PDA

View Full Version : প্রফেসন হিসেবে ফরেক্স ঃ



mybff
2015-02-24, 03:51 PM
আমি ফরেক্স কে প্রফেশন হিশেবে নিতে যাচ্ছি ।। তবে আমি ঠিক বুজছিনা যে এটা কি আমি ঠিক সিধান্ত নিচ্ছি কিনা ।। আপ্নারা যদি আমাকে মুল্যবান মন্তব্য দেন তাহলে অনেক ভাল হয়।।

tradeking
2015-02-24, 04:19 PM
প্রফেশন হিসেবে ফরেক্স ভালই। কারণ এখানে ব্যক্তি স্বাধীনতা আছে। আপনার ইচ্ছা হল ট্রেড করলেন ইচ্ছা হল ট্রেড করলেন না। তবে আপনাকে ভাল করে বুঝতে হবে ব্যবসা টা কারণ এটা অন্য ব্যবসার মত নয়। চাল,ডাল, কাপড় ইত্যাদি বিক্রি করাও ব্যবসা, বিক্রি করলে ই লাভ এগুলোতে, কেউ যদি বলে কই এগুলো শিখা লাগেনা তাহলে ফরেক্স শিখা লাগবে কেন ফরেক্স যদি ব্যবসা হয়। আমি বলব ভাই চাল,ডাল, কাপড় ইত্যাদি বিক্রি ব্যবসাটা ও কিন্তু আপনার মনের অজান্তে কোন এক চাল/ডাল/কাপড় ব্যবসায়ী থেকে দেখতে দেখতে শিখে যাচ্ছেন। কিন্তু ফরেক্স তো আমাদের চোখের সামনে সচরাচর হচ্ছেনা তাই একটু কঠিন ই। তাই বলব ফরেক্স কে প্রপেশন হিসেবে নেয়ার আগে ভাল করে শিখুন।

FHGCXB
2015-02-26, 05:05 AM
প্রফেশন হিসাবে ফরেক্স খুবই ভাল। কিন্তু আগে ফরেক্স ভালভাবে শিখতে হবে তারপর ফরেক্সকে প্রফেশন হিসাবে নিতে হবে। এজন্য ডেমো প্রাকটিস করে ট্রেডিঙে দক্ষতা বাড়াতে হবে।

Esan Islam
2015-02-26, 06:10 AM
ফরেক্স এমন একটি বিষয় যা আমরা প্রফেশন হিসেবে নিতে পারি।ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিনই যেকোনো সময়ই খোলা থাকে।তাছাড়া ফরেক্স মার্কেটে খুব বেশি টাকার প্রয়োজন নেই।ঘরে বসেই ফরেক্সে ট্রেড সম্ভব।ভালোভাবে ফরেক্স সম্পর্কে জেনে ট্রেড করলে ভালো ইনকাম করাও সম্ভব।সুতরাং সবদিক বিবেচনা করে ফরেক্সে প্রফেশন হিসেবে নেওয়া যায়।

uzzal86
2015-02-26, 11:00 AM
প্রফেশন হিসাবে ফরেক্স কে অনেকেই বেছে নিতে পারেন। কারণ ফরেক্স মার্কেট এনালাইসিস করে ভাল ভাবে ট্রেড করতে পারলে এখান থেকে প্রফিক হবে। যদি কেউ ফরেক্স মার্কেট কে সত্যিই ফুল টাইম ব্যবসা হিসাবে নিতে চান তা হলে তাকে অবশ্যয় ফরেক্স মার্কেটের খুটিনাটি ছোট ছোট বিষয় গুলো সম্পর্কে জানতে হবে।

uzzal86
2015-02-26, 11:59 PM
প্রফেশন হিসেবে ফরেক্স ব্যবসা অনেক ভাল একটি প্রফেশন । ফরেক্স ব্যবসায় ব্যক্তিগত স্বাধীনতা অাছে । ফরেক্স ব্যবসা একটি আন্তর্জাতিক ব্যবসা, এ ব্যবসা কোনো কোম্পানির আওতাভুক্ত নয় তাই এ ব্যবসা কখনোই বন্ধ হয়ে যাবে না । তবে ফরেক্স ব্যবসাটা অনেক ভালো করে বুঝে শিখতে হয় কারন এ ব্যবসা অন্য ব্যবসা থেকে একটু আলাদা ।

zaman
2015-02-27, 05:44 PM
প্রফেশন হিসেবে ফরেক্স অনেক চমৎকার একটা ক্ষেত্র এতে কোন সন্দেহ নেই।আপনি চাইলে ফরেক্সকে মূল পেশা হিসেবে নিতে পারেন তবে শর্ত হচ্ছে আগে আপনাকে অবশ্যই ভালোভাবে ফরেক্স শিখতে হবে।তাই আপনাকে আমি বলবো আপনি আপাতত যে প্রফেশনে আছেন সেটার পাশাপাশি ফরেক্স শিখতে থাকুন।যখন আপনার মনে হবে আপনার দক্ষতা এবং আত্মবিশ্বাস বেড়েছে তখন আপনি ফরেক্সকে মূল পেশা হিসেবে নিতে পারবেন।

TselimRezaa
2015-02-27, 08:34 PM
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় সমস্যা হল বেকার সমস্যা। অনেকে অনেক ঘুরেও কোন চাকরি খুজে পায়না। আসলে সাহসের অভাবে কেউ কোনো দূরদর্শি সিদ্ধান্ত নিতে পারেনা। ফরেক্সকে যদি কেউ পেশা হিসেবে নেয় এবং এর প্রতি ডেডিকেশন থাকে তবে আমি মনে করি প্রফেশন হিসেবে ফরেক্স খুবই ভালো।

Abdul Momin Chowdhury262
2015-02-27, 10:43 PM
প্রফেশন হিসাবে ফরেক্স ব্যবসা অনেক ভাল , তবে আপনাকে আগে ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হবে । তা জনার জন্য আপনি ডেমোতে ট্রেড করতে পারেন । এই নিয়ে যতেস্ট পড়া শুনা করতে পারেন । আর যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে ফরেক্স পেশা হিসাবে আপনার জন্য নয় ।

nizam
2015-03-03, 03:18 PM
জি আমি আপনার সাথে একমত , আপনি ফরেক্স কে প্রফেসন হিসেবে বেছে নিতে যাচ্ছেন এই সিদ্দান্ত একেবারে ঠিক আছে। শুদু আপনার বেলায় নয় । আজ কাল অনেকেই আছেন যারা ফরেক্স কে ইতিমধ্যে প্রফেশন হিসেবে নিয়ে নিয়েছে। আজকাল দেখা যাচ্ছে সব রকম পেশা থেকে ফরেক্স জনপ্রিয় হয়ে উটছে। তবে আমি মনে করি আপনি ফরেক্স কে প্রফেশন হিসেবে নিয়ে ভালই করেছেন।

Harun1650
2015-03-03, 11:45 PM
আসলে ফরেক্স এমন একটা মার্কেট যেখান থেকে আপনি চাইলে একজন ভাল জব হোল্ডার এর থেকে বেশি টাকা আর্ন করতে পারবেন। কিন্তু সেইজন্য আপনাকে অনেক ধৈর্য্য এবং অনেক পরিশ্রমী হতে হবে। ধরুন আপনি বাংলাদেশ এর শেয়ার মার্কেটে শেয়ার বিজনেস করছেন কিন্তু যদি আপনি এই মার্কেটে একজন অবিজ্ঞ ট্রেডার হিসাবে গ্লোবাল মার্কেটে ট্রেড করেন তাহলে বাংলাদেশী শেয়ার বিজেনেস থেকে এটা অনেক লাভবান হতে পারবেন। কিন্তু এক টা ভুল ট্রেড ওপেন করলে নিজের অনেক কিছু হারিয়ে যাওয়ার সম্ভবনা আছে। তাই আশা করি আপনি দেখে শুনে ট্রেড করে এই পেশায় নিজেকে সাবলম্বি করে তোলতে পারেন।

shimulmoni
2015-03-04, 09:49 AM
আমার মতে প্রফেশন বা পেশা হিসাবে ফরেক্স ট্রেডিং অনেক ভাল একটা ব্যবসা কারন আপনার যদি ফরেক্স ট্রেডিং করার মত প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা থাকে তবে আপনি ফরেক্স মার্কেটে ভাল পারফরমেন্স দেখাতে পারেন আর এখান থেকে ভাল আয়ও করা আর তাছাড়া এখানে পুজি বিনিয়োগ করে অনেকটা স্বাধীনভাবে ব্যবসা করা যায়। ধন্যবাদ।

naz
2015-05-07, 12:23 PM
ফোরেক্সকে অনেকেই প্রফেশন হিসাবে বেছে নিতে চায়, অথবা অন্যভাবে বলতে গেলে ফোরেক্সকে বর্তমানে অনেকেই তার প্রোফেশন হিসাবে বেছে নিচ্ছে তাই আমার মতে ফোরেক্স মার্কেট অবশ্যই প্রোফেশন হিসাবে নেয়া যেতে পারে। কিন্তু এই মার্কেট এমন নয় যে শুধু লাভই হবে। এখানে লস-লাভ উভই আছে তাই আমার মতামত হল অবশ্যই ভালো করে বুঝে তারপর এটিকে প্রোফেশন হিসাবে বেছে নিন।

banna
2015-05-07, 02:32 PM
আমার মনে হয় প্রফেসন হিসেবে ফরেক্স অনেক ভাল। আপনি ফরেক্স প্রফেসন হিসেবে নিয়ে অনেক ভাল করেছেন। কারন ফরেক্স অনেক লাভজনক একটা বিজনেস। ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান থাকলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। আপনি ২৪ ঘণ্টা ফরেক্স করতে পারবেন। আমার মনে হয় এত সুবিধা অন্য কোন বিজনেসে নাই। আমি নিজেও ফরেক্স প্রফেসন হিসেবে নিয়েছি। আশা করি আমি ও একদিন সফল হতে পারবো।

moinuddib
2015-05-07, 02:32 PM
শুরুতে ফরেক্স কে প্রফেসান হিসাবে নিলে অনেক টা ঝুঁকির মুখে থাকার মত। কারন ফরেক্স বেবসা হলে ও এটার ধরন আলাদা, অন্ন সাধারন বেবসার সাথে এর মিল তেমন নাই। তাই ফরেক্স সম্পরকে ভাল করে না জেনে বা ফরেক্স সম্পরকে অভিজ্ঞতা অর্জন না করে এ বেবসা শুরু করা ও উচিত হবে না। তবে প্রফেসান হিসাবে নিতে পারলে ভাল কারন এখানে স্বাধীন ভাবে ঘরে বসে এই বেবসা করা যাবে। তাই যাদের এটাকে প্রফেসান হিসাবে নেওার ইচ্ছা আছে তারা বেবসা শুরু করার আগে ফরেক্স সম্পরকে ভাল করে জেনে নিতে হবে, তেরেদ করার নিয়ম জানার জন্ন ডেমো হিসাবে তেরেদ করে ভাল অভিজ্ঞতা অর্জন করতে হবে। বেশ কিছুদিন বেবসা করে যখন একটা ভাল অবস্থায় যাওয়া যাবে তখন এতাকে প্রফেসান হিসাবে নেয়া যাবে। আমাদের দেশে এখন অনেক শিক্ষিত বেকার আছে তাদের কে ফরেক্স সম্পরকে ভাল করে গেয়ান দিয়ে কাজে লাগানো গেলে তাদের নিজের এবং দেশের লাভ হবে।

abdullahsajib
2015-05-08, 11:12 AM
মানুষ তার জীবীকা নির্বাহের জন্য পৃথিবীতে বিভিন্ন ধরনের ব্যবাসা বা কাজ করে থাকে আর আমরা জানি যে বর্তমানে পৃথিবীর সবচেয়ে ভাল এবং শ্রেষ্ট অনলাইম ব্যবসা হচ্ছে ফরেক্স তো এই ফরেক্স আমাদের সুযোগ করে দেয় আমাদের অর্থনৈতিক মুক্তি প্রদান করতে আমরা এই ফরেক্স ব্যবসা কে আমাদের প্রফেশন হিসেবে নিতে পারি অতি সহযেই।

Shimanto754
2015-05-09, 09:52 AM
বর্তমানে পেশা হিসেবে বড় বাস্তবিক জীবনে কিছু খুজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।এজন্য অনেকেই ফরেক্স কে প্রফেশন হিসেবে নিতে চাচ্ছে।এজন্য আমার মনে হয় ফরেক্স বিষয়ে প্রচুর জ্ঞান ও দক্ষতা প্রয়োজন।সবকিছুই ঠিকঠাক করতে পারলে সিধান্ত নিতে হবে প্রফেসন হিসেবে নেওয়া যায় কি না। দু একমাস ট্রেড করেই হুট করে এ সিধান্ত না নেওয়াই ভালো।অনেকদিন ট্রেড করে অভিজ্ঞ হয়ে গেলে সিধান্ত নিতে হবে।

Bappy01
2015-05-14, 09:51 AM
অবশ্যই ফরেক্স প্রফেসন হিসেবে নেয়া যেতে পারে। কারন ফরেক্স হল একটা ব্যবসা আর এ ফরেক্স ব্যবসার সাহাস্যে আমরা অনেক উন্নতি করতে পারি অনেক টাকা উপার্জন করতে পারি। আমি তো এখন ফরেক্স কে প্রফেসন হিসেবে নিয়ে নিয়েছি আর আমি সার জীবন ফরেক্স এর সাথে থাকবো।

hasanat
2015-05-15, 05:41 PM
ফরেক্স মার্কেট আপনি কাজ করে ভাল প্রফিট পেতে পারেন তাহলে আপনার আপত্তি কথায় ফরেক্স কে পেশা হিশেবে বেছে নিতে । অবসসইই থাকার কথা নয় । আমার প্রফেসন এর কি হবে । জি আপনি ফরেক্স মার্কেট পারত টাইম হিসেবে কাজ করতে পারেন
আপনি জানেন যে ফরেক্স মার্কেট জেকন সময় কাজ করা জায় । ফরেক্স ঘরে বসে কাজ করা জায় অ্যান্ড ফরেক্স থেকে ভাল প্রফিট পাওয়া জায় তাহলে আপনার আপত্তি থাকবে কেন ।

pallabbd
2015-05-18, 04:54 PM
আপনি যদি ফরেক্সকে আপনার পেশা হিসেবে নিতে চান তা হলে খুবই ভাল। আপনি আপনার পেশা হিসেবে ফরেক্সকে নিতে চাইলে আপনাকে অনেক অনেক পরিশ্রম করতে হবে এবং ফরেক্সকে মনেপ্রাণে শ্রদ্ধা করতে হবে। তারপর আপনাকে এনালাইসিস করতে হবে। ধন্যবাদ

sumonyahoo24
2015-08-10, 05:34 AM
ফরেক্স ট্রেডিং অনেক ভাল একটা ব্যবসা কারন আপনার যদি ফরেক্স ট্রেডিং করার মত প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা থাকে তবে আপনি ফরেক্স মার্কেটে ভাল পারফরমেন্স দেখাতে পারেন আর এখান থেকে ভাল আয়ও করা।তবে শর্ত হচ্ছে আগে আপনাকে অবশ্যই ভালোভাবে ফরেক্স শিখতে হবে।তাই আপনাকে আমি বলবো আপনি আপাতত যে প্রফেশনে আছেন সেটার পাশাপাশি ফরেক্স শিখতে থাকুন।

mamun93
2015-08-10, 05:39 AM
আমি বিশ্বাস করি আপনি যদি ফরেক্স ট্রেডিংয়ে নিজেকে দক্ষ এবং অভিজ্ঞ করে গড়ে তুলতে পারেন এবং আপনার সেই দক্ষতা ও অভিজ্ঞতার পরিপূর্ন বাস্তবায়ন ফরেক্স ট্রেডিং প্লাটফর্মে নিয়মিত ঘটাতে পারেন তাহলে আপনি এখান থেকে সম্মান জনক আয় করে নিতে পারেন।

md mehedi hasan
2015-08-10, 08:21 AM
ফরেক্স হচ্ছে এমন একটি অনাইন ভিত্তিক ব্যবসা এখানে আপনার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা থাকলে তা আপনি যদি সঠিক ভাবে কাজে লাগান তাহলে এখান থেকে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন।অনেকে আছে যারা তাদের প্রধান পেশার পাশাপাশি যে অবসর সময় পায় তা ফরেক্স মার্কেটে কাজে লাগিয়ে বাড়তি ইনকাম করে থাকে।আবার অনেকি আছে যারা ফরেক্সকে প্রফেশন হিসাবে বেছে নিয়ে দক্ষতার সাথে ট্রেড করে প্রচুর অর্থ ইনকাম করছে।

md.israfil
2015-08-10, 08:38 AM
ফরেক্স ব্যাবসাকে কেউ প্রফেসন হিসাবে নেয়, আবার কেউ অফশনাল হিসেবে নেয়, যে যেভাবে ফরেক্সে এর মাঝে ভালো করতে পারে বা সুবিধা হয় সে সেভাবে ফরেক্স ট্রেড করে থাকে, তবে আমার নিকট ফরেক্স ট্রেড আমার জন্য অফশনাল থাকলে ভালো হয়, আমার ট্রেড করতে সুবিধা হয় এজন্য আমি অফশনাল হিসাবে করে থাকি।

happymasud
2015-08-10, 11:12 AM
ফরেক্স কে আপনি নিজের মেইন প্রফেশন হিসাবে নিতে পারেন তবে ফরেক্স করার মত প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা থাকে তবে আপনি ফরেক্স মার্কেটে ভাল পারফরমেন্স দেখাতে পারেন অথবা আপনি লোজার হবেন।

