PDA

View Full Version : কে কেমন প্রফিট করলেন?



fh.ratul
2015-03-03, 12:07 AM
এখন পর্জন্ত কে কেমন প্রফিট ফরেক্স এ করেছেন? আমাদের জানান। যারা নতুন তারা অনেক সাহস পাবে। আপনি যাদি এমাউন্ট না জানাতে চান সমস্যা নেই । কেমন পিপ প্রফিট করেছেন তা জানান । ।

এখন কে কি প্রেক্টিস করছেন । কেমন পেয়ার এ ট্রেদ করছেন কোন ভাল বা মন্দ উপদেশ সব কমেন্ট এ জানান।


আমি আমার টা বলছি। আমি এখনো ডেমো করছি। প্রফিট ভালই হয় দেখি। কিন্তু আমি আরো ট্রেড করে সিখে পড়ে রিয়াল এ আসব।

A Momin Chowdhury262
2015-03-12, 11:42 AM
আমি এখনো নতুন । এখনো ফোরাম পোস্টিঙের কাজ করতেছি । তাই এখনো আয় করতে পারিনাই । তবে আমি আশাবাদী অতি সত্বর আমি ফরেক্সে ট্রেড করা শুরু করব ।

Esan Islam
2015-03-15, 06:39 AM
আমি ডেমোতে ২ মাস প্র্যাকটিস করার পরে কিছুদিন ফোরাম পোস্টিং করে রিয়েল ট্রেড করা শুরু করি।রিয়েল ট্রেডে প্রথম প্রথম কয়েটা ট্রেডে ভালোই প্রফিট আসতে থাকে। কিস্তু কিছু কিছু ট্রেডে লস আসতে থাকল যা কিনা লাভের পরিমানকেও ছাড়িয়ে গেল।সব ট্রেড মিলিয়ে প্রফিট তো দূরের কথা লসই বেশি হয়েছিল। লস তো ট্রেডেরই অংশ আশা করি এখন থেকে আরো বেশি মনোযোগী হয়ে প্রফিট করতে পারব।

A Momin Chowdhury262
2015-03-16, 10:59 PM
আমি ভাই ফরেক্সে এখনো নতুন , এখনো ফোরাম পোস্টিঙয়ের কাজ করতেছি । আমি চাই ভাল করে শিখে ফরেক্স মার্কেটে যেতে । তবে আমি মনে করি নতুন অবস্থায় বেশি লাভ করা যাবেনা ।

mybff
2015-03-22, 09:46 AM
আমি এই মাসের ফোরাম পোস্টিং এর জন্য ৩১ ডলার পেয়েছিলাম আর এই ব্যালেন্স দিয়েই আমি রিয়াল ট্রেড শুরু করেছি এবং আল্লাহর রহ্মতে এখন পর্যন্ত ১০ ডলার লাভে আছি । আশা করি আরোও লাভ করব ইনশাআল্লাহ । আমি এর আগে ডেমো তে প্রাক্টিস করে আগে ফরেক্স নিয়ে এনালাইসসি করেছি এবং এখন রিয়াল ট্রেড করছি । এবং আরও বেশি বেশি শিখার চেষ্টা করছি ।

habib
2015-03-23, 01:16 PM
আমি নতুন আমি আগের মাসে ১০ ডলার লাভ করেছি ।আমি যা পেয়েছি তাতেই আমি খসি ।

zabid
2015-04-02, 03:45 PM
আমি ৪০০ ডলার লস করেছি। এখন ভাল করে মার্কেট যাচাই করছি এবং ভাল করে শেখার চেষ্টা করছি। দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ।

MD Aktarul Arefine
2015-04-09, 04:08 PM
আমি গত দশ-বারো দিন ধরে ডেমো অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করছি। ৫০০০ ইউএসডি দিয়ে শুরু করেছিলাম। আমার বর্তমান ইক্যুইটি হল ৬২৮০ ইউএসডি। আমি কি ভাল করছি না এভারেজ, বুঝছিনা। ডেমো অ্যাকাউন্ট দ্বারা ট্রেড করে প্রফিট করলে সেখান থেকে কি কিছু পাওয়া যাবে? আমার কাছে বিনিয়োগ করার মতো টাকা নাই। আমি রিয়েল ট্রেড করতে চাই। কি ভাবে শুরু করব বুঝছিনা। আমাকে একটু পরামর্শ দেবেন কি?

