PDA

View Full Version : ডলার এর nfp-1 রিপোর্ট ।



fh.ratul
2015-02-28, 12:18 PM
প্রতি মাসের প্রথম শুক্র বারে এই রিপোর্ট প্রকাশিত হয় আমাদের দেশের সময় সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট। আপনি দেখতে পারবেন মার্কেট ৫০- ৩০০ পিপ পরজন্ত মুভ করবে। এই সময় আপনি চাইলে ভাল প্রফিট করে নিতে পারেন।

A Momin Chowdhury262
2015-04-05, 01:01 PM
আগে জানা ছিল না । জানতে পেরে খুশি হলাম । এখন থেকে এই রুটিন ফলো করব ।

sharifulbaf
2015-12-18, 04:47 PM
ফরেক্স মার্কেট এ অনেক নিউজ দেয় সেই নিউজ গুলির মধ্যে ভাল এবং গুরুত্ব পুর্ন নিউজ হল এন এফ পি নিউজ। এই নিউজ ফরেক্স মার্কেট এ প্রত্যক মাসের প্রথম ১ থেকে ৪ তারিখের মধ্যে প্রকাশ করা হয় এই সময়ে মার্কেট অনেক বড় ধ রনের উঠা নামা করে অনেক সময় ৫০ বা ২৫০ পিপ স উঠা নামা করে থাকে একে অনেকে কাজে লাগিয়ে প্রফিট নিয়ে থাকে।

yasir arafat
2016-04-06, 12:48 PM
আমি সামনের বছর থেকে এই নিউজকে মেনে চলার চেষ্টা করব।তবে এর সাকসেস রেটটা কম বেশি মিলিয়ে আমি মোটামুটি ভালই দেখছি।প্রায় ট্রেডার এই নিউজটা ফলো করে।আমাদের উচিত আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে এটাকে যোগ করা।

Realifat
2016-06-22, 08:25 AM
হ্যা, আপনি ঠিকই বলেছেন। ডলারের সবচেয়ে বড় নিউজ হচ্ছে এনএফপি নিউজে। এই নিউজে মার্কেটে প্রায়ই বড় ধরনের পরিবর্তনের আসে যেটা অনেক দ্রুতই বোঝা যায়। তাই এই নিউজের সময় খুবই সতর্কতার সহিত বুঝে শুনে ট্রেড করার প্রয়োজন।এসময় ভালোভাবে পজিটিভ ট্রেড করতে পারলে প্রচুর প্রফিট করা সম্ভব।

Rassel Vuiya
2018-02-12, 01:21 PM
প্রতি মাসের প্রথম শুক্র বারে এই রিপোর্ট প্রকাশিত হয় আমাদের দেশের সময় সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট। আপনি দেখতে পারবেন মার্কেট ৫০- ৩০০ পিপ পরজন্ত মুভ করবে। এই সময় আপনি চাইলে ভাল প্রফিট করে নিতে পারেন।

ডলারের সবচেয়ে বড় নিউজ হচ্ছে ননফার্ম পেরোল বা এনএফপি। নামে ননফার্ম হলেও শুধু কৃষি নয়, সাথে সরকারি কর্মচারী, পরিবারের ব্যক্তিগত কর্মচারী আর অলাভজনক প্রতিস্থানগুলোর কর্মচারীদের বাদ দিয়ে মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো প্রতি মাসের প্রথম শুক্রবার প্রকাশ করে পূর্ববর্তী মাসে যুক্তরাষ্ট্রে চাকরির সংখ্যা কি আগের থেকে বাড়ল না কমল। শুধু তাই না, বাড়লে কয়টা বাড়ল আর কমলেও কয়টা কমলেও সে সংখ্যাটাও। যেহেতু, কৃষি খাতকে বাদ দিয়েই এই হিসাবটা করা হয়, তাই এর নাম হয়েছে ননফার্ম পেরোল।
ধরা হচ্ছে এবার ফলাফল আসতে পারে ১৬১০০০ (161K), এটাই হল Forecast। এখন Forecast থেকে যদি আসল ফলাফলের মান বেশি হয়, অর্থাৎ ১৬১০০০ (161K) থেকে বেশি আসলেই তা ডলারকে শক্তিশালী করবে। ধরুন মান আসলো ১৯৫০০০ (195K). তবে কি বুঝলেন? ডলার শক্তিশালী হয়ে গেছে? তাই হওয়ার কথা নিউজের সূত্র অনুযায়ী। নিউজটি ডলারের জন্য ভালো এসেছে। কিন্তু তাই বলেই যে ডলার শক্তিশালী হয়ে যাবে বা পেয়ারে প্রভাব পড়বে তা নয়। আরও অনেক ধরণের ব্যাপার এখানে কাজ করে। অন্য গুরুত্বপূর্ণ নিউজের প্রভাবে অনেক সময় অন্য নিউজ তার প্রভাব হারায়। এছাড়া রাজনৈতিক, দুর্যোগ এসব কারণ তো রয়েছেই। তাই শুধুমাত্র ফলাফল দেখেই ট্রেডে ঝাপিয়ে পড়া ঠিক নয়। তাতে ভুল ট্রেডের সম্ভাবনাই থাকে বেশি। এই নিউজে মার্কেটে প্রায়ই বড় ধরনের পরিবর্তনের আসে যেটা অনেক দ্রুতই বোঝা যায়। তাই এই নিউজের সময় খুবই সতর্কতার সহিত বুঝে শুনে ট্রেড করার প্রয়োজন।