Log in

View Full Version : বুধবার বাজারে লক্ষ্য রাখার মতো ৫ টি বিষয় । ১৫ই এপ্রিল, ২০২০



marketdeal24
2020-04-15, 07:15 PM
MarketDeal24.Com - FOREX NEWS BANGLA (https://marketdeal24.com/forex-news-bangla-%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A7%E0%A6%AC%E0%A6%BE%E0%A 6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A 7%87-%E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8D%E0%A 6%AF-%E0%A6%B0/) ১৫ই এপ্রিল, বুধবার বিনিয়োগকারীদের জন্য বাজারে লক্ষ্য রাখার মতো ৫ টি বিষয়।

১. এয়ারলাইনসদের প্রনোদনা দিতে সম্মত


মার্কিন যুক্তরাষ্ট্র সরকার করোনা ভাইরাস সংকটের মধ্য দিয়ে বেতনের ব্যয় কমাতে বিমান সংস্থাকে প্রায় $ 25 বিলিয়ন ডলার সহায়তা প্রদানে সম্মত হয়েছে।American Airlines (NASDAQ:AAL) এবং Delta Air Lines (NYSE:DAL) যথাক্রমে $5.8 বিলিয়ন ডলার এবং $5.4 বিলিয়ন ডলার সহায়তা পাবে। Southwest (NYSE:LUV) পাবে $ 3.2 বিলিয়ন ডলার। JetBlue (NASDAQ:JBLU) এবং অন্যান্য এয়ারলাইনসও এই সহায়তার জন্য স্বাক্ষর করেছে। এই সহায়তার বেশিরভাগই অনুদান হিসাবে বিতরণ করা হচ্ছে। তবে কিছু অংশ স্বল্প সুদে ঋণ এবং স্টক ওয়ারেন্টের হিসেবেও আছে।এইডের সাথে সংযুক্ত শর্তগুলির অর্থ হ'ল এয়ারলাইনসকে সেপ্টেম্বরের শেষ নাগাদ ফর্লু স্টাফ বা বেতন কমানোর অনুমতি দেওয়া হবে না, অন্যদিকে বাইব্যাক এবং লভ্যাংশ 2021 সেপ্টেম্বর পর্যন্ত নিষিদ্ধ থাকবে এবং নির্বাহী বেতন এর বাইরে আরও ছয় মাসের জন্য সীমাবদ্ধ থাকবে।

২. মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির নতুন তথ্য আসছে


মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস এর কারনে দেয়া লকডাউন থেকে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির আরও কঠোর তথ্য প্রকাশ হওয়ার পথে।পূর্বাঞ্চলিয সময় সকাল ৮টা ৩০ মিনিটে মার্চের খুচরা বিক্রয় এর তথ্য প্রকাশ করা হবে। এবং শিল্প উৎপাদন এর তথ্য পূর্বাঞ্চলিয় সময় সকাল ৯ টা ১৫ মিনিটে প্রকাশিত হবে। এদিকে পূর্বাঞ্চলিয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে নিউ ইয়র্ক এম্পায়ার স্টেট ম্যানুফ্যাকচারিং সূচকও তাদের প্রতিবেদন প্রকাশ করবে। যা এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে এমন স্টেটগুলোর উপর আলোকপাত করবে ।

আরো বিস্তারিত জানতে - FOREX NEWS BANGLA (https://marketdeal24.com/forex-news-bangla-%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A7%E0%A6%AC%E0%A6%BE%E0%A 6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A 7%87-%E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8D%E0%A 6%AF-%E0%A6%B0/)