PDA

View Full Version : পোস্ট করার জন্য নির্ধারিত কোন সময় আছে কি?



HASIBURRAHMAN
2020-04-14, 06:50 AM
পোস্ট করার জন্য নির্ধারিত কোন সময় নেই। তবে আমার মনে হয় সকালবেলা অথবা রাতের বেলা পরিবেশ শান্ত থাকে। ঠান্ডা মাথায় চিন্তা করা যায় আর ক্রিয়েটিভিটি পোস্ট উত্থাপন করা সহজ হয়? এ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত আশা করছি।

zakia
2020-04-14, 09:05 AM
না ফোরামে পোস্ট করার জন্য কোন নির্দিষ্ট সময় নাই । মানুষ তার ইচ্ছে খুশিমত সময় বের করে পোস্ট করতে পারে । যেহেতু ফোরাম সপ্তাহে ৫ দিন ২৪ ঘণ্টাই খোলা থাকে তাই এর মধ্যে যেকোনো সময়েই পোস্ট করা যায় । তবে এর মধ্যে আমি উপযুক্ত সময় হিসেবে মনে করি সকালবেলা । কারন যেকোনো পোস্ট করতে হলেই অনেক চিন্তা ভাবনা করে লিখতে হয়, মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে হয় । আর সেজন্যই সকালবেলাটাই পারফেক্ট মনে হয় । তাছাড়া মানুষ চাইলে যখন ইচ্ছে তখনই পোস্ট করতে পারবে ।

Hridoy6763
2020-04-14, 09:38 AM
জী না ভাই পোস্ট করার জন্য কোনি নির্ধারিত সময় নেই,আপনি ২৪ ঘন্টার যে কোন সময় পোস্ট করতে পারবেন কোন সমস্যা নেই,আপনি প্রতেক দিন ১০ টির বেশি পোস্ট করতে পারবেন না,এবং আপনি ৫ টি পোস্ট করার পর আর পোস্ট দিতে পারবেন না,আবার দিতে হলে ৩০ মিনিট পর পোস্ট দিতে হবে।

samun
2020-04-14, 09:57 AM
ফরেক্স ফোরামে কাজ করার জন্য কোন নির্দিষ্ট সময় নাই। দিনে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন ফোরামে পোষ্ট করা যায় ।

XXXTentacion
2020-04-14, 10:16 AM
আমার কাছে বড় ডিপোজিন পশন্দ কারন ছোট ডিপেজিট নিয়ে টিকে থাকা য়ায় না। কারন ফরেক্স মার্কেটে অনেক মুভমেন্ট যেটা আপনি মাঝে মাঝে আপনার সব ধারনার বাইরে চলে যায় তাই আপনি ছোট ডিপোজিট নিয়ে টিকে থাকতে পারবেনা। তাই বড় ডিপোজিট হলে সেটি আপনি সহজে কভার করতে পারবেন কারন ফরেক্স মার্কেট বিপিরত দিকে গেল সে আবার আপনার দিকেই ফেরত আসবে তাই আপনি বড় ডিপোজিল করে আপনি ফরেক্সএ টিকে থাকতে পারবেন সহজেই

FREEDOM
2020-04-14, 11:06 AM
হ্যা ফরেক্স ফোরামে পোস্ট সপ্তাহের ৭ দিনই দিন রাত যেকোন সময়েই করা যায় এজন্য কোনো বাধ্যবাধকতা নেই। এখানে আপনি যখনই সময় পাবেন তখনই পোস্ট করতে পারবেন আমি সাধারনত আমার ফ্রি সময়গুলোতে ফোরামে পোস্ট করে থাকি এবং ফরেক্স মার্কেট এনালাইসিস করে থাকি। আপাদত এটাই আমার পছন্দের কাজ।

alamsat
2020-04-14, 11:58 AM
আগে ফোরামে ১০ টির বেশি পোষ্ট করা যেত না তাই আপনি সেটা ২৪ ঘন্টার মধ্যে যে কোন সময় করতে পারতেন কিন্তু এখন এটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনি চাইলে ২৪ ঘন্টা পোষ্ট করতে পারবেন। এর জন্য কোন বিধি নিষেধ নেই তবে আপনি ১০ মিনিটের মধ্যে ৫ পোষ্ট করতে পারবেন না। পোষ্ট করলেই ফোরাম আপনাকে আটকিয়ে দিবে অর্থাৎ আপনি ১০ মিনিটের মধ্যে ৪টি পোষ্ট করে পরবর্তীতে আরও ৪টি পোষ্ট করতে পারবেন এভাবে আপনি সারাদিন পোষ্ট করতে পারবেন। তবে অযথা পোষ্ট না করে দিনে ভাল পোষ্ট ৫ টি করতে পারলেই সেটা আপনার জন্য অনেক বেশি বোনাস নিয়ে আসবে।

Md.Moniruzzaman
2020-04-14, 12:07 PM
ফরেক্সে পোস্ট করার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। সপ্তাহের দুই দিন বাদে বাকি পাঁচ দিন ২৪ ঘন্টা ফরেক্স মার্কেট খোলা থাকে।

