PDA

View Full Version : ইউরো অর্থনীতি এর সাথে ডলারের সম্পর্ক ।



fh.ratul
2015-02-28, 12:22 PM
ইউরো এর সাথে ডলার এর খুব আন্তরিক এক ভালবাশার সম্পর্ক আছে। অনেক সময় দেখা যায় এই পেয়ারে কোন নিউজ ভাল কাজ করে না। তাই এই পেয়ার এ ট্রেড করতে ভাল করে চিন্তা করে ট্রেড করবেন । নইলে লস এর সম্ভাবনা অনেক থাকবে।

Atiqur Rahman
2015-03-26, 11:09 PM
ইউরো এবং ডলারের সাথে একটি আন্তরিক সম্পর্ক বিদ্যমান। এই দুটি মুদ্রার মান প্রায়ই ওঠানামা করে থাকে। তাই ট্রেডারদের অনেক সতর্কতার সাথে কাজ করতে হবে।

A Momin Chowdhury262
2015-04-04, 12:14 PM
ইউরো এবং ডলার উভয়টি বিশ্ব বাজারে অনেক গুরত্ত পূর্ণ । এই দুটির দাম খুব বেশি উঠা নামা করে । তাই ট্রেড করার সময় খুব সতর্কতার সাথে ট্রেড করতে হয় ।

HELPINGHAND
2015-04-28, 08:15 PM
একাউন্ট ওপেন করার পর থেকে এই পর্যন্ত যত লস করছি তার শতকরা আশি ভাগ লস হইছে eur/usd পেয়ারটাতে। এইটা এমন একটি পেয়ার যেখানে প্রফেশনাল ট্রেডাররা ট্রেড করে থাকে। যেহেতু তাদের সাথে প্রতিযোগীতা খুব সহজ ব্যাপার না তার পরেও যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন পেয়ারটি আপনাকে নিরাশ করবেনা।

yasir arafat
2016-04-04, 02:22 PM
ইউরোর সাথে ডলারের একটা মিলনমুখী সর্ম্পক রয়েছে।এতে আমরা একটি জিনিস স্পষ্ট যে ,এদের একটা কানেন্সি কো রিলেশন রয়েছে।সুতরাং আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখি যে ফরেক্সে একটি কারেন্সি অন্য আরেকটি কারেন্সিকে প্রভাবিত করতে পারে।