shojib23
2015-04-10, 12:21 AM
আমি এখনো নতুন কিন্রু ডেমো দিয়ে চেষ্টা করতেছি এখানে ভালই হচ্ছে তাই ভাবছি কিছুদিন পর আমি রিয়াল শুরু করব ।

fahimor
2015-04-30, 06:00 PM
গতকালকে EUR/USD পেয়ারের উপর Buy ধরে বেশ ভালো লাভে আছি। $25 থেকে $78 এ এসেছে। আশা করি আরো লাভ করতে পারব।

Aktarul Arefine
2015-05-11, 03:21 PM
ফোরামে কিছুদিন লিখা-লিখি করে $6.90 বোনাস পেয়েছিলাম। চলতি মাসে ঐ বোনাস আমার অ্যাকাউন্টে যোগ হয়। তারপর সেই বোনাস দিয়েই ট্রেড শুরু করলাম। কিন্তু লস হয়ে যাচ্ছে। যেহেতু আমার মূলধন অত্যন্ত সল্প, তাই 0.01 লটে ট্রেড করতে হচ্ছে। ফলে যখন লাভ হচ্ছে, তখন তা খুবি সামান্য পরিমানে হচ্ছে, আর লস হলে যদিও তা সামান্য পরিমানেই হচ্ছে, তবুও লাভ দ্বারা লস কাভার হচ্ছেনা। ফলে লস উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে। আমার মনে হয়, এত অল্প মূল্ধন নিয়ে ট্রেড শুরু করা উচিৎ না। ন্যূন্যতম $50.00 মূলধন না হলে আসলে লাভবান হওয়া অত্যন্ত কঠিন।

shohag101
2015-06-01, 05:01 PM
ভাই আমার রিয়াল এ ৩ বার অ্যাকাউন্ট ক্লোজ হইছে। এখন ডেমো তে ট্রেড করতেছি একটা নিদিষ্ট সিস্টাম খজতেছি। কিছু কিছু সিস্টাম সবসময় কাজ করে নাহ। যেমন আমি পিবনাচ্চি দিয়া ডেমো তে ১ দিনে ২০০০ পিপ win হইছে। কিন্তু এটা সবসময় কাজ করে নাহ। এখন এমন একটা পজিশনে আছি যে ৫০/৫০।

alamin2016
2015-06-02, 12:13 PM
কিভাবে আপনি ফরেক্স দিয়ে আয় করবেন?
আপনি হয়তো জানেন না যে ফরেক্স একটি অনলাইন মার্কেটিং সাইট। এখানে অনেক কিছু শিখার আছে ,জানার আছে, আপনি চাইলে ডেমো অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করতে পারবেন এবং শিখতে পারবেন। কিন্তু আপনি যে কাজ টুকু শিখছেন সেটি ভালো করি জানুন এবং শিখুন । তাহলে দেখবেন আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন। এবং আর্ন করতে পারবেন।

RichMahfuz
2015-06-05, 12:34 AM
ডেমোতে প্র্যাকটিস করছি এবং আকাউন্ট ৫০০ ডলার থেকে ৭৫০ ডলার এ আনতে পেরেছি।

Zakariea
2015-07-09, 12:15 AM
আমি রিয়েল ট্রেডে কিছু দিন আগে একটা বড় ধরনের লস করেছি। লস টা কাবার দিলাম। এই সপ্তাহে আমি দিনে ৩০-১৮০ পিপস পর্যন্ত প্রফিট করেছি। সাপ্তাহে আমার প্রফিট এসে তাড়িয়েছে ৪৭০ পিপস।আর ডেমো তে বেশ ভালো মানের প্রফিট হয়েছে। আসলে ডেমোতে সবাই কম বেশি ভালো করে। আমি এই সপ্তাহে ডেমোতে ৮৯০ ডলার প্রফিট করেছি। একটা নতুন স্ট্রাটিজি তে।

