PDA

View Full Version : বোনাস উইথড্রো দেওয়ার নিয়ম ?



Shohedulla2
2020-04-14, 06:13 PM
আসলে আমি জানতে চাচ্ছি যে একাউন্টে যখন মাসিক বোনাস যোগ দেওয়া হবে সেই টাকা অর্থাৎ বোনাস দিয়ে আমাদের ট্রেডিং করতে হবে এটুকু জানি।যদি আমি বোনাস পেয়ে লাভ করতে পারি তাহলে কতটুকু টাকা উঠাতে পারবো আমি কি সবটা করতে পারব নাকি যে টাকা লাভ করব সেই টাকা। এছাড়া যদি কেউ লস করে বসে তাহলে কি পরবর্তী বোনাস পেয়ে তার সেই লস উঠিয়ে তারপর টাকা উইড্রো করতে হবে। যদি কেউ জানেন তো দয়া করে বলবেন কি?

Hridoy6763
2020-04-15, 09:31 AM
ভাই আপনি মাস এর শুরুতে আপনার বোনাস আপনার ট্রেডিং একাউন্ট এ পেয়ে যাবেন,কিন্তু আপনি এই বোনাস তুলতে পারবেন না কিন্তু আপনি এই বোনাস দিয়ে যা প্রফিট করবেন তা শর্ত ছাড়া সব তুলতে পারবেন কিন্তু আমি বলবো আপনি অল্প অল্প প্রফিট করে সেই প্রফিট তুলবেন বেশি বড় প্রফিট না তোলাই শ্রেয় আমি মনে করি তা।

Suriya Sultana Hira
2020-04-15, 09:50 AM
আমি যতদূর জানি যে ফরেক্স বাংলা ফোরামের পোস্টিং বোনাস অর্থ রিয়েল ট্রেডিং মার্কেটে ডিপোজিট করে সেই অর্থ উত্তলন করা যায় না ,,, বরং সেই পোস্টিং বোনাস ডিপোজিট অর্থ দিয়ে ট্রেড করে যে অর্থ প্রফিট হয় বা লাভ হয় সেই লাভের অংশটুকু আপনি কোনো প্রকার শর্ত ছাড়াই তুলতে পারবেন যদি কি না আপনার ইন্সটাফরেক্স একাউন্ট ভেরিফাই করা থাকে তাহলে,,,,, ধন্যবাদ ।

FREEDOM
2020-04-15, 10:30 AM
ফোরাম থেকে আপনি যতটুকু বোনাস পাবেন তা থেকে ট্রেডিংয়ের মাধ্যমে যা প্রফিট করতে শুধু সেইটুকু উত্তোলন করতে পারবেন কিন্তু বোনাস নয়। ধরুন আপনি ১০০ ডলার বোনাস পেলেন এখন এই বোনাস দিয়ে ২০ ডলার প্রফিট করলেন অর্থ্যাত ব্যালেন্স হলো ১২০। তাহলে ১০০ ডলার বোনাস বাদে বাকি ২০ ডলার প্রফিট উত্তোলন করতে পারবেন। আবার ১০০ ডলার থেকে কিছুু পরিমান লস করেন তবে আগে সেই লসটুকু রিকোভার করতে হবে কারন উইড্র দিতে গেলে আপনার ব্যালেন্স সবসময় প্রাপ্ত বোনাস এর চেয়ে বেশি থাকতে হবে।

XXXTentacion
2020-04-15, 11:29 AM
ট্রেডিংয়ের মাধ্যমে যা প্রফিট করতে শুধু সেইটুকু উত্তোলন করতে পারবেন কিন্তু বোনাস নয়। ধরুন আপনি ১০০ ডলার বোনাস পেলেন এখন এই বোনাস দিয়ে ২০ ডলার প্রফিট করলেন অর্থ্যাত ব্যালেন্স হলো ১২০। তাহলে ১০০ ডলার বোনাস বাদে বাকি ২০ ডলার প্রফিট উত্তোলন করতে পারবেন। আবার ১০০ ডলার থেকে কিছুু পরিমান লস করেন তবে আগে সেই লসটুকু রিকোভার করতে হবে কারন উইড্র দিতে গেলে আপনার ব্যালেন্স সবসময় প্রাপ্ত বোনাস এর চেয়ে বেশি থাকতে হবে।

alamsat
2020-04-15, 12:29 PM
আসলে ফোরামের নিয়ম হল আপনি পোষ্ট করে যে বোনাস পাবেন সেটা তুলতে পারবেন না। ফোরামে পোষ্ট করে যে বোনাস পাবেন সেটা দিয়ে ট্রেড করে যে প্রফিট করতে পারবেন সেটা সম্পূর্ণ তুলতে পারবেন এ ক্ষেত্রে আপনার ট্রেডিং একাউন্ট ২য় লেভেল এবং পরে ৩য় লেভেল পর্যন্ত ভেরিফিকেশন করে নিতে হবে। তা ছাড়া আপনি প্রফিট করলেও সেটা তুলতে পারবেন না। আর আপনি যদি বোনাস থেকে লস করেন তাহলে সেটা আগে রিকোভারি করতে হবে এর পরে যে প্রফিট হবে সেটা তুলতে পারবেন। যদি আপনি ১০০ ডলার বোনাস পান তাহলে এর বেশি যে ডলার থাকবে সেটা আপনি নিতে পারবেন।

