PDA

View Full Version : কোন ব্যক্তি ফরেক্সে টিকে থাকেন?



HASIBURRAHMAN
2020-04-15, 01:51 PM
যিনি ফরেক্সকে ভালোবাসেন তিনিই একমাত্র টিকে থাকেন। এখানে অনেকেই আবেগ নিয়ে কাজ শুরু করেন। শুরুতেই অনেকে স্বপ্ন দেখা শুরু করুন। আবার অনেকে স্বপ্নকে স্বপ্নের মত করে পেতে চান? কিন্তু যখন স্বপ্নের জায়গায় স্বপ্নই থাকে। বাস্তবতার সাথে যখন ভিন্নতা চলে আসে তখন অনেকেই ঝোরে যান। কিন্তু এই বাস্তবতা মেনে নিয়ে যারা টিকে থাকেন তারাই সফলতা পেতে পারেন।

Shohedulla2
2020-04-15, 06:28 PM
আপনার কথার উত্তর ভাই আমি সংক্ষেপে দেয়ার চেষ্টা করব। এক কথায় যে ব্যক্তির ধৈর্য্য কম সে ব্যক্তি করে টিকে থাকতে পারে না। যদি কেউ ব্যবসা ধৈর্য ধরে থাকতে পারে তাহলে সে সফল হবে।

Sakib42
2020-04-16, 12:56 AM
যিনি ফরেক্সকে ভালোবাসেন তিনিই একমাত্র টিকে থাকেন। এখানে অনেকেই আবেগ নিয়ে কাজ শুরু করেন। শুরুতেই অনেকে স্বপ্ন দেখা শুরু করুন। আবার অনেকে স্বপ্নকে স্বপ্নের মত করে পেতে চান? কিন্তু যখন স্বপ্নের জায়গায় স্বপ্নই থাকে। বাস্তবতার সাথে যখন ভিন্নতা চলে আসে তখন অনেকেই ঝোরে যান। কিন্তু এই বাস্তবতা মেনে নিয়ে যারা টিকে থাকেন তারাই সফলতা পেতে পারেন।

ব্যাপার টি হলো যার সব চেয়ে ধর্যো আছে এবং নিজের আবকে কে কন্ট্রোল করার ক্ষমতা রাখেন সেই কেবল এই খানে টিকে থাকতে পারবে নাহলে সম্বভ না তাই ধৈর্য ধরে থাকতে হবে যদি টিকে থাকতে হয় আর আবেক কে কন্ট্রোল করতে হবে

FATEMARUMA
2020-06-12, 01:05 PM
মাথা ঠান্ডা রেখে যারা কাজ করে যেতে পারে তারাই ফরেক্সে টিকে থাকতে পারে। কারণ অনিয়ন্ত্রিত ট্রেড কখনো সফলতা আনতে পারে না।

FATEMARUMA
2020-06-15, 09:27 AM
যাদের কাজ শেখার প্রতি আগ্রহ আছে। ইনকাম করার প্রতি আগ্রহ আছে। আর ধৈর্য ধরে কাজ করার মত মানসিকতা আছে। তিনিই একমাত্র ফরেক্সে ফরেক্স এ টিকে থাকতে পারেন।

HASIBURRAHMAN
2020-06-15, 09:58 AM
যদি যথেষ্ট পরিমাণে ধৈর্য আছে তাদের উচিত ফরেক্স মার্কেটে ট্রেডিং করা। কারন ধৈর্য্য ছাড়া ফরেক্স মার্কেটে সফলতা এমনকি টিকে থাকাও সম্ভব নয়।

mdshimul1
2020-06-15, 10:17 AM
যে ব্যেক্তি লোভ না করে ফরেক্স এ ট্রেড করতে পারবে সেই একমাত্র ফরেক্সে বেশি দিন টিকতে পারবে। কারন এটা লোভের ব্যাবসা না। এখানে অধিক ইনকামের আশায় যদি লোভ করে ট্রেড করা হয় তাহলে সে ব্যেক্তি ধ্বংস হয়ে যাবে। ফরেক্সে যদি লোভ না করে ধিরে ধিরে ট্রেড করা যায় তাহলে অনেক টাকা ইনকাম করা যাবে।এজন্য এক কথায় বলা যায় ফরেক্সে লোভ না করে ধিরে ধিরে ট্রেড করলে বেশি দিন টিকে থাকা যাবে

