PDA

View Full Version : ফোরামে দিনে সর্বোচ্চ কয়টা পোস্ট দিতে পার&#



Harun1650
2015-03-02, 11:43 PM
ফোরামে একজন দিনে কয়টা পোস্ট দিতে পারবেন? একজন ট্রেডার চাইলে একাধিক পোস্ট দিতে পারবেন কিন্তু এর পরিমান টা কত কেও কি বলতে পারেন ? নিশ্চই আপনার মতামত দিবেন।

fxtdr
2015-03-03, 12:27 AM
আপনি ফোরাম থেকে মাসে সর্বোচ্চ ২৫০ $ পেতে পারেন। এখন আপনি দিনে কতটি পোস্ট করবেন সেটা আপনার ব্যাপার। আপনি দিনে ৩০ টা করে মানসম্মত পোস্ট করেন তাহলে আপনি মাস শেষে অনেক ভালো একটা পরিমানের বোনাস সঞ্চয় করতে পারবেন যেটা দিয়ে আপনি পরের মাসে রিয়াল ট্রেড করতে পারবেন।

FHGCXB
2015-03-03, 07:26 AM
ফোরামে মাসে সর্বোচ্চ ২৫০ ডলার পেতে পারেন। সেই হিসাবে দিনে ৮ ডলারের একটু বেশি পাবেন। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪১-৪২ টি পোস্ট করতে পারবেন। তবে প্রতিদিন ৩০ টি মান সম্মত পোস্ট করাই যথেষ্ট।

nizam
2015-03-03, 11:10 AM
ফোরাম থেকে আপনি প্রতি মাসে ২৫০ ডলার আয় করতে পারেন । তাই আপনি দিনে গড়ে ৪০ টি পোস্ট করতে পারেন। তবে আমি মনে করছি আপনি যদি দিনে গড়ে ৩০ টি মান সম্মত পোস্ট করেন সেটাই ভাল। ফোরাম হচ্ছে বোনাস পাওয়ার সাথে সাথে একটা শিখার স্থান। তাই আমাদের উচিত পোস্টিং করার সাথে সাথে ফোরাম থেকে ফরেক্স সম্পর্কে সব ধরনের তত্ত্ব জানা। এতে আমাদের রিয়েল ত্রাদ করতে সুবিধা হবে।

Abdul Momin Chowdhury262
2015-03-03, 02:08 PM
ফোরাম থেকে মাসে ২৫০ ডলার আয় করা যায় । সে হিসাবে আপনি প্রতিদিন ৪০ টি পোস্ট করতে পারবেন , তবে প্রতিদিন ৩০ টি মান সম্মত পোস্ট করতে পারেন । যা দিয়ে পরবর্তীতে আপনি ট্রেড করতে পারবেন ।

kazolkhan
2015-03-20, 10:57 PM
ভাই ফোরাম হচ্চে গরিব্দের এই মার্কেট এ আশার একটি উপায় । তাই মাশে ২৫০ ৳ পরজন্ত করা যায় । তবে আমার মতে আপনি প্রতিদিন ২০ থেকে ৩০ এর বেশি ফোরাম না করাই ভাল । যদি লোভ করেন তাহলে বিপরিত কিছু হতেই পারে ।

monorom
2015-03-23, 04:25 PM
আপনি এক মাসে ২৫০ ডলার ফোরাম পোস্ট করতে পারেন । প্রতি পোস্ট এর জন্য আপনি ২০ সেন্ট করে পাবেন । আপনি প্রতিদিন গড়ে ৪০ থেকে ৪১ টি পোস্ট করতে পারেন । অবশ্যই আপনার পোস্ট এর মান ভালো হতে হবে । পোস্ট এর মান খারাপ হলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে জেতে পারে । তাই আপনি দিনে কম পোস্ট করলেও পোস্ট গুলো মানসম্মত পোস্ট করেন ।

amitbd
2015-03-23, 04:38 PM
আমি যতটুকু জানি ফোরামে আপনি প্রত্যেক দিন কম করে হলেও 25 টা দিয়াই ভাল যদি আপনি পারেন , কিন্তু ফোরামের নিয়ম গুলো আগে ভাল করে দেখে নিবেন । যাতে করে আপনাকে অসুবিধায় পড়তে না হয় ।

NaimurRahman
2015-03-23, 04:41 PM
ফোরাম হচ্ছে কোন বিষয়ের উপরে মতামত নেয়ার একটি মাধ্যম। যেখানে পোস্ট করলে, টাকা পাওয়া যায় না, আমরা কিন্তু সেখানেও পোস্ট করি। যেমনঃ ফেসবুক,টুইটার ইত্যাদি। তবে এখানে আমাদের একটা সন্মানি দেয়া হয়। এটাই তো অনেক কিছু। তাই বলে সন্মানি-র জন্য পাল্লা দেয়া ঠিক না। আমাদের উচিৎ মানসম্মত মতামত দেয়া। য়ার তাতে যা আসে, ওতেই খুশি থাকা।

habib
2015-03-23, 04:44 PM
আমি নতুন আমি জানিনা তবে দিনে ৩০ পোস্ট দেয়া যায় ।

TselimRezaa
2015-03-23, 09:13 PM
ফোরামে পোস্ট করার জন্য একটা নির্দিষ্ট সম্মানী দেয়া হয়। এটা অনেকেই ফোরাম পোস্টিং করতে আগ্রহী করে। ফোরামে পোস্ট করে মাসে ২৫০ ডলার পাওয়া যায় যা দিয়ে পরবর্তিতে ট্রেড করা যায়। তবে আমার মতে দিনে ২০-৩০ টা মানসম্মত পোস্ট করলে মাস শেষে একটা ভালো এমাউন্ট পাওয়া যায় আর কোনো অপ্রত্যাশিত ঝামেলাতেও পড়তে হয় না।

Shimanto754
2015-05-16, 07:29 PM
ফোরাম হচ্ছে একই সাথে ফরেক্স শিখা এবং ফরেক্সের বিভিন্ন বিষয়ে মতামত প্রদর্শনের জায়গা।এখানে মানসম্মত মতামত উপস্থাপনের চেষ্টা করতে হবে।তবে একটা লিমিট তো থাকা চায়।আমি যতদূর জানি দিনে গড়ে ৩০-৪০ টি পোস্ট সর্বোচ্চ দেওয়া যেতে পারে। পোস্টগুলো মানসম্মত করার চেষ্টা করা ভালো।তানা হলে আজেবাজে এবং অনবরত স্পামিং করার জন্য ব্যন্ড হয়ে যেতে পারেন।

