিষ্ট পরিমান পিপস কেটে রাখা হয়। এটাই স্প্রেড।

AbuRaihan
2015-12-25, 07:13 PM
ফরেক্সে বিড প্রাইস আর আস্কিং প্রাইসের মধ্যকার পার্থক্যই হল স্প্রেড ৤ সারা বিশ্বব্যাপি অসংখ্য ব্রোকার আছে তারা কি ট্রেডারদেরকে এমনিতেই সেবা দিয়ে যাচ্ছে? আমরা যারা ট্রেড করি তাতে তাদের ও একটা স্বার্থ থাকে অর্থ্যাৎ তাদের লাভের অংশ হল স্প্রেড ৤ আমরা একটা ব্রোকার এরটা অধীনে যত ট্রেড করিনা কেন প্রতিটা ট্রেড হতেই ব্রোকার স্প্রেড কেটে নেয় যা তাদের মুনফা ৤ এভোবেই ব্রোকারদের যত বেশি ক্লায়েন্ট থাকে তত বেশি ইনকাম হয় ৤ তবে ট্রেডারদের উচিত হবে ব্রোকারের স্প্রেড দেখে ট্রেড করা ৤

basaki
2015-12-25, 09:06 PM
স্প্রেড ফরেক্স ট্রেডিং করতে হলে আপনি ট্রেড যে দামে ওপেন করবে তার থেকে ফরেক্স ব্রোকার যেটা কেটে নেবে সেটাই হচ্ছে স্প্রেড। আর ভাল ভাবে জানতে হলে আপনি ফরেক্স ইবুক পরেও ভাল বাবে জানতে পারবেন।ধন্যবাদ।

anita
2015-12-31, 10:42 PM
ফরেক্স মার্কেটে স্প্রেড হোল ফরেক্স মার্কেটে ট্রেড করলে ফরেক্স ব্রকারদের কিছু শপ্রেড কেটে নেয় কারন তারা তাদের ব্রকার ভ্যাট কেটে নেয় তাই ফরেক্স মার্কেটে যে স্প্রেড বলতে তাকে বুঝায় তাই স্প্রেড বলতে ফরেক্স ব্রকারদের দিতে হয় তাই স্প্রেড দিতে হবে ফরেক্স ব্রকারে ট্রেড করতে হবে ।

sharifulbaf
2016-05-11, 04:47 PM
স্প্রেড বলা হয় ব্যাবধান কে আমরা ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় বিড প্রাইস আর আস্ক প্রাইসের মধ্যে যে ব্যাবধান দেখি তাকে আমরা স্প্রেড বলা হয়,এই স্প্রেড ব্রোকার ভেদে কম বা বেশি হয়ে থাকে,তাই আমাদের ট্রেডিং করতে হলে কম স্প্রেড কারেন্সিতে ট্রেডিং করতে পারলে ভাল প্রফিট করা যায়।

majidiqbal
2016-05-11, 05:41 PM
আমরা যারা ফরেক্সে ট্রেড করি তারা বিভিন্ন ব্রোকারের অধিনে ট্রেড করি। প্রতিটি ট্রেড ওপেন করার সময় যতটুকু কমিশন ব্রোকারকে দিতে হয় তাকে স্প্রেড বলে।এই স্প্রেডটা ট্রেড ওপেন করার সাথে সাথে কেটে নেওয়া হয়। তবে সব ব্রোকার এর স্প্রেড এক রকম না।

Mrs.SaoudiaIslam111989
2016-05-11, 05:47 PM
আপনারা যারা ফরেক্স মার্কেটের সাথে পরিচিত তারা নিশ্চই অবগত রয়েছেন যে ফরেক্স মার্কের্টের অন্তভূক্ত প্রতিটি কারেন্সিই পেয়ার বা জোড় আকারে থাকে আর ঐ প্রতিটি কারেন্সরই প্রাইজ তার সাথে দেওয়া থাকে আর ঐ কারেন্সি পেয়ারের মূল্য বা প্রাইজের ব্যাবধানকে ফরেক্সের ভাষায় স্প্রেড বলা হয়ে থাকে।

dwipFX
2016-05-11, 06:13 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আমাদের কে স্প্রীড দেখে ট্রেড করতে হয় কারন স্প্রেড হল ব্রোকার কমিশন। প্রত্যেক ব্রোকার নির্দিস্ট হারে কমিসন কাটে। আর এই ব্রোকার কমিশন কে বলা হয় স্প্রেড।

