PDA

View Full Version : পরিশ্রম ও কি আসলেই সাফল্যের চাবিকাঠি?



FATEMAKHATUN
2020-04-22, 04:33 PM
হ্যাঁ অবশ্যই পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, তবে সঙ্গে আরও একটু দরকার, আর তা হচ্ছে অধ্যায়ন অধ্যবসায় ধৈর্য নিয়মতান্ত্রিকভা ে কাজে অগ্রসর হওয়া, স্রষ্টার সাহায্য কামনা করা, তবেই সফলতা ইনশাআল্লাহ।

HASIBURRAHMAN
2020-04-24, 11:39 AM
পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, এতে কোন সন্দেহ নেই। তবে পরিশ্রম হতে হবে সঠিক জায়গায় সঠিক সময়ে। অনিয়ম পরিশ্রম পন্ডশ্রম হিসেবে গণ্য হতে পারে।

Mahmud1984fx
2020-05-31, 10:26 AM
পরিকল্পিত পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি হতে পারে। শুধুমাত্র পরিশ্রম করলেই সাফল্য পাওয়া যাবে না। কারণ পরিশ্রমের অনেক ধরণ আছে। যেমন একজন শ্রমিক তার দৈহিক পরিশ্রম করে যে অর্থ ইনকাম করে ,করপোরেট অফিসে একজন সামনে ল্যাপটপ নিয়ে এসি রুমে বসে তার চেয়ে অনেক বেশী ইনকাম করে। স্থান কাল পাত্রভেদে পরিশ্রমের ধরণ আলাদা আলাদা। ঠিক তেমনি ফরেক্সে ব্যাপক পরিশ্রম দিতে হবে পরিকল্পিতভাবে। ফরেক্স সম্পর্কে জেনে,নিয়ম কানুন মেনে ভালভাবে ট্রেড করতে পারলে -এই পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি হতে পারে।

Hasinapx
2020-05-31, 11:20 AM
পরিশ্রম ছাড়া কোন কাজেই সফলতা আসে না। পরিশ্রম যেমন সফলতার জন্য অপরিহার্য অঙ্গ তেমনি পরিকল্পনা ছাড়া যে কোন পরিশ্রমই সফলতা এনে দিতে ব্যর্থ। এজন্য যে কাজে আমি পরিশ্রম দিব সে কাজ সম্পর্কে আগেই ভালভাবে জানতে হবে,বুঝতে হবে এবং নিয়মানুযায়ী ব্যাপক পরিশ্রম দিতে হবে। তাহলে উক্ত পরিশ্রম সফল ও সার্থক হতে পারে।

Mas26
2020-05-31, 11:23 AM
পরিকল্পিত পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি হতে পারে। শুধুমাত্র পরিশ্রম করলেই সাফল্য পাওয়া যাবে না। কারণ পরিশ্রমের অনেক ধরণ আছে। যেমন একজন শ্রমিক তার দৈহিক পরিশ্রম করে যে অর্থ ইনকাম করে ,করপোরেট অফিসে একজন সামনে ল্যাপটপ নিয়ে এসি রুমে বসে তার চেয়ে অনেক বেশী ইনকাম করে। স্থান কাল পাত্রভেদে পরিশ্রমের ধরণ আলাদা আলাদা। ঠিক তেমনি ফরেক্সে ব্যাপক পরিশ্রম দিতে হবে পরিকল্পিতভাবে। ফরেক্স সম্পর্কে জেনে,নিয়ম কানুন মেনে ভালভাবে ট্রেড করতে পারলে -এই পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি হতে পারে।

mamunjd97
2020-05-31, 01:06 PM
পরিশ্রমই সফলতার চাবিকাঠি। এতে কোন সন্দেহ নাই তবে সেই পরিশ্রম হতে হবে পরিকল্পনা মাফিক। শুধু পরিশ্রম করলেই সফলতা আসবে না। ফরেক্স সম্পর্কে ভালভাবে জেনে বুঝে এবং দক্ষতা অর্জন করে তবে পরিশ্রম করলেই সফলতা আসতে পারে।

HASIBURRAHMAN
2020-05-31, 01:22 PM
পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। তবে ফরেক্সে সফলতার জন্য স্মার্টলি পরিশ্রম করতে হয়। অর্থাৎ নিজের যোগ্যতা দিয়ে কৌশলে ট্রেড করলেই সফলতা।

Sakib42
2020-05-31, 10:03 PM
হ্যাঁ অবশ্যই পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, তবে সঙ্গে আরও একটু দরকার, আর তা হচ্ছে অধ্যায়ন অধ্যবসায় ধৈর্য নিয়মতান্ত্রিকভা ে কাজে অগ্রসর হওয়া, স্রষ্টার সাহায্য কামনা করা, তবেই সফলতা ইনশাআল্লাহ।