Bappy01
2015-05-17, 11:21 AM
ফোরামে দিনে সর্বোচ্চ আমি 40 টা পোষ্ট দিতে পারি। আমার মনে হয় এ বেশি পোষ্ট দেয়া উচিত না যদি আপনি বেশি বেশি পোষ্ট দেন তাহলে ব্যন্ড হয়ার সম্ভবনা থাকে এবং অনেত সমস্যাও হতে পারে। এনিতে আপনি যদি প্রতিদিন 30-40 টা পোষ্ট দেন তাহলে আপনার মাসে অনেক ডলার হবে আর আপনি সেই ডলার দিয়ে ভাল ভাবেই ট্রেড করতে পারবেন।

pallabbd
2015-05-17, 02:57 PM
আপনি প্রতিদিন ফরেক্স বাংলা ফোরামে ৪০ টা পোস্ট করতে পারবেন। প্রতিদিন ৪০ টা করে পোস্ট করে প্রতিমাসে আপনি অনেক বোনাস সঞ্চয় করতে পারবেন। আপনি সর্বোচ্চ ফোরাম থেকে ২৫০ ডলার প্রতিমাসে পেতে পারেন যেটার সাহায্যে আপনি রিয়াল ট্রেড করতে পারবেন এবং সেখান থেকে প্রফিট করতে পারবেন। ধন্যবাদ

kamrul10
2015-05-17, 05:58 PM
এ বিষয়ে আমি নতুন।আমার সঠিক ধারনা নাই। তবে দিনে ৩০থেকে ৪০ টা পোষ্ট দেওয়া যেতে পারে। তবে পোষ্ট গুলো অবষ্যই মান সম্মত হতে হবে।

mdfarhan
2015-05-17, 08:16 PM
ফোরাম দিনে আপনি মোটামোটি ৫০ টি করে পোষ্ট করতে পারবেন বলে আমি মনে করি আর আপনি মাসে ফোরামে ২৫০৳ আয় করতে পারবেন তাই আমি বলবো যে আপনি ফরেক্স এই হিসাব করে পোষ্ট করুন যেন আপনি মাসে ২৫০৳ হয়। তাই আমি বলবো আপনি দিনে ৪০ টি করে পোষ্ট করুন তাহলে ভালো হবে।

Harun1650
2015-05-17, 08:44 PM
আমার জানা মতে ফোরাম এ আপনি একদিনে চাইলে ২৫ থেকে ৩৫ টা পোস্ট করতে পারবেন, তবে কথা হচ্ছে আপনি কারো পোস্ট কপি পেস্ট করতে পারবেন না এবং এক পোস্ট এ একাধিক বার পোস্ট করতে পারবেন না। এছাড়া আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার পোস্ট যাতে মান সম্মত হয় এবং চেষ্টা করবেন বানান যাতে ভুল না হয় কারন আপনার পোস্ট মান সম্মত না হলে মাস শেষ এ আপনার একাউন্টি হয়ত ব্লক হয়ে যাবে আর নয়ত আপনার ফোরাম বোনাস আপনার একাউন্ট এ এড হবে না।

Dulal
2015-05-17, 09:23 PM
ফোরামে দিনে কয়টা পোস্ট দেয়া যায় তার কোন নির্দিস্ট নিয়ম নেই। তবে মাসে ২৫০ ডলার পর্যন্ত ফোরাম করা যায়। ২৫০ টি পোস্ট করতে ফোরাম করা লাগে ২৫০*৫= ১২৫০ টি পোস্ট। এখোন এই ১২৫০ টি পোস্ট মাসের যেকোন দিন বা প্রতিদিন ৩০-৪০ টা করে পোস্ট করা যায়। মুলত ২৫০ ডলার এর বেশি এক মাসে ফোরাম থেকে নেয়া যায় না।

banglarkal
2015-05-18, 12:11 AM
আমি জানি ফোরাম পোস্ট ার মাধমে মাশে ২৫০ ডলার আয় করা জায় যা দিয়া পরবরতিতে রিয়াল ত্রাদিং করা জায় । আমার মনে হয় প্রতিদিন সরবচ্ছ ২৫-৩০ টা মানশম্মত পোস্ট করা ভাল । ার যদি টা না হয় তবে বুঝতে হবে এই খান থেকে যা আশ্চে টা আপনার জনা যথেষ্ট । ফরেম পস্তের মুল উদেসস হওা উছিত আমদের ফরেক্স ত্রাদিং আলছনা করা এবং এই খান থেকে ফরেক্স ার অজানা তথ্য জানা এবং অন্ন কে জানানো ।

mpapayar
2015-05-18, 10:22 AM
ফরেক্স ফ্রম মাসে ২৫০ ডলার করা জাওয়।তবে নতুন যারা তাদের উচিৎ হবে পোস্ট কম হলেও মানসম্মত পোস্ট করা।দিনে ২০ থেকে ২৫ টা পোস্ট করা জতেস্থ। যারা ভাল পারে তারা দিনে ৩০ বা তার বেশি ও করতে পারে।আমি মনে করি ৮ ডলার সমান পোস্ট করতে পারলে ভাল হয়।

rajib01
2015-05-19, 12:43 PM
ফরেক্স এর ফোরাম এ আপনি প্রতিদিন ৩০ করে পোস্ট করতে পারবেন তবে পোস্ট ভাল হতে হবে পোস্ট কোন কপি পেস্ট হলে হবে না একি জায়গার বার বার পোস্ট করতে পারবেন না আপনি ফোরাম এর রুলস মেনে পোস্ট করতে পারেন কোন প্রবলেম হবে না ।

moinuddib
2015-05-19, 12:54 PM
ফরেক্স ফোরাম এ প্রতিটি পোস্ট এর জন্ন ২০ সেন্ট করে সম্মানী দেয়া হয় আর আপনি মাসে ২৫০ ডলার আয় করতে পারেন সে হিসাবে ৪০ / ৪১ টা পোস্ট করা যায়। তবে ৩০ টার মত মান সম্মত পোস্ট করলে ভাল যা সবার কাজে আসবে। বেশী সম্মানির জন্ন গদ বাঁধা পোস্ট দেয়া উচিত না।