Vimri
2015-08-10, 11:30 AM
প্রফেশন হিসেবে ফরেক্স খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে ফরেক্স সম্পর্কে কারো যদি ভাল অভিজ্ঞতা থাকে তাহলে সে এ থেকে অনেক টাকা আয় করতে পারবে যা দিয়ে সে তার নিজের পাশাপাশি তার পরিবারের খরজও বহন করতে সক্ষম হবে এজন্য ফরেক্স কে প্রফেশন হিসেবে নেওয়া যায়

M M RABIUL ISLAM
2015-11-17, 08:08 PM
ফরেক্স মার্কেট এনালাইসিস করে ভাল ভাবে ট্রেড করতে পারলে এখান থেকে প্রফিক হবে। যদি কেউ ফরেক্স মার্কেট কে সত্যিই ফুল টাইম ব্যবসা হিসাবে নিতে চান তা হলে তাকে অবশ্যয় ফরেক্স মার্কেটের খুটিনাটি ছোট ছোট বিষয় গুলো সম্পর্কে জানতে হবে। আসলে সাহসের অভাবে কেউ কোনো দূরদর্শি সিদ্ধান্ত নিতে পারেনা। ফরেক্সকে যদি কেউ পেশা হিসেবে নেয় এবং এর প্রতি ডেডিকেশন থাকে তবে আমি মনে করি প্রফেশন হিসেবে ফরেক্স খুবই ভালো।

dinner
2015-11-17, 09:00 PM
ফরেক্স প্রফেশন হিসেবে ভালই। কারণ ফরেক্স মার্কেট এনালাইসিস করে ভাল ভাবে ট্রেড করতে পারলে এখান থেকে অনেক সুবিধা পাওয়া যায় । ভালোভাবে ফরেক্স শিখে আপনি চাইলে ফরেক্সকে প্রফেশন হিসেবে নিতে পারেন । তবে ফরেক্স সম্পকে ভালো দক্ষতা না থাকলে তা প্রফেশন হিসেবে নেওয়ার দরকার নেই বলে আমি মনে করি ।

Ekram
2015-11-17, 09:09 PM
আমি ফরেক্স কে প্রফেশন হিশেবে নিতে যাচ্ছি ।। তবে আমি ঠিক বুজছিনা যে এটা কি আমি ঠিক সিধান্ত নিচ্ছি কিনা ।। আপ্নারা যদি আমাকে মুল্যবান মন্তব্য দেন তাহলে অনেক ভাল হয়।।

প্রফেশন হিসেবে ফরেক্স নিঃসন্দেহে ভাল। কারন এখানে যথেষ্ট সাধিনতা আছে। যে কোন সময় যেকোনো অবস্থায় আমি ট্রেড করতে পারি। তবে আমি মনে করি ফরেক্স কে প্রফেশন হিসেবে নেওয়ার আগে ফরেক্স নিয়ে এক্ত ভাল ভাবে পরাশুনা করে নেওয়া দরকার। তা নাহলে ফরেক্স আপনার জন্য হতাশা হতাশা ছাড়া কিছুই প্রতিদান দিবেনা।

Alif777
2015-11-17, 09:13 PM
আমার কাছে প্রফেশন হিসাবে ফরেক্স আমাদের জন্য উন্নত ও দারুন একটা পেশা। এই পেশাটা আমার কাছে তেমন কঠিন কিছু মনে হচ্ছেনা। আমি নতুন আর তাই এখোন ফরেক্স শিখছি। আমি ভবিষ্যতে ফরেক্সকে নিজের পেশা হিসাবে নেব।

RAIHAN MOLLAH
2015-11-17, 09:30 PM
ফরেক্স অর্থ উপার্জন করার ভালো একটি মাধ্যম। এর মাধ্যমে আপনি সহজেই ঘরে বসে তেমন কষ্ট ছাড়াই অর্থ উপার্জন করা যায়।আপনি প্রফেসন হিসেবে সহজেইকোনো চিন্তা ভাবনা না করেই ফরেক্সকে বেছে নিতে পারেন।

palash
2015-11-18, 12:05 AM
প্রফেশন হিসাবে ফরেক্স ব্যবসা অনেক ভাল , তবে আপনাকে আগে ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হবে ।ফরেক্স ব্যবসায় ব্যক্তিগত স্বাধীনতা অাছে। তবে ফরেক্স ব্যবসাটা অনেক ভালো করে বুঝে শিখতে হয় কারন এ ব্যবসা অন্য ব্যবসা থেকে একটু আলাদা ।

Fxaziz
2015-11-18, 12:19 AM
আমি মনে করি প্রফেসন হিসেবে ফরেক্স কে নেয়া খুবই ভাল সিদ্ধান্ত । তবে ফরেক্স প্রফেসনালি নিলে আপনাকে ফরেক্সের ছোট খাট সব জিনিস সম্পর্কে জানতে হবে । আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান , তবে আমি ফরেক্স করার পর থেকে আমার পরিবারের কিছু খরচ আমি সামলে নিতে পারছি । এতে করে আমার পরিবার আমার উপর যেমন আত্ববিশ্বাস তৈরি করতে পারছে তেমনি আমি আমার ফরেক্স ট্রেড করায় ভাল সমর্থন ও মনোযোগী হতে পারছি । তাই ফরেক্স সম্পর্কে দক্ষ হতে পারলে ফরেক্স কে প্রফেসন হিসেবে নিতে কোন বাঁধা থাকে না ।।

Fxaziz
2015-11-18, 12:33 AM
আমি মনে করি প্রফেসন হিসেবে ফরেক্স কে নেয়া খুবই ভাল সিদ্ধান্ত । তবে ফরেক্স প্রফেসনালি নিলে আপনাকে ফরেক্সের ছোট খাট সব জিনিস সম্পর্কে জানতে হবে । আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান , তবে আমি ফরেক্স করার পর থেকে আমার পরিবারের কিছু খরচ আমি সামলে নিতে পারছি । এতে করে আমার পরিবার আমার উপর যেমন আত্ববিশ্বাস তৈরি করতে পারছে তেমনি আমি আমার ফরেক্স ট্রেড করায় ভাল সমর্থন ও মনোযোগী হতে পারছি । তাই ফরেক্স সম্পর্কে দক্ষ হতে পারলে ফরেক্স কে প্রফেসন হিসেবে নিতে কোন বাঁধা থাকে না ।।

Md Mamun Khan
2015-11-18, 12:49 AM
প্রফেশন হিসেবে ফরেক্স ভলো কারন এখানে ব্যক্তির জীবনে স্বাধীনতা আছে । আপনার ইচ্ছা হল ট্রেড করলেন আবার ইচ্ছা হল ট্রেড করলেন না। এটা একে বারে ব্যক্তিগত ব্যাপার। তবে এতে কিছু শেখার আছে। কারন এটা চাল ডালের মত ব্যবসা না যে দেখেই শিখে নিলাম। কারন এটা নির্ভর করে অভিজ্ঞতার ওপর। যে যত বেশী অভিজ্ঞ সে তত বেশী টাকা আয় করতে সক্ষম

Mintuhossen93
2015-11-18, 01:32 AM
প্রফেশন বা পেশা হিসাবে ফরেক্স অনেক ভাল এবং প্রফিট অ্যাবল এটি বলার কোন অপেক্ষা রাখে না আপনি ফরেক্স ট্রেডিংয়ে যদি যথেষ্ট দক্ষ এবং অভিজ্ঞ হয়ে থাকেন তা হলে আমি মনে করি ফরেক্স ট্রেডিং পেশা হিসাবে আপনার জন্য একেবারেই উপযুক্ত আর এই উপযুক্ত পেশা থেকে আপনি আপনার ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনেক ভাল আয় করতে পারবেন বলে আমি মনে করি।

tanzilfx
2015-11-18, 02:14 AM
প্রফেশন হিসেবে ফরেক্স ভালই। কারণ এখানে ব্যক্তি স্বাধীনতা আছে। আপনার ইচ্ছা হল ট্রেড করলেন ইচ্ছা হল ট্রেড করলেন না। তবে আপনাকে ভাল করে বুঝতে হবে ব্যবসা টা কারণ এটা অন্য ব্যবসার মত নয়। চাল,ডাল, কাপড় ইত্যাদি বিক্রি করাও ব্যবসা, বিক্রি করলে ই লাভ এগুলোতে, কেউ যদি বলে কই এগুলো শিখা লাগেনা তাহলে ফরেক্স শিখা লাগবে কেন ফরেক্স যদি ব্যবসা হয়।

argha
2015-11-18, 09:19 AM
প্রফেশন হিসেবে ফরেক্স অনেক চমৎকার
একটা ক্ষেত্র এতে কোন সন্দেহ নেই।
আপনি চাইলে ফরেক্সকে মূল পেশা
হিসেবে নিতে পারেন তবে শর্ত
হচ্ছে আগে আপনাকে অবশ্যই
ভালোভাবে ফরেক্স শিখতে হবে।তাই
আপনাকে আমি বলবো আপনি আপাতত
যে প্রফেশনে আছেন সেটার
পাশাপাশি ফরেক্স শিখতে থাকুন।যখন
আপনার মনে হবে আপনার দক্ষতা এবং
আত্মবিশ্বাস বেড়েছে তখন আপনি
ফরেক্সকে মূল পেশা হিসেবে নিতে
পারবেন।

maziz6989
2015-11-21, 10:35 PM
আমার মনে হয় আপনার দ্বিতীয় বার ভাবা উচিত। প্রথমত এটা খুবই ঝুকির একটা বাজার, দ্বিতীয়ত এখানথেকে আয়ের কোন নিশ্চয়তা নেই। সব শেষে বলব আপনার উচিত এটাকে ফুল টাইম পেশা হিসেবে না নিয়ে পার্ট টাইম বা সেকেন্ডারী হিসেবে নেওয়া। তবে আপনি যদি মনে করেন যে আপনি পারবেন তবে আমার বলার কিছু নেই।

mukter
2015-11-22, 03:14 PM
ফরেক্স অর্থ উপার্জন করার ভালো একটি মাধ্যম। এর মাধ্যমে আপনি সহজেই ঘরে বসে তেমন কষ্ট ছাড়াই অর্থ উপার্জন করা যায়।আপনি প্রফেসন হিসেবে সহজেইকোনো চিন্তা ভাবনা না করেই ফরেক্সকে বেছে নিতে পারেন।

mzkhanom
2015-11-22, 03:34 PM
আমি নিজেই ফরেক্স কে প্রফাশন হিসাবে নিতে চাই । ফরেক্স এ কাজ করলে বেশ কিছু সময় আমার হাতে থাকে আর সেই সময়টা অন্যান্য কাজে লাগাতে পারি । তাই ফরেক্স থেকে আমি সাবলম্বি হতে চাই ।

selena
2015-11-22, 03:44 PM
আমি ফরেক্সে নতুন। আমি মনে করি প্রফেশন হিসাবে ফরেক্স খুবই ভাল। তবে আগে ফরেক্স ভালভাবে
শিখতে হবে তারপর ফরেক্সকে প্রফেশন হিসাবে নিতে হবে। এজন্য
ডেমো প্রাকটিস করে ট্রেডিংএ দক্ষতা বাড়াতে হবে।

selena
2015-11-22, 03:45 PM
আমি ফরেক্সে নতুন। আমি মনে করি প্রফেশন হিসাবে ফরেক্স খুবই ভাল। তবে আগে ফরেক্স ভালভাবে
শিখতে হবে তারপর ফরেক্সকে প্রফেশন হিসাবে নিতে হবে।

basaki
2015-12-27, 08:11 PM
ফরেক্স ব্যবসা অন্যান্য ব্যাবসার মতই একটি ব্যবসা। ফরেক্স ট্রেড করে অনেকেই জীবন নির্ভাহ করছে। তাই ফরেক্স মার্কেটকে প্রফেশন হিসাবে নিলেও কোন ভুল হবে না। কেননা ফরেক্স থেকে যদি আপনি টাকা উপারজন করতে পারেন তবে কেন নয় প্রফেশন।

sumekus
2015-12-27, 10:24 PM
ফরেক্স এমন একটি বিষয় যা আমরা প্রফেশন হিসেবে নিতে পারি। তাছাড়া ফরেক্স মার্কেটে খুব বেশি টাকার প্রয়োজন নেই। ঘরে বসেই ফরেক্সে ট্রেড সম্ভব। ভালোভাবে ফরেক্স সম্পর্কে জেনে ট্রেড করলে ভালো ইনকাম করাও সম্ভব। সুতরাং সবদিক বিবেচনা করে ফরেক্সে প্রফেশন হিসেবে নেওয়া যায়।

Realifat
2016-03-26, 01:08 PM
প্রফেসন হিসেবে ফরেক্স কে আপনি নিতে পারেন এটা আপনার ইচ্ছা।তবে আমার মনে হয় এভাবে হুট করে ফরেক্স কে প্রফেসন হিসেবে ভেবে নেওয়া ঠিক হবেনা।কেননা ফরেক্সে অনেককিছুই বুঝার আছে এবং অনেককিছুই জানার আছে।আপনি সবকিছু ঠিকঠাক বুঝা এবং জানার পরই কেবল বুছতে পারবেন আপনি ফরেক্স কে প্রফেসন হিসেবে নেবেন কিনা?