আমার মতে এই খানে না,কারণ এই খানে পরিশ্রম করলেই যে আপনি সফল হবেন টা কিন্তু না কারণ এই খানে উপার্জন টা অনেক টা নির্ভর করে ভাগ্য এর উপর আর নিজের বুদ্ধির উপর।

IFXmehedi
2020-06-02, 10:31 PM
পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, এতে কোন সন্দেহ নেই। তবে পরিশ্রম হতে হবে সঠিক জায়গায় সঠিক সময়ে। অনিয়ম পরিশ্রম পন্ডশ্রম হিসেবে গণ্য হতে পারে।

একদম ঠিক কথা বলেছেন ভাই আপনি।ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আমাদের পরিশ্রম করতে হবে কিন্তু সেই পরিশ্রম টাও সঠিক জায়গাতে করতে হবে। আমরা ফরেক্স ট্রেডিং শিখলাম না কিন্তু লাভ এর চিন্তায় বিভোর থাকলাম তাহলে ভাই কিছু হবে না। আমাদের মূল পরিশ্রমটা করতে হবে ডেমো অ্যাকাউন্টে ট্রেড করার সময় আমরা ডেমো অ্যাকাউন্টে যত বেশি পরিশ্রম করব ভবিষ্যতে রিয়েল অ্যাকাউন্ট থেকে ঠিক তেমনি তার প্রতিদান পাব। তাই আমাদের সকলের উচিত খুব মনোযোগ সহকারে ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করা।

Mas26
2020-06-02, 10:51 PM
পরিকল্পিত পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি হতে পারে। শুধুমাত্র পরিশ্রম করলেই সাফল্য পাওয়া যাবে না। কারণ পরিশ্রমের অনেক ধরণ আছে। যেমন একজন শ্রমিক তার দৈহিক পরিশ্রম করে যে অর্থ ইনকাম করে ,করপোরেট অফিসে একজন সামনে ল্যাপটপ নিয়ে এসি রুমে বসে তার চেয়ে অনেক বেশী ইনকাম করে। স্থান কাল পাত্রভেদে পরিশ্রমের ধরণ আলাদা আলাদা। ঠিক তেমনি ফরেক্সে ব্যাপক পরিশ্রম দিতে হবে পরিকল্পিতভাবে। ফরেক্স সম্পর্কে জেনে,নিয়ম কানুন মেনে ভালভাবে ট্রেড করতে পারলে -এই পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি হতে পারে।

Starship
2021-02-18, 11:24 PM
এতে কোন সন্দেহ নেই যে, পরিশ্রম সফলতার উন্নতির চাবিকাঠি। একজন ব্যক্তির কোন কাজে সফল হওয়ার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিশ্রম ও অনুশীলন। ইতিপূর্বে পৃথিবীতে যে সকল সফল ব্যক্তিরা সফল হয়েছেন তাদের প্রত্যেকেরই পেছনে রয়েছে পর্যাপ্ত পরিশ্রম। দুনিয়াতে কেউ পরিশ্রম ব্যতীত কোন কাজে সফল হতে পারে নাই। তাই আপনি যদি কোনো ক্ষেত্রে সফল হওয়ার জন্য একান্ত ইচ্ছা থাকে তাহলে পরিশ্রম করার ছাড়া কোনো বিকল্প পথ নেই। ফরেক্স এর ক্ষেত্রে সফলতার একমাত্র সিরি হলো নিজেকে অভিজ্ঞতা গড়ে তোলা এবং পর্যাপ্ত ধৈর্য ধারণ করা।

Mas26
2021-02-18, 11:33 PM
পরিশ্রমই সফলতার চাবিকাঠি। এতে কোন সন্দেহ নাই তবে সেই পরিশ্রম হতে হবে পরিকল্পনা মাফিক।অবশ্যই পরিশ্রম সাফল্যের চাবিকাঠি পরিশ্রম না করলে আপনি কোন ভাবে সফল হতে পারবেন না পরিশ্রম ছাড়া ঘরে কেউ সফল হওয়া সম্ভব না পৃথিবীতে অনেক মানুষ আছে যারা অনেক পরিশ্রম করে সফল হয়েছেন তাদের সফলতার কারণে আজকে তাদেরকে অনেক মানুষ মনে রাখে এখনো শুধু পরিশ্রম করলেই সফলতা আসবে না। ফরেক্স শুধু ভালভাবে জেনে বুঝে এবং দক্ষতা অর্জন করে তবে পরিশ্রম করলেই সফলতা আসতে পারে।

mohd.Salahuddin
2021-02-19, 07:13 AM
পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি।চির চেনা এই বাক্যটি আবারও উকি দিল।পরিশ্রম করবেন আর তা সঠিক জায়গায় না হয় তবে,আপনার কষ্ট কষ্টই থেকে যাবে।

