Log in

View Full Version : করোনাভাইরাস অর্থ নীতির উন্নতিরর পথে বাধাস্বরূপ



DEARMUM100
2020-04-30, 08:17 PM
দেশের অর্থনীতির উন্নতিতে বাধা হয়ে দাড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। হাজার মানুষের জীবন কেড়ে নিছে অল্প সময়ের মধ্যে।বিশ্বেরর অর্থনীতি আজ অচল।সব কোম্পানি, মাকের্ট অফ। তাই দেশে অর্থ নীতি মন্দাভাব বিরাজ করছে।সবাই বিজনেসে কেবল লস আর লস।তাই অর্থনীতি আজ হুমকির মুখে।

K.K.BABY
2020-05-01, 12:15 AM
বর্তমান পরিস্থিতিতে বিশ্বের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ তার একটি মাত্র কারন করোনা ভাইরাস।এই করোনা ভাইরাসের কারনে আজ মানুষ বাসা থেকে বের হতে পারছেনা।সমস্ত ফ্যাক্টরি অফ হয়ে গেছে যার প্রভাব পড়তেছে নিজ নিজ দেশের অর্থনৈতির উপর।আর এই জন্য ফরেক্স মার্কেটে ও এর প্রভাব পড়তেছে যার জন্য অনেক ট্রেডাররা আজ অনেক লস করতেছে।তাই বর্তমান পরিস্থিতিতে ট্রেড করার আগে অবশ্যই আপনাকে ভাবতে হবে অথবা ১০০% সিয়র হয়ে তার পর আপনাকে ট্রেড এন্ট্রি দিতে হবে।

Sakib42
2020-05-01, 12:32 AM
দেশের অর্থনীতির উন্নতিতে বাধা হয়ে দাড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। হাজার মানুষের জীবন কেড়ে নিছে অল্প সময়ের মধ্যে।বিশ্বেরর অর্থনীতি আজ অচল।সব কোম্পানি, মাকের্ট অফ। তাই দেশে অর্থ নীতি মন্দাভাব বিরাজ করছে।সবাই বিজনেসে কেবল লস আর লস।তাই অর্থনীতি আজ হুমকির মুখে।

ভাইরাস এর কারণে আমাদের অর্থৈতিক দিক থেকে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে এবং বিশ্বের অন্যতম দেশগুলোও আজ করোনা ভাইরাস এর কারণে পিছিয়ে গেছে।আপনি আমাদের ফোরাম ফরেক্স চার্ট গুলো দেখলেই বুঝতে পারবেন যে সব কিছুর মূল্য কিভাবে কমে এসেছে এবং অনেক দেশে তেল বিনা মূল্যে পাওয়া যাচ্ছে যেইটা আমাদের ভবিষ্যৎ এর জন্য ভালো দিক না।

FATEMAKHATUN
2020-05-01, 09:41 AM
করোনা ভাইরাস বিশ্ব অর্থনীতিতে যথেষ্ট প্রভাব ফেলছে। তবে বেশিরভাগ বেকার লোকজন তার এই সময়টা কাজে লাগাতে পারেন।

HASIBURRAHMAN
2020-05-01, 10:10 AM
বিশ্ব অর্থনীতিতে করোনা ভাইরাস এর প্রভাব ব্যাপক। অনেকেই বেকার হচ্ছেন। তারা তাদের জন্য ফরেক্স এ স্বাগতম। এদিক-সেদিক সময় ব্যয় না করে, ঘরে বসে সময় অপচয় না করে ফরেক্সে সময় দিলে আশা করি উপকারে আসবে ইনশাআল্লাহ।

EmonFX
2021-06-13, 10:00 AM
দেশের অর্থনীতির উন্নতিতে বাধা হয়ে দাড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। হাজার মানুষের জীবন কেড়ে নিছে অল্প সময়ের মধ্যে।বিশ্বেরর অর্থনীতি আজ অচল।সব কোম্পানি, মাকের্ট অফ। তাই দেশে অর্থ নীতি মন্দাভাব বিরাজ করছে।সবাই বিজনেসে কেবল লস আর লস।তাই অর্থনীতি আজ হুমকির মুখে।

শুরুতে করোনাভাইরাস অর্থনীতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলো কিন্তু বর্তমানে সে অবস্থান থেকে বিশ্ব অর্থনীতি প্রায় ঘুরে দাঁড়িয়েছে। প্রথমদিকে বিশ্ব অর্থনীতিতে স্থবির ও মন্দাভাব দেখা দিয়েছিল। অচল হয়ে গিয়েছিলো বিশ্ব বাণিজ্য এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্রিয়া-কলাপ। যার প্রভাব পড়েছিল বিশ্বের প্রতিটি অর্থসংক্রান্ত প্রতিষ্ঠানে। বাদ যায়নি ফরেক্স মার্কেটে এর প্রভাব পড়তে। মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাস ফরেক্স মার্কেটে ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল। যদিও এখন সেই অবস্থা কাটিয়ে বিশ্ব অর্থনীতি তার স্বাভাবিক গতিতে ফিরে এসেছে। এর মূল কারণ হলো করোনার ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পাশাপাশি মানুষের মাঝে অধিক সচেতনতা বৃদ্ধি। আমরা স্বপ্ন দেখি আগামীর সুন্দর ও সুশৃঙ্খল একটি বিশ্ব দেখার।