PDA

View Full Version : স্ক্যাল্পিং স্ট্রাটেজি



SUROZ Islam
2020-04-29, 05:39 PM
10796
স্ক্যাল্পিং বলতে যা বোঝায় আমরা অনেকেই জানি যে শর্ট-টার্ম ট্রেডিং।অনেকেই ধারণাটা পুরোপুরি ক্লিয়ার না।আমাদের শর্ট-টার্ম ট্রেডিং শুধু করলেই হবেনা।কোন টাইমফ্রেম বেস্ট তাও জানতে হবে।
আমার ব্যক্তিগত মতামত 15minutes বা m15 চার্ট এর ক্ষেত্রে।আপনি স্ক্যাল্পিং এর সবচেয়ে মজা এবং রেস্পন্স পাবেন এই চার্টে।অনেকে শুধু নিউজ টাইমে স্ক্যাল্প করে কিন্তু আমি বলবো যে স্ক্যাল্পিং এর জন্য আপনি সারাদিনই টাইম পাবেন।এজন্য m15 চার্ট এর সঠিক এনালাইসিস ই যথেষ্ট।স্ক্যাল্প ং জিনিস্টা হচ্ছে আসলে প্রথাগত রিস্ক ম্যানেজমেন্ট এর লট সাইজের বাইরে গিয়ে লট সাইজ বাড়িয়ে অল্প রিস্ক রিওয়ার্ড রেশিও এর মাঝে ট্রেড করা।এক্ষেত্রে রেশিও ১:১ হলেও হতে পারে।তবে এক্ষেত্রে জোন মার্ক খুবই গুরুত্বপূর্ণ।অন্ তপক্ষে প্রথমেই রিস্ক লেভেলটা ঠিকমতো মার্ক করে Stop Loss নির্ধারণ করে রাখতে হবে তারপর। Take Profit লেভেল নির্বাচন করতে অথবা আপনার মনমতো manually ও প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করতে পারেন।
স্ক্যাল্পিং ট্রেড ২য় অংশঃ
স্ক্যাল্পিং করার জন্য যদি আপনারা ক্যালেন্ডার নিউজ টাইমকে বেছে নেন তবে বলবো অবশ্যই ঐ নিউজ সম্পর্কে পূর্ণ ধারণা নেওয়া আবশ্যক এবং সেই নিউজ কতটা প্রভাবক তা জানতে হবে।সাথে সেই কারেন্সি ইন্ডেক্স এর স্ট্রেঙ্কথ দেখতে হবে ঐ মূহুর্তের।এজন্য আপনারা এই লিঙ্কে গিয়ে>> https://www.instaforex.org/bd/forex_calendar কারেন্সি এর শক্তিমত্তা অনুযায়ী ক্যালেন্ডার নিউজ এর পজিটিভ অথবা নেগেটিভ রেজাল্টের সাথে কম্বিনেশন করে ট্রেড করতে পারেন।তবে হ্যাঁ অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট এর বাইরে গিয়ে নয় বা রিভেঞ্জ ট্রেডও করা যাবেনা।কারণ মনে রাখতে হবে চার্ট তার নিজস্ব নিয়মেই ধাবিত হবে।
স্ক্যাল্পিং ট্রেড ৩য় অংশঃ
আপনারা নন নিউজ টাইমকেও স্ক্যাল্পিং ট্রেডের জন্য বেঁছে নিতে পারেন।এজন্য চার্ট এনালাইসিস করে বিভিন্ন এংগেল থেকে m15 এ সাপোর্ট রেসিস্টেন্স জোন মার্ক করতে হবে তারপর সঠিক ব্রেকআউট নির্ণয় করে ট্রেড নিতে হবে আর যেহেতু শর্ট টার্ম ট্রেড তাই SL এবং TP. বসাতে হবে।তবে হ্যাঁ যতটুকু সম্ভব ফেইক ব্রেকআউট এড়িয়ে যেতে হবে।
বিঃদ্রঃ সাপোর্ট ও রেজিস্টেন্স জোন এনালাইসিস এর জন্য অবশ্যই ট্রেন্ডলাইন ও হরিজন্টাল লাইন এর সমন্বয় করতে হবে।
স্ক্যাল্পিং ট্রেড ৪র্থ অংশঃ
স্ক্যাল্পিং করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটি হচ্ছে কারেন্সি পেয়ার নির্বাচন।আমি ব্যক্তিগতভাবে মনে করি নন ভোলাটাইল পেয়ারগুলো স্ক্যাল্পিং ট্রেডের জন্য ভালো।এতে রিস্ক কম থাকে।কেউ প্রথমেই ভোলাটাইল পেয়ার এ ট্রেড না করলেই ভালো।এজন্য প্রথমেই আপনারা GBP এবং JPY এর পেয়ারগুলো পরিহার করতে পারেন স্ক্যাল্পিং লিস্ট থেকে।আমার দৃষ্টি থেকে লো রিস্ক মেইনটেইন করে স্ক্যাল্পিং করতে চাইলে আপনারা এই কয়েকটি পেয়ারকে বেঁছে নিতে পারেন >>
EURUSD
EURCHF
USDCHF
NZDUSD
AUDUSD
AUDCHF
NZDCHF
এই ৭টি পেয়ারই যথেষ্ট স্ক্যাল্পিং করে প্রফিট গেইন করার জন্য।
সারাদিনে নিউজের সাপেক্ষে এবং এনালাইসিসের সাপেক্ষে সারাদিন ই অনেক সিগনাল পাওয়া যাবে m15 চার্টে।