Ali77
2015-05-19, 02:53 PM
ফোরাম থেকে প্রতি দিনে গড়ে ৩০ টি পোস্ট করতে পারেন তবে আমার মনে হয় আপনি যদি দিনে গড়ে ৩০ টি মান সম্মত পোস্ট করেন সেখানে অনেক ভাল হবে ফোরাম হচ্ছে বোনাস পাওয়ার সাথে সাথে শেখার একটা ভাল উপায় তাই আমাদের উচিত ফোরাম পোস্টিং করার সাথে সাথে ফোরাম থেকে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জেনে ভাল অভিজ্ঞতা অরজন করা যায় যা দিয়ে পরবর্তীতে আপনআর ট্রেড করা সহজ হবে।

shimulmoni
2015-05-30, 01:10 PM
ভাই ফোরামে দিনে কয়টা পোস্ট করা যায় তার কো ন সঠিক হিসারব আমার জানা নেই তবে আপনি মাসে ফোরাম করে সর্বোচ্ছ ২৫০ ডলার আয় করতে পারেন আর ফোরামে যেহেতু মাসে ৩০ দিনই পোস্ট করার যাই সেই হিসাবে আপনি দিনে ২৫০/৩০= ৮.৩৩ ডলারের মানে প্রায় ৪২ টা পোস্ট করতে পারেন যদিও আমি দিনে ৫০ টা থেকে ৬০টা পোস্ট সর্বোচ্ছ করেছি। ধন্যবাদ।

Talha
2015-06-09, 03:57 PM
মান সম্মত ৩০ টা পোষ্ট দেওয়াই ভাল আমর পুরোপুরি জানানেই তা আমার যা মনে হয়।

roni11
2015-06-12, 09:14 PM
ফরামে সাধারন্ত মাসে ২৫০৳দলার দিয়ে থাকে তাই প্রতিদিন ৪০-৪২ টি পোস্ট প্রতিদিন করা জায় থাহলে মাসে একটি ভাল প্রফিত আসে তবে প্রতিদিন ভাল করে পোস্ট করতে পারলে একটি একাউন্টে ভাল ডলার আসবে তাই একটি একাউন্ট করে ভাল করে পস্ট করতে হবে।

AbuRaihan
2015-09-28, 09:13 PM
ফোরাম আমাদের মত গরিব ট্রেডারদের জন্য আশির্বাদস্বরুপ । যারা ডিপোজিট সরাসরি নিয়ে ফরেক্স করতে পারেনা তাদের জন্য ফরেক্স ফোরাম বাংলাদেশের এই ব্যবস্থা । আপনি এখান থেকে প্রতি পোস্টে ০.২০ সেন্ট করে পাবেন এবং একমাসে সর্বোচ্চ ২৫০ ডলার বোনস পেতে পারেন মানসম্মত পোস্ট প্রদানের মাধ্যমে । আমার জান মতে এখানে দিনে সর্বোচ্চ কয়টা পোস্ট দিতে পারবেন তার কোন লিমিট নেই । তাই নিজের সময়মত মানসম্মত পোস্ট করে বোনস অর্জন করুন এবং তা দিয়ে রিয়েল একাউন্টে ট্রেড করতে পারবেন ।

Imran2
2015-09-29, 12:43 AM
ফরেক্স ফোরামে দিনে কত গুলো পোস্ট দেয়া যায় তা আমার জানা নেই ।তবে আপনি ফোরাম থেকে মাসে ২৫০ ডলার বোনাস নিতে পারবেন ।সেই শতকরা হিসেব করলে আপনি ডেইলি ৪১ টা পোস্ট করতে পারবেন সর্বচ্চো ।

onlyfx
2015-10-31, 03:11 PM
ফোরামে আপনি দিন কতগুলো পোস্ট করবেন এর জন্য কোন বাধাধরা নিয়ম নাই । তবে হ্যাঁ আপনি মাসে সর্বোচ্চ ২৫০ ডলার এর সমপরিমান পোস্ট করতে পারেন । হতে পারে আপনি প্রতিদিন পোস্ট করতে সময় পান না । সেক্ষেত্রে আপনি যেদিন সময় পাবেন সেদিন বেশি করে পোস্ট করতে পারবেন । সেটা ১ টা পোস্টও হতে পারে আবার ১০০ টা পোস্টোও করতে পারেন । আপনার পোস্ট যদি মান সম্মত হয় তাহলে কোন বাধা নাই পোস্ট করতে । আমি নিজেই করেছি মাসের শেষ সময় গুলোতে ।

SyedImrul8008
2015-10-31, 06:01 PM
আপনি বেশ ভাল একটি প্রশ্ন করেছেন ফোরামে দিনে আপনি প্রতিদিন আপনার ইচ্ছামত যত খুশি তত পোস্ট করতে পারবেন না এক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে আপনি একদিনে সবোচ্চ ৪০ থেকে ৪৫ টা পোস্ট ফরেক্সের এই ফোরামে করতে পারবেন মোট কথা আপনি প্রতিমাসে ২৫০ ডলারের বেশি এখান থেকে বোনাস নিতে পারবেন না।

raju0000
2015-10-31, 06:27 PM
ইন্স্তফোরেক্ষ এ এইধরনের কোনো নিয়মের বেপারে উল্লেখ করা হয় নাই, তবে কিছু ন্তিমালা রয়েছে, আপনাকে যেগুলো খেয়াল করে চলা উচিত যদি আপনি বান থেকে মুক্ত থাকতে চান, যেমন আপনি সুধু মাত্র বোনাস অর্জন করার উদ্দেশে যদি, প্রতিদিন অসংখ উদ্দেশহীন পোস্ট লিখে যান, তাহলে আপনার একাউন্ট বান হয়ে যেতে পারে, এবং বাংলায় পোস্ট করতে হবে, এটি বাংলা ফরেক্স এর নিয়ম.