EmonFX
2021-02-19, 01:00 PM
হ্যাঁ অবশ্যই পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, তবে সঙ্গে আরও একটু দরকার, আর তা হচ্ছে অধ্যায়ন অধ্যবসায় ধৈর্য নিয়মতান্ত্রিকভা ে কাজে অগ্রসর হওয়া, স্রষ্টার সাহায্য কামনা করা, তবেই সফলতা ইনশাআল্লাহ।

ফরেক্স মার্কেটের সফলতা পাওয়ার জন্য অবশ্যই কঠোর পরিশ্রমের প্রয়োজনীয়তা রয়েছে। পরিশ্রমের ফল কখনোই বৃথা যায় না। পরিশ্রমের ফল পেতে কখনও কখনও একটু দেরি হতে পারে কিন্তু কখনো এটা বৃথা যাবার নয়। আপনার পরিশ্রমের রিওয়ার্ড আজ অথবা কাল অবশ্যই পাবেন। আমরা যদি পৃথিবীর সুপরিচিত ও মহৎ ব্যক্তিদের জীবন পর্যালোচনা করি তাহলে দেখতে পাব যে তারা ছিল কঠোর পরিশ্রমী। তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা পৃথিবীব্যাপী সুপরিচিত হয়েছেন। তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এবং মানুষের হৃদয়ের মণিকোঠায় তারা চির অমর হয়ে আছেন। তাদের থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে ধৈর্যের সাথে কঠোর এবং নিরলস পরিশ্রম করে যেতে হবে যাতে করে আমরা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারি। পরিশ্রম, ধৈর্য এবং অধ্যবসায়ের সাথে মার্কেটে টিকে থেকে ট্রেডিং করে যেতে পারলেই সফলতা সুনিশ্চিত।

samun
2021-02-20, 11:37 AM
ছোটবেলা থেকে আমরা একটি বিষয় জেনে এসেছি এবং স্কুলের শিক্ষা পেয়েছি পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি আসলে কথাটা সত্য পৃথিবীতে পরিশ্রম ছাড়া কেউ কখনো সাফল্যের দুয়ারে যেতে পারে না ফরেক্স মার্কেটে এমন একটি স্থান যেখানে জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা ছাড়া কেউ টিকে থাকতে পারে না ফরেক্স মার্কেটে অবশ্যই প্রাথমিক পর্যায় কষ্ট করে দক্ষতা অর্জন করতে হয় ফরেক্স এর যাবতীয় তথ্য সংগ্রহ করতে হয় দীর্ঘদিন যাবৎ ধৈর্য ধারণ করতে হয় ফরেক্স মার্কেটে নিজের লোককে বিসর্জন দিতে হয় এভাবেই ফরেক্স মার্কেটে নিজের সফলতা একটি প্লাটফর্ম তৈরি করা সম্ভব

FRK75
2021-05-21, 09:54 AM
পরিশ্রম যেমন সফলতার জন্য অপরিহার্য অঙ্গ তেমনি পরিকল্পনা ছাড়া যে কোন পরিশ্রমই সফলতা এনে দিতে ব্যর্থ। এজন্য যে কাজে আমি পরিশ্রম দিব সে কাজ সম্পর্কে আগেই ভালভাবে জানতে হবে,বুঝতে হবে এবং নিয়মানুযায়ী ব্যাপক পরিশ্রম দিতে হবে। তাহলে উক্ত পরিশ্রম সফল ও সার্থক হতে পারে।

Smd
2021-09-03, 09:36 PM
পরিশ্রমের অনেক ধরণ আছে। যেমন একজন শ্রমিক তার দৈহিক পরিশ্রম করে যে অর্থ ইনকাম করে ,করপোরেট অফিসে একজন সামনে ল্যাপটপ নিয়ে এসি রুমে বসে তার চেয়ে অনেক বেশী ইনকাম করে। স্থান কাল পাত্রভেদে পরিশ্রমের ধরণ আলাদা আলাদা। এতে কোন সন্দেহ নাই তবে সেই পরিশ্রম হতে হবে পরিকল্পনা মাফিক। শুধু পরিশ্রম করলেই সফলতা আসবে না। ফরেক্স সম্পর্কে ভালভাবে জেনে বুঝে এবং দক্ষতা অর্জন করে নিতে হবে।