PDA

View Full Version : গুগল ক্রোম ব্যবহারকারীরা সাবধান!



DhakaFX
2020-04-23, 07:56 PM
বিশ্বজুড়ে ২০০ কোটির বেশি মানুষ গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন। সম্প্রতি এ বিপুলসংখ্যক ব্যবহারকারীর নিরাপত্তার কথা ভেবে ক্রোম ব্রাউজার হালনাগাদ করেছিল গুগল। তবে এ হালনাগাদের ফলে বেশকিছু অনাকাঙ্ক্ষিত পরিবর্তন, নিরাপত্তা দুর্বলতা ও তথ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এবার হালনাগাদের ফলে সৃষ্ট একটি নিরাপত্তা দুর্বলতা বিষয়ে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক হালনাগাদের ফলে সৃষ্ট নিরাপত্তা ত্রুটি সারাইয়ের জন্য এরই মধ্যে প্যাচ সরবরাহ করেছে গুগল। ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের প্রথমবার হালনাগাদের ফলে সৃষ্ট ত্রুটি থেকে রক্ষা পেতে ক্রোম হালনাগাদ করে নেয়ার আহ্বান জানানো হয়েছে।
http://forex-bangla.com/customavatars/1146226875.gif
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোসের দাবি, বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল অনেকটাই নীরবে উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স ব্যবহারকারীদের ক্রোম ব্রাউজারের গুরুতর নিরাপত্তা সমস্যার বিষয়ে সতর্ক করে। একই সঙ্গে যত দ্রুত সম্ভব ক্রোম ব্রাউজারের ৮১.০.৪০৪৪.১১৩ সংস্করণ হালনাগাদ করে নেয়ার পরামর্শ দেয়। অন্যথায় সাইবার দুর্বৃত্তদের কবলে পড়তে পারে বলে সতর্ক করা হয়।