PDA

View Full Version : অর্থপূর্ণ পোষ্ট করার উপকারিতা কি কি???



K.K.BABY
2020-04-15, 03:12 PM
আমরা প্রতিদিন ফোরামে পোষ্ট করে থাকি।যার যেমন ইচ্ছা সে তেমন ভাবে পোষ্ট করে।এর মধ্য কারোর পোষ্ট গুলো অনেক সুন্দর হয় আবার অনেকের পোষ্ট পড়ে কোন অর্থ খুজে পাওয়া যায় না।নিচে অর্থপূর্ণ পোষ্ট করার উপকারিতা আলোচনা করা হলোঃঃ
১। অর্থপূর্ণ পোষ্ট করলে অন্য মানুষ পোষ্ট পড়ে উপকৃত হবে।
২। ভালো মানের পোষ্ট করলে ফোরাম থেকে ভাল মূল্যায়ন করা হয় অর্থাৎ একটি পোষ্ট এর বিনিময়ে ৫০ ডলার প্রদান করে।
৩। ভালো মানের পোষ্ট করলে বেশি লাইক পাওয়া যায় আর লাইকের জন্য এক্সট্রা বোনাস প্রদান করে ফোরাম থেকে।
৪। যখন আপনি ভালো মানের পোষ্ট করবেন তখন আপনার অনেক কিছুই জানতে হবে আপনি না জেনে ভালো মানের পোষ্ট করতে পারবেন না।তার মানে আপনি ভালো মানের পোষ্ট করার আসায় শিক্ষা গ্রহণ করতে পারছেন।
তাই আমরা যখন পোষ্ট করবো তখন এই বিষয়গুলো মনে রাখবো।

zakia
2020-04-15, 05:32 PM
ফরেক্স মার্কেট এ অর্থপূর্ণ পোস্ট করার গুরুত্ব অপরিসীম বলে আমি মনে করি । কারন একটা ভাল পোস্ট করলে তার মাধ্যমে অনেক উপকার পাওয়া যায়- কেউ যখন একটা ভাল পোস্ট করতে যায় তখন তাকে সেই বিষয়ে জ্ঞান লাভ করতে হয়। এতে করে তার জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়, মানুষ তার পোস্টটি পরে উপকৃত হয় । এছাড়া তার ভাল পোস্ট এর ফলে মানুষ শিখতে পারে, বেশি লাইক পায় এবং ফোরাম ভাল পোস্টেকে অনেক গুরুত্ব সহকারে মূল্যায়ন করে থাকে যা থেকে ভাল বোনাস পাওয়ার সম্ভাবনা থাকে ।

DIGITALBABU2020
2020-04-15, 06:05 PM
ফোরামে অর্থপূর্ণ পোস্ট করলে অনেক উপকারিতা আছে। নিচে আলোচনা করা হলো;
১. দক্ষতা অর্জনের জন্য ফোরামে নিয়মিত অর্থপূর্ণ পোস্ট করা একান্ত আবশ্যক। ফোরামে নিয়মিত আপনি যদি তথ্যসমৃদ্ধ পোস্ট করেন তাহলে আপনার অভিজ্ঞতাটা আরো উন্নত হবে।
২. আপনার পোস্টগুলি অন্যরা পড়ে অনেক কিছু জানতে পারবে। ফলে অন্যরাও ট্রেডিং ওপর দক্ষ হবে।
৩. তাছাড়া ফোরামে অর্থপূর্ণ পোষ্টের যথার্থ মূল্যায়ন করা হয়। একটি পোষ্টের বিনমযয়ে সর্বোচ্চ 50 ডলার পর্যন্ত বোনাস অর্জন করার সুযোগ আছে।

Shohedulla2
2020-04-15, 06:12 PM
আমরা প্রতিদিন ফোরামে পোষ্ট করে থাকি।যার যেমন ইচ্ছা সে তেমন ভাবে পোষ্ট করে।এর মধ্য কারোর পোষ্ট গুলো অনেক সুন্দর হয় আবার অনেকের পোষ্ট পড়ে কোন অর্থ খুজে পাওয়া যায় না।নিচে অর্থপূর্ণ পোষ্ট করার উপকারিতা আলোচনা করা হলোঃঃ
১। অর্থপূর্ণ পোষ্ট করলে অন্য মানুষ পোষ্ট পড়ে উপকৃত হবে।
২। ভালো মানের পোষ্ট করলে ফোরাম থেকে ভাল মূল্যায়ন করা হয় অর্থাৎ একটি পোষ্ট এর বিনিময়ে ৫০ ডলার প্রদান করে।
৩। ভালো মানের পোষ্ট করলে বেশি লাইক পাওয়া যায় আর লাইকের জন্য এক্সট্রা বোনাস প্রদান করে ফোরাম থেকে।
৪। যখন আপনি ভালো মানের পোষ্ট করবেন তখন আপনার অনেক কিছুই জানতে হবে আপনি না জেনে ভালো মানের পোষ্ট করতে পারবেন না।তার মানে আপনি ভালো মানের পোষ্ট করার আসায় শিক্ষা গ্রহণ করতে পারছেন।
তাই আমরা যখন পোষ্ট করবো তখন এই বিষয়গুলো মনে রাখবো।

ভাই আপনি সঠিক কথা বলেছেন। একটি অর্থপূর্ণ পোস্ট আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত পোস্টটাকে অনেক কিছু শিখি।কিন্তু অনেকের পোস্টে আছে সে কি বলতেছে তাতেও কিছু বোঝা যায় না। কাজে আসে বলে মনে হয়।কিন্তু যেখানে কিছু বলার জন্য বা শিখার জন্য কোন পোস্ট করা হয় সেখানে উত্তর প্রশ্ন মাধ্যমে আমরা নতুন কিছু জানতে পারি এবং শিখতে পারি।