PDA

View Full Version : ধন্যবাদ দেয়ার পর কি করনীয়?



HASIBURRAHMAN
2020-04-16, 08:26 AM
আমি যখন কাউকে ধন্যবাদ দিচ্ছি, তখন নিচে লেখা আসছে "আপনার ধন্যবাদ সরিয়ে ফেলুন"। প্রথমে একটু বেশি ভয় পেয়েছিলাম। কিন্তু এখন দেখছি সবগুলোতেই একই লেখা। আসলে কেন এই লেখা? আর আমাদের করনীয় কি? বিষয়টি আমার কাছে অস্পষ্ট?

Shohedulla2
2020-04-16, 10:38 AM
আমি যখন কাউকে ধন্যবাদ দিচ্ছি, তখন নিচে লেখা আসছে "আপনার ধন্যবাদ সরিয়ে ফেলুন"। প্রথমে একটু বেশি ভয় পেয়েছিলাম। কিন্তু এখন দেখছি সবগুলোতেই একই লেখা। আসলে কেন এই লেখা? আর আমাদের করনীয় কি? বিষয়টি আমার কাছে অস্পষ্ট?

আসলে ব্যাপারটা এরকম এর চেয়ে যদি আপনি কাউকে লাইক দিতে চাননি কিন্তু অনেক চাকরি তো ভাবে চাপ পড়ে গেছে হয়তো। তখন আপনি লাইকটি ব্যাক নিতে পারেন। কারন লাইক পাওয়ার যোগ্য ছাড়া কেউ লাইক না পাই এই জন্য এটা করা হয়েছে।

FATEMARUMA
2020-06-12, 12:46 PM
আসলে ধন্যবাদ দেয়ার পর এই অপশনটি নিজে থেকে চলে আসে "আপনার ধন্যবাদ সরিয়ে ফেলুন"। অর্থাৎ আপনি চাইলে আপনার পছন্দনীয় পোস্টে ধন্যবাদ দিতে পারেন। আবার চাইলে অপছন্দনীয় পোস্ট থেকে লাইক সরিয়েও ফেলতে পারেন।

FATEMARUMA
2020-06-15, 09:32 AM
ধন্যবাদ দেয়ার পর আমাদের কোন করণীয় নেই। শুধুমাত্র পছন্দনীয় পোস্টগুলোতে লাইক দেয়া যেতে পারে।

HASIBURRAHMAN
2020-06-15, 09:55 AM
আমাদের প্রত্যেকের উচিত মানসম্মত পোস্ট করা। সাথে সাথে মানসম্মত এবং প্রয়োজনীয় পোস্ট দেখেই লাইক দেয়া উচিত।

FATEMAKHATUN
2020-06-15, 11:52 AM
পোস্ট করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত যে আমি যে পোস্ট করছি তা অন্যের উপকারে আসে কিনা? আর লাইক দেয়ার আগে চিন্তা করা উচিত যে পোস্টটি লাইক পাওয়ার উপযোগী কিনা?

mahmudfx84
2020-07-26, 12:12 PM
আপনার ধন্যবাদ সরিয়ে ফেলুন মানে হলো আমি যদি কাউকে ধন্যবাদ দেওয়ার পরে আবার ফিরিয়ে নিতে চান তাহলে ওখানে বাটন চাপলে বা ক্লিক করলে অটো সিস্টেমে ধন্যবাদ সরে যাবে। অর্থ্যাৎ আপনি যাকে ধন্যবাদ দিয়েছিলেন তিনি আপনার ধন্যবাদ আর পেলেন না। আপনার ধন্যবাদ তার হিসাবে কাউন্ট হবে না।

habibi
2020-07-26, 02:52 PM
আমি যখন কাউকে ধন্যবাদ দিচ্ছি, তখন নিচে লেখা আসছে "আপনার ধন্যবাদ সরিয়ে ফেলুন"। প্রথমে একটু বেশি ভয় পেয়েছিলাম। কিন্তু এখন দেখছি সবগুলোতেই একই লেখা। আসলে কেন এই লেখা? আর আমাদের করনীয় কি? বিষয়টি আমার কাছে অস্পষ্ট?

আসলে এটি নিয়ে ভয় পাওয়ার কোন কারন নেই। ব্যাপারটি হল যদি আপনি কাউকে কোন পোস্টের জন্য ধন্যবাদ দিয়ে থাকেন তাহলে পরে আপনি চাইলে আপনি ধন্যবাদ উঠিয়ে দিতে পারবেন মানে ধন্যবাদ সরিয়ে ফেলতে পারবেন। অনেক সময় ভুলে বা গুরুত্বপূর্ণ পোস্ট নয় এমন পোস্টে আমরা ধন্যবাদ দিয়ে থাকি। তখন এটি চাইলে আমরা সরিয়ে ফেলতে পারি। তাই এখানে ধন্যবাদ সরিয়ে ফেলুন এখন অপশনটি দেওয়া হয়েছে। আরেকটু সহজভাবে বুঝিয়ে বলি – আমরা তো সকলে ফেসবুক ব্যবহার করি, ফেসবুকে আপনি যদি কার পোস্টে like করেন তারপর চাইলে unlike করে লাইক উঠিয়ে দিতে পারি। এখানেও "আপনার ধন্যবাদ সরিয়ে ফেলুন" অপশনটি unlike এর মত কাজ করে। আপনি চাইলে যেকোনো সময় ধন্যবাদ উঠিয়ে দিতে পারেন। তাই এটি নিয়ে ভয় পাওয়ার কোন দরকার নেই। আশা করি বুঝতে পেয়েছেন।

Mas26
2021-05-31, 11:15 PM
আসলে ধন্যবাদ দেয়ার পর এই অপশনটি নিজে থেকে চলে আসে "আপনার ধন্যবাদ সরিয়ে ফেলুন"। অর্থাৎ আপনি চাইলে আপনার পছন্দনীয় পোস্টে ধন্যবাদ দিতে পারেন। আবার চাইলে অপছন্দনীয় পোস্ট থেকে লাইক সরিয়েও ফেলতে পারেন।ফরেক্স এ ট্রেড করে ধনী হওয়ার চিন্তা ভাবনা পরিহার করা উচিত। ফরেক্স মার্কেটে টিকে থাকা অতটা সহজ নয়। এখানে টিকে থাকতে হলে পর্যাপ্ত পরিমাণ দক্ষ এবং কৌশলী হওয়ার প্রয়োজন হয়। যদি দক্ষতা না থাকে তাহলে এখানে টিকে থাকা খুব কঠিন ব্যাপার। হিসাব করে দেখা গেছে ফরেক্স মার্কেটে যারা লস করে তাদের মধ্যে বেশিরভাগই নতুনরা। তাই অনেক টাকা আয় করার পূর্বে নিজেকে আগে অনেক দক্ষ করে তুলুন। দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে অনেক আয় করতে পারবেন। ফরেক্স মার্কেট আবেগের কোন জায়গা নয়। তাই আবেগে বশীভূত হয়ে ধনী হওয়ার জন্য বেশি লাভ করতে গিয়ে ট্রেডিং নিয়ম না মেনে অতিরিক্ত ঝুঁকি নিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করা খুবই বিপদজনক।অামি মনে করি সাথে মানসম্মত এবং প্রয়োজনীয় পোস্ট দেখেই লাইক দেয়া উচিত।