PDA

View Full Version : আমি যখন ফরেক্স ফোরাম এ কোন পোস্ট করতে যাই তখন মাঝে মাঝে কোন পোস্ট এর ক্ষেত্রে এরর দেখায় কেন



nubiswas3
2020-04-27, 08:15 PM
ফরেক্স ফোরাম এ কোন পোস্ট দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু পোস্টে আমাকে এরর দেখাচ্ছে। যার ফলে ওই পোস্টে আর পাবলিশ হচ্ছে না। এই সমস্যাটা কিসের জন্য হয়।?

DhakaFX
2020-04-28, 11:40 AM
সাধারনত ৫ মিনিটের মধ্যে একাধিক পোষ্ট হলে স্বয়ংক্রিয়ভাবে ‘‘৫ পোস্ট ইন ১০ মিনিট’’ *এই সর্তকবার্তা *দেওয়া হয়।*মেসেজটি পেলে মনে করবেন আপনাকে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক সর্তক করা হচ্ছে। যার অর্থ আপনি ফোরামের দ্রুত পোষ্ট করছেন কিন্তু অন্যের লেখা পরছেন না। আমাদের এই স্বয়ংক্রিয় পদ্ধতিটি পরে আপনার বোনাস স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে দিতে পারে এমনকি আপনার ফোরম এবং ট্রেডিং অ্যাকাউন্ট অযাচিত বা বাতিল করে দিতে পারে। মনে রাখবেন প্রাথমিক অবস্থায় ইন্সটাফরেক্স ফোরামে সদস্যদের যাবতীয় কাজ-কর্ম সমুহ স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষন ও নিয়ন্ত্রিত করা হয়ে থাকে তাই আপনার ক্রটিসমুহ লুকানোর অবকাশ নেই।*

nubiswas3
2020-04-29, 08:06 AM
সাধারনত ৫ মিনিটের মধ্যে একাধিক পোষ্ট হলে স্বয়ংক্রিয়ভাবে ‘‘৫ পোস্ট ইন ১০ মিনিট’’ *এই সর্তকবার্তা *দেওয়া হয়।*মেসেজটি পেলে মনে করবেন আপনাকে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক সর্তক করা হচ্ছে। যার অর্থ আপনি ফোরামের দ্রুত পোষ্ট করছেন কিন্তু অন্যের লেখা পরছেন না। আমাদের এই স্বয়ংক্রিয় পদ্ধতিটি পরে আপনার বোনাস স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে দিতে পারে এমনকি আপনার ফোরম এবং ট্রেডিং অ্যাকাউন্ট অযাচিত বা বাতিল করে দিতে পারে। মনে রাখবেন প্রাথমিক অবস্থায় ইন্সটাফরেক্স ফোরামে সদস্যদের যাবতীয় কাজ-কর্ম সমুহ স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষন ও নিয়ন্ত্রিত করা হয়ে থাকে তাই আপনার ক্রটিসমুহ লুকানোর অবকাশ নেই।*

অনেক ধন্যবাদ আপনাকে ভাই। বিষয়টি আমার জানা ছিল না। কিন্তু আমি যখন নতুন কোন পোস্ট দিতে যাচ্ছিলাম তখন ঐরকম এরর দেখাচ্ছিলো
পরে যখন আমি ওই পোস্টে দেওয়ার ট্যাগ গুলো বাদ দিয়ে সাবমিট করি ঠিক তখনই আবার সাবমিট নিয়ে নিয়েছিল। তাহলে ট্যাগ লেখায় কি কোন প্রবলেম হয়।