PDA

View Full Version : মোডারেটরদের দৃষ্টি আকর্শন করছি



rakib.r
2020-04-16, 04:21 PM
বেশ কয়েক দিন যাবত ই ফোরামে একটু পরিবর্তন দেখা যাচ্ছে এটাকে অবশ্য আমি স্বাগতম জানাচ্ছি। আবার অন্য দিক দিয়ে কিছুটা লেখার মানষিকতাও হারাচ্ছি।
দেখা গেছে যে আমি একটা পোষ্ট করেছি ফরেক্স নিয়ে সাধারন কথাবার্থা সেকশনে কিন্তু সেটা অন্য একটি সেকশনে চলে গেছে একটু পরেই। আমি প্রতিদিন ৫-১০ টা পোষ্ট করি। রাতের বেলায় যখন আবার আমি ফোরামে সবার পোষ্ট দেখার জন্য আসি তখন দেখি আমার করা পোষ্ট গুলা থেকে কয়েক টা অফ টপিক আলাপন এমন কি নো বোনাস পোষ্টেও চলে যায় । এভাবে আসলে পোষ্ট করার যে একটা ইচ্ছা থাকে সেটা নষ্ট হয়ে যায়।
আমি অনুরোধ করবো যে দয়া করে যদি কিছুটা সময় নিয়ে মানে ফোরাম ১/২ দিনের জন্য অফ রেখে কোন থ্রেড টা কোন সেকশনের জন্য পার্ফেক্ট সেটা আগে থেকেই সেট করে দেন তাহলে হয়তো ফোরাম সদস্যরা কিছুটা হলে পোষ্ট করে শান্তি পাবে ।
আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ধন্যবাদ

Tofazzal Mia
2020-04-16, 08:35 PM
বেশ কয়েক দিন যাবত ই ফোরামে একটু পরিবর্তন দেখা যাচ্ছে এটাকে অবশ্য আমি স্বাগতম জানাচ্ছি। আবার অন্য দিক দিয়ে কিছুটা লেখার মানষিকতাও হারাচ্ছি।
দেখা গেছে যে আমি একটা পোষ্ট করেছি ফরেক্স নিয়ে সাধারন কথাবার্থা সেকশনে কিন্তু সেটা অন্য একটি সেকশনে চলে গেছে একটু পরেই। আমি প্রতিদিন ৫-১০ টা পোষ্ট করি। রাতের বেলায় যখন আবার আমি ফোরামে সবার পোষ্ট দেখার জন্য আসি তখন দেখি আমার করা পোষ্ট গুলা থেকে কয়েক টা অফ টপিক আলাপন এমন কি নো বোনাস পোষ্টেও চলে যায় । এভাবে আসলে পোষ্ট করার যে একটা ইচ্ছা থাকে সেটা নষ্ট হয়ে যায়।
আমি অনুরোধ করবো যে দয়া করে যদি কিছুটা সময় নিয়ে মানে ফোরাম ১/২ দিনের জন্য অফ রেখে কোন থ্রেড টা কোন সেকশনের জন্য পার্ফেক্ট সেটা আগে থেকেই সেট করে দেন তাহলে হয়তো ফোরাম সদস্যরা কিছুটা হলে পোষ্ট করে শান্তি পাবে ।
আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ধন্যবাদ

আপনি যেমনটা ভাবছেন তেমনটা নাও হতে পারে। কেননা আমি লক্ষ্য করেছি এই ফোরামে প্রতিটা সেকশন আলাদা আলাদা করে সুন্দরভাবে সাজানো আছে এবং কোন সেকশনে কি ধরনের পোষ্ট করবে সেই নির্দেশনা দেওয়া থাকলেও বেশিরভাগ ফোরাম সদস্য ফরেক্স নিয়ে সাধারণ কথাবার্তা সেকশনে পোষ্ট করে। এর মধ্যে কিছু পোষ্ট মুল্যহীন মানে অযথা। শুধু বোনাস পাবার জন্য করে (যদিও এখন পোষ্ট ভাল না হলে বোনাস পাবার সম্ভাবনা খুবই কম)। আপনি ভাল করে দেখেন আপনার যে পোষ্টগুলো সড়িয়ে নেওয়া হয়েছে তা কতটা যুক্তিযুক্ত সেই সেকশনে রাখার। যদি সেরকম কিছু থাকে তাহলে আপনার স্ক্রিন শর্ট আপলোড করে পোষ্ট করা উচিত ছিল। আশা করি বুঝতে পেরেছেন। ভাল থাকবেন, ফরেক্স নিয়ে এই ফোরমটিতে ডেভলপ করার চেষ্টা করবেন। ধন্যবাদ