Tofazzal Mia
2020-05-13, 01:37 PM
10944
ফরেক্স জগতে সবচেয়ে সুনিপুন ও দক্ষ ট্রেডাররা স্ক্যাল্পিং স্ট্রাটেজি অনুসরন করে ট্রেড করে, কেননা ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে এটাই সবচেয়ে প্রফিটেবল স্ক্যাল্পিং স্ট্রাটেজি। বলা হয় একজন ফরেক্স ট্রেডারের ফরেক্স সফলতার মুলমন্ত্রই হচ্ছে স্ক্যাল্পিং স্ট্রাটেজি , যা তার ব্যাক্তিগত হাতিয়ার। যদিও স্ক্যাল্পিং স্ট্রাটেজিতে ট্রেড করতে অনেক সময়ের প্রয়োজন । স্ক্যাল্পিং স্ট্রাটেজি এর বিদ্যা অর্জন না করে ফরেক্স সফলতার স্বর্ণ শিখরে পৌছা যায় না। তবে এটা নতুন ট্রেডারদের জন্য মরনাস্ত্র। আমি ব্যাক্তিগতভাবে মনে করি একজন নতুন ট্রেডারদের কমপক্ষে দু'বছর ফরেক্স মার্কেটে ট্রেড করার পর স্ক্যাল্পিং স্ট্রাটেজির দিকে পা বাড়াতে হবে নয়তো একজন নতুন ট্রেডার এর ফরেক্স মার্কেটে টিকে থাকাই কঠিন হয়ে দাড়াবে। নতুন-পুরাতন সকল ট্রেডারগনের শুভকামনায়

Dibakar Biswas
2020-05-13, 03:31 PM
স্কাল্পিং ট্রেড অনেকটা কঠিন কাজ। অনেক সময় দেখা যায় পরপর ৫-৭ টি ট্রেড লস হয়ে যায় যেটা মেনে নেওয়া অনেকের কাছে অসম্ভব হয়ে দাড়ায়। তাই আমার মতে নিজে যদি প্রফেসনাল ট্রেডার না হন তবে স্কল্পিং হতে দুরে থাকুন। কেননা স্কল্পিং ট্রেডে রিক্স বেশি আবার চাপ ও বেশি। যা অনেকে নিতে পারে না। তবে আপনি যদি অভিজ্ঞ হন এবং পূর্বে স্কাল্পিং করে সফলতা অর্জন করে থাকেন তবে আপনাকে কিছু বলার নেই।

Rokibul7
2020-05-31, 02:42 PM
স্কাল্পিং করাটা লাভ এর চাইতে রিক্স বে। দক্ষতা না থাকলে লস।তাই স্কাল্পিং করতে গেলে পেয়ার সহ নিউজ সম্পকে ভাল একটা ধারনা থাকা লাগবে।তবে বেশির ভাগ টেডাররা লং পজিসন পছন্দ করে।

Wadi003
2020-06-06, 09:42 PM
আমার দৃষ্টিতে স্ক্যাল্পিং অনেক ঝুকিপূর্ন পদ্ধতি। এতে সফলতার হার খুব একটা বেশী আসে না। তার চেয়ে বরং অপেক্ষাকৃত বড় টাইমফ্রেম নিয়ে ট্রেন্ড খোজার চেষ্টা করা উচিৎ। আর যদি স্ক্যাল্পিং করতেই হয় তো স্টপলস ও ট্রেইলিং স্টপের কম্বিনেশন ব্যবহার করা যেতে পারে।

FREEDOM
2020-06-15, 04:06 PM
স্ক্যাল্পিং ট্রেড আমার কাছে অনেক বেশি ঝুকিপূর্ণ মনে হয়। আমি যতবারই স্ক্যাল্পিং ট্রেড করতে গিয়েছি ততবারই লসের কবলে পড়েছি। আসলে স্ক্যাল্পিং করতে মার্কেট অনেক বেশি সময় ওয়াচ ও এনালাইসিস করতে হয় এবং সুযোগ বুঝে এন্ট্রি নিতে হয় এক্ষেত্রে কেউ ৫ পিপস আবার ১৫/২০ পিপস টার্গেট করে। তবে তা খুব অল্প সময়ের জন্য কারো চয়েস ৫ মিনিটের টাইমফ্রেম আবার কারো চয়েস ১৫ মিনিট আর অনেকেই অল্প সময়ের মধ্যেই প্রফিট নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে দ্রুত সময়ের মধ্যে। এবং স্ক্যাল্পিং এ অনেক বেশি ট্রেড করতে হয় যা আমাদের মত সাধারন ট্রেডারদের জন্য কষ্টসাধ্য বটে।

