PDA

View Full Version : ফরেক্স কেড়ে নিয়েছে



HASIBURRAHMAN
2020-04-12, 05:20 AM
ফরেক্স কেড়ে নিয়েছে আমার একাকীত্ব। কেড়ে নিয়েছে আমার বেকারত্ব। জনসংখ্যা সমস্যার দেশ আমাদের এই ছোট্ট বাংলাদেশ। বেকারত্ব যেন দিন দিন অভিশাপ হয়ে আবির্ভূত হচ্ছে। বেকার সমস্যা সমাধানে আমাদের প্রত্যেককে আরও সচেতন হওয়া জরুরী। তা না হলে বেকারত্বই ভবিষ্যতে মহামারী আকার ধারণ করতে পারে। বেকার সমস্যা সমাধানে নানামুখী উদ্যোগের পাশাপাশি ফরেক্স হতে পারে আমাদের একটি উল্লেখযোগ্য স্পট। তাই আমাদের উচিত, আমাদের চারপাশের পরিচিতজনদের কাছে বিশেষ করে আপনজনদের কাছে ফরেক্স এর পজেটিভ দিকগুলো তুলে ধরা। হয়তো ফরেক্স এর মাধ্যমে কিছুটা হলেও বেকারত্ব কমিয়ে আনা সম্ভব হবে ইনশাআল্লাহ।

XXXTentacion
2020-04-12, 02:03 PM
पालन और भविष्यवाणी नहीं की जा सकती है। उदाहरण के लिए, यदि देश के अधिकारियों में से एक मिस्र स्टॉक एक्सचेंज में बड़ी संख्या में ओरसकॉम के शेयर खरीदने का फैसला करता है, तो प्राथमिक विश्लेषक तकनीकी विश्लेषक का समर्थन करते हुए इस तरह के महत्वपूर्ण आयोजन का अनुमान या अनुमान नहीं लगा सकते हैं। ध्यान दें कि चार्ट के माध्यम से ओरसकॉम के शेयरों पर खरीदारी की जाती है, भले ही खरीद का स्रोत कौन हो।कीमतें

Shohedulla2
2020-04-19, 07:33 PM
হ্যাঁ ভাই আপনি সঠিক কথা বলেছেন এবং কথাটি সত্য।অনেক সময় আমরা বাড়ি থেকে বেরোতে পারে না যেমন বর্তমানে লন্ডনের কারণে বাড়ি থেকে বের হতে পারে না কিন্তু বাড়ি বসে কিছু করার নেই তখন আমরা ফরেক্স সে পোস্ট। বাড়ি বসে ইনকাম করতে পারি। যাতে অল্প ইনভেস্ট করলে চলে।

FATEMAKHATUN
2020-06-17, 06:34 AM
ফরেক্স আমারও বিভিন্ন কাজ যথা ঘুম খাওয়া-দাওয়া গোসল সবকিছুই কমিয়ে দিয়েছে। আমারও কেন জানি সারাক্ষণ ফরেক্সেই কাজ করতে ভালো লাগে।

FATEMARUMA
2020-06-17, 06:41 AM
ফোরামকে অনেক অনেক ধন্যবাদ। সে সাথে ফরেক্স কেও ধন্যবাদ। ফোরামের মাধ্যমে ফরেক্স আমাদের যে বোনাস দিয়ে থাকে সেটার মাধ্যমে আমরা অনেকেই যথেষ্ট মানসম্মত ইনকাম করে থাকি।