amin rabby
2016-05-11, 07:19 PM
ফরেক্স এ কোন ট্রেড ওপেন করলে শুরুতেই কিছু পরিমান লস এ ওপেন হয়। এটাকে ফরেক্স বিজনেস এ স্প্রেড বলে। ট্রেড ওপেন এর জন্য ব্রোকাররা ফি হিসেবে কমিশন বা চার্জ কেটে নেয়। ধরুন আপনি ১.৭৪৪৫ gbpusd বাই করে ট্রেড ওপেন করলেন কিন্তু তা ১.৭৪৪২ এ ওপেন হল। অর্থাৎ ৩ পিপ্স লস এ ট্রেড ওপেন হল।

জ্যাক কয়েন
2016-05-30, 12:58 AM
আমি মনে করি আপনি একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়। আমার জানা মতে কিছু কিছু ব্রোকার আছে ট্রেড ওপেন করার পরও কোন লস ওপেন হয় না।

uzzal05
2016-05-30, 06:13 AM
ফরেক্স এ যারা আছেন তারা স্প্রেড এর সাথে অব্যশই পরিচিতে। মুলত বিড এবং আস্ক এর পার্থক্য হলো স্প্রেড। ট্রেড ওপেন করার সাথে সাথে ব্রোকার আপনার থেকে কিছু একটা চার্জ কেটে। অর্থাৎ ট্রেড অপেঙ্ক করার সাথে আপনার ট্রেড লসে অপেন হবে। যেমন ইন্সটা ফরেক্স এ gbpusd এর স্প্রেড তিন পিপ্স।

maziz6989
2016-05-30, 06:22 AM
স্প্রেড হল ব্রোকার যে চার্জ ট্রেডারের কাছ থেকে কেটে রাখে কোন ট্রেড ওপেন করলে। মুলত ইসিএন ব্রোকারের আয়ের উৎস হল স্প্রেড কমিশন। তবে কিছু কিছু ব্রোকার স্প্রেড এর একটা অংশ রিবেট হিসেবে ফেরত দিয়ে দেয় ট্রেডারকে যা একজন ট্রেডারকে এই মার্কেট এ ঠিকে থাকার রসদ যোগায়।

Ibr
2016-06-12, 04:48 PM
ফরেক্স মর্কেটে একটা ট্রেড ওপেন করার পর ব্রোকার আপনার নিকট হতে যে পরিমান চার্জ কেটে নেন তাকে স্পেড বলে । বিড এবং আস্ক এর পার্থক্যই হলো স্প্রেড নামে পরিচিত। ধরুন
usd/cad -র বিড প্রাইস হল 1.4456 এবং আস্ক প্রাইস হল 1.4458.
অর্থাৎ, এখানে স্প্রেড হলো 2 পিপস।

Moon
2016-06-12, 06:17 PM
আমি একজন নতুন ট্রেডার হিসেবে যেটা বুছি সেটা হল স্প্রেড হল ব্রোকার এর কমিশন । আমরা যারা ফরেক্স ট্রেডার তারা যেমনি করে আয় করার জন্যই এখানে আসি । ঠিক তেমনি করে ব্রোকারগুলোরও একটা উদ্দেশ্য থাকে । আর তা হল আয় করা । আর আমরা যতই ট্রেড করব একটা ব্রোকার এর অধীনে তাদের লাভের পরিমাণ ততই বৃদ্ধি পাবে ।

monorom
2016-06-13, 03:48 PM
স্প্রেড হল প্রতিটি ট্রেড এ ব্রোকার কে কমিশন প্রদান করা । আপনি যখন একটি ট্রেড ওপেন করবেন তখন দেখবেন আপনার অ্যাকাউন্ট থেকে কিছু পিপ্স কেটে নিয়েছে । ঐ কেটে নেয়া ব্যালেন্স টুকু হল স্প্রেড । বিভিন্ন ব্রোকারে বিভিন্ন রকম স্প্রেড । এই জন্য দেখে শুনে ভালো ব্রোকারে অ্যাকাউন্ট করতে হবে । ইন্সটা ফরেক্স এ স্প্রেড অনেক কম তাই আপনারা নিসচিন্তে এখানে অ্যাকাউন্ট করে ট্রেড করতে পারেন ।

