PDA

View Full Version : ভাগ্য সফলতার পথে বাধা নাকি সহায়ক?



HASIBURRAHMAN
2020-04-18, 10:22 AM
যেকোনো কাজের সফলতার জন্য ভাগ্যের গুরুত্ব অনস্বীকার্য। তবে অধ্যায়ন, অধ্যবসায় আর প্রচেষ্টা ছাড়া সাধারণত ভাগ্য আমাদের সঙ্গ দেয় না। আর যেকোনো কাজের প্রয়োজনীয় উপকরণ সহ ধারাবাহিক প্রচেষ্টাই আমাদের সফলতার দিকেই ধাবিত করতে পারে।

Shohedulla2
2020-04-18, 08:21 PM
আসলে যে ব্যক্তি সফল হয় ভাগ্য সবসময় তার সাথে।যার জন্য আমাদের বুঝা উচিত যে ভাগ্য না আসলে আমাদের কাজে ভাগ্য নির্ধারণ করে থাকে।যদি আমরা কঠোর পরিশ্রম করতে পারে তাহলে আমরা সকল পাবো। যার জন্য আমাদের সবসময় কঠোর পরিশ্রমের কাজ করা উচিত।

shahalertpay
2020-04-18, 08:38 PM
সফলতা শুধু ভাগ্যর উপর নিভরশীল না। আপনাকে সফল হতে হলে আপনার কম ঠিক থাকতে হবে এবং আল্লাহর সহায়তা লাগবে। আসলে যে ব্যক্তি সফল হয় ভাগ্য সবসময় তার সাথে। যার জন্য আমাদের বুঝা উচিত যে ভাগ্য না আসলে আমাদের কাজে ভাগ্য নির্ধারণ করে থাকে। যদি আমরা কঠোর পরিশ্রম করতে পারি তাহলে আল্লাহ আমাদের সহায় হবে । যার জন্য আমাদের সবসময় কঠোর পরিশ্রম করা উচিত।

zakia
2020-04-18, 10:47 PM
ভাগ্য অবশ্যই সফলতার পথে সহায়ক, এটা কখনোই বাধা হতে পারে না । আমাদের সফলতা ও ব্যর্থতা সবই ভাগ্যের উপর নির্ভর করে, তবে আমাদের মনে রাখতে হবে যে পরিশ্রমের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে থাকে । তাই ভাগ্যের উপর দোহায় দিয়ে বসে থাকলে কখনোই সফলতা আসবে না । সফলতা পেতে হলে অবশ্যই বিবেক বুদ্ধি দিতে কাজ করতে হবে । তবেই ভাগ্যও আমাদের সাথে থাকবে । তাই ভাগ্য সফলতার সহায়ক বলে আমি মনে করি ।

K.K.BABY
2020-04-19, 09:30 AM
ভাগ্য অবশ্যই সফলতার পথে সহায়ক, ভাগ্য কখনো সফলতার পথে বাধা হতে পারেনা।ফরেক্স মার্কেট এমন একটি অনলাইনভিত্তিক কারেন্সি ব্যাবসা যে ব্যাবসায় ভাগ্য খুব বেশি দরকার কারন এই মার্কেটে ১০০% সিয়র হয়ে কেউ মার্কেটে ট্রেড এন্ট্রি নিতে পারে না তাই লাভের জন্য আপনাকে দরকার ভাগ্য যদি ভাগ্য ভাল থাকে তাহলে আপনি লাভ করবেন আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে লস করবেন। সুতারং আমাদের উচিত সর্বোচ্চ পরিশ্রম করে আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করা।তাই ভাগ্যকে দোহায় দিয়ে নয় বরং নিজের পরিশ্রমের ফলে ভাগ্যকে পরিবর্তন করে সামনে এগিয়ে যাওয়ায় বুদ্ধিমানের কাজ।

FATEMARUMA
2020-06-10, 07:28 AM
আপনি যদি ভাগ্যের পেছনে ছোটেন তাহলে ভাগ্য হয়তো ধরা নাও দিতে পারে। কিন্তু আপনি যদি কাজের পেছনে ছোটেন ভাগ্য আপনার পিছু ছাড়বে না ইনশাআল্লাহ।

mamunjd97
2020-06-16, 09:17 PM
ভাগ্য সফলতার পথে বাধা নয় অবশ্যই সহায়ক।আপনি যেটা করবেন সেটাই তো ভাগ্য। কারণ আপনি জানেননা আপনার ভাগ্যে কী আছে ? সুতরাং আপনার জন্য যেটা ভাল ,সফলতার পথে বাধা না হয়ে সহায়ক ভূমিকা রাখতে পারে সেটাই করবেন । তাহলে দেখবেন ভাগ্য কখনো বাধা হবে না বরং সহায়ক হয়ে উঠবে।

FATEMAKHATUN
2020-06-17, 06:56 AM
ভাগ্য সব সময় সফলতার পথে সহায়ক ভূমিকা পালন করে। যদি আপনি সঠিক নিয়ম মেনে জেনে-বুঝে শিখে ধৈর্য সহকারে সফলতার পথে অগ্রসর হতে পারেন।

FATEMARUMA
2020-06-17, 07:16 AM
ভাগ্য আপনার সফলতার পথে সহায়ক ভূমিকা পালন করবে। যদি আপনি ভাগ্যের উপরে পুরোপুরি নির্ভর না হয় নিজের চেষ্টা এবং সাধনার উপর পুরোপুরি গুরুত্ব হতে পারেন

HASIBURRAHMAN
2020-06-17, 11:54 AM
ভাগ্য অধিকাংশ সময় তার সাথে চলে যে নিজেকে ভাগ্যের হাতে সপে না দিয়ে কর্মের দিকে গুরুত্ব বেশি দেয়। তাই আমাদের উচিত ভালোভাবে কাজ শেখা ধৈর্য সহকারে কাজ করে যাওয়া। এরপর সৃষ্টিকর্তার উপর ভরসা করা।

Mahmud1984fx
2020-07-03, 10:19 AM
ভাগ্য সফলতার পথে বাধা নাকি সহায়ক ? আমরা নিজেরা ভূল করে অনেক সময় ভাগ্যকে দোষারোপ করি। নিজের কর্মের দোষ নিজেরই। কারণ ভাগ্য কখনো সফলতার পথে বাধা নয় বরং সহায়ক। প্রত্যেকের ভাগ্য তার নিজের জন্য কল্যাণকর। কারণ ভাগ্যটা তো মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত। সৃষ্টিকর্তা হিসাবে মহান আল্লাহ তার বান্দার কোন অকল্যাণ কখনো চান না। যেমন -আল্লাহ বলেছেন: যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট নয় , আল্লাহও সে জাতির ভাগ্য পরিবর্তন করেন না। সুতরাং এতে বোঝা গেল নিজের প্রচেষ্টা যদি ভাল হয় আল্লাহ ফল ভাল দিবেন- এটাই ভাগ্য। কারণ আমাদের জানা নেই যে, আমাদের ভাগ্যে কী আছে ? সুতরাং সব সময় ভাল কাজ করে যেতে হবে- ফল ভাল হবে। ইনশা আল্লাহ।