PDA

View Full Version : এনগাল্ফিং ক্যান্ডেল স্ট্রাটেজি



Montu Zaman
2020-04-26, 05:58 PM
বিগত ৩ বছর আমি অনেক রকম ইন্ডিকেটর ও বিভিন্ন স্ট্রাটেজি ব্যবহার করে ট্রেড করেছি। শেষ পর্যন্ত আমি সব ইন্ডিকেটর ব্যবহার করা বাদ দিয়েছি এবং শুধু মাত্র ২ টা ট্রেডিং স্ট্রাটেজি ফলো করে ট্রেড করছি।আজ আপনাদের সাথে আমার একটি ট্রেডিং স্ট্রাটেজি শেয়ার করব।
এটা আমার ট্রেডিং স্টাইল এবং অভ্যাস এর সাথে মানিয়েছে, সেটা হল এনগাল্ফিং ক্যান্ডেল স্ট্রাটেজি ব্যবহার করে ট্রেড করা। এটা খুব সিম্পল একটা স্ট্রাটেজি। কিভাবে এন্ট্রি নিবেন?
সর্ব প্রথম ট্রেন্ড ফলো করবেন।ট্রেন্ড এর বিপরীতে এন্ট্রি নিবেন না। তারপর এনগাল্ফিং ক্যান্ডেল ক্লোজ হলে এন্ট্রি নিবেন। sl সেট করবেন আগের ক্যান্ডেল যেখানে ক্লোজ হয়েছিল তার থেকে ১০ পিপস বেশি।আর tp সেট করতে হবে মিনিমাম 1:2 রেশিওতে ।অনেক সময় আরও অনেক বেশি পাওয়া যায় মার্কেট কন্ডিশনের উপর এন্ট্রি নেবার পর আর কোন বিকল্প থাকবে না। মনে রাখবেন সবসময় লাভ হবে না আর এন্ট্রিও কম পাওয়া যায়।তাই ধৈর্য ধারন করতে হবে ।গত এক বছর যাবত আমি ফলো করছি এবং দেখছি সফলতার হার ৭০% শতাংশ।
আপনাদের বোঝার সুবিধার জন্য একটা ছবি দিলাম।
10738
এটা সব টাইমফ্রেমেই কাজ করে ।কিন্তু আমি h1 ও h4 চার্ট ফলো করি।
সর্বোপরি ফরেক্স ট্রেডিংয়ে সফল হতে হলে ২ টা জিনিস অবশ্যই থাকতে হবে। ধৈর্য এবং শৃঙ্খলা। এই দুইটা জিনিস না থাকলে কোন স্ট্রাটেজি কাজে আসবে না। ফরেক্স ট্রেডিংকে টাকা কামানোর মেসিন বা জুয়া ভাবা উচিৎ হবে না।
সবাইকে ধন্যবাদ

SHARIFfx
2020-04-27, 12:20 AM
আপনার কেন্ডেল এনালাইসিস ভালো লাগলো। আমার মতে নিউজ প্রকাশ হবার পরে ডেইলি কেন্ডেলের আচারণ পরিবর্তন হয়। তাই আমরা ইচ্ছা করলে ডেইলি কেন্ডেল ফলো করে ১০-২০ পিপ্স নিতে পারি। এর জন্য প্রজেটিব নিউজ, প্রজেটিব ইন্ডিকেটর আর প্রজেটিব কেন্ডেল হতে হবে। বাংলাদেশ সময়ে প্রতিদিন ২.৫০ পি এম এর পরে রেজাল্ট পেতে পারেন। তাই h 4 d1 w1 প্রজেটিব মিলিয়ে পেন্ডিং ট্রেড নিতে পারেন। এতে করে চমৎকার রেজাল্ট আশা করি। তবে মানিমেনেজমান্ট করতে হবে। আর স্টোপ লস ২০ পিপ্স রাখতে পারেন। 10745

