Log in

View Full Version : আমরা কি ফরেক্স মার্কেটের সফলতার মূল বিষয় গুলি জানি এবং মানি?



majeed
2020-04-21, 07:02 PM
সফল হবার সুপ্ত ইচ্ছা আমাদের সকলের মাঝে আছে। অনেক সময় আমরা নিজের অজান্তে বা ইচ্ছাকৃতভাবে এমন অনেক কিছু করে ফেলি যা আমাদের সফলতার রাস্তায় বাধা হয়ে দাঁড়ায়। সফলতার জন্য কোন নির্দিষ্ট নিয়ম নেই, কিন্তু সফলতা অর্জনের জন্য অবশ্যই কিছু বিষয় মেনে চলা উচিত। আর এই ফরেক্স মার্কেটে নিজেকে সফল হিসেবে তৈরি করা মূলত আসলে কি? আমরা কি তা জানি এবং মানি? জানলেও ১০০% মানতে পারিনা কেনা? প্রত্যেকের নিজ নিজ মন্তব্য/ অভিজ্ঞতা গুলি লিখলে হয়তা একটা সারাংশ তৈরী হবে। আর আপনার মন্তব্য/ অভিজ্ঞতার এই সারাংশ পথ দেখাবে তাদের, যার এখনো সফলতার পিছে পিছে দৈড়ে হতাশ কিংবা ক্লান্ত।

Shohedulla2
2020-04-21, 07:48 PM
হ্যাঁ ভাই আপনি ঠিক কথা বলেছেন আসলে আমাদের উচিত আমরা যে কথাগুলো মানলে আমাদের সফলতা আসবে সেই কথাগুলো মেনে চলা।এবং যারা সফল তাদের পথ অনুসরণ করা এই না যে তারা যাবে করেছে তাই তাই করতে হবে তারা যে পন্থা অবলম্বন করেছে সেগুলো আমাদের অবলম্বন করতে হবে তাহলে আমরা সফল হতে পারব।

XXXTentacion
2020-04-21, 08:14 PM
আসলে বিষয়টাকে দুইটা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা যায় । আর একটা হল অভিজ্ঞদের দৃষ্টি কোন থেকে আরেকটা হল নতুনদের দৃষ্টি কোন থেকে । ফরেক্স মার্কেটে আমরা যারা নতুন তাদের কাছে ফরেক্স অনেক বেশি কঠিন । কিন্ত যারা অনেক দিনের অভিজ্ঞ তাদের কাছে ফরেক্স অনেক বেশি সহজ । আসলে যে কোন কাজ যার থেকে সুবিধা পাওয়া যাবে সে সমস্ত কাজ শুরুতেই বেশ কঠিন লাগে ।

K.K.BABY
2020-04-21, 08:54 PM
ফরেক্স মার্কেটে সফলতার মূল বিষয়গুলো না জানলে আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না। তাই আমাদের মূল বিষয়গুলো জানা আবশ্যক। নিচে মূল বিষয় গুলো পয়েন্ট আকারে দেওয়া হলোঃঃ
১। মানিম্যানেজমেন্ট মেনে ট্রেড এন্ট্রি নেওয়া।
২। ট্রেড করার আগে ১০০% সিয়র হয়ে ট্রেড এন্ট্রি নেওয়া।
৩। টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস ভাল করে বুঝে ট্রেড এন্ট্রি নেওয়া।
৪। লোভ থেকে নিজেকে বিরত রাখা।
৫। ট্রেড করার সময় স্টপ লস এবং টেক প্রফিট সেট করা।
এই মূল বিষয়গুলো অবশ্যই মেনে ট্রেড করলে আমরা ফরেক্স মার্কেটে সফল হতে পারবো।

Mas26
2020-04-21, 09:38 PM
ফরেক্স মার্কেটে সফলতার মূল বিষয়গুলো না জানলে আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না। তাই আমাদের মূল বিষয়গুলো জানা আবশ্যক। নিচে মূল বিষয় গুলো পয়েন্ট আকারে দেওয়া হলোঃঃ
১। মানিম্যানেজমেন্ট মেনে ট্রেড এন্ট্রি নেওয়া।
২। ট্রেড করার আগে ১০০% সিয়র হয়ে ট্রেড এন্ট্রি নেওয়া।
৩। টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস ভাল করে বুঝে ট্রেড এন্ট্রি নেওয়া।
৪। লোভ থেকে নিজেকে বিরত রাখা।
৫। ট্রেড করার সময় স্টপ লস এবং টেক প্রফিট সেট করা।
এই মূল বিষয়গুলো অবশ্যই মেনে ট্রেড করলে আমরা ফরেক্স মার্কেটে সফল হতে পারবো।