KF84
2020-04-14, 01:34 PM
না পোস্ট করার জন্য কোন নির্দিষ্ট সময় নেই । একজন মানুষ যখন খুশি তখন ঘরে বসেই শুধু মাত্র একটি কম্পিউটারের সাহায্যে এই পোস্ট করতে পারে । তবে পোষ্টের ক্ষেত্রে কিছু ফোরামের বিধিমালা আছে যেগুলো পুরন করতে হয় । আর সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল পোষ্টের গুনগত মান রক্ষা করা । পোষ্ট করার ক্ষেত্রে আমি মনে করি সকাল বেলাই পোষ্ট করা উত্তম । কারন সকালে ঘুম থেকে উঠে কোন মানসিক চাপ ছারাই অল্প সময়ে ভাল পোষ্ট লেখা সম্ভব ।

KaziBayzid162
2020-04-14, 02:08 PM
ফোরামে পোষ্ট করার জন্য নির্ধারিত বা নির্দিষ্ট কোনো সময় নেই অর্থাৎ একজন ট্রেডার চাইলে সপ্তাহের 7 দিন 24 ঘন্টার যেকোন সময় সে ফোরামে পোস্ট করতে পারবে। তবে আমার মতে ওই সময়ে পোস্ট করা উচিত যখন একজন ট্রেডারের পারিপার্শ্বিক পরিবেশ যথেষ্ট নিরিবিলি থাকবে এবং সে ঠান্ডা মস্তিস্কে পোস্ট করতে পারবে। আর সেটা হতে পারে ভোরবেলা কিংবা গভীর রাত কিন্তু সে যদি একা কোন রুমে থাকে তাহলে সে তার পছন্দমত যেকোন সময় কে কাজে লাগিয়ে ফোরামে পোস্ট করতে পারবে। তবে সে যখনই পোস্ট করুক না কেন তার লক্ষ্য রাখা উচিত যে তার পোষ্টটি জানো গুণগত মানসম্পন্ন ও তথ্যনির্ভর হয়।

souravkumarhazra6763
2020-04-14, 06:34 PM
পোস্ট করার জন্য নির্ধারিত কোন সময় নেই,আপনি আপনার সময় মতো যে কোন সময় পোস্ট করতে পারেন,আমি সাধারণত ৫ টি পোস্ট করি আমার ৩০ মিনিট এই খানে সময় দিতে হবে,আমি আমার ফ্রী টাইম এ পোস্ট করে থাকি,তাই আপনি ও যে কোন সময় পোস্ট করতে পারবেন সমস্যা নেই।

Suriya Sultana Hira
2020-04-14, 06:41 PM
ফরেক্স বাংলা ফোরামে পোস্ট করার জন্য কোনো নির্দিষ্ট করে সময় নির্ধারণ করে দেওয়া নাই । ফরেক্স বাংলা ফোরামে রাত দিন ২৪ ঘন্টা এবং সপ্তাহে ৭ দিনই পোস্ট করা যায় । আপনি সারাদিনের যে কোনো সময়ে ফরেক্স বাংলা ফোরামে পোস্ট করতে পারবেন,,, ধন্যবাদ ।

Shohedulla2
2020-04-19, 07:35 PM
না ভাই পোস্ট করার জন্য কোন নির্ধারিত সময় নেই। কিন্তু পোস্ট করার নির্ধারিত আছে যে কতগুলো করতে হবে। আপনি 10 টার বেশি করতে পারবেন না।বা করা উচিত নয় কারণ অ্যাডমিনিস্ট্রেট রা নিয়ম-কানুনে এটা বলে রেখেছে যে দিনে সর্বোচ্চ 10 টি করা যাবে।

nubiswas3
2020-04-24, 08:41 PM
না ফোরামে পোস্ট করার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। তবে আমি মনে করি যখন আপনার মস্তিষ্ক ঠান্ডা থাকবে এবং আপনার মন ভালো থাকবে তখন আপনি ফোরামে লেখালেখি করতে পারেন। এতে আপনার পোষ্টের মান অনেক ভালো হবে এবং লাইক পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

FATEMAKHATUN
2020-04-26, 05:08 PM
প্রথম থেকে শুনে আসছিলাম দৈনিক 10 টার বেশি পোস্ট করা যাবে না। কিন্তু অনেকেই দেখি 40-50 টা পোস্ট ও করে থাকেন। আমি বুঝতে পারছিলাম না কেন এরকম হচ্ছে? এখন জানলাম, ফোরাম তার নিয়ম পরিবর্তন করেছে।

Dibakar Biswas
2020-04-26, 05:25 PM
না ভাই ফোরামে পোষ্ট করার জন্য কোন নির্দিষ্ট সময় নেই । আপনি চাইলে দিন-রাত যখন-তখন পোষ্ট করতে পারেন। তবে আমার মনে হয় প্রতিদিন সকালে পোষ্ট করতে পারলে ভালো। কারন সকালের পোষ্টে সবার নজর বেশি থাকে। আর আপনি দিনে ১০টি পোষ্ট করতে পারবেন । সাথে একই সাথে ৫টির বেশি করতে পারবেন না। তাই আমার মনে হয় সকালে ৫টি আর দুপুরে ৫টি এটাই ভালো। আর একটা বিষয় আপনি যখনই পোষ্ট করেন না কেন সেটা যেন মান-সম্মত হয় সে বিষয়টি খেয়াল রাখতে হবে।

FATEMARUMA
2020-06-09, 07:07 AM
পোস্ট করার জন্য নির্ধারিত কোন সময় নেই। অন্যান্য সব কাজ শেষ করে অবসর সময়টা আপনি ফরেক্স এ ইনভেস্ট করতে পারেন।