PDA

View Full Version : লকডাউনে বাসায় বসে না থেকে সময়টাকে কাজে লাগান?



K.K.BABY
2020-04-12, 09:06 AM
আমরা সকলেই কিছু না কিছু কাজের সাথে জড়িয়ে আছি।কেউ স্টুডেন্ট আবার কেউ ব্যাবসায়ী আবার কেউ চাকুরীজিবী।তাই ফরেক্স সম্পর্কে শিক্ষা অর্জন করার সময় অনেক কষ্ট করে বের করতে হয়।কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের সব জায়গায় লকডাউন চলতেছে এবং সকলেই বাসায় বসে আছে কিন্তু এই সময়টা যদি আমরা ফরেক্স মার্কেটে ব্যয় করি অর্থাৎ টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে জ্ঞান অর্জন করার চেষ্টা করি তাহলে আমরা ভাল কিছু করতে পারবো।তাই সময়টাকে কাজে লাগানো উচিত।সময়কে গুরুত্ব দেওয়া উচিত।কথায় আছে সময় অ নদীর শ্রোত কারোর জন্য অপেক্ষা করেনা।

samun
2020-04-12, 11:28 AM
আপনি ঠিক বলেছেন যারা ফরেক্স করেন তাদের জন্য এই কাজকে আয়ত্ত করার এই একটা ভালো সুযোগ । বেশি করে পোস্ট করা, মার্কেট এনলাইসিস করা। বেশি বেশি পোস্ট পড়া । ফরেক্স সম্পর্কে ভালো করে জ্ঞান অর্জন করার এইটাই মোক্ষম সময় ।

SHARIFfx
2020-04-12, 11:34 AM
ফোরাম পোস্ট এ কাজ করা লিমিটেড। আপনি ডেইলি ১০ টি পোস্ট এর বেশি করতে পারবেন না। তাই ১০ টি পোস্ট করে ফরেক্স নিয়ে স্টাডি করেন। মারকেট এনালাইসিস করার চেষ্টা করুন। অতীতে মারকেট এর অবস্থা কেমন ছিলো বুজার চেষ্টা করুন।

FREEDOM
2020-04-12, 11:54 AM
হিম এ সময়টা আমরা যেহেতু বাসায় অবস্হান করছি তাই আমরা ফরেক্স বিষয়ে একটু স্টাডি করতেই পারি। নিয়মিত কিছু সময় ফোরামে কাজ করা, কিছু সময় ফরেক্স সম্পর্কিত বই পড়া, বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও দেখে ফরেক্স লার্নিং করা এভাবে আমরা আমাদেরকে আরো একটু দক্ষ করে তুলতে পারি এবং লংডাউন সময়টাও নষ্ট না করে কিছুটা হলেও কাজে লাগাতে পারি।

Md.Moniruzzaman
2020-04-12, 12:12 PM
করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব আজ থমকে গেছে।পুরা বিশ্বের জীবনযাত্রা, অর্থনীতি, পরিবেশ আজ স্থবির হয়ে পড়েছে। প্রতিটি মানুষের ঘর বন্দি হয়ে দিন কাটাচ্ছে।এই লকডাউনের মধ্যে আমরা ফরেক্সে ভালো ভাবে আয়ত্ত করার উপযুক্ত সময় হিসেবে ব্যবহার করতে পারি। বাসায় বসে নিজেদের একঘেয়েমি দূর হবে এবং মনকেও চাঙ্গা করতে সাহায্য করবে।

XXXTentacion
2020-04-12, 01:50 PM
করোনার ভাইরাসের কারণে পুরো বিশ্ব আজ স্থবির। সমগ্র বিশ্বের জীবনযাত্রা, অর্থনীতি, পরিবেশ আজ স্থবির। প্রত্যেক মানুষের বাড়িতে বন্দী অবস্থায় দিন কাটছে। এই লকডাউনে, আমরা ফরেক্সকে ভালভাবে মাস্টার করার জন্য উপযুক্ত সময় হিসাবে ব্যবহার করতে পারি। বাড়িতে বসে আপনার একঘেয়েমি দূর করবে এবং মন নিরাময়ে সহায়তা করবে।

DEARMUM100
2020-04-12, 02:44 PM
সারা বিশ্ব জুরে শুধু লাশের বন্যা।চারদিকে একটাই নাম করোনাভাইরাস। পরিবেশ, অর্থনীতি, জনজীবন আজ স্হির হয়ে গেছে।লকডাউনে বাসায় বসে না থেকে সময়টাকে কাজে লাগান।অনেক দেশেই লকডাউন চলছে এখনও।লকডাউনে ঘরে বসে না থেকে অবসর সময়কে ভালো কাজে লাগানো যায়।
আমরা সকলেই কিছু না কিছু কাজের সাথে জড়িয়ে আছি।কেউ স্টুডেন্ট আবার কেউ ব্যাবসায়ী আবার কেউ চাকুরীজিবী।তাই ফরেক্স সম্পর্কে শিক্ষা অর্জন করার সময় অনেক কষ্ট করে বের করতে হয়।কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের সব জায়গায় লকডাউন চলতেছে এবং সকলেই বাসায় বসে আছে কিন্তু এই সময়টা যদি আমরা ফরেক্স মার্কেটে ব্যয় করি তাহলে ভালো হয়।তার পাশাপাশি কোরআনশরীফ খতম, জনসচেতনতা মূলক অনেক কাজে নিজেকে নিয়োগ করা যেতে পারে।নিজের পরিবারকে ঘরে রাখি এবং অন্যদেরকে ঘরে থাকার জন্য সচেতন করি।বাসায় বসে সচেতনতারর জন্য নিজে মাস্ক .,হ্যাডওয়াস তৈরী করা যেতে পারে।এতে করে নিজেকে নিরাপদে রাখা যাবে এবং পরিবারবর্গকেও সেব প্রোডাক্ট দেওয়া সম্ভব হবে।

Suriya Sultana Hira
2020-04-12, 09:10 PM
হ্যাঁ,,, আমি আপনার কথার সাথে একমত আছি । আমরা যারা এই ফরেক্স মার্কেটের সাথে যুক্ত আছি তারা সবাই লকডাউনে বাসায় বসে বসে অহেতুক সময় নষ্ট না করে যদি সেই সময়টুকু ফরেক্স মার্কেট সম্পর্কে শেখার বা জানার কাজে ব্যয় করি তাহলে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক ভালো অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হবো । তাই আসুন আমরা যারা এই ফরেক্স মার্কেটের সাথে যুক্ত আছি তারা সবাই লকডাউনে বেশি বেশি করে ফরেক্স মার্কেট অনুশীলন করি এবং বেশি বেশি করে ডেমো ট্রেডিং প্রাকটিস করি ও সেই সাথে আমাদের আশেপাশের বেকার যুবকদের ফরেক্স মার্কেটে কাজ করার জন্য আহবান জানাই,,,,, ধন্যবাদ ।