PDA

View Full Version : কম্পিউটারে এবং মোবাইলে একই আইডি ব্যবহার



HASIBURRAHMAN
2020-04-13, 06:58 AM
একসাথে কম্পিউটার এবং মোবাইলে একটি আইডি দিয়ে কাজ করা যাবে কিনা? আগে মানুষ কম্পিউটারের মাধ্যমে কাজ করত। এখন অনেকেই মোবাইলে কাজ করে থাকেন। কম্পিউটারে বাড়িতে কাজের সুবিধা পাশাপাশি মোবাইলে বেশি সুবিধা যখন যেখানে যে অবস্থায় থাকেন, যেকোনো কাজের ফাঁকেই কাজ করা সম্ভব। তাই এটা জানা খুব দরকার যে আমি আমার আইডি একইসাথে বাড়িতে থাকা অবস্থায় কম্পিউটারে এবং বাইরে যখন যাই যেকোনো কাজের ফাঁকে এন্ড্রয়েড মোবাইলে কাজ করতে পারব কিনা?

Hridoy6763
2020-04-13, 09:31 AM
না ভাই আপনি কম্পিউটার এবং মোবাইল দিয়ে একই আইডি ব্যবহার করবেন না,একটা ডিভাইস থেকে একটাই করবেন,যদি এক আইডি একাধিক ডিভাইস দিয়ে ব্যবহার করেন তাহলে আপনার আইডি ব্লক করে দিতে পারে,তাই আপনি এই তা করবেন না কিন্তু আপনি মোবাইল এবং কম্পিউটার দিয়ে আলাদা আলাদা আইডি ব্যবহার করতে পারবেন।

Suriya Sultana Hira
2020-04-13, 10:06 AM
আমি ও এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত । আমি ও সঠিকভাবে জানি না যে একটি আইডি দুইটি ডিভাইসে একসাথে চালানো যায় কিনা অথবা পৃথকভাবে চালানো যায় কিনা । তবে আমি আমার এক বড়ো ভাইয়ের কাছ থেকে শুনেছি যে আমার আইডি কি আমি কম্পিউটারে এবং মোবাইলে দুই ডিভাইসে চালাতে পারবো । সে আমাকে বললো হ্যাঁ অবশ্যই আপনি চালাতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে প্রতিবার লগআউট করে বের হয়ে আসতে হবে এবং প্রতিবার লগইন করে ঢুকতে হবে । তার কথাটা কতোটুকু সত্যি সেটা আমার জানা নাই তবে কারো যদি এই বিষয়ে ভালো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ,,,,, ধন্যবাদ ।

XXXTentacion
2020-04-13, 11:12 AM
ফরেক্স মার্কেটে ডেমো ট্রেডিং হলো রিয়েল ট্রেডিং মার্কেট সম্পর্কে ভালো শিক্ষা অর্জন করার একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে বা কোচিং সেন্টার । আমরা যেমন ভালো লেখাপড়া শেখার জন্য কোচিং সেন্টারের স্বরনাপন্ন হয় তেমনি ফরেক্স ট্রেডিং মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করার জন্য ডেমো ট্রেডিং এর স্বরনাপন্ন হয় । আমরা যতো বেশি করে ডেমো ট্রেডিং প্রাকটিস করতে পারবো ততো বেশি

alamsat
2020-04-13, 01:00 PM
আমি গত ৩ বছর যাবৎ এ নিয়মে ট্রেড করে আসছি তবে ফোরামে পোষ্ট করেছি তবে খুবই কম কারন ফোরামে পোষ্ট করতে গেলে মোবাইলে লিখতে গেলে অনেক সময় ব্যায় হয় সেটা করা খুবই কষ্টসাধ্য। আমি তাই ফোরামে পোষ্ট করার সময় কম্পিউটার ব্যবহার করে থাকি এবং ফরেক্স ট্রেড করার জন্য কম্পিউটার ব্যবহার করে থাকি এবং যখন বাইরে বা কোন কাজে থাকি তখন মোবাইল দিয়েই সব ধরনের কাজ করে থাকি এ পর্যন্ত এর জন্য আমার কোন সমস্যা হয় নাই। তাই আশা করি কারো এ বিষয়ে চিন্তা করার দরকার নেই আপনি করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যেন একের অধিক আইডি একটি কম্পিউটার বা মোবাইল দ্বারা ব্যবহার না হয়।