shuvo97
2015-10-31, 06:53 PM
আমার মনে হয় যে ফোরামে দিনে ২৫-৩০ টা পোস্ট করা যেতে পারে । আমার ফোরাম সম্বন্ধে ভাল ভাবে আমার জানা নেই কিন্ত এর বিষয় আমি জানার চেষ্টা করছি । হয়তো আস্তে আস্তে ফোরামের বিষয় আরও জানতে পারব ।

Md Mirazul
2015-10-31, 11:44 PM
ফরেক্স হচ্ছে একটি আন্তর্জাতিক মুদ্রা ক্রয় ও বিক্রয়ের মাধ্যম । আমরা ঘরে বসে যেকোন দেশের মুদ্রা খুব সহজে কিনতে পারি আবার বেচতেও পারি । এই বেচা কেনার মাধ্যমে প্রতিমাসে হাজার হাজার টাকা আয় করা সম্ভব । এজন্য এ ব্যবসা করতে হলে টাকার প্রয়োজন হয় , যার কারনে অনেকে করতেও পারেনা টাকার অভাবে । কিন্তু ফরেক্স এর ফোরাম পোষ্টে কাজ করার জন্য কোন টাকার দরকার হয় না । ফ্রীতে কিছু প্রশ্নের উত্তর করতে পারলে প্রতিমাসে ঘরে বসে বিনা ইনভেস্টে টাকা আয় করা যায় । ফোরামে দিনে সর্বোচ্চ ৩০ টা প্রশ্নের উত্তর করা যাবে । কম করলেও কোন সমস্যা নেই ।

Md Mamun Khan
2015-11-01, 10:22 AM
একজন ব্যক্তি দিনে তার ইচ্ছা মতো পোস্টদিতে পারবেন। একজন ব্যক্তি দিনে সরবচ্চ ২৫০$ ডলার আই করতে পারবে। আমার মতে দিনে ৩০ টা পোস্ট করাই উত্তম।

Furkan
2015-11-01, 11:03 AM
ফোরামে দিনে সরবোচ্চ ৪০ টা পোস্ট দিতে পারেন । যদি ও দিনে ৪০ টা পোস্ট দিয়া যায় । সাধারনত দিনে ২০ থেকে ৩০ টা পোস্ট দিয়া যায়। আর তারাই দিনে ৪০ টা পোস্ট দিতে পারে যারা বেকার থাকেন । এমন ও আছে যে অনেকে তারা দিনে ৪০ টি পোস্ট করে করতে চাই কিন্তু তারা বিভিন্ন সমস্যার কারণে পোস্ট করতে পারে না।

sumon37
2015-11-01, 07:45 PM
আপনি এক মাসে ২৫০ ডলার ফোরাম পোস্ট করতে পারেন। তবে আমার মতে আপনি প্রতিদিন ২০ থেকে ৩০ এর বেশি ফোরাম না করাই ভাল। সে হিসাবে আপনি প্রতিদিন ৪০ টি পোস্ট করতে পারবেন। তবে প্রতিদিন ৩০ টি মান সম্মত পোস্ট করতে পারেন। তাহলে আপনি মাস শেষে অনেক ভালো একটা পরিমানের বোনাস সঞ্চয় করতে পারবেন যেটা দিয়ে আপনি পরের মাসে রিয়াল ট্রেড করতে পারবেন।

sharifulbaf
2016-01-15, 03:53 PM
বাংলাদেশ ফরেক্স ফোরামে কি পরিমানে পোস্ট করা যায় তা বলতে পারবনা,কিন্তু অনেক পোস্ট করতে পারবেন মাস শেসে ২৫০ ডলারের উপরে পাবেনা,তাই আমাদের সেই ভাবে পোস্ট করতে হবে যেন আমরা ফোরামে পোস্ট করে ২৫০ ডলার যাতে নিতে পারি সেই ভাবে পোস্ট করা।

mmlm
2016-01-15, 06:42 PM
ফ*রেক্স একাজ এর জন্য কত গু*ণলা পোষ্ট দি*তে পার ব তা উ*ল্লেখ করার প্র*য়োজন নই ব*লে আ*মি ম*নে ক*রি কেননা যায় যত বার খু*শি ততবার*পোষ্ট দি*তে পা*রে ত*বে সবা কি অ*নেক পোষ্ট দেয়,*দেয়না তাই যার যা খু*শি তাই ততবার পোষ্ট দি*তেপা*রে।

basaki
2016-01-15, 06:49 PM
বাংলাদেশ ফরেক্স পোরামে আপনি যত খুশি পোস্ট কতে পারবেন। এর জন্য কোন বাধা নেই তবে আপনি যতই পোস্ট করেন না কেন আপনাকে পোস্ট বনাস মাস শেষে ২৫০$ এর বেশি দেওয়া হবে না। কারন আপনি যখন পোস্টিং করার নিয়ম কানুন দেখবেন তখন সেখানে এটা দেখতে পারবেন।

Sahed
2016-01-15, 06:59 PM
ফোরামে দিনে কয়টি পোস্ট করা যেতে পারে এ বিষয়ে আমারও অজানা । তবে *আমি এটা জানি যে ফোরাম থেকে মাসে ২৫০ ডলারের বেশি বোনাস হিসেবে পাওয়া যায় না । প্রতি পোস্ট এ ফোরাম আপনাকে দেবে ২০ সেন্ট । সেই হিসেবে দিনে ৪১ টার বেশি পোস্ট করা যেতে পারে । তবে আমি মনে করি দিন প্রতি ২৫ টার মধ্যে পোস্ট করা উত্তম । ধন্যবাদ ।।

Md Akter Hossain
2016-01-16, 12:20 AM
বাংলাদেশ ফরেক্স পোরামে আপনি যত খুশি পোস্ট কতে পারবেন তবে হা আপনাকে মানসম্মত পোস্ট করতে হবে । অন্যথায় অাপনি বোনাসস শিকারী *হিসাবী চিহুত হতে পারেন । ফলে আপনার অ্যাকাউন্ট বিনা নোটিসে ব্যান করা হতে পারে । তাই এই ব্যাপারে সর্তকতা অবলম্বন করতে হবে । আশা করি বুঝাতে পেরেছি ।