DhakaFX
2020-12-02, 06:07 PM
আপনি হয়তো অনেক জায়গায় স্ক্যাল্পিং শব্দটি শুনেছেন। মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়।
মার্কেট সবসময়ই ওঠা-নামা করে। আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস লুফে নিতে পারেন। কিন্তু স্ক্যাল্পিং কিন্তু ঝুকিপূর্ণ। অনেকেই দেখা যায় কিছু না বুঝে রিস্ক নিয়ে স্ক্যাল্পিং করে। কিন্তু স্ক্যাল্পিংয়েও অ্যানালাইসিস করা উচিত। কোন ট্রেডেই অ্যানালাইসিস ছাড়া প্রবেশ করা উচিত নয়। স্ক্যাল্পিং করার সময় ট্রেন্ডের দিকে ট্রেড দেয়াই ভাল। সেক্ষেত্রে ট্রেডে লাভ করার সম্ভবনাটা তুলনামুলক ভাবে বেশি থাকে।
স্ক্যাল্পিং যেহুতু কম সময়ে করা হয়, তাই আমাদের ট্রেড করা উচিত কম সময়ের টাইমফ্রেমে। স্ক্যাল্পিং এর অনেক রুলস আছে। আপনি স্ক্যাল্পিং ট্রেড করার সময় m1, m5, m15 টাইমফ্রেম অনুসরন করতে পারেন। কিন্তু আপনি যদি h4 টাইমফ্রেম অনুসরন করেন তাহলে কোন লাভ হবে না, কারন ২-১ মিনিটে মার্কেটে কি পরিবর্তন হল তা আপনি h4 চার্ট দেখে সহজে বুঝতে পারবেন না। মিনিটের টাইমফ্রেম গুলো স্ক্যাল্পিং এ বেশি সহায়ক। অনেকেই স্ক্যাল্পিংয়ের জন্য অনেক ইন্ডিকেটর ফলো করে থাকেন। কিন্তু স্ক্যাল্পিংয়ে ইন্ডিকেটর খুব একটা কাজ করে না। কারন মার্কেটের ছোট ছোট মুভমেন্টগুলো তো আর কোন নিয়ম মেনে চলে না।
কিছু কিছু ব্রোকার আছে যারা স্ক্যাল্পিং সাপোর্ট করে না। আবার অনেক ব্রোকারের স্ক্যাল্পিং এ ২ মিনিট রুলস আছে। ২ মিনিটের আগে ট্রেড ক্লোজ করলে তা বাতিল করে দেয়ার অধিকার ব্রোকার রাখে। তাই আপনি যে ব্রোকারের সাথে ট্রেড করছেন, সেই ব্রোকারের স্ক্যাল্পিং সম্পর্কে কোন রুলস আছে কিনা আগে জেনে নিন।
13023

Rassel Vuiya
2021-07-05, 01:05 PM
স্ক্যালপিং ফরেক্স এ খুব জনপ্রিয় একটি শব্দ। এর মানে হচ্ছে খুব অল্প সময়ের জন্য খোলা ট্রেড। ফরেক্স মার্কেটের খুব অল্প পরিবর্তনেও ভাল লাভ করা সম্ভভ। অনেকেই ১০ বা ১৫ সেকেন্ডের জন্য একটি ট্রেড ওপেন করে এবং প্রফিট পেলে তা নিয়ে ট্রেড থেকে বের হয়ে যায়।
14815

Montu Zaman
2021-11-25, 12:40 PM
স্ক্যালপিং (Scalping) : নতুন ট্রেডার দের প্রথম পছন্দ থাকে স্ক্যালপিং। ট্রেডিং এর শুরুর দিকে বেশির ভাগ ট্রেডার স্ক্যালপিং এর কথা চিন্তা করে। ছোট ছোট ট্রেড করে প্রফিট নিতে চায়। মূলত ছোট ট্রেড গুলোই হলো স্ক্যালপিং। এগুলো সাধারণত কয়েক মিনিটের হয়ে থাকে। 1-20 পিপস এর মধ্যে হয়ে থাকে। স্ক্যালপিং করে অল্প সময়ের মধ্যে প্রফিট করে নেয়া যায়। তবে স্ক্যালপিং অনেক ঝুকিপূর্ণ। অনেকে অল্প অল্প করে বেশ কিছু প্রফিট করে নেয় । কিন্তু না বুঝে স্ক্যালপিং করার জন্য বড় ধরনের লস হয়ে যায়।
16062