PDA

View Full Version : আসুন পরিচয় হই



Sakib42
2020-04-12, 09:14 PM
আসসালামু আলাইকুম।আমার নাম সাকিব এবং আমি একজন বিশ্ব বিদ্যালয়ের স্টুডেন্ড।আমি মাত্র কয়েকদীন হয়ছে বাংলা ফোরাম এ জয়েন্ট করি এবং আমার ইংরেজি ফোরাম এ এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে আশা করি আমার এই অভিজ্ঞতা কাজে লাগবে বাংলা ফোরাম এ। যেহুতু আমি বাংলা ফোরাম এ নতুন তাই আমার অনেক ভুল হতে পারে তার জন্য আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আশা করছি আপনারা আমার ভুল গুলো ধরিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে

FREEDOM
2020-04-12, 10:06 PM
আমি রাসেল আমিও একজন বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট কিছুদিন হলো আমার গ্রাজুয়েশন শেষ হয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ে স্টাডি করা অবস্হায়ই ফরেক্স সম্পর্কে জানি এবং প্রায় তিন বছরের মত ফরেক্সের সাথে যুক্ত আছি। যদিও এখনো ভালো ট্রেডার হতে পারিনি তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনো। এখন আমার প্রয়োজন একটা জবের তবে জব তো করতেই হবে আর তার পাশাপাশি ফরেক্সও কন্টিনিউ করে যেতে পারবো বলে আশা রাখি। ধন্যবাদ

mdmoshin1988
2020-04-12, 10:48 PM
আসসালামু আলাইকুম।আমার নাম মহসিন এবং আমি একজন বিশ্ব বিদ্যালয়ের স্টুডেন্ড এবং ছোটখাট জব করি।আমি মাত্র কয়েকদীন হয়ছে বাংলা ফোরাম এ জয়েন্ট করি এবং আমার ইংরেজি ফোরাম এ এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে আশা করি আমার এই অভিজ্ঞতা কাজে লাগবে বাংলা ফোরাম এ। আমি ফরেক্স সম্পর্কে জানি এবং প্রায় তিন বছরের মত ফরেক্সের সাথে যুক্ত আছি। যদিও এখনো ভালো ট্রেডার হতে পারিনি তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনো।

XXXTentacion
2020-04-13, 11:49 AM
সবথেকে কি গোল্ডের ট্রেনিং করা ভালো।আসলে আমি যখন ট্রেডিং করেছি তখন অন্যথায় দেখেছি অনেক আস্তে আস্তে ওঠানামা করে কিন্তু গোল্ডে অনেক দ্রুত এগুলো ঘটে যার জন্য অনেক দ্রুত লাভবান বা অনেক দূরত্ব লাশ হতে পারে ।গোল্ড ট্রেডিং খুবই ঝুকিপূর্ণ বিশেষ করে নতুন ট্রেডারদের জন্য। কারন গোল্ডের মুভমেন্ট অনেক বেশি হয় থাকে এমনকি মাঝে মাঝে এতো বেশি মুভমেন্ট করে যে কয়েক মিনিটের ব্যাবধানেই একাউন্ট জিরো করে ফেলতে পারে। গোল্ডে ট্রেড করার জন্য প্রথমত দরকার হলো অনেক বেশি অভিজ্ঞতার আর দ্বিতীয়ত একটা ভালো এমাউন্ট এর ক্যাপিটাল থাকতে হবে। আর এর পাশাপাশি সঠিক মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবে কারন আগেই বলেছি গোল্ড অনেক রিস্কি অন্যান্য কারেন্সীর তুলনায়। গোল্ড ট্রেডিং খুবই ঝুকিপূর্ণ বিশেষ করে নতুন ট্রেডারদের জন্য। কারন

Starship
2020-06-27, 09:16 AM
ওয়ালাইকুম আসসালাম। আমি মতিন বাংলা ফরেক্স এ নতুন একজন সদস্য। আমি চাকুরির পাশাপাশি ফরেক্স এ পোস্টিং কাজ করি। ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করছি। মানুষের শেখার কোন শেষ নাই, সাফল্য পেতে হলে প্রচুর অধ্যাবশ্যায় করতে হবে। নতুবা সাফল্য অর্জন সম্ভব নয়। আমি ইংরেজি ফরেক্স ফোরামে দীর্ঘ এক বছর কাজ করছি। ফরেক্স সম্পর্কে ধারনা নিয়েছি। এই বিশাল বিশ্ব বাজারে শেখার জন্য এক বছর বছর যথেষ্ট নয়। আমি ফরেক্স সম্পর্কে জানতে পারি আমার বড় ভাই/ বন্ধু বাপ্পি ভাইয়ের কাছে থেকে। তিনি ফরেক্স এ একজন দক্ষ ও সাফল্য অর্জনকারী পেশাদার ফরেক্স ট্রেডার। আর বাংলা ফরেক্স সম্পর্কে জানতে পারি শাকিব এর মাধ্যম।

মূলত ফরেক্স সহজ একটা বিষয় না। এখানে টিকে থাকতে হলে জ্ঞান অর্জন করতে হবে। মার্কেটের গতি বিধি সম্পর্কে এনালাইসিস করতে হবে। আর অনেক প্রেকটিস করতে হবে ডেমো একাউন্টে। লোভ ও রিস্ক নিয়ন্ত্রণ করতে হবে।

ধন্যবাদ সবাইকে