PDA

View Full Version : Cad কখন কেমন ?



fh.ratul
2015-02-28, 12:00 PM
CAD Strong = AUD,NZD Strong মানে হল একি সাথে AUD,NZD সক্তিশালি হবে যদি কানাডিয়ান ডলার ভাল ফর্ম করে।
CAD Strong = USD Week আর ডলার দুরবল হয়ে যাবে যদি কানাডিয়ান ডলার শক্তিসালী হয়।

sharifulbaf
2015-12-19, 08:13 PM
ফরেক্স মার্কেট এ সিএডি শক্তিশালী হইলে ইউএসডি দুর্বল হয়ে পরে। অপ র দিকে এইউডি ও এন জেড ডি শক্তিশালী হয়। ফরেক্স মার্কেট এ ইউএসডির শক্তি যখন বেরে যায় তখন সিএডির শক্তি কমে যায়
তাই বলা যায় সিএডির দাম বাড়লে এইউডি ও এন জেড ডির দাম বারে।অপ র দিকে ইউএসডির দাম কমে।

yasir arafat
2016-04-06, 12:50 PM
এগুলো সাধারণত কারেন্সিকোরিলেশনের কারণে হয়ে থাকে।আপনি দেখবেন একটা পেয়ার যখন দূর্বল,তখন অন্য একটা পেয়ার শক্তিশালী।তখন দেখবেন অন্য পেয়ারগুলো নিউজ রিলিজ হওয়ার সাথে সাথে পরিবর্তন হয়ে থাকে।

jasminbd
2018-04-18, 12:03 PM
আজ কানাডিয়ান ডলারের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে আর সেই নিউজগুলো হল ব্যাংক অব কানাডার মনিটরিং পলিসি রিপোর্ট, ব্যাংক অব কানাডার রেট স্টেটমেন্ট এবং ওভারনাইট রেট। এই তিনটি নিউজ বাংলাদেশ সময় 8:00pm প্রকাশিত হবে। এছাড়াও বাংলাদেশ সময় 9:15pm ব্যাংক অব কানাডা প্রেস কনফারেন্স করবে। সব মিলিয়ে আজকে কানাডিয়ান ডলারের ভোলাটিলিটি অনেক বেশি হতে পারে। আশা করা হচ্ছে ব্যাংক অব ওভারনাইট রেট 1.25% তে স্থিতিশীল রাখবে। যদি ওভারনাইট রেট 1.25% বৃদ্ধি করে তাহলে কানাডিয়ান ডলার শক্তিশালী হবে। তাই নিউজ ট্রেডারা এই কারেন্সি তে ট্রেড নিতে পারেন।

jasminbd
2018-04-22, 12:38 PM
আগামি কাল রোজ সোমবার বাংলাদেশ সময় 2:30pm কানাডিয়ান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর স্টিফেন পোলজ এর বিবৃতি প্রকাশ করবে । এখানে এটি গভর্নিং বোর্ডের সাম্প্রতিক মিটিং এর বিস্তারিত রেকর্ড থাকে। এই বিবৃতিতে স্বল্প মেয়াদী সুদের রেট কি হবে অর্থাৎ সুদের হার বাড়বে না কমবে নাকি স্থির থাকবে সেটি নিয়েও আলোচনা করা হয়। তাই বলা যায় যে এই প্রকাশের পর ইউরো ভোলাটিলিটি বাড়তে পারে। মুদ্রানীতি যদি প্রত্যশার চেয়ে কঠোর হয় তাহলে তা কানাডিয়ান ডলারকে শক্তিশালী করবে এবং তার যদি মুদ্রানীতি যদি প্রত্যশার চেয়ে সহজ হয় তাহলে তা কানাডিয়ান ডলারকে দুর্বলকে করবে।