Badiul
2016-03-26, 03:29 PM
হুম একদম ঠিক কাজ করতেছেন প্রফেশন হিসেবে ফরেক্স একটি উন্যত মানের ব্যবসা ফরেক্স ব্যবসায় স্বাধীনতা আছে আর আপনে যেকোনো প্রান্ত থেকে ট্রেড ওপেন করতে পারেন।ফরেক্স বিজনেস আন্তর্জাতিক মানের ব্যবসা।ফরেক্স বিজনেস কে আমি পেশা হিসেবে বেচে নিয়েছি।আমি অন্যান্য কাজের পাশাপাশি ফরেক্স ব্যবসা করে যাবো।

majidiqbal
2016-03-26, 04:56 PM
আমি মনে করি ফরেক্স আউট ইনকামের একটি উত্তম জায়গা।তবে আমার মনে হয় এটিকে প্রফেশন হিসেবে না নিয়ে একে আউট ইনকামের জায়গা হিসেবে বেছে নেওয়াই ভালো ।

MotinFX
2016-03-26, 05:42 PM
আমি ফরেক্স কে প্রপেশনাল হিসাবে নেওয়ার ইচ্ছা আছে। তবে এখনো ফরেক্স মার্কেটে কাজ করে ফলপ। এখনো পর্যন্ত কাজ করে এক ডলার প্রপিট করতে পারনাই। তবে আশা আজ পারিনাই কাল ভাল করতে পারব এই আশা নিয়ে ফরেক্স মার্কেটে কাজ করছি। আমি একদিন সফল ট্রেডার হব।

Md Akter Hossain
2016-03-26, 09:36 PM
অামাদের দেশে প্রফেশন হিসেবে ফরেক্স এক গুরুতববপূর্ন নাম হতে পারে । কেননা এ দেশের শিক্ষিত বেশির ভাগ যুবকই বেকার । তাই তারা যদি ফরেক্সকে কাজে লাগাতে পারে বা প্রফেশন হিসেবে ফরেক্সকে নিতে পারে তাহলে তাদেরকে আর বেকার হয়ে পড়ে থাকতে হবে না ।

RUBEL MIAH
2016-03-26, 10:59 PM
প্রফেশন হিসেবে এই ফরেক্স ব্যবসাকে সকলেরই গ্রহণ করা উচিত । যে ট্রেডারগণ এই ব্যবসাকে প্রফশেন হিসেবে বেছে নেবে সে যেন আগে দক্ষতা অর্জন করে নেয় তাহলে সে অবশ্যই সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করে তারপর করব তাহলেই সফলকাম হতে পারব ।

gmgmgm
2016-03-26, 11:31 PM
প্রাথমিক অবস্থায় ফরেক্স কে প্রফেশন হিসেবে নেওয়া ঠিক হবেনা। কিন্তু আপনি যখন একজন অভিজ্ঞ ট্রেডার হবেন তখন আপনি এটাকে প্রফেশন হিসেবে নিতে পারেন। আর একজন অভিজ্ঞ ট্রেডার এর বৈশিষ্ট হল ৮০% প্রফিট করা আর ২০% এর নিচে লস করা।

nur751
2016-03-26, 11:53 PM
আপনি ফরেক্সকে প্রপসনাল হিসাবে নেয়ার আগে চিন্তা করে বার বার দেখেন ফরেক্সককি আপনার মুল্যবার সময়ের পরিশ্রমের মর্যাদা দিতে পারবে না কি ফরেক্স এর কারনে আপনার অবশিস্ট সম্পদ হারাবেন।আমি বলতে চাই ফরেক্সকে আপনি পারটাইম হিসাবে নিতে পারেন।

golam0000
2016-03-27, 12:34 AM
প্রফেস্সিওন হিসেবে ফরেক্স একটি ভালো সিদ্ধান্ত.কারণ কোনো শারীরিক পরিস্স্রম নেই,কাজের পূর্ণ স্বাধীনতা যখন খুশি করতে পারে,বিপুল্পরিমান লাভবান হবার সম্ভাবনা রয়েছে.খানিকটা মূলধন নিয়েই শুরু করা যায়.তবে পেশা হিসেবে বেছে নেবার আগে নিজেকে উপযুক্ত করে তুলুন এবং ডেমো ট্রেড করে নিজেকে যাচাই করুন আপনি কেমন লাভবান হতে পারবেন.

Audhidul
2016-03-27, 12:54 AM
প্রফেশনাল হিসাবে ফরেক্স ব্যবসা অনেক ভাল , তবে আপনাকে ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হবে । ফরেক্স এর খুটিনাটি বিষয়গুলো জানতে হবে । ডেমো প্রাকটিস করতে হবে ।বতমানে অনেকেই আছেন যারা ফরেক্স কে প্রফেশন হিসেবে নিয়ে নিয়েছে।

opu
2016-03-27, 01:03 AM
প্রফেশন হিসেবে ফরেক্স চমতকার একটি পেশা। বলা যায় আধুনিক যুগের সাথে তাল মিলানো একটি পেশা। এটি করতে সহজ, নির্ভর যোগ্য, সময় ব্যয় কম হয়। পুজি ও কম লাগে। তাই প্রফেশন হিসেবে ফরেক্স নেওয়া যায়।

Fasor
2016-03-27, 01:06 AM
হ্যাঁ এটি ভাল সিদ্ধান্ত। আমিও আশা করছি ফরেক্সকে প্রফেশন হিসেবে নিব। তার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। সব কাজের থেকে ফরেক্স আমার সবথেকে বেশি ভাল লাগে। এটি মাথা ঠাণ্ডা রেখে করলে লস হওয়ার কোন সম্ভাবনা থাকে না। অল্প হলেও সর্বোপরি লাভই থাকবে। কিন্তু অতিরিক্ত লোভ করা যাবে না।

real80
2016-03-27, 12:06 PM
ফরেক্স বিজনেস বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বিশাল একটি বিজনেস। এই বিজনেস অনেক বেশি প্রফিতেবল। ফরেক্স মার্কেটে ট্রেডিং সম্পূর্ণভাবেই অনলাইনভিত্তিক। এই মার্কেটে আমরা নিজেদের ঘরে বসেই শুধুমাত্র একটি কম্পিউটার ও ইন্টারনেট সংযোগের মাধ্যমেই দিনের সুবিধামতন সময়ে যখন ইচ্ছা তখন ট্রেড করতে পারি। ফরেক্স বিজনেস সম্পূর্ণভাবেই স্বাধীন ও সকলের জন্য উন্মুক্ত একটি পেশা।

uzzal05
2016-03-27, 12:12 PM
প্রফেসন হিসেবে ফরেক্স নিতে গেলে আপনার অব্যশই আগে এ বিষয়ে যথেষ্ট জ্ঞানি হোওয়া উচিত। কারন ফরেক্স এক্টী রিস্কি ব্যবসা। এটা যেমন প্রফিটাবল একটা বিজনেস তেমনি অনেক লস করার এমন কি সব কিছু হারনো যেতে পারে। তাই প্রফেশনাল হিসাবে নিতে হলে আপনার অনেক অভিজ্ঞ হওয়া উচিত।

md samsulhuq786
2016-03-27, 01:11 PM
আমি বলবো ফরেক্স এমন একটি বিষয় যা আমরা প্রফেশন হিসেবে নিতে পারি।ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিনই যেকোনো সময়ই খোলা থাকে।তাছাড়া ফরেক্স মার্কেটে খুব বেশি টাকার প্রয়োজন নেই।ঘরে বসেই ফরেক্সে ট্রেড সম্ভব।ভালোভাবে ফরেক্স সম্পর্কে জেনে ট্রেড করলে ভালো ইনকাম করাও সম্ভব।সুতরাং সবদিক বিবেচনা করে ফরেক্সে প্রফেশন হিসেবে নেওয়া যায়।

raju0000
2016-03-28, 03:06 AM
প্রফেস্সিওন হিসেবে আমি মনে করি ফরেক্স ভালই.কোনো কায়িক শ্রম নাই,না আপনাকে এর জন্য কোনো প্রতিষ্ঠান থেকে অপ্রতিস্থান দৌড়াতে হবে,ঘরে বসে করতে পারবেন তাও আবার যখন মন চায়,আয় এর কোনো সীমাবদ্ধতা নাই,কোনো শিক্ষাগত যোগ্যতা লাগেনা.তাই আমি মনে করি এইটি পেশা হিসেবে ভালো.তাই আজকাল অনেকে আইটিকে পেশা হিসেবে বেছেও নিচ্ছে.

HKProduction
2016-04-08, 10:04 PM
ফরেক্স একটি ভাল ব্যবসা। এখানে আপনাকে প্রফেশনাল হতে হলে আগে নিজেকে একজন ভাল ট্রেডার হিসেবে প্রমান করতে হবে। এর জন্য ডেমো করে আপনি নিজেই নিজের পরীক্ষা নিতে পারেন। যদি ভাল করেন তাহলে আপনি নিজেই নিজের পরামর্শদাতা হয়ে যাবেন।

naimkhancwork
2016-04-08, 11:20 PM
প্রফেশন হিসেবে ফরেক্স ব্যবসা অনেক ভাল একটি প্রফেশন । তবে আপনাকে আগে ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হবে । কারণ ফরেক্স মার্কেট এনালাইসিস করে ভাল ভাবে ট্রেড করতে পারলে এখান থেকে প্রফিক হবে। তাই আপনাকে আমি বলবো আপনি আপাতত যে প্রফেশনে আছেন সেটার পাশাপাশি ফরেক্স শিখতে থাকুন।

khanam.rabeya272
2016-04-09, 12:09 AM
আমি মনে করি ফরেক্স প্রফেস্সিওন হিসেবে উত্তম.কারণ এইখানে উপ্পার্জন এর কোনো সীমাবদ্ধতা নেই.যার ফলে আপনি একটি প্রফেস্সিওন থেকে যত আয় করতে চান ততটা আয় আপনি এইখান থেকে চেষ্টা করলে করতে পারবেন.বাসায় বসে করতে পারবেন যার ফলে আপনার শারীরিক অক্ষমতা এইখানে কোনো প্রভাব ফেলবেনা.কিন্তু তারপর ও সিদ্ধান্ত নেয়ার পূর্বে কয়েক মাস করে দেখুন রিয়েল ট্রেডিং এ কেমন সফল হতে পারেন...তারপর সিদ্ধান্ত নিন.

Moon
2016-04-20, 04:48 PM
বর্তমানে বাংলাদেশে যে সমস্যটা সবচেয়ে বেশি প্রকট তা হল বেকার সমস্য । আর বেকারত্ব থেকে মুক্ত থাকার জন্য অবশ্যেই আমাদেরকে একটা সাহসি ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে । আর আমি এটাও মনে করি যে বাংলাদেশে বর্তমানে যে অবস্থা তাতে অবশ্যই ফরেক্স এর মত একটা নতুন ক্ষেত্রতে আমাদেরকে যোগ দিতে হবে । আর ফরেক্স নিয়ে যদি ভালভাবে লেগে থাকার ক্ষমতা থাকে তবে অবশ্যই এখানের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি করা যাবে ।

Tazul Islam
2016-04-20, 06:03 PM
প্রফেশন হিসাবে ফরেক্স কে বেছে নিচ্ছেন শুনে খুশি হলাম। আমি ধরে নিচ্ছি আপনি ফরেক্স সমন্ধে অনেক জানেন। তারপরও আমার মতামত থাকবে যে , পেশার পাশাপাশি পেশা হিসাবে অনেকেই ফরেক্স করে। ফরেক্স এর সাথে অন্য একটা ভাল জব করে যেতে পারোন। তবে ক্যাপিটাল ভাল থাকলে এবং অন্্য জব না পেলে ফরেক্স কে মূল পেশা হিসাবে নিতে পারেন।

jessoreit
2016-04-21, 04:04 PM
পেশা হিসাবে ফরেক্স আমার প্রিয়, কিন্তু ডলার বেশি না থাকার কারনে পারছি না, ফরেক্স পেশা হিসাবে গ্রহন করবো তাই বেশি বেশি পোস্ট করছি, আসা করছি আমি সফল হবো, তাই আমার মতে ফরেক্স ব্যবসা পেশা হিসাবে সন্মানিয় ব্যবসা, আমি নিজে ফরেক্স ব্যবসা করি এবং অন্যদের এই পেশাই উৎসাহিত করি।

razu4th
2016-04-21, 05:39 PM
আমি মনে করি ফরেক্স এমন একটি বিষয় যা আমরা প্রফেশন হিসেবে নিতে পারি।ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিনই যেকোনো সময়ই খোলা থাকে।তাছাড়া ফরেক্স মার্কেটে খুব বেশি টাকার প্রয়োজন নেই।ঘরে বসেই ফরেক্সে ট্রেড সম্ভব।ভালোভাবে ফরেক্স সম্পর্কে জেনে ট্রেড করলে ভালো ইনকাম করাও সম্ভব।সুতরাং সবদিক বিবেচনা করে ফরেক্সে প্রফেশন হিসেবে নেওয়া যায়।

Biplob72
2016-04-21, 11:52 PM
অনেকে আছে যারা তাদের প্রধান পেশার পাশাপাশি যে অবসর সময় পায় তা ফরেক্স মার্কেটে কাজে লাগিয়ে বাড়তি ইনকাম করে থাকে।আবার অনেকি আছে যারা ফরেক্সকে প্রফেশন হিসাবে বেছে নিয়ে দক্ষতার সাথে ট্রেড করে প্রচুর অর্থ ইনকাম করছে।

fardin222333
2016-04-23, 12:43 PM
ফরেক্স কে প্রফেশনাল হিসেবে নিতে পারি, কারন এখানে আমরা আনলিমিতেড টাকা ইনকাম করতে পারি, জখন খুশি কাজ করতে পারি, ইচ্ছা হল ট্রেড করলাম ইচ্ছা হল ট্রেড করলাম না। ফরেক্স তো আমাদের চোখের সামনে সচরাচর হইয়না তাই একটু কঠিন। তাই ফরেক্স কে প্রফেশন হিসেবে নেয়ার আগে ভাল করে শিখতে হবে।

amitbd
2016-04-23, 12:57 PM
সত্ত্যি কথা বলতে আমার জীবনে ইচ্ছা আছে ব্যবসায় করব আমার দ্বারা চাকুরি হবে না তাই আমি ফরেক্স ব্যবসায় টিকে আমার জীবনের সাথে নিযেছি আপনি চাইলে প্রফেসন হিসাবে এই ব্যবসায়টিকে বেছে নিতে পারেন ।

kholil
2016-09-22, 10:03 PM
ফরেক্স ব্যবসা খুব ভাল একটা ব্যবসা বলে আমি মনে করি । যদি কেউ ফরেক্স ব্যবসাকে প্রফেশন হিসাবে নিতে চায় তাহলে খারাপ হবে না । কারন ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে ফরেক্স বুঝে কাজ করতে পারলে ফরেক্সের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করা যেতে পারে । ফরেক্সে কাজ করার জন্য বাইরে যাওয়ার দরকার হয় না । ঘরে বসে ফরেক্স বুঝে ফরেক্সে ট্রেড করার মাধ্যমে ফরেক্স থেকে প্রতিমাসে অনেক টাকা আয় করা যায় । তাই প্রফেশন হিসাবে ফরেক্স একটা ভাল ব্যবসা ।

jamal191khan
2016-09-22, 10:54 PM
আমার মনে হয় ফরেক্স এমন একটি বিষয় যা আমরা প্রফেশন হিসেবে নিতে পারি।ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিনই যেকোনো সময়ই খোলা থাকে।তাছাড়া ফরেক্স মার্কেটে খুব বেশি টাকার প্রয়োজন নেই।ঘরে বসেই ফরেক্সে ট্রেড সম্ভব।ভালোভাবে ফরেক্স সম্পর্কে জেনে ট্রেড করলে ভালো ইনকাম করাও সম্ভব।সুতরাং সবদিক বিবেচনা করে ফরেক্সে প্রফেশন হিসেবে নেওয়া যায়।