MD ALAMIN ARIF
2016-06-14, 03:02 AM
বিড এবং আস্ক এর পার্থক্যই স্প্রেড (spread) নামে পরিচিত।ধরুন EUR/jpn -র বিড প্রাইস হল ১.২৩৪ এবং আস্ক প্রাইস হল ১.২৩১ এখানে স্প্রেড ৩ পিপস। এটাই হল স্প্রেড ।

Sahed
2016-07-30, 11:30 AM
স্প্রেড হচ্ছে ব্রোকারের কমিশন । ফরেক্স মার্কেটে আপনি যখন একটি ট্রেড ওপেন করবেন তখন লক্ষ করলে দেখবেন যে আপনার ট্রেডটি কিছুটা লসে ওপেন হচ্ছে । এটাকে ফরেক্স মার্কেটের ভাষায় স্পেড বলা হয়ে থাকে । তাই মার্কেটে কোন পেয়ারের স্প্রেড কি রকম তা আগে থেকে জেনে রাখা ভাল ।

rafiqulislam191
2016-08-11, 04:01 AM
আমরা জানি স্প্রেড হচ্ছে বিড প্রাইস এবং আস্ক প্রাইসের মধ্যে পাথর্ক্য । আপনি কোন ট্রেড ওপেন করলে দেখবে ব্রোকার কিছু বেশি বা কম পিপ এ ট্রেড ওপেন করবে । এই পিপের পার্থক্য হল স্প্রেড । অনেক ব্রোকার অনেক বেশি স্প্রেড নেয় ।তাই ব্রোকার সিলেক্ট করার আগে এ বিষয়ে খোজ নিতে হবে ।

majidiqbal
2016-08-11, 05:10 PM
একটি ট্রেড ওপেন করলেই দেখা যায় যে ট্রেডটি কিছুটা লসে ওপেন হয়। মুলত এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই স্প্রেডটুকু কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়। আবার বিভিন্ন পেয়ারে স্প্রেড বিভিন্ন রকম হয়ে থাকে। শুধু তাই নয় স্প্রেড এর পরিমাণ ব্রোকার ভিত্তিক হয়ে থাকে।

MoinFX
2016-08-11, 05:29 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে কোন ব্রোকারের আন্ডারে ট্রেড করতে হবে তাহলে এইখানে তার কিছু একটা সার্তথাকে আর সেটা হল স্প্রেড। আমরা যখন একটা ট্রেড অপেন করি আর সেই ট্রেডটি কিছু নেগেটিবে অপেন হয় সেটা হল স্প্রেড। স্প্রেড হল ব্রোকার গুলোর একমাত্র আয়ের খাত।

SAHADAT
2016-08-11, 07:26 PM
স্প্রেড হোল ফরেক্স ব্রকারদের জন্য একটি কমিশন আর এই কমিশন হোল ফরেক্স ব্রকারদের এই কমশঙ্কে ফরেক্স মার্কেটের স্প্রেড বলে ফরেক্স ব্রকারদের সব ফরেক্স ব্রকারদের আছে এবং সবাই কম বেশি কাটে ।ধন্নবাদ

Challange
2016-09-10, 08:07 PM
আমরা যখন কোন ট্রেড ওপেন করি তখন যেখান থেকে ট্রেড ওপেন করি তার একটু পরিবর্তন হয়েই ট্রেডটি শুরু হয় । অর্থ্যাৎ যে পরিমাণে আমরা কোন পেয়ারে ট্রেড দিয়ে থাকি তার শুরুতেই সেখান থেকে নিদ্দিষ্ট পরিমাণে কেটে নেওয়া হয় যেটাকে আমরা স্প্রেড বলি । আর এই স্প্রেড হল কোন কোম্পানীর অর্থ্যাৎ ব্রোকারের আয়ের অংশ । আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ব্রোকারদেরও আয় আছে ।

