View Full Version : ফরেক্স ট্রেডিং করার জন্য কি কি দরকার?
K.K.BABY
2020-04-24, 09:23 PM
আপনার ইন্টারনেট কানেকশনসহ একটি পিসি অথবা উইন্ডোজ মোবাইল আছে? তাই যথেষ্ট।
প্রাথমিক পর্যায়ে 10 ডলারের মত পুঁজি।
১০ ডলার দিয়ে শুরু করলেও লেভারেজের কারণে কেনাবেচা করা যাবে অনেক বেশী পরিমাণের। বেশীরভাগ ব্রকারই ১:২০০ লেভারেজ দেয় অর্থাৎ ১০ ডলার বিনিয়োগ করে ২,০০০ () ডলার পর্যন্ত কেনাবেচা করা যাবে। মনেরাখা দরকার, লেভারেজ আপনার পক্ষে কাজ করতে পারে আবার বিপক্ষেও কাজ করতে পারে। উদাহরণঃ মনে করুণ আপনি ২ লাখ eur/usd কিনলেন। এখন এই ট্রেড যদি পক্ষে যায়, অর্থাৎ ইউরোর দাম যদি ডলারের সাপেক্ষে বাড়তে থাকে তাহলে প্রতি পিপে আপনি ২০ ডলার করে লাভ করছেন এবং ৫০ পিপ বাড়লে আপনার ১০০০ ডলার লাভ হবে। তেমনি ৫০ পিপ যদি ইউরোর দাম কমে অর্থাৎ ট্রেড যদি আপনার বিপক্ষে যায় তাহলে একাউন্ট শূণ্য হয়ে যাবে।
ফরেক্স ট্রেড করার জন্য প্রাথমিক ভাবে দরকার একটি এ্যান্ড্রয়েড মোবাইল অথবা লেপটপ সাথে ইন্টারনেট কানেকশন। এর পরে দরকার ফরেক্স সম্পর্কিত জ্ঞান যা মার্কেটে কাজ করতে করতে অর্জন করা সম্ভব। তবে এখানে আরো কিছু গুনাবলী থাকা দরকার যেমন লোভ কন্ট্রোল , ধৈর্য ধারন, ইমোশন কন্ট্রোল। আর প্রাথমিক ভাবে ১০ ডলার দিয়ে কাজ শুরু করা যেতেই পারে সেক্ষেত্রে লিভারেজ নিতে ১ঃ৫০ যাতে করে সবচেয়ে কম রিস্কে ট্রেড করতে পারেন এবং বেশি রিস্ক থেকে বিরত থাকতে পারেন।
Dibakar Biswas
2020-04-24, 10:02 PM
ফরেক্সে ট্রেড করতে যা লাগে তা হলো-
১. একটি মোবাইল/কম্পিউটার । তবে কম্পিউটার হলে ভালো হয়।
২. কম্পিউটার সম্পর্কে জ্ঞান না থাকলে ও হবে। কেবলমাত্র কম্পিউটার on/off করতে পারলে হবে।
৩. কিছু মূলধন । কারন ইনভেস্ট করে তারপর ট্রেড করতে হয়।
৪. ফরেক্স সম্পর্কে কিছু জ্ঞান।
৫. সময়
৬. ধৈর্য
৭. লস করার মানসিকতা
৮. লোভ পরিত্যাগ করা ।
৯. সহনশীলতা
১০. এবং নির্দিষ্ট পদ্ধতি মেনে চলা
এই বিষয়গুলো মেনে চলতে পারলেই হবে । কারন একজন সফল ট্রেডার হতে হলে এই জিনিস গুলো আপনাকে অনুসরন করতেই হবে। তাই আর দেরি কেন?
DEARMUM100
2020-05-19, 04:05 PM
ফরেক্স ট্রেডিং করার জন্য সর্বপ্রথম প্রয়োজন ফরেক্স সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা।তারপর দরকার ভালো টেনকানেক্শন সহ লেপটপ বা অ্যান্ডয়েড মোবাইল ফোন।তারপর দরকার কিছু ভালো ব্লাউজারর।এরপর দরকার ধৈর্য্যসহকারে ট্রেড করা।লোভ পরিহার করে ট্রেড করা
Suriya Sultana Hira
2020-05-20, 10:54 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে যা যা প্রয়োজন তা নিম্নে প্রদান করা হলো :-
★ ইন্টারনেট সংযুক্ত একটি কম্পিউটার বা ল্যাপটপ অথবা স্মার্টফোন ।
★ ইন্টারনেট চালানোর যথাযথ ভালো দক্ষতা ।
★ পরিশ্রম এবং ধৈর্য্য ।
★ লোভ থেকে বিরত থাকা ।
★ মানি ম্যানেজমেন্ট মেনে চলা ।
★ বড়ো বড়ো লটে ট্রেড ওপেন না করা ।
ইত্যাদি আরো অনেক বিষয় আছে যেগুলো মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়,,,,, ধন্যবাদ ।
HASIBURRAHMAN
2020-05-22, 12:14 AM
ফরেক্স এ ট্রেড করার জন্য মেধা যোগ্যতা অধ্যবসায় এবং নিয়মিত প্র্যাকটিস প্রয়োজন। একবারে ফরেক্স পুরোপুরি শেখা সম্ভব নয় বরং সার্বক্ষণিক কাজের মাধ্যমে শিখতে হয়।
FATEMAKHATUN
2020-05-22, 12:23 AM
ফরেক্স এ ট্রেড করার জন্য নিয়মিত অধ্যায়নের পাশাপাশি ধৈর্যের প্রয়োজন। কারণ লাভ লস ফরেক্সে নিত্যদিনের সঙ্গী। লাভ হবে খুব ভালো লাগে, কিন্তু লস হলে অনেকে ভেঙে পড়ে। কিন্তু না এক্ষেত্রেই ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায় ফরেক্স থেকে ছিটকে পড়ার সম্ভাবনা বেশি থাকে।
uzzal05
2020-05-23, 02:37 AM
ফরেক্স ট্রেড করার জন্য আমাদের হাই কনফিগারেশন কম্পিউটার এর দরকার নেই। শুধু ইন্টারনেট কানেকসহ একটি পিসি হলেই ফরেক্স শুরু করা যেতে পারে। আবার বর্তমানে এ্ন্ড্রয়েড মোবাইল দ্বারা আমরা ট্রেড ম্যানেজ করতে পারি। আমার যে জায়গা থেকেই ফরেক্স ট্রেড বাই বা সেল ট্রেড করতে পারি।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.