Tazul Islam
2016-09-23, 06:29 AM
আপনি যদি বেকার থাকেন তাহলে ফরেক্স কে প্রফেশান হিসাবে নিতে পারেন । ফরেক্স করে জীবন ধারন করতে পারেন। তবে যদি সম্ভব হয় সরকারি বা আধা সরকারি চাকুরী করা সেটা চেষ্টা করতে পারেন কেননা ফরেক্স চাকুরীর পাশাপাশী করা যায়। বাকী টা আপনি ভেবে দেখুন।

kmhnibir
2016-09-23, 11:56 AM
প্রফেশনাল হিসেবে ফরেক্স কে বেছে নেওয়া ভাল। কারণ ফরেক্স এর মাধ্যমে সহজে লাভ করা যায়। এছাড়া ব্যবসা হিসেবে ও ফরেক্স কে নেওয়া যায়। এছাড়া ছাত্র জনতার কাছে ফরেক্স এর একটি বিশাল অবদান আছে। যারা পড়াশোনার পাশাপাশি ফরেক্স কে প্রফেশনাল হিসেবে নিজের ক্যারিয়ার গড়ার কাজে ব্যবহার করতে পারে। তাই ফরেক্স কে প্রফেশনাল নেওয়া আমার পক্ষে খুব ভাল।

janasa
2016-09-23, 12:54 PM
আমি একজন ভাল ট্রেডার আমি অনেক দিন থেকে ফরেক্স ব্যবসা করি । আমি চাক্রিও করি । কিন্তু আমি ভাবছি যে আমি চাকরিটা ছেড়ে দেবো এবং শুধু ফরেক্স ব্যবসা করবো । কারন ফরেক্স ব্যবসা আমাকে কোটি কোটি টাকা আয় করিয়ে দিতে পারে । কিন্তু কোন চাকরি এতো টাকা আয় করে দিতে পারে না । তাই আমি শুধু ফরেক্স করতে চাই এবং ফরেক্স ব্যবসাকে প্রফেসনাল হিসাবে নিতে চাই ।

motiar
2016-10-15, 08:34 PM
আপনি একজন যুবক তাই আপনার যদি শিক্ষাগত যোগ্যতা বেশি থাকে তবে আপনার উচিত হবে একটা ভাল কাজের ব্যাবস্থা করা । তারপরে যদি আপনি দেখেন যে ফরেক্সে ভাল প্রফিট করছেন ফুলটাইম ফরেক্স করলে আপনি আরো ভাল করবেন তখন আপনি সিদ্দান্ত নিতে পারেন ।

blue
2016-10-15, 08:59 PM
আমি বলবো প্রফেশন হিসাবে ফরেক্স কে অনেকেই বেছে নিতে পারেন। কারণ ফরেক্স মার্কেট এনালাইসিস করে ভাল ভাবে ট্রেড করতে পারলে এখান থেকে প্রফিক হবে। যদি কেউ ফরেক্স মার্কেট কে সত্যিই ফুল টাইম ব্যবসা হিসাবে নিতে চান তা হলে তাকে অবশ্যয় ফরেক্স মার্কেটের খুটিনাটি ছোট ছোট বিষয় গুলো সম্পর্কে জানতে হবে।

ONLINE IT
2016-10-15, 09:28 PM
আমি কখনোই বলব না যে, ফরেক্স আমার প্রফেসন। এটাকে আমি পার্ট টাইম কাজ হিসেবেই দেখে থাকি। আমি আমার ব্যবসার পাশাপাশি ফরেক্স করে থাকি। কারন- ফরেক্স মার্কেট মূলত শেয়ার মার্কেট। এখানে টিকে থাকতে হলে অনেক মূলধন এবং জ্ঞান এর দরকার হয়। অনেক কিছুর জানার আছে ফরেক্স সম্পর্কে। একটু ভুলের কারনে যে কোন সময়ে আমার এ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। ফরেক্স মার্কেট মূলত অনিশ্চয়তার মার্কেট। তাই এটাকে আমি কখনোই প্রফেসন হিসেবে নিব না।

sheam
2016-10-18, 10:14 AM
ফরেক্স ব্যাবসাকে কেউ প্রফেসন হিসাবে নেয়, আবার কেউ অফশনাল হিসেবে নেয়, যে যেভাবে ফরেক্সে এর মাঝে ভালো করতে পারে বা সুবিধা হয় সে সেভাবে ফরেক্স ট্রেড করে থাকে, তবে আমার নিকট ফরেক্স ট্রেড আমার জন্য অফশনাল থাকলে ভালো হয়,আমি ভবিষ্যতে ফরেক্সকে নিজের পেশা হিসাবে নেব।

aida
2016-11-12, 09:08 PM
আমি বিশ্বাস করি আপনি যদি ফরেক্স ট্রেডিংয়ে নিজেকে দক্ষ এবং অভিজ্ঞ করে গড়ে তুলতে পারেন এবং আপনার সেই দক্ষতা ও অভিজ্ঞতার পরিপূর্ন বাস্তবায়ন ফরেক্স ট্রেডিং প্লাটফর্মে নিয়মিত ঘটাতে পারেন তাহলে আপনি এখান থেকে সম্মান জনক আয় করে নিতে পারেন।

sss426
2016-11-13, 12:43 PM
দেখেন ভাই আমি মনে করি ফরেক্স কে হুট করেই প্রফেসন হিসেবে নেয়া উচিত হবে কি না তা নিয়ে বার বার ভাবা দরকার ।তবে আপনি যদি বর্তমানে প্রফেসনাল হয়ে থাকেন এবং গত ২ বছর জাবত রেগুলার কম বেশি ইনকাম করে থাকেন তাহলে হয়তও নেওয়া জেতেও পারে

shimul77ss
2016-12-04, 06:09 PM
ফরেক্স ব্যবসাকে অবশ্যই প্রফেশন হিসেবে নেওয়া যাই।তবে প্রফেশন হিসেবে নেবার আগে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি ৪ বছর ফরেক্স মার্কেটে পরিশ্রম করতে পারেন।কারন ফরেক্স মার্কেটের সাফলতা একদিনে আসে না তাই আপনাকে ফরেক্স মার্কেটে সফল হতে গেলে পরিকল্পনা অনুযায়ি কাজ করে যেতে হবে।

Competitor
2016-12-04, 09:10 PM
ফরেক্স একটা ব্যবসা হিসেবে স্বিকৃতি পাওয়ার পাশপাশি সারা বিশ্বব্যাপি ফরেক্স আজ একটা পেশা ও উন্নতমানের পেশা হিসেবে স্বিকৃত । ফরেক্স যে যত বেশি পরিমাণে আন্তরিক হবে সে তত বেশি পরিমানে লাভবান হতে পারবে । আর ফরেক্সে মার্কেটের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হল ফরেক্স এর রয়েছে কিছু স্বত্রন্ত্র বৈশিষ্ট্য যা একে অন্য সব পেশা থেকে আলাদা মর্যাদা দিয়েছে ।

uzzal05
2016-12-05, 11:38 AM
আমি ফরেক্স এ অনেক দিন ধরে আছি। যত টুকু দেখলাম ফরেক্স থেকে যা আয় করা সম্ভব তা অন্য কোন জায়াগা থেকে করা সম্ভব না। ফরেক্স এ হিউজ পরিমান আয় করা যায়। তাই আমি ফরেক্স পেশা হিসাবে নিয়েছি। এখান থেকে স্মার্ট একটা আয় করতে।

Skfarid
2016-12-08, 02:29 PM
ফরেক্সে কাজ করার মূল উদ্দেশ্য টাকা ইনিকাম করা । কেননা এখানে এসে প্রত্যেকে শ্রম , সময় ও অর্থ ব্যায় করতে হয় । আর এই কারণে সকল ট্রেডারে ফরেক্স মার্কেট হতে বড় কিছু পাওয়ার প্রত্যাশা করে । অনেকে নিজের ক্যারিয়ার হিসাবে নিয়েছে এ পেশাকে । আপনার যদি শ্রম , সময় ও অর্থ ব্যায় করতে পারেন তাহলে প্রফেসন হিসাবে নিতে পারেন ।

cool razu
2016-12-08, 04:39 PM
আমি বলবো ফরেক্স এমন একটি বিষয় যা আমরা প্রফেশন হিসেবে নিতে পারি।ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিনই যেকোনো সময়ই খোলা থাকে।তাছাড়া ফরেক্স মার্কেটে খুব বেশি টাকার প্রয়োজন নেই।ঘরে বসেই ফরেক্সে ট্রেড সম্ভব।ভালোভাবে ফরেক্স সম্পর্কে জেনে ট্রেড করলে ভালো ইনকাম করাও সম্ভব।সুতরাং সবদিক বিবেচনা করে ফরেক্সে প্রফেশন হিসেবে নেওয়া যায়।

the viper
2016-12-09, 07:40 PM
প্রফেশন হিসেবে ফরেক্স ভালই। কারণ এখানে ব্যক্তি স্বাধীনতা আছে। আপনার ইচ্ছা হল ট্রেড করলেন ইচ্ছা হল ট্রেড করলেন না। তবে আপনাকে ভাল করে বুঝতে হবে ব্যবসা টা কারণ এটা অন্য ব্যবসার মত নয়। চাল,ডাল, কাপড় ইত্যাদি বিক্রি করাও ব্যবসা, বিক্রি করলে ই লাভ এগুলোতে, কেউ যদি বলে কই এগুলো শিখা লাগেনা তাহলে ফরেক্স শিখা লাগবে কেন ফরেক্স যদি ব্যবসা হয়।

nazib72
2016-12-15, 11:43 PM
সব মানুষই তার জীবনকে সুন্দর করে সাজাতে চায়, হোক সেটি চাকুরি, হোক সেটি ব্যবসা। তবে বেশিরভাগ মানুষই চায় একটি স্বাধীন পথে ইনকাম করতে, যেখানে কেউ খবরধারি করতে পারবেনা, আর সেই হিসেবে ফরেক্স বিজনেস ওই রকম একটি স্বাধীন ব্যবসা। তাই আমদের উচিৎ এটিকে সুন্দরভাবে শিখে ভালবাবে জেনে শুনে ফরেক্স থেকে নিজের ভালো একটি আয়ের পথ খুজে নেওয়া।তাছাড়া ফরেক্সএ সম্পুর্ন নিজের সীদ্দধান্তে চলে তাই অন্য কেউ খবরদারি করতে পারেনা তাই স্বাধিন পেশা হিসেবে নিতে চাই ফরেক্স ট্রেড কে।

atiquefx
2016-12-16, 12:09 AM
ফরেক্স আমাদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করেছে । ফরেক্সের মাধ্যমে আমরা ঘরে বসে আয় করতে পারি। ফরেক্স পেশা হিসাবে মন্দ নয় । তবে আমি মনে করি ফরেক্স কে একেবারে ফুলটাইম পেশা হিসাবে না নিয়ে পার্টটাইম পেশা হিসাবে নেয়া ভালো । আমরা অন্য যেকোনো পেশার পাশাপাশি ফরেক্স এ ট্রেড করতে পারি তাই আমাদের ফরেক্সকে ফুলটাইম পেশা হিসাবে নেয়ার কোনো প্রয়োজন নাই । তাছাড়া ফরেক্স যেমন খুব লাভজনক তেমন অনেক সময় বিশাল লসের ও কারণ হতে পারে তাই ফরেক্স পার্টটাইম পেশা হিসাবে ভালো ।

uzzal05
2016-12-16, 08:44 AM
অনেক টাকা আয় করা সম্ভব ফরেক্স থেকে। যদি দক্ষতা থাকে। আর যদি না থাকে তাহলে কিছুই করা যাবে না এখান থেকে। তাই আমি মনে করি এটা পেশা হিসাবে নিলে খারাপ হয় না। আর ফরেক্স এ তো সারাদিন বসে থাকতে হয় না। সময় মত ট্রেড নিতে পারলে ই হয়।

Rana2017
2017-02-22, 02:09 AM
আসলে ফরেক্সকে প্রফেশন হিসেবে নেবার আগে অনেক চিন্তা-ভাবনা করে ডিসিশন নিতে হবে। কারণ, ফরেক্স একটা বিজনেস হলেও এটা আর ৮-১০ টা বিজনেসের মত বিজনেস নয় যেমন যারা চাকরিজীবী তাদের ৮-৯ ঘন্টা অফিসে কাটাতে হয় তারপর আর অফিসের কথা না চিন্তা করলেও চলে আর যারা অন্য বিজনেস করে তাদের সারাদিন ঐ বিজনেসে টাইম দেয়া লাগে না। কিন্তু ফরেক্স মার্কেট ২৪ ঘন্টাই খোলা থাকে। আর তাছাড়া পরিবারকে টাইম দেয়ারও একটা ব্যাপার থাকে।

cane
2017-02-22, 11:40 AM
এটা ভালো হবে যদি আমরা প্রফেশন হিসাবে ফরেক্স কে বেছে নিতে পারি। কারণ ফরেক্স মার্কেট এনালাইসিস করে ভাল ভাবে ট্রেড করতে পারলে এখান থেকে প্রফিট হবে। যদি কেউ ফরেক্স মার্কেট কে সত্যিই ফুল টাইম ব্যবসা হিসাবে নিতে চান তা হলে তাকে অবশ্যয় ফরেক্স মার্কেটের খুটিনাটি ছোট ছোট বিষয় গুলো সম্পর্কে জানতে হবে।

Md Masud
2017-05-05, 02:24 PM
ফরেক্স মার্কেটে খুব বেশি টাকার প্রয়োজন নেই । ঘরে বসেই ফরেক্সে ট্রেড সম্ভব । অনেকেই আছেন যারা ফরেক্স কে ইতিমধ্যে প্রফেশন হিসেবে নিয়ে নিয়েছে । অামরাও চেষ্টা করব এই মার্কেটকে প্রফেশন হিসেবে বেছে নিতে তাহলেই অামরা লাভবান হতে পারব ।যার অভিজ্ঞতা নেই সে পেশা হিসাবে বেছে নিতে পারে না ।

aysha
2017-05-06, 10:59 AM
আমি ফরেক্স ব্যবসা করতে চাই ও টাকা আয় করতে চাই কারন আমি ফরেক্স ব্যবসাকে অনেক পছন্দ করি । ফরেক্স টাকা আয় করার মেশিন বলা যেতে পারে । আমি ফরেক্স ব্যবসাকে প্রফেশন হিসাবে নিয়েছি । আর এই জন্য আমি ফরেক্স থেকে মোটামুটি ভালই প্রফিট করছি । আমি বলি যে সকলকে ফরেক্স ব্যবসাকে প্রফেশন হিসাবে নেওয়া উচিত ।

Mamun13
2017-05-06, 08:26 PM
ফরেক্স ব্যাবসা কে ফুল টাইম প্রফেশনে নিতে হলে আপনাকে প্রথমেই অবশ্য্ই ফোরামে লেখাপড়া করে খুটিনাটি সব বিষয় শিখতে হবে ৷১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷বিশ্বের সকল এক্সপার্ট ট্রেডারগণ প্রথমে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেড করেই দক্ষতা অর্জন করেছেন৷ বিশ্বের সকল বড় বড় প্রধান কমর্সিয়াল ও সেন্ট্রাল ব্যাংকগুলো এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা পাইকারী দরে ক্রয় বিক্রয় করছে৷আমাদের বাংলাদেশ ব্যাংকও বৈদেশিক মুদ্রা এমনি ভাবেই ক্রয় বিক্রয় করছে৷অনলাইনের সুবাদে আমরা সাধারণ মানুষও তাদের সাথে সাথে অতি খুচরা দরে ক্রয় বিক্রয় করছি৷যেমন আপনি ঢাকার কাওরান বাজার থেকে ভোর ৫ টায় ১০০ কেজি আলু ১১ টাকা দরে ক্রয় করে নিয়ে রায়ের বাজারে সারাদিন ব্যপী বিক্রী করলেন ১৩ টাকা দরে৷রাত ১১ টায় ২০০ টাকা প্রফিট পকেটে নিয়ে আনন্দে বাড়ী আসলেন৷ঠিক একই রকমে আমরা euro বিক্রী করে usd ডলার কিনি আবার jpy বিক্রী করে gbp কিনি অথবা gold বিক্রী করে আমরা usd ডলার কিনি৷

riponinsta
2017-05-07, 02:51 PM
আপনি আগে ৬ মাস থেকে ১ বছর ট্রেড করে দেখেন যে আপনি ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করতে পারেন কি না যদি আপনি ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করতে পারেন আর আপনার ইনকাম ৫০০ ডলার এর উপর থাকে প্রতিমাস এ তা হলে আমার মতে আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করা কে পেশা হিসেবে নিতে পারেন আর এটা যদি আপনি না পারেন তা হলে আপনি ফরেক্স মার্কেট এ আরও সময় দেন তা হলে আপনি ফরেক্স মার্কেট কে পেশা হিসেবে নিতে পারবেন

uzzal05
2017-05-21, 04:28 PM
আমি ভবিষ্যতে ফরেক্স ট্রেডিংকে পেশা হিসাবে নিতে চাই। কারন ফরেক্স পেশা হিসাবে নিলেও আমি অন্য কাজ ও করতে পারব। ফরেক্স সারাদিন করতে হয় এমন কিন্তু নয়। চাইলেই সময় মত ফরেক্স এ বসে নিজের মত করে ট্রেড করা যায়।

uzzal05
2017-06-15, 03:43 PM
ফরেক্স নিঃসন্দেহে একটি চমতকার ব্যবসা। ফরেক্স করতে নিজের ব্যাক্তিত্ব এবং নিজের ইচ্ছা থাকলেই করা যায়। ফরেক্স প্রফেশন হিসাবে খুব ভালো। তবে বেশি আইয় করতে চাইলে ইনভেস্ট বেশি থাকা চাই। কারন কম ডিপোজিট এর প্রফিট খুবই কম হবে।

maziz6989
2017-06-15, 05:11 PM
এটাকে কেউ যদি ফুল টাইম প্রফেশান হিসেবে নিতে চান সেক্ষেত্রে আমি আপনাকে নিষেধ করব কেননা এখানে শিউর বলে কিছু নেই। আপনাকে এটা রাখতে হবে আপনার সেকেন্ডারি ইনকাম সোর্স হিসেবে। কেননা এখানে যে কোন সময় যে কোন কিছু হতে পারে। তাই আপনি যদি এটাকে ফুল টাইম প্রফেশান হিসেবে নিতে চান আগে ভাল ভাবে ভেবে নিবেন।