FATEMAKHATUN
2020-06-15, 10:46 AM
যাদের ধৈর্য কম তাদের ফরেক্স না আসাই ভাল। কারণ ধৈর্যহীন ব্যক্তি কোথাও টিকে থাকতে পারে না। ফরেক্সে অধৈর্য হয়ে অনিয়ন্ত্রিত ট্রেডে কখনো লাভ করা সম্ভব নয়।

FATEMARUMA
2020-06-26, 08:53 AM
ফরেক্সে টিকে থাকার জন্য সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন তা হচ্ছে ধৈর্য। ধৈর্যশীল ব্যক্তির জন্য ফরেক্স।

FATEMAKHATUN
2020-06-26, 03:25 PM
ফরেক্সের টিকে থাকার জন্য প্রথম শর্ত হচ্ছে নিজে একটা সিদ্ধান্ত নেওয়া যে আমি ফরেক্স এ সফল হব। এরপর পর্যায়ক্রমে লক্ষ্য ঠিক রেখে ধীর গতিতে কাজ অগ্রসর হওয়া।

HASIBURRAHMAN
2020-06-26, 04:19 PM
ফরেক্সে টিকে থাকার জন্য দরকার নিয়মিত অধ্যায়ন অধ্যবসায় আর ধারাবাহিক প্রাকটিস। আর ধৈর্যের গুরুত্ব ও কোন অংশে কম নয়।

mahmudfx84
2020-07-26, 12:03 PM
যার অপরিসীম ধৈর্য্য আছে, নিজের আবেগকে যিনি নিয়ন্ত্রণ করতে পারেন, যিনি অতিরিক্ত লোভ থেকে নিজেকে দূরে রাখতে পারেন, যিনি ফরেক্সকে একটি টিকে থাকার মাধ্যমে সফলতা অর্জনের ব্যবসা মনে করেন, যিনি ফরেক্স ট্রেডিংয়ে প্রতিনিয়ত অনুশীলন চালিয়ে যান, অল্পতে ভেঙ্গে পড়েন না বা হাল ছেড়ে দেন না, *যিনি ফরেক্সকে মনে প্রাণে ভালবাসেন, নিজের সিদ্ধান্তের উপর অনঢ় থাকার মনোবল বিদ্যমান কেবল তিনিই ফরেক্সে টিকে থাকতে পারেন । ধন্যবাদ।

Mas26
2021-05-31, 11:28 PM
আমি মনে করি ফরেস্টের টিকে থাকতে হলে অবশ্যই একজন ফরেক্স ট্রেডারের ধৈর্যধারণ করতে হবে। যে ব্যক্তি ধৈর্যধারণ করতে পারবেনা সে ব্যক্তি ফরেক্সে টিকে থাকতে পারবে না বলে আমি মনে করি। আর যদিও পারে তাহলে খুবই কষ্ট জনক হয়ে যাবে কারণ আমরা অনেকেই ফরেক্স মার্কেট থেকে ঝরে পোরেছি শুধুমাত্র ধৈর্য হারা হওয়ার কারনে। এবং ওখান থেকে আমরা ফেল করে ফিরে এসেছি তাই ফরেক্স মার্কেটে অবশ্যই আমাদেরকে ধৈর্য্য ধারণ করে ট্রেড করতে হবে।তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারব ইনশাআল্লাহ। অার যাদের ধৈর্য কম তাদের ফরেক্স না আসাই ভাল। কারণ ধৈর্যহীন ব্যক্তি কোথাও টিকে থাকতে পারে না। ফরেক্সে অধৈর্য হয়ে অনিয়ন্ত্রিত ট্রেডে কখনো লাভ করা সম্ভব নয়।এটা সবসময় মাথায় রেখে কাজ করতে হবে।