Forex Boy
2016-09-10, 11:52 PM
আমরা দু ভাবে স্প্রেড কে জানতে পারি পথমত। আপন একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আপনি যখনি যে লট দিযেই ট্রেড অপেন করেন না কেন আপনার ট্রেড টি সবসময় লসেই ওপেন হয় এর কারন হোল এটাকে বলে ব্রকারেজ অথবা স্প্রেড। আবার ফরেক্স মার্কেটে বিড এবং আস্কের পরিমান গত পার্থক্যকে বলে স্প্রেড।

kholil
2016-09-11, 12:20 PM
আমরা যখন ফরেক্স মার্কেটে কোন ট্রেড ওপেন করি তখন কিছু পিপস লসে থাকে , এই লসকে স্প্রেড বলে । ব্রোকার কিছু পিপস কেটে রাখে যেটা ব্রোকারের লাভ । ব্রোকার এভাবে ট্রেডারের কাছ থেকে ট্রেড করার মাধ্যমে লাভ করে থাকে । ফরেক্সে কাজ করে লাভ করতে হলে ট্রেড করতেই হবে । তাই ফরেক্সে ট্রেড দক্ষতা থাকা দরকার , ট্রেড দক্ষতা যার যত বেশি থাকবে সে তত বেশি ফরেক্সে লাভ করতে পারবে । তাই ফরেক্সে ট্রেড দক্ষতা বাড়াতে হবে ।

jamal191khan
2016-09-18, 06:40 PM
আমরা যারা ফরেক্সের সাথে সম্পৃক্ত তারা সকলে জানি স্পেড হল ফরেক্স মর্কেটে একটা ট্রেড ওপেন করার জন্য ব্রোকার আপনার নিকট হতে যে পরিমান চার্জ কেটে নেন তাকে বলে যেমন আপনি যদি ইনস্টা ফরেক্স ব্রোকারে ১ ডলার লটে একটা ট্রেড নেন আপনার ট্রেডটি ৩ ডলার লসে ছালু হবে আর এটাই হল স্পেড।

spring
2016-12-13, 10:58 PM
ট্রেড ওপেন করার সময় খেয়াল করলে দেখা যায় তা কিছুটা লসে ওপেন হয়। কয়েক পিপস কেটে রাখে ব্রোকার। এটা ব্রোকারের লাভ। ব্রোকারের এই লাভকেই স্প্রেড বলে। বিড প্রাইস এবং আস্কিং প্রাইসের পার্থক্যই হলো স্প্রেড। ব্রোকার ভেদে স্প্রেডের পরিমানে পার্থক্য হয়। ব্রোকারের মুনাফাটাই স্প্রেড হিসেবে পরিচিত। স্প্রেড দেখে ট্রেড করা উচিত।

pkboy
2016-12-13, 11:42 PM
ফরেক্স মার্কেটে কোন ট্রেড ওপেন করার জন্য ফরেক্স
ব্রোকার নির্দিষ্ট একটি কমিশন বা
চার্জ নেয়। এই চার্জ বা কমিশন কেই
স্পেড বলে। আমরা যখন কোন ট্রেড
ওপেন করি তখন ঐ ট্রিডটি কিছু লসে
ওপেন হয়। এই লস কৃত পিপ গুলোই হল
স্পেড। আপনার সেই ট্রেডে লাভ হোক
কিংবা লস হোন ব্রোকার তার
নির্দিস্ট কমিশন বা চার্জ নিয়ে
নিবেই। এটা হল ব্রোকারের লাভ।

uzzal05
2016-12-14, 11:11 AM
বিড এবং আস্ক এর পার্থ্যক্যই হচ্ছে স্প্রেড। ফরেক্স মার্কেত এ ব্রোকার ভিত্তিক স্প্রেড নির্ধারিত হয় থাকে। একেক ব্রোকার এ একেক রকম স্প্রেড। এখানে ইন্সটাফরেক্স এ স্প্রেড গুলো আমার ভালো লাগে। অন্য ব্রোকার এ যদি ও অনে কম স্প্রেড দিয়ে থাকে। তবে ৩ পিপ্স স্প্রেড গুলো ঠিক আছে।

Skfarid
2016-12-14, 11:58 AM
ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য কিছু ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয় এটাকেই স্প্রেড বলে। আপনি যদি যত পিপস ভ্যালু দিয়ে ট্রেড ওপেন করে থাকেন তবে ট্রেডটি $৩ লসে ওপেন হবে।বিভিন্ন পেয়ারের স্প্রেড বিভিন্ন হয়। আবার বিভিন্ন ব্রোকার ভেদেও স্প্রেড কম বেশি হতে পারে। যেমন Instaforex এ EURUSD এর স্প্রেড ৩ পিপস। কিন্তু Fxoptimax এ EURUSD এর স্প্রেড ২ পিপস।