Rahat015
2017-06-15, 05:17 PM
প্রথাগত পেশা থেকে বের হইয়ে স্মার্ট পেশা বেছে নিতে চাইলে আমি মনে করি ফরেক্স হবে বেস্ট চয়েস। কারন অপার সম্ভাবনার হাতছানি এই ফরেক্স এ আছে। ভালোভাবে ফরেক্স শিখে বুজে যদি আগানো যায় আমি মনেকরি যে কেউ এইখানে সফল হতে পারবে। তবে লাগবে পরিশ্রম আর মেধা। পরিশ্রম করার মত মানসিকতা থাকলে আমি মনেকরি ফরেক্স হতে পারে স্মার্ট পেশা।

Md_MhorroM
2018-11-19, 01:46 AM
আমি মনে করি ফরেক্স হচ্ছে এমন একটি অনলাইন ভিত্তিক ব্যবসা এখানে আপনার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা থাকলে তা আপনি যদি সঠিক ভাবে কাজে লাগান তাহলে এখান থেকে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন।অনেকে আছে যারা তাদের প্রধান পেশার পাশাপাশি যে অবসর সময় পায় তা ফরেক্স মার্কেটে কাজে লাগিয়ে বাড়তি ইনকাম করে থাকে।আবার অনেকি আছে যারা ফরেক্সকে প্রফেশন হিসাবে বেছে নিয়ে দক্ষতার সাথে ট্রেড করে প্রচুর অর্থ ইনকাম করছে।

sr ritu
2018-11-19, 12:40 PM
হ্যা অবশ্যই ফরেক্স প্রফেসন হিসেবে নেয়া যেতে পারে। কারন ফরেক্স হল একটা ব্যবসা আর এ ফরেক্স ব্যবসার সাহাস্যে আমরা অনেক উন্নতি করতে পারি অনেক টাকা উপার্জন করতে পারি। আমি তো এখন ফরেক্স কে প্রফেসন হিসেবে নিয়ে নিয়েছি আর আমি সার জীবন ফরেক্স এর সাথে থাকবো।

samirarman
2019-02-02, 08:59 AM
আমি মনে করি, প্রফেশন হিসেবে ফরেক্স ভালই। কারণ এখানে ব্যক্তি স্বাধীনতা আছে। আপনার ইচ্ছা হল ট্রেড করলেন ইচ্ছা হল ট্রেড করলেন না। তবে আপনাকে ভাল করে বুঝতে হবে ব্যবসা টা কারণ এটা অন্য ব্যবসার মত নয়। চাল,ডাল, কাপড় ইত্যাদি বিক্রি করাও ব্যবসা, বিক্রি করলে ই লাভ এগুলোতে, কেউ যদি বলে কই এগুলো শিখা লাগেনা তাহলে ফরেক্স শিখা লাগবে কেন ফরেক্স যদি ব্যবসা হয়। আমি বলব ভাই চাল,ডাল, কাপড় ইত্যাদি বিক্রি ব্যবসাটা ও কিন্তু আপনার মনের অজান্তে কোন এক চাল/ডাল/কাপড় ব্যবসায়ী থেকে দেখতে দেখতে শিখে যাচ্ছেন। কিন্তু ফরেক্স তো আমাদের চোখের সামনে সচরাচর হচ্ছেনা তাই একটু কঠিন ই। তাই বলব ফরেক্স কে প্রপেশন হিসেবে নেয়ার আগে ভাল করে শিখুন।

TanjirKhandokar1994
2019-02-18, 11:29 PM
আমার কাছে মনে হয় প্রফেশন হিসেবে ফরেক্স ভালই। কেননা ফরেক্সে ব্যক্তি স্বাধীনতা আছে। এখানে আপনার ইচ্ছা হলে ট্রেড করলেন ইচ্ছা হল না ট্রেড করলেন না। তবে আপনাকে ভালো করে দক্ষতা অর্জনের পরেই এটি করতে হবে।তাহলেই আপনি একে প্রফেশনাল হিসেবে নিলে ভালো হবে।

Saykat5279
2019-02-25, 10:08 AM
ফরেক্স কে প্রফেশন হিসেবে নেওয়ার আগে, আপনাকে ফরেক্স সম্পর্কে শিখতে হবে। নাহলে এইখানে টিকে থাকতে পারবেন না। ফরেক্স যেমন সহজ, তেমনি অনেক কঠিন। তাই ফরেক্স প্রফেশন হিসেবে নেওয়ার আগে ভাবুন, আপনি পারবেন কিনা? তবে প্রথম দিকে ফরেক্স কে প্রফেশন হিসেবে না নেওয়াই ভাল।

SAGOR_HALDER944
2019-02-25, 04:08 PM
ফরেক্স এমন একটি প্লাটফরম যেখানে যে কেউ যে কোনো পেশার মানুষ কাজ কাজ করতে পারবে। অনেক মানুষ এটাকে পার্ট টাইম আবার অনেক মানুষ এটাকে ফুল টাইম হিসাবে নিয়ে থাকে। তবে আমার মতে ফরেক্সকে পেশা হি্সাবে নেওয়া ঠিক না কারন ফরেক্স থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে কিন্ত আপনি কখনো নির্দিষ্ট এমাউন্টের টাকা ইনকাম করতে পারবেন না, কম বেশি হবে। কখনও ইনকাম বেশি হবে আবার কখনো কম হবে। আবার কখনও নাও হতে পারে। তাই আপনি যদি চাকরীর পাশাপাশি ফরেক্সকে বেছে নেন তবে সেটাই ঠিক হবে। তবে যারা বেকার আছেন তাদের জন্য বিষয়টা অন্য রকম।

sumon918
2019-02-26, 05:08 AM
প্রফেশন হিসেবে ফরেক্স খুবই ভাল মানের আয়ের উৎস হবে তবে আমি মনে করি এটাকে প্রফেশন হিসেবে নেওয়ার পূর্বে অবশ্যই আপনাকে ফরেক্স সম্পর্কে পূর্ণ জ্ঞান নিয়ে এই ব্যাবসায়ে নামতে হবে কারন কোন মানুষ এই চাইবে না তার ব্যাবসায়ে লস হোক আর তাই এই লসের ঝুকিটা কমানোর জন্য আপনাকে বিশেষ করে মার্কেট এনালাইসিস এবং মানি ম্যানেজন্ট এর উপর খুব ভাল ভাবে আয়ত্ব করতে হবে। তারপর এটাকে আপনি প্রফেশন হিসেব নিতে আমি বলবো, আর এই আয়ত্ব তখনই তৈরী হবে যখন আপনি এটা কন্টিনিউ প্রাকটিস করবেন।

expkhaled
2019-02-26, 12:59 PM
ফরেক্স কে প্রফেশন হিসাবে নেওয়া এটা একটা কঠিন সিদ্ধান্ত। কারন ফরেক্স এ সত্যিকারের একজন ভাল মানের ট্রেডার হওয়ার জন্য আপনাকে অন্তত ৫-১০ বছর সময় দিতে হবে একাধারে তাহলে হয়তো ফরেক্স কে প্রাথমিক ব্যবসা হিসাবে নেওয়া যেতে পারে। কারন এই মার্কেট এমনই মার্কেট যেখানের প্রতিদিন নতুন বিষয়ের সাথে পরিচয় হয় তাই আপনাকে লম্বা সময় নিয়ে ধীরে ধীরে আয়ত্ব করতে হবে। তাই ফরেক্স কে প্রথমে পার্টটাইম হিসাবে নিন বা আপনার অবসর সময়ে সঙ্গী হিসাবে বেছে নিতে পারেন।

Ronesh186
2019-02-26, 03:24 PM
ফরেক্স একটি স্বাধীন ব্যাবসা। কেবল ফরেক্সের ওপর উপযুক্ত ট্রেনিং নিয়ে যেকেউ এখানে ট্রেড করতে পারে। এটা এমনি একটি অনলাইন মার্কেট যেখানে বিশ্বের যেকোন প্রান্ত থেকে যেকোন সময় ট্রেড করা যায়। সাধারণত অন্য ব্যাবসা করতে গেলে প্রচুর পুজি বিনিয়োগ করতে হয় এবং অনেকের এই সামর্থ্যটা থাকে না। অন্যদিকে চাকরির বাজারও খুবই চড়া। ফলে বেকারত্বের হার বেড়ে যাচ্ছে। যাদের পুজি বিনিয়োগ করে ব্যবসা করার সামর্থ্য নেই তারা উপযুক্ত ট্রেনিং নিয়ে সহজেই ফরেক্সে ট্রেড করতে পারে। এই ক্ষেত্রে ফোরামে পোস্ট করে তার বিনিময়ে প্রাপ্ত বোনাসের টাকা ফরেক্স মার্কেটে বিনিয়োগ করেও ট্রেড করার সুযোগ আছে। ফরেক্সে একজন সফল ট্রেডার হতে হলে শুধু প্রয়োজন ফরেক্সের ওপর দক্ষতা আর নিয়ম মেনে ট্রেড করা। তাহলে যেকেউই এখানে সফল হতে পারবে। আপনি যদি ফরেক্সকে প্রফেশন হিসেবে বেছে নিতে চান এই ক্ষেত্রে আপনাকে বেশি মুলধন নিয়ে ট্রেড করলে এই ক্ষেত্রে ভালো সাপোর্ট পাবেন। একদিকে যেমন ট্রেড করার সময় ঝুঁকি এড়াতে পারবেন এবং অন্যদিকে বেশি ট্রেড করে অনেক বেশি প্রফিট করার সুযোগ পাবেন। তবে সেই ক্ষেত্রে অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। এভাবে ট্রেড করলে যেকেউ এখান থেকেই ক্যারিয়ার গড়তে পারবে। এতে একদিকে বেকারত্ব দূর হবে অন্যদিকে বৈদেশিক মুদ্রায় দেশ সমৃদ্ধশালী হবে।

MdPiashHasan6080892
2019-02-26, 09:41 PM
প্রফেসন হিসেবে ফরেক্স খুবিই ভাল একটা সেক্টর।
ফরেক্স মার্কেটে ব্যবসা করার আগে আপনাকে ফরেক্স মার্কেটিং
বুঝতে হবে। তার জন্যে আপানাকে ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে।
ফরেক্স এর সকল আপডেট নিউজ রাকতে হবে
ট্রেডিং করা জানতে হবে।
সর্বপরি আপনাকে ফরেক্স সম্পর্কে ভাল অবিজ্ঞতা অর্জন করতে হবে
তাহলেই আপনি ফরেক্স কে প্রফেসন হিশেবে নিতে পারবেন

fxjaman
2019-02-26, 10:49 PM
ভাই প্রফেশন হিসেবে ফরেক্স অত্যন্ত ভাল মানের ও সম্মানজনক একটা পেশা। তাই আপনাকে স্বাগতম জা্নাই ও সেই সাথে সুভকামনা জ্ঞাপন করছি যে আপনি সঠিক সিদ্ধান নিতে সক্রিয় ভূমিকা রাখবেন। তবে আপনাকে একটু যত্ন সহকারে ধৈর্য্য নিয়ে কাজ করতে হবে, মার্কেটে সময় দিতে হবে। কারন এই ব্যবসাটা হলো ধীরে ধীরে অগ্রসর হওয়ার প্রফেশন।

SkAbdullahaAlMamun464893
2019-02-26, 11:17 PM
আমার দৃষ্টিতে পেশা হিসাবে ফরেক্স ট্রেডিং অনেক বেশি সম্ভাবনাময় এবং লাভজনক একটি ব্যাবসা যেখান থেকে অর্থনৈত্তিক মুক্তি লাভ করা বেশ সহজ। আমার জনা মতে এমন অনেকেই রয়েছে যারা প্রথমে ফরেক্স ট্রেডিং বিষয়ে নিজেদের অভিজ্ঞ করে তার পর ফরেক্স ট্রেডিংকে পেশা হিসাবে গ্রহন করে এর মাধ্যমে অনেক অর্থের মালিক হয়েছে এবং নিজেদের অবস্থার আমূল পরিবর্তন করতে সক্ষম হয়েছে।তাই বলব যারা ফরেক্স ট্রেডিংকে পেশা হিসাবে গ্রহন করতে আগ্রহী তাদের প্রথমে উচিত ভাল ভাবে ফরেক্স ট্রেডিং দক্ষতা,জ্ঞান এবং অভিজ্ঞতা লাভ করা কারন তা ছাড়া কখনই এখান থেকে ভাল কিছু লাভ করা সম্ভাব না।

fardin
2019-03-14, 02:54 PM
আমি আপনার সাথে একমত , আপনি ফরেক্স কে প্রফেসন হিসেবে বেছে নিতে যাচ্ছেন এই সিদ্দান্ত একেবারে ঠিক আছে। শুদু আপনার বেলায় নয় । আজ কাল অনেকেই আছেন যারা ফরেক্স কে ইতিমধ্যে প্রফেশন হিসেবে নিয়ে নিয়েছে। আজকাল দেখা যাচ্ছে সব রকম পেশা থেকে ফরেক্স জনপ্রিয় হয়ে উটছে

NasirMollah739
2019-03-14, 03:04 PM
ফরেক্স যেহেতু একটি আন্তর্জাতিক মার্কেটপ্লেস, সেহেতু এই মার্কেটপ্লেসে নতুন কোন ট্রেডার অভিজ্ঞতা ছাড়া লাভবান হতে পারে নজির খুব কমই আছে।
তাই আমার মতে এই ব্যবসাকে প্রফেশন হিসেবে নেওয়াটা খুবই বোকামি হবে।
তাই আমার মনে হয় যে কেউ এই ব্যবসাকে প্রফেশন হিসেবে নেওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই অভিজ্ঞ ও যারা এই প্লাটফর্মে লাভবান হয়েছেন তাদের পরামর্শ নেয়াটা খুবই জরুরী। নতুবা নতুনদের পক্ষে লাভ এর বিপরীতে লস হওয়ার সম্ভাবনা রয়েছে।

Rion
2019-11-09, 05:33 PM
ফরেক্স ব্যাবসাকে কেউ প্রফেসন হিসাবে নেয়, আবার কেউ অফশনাল হিসেবে নেয়, যে যেভাবে ফরেক্সে এর মাঝে ভালো করতে পারে বা সুবিধা হয় সে সেভাবে ফরেক্স ট্রেড করে থাকে, তবে আমার নিকট ফরেক্স ট্রেড আমার জন্য অফশনাল থাকলে ভালো হয়, আমার ট্রেড করতে সুবিধা হয় এজন্য আমি অফশনাল হিসাবে করে থাকি।

KGF
2019-11-09, 05:51 PM
প্রফেশন হিসাবে ফরেক্স ব্যবসা অনেক ভাল , তবে আপনাকে আগে ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হবে ।ফরেক্স ব্যবসায় ব্যক্তিগত স্বাধীনতা অাছে। তবে ফরেক্স ব্যবসাটা অনেক ভালো করে বুঝে শিখতে হয় কারন এ ব্যবসা অন্য ব্যবসা থেকে একটু আলাদা ।

