PDA

View Full Version : বেশি লিভারেজ নিয়ে ট্রেড করলে কি আসলে বাড়তি কোনো সুবিধা পাওয়া যায়?



nubiswas3
2020-04-29, 11:38 PM
যদি কেউ বেশি লিভারেজ নিয়ে ট্রেড করতে চায় তাহলে কি তার জন্য বাড়তি কোনো সুবিধা আছে। ফরেক্স মার্কেটে নতুন সদস্য হিসেবে আমার কি বেশি লিভারেজ নিয়ে ট্রেড করা উচিত না কম লিভারেজ নিয়ে ট্রেড করা উচিত।

abdulguffer
2020-04-30, 12:23 AM
বেশি লিভারেজ ব্যবহার করলে ডিপোজিট এর তুলনায় বেশি বড় লট নিয়ে ট্রেড করতে পারেন , এতে বেশি প্রফিট করা যায় , কিন্তু মার্কেট যদি আপনার বিপরীতে দাঁড়িয়ে যায় তবে লস এর পরিমান অনেক বেশি হবে , এমন কি একাউন্ট জিরো হয়ে যেতে পারে

K.K.BABY
2020-04-30, 09:28 AM
আপনি ঠিকই বলেছেন বেশি লেভারেজ নিলে বেশি প্রফিট করা যায়।আপনি যে ডিপজিট করবেন তার তুলনায় আপনি লট বেশি নিয়ে ট্রেড করতে পারবেন এবং আপনার প্রফিট ও বেশি হবে কিন্তু এর বিপরীত ও হতে পারে যেমন আপনি বেশি লটে ট্রেড করলেন কিন্তু মার্কেট আপনার বিপরীতে মুভ করছে তখন আপনার লস হবে অনেক বেশি এমনকি আপনার ব্যালেন্স জিরো ও হয়ে যেতে পারে।তাই আমি মনে করি ১ঃঃ৫০ লেভারেজ নিয়ে ট্রেড করা অনেক ভালো।

Rokibul7
2020-04-30, 09:49 AM
আমি মনে করি বেশি লিভারেজ নেওয়া ঠিক নয়,এত লস বেশি হয়।ব্রোকার আপনাকে লিভারেজ দিবে ঠিকই তবে বেশি লেভারেজ একাউন্টে কে ঝুকিপূর্ণ করে।তাই লেভারেজ সবদা ১ঃ৫০ নেওয়াই ভাল

uzzal05
2020-04-30, 12:20 PM
বেশি লিভারেজ নিলে আমরা ছোট ব্যালেন্স থাকলেও বড় লট সাইজ ব্যবহার করে ট্রেড করতে পারব। কিন্ত সাধারন ভাবে আমরা কম ডিপোজিট করে বড় লট সাইজ ব্যবহার করতে পারি না। এতে আপনি যেমন সুবিধা পাবেন তেমনি অসবিধাও আছে। সবসময় বড় লট এ টেড করতে মন চাইবে।

alamsat
2020-04-30, 12:31 PM
আসলে লেভারেজ অর্থাৎ ঋন আপনি যত বেশি লেভারেজ নিবেন তত বেশি লটে অর্থাৎ বড় বড় ট্রেড করতে পারবেন তেমনী ঝুকি ও বড় বড় থাকবে কারন আপনার ব্যালেন্স যদি থাকে ১০০ ডলার তাহলে আপনি বেশি লেভারেজ নিয়ে ১.০০ লটে ট্রেড করতে পারবেন আর মাত্র ১০০ পিপন্স আপনার বিপরীতে গেলেই আপনার একাউন্ট শুন্য তেমনী প্রফিট করতে পারলেও বেশি প্রফিট হবে। তবে রিস্ক থেকেই যাবে। আর যদি আপনি ১০০ ডলারে ট্রেড করে ০.০১ লট ব্যবহার করেন তাহলে আপনার একাউন্ট শুন্য হওয়ার জন্য ১০ হাজার পিপন্স বিপরীতে যাওয়া লাগবে তাই আপনি নিজেই চিন্তা করে দেখুন লেভারেজ বেশি নেওয়া ভাল না খারাপ।

MINARULRFL100
2020-05-01, 09:16 AM
ফরেক্স মার্কেটে ব্যাবসার টিকে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লেভারেজ।আপনি চাইলে লেভারেজ বেশি নিতে পারে ১ঃঃ১০০০ হাজার সেই ক্ষেত্রে আপনি আপনার ব্যালেন্স এর তুলনায় অনেক বেশি লট নিয়ে ট্রেড এন্ট্রি নিতে পারবেন এবং বেশি বেশি আর্ন করতে পারবেন কিন্তু এর বিপরীত ও হতে পারে অর্থাৎ ট্রেড গুলো যদি বিপরীতে মুভ করে তাহলে আপনার অনেক লস হতে পারে এমনকি আপনার একাউন্ট জিরো ও হয়ে যেতে পারে তাই যতো লেভারেজ কম নেওয়া হবে তত আপনার একাউন্ট সুরক্ষিত থাকবে।তাই আমার মতে লেভারেজ নেওয়া উচিত ১ঃঃ৫০।

EmonFX
2021-06-13, 10:10 AM
যদি কেউ বেশি লিভারেজ নিয়ে ট্রেড করতে চায় তাহলে কি তার জন্য বাড়তি কোনো সুবিধা আছে। ফরেক্স মার্কেটে নতুন সদস্য হিসেবে আমার কি বেশি লিভারেজ নিয়ে ট্রেড করা উচিত না কম লিভারেজ নিয়ে ট্রেড করা উচিত।

লিভারেজ হলো ব্রোকার কর্তৃক ট্রেডারদের জন্য প্রদেয় লোন। যেটার কারণে একজন ট্রেডার অল্পসংখ্যক ক্যাপিটাল নিয়েও বেশি ট্রেড ওপেন করতে পারবেন। *তবে আমি মনে করি একজন ট্রেডারের যথাসম্ভব কম লিভারেজ নিয়ে ট্রেডিং করা উচিত। *আপনি যত বেশি লিভারেজ নেবেন ততবেশি ট্রেড ওপেন করতে পারবেন এবং সেটা আপনার অ্যাকাউন্টের উপরে অনেক বেশি প্রেসার ক্রিয়েট করবে। বেশি লিভারেজ নেয়ার সুবিধার চেয়ে বরং অসুবিধাটাই একটু বেশি। আমাদের উচিত যথাসম্ভব কম লিভারেজ নিয়ে ট্রেডিং করা, বিশেষ করে নতুন অবস্থায় ট্রেডারদের অভিজ্ঞতা কম থাকে বিধায় এ সময় বেশি বেশি ট্রেড ওপেন করে মূলধন হারানোর সম্ভাবনা থাকে। তাই আমাদের মূলধন সুরক্ষার স্বার্থে লিভারেজ কম ব্যবহার করা উচিত।