View Full Version : ফরেক্স মার্কেটে সফলতার পিছনে নিজের প্রতি আত্ববিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ।
K.K.BABY
2020-04-28, 02:19 PM
আমরা যখন ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার হিসেবে প্রবেশ করি তখন আমাদের নিজেদের ভুলের কারনে প্রচুর পরিমাণে লস করি এমনকি অনেকের ব্যালেন্স জিরো হয়ে যায় কিন্তু যারা নিজেদের প্রতি আত্ববিশ্বাস রাখতে পারেনা তারা ফরেক্স মার্কেটের থেকে বিদায় নিয়ে থাকে কিন্তু যারা নিজেদের প্রতি আত্ববিশ্বাস রাখতে পারে তারা অনেক কষ্টের পরে সফলতা খুজে পায় আর তখন যেই বিদায় নিয়ে থাকে সে আফসোস করতে থাকে।আমরা জানি যদি কোন মানুষ তার নিজের প্রতি আত্ববিশ্বাস তৈরী করে সে সফলতার ৫০% এগিয়ে যায় তাই যতই লস হোক না কেনো নিজের প্রতি আত্ববিশ্বাস রাখুন সফল একদিন হবে ইনশাআল্লাহ।
FATEMAKHATUN
2020-04-28, 02:23 PM
যে কোন কাজে সফলতার জন্য আত্মবিশ্বাস গুরুত্বপূর্ণ। তবে আত্মবিশ্বাস অর্জন করার জন্য সে কাজ সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকা চাই।
zakia
2020-04-30, 12:19 PM
আত্মবিশ্বাস এমন একটা জিনিস যেটা মানুষকে অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে । তাই ফরেক্স মার্কেট এ কাজ করতে হলে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে । তাহলেই সফল হওয়া যাবে । কারন ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে এমনও অনেক সময় আসে যখন সফল হওয়ার জন্য নিজের আত্মবিশ্বাস অনেক বড় সহায়ক হয়ে ওঠে । আত্মবিশ্বাসের জোরেই ফরেক্সে টিকে থেকে এগিয়ে যাওয়া সম্ভব হয় ।
alamsat
2020-04-30, 12:34 PM
আসলে এখানে আপনার আতœবিশ্বাস বলতে আপনি একটি এ্যানালিসিস করে বুঝলেন যে মার্কেট এখন আপ ট্রেন্ড এ আছে আর আপনি এখান থেকে একটি বাই ট্রেড নিবেন এবং ১০০ পিপন্স এর মত প্রফিট করতে চান। এটা আপনার এ্যানালিসিস এবার আপনি ট্রেড নিলেন এবং দেখলেন মার্কেট আপনার বিপরীতে যাচ্ছে কিন্তু আপনি জানেন এটা আপ ট্রেন্ড মার্কেট তাই যতই এটা আমার বিপরীতে যাক না কেন ফিরে আসবে এবং আমার প্রফিট হবে। এটাকে বলে নিজের এ্যানালিসিস এর উপর ভরসা। এটা যদি কেউ আয়ত্ব করতে পারে তাহলে সে সফলতা পাবে। আর যদি আপনি ট্রেড দিয়েই কিছুটা বিপরীতে যাই তাহলে ক্লোজ করে দিলেন আবার ট্রেড নিলেন সেটিও এমন হল তাহলে আপনি শুধুমাত্র লস করতেই থাকবেন।
MINARULRFL100
2020-04-30, 09:14 PM
ফরেক্স মার্কেটে আমরা যখন ব্যাবসা করি আর তখন আমাদের ভুলের কারনে মাঝে মাঝে ট্রেড গুলো বিপরীতে মুভ করে এমনকি আমাদের ভুলের কারনে আমাদের ব্যালেন্স জিরো ও হয়ে যায় তখন আমরা খুবই হতাশ হয়ে যায় নিজের প্রতি আত্নবিশ্বাস হারায় ফেলি আর তখন মার্কেট ছাড়ার সিদ্ধান্ত নিতে থাকে আর ভাবি এই মার্কেট আমাদের জন্য না কিন্তু যারা এই কঠিন সময় পার করে মার্কেটে পড়ে থাকে তারাই একটা সময় সফল হয়।তাই নিজের প্রতি আত্নবিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ।