Hredy
2020-04-15, 05:30 PM
ভাই আপনি মাস এর শুরুতে আপনার বোনাস আপনার ট্রেডিং একাউন্ট এ পেয়ে যাবেন,কিন্তু আপনি এই বোনাস তুলতে পারবেন না কিন্তু আপনি এই বোনাস দিয়ে যা প্রফিট করবেন তা শর্ত ছাড়া সব তুলতে পারবেন কিন্তু আমি বলবো আপনি অল্প অল্প প্রফিট করে সেই প্রফিট তুলবেন বেশি বড় প্রফিট না তোলাই শ্রেয় আমি মনে করি তা।

souravkumarhazra6763
2020-04-15, 05:42 PM
আপনি ফোরাম পোস্ট করে যা বোনাস পাবেন তা মাস এর শুরুতে পেয়ে যাবেন,কিন্তু এই বোনাস আপনি তখন তুলতে পারবেন যখন এই বোনাস দিয়ে আপনি প্রফিট করতে পারবেন,মাথায় রাখবেন আপনি বোনাস কখনোই উইথড্র করতে পারবেন না কিন্তু প্রফিট তুলতে পারবেন।

DIGITALBABU2020
2020-04-15, 05:53 PM
বোনাসের অ্যামাউন্ট কখনো উইড্রো করা যায় না। তবে বোনাস এর ডলার ফরেক্স মার্কেটে বিনিয়োগ করে যদি প্রফিট করা যায় তাহলে কেবল প্রফিট উত্তোলন করা যায়। অর্থাৎ বোনাস এমাউন্ট বাদে শুধু প্রফিট অ্যামাউন্ট উইথড্র করতে পারবেন। তবে অবশ্যই আপনার ইনস্টাফরেক্স অ্যাকাউন্ট দ্বিতীয় লেভেল ভেরিফিকেশন কমপ্লিট থাকা লাগবে। ভেরিফিকেশন কমপ্লিট থাকলে স্ক্রিল, নেটেলার, পেপাল, পেকো ইত্যাদির যেকোনো একটি পেমেন্ট মেথডে উইথড্র করতে পারবেন। তবে যে পেমেন্ট মেথড এর মাধ্যমে উইথড্র করবেন সেটাও ভেরিফাইড করে নিবেন তাহলে পরবর্তীতে কোন সমস্যা হবেনা। instaforex.org অথবা instaforex.com সাইটে প্রবেশ করে আপনার ট্রেডিং অ্যাকাউন্টটি লগইন করে ফিনান্সিয়াল অপারেশন অপশন থেকে প্রফিট উইথড্র করতে পারবেন।

Sakib42
2020-04-16, 01:02 AM
আসলে আমি জানতে চাচ্ছি যে একাউন্টে যখন মাসিক বোনাস যোগ দেওয়া হবে সেই টাকা অর্থাৎ বোনাস দিয়ে আমাদের ট্রেডিং করতে হবে এটুকু জানি।যদি আমি বোনাস পেয়ে লাভ করতে পারি তাহলে কতটুকু টাকা উঠাতে পারবো আমি কি সবটা করতে পারব নাকি যে টাকা লাভ করব সেই টাকা। এছাড়া যদি কেউ লস করে বসে তাহলে কি পরবর্তী বোনাস পেয়ে তার সেই লস উঠিয়ে তারপর টাকা উইড্রো করতে হবে। যদি কেউ জানেন তো দয়া করে বলবেন কি?

আপনার বনাস আপনি উঠাতে পারবেন না কিন্তু বনাস দিয়ে আপনার যা টাকা ইনকাম হবে আপনি শুধু সেই টাকা টি উত্তোলন করতে পারবেন আর যদি বনাস এর টাকা লস হোয়ে চলে যায় তাহলে আপনার লাভ করে পুশাতে হবে না কিন্তু আপনার ট্রেড যদি লস এ ক্লোজ করেন তখন আপনার পরবর্তী লাভ দিয়ে পুষাতে হবে কিন্তু আপনি যদি লস এ ট্রেড ক্লোজ না করে একা একা আপনার সব বনাস লসে যায় তাহলে আপনার পরবর্তীতে পুসাতে হবে না

habibi
2020-04-16, 05:40 PM
ফোরামের প্রফিট উইথড্র করার জন্য ইন্সটাফরেক্সের ট্রেডিং অ্যাকাউন্টে লগইন করে Available For Withdraw কত আছে তা দেখে নিবেন। Available For Withdraw যত থাকবে তার থেকে 20-30% উইথড্র দিতে পারেন। কারণ বেশি প্রফিট উইথড্র দিতে গেলে অনেক ঝামেলায় পরতে হয়। আমি ফোরাম অ্যাকাউন্ট থেকে সর্বদাই Available For Withdraw থেকে 20-25% উইথড্র করে থাকি। তাই হয়ত পেমেন্ট নিয়ে এখনো কোন ঝামেলায় পরিনি। তাই আপনারদেরকে পরামর্শ দিব যে ফোরাম বোনাস প্রফিট ২৫% এর বেশি উইথড্র দিবেন না। আসলে অনেকে Available For Withdraw না দেখে উইথড্র দেয় ফলে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়। এছাড়া ফোরাম রুলস দেখে আমাদের সবাই ভালভাবে জানা থাকা দরকার।