ONLINE IT
2016-12-14, 08:03 PM
আপনি যখন কোন ট্রেডে এন্ট্রি নেন অর্থাৎ বাই বা সেল করেন তখন নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনার ট্রেডটি কিছুটা লসে ওপেন হয়েছে। হতে পারি ২ কিংবা ৩ কিংবা তার বেশি। ব্রোকার ভেদেও এই লসের পরিমান একেক রকম হয়ে থাকে। মুলত এই যে গ্যাপটা আমরা লক্ষ করে থাকি। এটাকেই স্প্রেড বলা হয়।

nbfx
2016-12-14, 09:37 PM
স্প্রেড হলো ব্রোকারের কমিশন । বিভিন্ন কারেন্সির বিভিন্ন স্প্রেড হয়ে থাকে। এবং বিভিন্ন ব্রোকারেও স্প্রেডের ভিন্নতা লক্ষ্য করা যায়। যেমন ইনস্টাফরেক্সে ইউরো/ইউএসডি স্প্রেড ৩ পিপস আর হটফরেক্সে স্প্রেড ২ পিপস। ট্রেড ওপেন করার সাথে সাথে ব্রোকার এই স্প্রেড বা কমিশন নিয়ে থাকে।

spd
2016-12-15, 03:53 AM
স্প্রেড হল ব্রওকার সাইটে আপনি ট্রেড করলে কিছুটা লসে ট্রেড দিয়ে থাকে আর তা হল ওদেওর কমিশন ।একেক কারেন্সির জন্য ব্রকার সাইট একেক রক্ম কমিশন নে ।যেমন ইউএসডি জেপিয়াই এর জন্য ৩ স্প্রেড নিয়ে তাহে আবার ইউরো এসডি এর জন্য ২ স্প্রেড নিয়ে থাকে।

uzzal05
2016-12-15, 09:08 AM
ইন্সটা ফরেক্স এ eurusd এ স্প্রেড হচ্ছে ৩ পিপ। স্প্রেড হচ্ছে ব্রোকার এর কমিশন। মানে হলো আমরা যখন ট্রেড ওপেন করি তখন সাথে সাথে আমাদের ট্রেড কিছুটা লসে অপেন হয়। এটাই হচ্ছে ফরেক্স এ স্প্রেড। সব ব্রোকার ই এই স্প্রেড নির্ধারন করে থাকেন।

nazib72
2016-12-15, 11:03 AM
ট্রেড ওপেন করার জন্য ব্রোকার আপনার নিকট হতে যে পরিমান চার্জ কেটে নেন তাকে স্প্রেড বলে যা প্রতিটা ট্রেডার এর প্রফীট থেকে কেটে নেয়া হয় আর এই স্প্রেড টাই ব্রকারের আমাদের থেকে নেয়া প্রফিট।কোনো ট্রেডার যদি ১.৩২৭৩ এ ট্রেড ওপেন করে ১.৩২৭৫ সেল করে তাহলে মাঝের ০.০০০২ হবে স্প্রেড।

Competitor
2016-12-18, 11:05 PM
স্প্রেড হলো ফোরামে যারা ট্রেডিং করে তাদের থেকে কেটে নেওয়া একটা ব্যালেন্স যেটা ব্রোকার কতৃপক্ষের আয়ের প্রধান অংশ । আমরা যারা ট্রেডিং করি তারা এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখতে হবে যে স্প্রেড যে ব্রোকার কম কাটে সেই ব্রোকারেই ট্রেড করতে হবে । স্প্রেড প্রতিটা ট্রেডার থেকে প্রতিটা ট্রেডিং করার করার সময় নিদ্দিষ্ট হারে কেটে নেয়া হয় । যেটা ব্রোকার কর্তৃপক্ষের প্রধান আয়ের উৎস ।