maziz6989
2015-07-09, 12:24 AM
এখন পর্যন্ত ওভার অল ১৭ পিপসের মত লসে আছি। ব্রেক ইভেনে না যাওয়া পর্যন্ত শান্তি পাচ্ছি না। দেখা যাক কি হয়। এফও এমসি আছে এবং রানিং ট্রেড আছে কয়েকটা দেখি কত দূর যায়। আশা করা যায় লস রিকভার করে কিছু প্রফিট করতে পারব। আসলে ২০-৩০ ডলার দিয়ে ট্রেড করা হয় না। কম পক্ষে ১০০ ডলার ছাড়া রিক্স ফ্রি ভাবে ট্রেড করা যায় না।

Talha
2015-07-09, 11:39 PM
আজকে ট্রেড করে লসকরেছি ইউ রো ইউ এস ডি তে ট্রেড করে ৩ ডলার লস করেছি তখন আমার ভলিয়ম ছিল .১০ সেন্ট তারপর থেকে মনটা একটি খারাপ আমি এখন পর্যন্ত এক ডলার ও লাভ করতে পারি নাই ট্রেড দেওয়ার পর আমাকে লস বরন করতে হয় আমি নতুন আমি নিউজ খুব একটা ভাল বুযি না যে কি এখন বাই দিব নাকি সেল দিব আমি অনেক গুলো সিগনাল দেখি তারপর এন্ট্রি নেই তার পরেও দেখি লস

bijoy121
2015-07-10, 12:32 AM
আমি ফরেক্স এ নতুন। এখনো আমি রিয়েল ট্রেডিং করি না। তবে ডেমো করছি। আর ডেমোতে ভালই করছি। আশা করছি কিছু দিন পর রিয়েল ট্রেড শুরু করব।

basaki
2016-01-06, 11:26 AM
আমি একজন ফরেক্স রিয়াল মার্কেটের নতুন ট্রেডার। আমি গত তিন দিন দিন ধরে রিয়াল ট্রেড করছি।প্রথম দিন আমি ট্রেড করে ১৩ ডলার লাভ করেছি। ২য় দিন ট্রেড করে আমার খুব একটা ভাল হয় নাই মাত্র২ ডলার লাভ করেছিলাম কিন্তু আজ আমার ৫ ডলার স্টপ লসে হিট করেছে এবং ৭ ডলার লসে আছি। এই হচ্ছে আমার অবস্থা।

Talha
2016-01-11, 06:02 PM
ফরেক্স ট্রেড করার আস্বাশ পাই না কারন ট্রেড করলে লস হয় চিন্তা ভাবনা যত করি কোন চিন্তাই কাজে আসে না কিন্ত কি করব আমি বুযতে পারছি না কোন ট্রেডার ভাল সলিউসান জানা থাকলে শেয়ার করতে পারেন তাহলে আশা করি উপকৃত হব আমার সফল ট্রেডার হওয়ার জন্য কি কি পন্থা অবলম্বন করতে পারি

yasir arafat
2016-04-03, 07:52 PM
সুতরাং নিয়ম মেনে আমাদেরকে ফরেক্সে ট্রেড করে যেতে হবে।প্রতিদিন অ্যানালাইসিস করে যেতে হবে।আর বাকিরা যারা কিভাবে সফল হচ্ছে তাদের ট্রেডগুলোও আমাদের দেখতে হবে।তাদের এ সব সফলতা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

Sahed
2016-07-23, 03:22 PM
ফরেক্স মার্কেটে আমি শুরুতেই ভালই লাভ করি । কিন্ত যত দিন যেতে লাগল *মার্কেট আমার কাছে যেন কঠিন হয়ে উটছে । তারপর কিছুদিন মার্কেটে আমি লস করি । এখন আবার আমি সেই লস রিকভার করার চেষ্টা করছি । আশা করি *ফরেক্স মার্কেটে আমি একজন সফল ট্রেডার হব । ধন্যবাদ ।