rakib.r
2020-04-16, 08:56 PM
আপনি যেমনটা ভাবছেন তেমনটা নাও হতে পারে। কেননা আমি লক্ষ্য করেছি এই ফোরামে প্রতিটা সেকশন আলাদা আলাদা করে সুন্দরভাবে সাজানো আছে এবং কোন সেকশনে কি ধরনের পোষ্ট করবে সেই নির্দেশনা দেওয়া থাকলেও বেশিরভাগ ফোরাম সদস্য ফরেক্স নিয়ে সাধারণ কথাবার্তা সেকশনে পোষ্ট করে। এর মধ্যে কিছু পোষ্ট মুল্যহীন মানে অযথা। শুধু বোনাস পাবার জন্য করে (যদিও এখন পোষ্ট ভাল না হলে বোনাস পাবার সম্ভাবনা খুবই কম)। আপনি ভাল করে দেখেন আপনার যে পোষ্টগুলো সড়িয়ে নেওয়া হয়েছে তা কতটা যুক্তিযুক্ত সেই সেকশনে রাখার। যদি সেরকম কিছু থাকে তাহলে আপনার স্ক্রিন শর্ট আপলোড করে পোষ্ট করা উচিত ছিল। আশা করি বুঝতে পেরেছেন। ভাল থাকবেন, ফরেক্স নিয়ে এই ফোরমটিতে ডেভলপ করার চেষ্টা করবেন। ধন্যবাদ

ভাই আমি হয়তো আপনাকে বুঝাতে পারি নাই।
ফফোরামের প্রতিটা সেকশনের জন্য ই আলাদা আলাদা করে নির্দেশনা দেওয়া আছেই তবে আপনি যেটা বললেন যে কিছু সদস্য শুধুই পোষ্ট করে বোনাসের আশায়।
যে সেকশনের জন্য যে পোষ্ট টি প্রযোজ্য সেটি সেখানে যাবে আমি সেই জিনিস টাই চাচ্ছি। এইটা একটা দুইটা করে হচ্ছে। আমি বুঝাইতে চাইছি যে যেখানে যেটা খাপ খায় সেখানেই সেটা যাক কিন্তু একটু দ্রুত যাক। আমি একটা থ্রেডে পোষ্ট করলাম কিন্তু পরে দেখলাম যে সেই পোষ্ট পুরোটাই চলে গিয়েছে নো বোনাস পোষ্ট হিসেবে। এটায় একটু আপত্তি জানিয়েছি আর কিছুই নয়। আমি এটাই বলছিলাম যে যেটা সরানো দরকার আগেই সরিয়ে দেওয়া হোক, পরে যেনো সরানো না হয়

FREEDOM
2020-04-17, 06:47 PM
ফোরামের প্রতিটা সেকশনই সুন্দর করে সাজানো রয়েছে। আর ফোরামের বেশিরভাগ ট্রেডাররাই ফরেক্স নিয়ে সাধারন কথাবার্তা এই সেকশনে পোস্ট করে থাকে। এখন অনেকেই নতুন নতুন থ্রেড পোস্ট করছে ফরেক্স নিয়ে সাধারন কথাবার্তা এই সেকশনে কিন্তু দেখা যায় পোস্টটি এই সেকশনের অন্তর্ভুক্ত নয় বা অন্য কোনো সেকশনের বা অফ টপিক আলাপনের মধ্যে পড়ে। যেকারনে হয়তো রোবটিক সিস্টেমে অন্য সেকশনের অন্তর্ভুক্ত হতে কিছু সময় লেগে যেতে পারে যে কারনে এমনটা হয়ে থাকতে পারে। তাই এটা নিয়ে বেশি দুশ্চিন্তা করার কিছু নেই। নিয়মিত পোস্ট পড়ুন এবং নিয়মিত পোস্ট করুন।