FOREX.NB
2016-12-25, 01:07 AM
স্প্রেড হল প্রতিটি ট্রেড এ ব্রোকার কে কমিশন প্রদান করা । আপনি যখন একটি ট্রেড ওপেন করবেন তখন দেখবেন আপনার অ্যাকাউন্ট থেকে কিছু পিপ্স কেটে নিয়েছে । ঐ কেটে নেয়া ব্যালেন্স টুকু হল স্প্রেড । ইন্সটা ফরেক্স এ স্প্রেড অনেক কম তাই আপনারা নিসচিন্তে এখানে অ্যাকাউন্ট করে ট্রেড করতে পারেন ।

vampire
2016-12-25, 09:44 AM
স্প্রেড হল কোন কম্পানির মানে ব্রোকার সাইটের কমিশন।কোণ ট্রেড ওপেন করলে দেখবেন কিছুটা লসে ওপেন হই ওইটাই হল স্প্রেড ।স্প্রেড কে কমিশনও বলা চলে।

eshahid
2016-12-25, 10:01 AM
আপনি একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়।
সহজ ভাবে বলতে গেলে, Bid Price ও Ask Price এর মধ্যে পার্থক্যই হচ্ছে স্প্রেড।
আপনি ধরুন ১.৭৪৪৫ এ GBPUSD বাই করলেন, কিন্তু তা ১.৭৪৪৯ এ ওপেন হবে অর্থাৎ ৩ পিপস ফি প্রযোজ্য হয়েছে। আপনি যদি $১ পিপস ভ্যালু দিয়ে ট্রেড ওপেন করে থাকেন তবে ট্রেডটি $৩ লসে ওপেন হবে।

md noor hasan
2017-01-27, 11:14 AM
স্বাভাবিকভাবে যখন আমরা কোন কারেন্সিতে ট্রেড ওপেন করি তাহলে আমরা যদি বাই ট্রেড ওপেন করি তবে ট্রেড ২ বা ৩ পিপস উপরে ওপেন হবে, অনুরুপভাবে সেল ট্রেড ওপেন করিতো ২ বা ৩ পিপস নিচে ট্রেড ওপেন হয়। এই ২ বা ৩ পিপস হচ্ছে স্পেড বা ব্রোকারের লভ্যাংশ।

Mamun13
2017-11-14, 07:29 PM
আমরা ফরেক্স মার্কেটে বাবসা করি অবশ্যই নির্দিষ্ট কোনো ব্রোকারের মাধ্যমে৷ব্রোকার প্রদত্ত যাবতীয় সুযোগ-সুবিধা ব্যাবহার করার জন্য তাদেরকে একটা ছোট সামান্য পরিমান সাভির্স চার্জ দিতে হয়৷এরই নাম হলো স্প্রেড৷প্রত্যেক লটে ট্রেড ওপেন করলেই ব্রোকার ২/৩ পিপস এই স্প্রেড হিসাবে কেটে রাখে৷

morshed naim
2017-12-05, 03:29 AM
কোন ট্রেড ওপেন করার জন্য ফরেক্স ব্রোকার নির্দিষ্ট একটি কমিশন বা চার্জ নেয়। এই চার্জ বা কমিশন কেই স্পেড বলে।মুলত বিড এবং আস্ক এর পার্থক্য হলো স্প্রেড। ট্রেড ওপেন করার সাথে সাথে ব্রোকার আপনার থেকে কিছু একটা চার্জ কেটে। অর্থাৎ ট্রেড অপেঙ্ক করার সাথে আপনার ট্রেড লসে অপেন হবে।মুলত ইসিএন ব্রোকারের আয়ের উৎস হল স্প্রেড কমিশন। তবে কিছু কিছু ব্রোকার স্প্রেড এর একটা অংশ রিবেট হিসেবে ফেরত দিয়ে দেয় ট্রেডারকে যা একজন ট্রেডারকে এই মার্কেট এ ঠিকে থাকার রসদ যোগায়।

expkhaled
2017-12-27, 02:26 PM
সোজা কথায় ব্রোকারের কমিশন হচ্ছে স্প্রেড। আমরা যখন কোন ট্রেড অপেন করি লক্ষ্য করলে দেখবেন ট্রেডটি কিছুটা দুরে অপেন হয়। এই দুরে অবস্থান করার কারণ হলো স্প্রেড। প্রতিটি ট্রেড এর সঙ্গে ব্রোকার তার কমিশন নিয়ে নেয়। তাই একজন ট্রেডার যত ট্রেড করবেন তত বেশী মুনাফা ব্রোকারের। তাই তো সব সময় ব্রোকার হাউজ টেডিং এর জন্য উতসাহী করেন। আমরা অবশ্যই ট্রেড করবো তাতে কোন সন্দেহ নাই শুধু ভালভাবে শিখে এবং অভিজ্ঞতা অর্জন করার পর।