uzzal05
2020-04-30, 09:29 PM
যে কোন কাজে আমাদের আত্মবিশ্বাস রাখতে হবে। কারন আত্মবিশ্বাস না থাকলে আমরা ভালো কিছু করতে পারব না। ট্রেড করার আগে আপনাকে আগে বিশ্বাস থাকতে হবে যে আমার ট্রেডটি প্রফিট হতে পারে। আর প্রফিট না হলেও সমস্যা নেই। তবে গড়ে যেন প্রফিটে থাকা যায়।
zakia
2020-05-08, 10:49 AM
একমাত্র আত্মবিশ্বাসই পারে মানুষকে সফল হতে সাহায্য করতে এবং সফলতা বয়ে আনতে । ফরেক্স মার্কেট এ কাজ করতে হলে আত্মবিশ্বাস খুবই জরুরী এবং আত্মবিশ্বাস এর গুরুত্ব অপরিসীম । একমাত্র আত্মবিশ্বাস এর জোরেই ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় নিজের সিদ্ধান্ত সঠিক ভাবে নিতে পারা যায় এবং কোনটা সঠিক বা কোনটা ভুল সেটা বিবেচনা করে ট্রেড দেয়া যায় এবং প্রফিট লাভ করতে পারা যায় ।
EmonFX
2021-06-26, 12:18 PM
আমরা যখন ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার হিসেবে প্রবেশ করি তখন আমাদের নিজেদের ভুলের কারনে প্রচুর পরিমাণে লস করি এমনকি অনেকের ব্যালেন্স জিরো হয়ে যায় কিন্তু যারা নিজেদের প্রতি আত্ববিশ্বাস রাখতে পারেনা তারা ফরেক্স মার্কেটের থেকে বিদায় নিয়ে থাকে কিন্তু যারা নিজেদের প্রতি আত্ববিশ্বাস রাখতে পারে তারা অনেক কষ্টের পরে সফলতা খুজে পায় আর তখন যেই বিদায় নিয়ে থাকে সে আফসোস করতে থাকে।আমরা জানি যদি কোন মানুষ তার নিজের প্রতি আত্ববিশ্বাস তৈরী করে সে সফলতার ৫০% এগিয়ে যায় তাই যতই লস হোক না কেনো নিজের প্রতি আত্ববিশ্বাস রাখুন সফল একদিন হবে ইনশাআল্লাহ।
ফরেক্স সফলতার জন্য অবশ্যই আত্মবিশ্বাসের দরকার রয়েছে। আপনি যথার্থই বলেছেন, ফরেক্স মার্কেটে ট্রেড করা এবং টিকে থাকা এক কথা নয়। আপনার কঠোর আত্মবিশ্বাস আপনাকে শক্তি যোগাবে। ফরেক্সে সফল হওয়ার জন্য আপনাকে আত্মবিশ্বাসের সাথে কঠোর পরিশ্রম করতে হবে। নতুনদের অনেকেই ব্যাপারটাকে অতি সহজ ভাবে নিয়ে ট্রেডিং করার পরে লস করে মার্কেট কে বিদায় জানায়। আত্মবিশ্বাস না থাকলে ফরেক্স কেনো জীবনের কোন ক্ষেত্রেই সফলতা অর্জন করা সম্ভব নয়। ব্যবসাক্ষেত্রে আপনার জুকির মুখোমুখি হতে হতেই পারে তাই বলে মনবল হারানো যাবেনা। আপনি যেটা চাইবেন সেটা আপনা আপনিই আপনার কাছে ধরা দিবে না, আপনাকে অর্জন করে নিতে হবে। আপনার আত্মবিশ্বাস থাকলে আপনি ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকিগুলো পরিচালনা করতে সক্ষম হবেন। আপনার দৃঢ় মনোবলের সাথে আপনি যুক্তিপূর্ণ পরিস্থিতি সামাল দিতে সক্ষম হবেন যদি থাকে স্ট্রং আত্মবিশ্বাস। ট্রেড করার সময় আপনাকে এই জাতীয় কৌশল প্রণয়ন এবং কর্মক্ষেত্রে তা প্রয়োগ করতে হবে। মূলত, ইতিবাচক হওয়ার মানসিকতাই আপনাকে এগিয়ে রাখবে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.