Fxaziz
2016-01-16, 12:44 AM
ফরেক্স এমন একটি মার্কেট যেখানে ট্রেড করতে হলে আপনাকে ফরেক্স ট্রেড সম্পর্কে ভালভাবে জানতে হবে । ফরেক্স ফোরামে নিয়মিত পোস্ট করলে আপনি প্রতি পোস্ট এর জন্যে ২০ সেন্ট করে পাবেন । ফোরামে প্রতি মাসে ২৫০ ডলার বোনাস পাবেন । তবে ফোরামে পোস্ট গুলো যুক্তিযুক্ত হতে হবে । আপনি যদি সর্বোচ্চ পরিমাণ বোনাস পেতে চান তাহলে প্রতি দিন নিয়মিত ৩৫ থেকে ৪০ টি পোস্ট করাই উপযুক্ত ।।

sumekus
2016-01-17, 09:32 AM
আপনি ফোরাম থেকে মাসে সর্বোচ্চ ২৫০ $ পেতে পারেন। এখন আপনি দিনে কতটি পোস্ট করবেন সেটা আপনার ব্যাপার। আপনি দিনে ৩০ টা করে মানসম্মত পোস্ট করেন তাহলে আপনি মাস শেষে অনেক ভালো একটা পরিমানের বোনাস সঞ্চয় করতে পারবেন যেটা দিয়ে আপনি পরের মাসে রিয়াল ট্রেড করতে পারবেন।

force22
2016-03-11, 03:55 PM
ফরাম থেকে বোনাস ডলার দিয়ে ট্রেড করতে পারা টা একটা বড় সজোগ আমাদের জন্ন।আমার জানামতে ফোরাম থে কে মাসে সরবোচ্চ ২৫০ ডলার ওঠানো জায়।সেই হিসাবে মান সম্মত ভাবে ডেইলি ৩০-৩৫ টা পোস্ট করতে পারলে মাস শেশে ভাল একাটা বোনাস পাওয়া সম্ভব।

rahmot255
2016-03-11, 04:02 PM
আমি মনে করি আপনি ফোরাম থেকে মাসে সর্বোচ্চ ২৫০ $ পেতে পারেন। এখন আপনি দিনে কতটি পোস্ট করবেন সেটা আপনার ব্যাপার। আপনি দিনে ৩০ টা করে মানসম্মত পোস্ট করেন তাহলে আপনি মাস শেষে অনেক ভালো একটা পরিমানের বোনাস সঞ্চয় করতে পারবেন যেটা দিয়ে আপনি পরের মাসে রিয়াল ট্রেড করতে পারবেন।

fatemaakhter
2016-03-11, 04:49 PM
আপনি মাসে ২৫০ ডলার সমপরিমাণ পোস্ট করতে পারবেন ।সে হিসেবে দিনে ৪০ টি পোস্ট করতে পারবেন ।তবে আমি দিনে ২৫- ৩০ টির বেশি পোস্ট করি না ।কারন বেশি পোস্ট করলে আপনার একাউন্ত ব্লক হবার সম্ভাবনা থাকে ।

Sakar Sorkar
2016-03-11, 07:19 PM
ফরেক্স ফোরাম থেকে আপনি প্রতি মাসে ২৫০$ পেতে পারেন এর বেশী বোনাস ফোরাম থেকে আপনি পাবেন না। আপনি যদি প্রতি দিন ৩০ টা করে মান সম্মত পোস্ট করতে পারেন তাহলে মাস শেষে একটি ভালো এমাউন্ট বোনাস আপনি পাবেন যা দ্বারা পরবর্তী মােস রিয়েল ট্রেড করতে পারবেন।

Md Akter Hossain
2016-03-11, 10:43 PM
ফোরামে দিনে সর্বোচ্চ কয়টা পোস্ট দিতে পারবেন সেটা নির্ভর করে আপনি কয়টা করতে পারবেন সেটার উপর । অথাৎ আপনি যত ইচ্ছা ততটা পোষ্টিং করতে পারেন । তবে কিছু ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে । যেমন অাপনি ইচ্ছা করতে প্রতি ১০ মিনিটের মধ্যে ৫ টার বেশি পোষ্টিং করতে পারবেন না ।

pipshunter
2016-03-12, 10:26 PM
ফোরামে আপনি দিনে ১০০টা পোস্ট ও দিতে পারবেন কিন্তু এটা মনে রাখবেন যে আপনি ১মাসে ১২৩০টার বেশি পোস্ট দিতে পারবেন না এবং কোন বোনাস ও পাবেন না।

Md Sanuwar Hossain Hossai
2016-03-12, 10:41 PM
ফোরামে পোস্ট করার কিছু নিয়ম কানুন আছে। এর মধ্যে গুরুত্বপুর্ন হল ফোরাম পোস্ট করার জন্য আপনি প্রতিদিন ২০-২৫ টা পোস্ট করতে পারবেন । এর বেশি পোস্ট করলে আপনার একাউন্ট ব্যান্ড হতে পারে। তাছাড়াও আপনি প্রতি ১০ মিনিটে ৫টির বেশি পোস্ট করতে পারবেন না।

Moon
2016-06-26, 10:26 PM
ফোরাম নিঃসন্দেহে বাংলাদেশি ট্রেডারের জন্য অনেক বেশি পরিমানে একটা উপকৃত হওয়ার মতই সাইট । আর আমরা যারা এই ফোরামের সাথে জড়িত আছি তারা জানি যে আমরা বহুমুখি উপায়ে এই ফোরাম থেকে লাভবান হচ্ছি । ফোরামে পোস্টিং করার মাধ্যমে আমরা বোনাস পাই নিদ্দিষ্ট হারে । ফোরামে দিনে একাধিক পোস্ট দেওয়া গেলেও ঠিক কি পরিমাণ দিনে পোস্ট দিতে হবে তা উল্লেখ নেই । তবে অতিরিক্ত না দেওয়াই ভাল ।