majeed
2018-01-18, 12:21 PM
স্প্রেড হল সর্বনিম্ন ও সর্বোচ্চ আস্ক ও বিড রেটের এর মধ্যে পার্থক্য, যা পরিমাপ করা হয় পিপ- দ্বারা। এই আস্ক ও বিড রেটের এর মধ্যে পার্থক্য ব্রকার ভেদে ভিন্ন হয়ে থাকে।বিড রেট সবসময়ে আস্ক রেটের চেয়ে কম হয়।

amreta
2020-01-25, 06:12 PM
আপনার কি মনে হয় কোন খারাপ জিনিস হারাচ্ছেন? আমি ব্যক্তিগতভাবে আমার হারিয়ে যাওয়া ব্যবসাকে যে কোনও সূচকের চেয়ে বেশি সম্মান করি কারণ তারা সবসময় আমার দুর্বলতাগুলি সম্পর্কে কিছু সূত্র রেখে যায়। প্রি-স্পেস্কে দামের চার্টগুলি লক্ষ্য করা এবং বলা সহজ "ভাল আমি সেই সময়ে লক্ষ লক্ষ উপার্জন করতে পারতাম, সুতরাং পরের বার যখন আমি কিছুটা একই রকম দেখতে পেলাম, তখন আমি কোটি কোটি টাকা উপার্জন করব"। তবে রিয়েল টাইম প্রাইস অ্যাকশনটি কার্যকর হওয়ার সাথে সাথে আপনি ভাবতে শুরু করেন যে জিনিসগুলি প্রত্যাশার মতো কেন কাজ করছে না। খবরের ফলাফল সম্পর্কে আপনার হতাশাকে সামনে রেখে, আপনি নিজেকে কী ভুল করেছেন তা জিজ্ঞাসা করবেন না এবং কেবল সেই বাণিজ্যটি ভুলে যাবেন না। আমি মনে করি আমাদের লাভের চেয়ে ক্ষতির দিকে বেশি মনোযোগ দিতে হবে। আমি কি সঠিক?

Rokibul7
2020-05-05, 12:54 PM
স্পেড হচ্চে ব্রকার চাজ।অথাত আপনি কোন টেড এ অংশ নিলে বা কোন মূদ্রা জোর কেনা/বেচা করলে ব্রকার এর কেনাবেচার জন্য যে চাজ কেটে নিবে তাকে স্পেড বলা হয়।আপনার টেড ওপেন এর সময় লট অনুজায়ি স্পেড কেটে নিবে।

FX7
2020-05-05, 07:37 PM
মূদ্রা জোড়ে টেড করার সময় ব্রকার আপনার কাছ থেকে টেড এর বিনিময়ে যে চাজ কেটে নিবে সেটাই হলো স্পেড।স্পেড ব্রকার এর ইনকাম সরুপ

FREEDOM
2020-08-23, 04:03 PM
স্প্রেড হচ্ছে আমাদের উপর থেকে ব্রোকারা তাদের নিদিষ্ট যে পরিমান মুনাফা কেটে নেয়। আমরা যখন প্রথমে ফরেক্স এ আসি তখন আমরা প্রথমে কোন না কোন ব্রোকারের আয়তায় কাজ করি। ব্রোকারেরা আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। তাই আমাদের উপর থেকে ব্রোকাররা কিছু অংশ কেটে নেয়। তাছাড়া আমরা যখন কোন একাউন্ট অপেন করি তখন কিছু লসে একাউন্ট অপেন হয়।

Md.shohag
2020-09-23, 04:52 AM
স্পেড হল ফরেক্স মর্কেটে একটা ট্রেড ওপেন করার জন্য ব্রোকার আপনার নিকট হতে যে পরিমান চার্জ কেটে নেন তাকে বলে যেমন আপনি যদি ইনস্টা ফরেক্স ব্রোকারে ১ ডলার লটে একটা ট্রেড নেন আপনার ট্রেডটি ৩ ডলার লসে ছালু হবে আর এটাই হল স্পেড।