ARD
2019-11-10, 09:46 PM
যদি আমরা ভাল ট্রেডিং দক্ষতা এবং কৌশল না রেখে আমাদের সত্যিকারের অ্যাকাউন্টগুলিতে ট্রেড করা শুরু করি তবে আমরা ডেমো অ্যাকাউন্টে সেরা অনুশীলনটি পাই তবে আমাদের সত্যিকারের অ্যাকাউন্টের সুরক্ষার জন্য আমাদের বড় ক্ষতি হবে will তবে আমরা সহজেই সত্যিকারের অ্যাকাউন্টে কাজ করতে পারি । আমরা রিয়েল অ্যাকাউন্টে আবেদনের আগে ডেমো অ্যাকাউন্টে আমাদের ট্রেডিং কৌশলগুলি পরীক্ষা করতে পারি।
সবাইকে ধন্যবাদ .

saraa
2020-03-17, 05:28 PM
ফরেক্স ট্রেডিংয়ে প্রিয় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জন্য একটি উজ্জ্বল এবং সফল ভবিষ্যত এখন এটি আমাদের উপর নির্ভর করে যে আমরা আমাদের বাণিজ্যের জন্য যা করি। সাফল্যের জন্য আমরা কতটা সংগ্রাম করি। প্রযুক্তিগত এবং মৌলিক বিশ্লেষণ উভয়ই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তবে মৌলিক বিশ্লেষণ আরও গুরুত্বপূর্ণ।

black-hill
2020-03-17, 06:59 PM
প্রফেসন হিসেবে ফরেক্স ব্যবসা মন্দ নয়। আমাদের দেশের হাজার-লাখ বেকার তারা তাদের গ্রেজুয়েট ককমপ্লিট করে বেকারত্বর গ্লানি বয়ে বেড়াচ্ছে।ফরেক্স করে বেকারত্ব দুর করা সম্ভব এর পাশাপাশি ফরেক্স কে প্রফেশনাল ব্যবসা হিসেবেও বেচে নেয়া বুদ্ধিমানের কাজ।

Habibur shaikh
2020-03-18, 01:20 AM
ফরেক্স আন্তর্জাতিক বাজার। সপ্তাহে পাঁচ দিন খোলা থাকে এই বাজার এবং ২ দিন বন্ধ থাকে। এই ফরেক্স বাজারে কাজ করে অর্থ উপার্জন করা যায়। এক্ষেত্রে ফরেক্সকে আমরা প্রফেসন হিসেবে নিতে পারি... ধন্যবাদ।

Wajih Toushif
2020-03-18, 04:48 AM
না ভাই আমি মনে করি ফরেক্স কে এক মাত্র প্রফেশন হিসেবে নেয়া ভুল হবে। কোন জব বা ব্যবসার পাশা পাশী যদি করেন তাহলে সবচে ভালো সিন্ধান্ত নিবেন আমি মনে করি । আমি এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। অনেক টেনশন মুক্ত থাকতে চাইলে ও ভালো ট্রেডিং করতে চাইলে আমি মনে করি পার্ট টাইম ফরেক্স করা সবচে ভালো সিন্ধান্ত ।

uzzal05
2020-03-18, 07:21 AM
যে কেউ চাইলেই ফরেক্স প্রফেশন হিসেবে নিতে পারে। কিন্তু ফরেক্স করার পাশাপাশি আরেকটা চাকুরী আপনার থাকা উচিত। শুধু ফরেক্স ট্রেড এর উপর নির্ভর করে জীবন চালানো যাবে না। কারন মার্কেট থেকে আপনি কাঙ্খিত ফলাফল আপনি সবসময় নাও পেতে পারেন। এর জন্য আপনাকে অবশ্যই এর পাশাপাশি অন্য আয়ের সোর্স থাকতে হবে।

amreta
2020-03-19, 02:22 PM
আমি ফরেক্স কে প্রফেশন হিশেবে নিতে যাচ্ছি ।। তবে আমি ঠিক বুজছিনা যে এটা কি আমি ঠিক সিধান্ত নিচ্ছি কিনা ।। আপ্নারা যদি আমাকে মুল্যবান মন্তব্য দেন তাহলে অনেক ভাল হয়।।

রিয়েল মেং তূ কে সমঝা হুন কি হামেন ফরেক্স কো 1 ফুলটাইম জব কে তৌর প্রতি দেখনা তুমকো জিতনা আপন আছমা ইসমেন কাম কারেঙ্গে আপনে হ্যাঁ ট্র্যাক্টর বেঞ্জে আওর ইসমেন মেহনাট কারেকের অভিজ্ঞতা অনুশীলন হাসিল কর্কে ডিম্যাট অ্যাকাউন্ট অনুশীলন কর বিশ্লেষণ কর আচিছে ব্যবসায়ী বান শাকতে হ্যায়

Hredy
2020-03-19, 07:31 PM
ফরেক্স এমন একটি বিষয় যা আমরা প্রফেশন হিসেবে নিতে পারি।ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিনই যেকোনো সময়ই খোলা থাকে।তাছাড়া ফরেক্স মার্কেটে খুব বেশি টাকার প্রয়োজন নেই।ঘরে বসেই ফরেক্সে ট্রেড সম্ভব।ভালোভাবে ফরেক্স সম্পর্কে জেনে ট্রেড করলে ভালো ইনকাম করাও সম্ভব।সুতরাং সবদিক বিবেচনা করে ফরেক্সে প্রফেশন হিসেবে নেওয়া যায়।

Fxxx
2020-03-20, 12:40 PM
হুম একদম ঠিক কাজ করতেছেন প্রফেশন হিসেবে ফরেক্স একটি উন্যত মানের ব্যবসা ফরেক্স ব্যবসায় স্বাধীনতা আছে আর আপনে যেকোনো প্রান্ত থেকে ট্রেড ওপেন করতে পারেন।ফরেক্স বিজনেস আন্তর্জাতিক মানের ব্যবসা।ফরেক্স বিজনেস কে আমি পেশা হিসেবে বেচে নিয়েছি।আমি অন্যান্য কাজের পাশাপাশি ফরেক্স ব্যবসা করে যাবো।

Rx100
2020-03-20, 12:48 PM
ফরেক্স প্রফেশন হিসেবে ভালই। কারণ ফরেক্স মার্কেট এনালাইসিস করে ভাল ভাবে ট্রেড করতে পারলে এখান থেকে অনেক সুবিধা পাওয়া যায় । ভালোভাবে ফরেক্স শিখে আপনি চাইলে ফরেক্সকে প্রফেশন হিসেবে নিতে পারেন । তবে ফরেক্স সম্পকে ভালো দক্ষতা না থাকলে তা প্রফেশন হিসেবে নেওয়ার দরকার নেই বলে আমি মনে করি ।

Jid13
2020-03-20, 12:49 PM
প্রফেশন হিসেবে ফরেক্স ভলো কারন এখানে ব্যক্তির জীবনে স্বাধীনতা আছে । আপনার ইচ্ছা হল ট্রেড করলেন আবার ইচ্ছা হল ট্রেড করলেন না। এটা একে বারে ব্যক্তিগত ব্যাপার। তবে এতে কিছু শেখার আছে। কারন এটা চাল ডালের মত ব্যবসা না যে দেখেই শিখে নিলাম। কারন এটা নির্ভর করে অভিজ্ঞতার ওপর। যে যত বেশী অভিজ্ঞ সে তত বেশী টাকা আয় করতে সক্ষম

Runil
2020-03-20, 02:24 PM
ফরেক্স ব্যাবসাকে কেউ প্রফেসন হিসাবে নেয়, আবার কেউ অফশনাল হিসেবে নেয়, যে যেভাবে ফরেক্সে এর মাঝে ভালো করতে পারে বা সুবিধা হয় সে সেভাবে ফরেক্স ট্রেড করে থাকে, তবে আমার নিকট ফরেক্স ট্রেড আমার জন্য অফশনাল থাকলে ভালো হয়, আমার ট্রেড করতে সুবিধা হয় এজন্য আমি অফশনাল হিসাবে করে থাকি।

sofiz
2020-03-20, 02:26 PM
মানুষ তার জীবীকা নির্বাহের জন্য পৃথিবীতে বিভিন্ন ধরনের ব্যবাসা বা কাজ করে থাকে আর আমরা জানি যে বর্তমানে পৃথিবীর সবচেয়ে ভাল এবং শ্রেষ্ট অনলাইম ব্যবসা হচ্ছে ফরেক্স তো এই ফরেক্স আমাদের সুযোগ করে দেয় আমাদের অর্থনৈতিক মুক্তি প্রদান করতে আমরা এই ফরেক্স ব্যবসা কে আমাদের প্রফেশন হিসেবে নিতে পারি অতি সহযেই।

forex_fighter
2020-03-20, 02:28 PM
প্রফেশন হিসেবে ফরেক্স ব্যবসা অনেক ভাল একটি প্রফেশন । ফরেক্স ব্যবসায় ব্যক্তিগত স্বাধীনতা অাছে । ফরেক্স ব্যবসা একটি আন্তর্জাতিক ব্যবসা, এ ব্যবসা কোনো কোম্পানির আওতাভুক্ত নয় তাই এ ব্যবসা কখনোই বন্ধ হয়ে যাবে না । তবে ফরেক্স ব্যবসাটা অনেক ভালো করে বুঝে শিখতে হয় কারন এ ব্যবসা অন্য ব্যবসা থেকে একটু আলাদা ।

Fxhuman
2020-03-31, 12:51 AM
প্রাথমিক অবস্থায় ফরেক্স কে প্রফেশন হিসেবে নেওয়া ঠিক হবেনা। কিন্তু আপনি যখন একজন অভিজ্ঞ ট্রেডার হবেন তখন আপনি এটাকে প্রফেশন হিসেবে নিতে পারেন। আর একজন অভিজ্ঞ ট্রেডার এর বৈশিষ্ট হল ৮০% প্রফিট করা আর ২০% এর নিচে লস করা।

martin
2020-03-31, 12:57 AM
বর্তমানে পেশা হিসেবে বড় বাস্তবিক জীবনে কিছু খুজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।এজন্য অনেকেই ফরেক্স কে প্রফেশন হিসেবে নিতে চাচ্ছে।এজন্য আমার মনে হয় ফরেক্স বিষয়ে প্রচুর জ্ঞান ও দক্ষতা প্রয়োজন।সবকিছুই ঠিকঠাক করতে পারলে সিধান্ত নিতে হবে প্রফেসন হিসেবে নেওয়া যায় কি না। দু একমাস ট্রেড করেই হুট করে এ সিধান্ত না নেওয়াই ভালো। অনেকদিন ট্রেড করে অভিজ্ঞ হয়ে গেলে সিধান্ত নিতে হবে।

XXXTentacion
2020-04-14, 12:25 PM
অবসাশে জাহিদ ভাই র মাধ্যমে জানতে পারি যে উনি ফরেক্স সিখান । আমি এবং আমার দুই বন্ধু মিলে ফরেক্স এ জাত্রা সুরু করি । ফরেক্স মার্কেট সম্পর্কে আমি আমার বন্ধুরম থুকে জানতে পারি। কিন্তু আজ ফরেক্স মার্কেঠ একটি বিশাল সমুদ্র। এই মার্কেঠ তারাতারি আয়ের চিন্তা করলে তত তারাতারি রাস্তার ফকির হতে হবে। আসালে যে কোন সবকিছু একটু লং টার্ম নিয়ে শিখলে ভবিষ্যতে সেই কাজে সফলতা

KF84
2020-04-14, 05:50 PM
আমার মতে ফরেক্স কে প্রফেশন হিসেবে নিতে হলে আমাদের আগে দেখতে হবে যে ফরেক্স সম্পর্কে আমাদের আগ্রহ টা আসলে শুধু লাভের আশায় নাকি আসলেই আমরা ব্যবসাটি শিখতে চাই । যদি শেখার জন্য হয় তাহলে এই প্রফেশন তার জন্য ভাল হবে বলে আমি বিশ্বাস করি ।আমি মনে করি ফরেক্স হচ্ছে এমন একটি অনলাইন ভিত্তিক ব্যবসা এখানে আপনার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা থাকলে তা আপনি যদি সঠিক ভাবে কাজে লাগান তাহলে এখান থেকে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন।

smbiplob
2020-04-21, 12:34 PM
বেকারত্ব থেকে মুক্ত থাকার জন্য অবশ্যেই আমাদেরকে একটা সাহসি ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে আর আমি এটাও মনে করি যে বাংলাদেশে বর্তমানে যে অবস্থা তাতে অবশ্যই ফরেক্স এর মত একটা নতুন ক্ষেত্রতে আমাদেরকে যোগ দিতে হবে ফরেক্স যে যত বেশি পরিমাণে আন্তরিক হবে সে তত বেশি পরিমানে লাভবান হতে পারবে আর ফরেক্সে মার্কেটের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হল ফরেক্স এর রয়েছে কিছু স্বত্রন্ত্র বৈশিষ্ট্য ।

FREEDOM
2020-04-21, 01:10 PM
আমি ফরেক্স কে প্রফেশন হিশেবে নিতে যাচ্ছি ।। তবে আমি ঠিক বুজছিনা যে এটা কি আমি ঠিক সিধান্ত নিচ্ছি কিনা ।। আপ্নারা যদি আমাকে মুল্যবান মন্তব্য দেন তাহলে অনেক ভাল হয়।।

প্রফেশন হিসেবে ফরেক্সের চেয়ে ভালো আর কিছু আমি দেখি না। কারন এখানে অনেক বেশি সুযোগ তৈরি করা যায়। আমরা যদি একটু চেষ্টা করে ধৈর্য সহকারে ফরেক্সে টিকে থাকতে পারি এবং এখানে নিজেদরকে আরো একটু অভিজ্ঞ করে তুলতে পারি তাহলে সামনের দিনগুলোতে ফরেক্সই হতে পারে আমাদের আয়ের একমাত্র ভরসা। তবে ফরেক্সে নিজেকে দক্ষ করে তুলতে না পারলে পেশা হিসেবে নেওয়াটা ভুল হয়ে যাবে তখন আগে দক্ষ হতে হবে তারপরই পেশা হিসেবে নেওয়া উত্তম হবে।

Rion83
2020-04-21, 01:41 PM
ফরেক্স ব্যবসা অন্যান্য ব্যাবসার মতই একটি ব্যবসা। ফরেক্স ট্রেড করে অনেকেই জীবন নির্ভাহ করছে। তাই ফরেক্স মার্কেটকে প্রফেশন হিসাবে নিলেও কোন ভুল হবে না। কেননা ফরেক্স থেকে যদি আপনি টাকা উপারজন করতে পারেন তবে কেন নয় প্রফেশন।

uzzal05
2020-04-21, 01:56 PM
যে কেউ ফরেক্স শুরু করে প্রফেশন হিসেবে নিতে পারে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মার্কেট থেকে ট্রেড করে যে কোন সময় প্রফিট করা যায়। যে কোন সময় ট্রেড করা যায়। যার কারনে আমরা নিজেদের সময় সুযোগ বুঝে ট্রেড করতে পারি। আমি ব্যাক্তিগত ভাবে প্রফেশনাল ভাবে ফরেক্স ট্রেড করে থাকি।

Soh1952
2020-07-19, 11:16 AM
ফরেক্স একটি ভাল ব্যবসা। এখানে আপনাকে প্রফেশনাল হতে হলে আগে নিজেকে একজন ভাল ট্রেডার হিসেবে প্রমান করতে হবে। এর জন্য ডেমো করে আপনি নিজেই নিজের পরীক্ষা নিতে পারেন। ফরেক্স তো আমাদের চোখের সামনে সচরাচর হইয়না তাই একটু কঠিন। তাই ফরেক্স কে প্রফেশন হিসেবে নেয়ার আগে ভাল করে শিখতে হবে।

IFXmehedi
2020-07-19, 12:28 PM
আমি ফরেক্স কে প্রফেশন হিশেবে নিতে যাচ্ছি ।। তবে আমি ঠিক বুজছিনা যে এটা কি আমি ঠিক সিধান্ত নিচ্ছি কিনা ।। আপ্নারা যদি আমাকে মুল্যবান মন্তব্য দেন তাহলে অনেক ভাল হয়।।

