PDA

View Full Version : Gold



Sakib42
2020-04-23, 04:24 PM
আসসালমুয়ালাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিজ নিজ বাসায়।আমিও আল্লাহ এর রহমতে ভালো আছি। এটা আমার প্রথম এনালাইসিস এবং আমার সব থেকে প্রিয় মেটাল এবং ট্রেডিং প্লাটফর্ম হচ্ছে গোল্ড সিলভার।গোল্ড এখন রয়েছে ১৭:২৫ এবং মাত্র দুইদিন আগে যেই পরিমাণ টা ছিলো অনেক নিচে কিন্তু দুইদিনের মধ্যেই গোল্ড ১৭০০ অতিক্রম করার আমার কাছে নতুন টার্গেট লাগছে যে গোল্ড ১৭৫০ ছাড়বে তাই আমি সাজেস্ট করবো গোল্ড মেটালে বাই করার জন্য:1f60d::1f609:

Rokibul7
2020-04-25, 10:34 PM
ফরেক্স মার্কেটে গোল্ড ট্রেড একটি বিরাট গোল্ড যতটা দেয় ততটাই ঠিক করে নেয় আমি একবার উইথড্রো পাইছি থেকে আর সেটা গোল্ডেন ট্রেড নামে আমি আখ্যায়িত করেছি আরজে দুইবার আমি জিরো হইছি সেটাও গোল্ড এ

Sakib42
2020-05-01, 03:06 PM
আমরা সবাই ভালো ভাবে জানি যে ফোরাম ট্রেডিং প্লাটফর্ম এর মধ্যে সব থেকে গরম মেটাল হচ্ছে গোল্ড যেটিকে আমরা পাগল মেটালো বলে থাকি কারণ গোল্ড কখন কি করে বসে সেইটা কেও জানেনা বা বুঝে না আর অনেক অভিজ্ঞ ট্রেডার রাও বুঝতে ঝামেলা তে পরে যায় যখন গোল্ড চার্ট অ্যানালাইসিস করে।
গোল্ড কিছুদিন আগেও ছিল ১৭০০ আপ এখন টা নেমে এসেছে ১৬৭৫ এ এবং এই সপ্তাহের আজকেই শেষ দিন তাই আজ কে সম্বভ না হলেও আগামী সপ্তাহে গোল্ড আবার ১৭০০ ছুবে।তাই আমি মনে করি গোল্ড বাই করলে বেশি সুভীদা পাওয়া যেতে পারে। 10829

Sakib42
2020-07-28, 12:23 PM
হাই বন্ধুরা আশা করি সব ঠিক আছে এবং এই সপ্তাহের ট্রেডিংয়ে ভাল লাভ হয়,
সোনার ভাসমান দাম আবার 1965 এর কাছাকাছি নতুন প্রতিরোধের চ্যানেলকে ভেঙে দেয় এটি খুব বেশি পরিমাণে হবে যা আজ 1990 সালে হোল্ডিং ট্রেডগুলির জন্য নিশ্চিতকরণ দেবে, বিশ্লেষণের পরে শীঘ্রই আমরা দেখতে পাচ্ছি 2050 বিক্রেতারা এই পরিসরের জন্য শেষ হয়ে যাবে কেবলমাত্র ক্রেতারা প্রতি কম স্বরে সোনার বাজারে বেঁচে থাকবে এবং ১৯৪০ এর নিকটবর্তী সংক্ষিপ্ত বিপরীত সমর্থন দিকনির্দেশের টার্গেটে পরবর্তী ব্রেকিং চ্যানেলের জন্য লাভ অর্জন করবে।
11735

Starship
2020-10-12, 05:20 PM
12533

হ্যালো ফরেক্স ট্রেডার সবাই নিশ্চয় ভালো আছেন ও সঠিক ভাবে প্রফিট করছেন। দীর্ঘ দুই দিন বন্ধের মাধ্যমে আজ সাপ্তাহিক প্রথম দিনে গোল্ড পেয়ারের জার্নাল নিয়ে আজ হাজির হলাম। আজকের গোল্ড পেয়ার শান্ত ও স্বাভাবিক অবস্থায় রয়েছে। এখন গোল্ডের প্রাইজ রয়েছে ১৯২০.০০। গত শক্রুবার হঠাৎ মার্কেট বৃদ্ধির ফলে আজ তুলনামূলক একটু নিচে নেমেছে। এখন যদি এর সার্পোট দেখি তাহলে ১৮৮৮.৭০ এবং রেসিস্টেন্স রয়েছে ১৯১৫.০০ তে রয়েছে। আমি মনে করি মার্কেট উদ্ধোগতিতে অবস্থান করবে। এ অবস্থায় আমরা যদি বাই নেই তাহলে প্রফিট হওয়ার সম্ভাবণা রয়েছে।