Md Sanuwar Hossain Hossai
2016-06-26, 10:37 PM
ফোরামে আপনি প্রতিদিন ২৫-৩০ টি পোস্ট করতে পারবেন।। পোস্ত করার জন্য আমাদের অবশ্যই ইউনিক কিছু পোস্ট করতে হবে।। কারো পোস্ট কপি করা যাবে না।অন্য কারু পোস্ট এর অনুরুপ পোস্ট ও অগন্যভহিসেবে থাকে।। তাই হিসেব করলে দেখা যায় প্রতিমাসে আপনি ১৫০ ডলার পরজন্ত বোনাস হিসেবে নিতে পারবেন।।

motiar
2016-06-26, 11:19 PM
অলোওকিক বিষয় বলতে কিছুই নাই । রোবট রয়ছে যাকে অনেকে অলোওকিক মনে করতে পারে । তাবে যাই মনে কর হোকনা কেন এর উপর বিশ্বাস করা যাবেন । তবে লসে পড়তে হবে ।

skemon5747
2016-06-27, 12:17 AM
একটি ফরেক্স ফরোম একাউন্ট থেকে মাসে সর্বোচ্চ বেনাস ২৫০ ডলার পর্যন্ত নেওয়া যায় । তবে মাসে গড়ে প্রতিদিন ৮ ডলার বোনাস নেওয়া যায় । তবে আমর মনে হয় প্রতিদিন ৩০ থেকে ৩৫ টি করা ভাল এর বেশী নেওয়া উচিৎ নয় । আপনি যে পোষ্ট করবেন তা প্রতিটি পোষ্ট মান সম্মত হতে হবে তা না হলে ফরেক্স কতৃপক্ষ চাইলে যে কোন সময় আপনার একাউন্টটি ব্যান্ড করে দিতে পরে তাই ফরেক্স নিয়ম অনুযায়ী পোষ্ট করা ভাল ।

uzzal05
2016-06-27, 10:11 AM
আপনি যত ফোরাম পোস্ট করুন না কেন আপনি মাস শেষে ২৫০ ডলার এর বেশি পাবেন না। কারন এটা পোস্টের নিয়ম। তাই আপনি দিনে ৩০-৪০টা মান সম্মত পোস্ট করে এই ডলার পেতে পারেন। এর বেশি যতই করুন না কেন তা আপনার বাতিল হয়ে যাবে।

Ibr
2016-06-27, 10:28 AM
ফোরাম পোস্টিং এর মাধ্যমে আপনি মাসে সর্বোচ্চ $২৫০ নিতে পারেন। এখন আপনি দিনে কতটা পোস্ট করছেন তা নির্ভর করবে আপনার উপর । দিনে ৩০ টা করে মানসম্মত পোস্টিং করলে আপনি মাস শেষে $ ১৮০ ডলার পাবেন।

Sahed Srabon
2016-06-27, 02:17 PM
ফরেক্স বাংলা ফোরাম থেকে বোনস পেতে হলে আপনাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে । ফোরাম আপনাকে এক মাসে ২৫০ ডলারের বেশি বোনাস দিবে না । তাই সেই হিসেবে প্রতি পোস্টে ২০ সেন্ট করে হলে দৈনিক আপনি ৪০ টার বেশি পোস্ট করে লাভ নেই । অবশ্যই আপনি যদি একদিনেও এই ২৫০ ডলার সমমান পোস্ট করে বসে থাকেন তাও কোন ধরাবাদা নেই । ধন্যবাদ।

Foyazur
2016-06-27, 03:18 PM
ফরেক্স মার্কেট প্রতিদিন কয়টা পোস্ট করা যায় সেটা বলা আসলে অনেক মুশকিল ফরেক্স বাংলা ফোরামে আমার মতে প্রতিদিন ২০ টার বেশি পোস্ট করা উচিৎ না আপনে চাইলে প্রতিদিন অনেক গুলো পোস্ট করতে পারবেন তবে অনেক বেশি ডলার পোস্ট করলে বোনাস না ও দিতে পারে তাই অল্প পোস্ট করা ভাল রিস্ক অনেক কম থাকে।

kader
2016-06-30, 03:00 PM
আমার মতে ফোরাম থেকে মাসে সর্বোচ্চ ২৫০ $ পাওয়া যেতে পারে। দিনে কতটি পোস্ট করবেন সেটা আপনার ব্যাপার। দিনে ৩০ টা করে মানসম্মত পোস্ট করেন তাহলে আপনি মাস শেষে অনেক ভালো একটা পরিমানের বোনাস সঞ্চয় করতে পারবেন যেটা দিয়ে আপনি পরের মাসে রিয়াল ট্রেড করতে পারবেন। আর এভাবেই একজন দক্ষ ট্রেডার হতে পারবেন।

HKProduction
2016-07-03, 05:10 AM
ফোরামে দৈনিক ২৫ খেকে ৩০ টি পোস্ট দেয়াই সবচেয়ে নিরাপদ। কেননা বেশি লিখতে গিয়ে আবার পোস্টের মান নষ্ট হয়ে যেতে পারে। তাই মান সম্মত পোস্ট কম হলেও একাউন্টের জন্যে নিরাপদ। মূলা তোলা খাওয়ার চেয়ে বেগুন তোলা অনেক ভাল। তাছাড়া বেশি বোনাস পেলেও লাইভ একাউন্টে ট্রেড করে তা ধরে রাখা অনেক কঠিন ব্যাপার। সেজন্যে কম বোনাস নিয়ে রিয়েল ট্রেড প্রাকটিস করা অনেক ভাল। এতে ট্রেড শেখা যায়।

basaki
2016-07-03, 10:55 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে আগে ডলার ইনভেস্ট করতে হবে আর আপনি যদি সরা সরি ইনভেস্ট করতে অক্ষম হন তবে আপনি ফরেক্স ফোরামে পোস্ট করেও ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন আর আপনি দিনে ক্ত গুলি পোস্ট করতে পারবেন তার কোন নির্দ্দিস্ট কোন সংখা নেই।