ভাই প্রফেশন হিসেবে ফরেক্স ট্রেডিং খুবই দারুণ একটা প্রমোশন বলে আমি মনে করি । কারণ ফরেক্স ট্রেডিং এর মধ্যে এমন কিছু বিশেষত্ব আছে যেটা আর কোন বিজনেস বা জবের ভেতরে নেই । তাই ফরেক্স ট্রেডিং কে আপনি আপনার প্রফেশন হিসেবে বেছে নিতে পারেন নিঃসন্দেহে এবং এ নিয়ে কোনো রকম কোনো দুশ্চিন্তা করবেন না । আপনি একবার যদি মনোযোগ সহকারে ফরেক্স ট্রেডিং শিখতে পারেন তাহলে ফরেক্স থেকে আপনি প্রতিমাসে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন যেটা কোন জব বা ব্যবসা থেকে সম্ভব নয় ।

Md.shohag
2020-07-19, 12:34 PM
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় সমস্যা হল বেকার সমস্যা। অনেকে অনেক ঘুরেও কোন চাকরি খুজে পায়না। আসলে সাহসের অভাবে কেউ কোনো দূরদর্শি সিদ্ধান্ত নিতে পারেনা। ফরেক্সকে যদি কেউ পেশা হিসেবে নেয় এবং এর প্রতি ডেডিকেশন থাকে তবে আমি মনে করি প্রফেশন হিসেবে ফরেক্স খুবই ভালো।

KAZIMAJHARULISLAM
2020-07-19, 05:46 PM
বাংলাদেশ নামক দেশে চাকরি নামক সোনার হরিণ খুঁজে পাওয়া অনেক দুষ্কর এবং কঠিন ব্যাপার।এছাড়াও চাকরি পেতে হলে অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং নির্দিষ্ট বয়সের অধিকারী হতে হবে।কিন্তু ফরেক্স একটি উন্মুক্ত ব্যবসা হওয়ায় ,আপনি চাইলেই ফরেক্সকে পেশা হিসেবে বেছে নিতে পারেন। তবে হ্যাঁ আপনাকে এ সিদ্ধান্ত নেয়ার পূর্বে অবশ্যই ফরেক্স সম্পর্কে প্রচুর জ্ঞানী এবং পরিপূর্ণ অভিজ্ঞ হতে হবে।এবং স্যাচুরেশন লেভেল ম্যাক্সিমাম থাকতে হবে, এবং ফরেক্স সম্পর্কে আপনাকে প্রচুর ডেডিকেট থাকতে হবে।

jimislam
2020-07-19, 05:54 PM
প্রফেসন হিসেবে ফরেক্স কে আপনি নিতে পারেন এটা আপনার ইচ্ছা।তবে আমার মনে হয় এভাবে হুট করে ফরেক্স কে প্রফেসন হিসেবে ভেবে নেওয়া ঠিক হবেনা।কেননা ফরেক্সে অনেককিছুই বুঝার আছে এবং অনেককিছুই জানার আছে। ফরেক্স এর সাথে অন্য একটা ভাল জব করে যেতে পারোন। তবে ক্যাপিটাল ভাল থাকলে এবং অন্্য জব না পেলে ফরেক্স কে মূল পেশা হিসাবে নিতে পারেন।

muslima
2020-07-20, 02:02 AM
ফরেক্স প্রফেসনালি নিলে আপনাকে ফরেক্সের ছোট খাট সব জিনিস সম্পর্কে জানতে হবে । আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান , তবে আমি ফরেক্স করার পর থেকে আমার পরিবারের কিছু খরচ আমি সামলে নিতে পারছি । যে ট্রেডারগণ এই ব্যবসাকে প্রফশেন হিসেবে বেছে নেবে সে যেন আগে দক্ষতা অর্জন করে নেয় তাহলে সে অবশ্যই সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করে তারপর করব তাহলেই সফলকাম হতে পারব ।

konok
2020-07-20, 11:32 AM
ফরেক্স ট্রেডিং অনেক ভাল একটা ব্যবসা কারন আপনার যদি ফরেক্স ট্রেডিং করার মত প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা থাকে তবে আপনি ফরেক্স মার্কেটে ভাল পারফরমেন্স দেখাতে পারেন আর এখান থেকে ভাল আয়ও করা।তবে শর্ত হচ্ছে আগে আপনাকে অবশ্যই ভালোভাবে ফরেক্স শিখতে হবে। প্রফেশনাল হিসাবে নিতে হলে আপনার অনেক অভিজ্ঞ হওয়া উচিত।

jimislam
2020-07-20, 11:40 AM
ফরেক্স হচ্ছে এমন একটি অনাইন ভিত্তিক ব্যবসা এখানে আপনার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা থাকলে তা আপনি যদি সঠিক ভাবে কাজে লাগান তাহলে এখান থেকে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। ফরেক্স বিজনেস আন্তর্জাতিক মানের ব্যবসা।ফরেক্স বিজনেস কে আমি পেশা হিসেবে বেচে নিয়েছি।আমি অন্যান্য কাজের পাশাপাশি ফরেক্স ব্যবসা করে যাবো।

milu
2020-07-20, 02:12 PM
ফরেক্স ট্রেডিং অনেক ভাল একটা ব্যবসা কারন আপনার যদি ফরেক্স ট্রেডিং করার মত প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা থাকে তবে আপনি ফরেক্স মার্কেটে ভাল পারফরমেন্স দেখাতে পারেন আর এখান থেকে ভাল আয়ও করা।তবে শর্ত হচ্ছে আগে আপনাকে অবশ্যই ভালোভাবে ফরেক্স শিখতে হবে।ভালোভাবে ফরেক্স শিখে আপনি চাইলে ফরেক্সকে প্রফেশন হিসেবে নিতে পারেন । তবে ফরেক্স সম্পকে ভালো দক্ষতা না থাকলে তা প্রফেশন হিসেবে নেওয়ার দরকার নেই বলে আমি মনে করি।

Fardin02
2020-07-25, 04:04 PM
ফরেক্স ট্রেডিং অনেক ভাল একটা ব্যবসা কারন আপনার যদি ফরেক্স ট্রেডিং করার মত প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা থাকে তবে আপনি ফরেক্স মার্কেটে ভাল পারফরমেন্স দেখাতে পারেন আর এখান থেকে ভাল আয়ও করা।তবে শর্ত হচ্ছে আগে আপনাকে অবশ্যই ভালোভাবে ফরেক্স শিখতে হবে।আমি নতুন আর তাই এখোন ফরেক্স শিখছি। আমি ভবিষ্যতে ফরেক্সকে নিজের পেশা হিসাবে নেব।

zakia
2020-07-29, 09:05 PM
ফরেক্স ব্যবসাকে অবশ্যই প্রফেশন হিসেবে নেওয়া যাই।তবে প্রফেশন হিসেবে নেবার আগে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি ৪ বছর ফরেক্স মার্কেটে পরিশ্রম করতে পারেন।কারন ফরেক্স মার্কেটের সাফলতা একদিনে আসে না তাই আপনাকে ফরেক্স মার্কেটে সফল হতে গেলে পরিকল্পনা অনুযায়ি কাজ করে যেতে হবে। তবে আপনাকে আগে ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হবে । কারণ ফরেক্স মার্কেট এনালাইসিস করে ভাল ভাবে ট্রেড করতে পারলে এখান থেকে প্রফিক হবে। তাই আপনাকে আমি বলবো আপনি আপাতত যে প্রফেশনে আছেন সেটার পাশাপাশি ফরেক্স শিখতে থাকুন।

Akib
2020-09-01, 06:30 PM
প্রফেশন হিসাবে ফরেক্স কে অনেকেই বেছে নিতে পারেন। কারণ ফরেক্স মার্কেট এনালাইসিস করে ভাল ভাবে ট্রেড করতে পারলে এখান থেকে প্রফিক হবে। যদি কেউ ফরেক্স মার্কেট কে সত্যিই ফুল টাইম ব্যবসা হিসাবে নিতে চান তা হলে তাকে অবশ্যয় ফরেক্স মার্কেটের খুটিনাটি ছোট ছোট বিষয় গুলো সম্পর্কে জানতে হবে।
প্রফেশন হিসেবে ফরেক্স ভালই। কারণ এখানে ব্যক্তি স্বাধীনতা আছে। আপনার ইচ্ছা হল ট্রেড করলেন ইচ্ছা হল ট্রেড করলেন না। তবে আপনাকে ভাল করে বুঝতে হবে ব্যবসা টা কারণ এটা অন্য ব্যবসার মত নয়। চাল,ডাল, কাপড় ইত্যাদি বিক্রি করাও ব্যবসা, বিক্রি করলে ই লাভ এগুলোতে, কেউ যদি বলে কই এগুলো শিখা লাগেনা তাহলে ফরেক্স শিখা লাগবে কেন ফরেক্স যদি ব্যবসা হয়। আমি বলব ভাই চাল,ডাল, কাপড় ইত্যাদি বিক্রি ব্যবসাটা ও কিন্তু আপনার মনের অজান্তে কোন এক চাল/ডাল/কাপড় ব্যবসায়ী থেকে দেখতে দেখতে শিখে যাচ্ছেন। কিন্তু ফরেক্স তো আমাদের চোখের সামনে সচরাচর হচ্ছেনা তাই একটু কঠিন ই। তাই বলব ফরেক্স কে প্রপেশন হিসেবে নেয়ার আগে ভাল করে শিখুন।

sss21
2020-10-05, 04:46 PM
ফরেক্স ব্যাবসাকে কেউ প্রফেসন হিসাবে নেয়, আবার কেউ অফশনাল হিসেবে নেয়, যে যেভাবে ফরেক্সে এর মাঝে ভালো করতে পারে বা সুবিধা হয় সে সেভাবে ফরেক্স ট্রেড করে থাকে, তবে আমার নিকট ফরেক্স ট্রেড আমার জন্য অফশনাল থাকলে ভালো হয়, আমার ট্রেড করতে সুবিধা হয় এজন্য আমি অফশনাল হিসাবে করে থাকি।

zakia
2020-10-06, 08:28 PM
না ভাই আমি মনে করি ফরেক্স কে এক মাত্র প্রফেশন হিসেবে নেয়া ভুল হবে। কোন জব বা ব্যবসার পাশা পাশী যদি করেন তাহলে সবচে ভালো সিন্ধান্ত নিবেন আমি মনে করি । আমি এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। অনেক টেনশন মুক্ত থাকতে চাইলে ও ভালো ট্রেডিং করতে চাইলে আমি মনে করি পার্ট টাইম ফরেক্স করা সবচে ভালো সিন্ধান্ত । এজন্য আমার মনে হয় ফরেক্স বিষয়ে প্রচুর জ্ঞান ও দক্ষতা প্রয়োজন।সবকিছুই ঠিকঠাক করতে পারলে সিধান্ত নিতে হবে প্রফেসন হিসেবে নেওয়া যায় কি না। দু একমাস ট্রেড করেই হুট করে এ সিধান্ত না নেওয়াই ভালো। অনেকদিন ট্রেড করে অভিজ্ঞ হয়ে গেলে সিধান্ত নিতে হবে।

samun
2020-10-06, 08:40 PM
বর্তমান দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে চাকরি পাওয়া সহজ ব্যাপার নয়। আর ব্যবসায়ের জন্য পূজির প্রয়োজন থাকলেও তা সবাই পারে না। ফরেক্স হচ্ছে এমন একটি অনলাইন ভিত্তিক ব্যবসা এখানে আপনার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা থাকলে তা আপনি যদি সঠিক ভাবে কাজে লাগান তাহলে এখান থেকে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন।অনেকে আছে যারা তাদের প্রধান পেশার পাশাপাশি যে অবসর সময় পায় তা ফরেক্স মার্কেটে কাজে লাগিয়ে বাড়তি ইনকাম করে থাকে।আবার অনেকি আছে যারা ফরেক্সকে প্রফেশন হিসাবে বেছে নিয়ে দক্ষতার সাথে ট্রেড করে প্রচুর অর্থ ইনকাম করছে।

Starship
2020-10-06, 11:25 PM
আপনি ফরেক্স পেশা হিসেবে বেছে নিতে চাচ্ছেন একটি ভালো সিদ্ধান্ত। তবে পেশা হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু বিষয়ের দিকে নজর রাখতে হবে। তার মধ্যে প্রথম অবস্থায় আপনাকে পার্ট টাইম হিসেবে ফরেক্স বিষয়ে দক্ষতা যোগ্যতা অর্জন করতে হবে। কেননা আপনি যদি ফরেক্স থেকে বাস্তব অভিজ্ঞতা না নেন তাহলে সরাসরি পেশা হিসেবে বেছে নিলে আপনি সফল নাও হতে পারেন। তাই পেশা হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতে হবে। কারণ ফরেক্সে যেমন লাভ হবে তেমনি লসও হয়। তাই লস রোধ করার জন্য আপনাকে ফরেক্স বিষয় জানতে হবে। মার্কেট এনালাইসিস করা শিখতে হবে। আমি নিজেও একজন পারটাইম ফরেক্স ট্রেডার। আমার যখন ফরেক্সে পূর্ণ অভিজ্ঞতা হবে তখন আমি ফরেক্সকে ফুলটাইম হিসেবে বেছে নেব।

ABDUSSALAM2020
2020-10-06, 11:35 PM
প্রফেসন হিসেবে ফরেক্স ঃ
আমি ফরেক্স কে প্রফেশন হিশেবে নিতে যাচ্ছি ।। তবে আমি ঠিক বুজছিনা যে এটা কি আমি ঠিক সিধান্ত নিচ্ছি কিনা ।। আপ্নারা যদি আমাকে মুল্যবান মন্তব্য দেন তাহলে অনেক ভাল হয়।।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

EmonFX
2020-10-07, 11:14 AM
আমি ফরেক্স কে প্রফেশন হিশেবে নিতে যাচ্ছি ।। তবে আমি ঠিক বুজছিনা যে এটা কি আমি ঠিক সিধান্ত নিচ্ছি কিনা ।। আপ্নারা যদি আমাকে মুল্যবান মন্তব্য দেন তাহলে অনেক ভাল হয়।।

আমি মনে করি অবশ্যই ভালো সিদ্ধান্ত। তবে বলবো শুরুতেই প্রফেশন হিসেবে না নেয়াই ভালো। ফরেক্সে ভালো দক্ষতা অর্জন করতে পারলে তারপরে ফরেক্সে কে প্রফেশন হিসেবে নেয়া যেতে পারে। শুরুতেই কেউ ফরেক্সে ভালো করতে পারেনা। শুরুতেই ফরেক্সে ইনকামেন উপর নির্ভরশীল হয়ে পড়লে কোন কোন সময় আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। ফরেক্স মার্কেট থেকে সবসময় লাভ করা যায় না। সবসময় মার্কেট আপনার অনুকূলে থাকবে এমন নয়। ধরুন- আপনি কোন একমাসে প্রফিট করতে পারলেন না, লস হলো। তখন আপনাকে ফিনানসিয়াল ক্রাইসিসের মধ্যে পড়তে হতে পারে। তাই বলবো অন্যান্য পেশার পাশাপাশি ফরেক্স কন্টিনিউ করতে পারেন।

ফরেক্সে ব্যক্তি স্বাধীনতা আছে বিধায় ফরেক্স অবশ্যই প্রফেশন হিসেবে ভালো । আপনার সময় ও সুযোগ মতো যে কোন সময় ফরেক্স ট্রেডিং করতে পারেন। নিজের ভালো মন্দের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। তাই স্বাধীনভাবে ট্রেডিং করে যায়। এতো সব কারনের পরেও আমি বলবো অবশ্যই ফরেক্স কে প্রফেশন হিসেবে নেয়া যায় কিন্ত তা অবশ্যই ভালো দক্ষতা অর্জন করার পরে।

zakia
2020-10-07, 11:28 AM
আমি নিজেই ফরেক্স কে প্রফাশন হিসাবে নিতে চাই । ফরেক্স এ কাজ করলে বেশ কিছু সময় আমার হাতে থাকে আর সেই সময়টা অন্যান্য কাজে লাগাতে পারি । তাই ফরেক্স থেকে আমি সাবলম্বি হতে চাই । প্রফেশন হিসেবে এই ফরেক্স ব্যবসাকে সকলেরই গ্রহণ করা উচিত । যে ট্রেডারগণ এই ব্যবসাকে প্রফশেন হিসেবে বেছে নেবে সে যেন আগে দক্ষতা অর্জন করে নেয় তাহলে সে অবশ্যই সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করে তারপর করব তাহলেই সফলকাম হতে পারব ।