DhakaFX
2020-04-27, 07:33 PM
এনগাল্ফিং ক্যান্ডেল স্ট্রাটেজি ধরে ট্রেড করার জন্য এনগাল্ফিং এর বুলিশ ও বিয়ারিশ প্যাটার্নটি ভাল করে চিনতে হবে। নয়তো এটা কিভাবে কাজ করবে সেটা অনেকে নাও ধরতে পারে।
10768
বুলিশ ক্যান্ডেল
কোনো ডাউনট্রেন্ডের নিম্ন স্থানে অর্থাৎ বটমে দুটি ক্যান্ডেলের সমন্বয়ে এই বুলিশ এনগাল্ফিং প্যাটার্ন নির্মিত হতে দেখা গিয়ে থাকে।
ছোট বিয়ারিশ ক্যান্ডল ( প্রথম দিন ) আর বড় বুলিশ ক্যান্ডল ( দ্বিতীয় দিন )
প্রথম দিনের দুর্বলতার কারণে দ্বিতীয় দিনে গ্যাপ ডাউন ওপেনিং দেখা গেলেও বিয়ারিশদের প্রভাবকে নস্যাৎ করে বুলিশ ট্রেডারগণ নিম্ন দাম থেকে বাজারের হাল হর্তে শুরু করে এবং স্বল্প সময়েই সমগ্র দিক বুলিশ সেন্টিমেন্ট দ্বাহ্রা প্রভাবিত হয়ে গ্যাপ ডাউন কভার করে ফেলে | এবং আলোচ্চ্চ্য সেশনে প্রথম দিনের ক্যান্ডলকে সম্পূর্ণ ভাবে গ্রাস করে এবং প্রথম দিনের হাইকে অতিক্রম করে এবং কিছু ক্ষেত্রে হাইয়ের পাশেই ক্লোসিং প্রদান করে|
10769
বিয়ারিশ ক্যান্ডেল
কোনো প্রবল আপ ট্রেন্ডের উচ্চ স্থানে অর্থাৎ টপ অঞ্চলে দুটি ক্যান্ডেলের সমন্বয়ে এই বিয়ারিশ এনগাল্ফিং প্যাটার্ন নির্মিত হতে দেখা যায় | স্বল্প দৈর্ঘের বুলিশ ক্যান্ডেল ( প্রথম দিন ) আর বড় বিয়ারিশ ক্যান্ডেল ( দ্বিতীয় দিন )
সাধারণত দেখা যায় যে প্রথম দিনের বুলিশ ক্যান্ডেলটিকে দ্বিতীয় দিনের বিয়ারিশ ক্যান্ডেল সম্পূর্ণ ভাবেই গ্রাস করে থাকে | পূর্ববর্তী বুলিশ প্রেসারের কারণে দ্বিতীয় দিনেও গ্যাপ আপ ওপেনিং দেখা গেলেও দিনের উচ্চ মাত্রা থেকে প্রবল সেলিং প্রেসার অর্থাৎ প্রফিট বুকিংয়ের কারণে দামের মধ্যে তীব্র পতন পূর্ববর্তী দিনের লো কে ভেঙে দিয়ে দ্বিতীয় দিনের দামকে নিচে নিয়ে এসে ক্লোসিং প্রদান করে থাকে |

Rokibul7
2020-07-05, 03:52 PM
ধমব্যাদ ভাই আপনাদের এনগাল্ফিং ট্রটেজি শেয়ারআকরার জন্য,আমি নতুন তাই একটা প্রশ্ন জাগলো মনে সেহয়তো আপনাদের কাছে গুরুত্ব নাও হতপ পারে।সেটা হলো এই এনগাল্ফিং ক্যান্ডেল দেখে আমরা কোন পজিশন চালু করতে পারি??

DhakaFX
2020-07-19, 06:03 PM
আমি সুইং ট্রেডিং পছন্দ করি। কিন্তু এক্ষেত্রে আমার কিছু সমস্যা আছে যা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সুইং ট্রেডিং এর ক্ষেত্রে আমি সাধারণত চ্যানেল (support/resistance দুটোই কাজ করে এমন) আঁকি এবং সঠিক এন্ট্রি পয়েন্ট এর জন্য অপেক্ষা করি। যেমন, buy এর ক্ষেত্রে support line স্পর্শ করে একটি buy candle আসলে এন্ট্রি নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে Candle bar support line স্পর্শ করে না তবুও HL/HH তৈরি করে। আমার মতে HL/HH চিহ্নিত করতে পারা খুবই গুরুত্বপূর্ণ।
11633
কিন্তু প্রায় বেশিরভাগ সময় এটি আমি বুঝতে পারি না। কিভাবে buy এর সময় support line স্পর্শ না করলেও HL/HH চেনা যায়? অথবা sell এর সময় কিভাবে LL/LH চেনা যায়? পিনবার, Candlesticks Pattern বা অন্য কোন উপায় আছে কি? কারো জানা থাকলে দয়া করে শেয়ার করবেন। ধন্যবাদ

FREEDOM
2020-07-19, 09:59 PM
হ্যা আমাদের বেশিরভাগ ট্রেডই হয়ে থাকে সাপোর্ট লাইন রেজিস্টান্স লেভেলের উপর বেজ করে তবে মার্কেট সবসময়ই সাপোর্ট রেজিস্টান্স স্পর্শ করবে এমনটা নয় অনেকসময়ই সাপোর্ট প্রান্তে পৌছানোর আগেই মার্কেট পুলব্যাক করে। সেক্ষেত্রে আমাদের ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ও মার্কেট প্রাইস একসন বোঝা প্রয়োজন।

Rokibul7
2020-07-19, 11:44 PM
হুম ফ্রিডম ভাই ঠিকই বলেছেন,প্রাই এমনটা দেখা যায়।এ জন্য আমাদের টেকনিক্যাল এনালাইসিস এর ভেতরে ক্যান্ডেলস্টিক ও প্রাইজ এ্যাকশন এসবে ভাল দক্ষতা থাকা আবশ্যক।

Rokibul7
2020-07-19, 11:54 PM
হুম ভাইল একটা কৌশল শেখালেন। কাজে লাগিয়ে দেখবো কতটা শিখতে পারি।ধন্যবাদ