SAHADAT
2016-08-23, 10:15 PM
বাংলাদেশি ট্রেডারের জন্য অনেক বেশি পরিমানে একটা উপকৃত হওয়ার মতই সাইট । আর আমরা যারা এই ফোরামের সাথে জড়িত আছি তারা জানি যে আমরা বহুমুখি উপায়ে এই ফোরাম থেকে লাভবান হচ্ছি । ফোরামে পোস্টিং করার মাধ্যমে আমরা বোনাস পাই নিদ্দিষ্ট হারে । ফোরামে দিনে একাধিক পোস্ট দেওয়া গেলেও ঠিক কি পরিমাণ দিনে পোস্ট দিতে হবে তা উল্লেখ নেই ।

hipo777
2016-08-23, 10:16 PM
লাভবান হয়, আমরা লাভ করি বা লস করি।তাকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। দের কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ এই লাভ কে স্প্রেড বলে।যে ব্রোকারের স্প্রেড যত কম সেই ব্রোকার তত ভাল আমাদের জন্য,যেমন ইনস্টাফরেক্স।

fxinfo
2016-08-23, 10:57 PM
ফোরামে দিনে কতটি পোষ্ট করতে হবে তা নিভর করবে মাসিক ব্যালেন্স এর উপর । আপনি এক মাসে ২৫০ ডলার ফোরাম থেকে বোনাস পেতে পারেন । সেই হিসাব করে পোষ্ট করতে হবে । তবে আমি আমার মত করে পোষ্ট করি । এসব কোন হিসাব নিকাশ করে নয় । আপনি শেখার জন্য পোষ্ট করেন কাজে লাগবে ।

Challange
2016-08-23, 11:02 PM
আমি অনেক ফোরাম রুলস পড়েছি এই বিষয়টা নিয়ে কোথাও স্পষ্ট বক্তব্য পায় নি । তবে এখানে উল্লেখ আছে যে একজন ট্রেডার প্রতি মাসে এখান থেকে সর্বোচ্চ দুইশত পঞ্চাশ ডলার পোস্টিং বোনাস পাবে । আর এই পোস্টিং বোনাস দিয়ে সে অনেক বেশি পরিমাণে নিজের ট্রেডিং ডেভলপ করতে পারবে । আর মাসে সর্বোচ্চ পোস্ট নিতে হলে দিনে সর্বোচ্চ যা পোস্ট দেওয়ার তাই হিসেব করে দিলে ভাল ।

hipo777
2016-08-23, 11:14 PM
যখন কোনো ট্রেডার লস খাবে তখন লস কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। পারবে বলে আমার মনে হয় না তবে নিউজ সাইট পড়ে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা পাবেন। যা কাজে লাগিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ট্রেড করার জন্য শুধুমাত্র নিউজ সাইটের উপর নির্ভরশীল হলে চলবে না নিজের বিচার ক্ষমতাও থাকতে হবে। গুলো ব্রোকার পাবে।আর আমরা যে ট্রেড ওপেন করি সেখানে কমিশনের কারণে প্রথমে ট্রেড লসে যায়। সেই কমিশন গুলো ব্রোকারে যাবে।

hipo777
2016-08-23, 11:15 PM
লাভবান হয়, আমরা লাভ করি বা লস করি।তাকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। দের কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ এই লাভ কে স্প্রেড বলে।যে ব্রোকারের স্প্রেড যত কম সেই ব্রোকার তত ভাল আমাদের জন্য,যেমন ইনস্টাফরেক্স।

MD ALAMIN ARIF
2016-08-23, 11:16 PM
ফরেক্স ফোরাম থেকে আপনি প্রতি মাসে ২৫০ ডলার আয় করতে পারেন । তাই আপনি দিনে গড়ে ৩০-৪০ টি পোস্ট করতে পারেন। তবে আমি মনে করছি আপনি যদি দিনে গড়ে ৩৫ টি মান সম্মত পোস্ট করেন সেটাই ভাল। ফোরাম হচ্ছে বোনাস পাওয়ার সাথে সাথে একটা শিখার স্থান। তাই আমাদের উচিত পোস্টিং করার সাথে সাথে ফোরাম থেকে ফরেক্স সম্পর্কে সব ধরনের তত্ত্ব জানা।

hipo777
2016-08-23, 11:17 PM
প্রতিটি ট্রেড ওপেন হওয়ার সাথে সাথে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। স্প্রেডের মাধ্যমে ব্রকাররা তাদের লাভ নিয়ে নেয়। আর যেসব ব্রোকারে স্প্রেড সিস্টেম নেই সেসব ব্রোকার কমিশনের মাধ্যমে নিজেদের

monirapk
2016-08-24, 04:44 PM
আমি তো একজন ছাত্র তাই আমি সময় খুব কম পাই । ওয়ি জন্য আমি প্রতিদিন পোষ্ট করতে পারি না । তবে আমি ১ মাসে ১০ দিন পোষ্ট করি । তাই যে ১০ দিন পোষ্ট করি সেই ১০ দিন ৩০ টা এর বেশি পোষ্ট করি । আমি চেষ্টা করলে আমি এর থেকে ও অনেক বেশি পোস্ট দিতে পারবো । কিন্তু আর ইচ্ছা করে না । কারন আমি তো সারাদিন ব্যস্ত থাকি তাই ।

sheam
2016-08-24, 05:58 PM
মাসে 250$ পযন্ত বোনাস নিতে পারবেন এই ফোরাম থেকে।এই হিসেবে আপনার ইচ্ছা আপনি প্রতিদন কয়টা করে পোস্ট করবেন।

Afroza
2016-08-24, 06:41 PM
ফরেক্স ব্যবসা খুব ভালো একটি ব্যবসা খুব সহজে এইখান থেকে অনেক অর্থ উপার্জ করা যায় , ফরেক্সে অনেক সুযোগ রয়েছে বিনা পূঁজিতে ব্যবসা করার জন্য তেমনি একটি ফোরাম পোস্টিং । ফোরামে দিনে সর্বোচ্চ ৩০ -৪০ টা পোস্ট করা যায় অর্থাৎ ২৪০ ডলার পাওয়া যায় ।

nawfal
2016-08-24, 06:42 PM
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে আপনি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন। ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন। তাই বলে ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না। সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস। জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি

Rana mollah
2016-08-24, 06:44 PM
আমি ঠিক সিয়র না যে ফরেক্সে ফোরামে ঠিক দিনে কয়টা পোষ্ট করা যায় । তবে আমি যাদের কাছে শুনেছি তারা অনেকেই বলেছে ফোরামে দিনে ৩০ টা পোষ্ট করা যায় । কিন্তু হয়তো বা এর থেকে আর বেশি পোষ্ট করা যেতে পারে । ফরেক্সে যত বেশি পোষ্ট করা যাবে তত ভাল । এতে ফোরাম পোষ্টিং এর ডলার বেশি হলে আমাদের ট্রেড করতে সুবিধা হয় ও লাভ টা ও বেশি পাওয়া যায় । তাই ফোরামে বেশি বেশি পোষ্ট করাই ভালো , আমাদের নিজেদের সুবিধার জন্য ।

nawfal
2016-08-24, 06:45 PM
ঠিক তেমনি আবর কষ্টও দেই.কিন্তু এই সাইট ফলো করে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। নিউজ এর জন্য।তবে আমি ব্যক্তিগত ভাবে forexfactory ফলো করি।কারন এই সাইটের নিউজ গুলি সহজে বুঝা যায় এবং দ্রুত পাওয়া যায়। এঅবেগকে পাশে রেখে কাজে মনঘোগ দিলে ভালো করা সম্ভব.কারণ এঅবেগ এর বশবর্তী হয়েই আমরা অনেক সময় ভুউল সিদ্ধান্ত নেয়ে থাকি.তাই আমাদের উচিত ভুউল থেকে শিখা আর সফলতা কে অনুসরণ করা

nawfal
2016-08-24, 06:47 PM
এনালাইসিস গুলো জানার পর আপনি সে গুলো কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।

kholil
2016-09-18, 10:18 PM
ফোরামে পোষ্টের কোন নিদির্ষ্ট লিমিট নেই । একদিনে যে যত ইচ্ছা পোষ্ট করতে পারে । বেশি বেশি পোষ্ট করতে পারলে মাস শেষে বেশি বোনাস পোষিং এর ডলার পেলে ট্রেড করতে সুবিধা হয় । এতে ফরাম পোষ্ট থেকে মাসে অনেক টাকা আয় করা যায় । ফ্রীতে ফরেক্স থেকে ভটাকা আয় করার এটা একতা ভালো মাধ্যম । তাই একদিনে যার যত ইচ্ছা বেশি বেশি পোষ্ট করতে পারবে । এতে কোন সমস্যা নেই । যত বেশি পোষ্ট তত বেশি টাকা ।

Fxaziz
2016-09-18, 10:57 PM
আসলে ফোরাম এ আপনি কত গুলো পোস্ট করবেন তা নির্ভর করভে আপনার উপর।আপনি যদি বেসি সময় দিতে পারেন তাহলে আপনি বেসি পোস্ট দিতে পারবেন।তবে সেটা হতে হবে নির্দিষ্ট একটি পরিমান এর উপর।আপনি চাইলে সারাদিন ফোরাম এ পোস্ট করতে পারবেন তবে ফোরাম এর নিয়ম মেনে পোস্ট করতে হবে।তামি ফোরাম এ দিনে ২০-৩০ এর মত পোস্ট দিতে পারি।তবে আপনি চাইলে এর ছেয়ে বেসি পোস্ট ফোরাম এ দিতে পারেন।

currency
2016-09-19, 12:20 AM
আমার জানামতে ফোরাম থেকে আপনি প্রতি মাসে ২৫০ ডলার আয় করতে পারেন । তাই আপনি দিনে গড়ে ৪০ টি পোস্ট করতে পারেন। তবে আমি মনে করছি আপনি যদি দিনে গড়ে ৩০ টি মান সম্মত পোস্ট করেন সেটাই ভাল। ফোরাম হচ্ছে বোনাস পাওয়ার সাথে সাথে একটা শিখার স্থান। তাই আমাদের উচিত পোস্টিং করার সাথে সাথে ফোরাম থেকে ফরেক্স সম্পর্কে সব ধরনের তত্ত্ব জানা। এতে আমাদের রিয়েল ত্রাদ করতে সুবিধা হবে।

Rahat015
2016-09-19, 07:49 AM
আপনি ফোরাম থেকে মাসে সর্বোচ্চ ২৫০ $ পেতে পারেন। এখন আপনি দিনে কতটি পোস্ট করবেন সেটা আপনার ব্যাপার। আপনি দিনে ৩০ টা করে মানসম্মত পোস্ট করেন তাহলে আপনি মাস শেষে অনেক ভালো একটা পরিমানের বোনাস সঞ্চয় করতে পারবেন যেটা দিয়ে আপনি পরের মাসে রিয়াল ট্রেড করতে পারবেন।

Mamun13
2017-07-23, 11:08 PM
সর্বোচ্চ পোষ্ট ২০/২২ টাই লেখা ভালো হয় নইলে একাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে৷কম পোষ্ট লেখা উচিৎ আর ভালো পোষ্ট বেশি বেশি পড়া উচিৎ৷তাহলে অনেক কিছুই এখানে শিখতে পারবেন৷আমরা এখানে সবাই শিখতে চাই,শিখে-প্র্যাকটিস করে দক্ষতা অর্জন করতে এসেছি৷বেশি বেশি পোষ্ট লিখলে বোনাস শিকারী হিসেবে চিহ্নিত হয়ে ফোরাম থেকে ব্যান্ড হয়ে যাবো৷আর পোষ্ট লিখা উচিৎ নতুন তথ্য সমৃদ্ধ,অজানা খুটিঁনাটি বিষয় যেন সকলেরই কাজে লাগে৷

Mahidul84
2017-07-24, 07:25 PM
আপনি ইচ্ছা করলে ফোরামে দৈনিক সর্বোচ্চ 30/40 টি পোষ্ট করতে পারবেন যেহেতু ফোরামে উল্লেখ্য আছে আপনি মাসে সর্বোচ্চ 250 ডলার পর্যন্ত পোষ্ট করতে পারবেন। তাই ঐ হিসাব করলে দেখা যায় যে আপনি দৈনিক সর্বোচ্চ 30/40 টি পোষ্ট করতে পারবেন।

Momen
2017-07-24, 10:02 PM
আপনি ফোরাম পোস্টিং এর মাধ্যমে এক মাসে সর্বোচ্চ ২৫০ পেয়ে থাকবেন। তবে কোন এক দিনের জন্য নির্দিষ্ট পরিমান পোস্ট নির্ধারন করা আছে কিনা তা সম্পর্কে আমার ধারনা নেই। তবে যদি মাসের হসেব করা হয় তাহলে প্রতিদিন গড়ে ৪০-৪২ টা পোস্ট করা যাবে। এর থেকে বেশি পোস্ট এক দিনে করলে কোন সমস্যা আছে নাকি এই বেপারে কারো জানা থাকলে দয়া করে একটু জানাবেন প্লিজ।