FREEDOM
2020-04-13, 01:41 PM
হ্যা একই আইডি আপনি কম্পিউটার ও মোবাইল দিয়েও চালাতে পারবেন এতে কোন সমস্যা নেই। কিন্তু যদি দুটো আইডি চালানো হয় সেক্ষেত্রে মুলত ক্লোন হয়ে যায়। আমি আমার আইডি কম্পিউটার ও মোবাইল দুটো দিয়েই ব্যাবহার করি। সাধারনত দিনের বেলায় য়খন বাহিরে থাকি তখন মোবাইল দিয়ে আর রাতে যখন বাসায় থাকি তখন লেপটপ দিয়ে ফোরাম এবং ফরেক্স দুটোতেই কাজ করি।

K.K.BABY
2020-04-13, 02:42 PM
আমরা সকলেই জানি ফোরামে পোষ্ট করতে হলে একটি আইপি দিয়ে একটি মাত্র একাউন্ট এ পোষ্ট করা যায় তাই যদি আপনি একাধিক একাউন্ট এ পোষ্ট করেন একটি মাত্র আইপি দিয়ে তাহলে ফোরাম কর্তৃপক্ষ যখন আপনার বোনাস প্রদান করবে তখন কনফিউজড হয়ে যাবে কোন আইপি ঠিকানায় বোনাস প্রদান করবে আর তখন আপনার বোনাস না পাওয়ায় সম্ভাবনা থাকবে তাই একটি মাত্র আইপি দিয়ে একটি একাউন্ট চালু রাখুন তাহলে আপনার একাউন্ট সুরক্ষিত থাকবে নতুবা আপনার একটু ভুলের কারনে আপনার একাউন্টটি ব্লক হয়ে যেতে পারে।

smbiplob
2020-04-13, 04:41 PM
এতে কোন সমস্যা নেই ভাই । আপনি যদি একই আইডি কম্পিউটার ও মোবাইল এ ব্যবহার করেন তাহলে করতে পারেন । আর আমার মনে হয় এটা সবাই করে । কারণ সবাই যখন মোবাইল দিয়ে ট্রেড করে তখন ভাবে একটু সময় পেয়েছি পিসি ওপেন না করে মোবাইল দিয়েই পোস্ট করি । আমিতো এটাই করি তাই আমার কাছে কোন রকম চিন্তার বিষয় বলে মনে হয় না বিষয়টা ।

souravkumarhazra6763
2020-04-13, 06:08 PM
না ভাই আমি এক ফোরাম এর একাউন্টটি কম্পিউটার এবং মোবাইল এ ব্যবহার করিনা,আমার এক টাই ফোরাম একাউন্ট আর আমি তা মোবাইল দিয়ে লগ ইন করে কাজ করি,একই একাউন্ট একাধিক ডিভাইস দিয়ে কাজ করলে ফোরাম কর্তৃপক্ষ বাতিল করে দিতে পারে তাই এই ব্যাপার টা খেয়াল রাখবেন।

Shohedulla2
2020-04-19, 07:04 PM
ভাই যখন আপনি প্রথম আইডি খুলবেন তখন আপনার আইপি ও ডিভাইস মডিফাই করা হয় যে আপনি বারবার চেঞ্জ করছেন কিনা কোন কিছু করছেন কিনা দেশের বাইরে থেকে কিছু করছেন কিনা এদিকে আপনার খেয়াল রাখা হয়। আপনি যদি বার বার আইপি চেঞ্জ করেন ডিভাইসেস করেন তাহলে আপনার আইডিটি বন্ধ করে দিতে পারে।

FATEMARUMA
2020-06-10, 07:27 AM
একজন ব্যক্তি একই সাথে কম্পিউটার এবং মোবাইলে কাজ করতে পারবে কিনা এটা জানা খুবই জরুরী। কারণ আমরা যখন বাড়িতে থাকি তখন কম্পিউটারে কাজ করতে সুবিধা হয় কিন্তু যখন বাইরে যাই তখন মোবাইল ছাড়া অন্য কোন উপায় থাকেনা।