Fahmida1
2020-10-07, 08:37 PM
ফরেক্স কি অবশ্যই প্রফেশন হিসেবে নেওয়া যায়। তবে ফরেক্স সম্পর্কে ভালো করে শিখতে হবে। ফরেক্স এর কতগুলো বিষয় রয়েছে তা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ফরেক্স সম্পর্কে এনালাইসিস এর মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে যেমন টেকনিকেল, ফান্ডামেন্টাল, সেন্টিমেন্টাল এনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা নিতে হবে। ডেমো অ্যাকাউন্ট অনুশীলন করতে হবে ফরেক্স নিউজ গুলো অনুসরণ করতে হবে। ফরেক্স ট্রেডিং করতে হবে।

Sid
2020-12-10, 09:33 AM
প্রফেশন হিসাবে ফরেক্স কে অনেকেই বেছে নিতে পারেন। কারণ ফরেক্স মার্কেট এনালাইসিস করে ভাল ভাবে ট্রেড করতে পারলে এখান থেকে প্রফিক হবে। যদি কেউ ফরেক্স মার্কেট কে সত্যিই ফুল টাইম ব্যবসা হিসাবে নিতে চান তা হলে তাকে অবশ্যয় ফরেক্স মার্কেটের খুটিনাটি ছোট ছোট বিষয় গুলো সম্পর্কে জানতে হবে।

FRK75
2021-01-23, 10:37 AM
প্রফেশন হিসেবে এই ফরেক্স ব্যবসাকে সকলেরই গ্রহণ করা উচিত । যে ট্রেডারগণ এই ব্যবসাকে প্রফশেন হিসেবে বেছে নেবে সে যেন আগে দক্ষতা অর্জন করে নেয় তাহলে সে অবশ্যই সফলকাম হতে পারবে ।।ঘরে বসেই ফরেক্সে ট্রেড সম্ভব।ভালোভাবে ফরেক্স সম্পর্কে জেনে ট্রেড করলে ভালো ইনকাম করাও সম্ভব।সুতরাং সবদিক বিবেচনা করে ফরেক্সে প্রফেশন হিসেবে নেওয়া যায়।

AbdulRazzak
2021-01-23, 04:40 PM
ফরেক্স একটি বিশেষজ্ঞ হিসাবে ভাল। কারণ স্বতন্ত্র স্বাধীনতা এখানে। আপনার ইচ্ছা পরিবর্তন করুন। ব্যবসা ব্যবসা নয়। তবে আপনাকে একটি ভাল সংস্থা বুঝতে হবে কারণ এটি অন্যান্য সংস্থাগুলির চেয়ে আলাদা। এটি গম, সয়াবিন, পোশাক ইত্যাদি বিক্রি করাও একটি ব্যবসা, যদি আপনি এটি বিক্রি করেন তবে আপনি এটি থেকে অর্থ পাবেন। ভাই, আমি চাল, সর্দি, কাপড় ইত্যাদি বিক্রি করার বিষয়ে কথা বলব, তবে আপনি চাল / ডাল / খুচরা বিক্রেতাদের মধ্যে কী পাওয়া যায় তা শিখেন না। তবে ফরেক্স আমাদের চোখে নেই তাই এটি একটু কঠিন। তাই আমি বলি যে ফরেক্সকে পরিকল্পনা হিসাবে নেওয়ার আগে অধ্যবসায় অধ্যয়ন করুন।

ashik94
2021-02-12, 12:32 AM
ফরেক্স ট্রেডিং অনেক বেশি সম্ভাবনাময় এবং লাভজনক একটি ব্যাবসা যেখান থেকে অর্থনৈত্তিক মুক্তি লাভ করা বেশ সহজ । আমার জনা মতে এমন অনেকেই রয়েছে যারা প্রথমে ফরেক্স ট্রেডিং বিষয়ে নিজেদের অভিজ্ঞ করে তার পর ফরেক্স ট্রেডিংকে পেশা হিসাবে গ্রহন করে এর মাধ্যমে অনেক অর্থের মালিক হয়েছে এবং নিজেদের অবস্থার আমূল পরিবর্তন করতে সক্ষম হয়েছে । তাই বলব যারা ফরেক্স ট্রেডিংকে পেশা হিসাবে গ্রহন করতে আগ্রহী তাদের প্রথমে উচিত ভাল ভাবে ফরেক্স ট্রেডিং দক্ষতা জ্ঞান এবং অভিজ্ঞতা লাভ করা কারন তা ছাড়া কখনই এখান থেকে ভাল কিছু লাভ করা সম্ভাব না ।

IFXmehedi
2021-02-17, 01:38 AM
আমি ফরেক্স কে প্রফেশন হিশেবে নিতে যাচ্ছি ।। তবে আমি ঠিক বুজছিনা যে এটা কি আমি ঠিক সিধান্ত নিচ্ছি কিনা ।। আপ্নারা যদি আমাকে মুল্যবান মন্তব্য দেন তাহলে অনেক ভাল হয়।।

প্রফেশন হিসেবে ফরেক্স অনেক ভালো একটি মাধ্যম বলে আমি মনে করি । কারণ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য ফরেক্স অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে দিচ্ছে । এদেশে মোট জনগণ এর তুলনায় কর্মসংস্থানের বড়ই অভাব । এখানে অনেক মানুষ বেকারত্বের অভিশাপ কাঁধে নিয়ে ঘুরে বেড়ায় কিন্তু কোন কাজের সন্ধান পায় না । আর তারা যদি ফরেক্সকে কর্মসংস্থান এর মাধ্যম হিসেবে নেয় তাহলে খুব সহজেই তারা অর্থ ইনকাম করতে পারে এবং বেকারত্বের সংখ্যা কমিয়ে দিয়ে দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করে তুলতে পারে বলে আমি মনে করি ।

Smd
2021-05-03, 11:33 PM
ফরেক্স ট্রেডিং অনেক ভাল একটা ব্যবসা কারন আপনার যদি ফরেক্স ট্রেডিং করার মত প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা থাকে তবে আপনি ফরেক্স মার্কেটে ভাল পারফরমেন্স দেখাতে পারেন আর এখান থেকে ভাল আয়ও করা যায়। এজন্য অনেকেই ফরেক্স কে প্রফেশন হিসেবে নিতে চাচ্ছে।এজন্য আমার মনে হয় ফরেক্স বিষয়ে প্রচুর জ্ঞান ও দক্ষতা প্রয়োজন।সবকিছুই ঠিকঠাক করতে পারলে সিধান্ত নিতে হবে প্রফেসন হিসেবে নেওয়া যায় কি না।

FRK75
2021-09-13, 12:05 PM
ফরেক্সকে প্রপসনাল হিসাবে নেয়ার আগে চিন্তা করে বার বার দেখেন ফরেক্সককি আপনার মুল্যবার সময়ের পরিশ্রমের মর্যাদা দিতে পারবে না কি ফরেক্স এর কারনে আপনার অবশিস্ট সম্পদ হারাবেন।আমি বলতে চাই ফরেক্সকে আপনি পারটাইম হিসাবে নিতে পারেন।

samun
2021-11-10, 11:03 AM
ফরেক্স ব্যবসা খুব ভাল ব্যবসা। যদি কেউ ফরেক্স ব্যবসাকে প্রফেশন হিসাবে নিতে চায় তাহলে খারাপ হবে না । তবে ফরেক্স ব্যাবসাকে কেউ প্রফেসন হিসাবে নেয়, আবার কেউ অফশনাল হিসেবে নেয়, যে যেভাবে ফরেক্সে এর মাঝে ভালো করতে পারে বা সুবিধা হয় সে সেভাবে ফরেক্স ট্রেড করে থাকে, কারন ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে ফরেক্স বুঝে কাজ করতে পারলে ফরেক্সের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করা যেতে পারে । ফরেক্সে কাজ করার জন্য বাইরে যাওয়ার দরকার হয় না । ঘরে বসে ফরেক্স বুঝে ফরেক্সে ট্রেড করার মাধ্যমে ফরেক্স থেকে প্রতিমাসে অনেক টাকা আয় করা যায় । কিন্তু মনে রাখতে হবে এখানে টিকে থাকতে হলে অনেক মূলধন এবং জ্ঞান এর দরকার হয়। অনেক কিছুর জানার আছে ফরেক্স সম্পর্কে। একটু ভুলের কারনে যে কোন সময়ে আমার এ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। ফরেক্স মার্কেট মূলত অনিশ্চয়তার মার্কেট।

Mas26
2021-11-10, 11:15 AM
প্রফেশন হিসাবে ফরেক্স কে অনেকেই বেছে নিতে পারেন। কারণ ফরেক্স মার্কেট এনালাইসিস করে ভাল ভাবে ট্রেড করতে পারলে এখান থেকে প্রফিক হবে।ফরেক্স এমন একটি বিষয় যা আমরা প্রফেশন হিসেবে নিতে পারি।ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিনই যেকোনো সময়ই খোলা থাকে।তাছাড়া ফরেক্স মার্কেটে খুব বেশি টাকার প্রয়োজন নেই।ঘরে বসেই ফরেক্সে ট্রেড সম্ভব।ভালোভাবে ফরেক্স সম্পর্কে জেনে ট্রেড করলে ভালো ইনকাম করাও সম্ভব।সুতরাং সবদিক বিবেচনা করে ফরেক্সে প্রফেশন হিসেবে নেওয়া যায়। যদি কেউ ফরেক্স মার্কেট কে সত্যিই ফুল টাইম ব্যবসা হিসাবে নিতে চান তা হলে তাকে অবশ্যয় ফরেক্স মার্কেটের খুটিনাটি ছোট ছোট বিষয় গুলো সম্পর্কে জানতে হবে।

FRK75
2022-08-08, 11:19 PM
ফরেক্স ব্যবসাকে অবশ্যই প্রফেশন হিসেবে নেওয়া যাই।তবে প্রফেশন হিসেবে নেবার আগে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি ৪ বছর ফরেক্স মার্কেটে পরিশ্রম করতে পারেন।কারন ফরেক্স মার্কেটের সাফলতা একদিনে আসে না তাই আপনাকে ফরেক্স মার্কেটে সফল হতে গেলে পরিকল্পনা অনুযায়ি কাজ করে যেতে হবে।আমাদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করেছে । ফরেক্সের মাধ্যমে আমরা ঘরে বসে আয় করতে পারি। ফরেক্স পেশা হিসাবে মন্দ নয় । তবে আমি মনে করি ফরেক্স কে একেবারে ফুলটাইম পেশা হিসাবে না নিয়ে পার্টটাইম পেশা হিসাবে নেয়া ভালো । আমরা অন্য যেকোনো পেশার পাশাপাশি ফরেক্স এ ট্রেড করতে পারি তাই আমাদের ফরেক্সকে ফুলটাইম পেশা হিসাবে নেয়ার কোনো প্রয়োজন নাই । তাছাড়া ফরেক্স যেমন খুব লাভজনক তেমন অনেক সময় বিশাল লসের ও কারণ হতে পারে তাই ফরেক্স পার্টটাইম পেশা হিসাবে ভালো ।

Mas26
2022-08-08, 11:55 PM
প্রফেশন হিসাবে ফরেক্স খুবই ভাল। কিন্তু আগে ফরেক্স ভালভাবে শিখতে হবে তারপর ফরেক্সকে প্রফেশন হিসাবে নিতে হবে। এজন্য ডেমো প্রাকটিস করে ট্রেডিঙে দক্ষতা বাড়াতে হবে।ফরেক্স এমন একটি বিষয় যা আমরা প্রফেশন হিসেবে নিতে পারি।ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিনই যেকোনো সময়ই খোলা থাকে।তাছাড়া ফরেক্স মার্কেটে খুব বেশি টাকার প্রয়োজন নেই।ঘরে বসেই ফরেক্সে ট্রেড সম্ভব।ভালোভাবে ফরেক্স সম্পর্কে জেনে ট্রেড করলে ভালো ইনকাম করাও সম্ভব।সুতরাং সবদিক বিবেচনা করে ফরেক্সে প্রফেশন হিসেবে নেওয়া যায়।

md mehedi hasan
2022-09-05, 10:41 AM
ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি আমাদের সবার স্বপ্ন হলো ফরেক্স কে একদিন আমাদের প্রফেশন হিসাবে নিবো।কিন্তু এই সপ্ন সবারপূরন হয় না।নানা ধরনের অদক্ষতার কারনে এই সপ্ন আমাদের স্বপ্ন থেকে যায়।প্রফেশন হিসাবে ফরেক্স অনেক বেটার।আপনি যদি চাকরি করেন আপনাকে প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট নিয়ম মেনে সময় দিতে হবে।কিন্তু ফরেক্স সম্পূর্ণ আলাদা।এখানে আপনি আপনার বস মন চাইলে কাজ করবেন না চাইলে না করবেন।কেউ আপনাকে কিছু বলবে না।মূলত ফরেক্স একটি স্বাধীন ব্যবসা।এখানে যে কোন পেশার লোক কাজ করে অর্থিক ভাবে সাবলম্বী হতে পারে।এই জন্যই ফরেক্স মার্কেট কে প্রফেশন হিসাবে বেছে নেওয়া উত্তম।

FRK75
2023-12-12, 06:31 PM
ফরেক্স ব্যবসা অন্যান্য ব্যাবসার মতই একটি ব্যবসা। ফরেক্স ট্রেড করে অনেকেই জীবন নির্ভাহ করছে। তাই ফরেক্স মার্কেটকে প্রফেশন হিসাবে নিলেও কোন ভুল হবে না। কেননা ফরেক্স থেকে যদি আপনি টাকা উপারজন করতে পারেন তবে কেন নয় প্রফেশন।ফরেক্স কে প্রপেশনাল হিসাবে নেওয়ার ইচ্ছা আছে। তবে এখনো ফরেক্স মার্কেটে কাজ করে ফলপ। এখনো পর্যন্ত কাজ করে এক ডলার প্রপিট করতে পারনাই। তবে আশা আজ পারিনাই কাল ভাল করতে পারব এই আশা নিয়ে ফরেক্স মার্কেটে কাজ করছি। আমি একদিন সফল ট্রেডার হব।

Mas26
2023-12-13, 01:10 PM
প্রফেশন হিসেবে ফরেক্স ভালই। কারণ এখানে ব্যক্তি স্বাধীনতা আছে। আপনার ইচ্ছা হল ট্রেড করলেন ইচ্ছা হল ট্রেড করলেন না। তবে আপনাকে ভাল করে বুঝতে হবে ব্যবসা টা কারণ এটা অন্য ব্যবসার মত নয়। চাল,ডাল, কাপড় ইত্যাদি বিক্রি করাও ব্যবসা, বিক্রি করলে ই লাভ এগুলোতে, কেউ যদি বলে কই এগুলো শিখা লাগেনা তাহলে ফরেক্স শিখা লাগবে কেন ফরেক্স যদি ব্যবসা হয়। আমি বলব ভাই চাল,ডাল, কাপড় ইত্যাদি বিক্রি ব্যবসাটা ও কিন্তু আপনার মনের অজান্তে কোন এক চাল/ডাল/কাপড় ব্যবসায়ী থেকে দেখতে দেখতে শিখে যাচ্ছেন। কিন্তু ফরেক্স তো আমাদের চোখের সামনে সচরাচর হচ্ছেনা তাই একটু কঠিন ই। তাই বলব ফরেক্স কে প্রপেশন হিসেবে নেয়ার আগে ভাল করে শিখুন।